![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বর্তমানে বার্মার সরকারে আং সান সুচির (জন্ম ১৯শে জন, ১৯৪৫) রাস্ট্রীয় পদ হচ্ছে, "ফার্স্ট কাউনসেলার অফ মায়ানমার"; মনে হয়, সরকারে বেশ বড় ধরণের পোস্ট; তা'ছাড়া তিনি বিরোধীদল প্রধান, এবং নিজ রাজনৈতিক দল, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসীর সভাপতি।
সুচির বাবা, আং সান বৃটিশ মিলিটারীতে বড় পদে ছিলেন, এবং ১৯৪৭ সালে বার্মার স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেন; এবং সেই বছর মিলিটারীর ষড়যন্ত্রে নিহত হন। সুচির মা, খিনচি ১৯৬০ সালে ভারত ও নেপালের রাস্ট্রদুত নিযুক্ত হন; সুচি ১৯৬৪ সালে দিল্লীতে পলিটিক্যাল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে সুচি অক্সফোর্ড থেকে পলিটিক্যাল সায়েন্স, ইকোনোমি ও ফিলোসফিতে ব্যাচেলর ডিগ্রি পান। পরের বছর তিনি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি নেন অক্সফোর্ড থেকে। এরপর, তিনি নিউইয়র্ক আসেন ও ৩ বছর জাতিসংঘে ইকোনোমিস্ট হিসেবে চাকুরী করেন। ১৯৭২ সালে তিনি বৃটিশ নাগরিক মাইকেল এরিসকে বিয়ে করেন; বিয়ের পর লন্ডন চলে যান।
১৯৭৭ সালের মাঝে সুচির ২ ছেলের জন্ম হয়; ১৯৮৫-১৯৮৭ সালগুলোতে তিনি লন্ডনে পড়াশোনা করেন, এমফিল ডিগ্রি নেন। এরপর তিনি ভারতের সিমলা ইউনিভার্সিটিতে ফেলো হিসেবে যোগদান করেন, একই সাথে বার্মা সরকারের হয়ে ডিপ্লমেটিক ধরণের কাজকর্ম করেন।
১৯৮৮ সালে সুচি বার্মায় ফিরে আসেন ও গণতান্ত্রিক আন্দোলনে যোগদান করেন; ১৯৬২ সাল থেকে মিলিটারী বার্মার ক্ষমতা দখল করে রেখেছিল।১৯৮৯ সালের জুলাই মাসে মিলিটারী সরকার সুচি'কে গৃবন্দী করে। গৃহবন্দী অবস্হায় ১৯৯১ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান।
১৯৯৫ সাল অবধি সুচির স্বামী বার্মা এসেছিল, এরপর তাকে আর বার্মার ভিসা দেয়া হয়নি; ১৯৯৭ সালে, এরিসের প্রষ্টেট ক্যানসার ধরা পড়ে, ১৯৯৯ সালে এরিসের মৃত্যু হয়; ছেলেরা লন্ডনে। সুচির স্বামীকে দেখার জন্য মিলিটারী তাকে লন্ডন যাবার সুযোগ দেয়, কিন্তু সুচি যায়নি ভয়ে, তিনি ভয় পেয়েছিলেন যে, তাকে আর ফিরে আসতে দেবে না মিলিটারী; তিনি ১৯৮৯ সাল থেকে ২০১০ সাল সময়ের মাঝে ১৫ বছর গৃহবন্দী ছিলেন।
১৯৯০ সালে সুচির গৃবন্দী অবস্হায় বার্মায় ভোট হয়, উনাকে ভোট দাঁড়াতে দেয়া হয়নি; দল শতকরা ৬০ ভাগ পদ পেয়ে জয়ী হয়; কিন্ত মিলিটারী ভোটকে নাকচ করে দেয়। দেশে বিদেশে এ নিয়ে তুমুল আন্দোলন হয়; বাংলাদেশে সুচির পক্ষে বড় বড় মিছিল হয়, বার্মার এমবেসী ঘেরাও হয়।
আন্তর্জাতিক ও জনতার চাপে ২০১০ সালের নভেম্বরে সুচিকে গৃহবন্দী থেকে মুক্তি দেয় মিলিটারী। ২০১২ সালে, পার্লামেন্টের এক শুন্যপদে ভোট করে সুচি জিতে যান। ২০১২ সালে রোহিংগা হত্যা ও তাদের অধিকারে সুচির অবস্হান জানতে চাইলে সুচি রোহিংগাদের পক্ষে কথা বলেনি।
২০১৫ সালের প্রেসিডেন্ট ভোটে দাঁড়াতে চান সুচি, কিন্তু বিদেশী বিয়ে করাতে ও সন্তানদের বিদেশী নাগরিকত্ব থাকায় তিনি বাদ পড়েন। ২০১৫ সালে সুচির দল বার্মার ২ পরিষদেই জয়ী হয়; কিন্তু তাকে একই কারণে প্রেসিডেন্ট হতে দেয়নি, মিলিটারীদের থেকে প্রেসিডেন্ট হয়, সুচির জন্য নতুন পদের সৃস্টি করা হয়, "ফার্স্ট কাউনসেলার অফ মায়ানমার"; তিনি এখন সেই পদে আছেন। ২০১৫ সালে, সুচির বিজয়ের পর, রোহিংগারা আশা করেছিল যে, তাদের নাগরিক অধিকার তারা পাবেন; তা ঘটেনি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
আজকে , সুচি ১৭ কোটী বাংগালীর এনেমী নম্বর-ওয়ান
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
জাহিদ হাসান বলেছেন: শুধু বাঙ্গালী কেন, বিশ্বের কেউই এখন সূচীকে পছন্দ করেন না।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
হয়তো; তবে, রোহিংগাদের সমস্যা শুরু হয়েছে ১৯৭৯ সালে; সুচী বার্মায় এসেছে ১৯৮৮ সালে, ও মুক্তি পেয়েছে ২০১০ সালে; সুচির কি কি করার ক্ষমতা আছে, সেটা পরিস্কার নয়; তবে, সে গত কয়দিনে রোহিংগাদের পক্ষে অবস্হান নেয়নি
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
মলাসইলমুইনা বলেছেন: এভাবেই নক্ষত্রের পতন!
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
বাংলার আকাশে সে আর নেই, পায়ের নীচে চলে গেছে
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
বিষাদ সময় বলেছেন: সুচি যে নিন্দা পাওয়ারযোগ্য এ ব্যাপারে কোন সন্দেহ নাই। কিন্তু বাঙালীর কাউকে মাথায় তুলতে বা পায়ের তলায় ফেলতে এক মিনিটও সময় লাগেনা এবং বাঙালীরা বেশিরভাগ ক্ষেত্রে এ কাজটি করে হুচুকে, যুক্তিতে না।
তবে পোস্টে সুচির বায়োগ্রাফি তুলে না ধরে, তিনি সবচেয়ে ঘৃণিত ব্যাক্তি হওয়া উচিত কিনা তার কমপারেটিভ আলোচনা করলে মনে হয় আরও ভালো করতেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
রোহিংগা সমস্যায় উনার কি ভুমিকা সেটা আমি জানি না; ফলে, সুচীকে স্বল্প পরিসরে পরিচিত করতে চেয়েছি।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
মলাসইলমুইনা বলেছেন: একমত হলাম কিঞ্চিৎ চিন্তা ভাবনা না করেই !
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
দেখা যাচ্ছে যে, সে বিশাল সংগ্রাম করেছে জীবনে; কিন্তু কি কারণে সে রোহিংগাদের পক্ষে কথা বলছেনা, সেটা পরিস্কার নয়, বিশেষ করে যখন তাদের হত্যা করা হচ্ছে অমানুষিকভাবে, এবং তাতে আরাকানের নাগরিকেরা বড় হত্যাকারীর ভুমিকায়।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
আল ইফরান বলেছেন: ঘৃণিত বলাটাই হয়তো ঠিক হবে।
দেশের রাজনীতি সচেতন মানুষের কাছে ওনার একটা গ্রহনযোগ্যতা ছিল, যেটা বাইরের দেশগুলোতে থাকে।
উনি ওনার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শীতার অভাবের পরিচয় দিয়েছেন জান্তা সরকারের এই নির্মমতাকে সমর্থন করে।
অফ দ্য টপিকঃ ওনাকে আমার ব্যক্তিগত পর্যালোচনায় ধনীকতন্ত্রের আরেকটা লস্ট ভ্যালু এলিমেন্টস মনে হত অনেক আগে থেকেই।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
বার্মার অফুরন্ত সম্পদকে দখল করে একটা ধনীক শ্রেণী গড়ে উঠছে দ্রুত; উনি সেটার অংশ হয়ে গেছেন, মনে হয়।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: তখনকার সুচি আর এখনকার সুচির মাঝে ব্যাপক ব্যবধান উনাকে সামনে রেখে পেছনে কল-কাঠি নাড়ছে অন্য কেউ/অন্যরা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
উনার দল ক্ষমতায়, উনি ক্ষমতায়, পেছনে কারা আছে? মিলিটারী কি এখনো শক্তিশালী, নাকি উনি নিজেই মিলিটারীর বাপদাদা!
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ওর প্রতি শুধুই ঘৃণা
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
১৭ কোটী বাংগালীর শত্রুতে পরিণত হলো সুচি
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: একমত। নারী জাতির কলঙ্ক। হিটলার কে পুরুষ সুকি বলা যেতে পারে। তার অপমান করার মত শব্দ বা্ঙলাতে নেই। বার্মা শব্দ থেকে আনা লাগবে । কিং বা তার নাম নিকৃষ্টতম মানুষ কে গালি দিতে ব্যবহার হতে পারে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
সে জানতে পারবে যে, বিশ্বে ১৭ কোটী মানুষ একবাক্যে তাকে ঘৃণা করে!
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯
জাহিদ হাসান বলেছেন: সূচী যা করেছেন তা সামরিক শাসকদের চাইতে বেশি জঘন্য।
তার হাতে যতটুকু ক্ষমতা ছিল তিনি চাইলে এর শান্তিপূর্ন সমাধান করতে পারতেন।
কিন্তু তিনি তা করেননি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
তার দল ক্ষমতায়, সে খুবই বড় পোস্টে; এত বড় বার্মা, কোথায় তার সমস্যা, কিছুতেই পরিস্কার নয়।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
123456789happy বলেছেন: কোন এক সাক্ষাতকারে সুচি কোন এক মেয়ে সাংবাদিকের সাথে খোশ মেজাজে হেসে হেসেই কথা বলছিলেন, কিছুক্ষন পর ওনি যখন জানতে পারলেন মেয়ে সাংবাদিকটি মুসলমান ছিল, উনি যথেষ্ট চটে গিয়েই বললেন "কেউ তো আমাকে বলেনি এ সাংবাদিকটি মুসলামন ছিল"
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, এই ঘটনা ঘটেছে; সে যদিও গণতন্ত্রের জন্য লড়েছেছিল, এখন সে সাধারণ মগে পরিণত হয়েছে
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
গেম চেঞ্জার বলেছেন: সু-কি আসলে একজন রাজনিতিবিদ। আর সব রাজনিতিবিদদের মধ্যে মানুষ গুণাবলী থাকতে হবে এমন কোন কথা নেই।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ব্যাখ্যা মোটামুটি বাংলাদেশের জন্য, সবার জন্য নয়।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
সেয়ানা পাগল বলেছেন: আমার মনে হয় আং সান সুচি একটি বৃহত্তর উদ্দেশ্য রয়েছে যা হল মিয়ানমারকে সেনা বাহিনীর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত করা এবং গনতন্ত্র সার্বিক ভাবে প্রতিষ্ঠা করা। এই মুহূর্তে আং সান সুচি রোহিঙ্গা মুসলিমদের ফেবারে কিছু করার মত অবস্থায় নেয়, কারণ দেশের সিংহভাগ জনগন রোহিঙ্গাদের উপর বিক্ষুব্ধ। এখন যদি সুচি রোহিঙ্গাদের সাহায্যে কোন পদক্ষেপ নেন তাহলে সেনা বিদ্রোহ হবে এবং সূচি ও তার দলকে পদচ্যুত করা হবে। যেটা প্রথম সারির দেশগুলো হতে দিতে চায় না।
তাই আং সান সুচি দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর জনগোষ্ঠী রোহিঙ্গা মুসলিমদের বলি চড়াতে উদ্যত হয়েছেন।
বাংলাদেশ এর রোহিঙ্গা ক্যাম্প ছবি ব্লগ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
এত বড় ঘটনা থেকে আরো বৃহত্তর কিছু আছে কিনা সন্দেহ; মনে হয়, সে একজন সাধারণ মগ জলদস্যুর বগশধর মাত্র।
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭
নীলপরি বলেছেন: রাজনীতিবিদরা মানুষকে এতো হতাশ কেনো করেন ? খুবই দুঃখজনক ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
অনেক অমানুষ রাজনীতিতে স্হান যকরে নিয়েছে
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
তারেক ফাহিম বলেছেন: পোষ্ট পড়ে ওর প্রতি ঘৃনার মাত্রাটি আরও বেড়ে গেলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
আমি শুধু ওর সঠিক পরিচয়টা তুলে ধরার চেস্টা করছিলাম, তাতেই এই অবস্হা?
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: সুচি'র বুদ্ধি এই বয়সে এসে হ্রাস পেয়েছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
সম্ভব; একজন বললেন যে, সে মিলিটারীর সাথে মিশে গিয়ে ধনীক শ্রেণী গঠনে মনযোগ দিয়েছেন; সেগুলো নিয়ে ব্যস্ত
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫
থান্ডারবোল্ট বলেছেন: আমার মনে হয় মায়ানমারের সামরিক জান্তার কাছে সুচি অসহায়। সে যদি রোহিংগা ইস্যুতে জান্তার বিরুদ্ধে কথা বলে, জান্তা তাকে সরাসরি সরিয়ে দিবে। হয়ত সে ক্ষমতার মোহে, অথবা মায়ানমারে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সময়ের জন্য অপেক্ষা করার জন্য নিশ্চুপ রয়েছে। হয়ত সে মনে করছে সে এভাবে দায়িত্বে থেকে একদিন না একদিন প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে। কে জানে কার মনে কি আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
বলা মুশকিল।
তবে, তার দল মেজোরিটি হওয়া সত্বেও, তাকে "বিরোধী দলের প্রধান" বলা হয়েছে; এইটি আমার কাছে পরিস্কার নয়।
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
ভ্রমরের ডানা বলেছেন:
তিনি সম্ভবত কাগুজে বাঘ হয়েই অবসান হবেন... মানবতাহীন মানুষদের পতন খুব জঘন্য হয়..
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
এই মহুর্তে বাংগালীদের কাছে কাগজের বাঘের স্হানেও নেই; অনেক শুকর মুকর ডাকছেন দেখলাম; নাকি বাংগালীরা বেশী ইমোশানেল হয়ে গেছে?
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
কানিজ রিনা বলেছেন: অংশান খুকী অংশান ছুঁচী অংশান ফুপী
বুদ্ধাং সরানং গচ্চামী। অহিংসা মহাপাপ
জীবহত্যা মহাপুর্ণী। ওমশান্তি ওমশান্তি
মায়ানমার সরকারের সকল প্রানী শুখি
হোক ওম শান্তিহ্ শান্তিহ্।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
আড়াই হাজার বছর আগের মানুষ কি বলেছে, তাতে কি আসে যায়? ধর্মীয় দিক থেকে কম হিংশুক হলো খৃস্টানরা ও ইহুদীরা
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
বাংগালিরা যখন বলছে তখন হবে হয়ত... আপনার এমেরিকান ইয়াংকিগুলো তার প্রতি ফ্লায়িং কিস মারে?
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকান সাধারণ মানুষের পা চিপায় না আটকালে বিশ্ব রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, সমস্যা
২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১
ভ্রমরের ডানা বলেছেন:
না, ঠিকি আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানদের চাকুরী চলে গেচে স্কুলে ভর্তি হয়, ও এলাকার রাজনীতিবিদদের মিটিং এ যায়
২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
সেকি.... স্কুল মিটিং.... কেন...
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
স্কুলে যায় ক্যারিয়ার বদলাতে, অনেকে যান মাস্টার্স করতে; মিটিং এ গিয়ে চাকুরী কেন নেই, কি করা যেতে পারে, এগুলো নিয়ে আলাপ করে।
২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল শিক্ষা.... তাদের কিন্তু পৃথিবীর প্রতি দ্বায়িত্ব রয়েছে.... সেটাও পালন করা উচিত..
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের ব্যাপারে তারা সরকারের সিদ্ধান্তকে মেনে নেয় সহজে, এটা সমস্যা
২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
মহসিন ৩১ বলেছেন: এখনকার সময়ে সুচির সিদ্ধান্তে ঘটনা ঘটছে কিনা;--- সেটাকে তিনি মুছবেনই বা কিভাবে। হয়তো সবার আশা যে তিনি হয়তো উচ্চকিত হবেন ----যদিও সাক্ষীগোপাল ধরনের কোন প্রোগ্রাম তার মত নেত্রীর কাছে এখন কেউই আর আশা করবেন না। ---আশা করবেন না ,কেননা, বাংলাদেশের সমস্যা হিসাবে এখন তো আমাদেরকেই সোচ্চার হতে হবে।এটা বার্মাকে কতটা প্রভাবিত করতে পারবে সেটাই দেখার আছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
এক মুসলিম সাংবাদিক মেয়ের প্রশ্নের জবাব দিয়েছিল সুচি, সবকইছু ভালো; পরে ইনি জানতে পারেন যে, মেয়েটা মুসলিম, এতে নাকি উনি ক্ষেপে যান, বিশ্ব মিডিয়ায় সেটা এসেছে।
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই মনে হয় নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কারণে তেনার কাছে বেশী শান্তি আশা করেছিল। অন্য রাজনীতিবিদ হলে এতটা আশা করতো না বাংলাদেশী কিংবা বিশ্ববাসীরা। যদিও রাজনীতি খুব খারাপ জিনিস। এখানে ড. ইউনুস-ও ফেল করেন...
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
সেটাই মনে হচ্ছে, মানুষের আশা বেশী উনার প্রতি
২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
এটা পাপ.... পৃথিবীর প্রতি তাদের উদাসীন্যতাই যত নষ্টের মূল কারণ. ... মানবতা এখানেই তবে মরে যায়...
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার সাধারণ মানুষ যদি বিশ্ব রাজনীতির প্রতি খেয়াল রাখতো, তাদের সরকারগুলো কখনো অন্যায় করতে পারতো না।
২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৯
মহসিন ৩১ বলেছেন: ইংরেজি শব্দ Fanatic এইধরনের লোকেদেরি বলে। উদ্দেশ্য এখন এখানে মোসলমানদের নাকের ডগায় ধর্মীও বিধান নিয়ে নিজের ঘর সংসার (দেশ) পরিচালনা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের যদি দেশ ছেড়ে চলে যেতে হয়, বার্মা কোন ঠাসা হয়ে পড়বে; চীনের পোষ্য হয়ে যাবে; চীন তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে একদিন।
২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
আফসোস.... ভবিষ্ণু প্রজন্ম শিরা বিষধর জ্বালা.....
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
আমার পক্ষে বুজা সম্ভব হয়নি
২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশীদের অতিমাত্রায় রাজনৈতিক সচেতনতাও এসব আশা ভরসার একটা কারণ। বিশ্বের আর কেউ মনে হয় বিশ্ব রাজনীতি সম্পর্কে এতটা ওয়াকিবহাল থাকেনা যতটা আমরা থাকি...
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১০
চাঁদগাজী বলেছেন:
যদিও বাংগালীদের রাজনৈতিক এনালাইসিস প্রায়ই সঠিক নয়, তারা বিশ্ব রাজনীতির ঘটনা প্রবাহকে অনুসরণ করেন।
৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০
জাহিদ অনিক বলেছেন: উনি গদি টিকিয়ে রাখছেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
ওর দক মেজোরিটি, গদী আপনা আপনিই টিকে থাকার কথা।
৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২
ডঃ এম এ আলী বলেছেন: গণতন্ত্র ও অহিংসার আন্দোলন করার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। সেই অং সান সুচির সরকার অহিংসার বিরুদ্ধে হিংসা ছড়িয়ে একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করার জন্য সর্বাত্মক অভিযান চালাচ্ছে! তার প্রতি রইল তীব্র ঘৃণা ও নিন্দা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
বুঝতে কস্টকর, যার জন্য পৃথিবী লড়েছে, সে আজ গণহত্যার অংশ!
৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
আমার লেখা কয়েকটি সনেটের একটি...... পৃথিবীর পথ্য দরকার গাজী ভাই। শুধু মেক এমেরিকা গ্রেট... কি জানি দিয়ে হবে না। মানবতার চাষাবাদ দরকার...
কবিতাটি পড়ে দেখতে পারেন... আশা করি কিছু মনে করবেন না...
জগৎ সৃষ্টি মাঝে মহৎ এ লহরী,
বিচিত্র রুপে গুনে ছড়ায়ে বাহার,
ধন সম্পদ ভরা নাই হেথা প্রহরী,
অদৃশ্য মায়াজাল রহস্য কি তাহার?
বসুধা বুকে ঢাল মনু শান্তির জল,
মোহ-মায়া ভুলি মানবতার কেতন,
হাতে ভরে দিবে ফিরে সঞ্চারিণী বল,
মমতায় ভালবাসি রাঙিয়া চেতন!
কিন্তু বিফল বলাহক রুদ্রাক্ষমালা,
ঝড়,ধ্বজা রচে তাহা সর্বনাশা ঘুর্নি,
বিষ দংশনে অহমলতার চূর্ণি,
ভবিষ্ণু প্রজন্ম শিরা; বিষধর জ্বালা!
তবে যতন রাখ যদি ঐ বসুধার,
চিত্রাপার যোনি রচে রতন-সম্ভার!
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
সুন্দর; বক্তব্য কিছুটা উপদেশের মতো।
সাধারণ মানুষের জীবন কাহিনী হয়তো একটি বড় বিষয় হতে পারে।
৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০
আবু তালেব শেখ বলেছেন: মাদি হায়েনা
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৯
চাঁদগাজী বলেছেন:
মানুষ তাকে চিনতে পারেনি, সে মগ-জলদস্যুদের বংশধর।
৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৪
ওমেরা বলেছেন: মানুষ তাকে যতটা ঘৃণিত ভাবছে ততটা না , তার যেয়েও সে অনেক বেশি ঘৃণিত ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৮
চাঁদগাজী বলেছেন:
সে পথ হারায়ে শেষ তার জলদস্যু জেনেটিক্যাল ফ্যাক্টরের কাছে পরাজিত হয়েছে, সে নিশেষ হয়ে যাবে; মানুষ তাকে আর গণ্য করবে না।
৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৩
অনল চৌধুরী বলেছেন: ধর্মীয় দিক থেকে কম হিংশুক হলো খৃস্টানরা ও ইহুদীরা-এইসব আজব তথ্য কোথায় পান?খ্রিষ্টান গির্জা আর মিশনারীরা ইউরোপ,আফ্রিকা,চীন,ভারতে কত অত্যাচার করেছে,পড়ে দেখেন।বাংলাদেশেও সুকৌশলে ৯৫% উপজাতিকে খ্রিষ্টান বানিয়ে ফেলেছে।ব্রুনো,গ্যালিলিও,কোপার্নিকাস,জোয়ান অফ আর্ক,ডারউইন-কোন মুক্তচিন্তার মানুষকে শাস্তি দেয়নি?ইউরোপে ধর্ম নিয়ে শত বছরের যুদ্ধ হয়েছে।এখনকার পোপরা তাদের অতীত অপরাধের জন্য বারবার ক্ষা চাচ্ছে।
আর ইহুদিরা ধর্মরাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করেছে।বৌদ্ধরাই ধর্ম নিয়ে সন্ত্রাস করে সবচেয়ে কম।একমাত্র ব্যাতিক্রম বর্মীরা।?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
যীশু যুদ্ধ করেননি; বর্তমানে ইহুদী, মুসলমান থেকে সব ধর্মের মানুষ খৃস্টান দেশে গিয়ে আশ্রয় পায় ও আশ্রয় নিচ্ছে। ইসরায়েল নিয়ে যয়্ধটা শুরু করেছিল ১২টি মুসলিম দেশ।
৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২৯
অনল চৌধুরী বলেছেন: যিশু নিজে যুদ্ধ না করলেও এমন একটা ধর্ম বানিয়েছে,যেখানে বলা আছে,তাদের হত্যা কর,যারা আমাদের দলের না।এই বাণী খ্রিষ্টানদের অবাধে সব আদিবাসী আর অন্যান্য ধর্মের মানুষদের হত্যা করতে উৎসাহিত করে।
খ্রিষ্টানরা তাদের নির্বদ্ধিতার সুযোগ নিয়ে তেল লুট আর অস্ত্র বিক্রির জন্য যুদ্ধ লাগায়,তাদের দেশে গিয়ে দখল করে নেয়াই উচিত।
আবার সেই আজব যুক্তি !!!! ইহুদীরা ইউরোপ থেকে পালিয়ে আরব ভুমি দখল করবে আর আরবরা বাধা দেবেনা!!!
১৯১৭ সালে ফিলিস্তিনে ৫% আরবও ছিল না।বেলফোর পরিকল্পনাার আওতায় ইংল্যান্ড পরিকল্পিতভাবে আরব ভুমিতে ইসরাইল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এই অঞ্চলের তেল দখল করার উদ্দেশ্যে আর এতে সহায়ক হয় হিটলারের ইহুদী হত্যা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
প্রত্যেক জাতির জন্য পৃথিবীতে প্রচুর যায়গা আছে; আরব ভাষাভাষীদের ভুমির মালিক ছিল ইংরেজরা ১৯১৭ সাল থেকে, রাজতন্ত্রের বদৌলতে; আরবেরা তাদের পুরানো বংশধর ইহুদীদের সাথে শান্তি থাকতে পারবে এখনও মনস্হির করে।
৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: পেছনের ইতিহাস তো উজ্জ্বল; তাহলে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিতর্কিত পথে কেন? নাকি করণীয় কিছু নেই সেনাবাহিনীর চাপে? নাকি সংখ্যাগুরুদের রাগাতে চাচ্ছেন না নিজের ভবিষ্যত বাঁচাতে?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
অতীতে সংগ্রাম করলেও, সবটাই ছিলো হয়তো মুলত: বৌদ্ধদের জন্য; অন্য সমস্যা থাকলে বলতো, সে ভয় পাবার লোক বলে মনে হয় না।
৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এটাকে কি বলা যায়???যার অতীতটা ভালো,সে এমন সিদ্ধান্ত কেনো নিলো বলে মনে হয়???
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
কল্লনাতীত। মানুষের মাঝে পরিবর্তন আসা সম্ভব।
৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৬
অনল চৌধুরী বলেছেন: ১৯১৭ সালে ফিলিস্তিনে ৫% আরবও ছিল না-আরব শব্দের জায়গায় ইহুদী পড়তে হবে।
ইংরেজরা একমাত্র ইংল্র্যান্ড ছাড়া পৃথিবীর কোন জায়গার মালিক না।সব দখল করা।
আরবদের অন্তত ১৯ শতকের প্রথম দিকে একটাই দোষ ছিল,আর তা হল বাইবেলে বর্ণিত পাপিষ্ঠ ইহুদীদের আশ্রয় দেয়া।যার ফল তারা এখনো ভোগ করছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
রাজতণ্ত্র ও কলোনিয়েলিজম ছিলো দখল ও রাজত্ব; এখন ইংরেজরা আর দখল করছে না।
৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৮
অনল চৌধুরী বলেছেন: প্রত্যেক জাতির জন্য পৃথিবীতে প্রচুর যায়গা আছে-সম্পূর্ণ ভুল তথ্য।বাস উপযোগী আর উর্বর জায়গা পৃথিবীতে সবকালেই খুব কম।যেজন্য এতো দেশত্যাগ,উন্নত জীবনের জন্য।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
ইসরায়েল এলাকা মোটামুটি পরিত্যক্ত মরুভুমি ছিল, এখন ইহা খুবই উৎপাদনশীল হয়ে গেছে।
৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২২
অনল চৌধুরী বলেছেন: আরবরা কোনভাবেই ইহুদীদের বংশধর না।দুই জাতির ধর্ম-ভাষা সব আলাদা।সব আরব মুসলিম না।তাদের মধ্যে খ্রিষ্টান,নাস্তিক সব আছে।কিন্ত সব ইসরাইলী ইহুদী।এটাই পৃথিবীর একমাত্র জাতি যাদের ভাষা আর ধর্ম এক।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা অনেক ভাষায় কথা বলতে পারে, কিন্তু তাদের সবাই হিব্রু বলতে পারে; তারা তাদের ধর্মকে সবার জন্য গ্রহনযোগ্য করেছে।
৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
চিন্তিত নিরন্তর বলেছেন: ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হাজার বছর ধরে যারা সেখানে বাস করছে তাদের বাস্তচ্যুত করা হচ্ছে।
ইহুদী দের তাড়িয়ে আরবরা যে ভুল করেছিল সে ভুল করছে মিয়ানমার।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
জেনেটিক্যালী বার্মিজ মগেরা এখনো জলদষ্যু
৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: সুচি একটা জারজ। একদিন সুচির নৃকৃষ্টমানের মৃত্যু হবে ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
চীনারা বার্মিজদের দাস হিসেবে ব্যবহার করবে আগামী ১৫/২০ বছরের ভেতরেই
৪৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
সনেট কবি বলেছেন:
চাঁদগাজীর‘বাংগালীদের কাছে বিশ্বের সবচেয়ে
ঘৃণিত ব্যক্তি, বার্মার আং সান সুচি’ পোষ্টে মন্তব্য-
সূচিকে করবে কেট কুচি কুচি বলে
গায়ের ঝাল ঝেড়েছে ছবি কবি ক্রোধে,
হারামজাদীকে তেমন করাই উচিত
তার কার্যক্রম দেখে সুতীব্র আক্রোসে।
চাপায়ে দিয়েছে রাক্ষসি নিজের
নাগরিক আমাদের ঘাড়ের উপর
অল্প স্বল্প গল্প নয় সাত লাখ লোক
ভাবুন মশায় তবে কি কান্ডটা হলো?
দূরাচারিনী মগের কন্যার এ বর্গীগনার
অপরাধ সীমাহীন জঘণ্যতাছাড়া
আর কিবা হতেপারে মনুষ্য বিবেকে?
ওরে ধরে জুতামালা পরায়ে হাঁটানো
থুথূ দেয়া জনে জনে বৃষ্টির মতন
এখন এটাই হলো সময়ের দাবী।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
নিজ দেশে চীনাদের দাস হয়ে কাজ করবে বর্মীরা শীঘ্রই
৪৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
মহসিন ৩১ বলেছেন: ইহুদিদেরকে অভিশপ্ত ভাবা হয়, অথচ সেমেটিক জাতি তারা ঐতিহাসিক প্রমাণ মতে বনিক জাতি , তাই ধনিক শ্রেণী।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা শিক্ষিত ও ফাইন্যান্সের মানুস; বর্মীরা নিজ দেশে চীনাদের দাসে পরিণত হবে।
৪৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১১
এই আমি রবীন বলেছেন: হেফাজতের ভয়ে শেখ হাসিনা হাইকোর্টের সামনে একটি মুর্তি রাখতে পারেনি, আর সুচী পাবলিক ও মিলিটারী উভয়ের বিরুদ্ধে গিয়ে রোহিঙ্গাদের পক্ষে কথা বলবে? তাও যারা আবার এক সাথে কয়েকটি সিকিউরিটি পোষ্টে হামলা করে।
সেফজোনে না থেকে পাবলিক ইমোশনের বিরুদ্ধে কে যায়?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
অকারণে ১২ জন বার্মিজকে হত্যা করে, কে বা কারা ভয়ংকর অসহায় রোহিংগাদের হত্যার শিকারে পরিণত করলো!
৪৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উইকিপিডিয়াতে সু কি'র এই বায়োগ্রাফি অবশ্য আগে পড়েছিলাম, সেখানে যদিও আরো অনেক বৃত্তান্তই দেয়া আছে।
সু কি'র স্বামী ও সন্তানেরা বিদেশী নাগরিক হওয়ায় সংবিধান অনুযায়ী সে রাষ্ট্রপতির পদ নিতে পারবে না। স্টেট কাউনসেলর পদটি তার জন্য তৈরি করে তাকে সেখানে বসানো হয়েছে।
সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশিদের কাছে অং সান সু কি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড়ো কালপ্রিট। তার ভেতরে কোনো মানবতাবোধ নেই। সামরিক সরকারের এক পাপেট হয়ে সে কাজ করে যাচ্ছে। সে যদি এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে চাপ দিতও, তবু সরকার তার কথায় মোটেও কর্ণপাত করতো না, বরং তার স্টেট কাউনসেলরের পদ খেয়ে ফেলা হতে পারতো। কিন্তু সে তো মানবতার কর্মী। নির্যাতিত মানুষের পক্ষে তার কণ্ঠ সোচ্চার হওয়ার কথা। সে রোহিঙ্গাদের পক্ষে কথা বললে সে বাংলাদেশসহ সারা বিশ্বের কাছে নিজের শান্তিকামী ইমেজ সমুন্নত রাখতে পারতো। সেটা না করে সে কেবলি আস্তাকুড়ের দিকে ধাবিত হচ্ছে। এই ভিলেইন, কুলাঙ্গার মহিলার দিকে আমাদের পায়ের জুতা নিক্ষিপ্ত হোক। ধিক তাকে। শত সহস্র ধিক।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
সে তার মগ-জলদস্যু পুর্ব পুরুষদের অবস্হানে ফেরত গেছে, সুচি আজ মগজহীন মগের ছানা
৪৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই নারীর বিশ্রী মুখ দেখলে আমার পেটের ভিতর আমলানি মারে!
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
উনি কম বয়সে সুন্দরী ছিলেন, অনেক সংগ্রাম করেছেন, আজকে চুপ আছেন
৪৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, পদে থাকতে হলে মানুষ মারতে হয়।
এখন লেন্ডমাইন পুঁতে রাখতে শুরু করেছে, বলছে পরিচয় পত্র দেখালে ফিরিয়ে নেবে। যাদের কোনো পরিচয়ই নেই ওরা কোত্থে পাবে পত্র?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
বার্মার সেনা বাহিনী না মারলেও একা মগেরা মেরে কিছু রাখবে না।
৫০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪
অনল চৌধুরী বলেছেন: এখন ইংরেজরা আর দখল করছে না-!!!! অাজব তথ্য দিলেন।আফগানিস্তান,ইরাক,লিবিয়া,সিরিয়া যৌথভাবে দখলে রেখেছে তারােইংরেজদের চেয়ে বড় জলদস্যুর জাতি পৃথিবীতে সৃষ্টি হয়নি।স্কটল্যান্ড,আয়ারল্যান্ড চাইলেও স্বাধীনতা দিচ্ছে না।বারমুডাসহ এখনো অনেক দেশ দখল করে রেখেছে।
আগে ১৫ বছর পড়াশোনা করেন,তাহলে ভুলগুলি আর হবে না।
বার্মা জাপান-দ: কোরিয়া-সৌদির মতো এ্যামেরিকার দাসে পরিণত হলে তো আর আপত্তি করতেন না।
প্রতিটা মন্তব্যে এ্যামেরিকার ওকালতি আর চীন বিরোধিতা কেন?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন চীনাদের ও আমেরিকানদের আশেপাশে থাকেন, পার্থক্য বুঝতে পারবেন।
৫১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমি একটা কথা বলি, এই মহিলা হলো অনলি একটা পাপেট, এর বেশী কিছু না..........
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
অবশেষে, এটাই তার জীবনের সারমর্ম
৫২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৮
অনল চৌধুরী বলেছেন: কিছুদিন চীনাদের ও আমেরিকানদের আশেপাশে থাকেন, পার্থক্য বুঝতে পারবেন-দুই জাতির লোকদেরই খুব কাছ থেকে দেখেছি।আমার অনেক চীনা বন্ধু আছে কলকাতায়।অার আছে এ্যামেরিকান মেয়ে বন্ধু,যারা মূর্খের একশেষ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
তা'হলে তো আপনার কাছে বিশ্ব অনেকটা পরিস্কার। তবে, চীনা বন্ধুদের সাথে কোথায়ও একা যাওয়া ঠিক হবে না।
৫৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪১
অনল চৌধুরী বলেছেন: রোহিঙ্গা গণহত্যায় ইসরাইল সাহায্য করছে বলে অভিযোগ আছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব বেকুবদের অভিযোগের শেষও নেই, ভিত্তিও নেই; ইসরায়েলীরা কোন কারণে নিজদিগকে বিপদে ফেলে না।
৫৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
অনল চৌধুরী বলেছেন: তবে, চীনা বন্ধুদের সাথে কোথায়ও একা যাওয়া ঠিক হবে না-চরম বর্ণবাদী মন্তব্য।নারীর মতো পুরুষ নির্যাতনেও এ্রামেরিকা বিশ্বে ১ নম্বর।চীন না।
বিশ্ব বেকুবদের অভিযোগের শেষও নেই, ভিত্তিও নেই; ইসরায়েলীরা কোন কারণে নিজদিগকে বিপদে ফেলে না-ইসরাইলীদের নীতি হচ্ছে পৃথিবী থেকে নামসর্বস্ব হলেও মুসলমানদের নির্মূল করা।যিশুকেও তারাই হত্যা করেছিল।
বর্মী সেনাদের ইসরাইল প্রশিক্ষণ দেয়ার প্রমাণ আছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
যীশু ওদের ছেলে ছিল; তারা তাদের ধর্মকে রক্ষার জন্য তা করেছে।
৫৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৯
অনল চৌধুরী বলেছেন: ধর্ম না,শ্রেণী স্বার্থই সব ধর্মের উৎপত্তির মূল কারণ।ইহুদীরা জেরুজালেমের অর্থনীতি নিয়ত্রণ করতো।যিশু বাধা দেয়াতেই তাদের শত্রুতে পরিণত হন।বাইবেলে তাই পড়েছি।তিনি কিভাবে ইহুদীদের ছেলে হন?খ্রীষ্টিয় বিশ্সাস অনুযায়ী তিনি ঈশ্বরের ছেলে।তাকে অত্যাচার করে মারার উদ্দেশ্য ছিল অন্যদের ভয় দেখানো,যাতে আর কেউ ইহুদী স্বার্থে আঘাত করতে না পারে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৮
চাঁদগাজী বলেছেন:
জেরুযালেম তখন রোমানদের অধীনে, ইহুদীরা তখন সাধারণ থেকে নীচু স্তরে ছিলো।
৫৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪০
অনল চৌধুরী বলেছেন: জেরুজালেম শাসক রোমান শিমন পিতর যিশুকে হত্যা করতে চাননি।ইহুদীদের কারণে তাদের হতে ছেড়ে দিতে বাধ্য হন।বাইবেলটা পড়েন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমি সেটা জেনেছি ১৯৬৫ সালে; ১৯৬৫ সালে আমি খৃস্টান ধর্মের উপর পরীক্ষা দিয়ে বাইবেল পুরস্কার পেয়েছি চট্রগ্রাম শহরে।
৫৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৮
অনল চৌধুরী বলেছেন: রোমান শিমন পিতর-ভুল লিখেছি।পিলাত হবে।
৫৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩
অনল চৌধুরী বলেছেন: তাহলে ইহুদীরা তখন সাধারণ থেকে নীচু স্তরে ছিলো-একথা বলেন কিভাবে?শাসক রোমানরা হলেও অর্থনীতি ইহুদীরাই নিয়ন্ত্রণ করকেঅ।আর তাদের ধর্মের ব্যাপারে রোমানরা কোন হস্তক্ষেপ করতো না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
রোমানরা ঐ রকম জাতি ছিলো না; ওরা ইহুদীদের থেকে সবই দখলে নিয়েছিল।
৫৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৯
অনল চৌধুরী বলেছেন: অর্থহীন বিতর্ক করে কি লাভ?তাহলে রোমান শাসকের আপত্তির পরও ইহুদীরা যিশুকে মেরেছিল কিভাবে?রোমানরা তাকে মারেনি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
রোমান গভর্ণর পন্টি পিলাত যীশুর সাথে কথা বলে, উনাকে পাগল মনে করেছিলেন; ইহুদী ধর্মীয় নেতারা যীশুর বিপক্ষে "ব্লাসফেমীর" আভিযোগ করে; তখন পিলাত যীশুসকে কয়েকটি প্রশ্ন করেন, উ্ত্তরে যীশু পিলাতকে রাগান্বিত করেছিল; সে তখন মৃত্যুদন্ড দেয়।
৬০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৩
অনল চৌধুরী বলেছেন: পিলাত বারবার বলেছিল,সে যিশুর কোন অপরাধ পাচ্ছে না।পরে ইহুদীদের জোরাজুরিতে বাধ্য হয় আদেশ দিতে।এথেকেই প্রমাণ হয়,ইহুদীরা কতোটা শক্তিশালী ছিল আর রোমানরাও তাদের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতো না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
ঘটনা একটা, আপনি কিভাবে দেখছেন, আমি কিভাবে দেখছি, সেটা একা ব্যাপার
৬১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০২
অনল চৌধুরী বলেছেন: এটা বাইবেলের ঘটনা,কুরাসওিয়ার রশোমন ছবি না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
বাইবেল মানুষে লিখেছে, এগুলো ইতিহাস ও মানুষের পর্যবেক্ষন মাত্র।
৬২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন: অং সান সু চী / সু কী, যেই নামই হোক সে দীর্ঘদিন কোথায় ছিলো (পড়ালেখা, বিয়ে, ছেলে মেয়ে) সবাই তো বিদেশে তিনি বিদেশে থাকেন নি দেশের প্রতি এতো মায়া মমতা !!! - তার অর্থ কি এই হতে পারে তিনি একজন এজেন্ট !!! ??? বিশেষ দেশের এজেন্ট ??? আর এজেন্ট এর কাছে জন্ম মৃত্য হত্যা ধর্ষণ মাত্র মাত্রই থেকে যায়, আর মানবধিকার তো ডাষ্টবিনের ময়লা, এজেন্টের মুল হচ্ছে কিছু উদ্দেশ্য আর এই উদ্দেশ্য পালন হয় রক্তপাতের বিনিময়ে। তবে বস্ একটা ব্যাপার পরিস্কার নোবেল একটা মেস্ ফিক্সিং এর মতো ট্রফিে এবং এটা এজেন্ট রা পেয়ে থাকে ।। তাদের গালি দিয়ে নিজের মুখ খারাপ করে কি করবো আপাতত ওয়াক্ থু - - - দিতে চাচ্ছি ।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১১
চাঁদগাজী বলেছেন:
যা ঘটছে, তার কোনটাই সুচি করছে না; সমস্যা হলো, সে বাধা দেয়নি ও না জানার ভান করছে।
৬৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: তবে বস্ একটা ব্যাপার পরিস্কার নোবেল একটা মেস্ ফিক্সিং এর মতো ট্রফি এবং এটা এজেন্ট রা পেয়ে থাকে ।।
বস্ আমি এই কথায় অনড় আপনি সান্তনা দিলে ভালো লাগবে, মাঝে মনে হয় হোক দুই একটা প্রাকৃতিক দুর্যোগ - প্রকৃতি একটা প্রতিশোধ নিক ।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
মুল নোবেল হলো ফিজিক্স, কেমেস্ট্রি, ফিজিওলোজী, সাহিত্য ও ইকোনোমিতে; শান্তির নোবেল হলো, কারো বিশএস অবদানের জন্য; কারো বিশেষ অবদান সবার জন্য ভালো নাও হতে পারে।
প্রকৃতি দুস্টদের বিপক্ষে
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
জাহিদ হাসান বলেছেন: এই মহিলা হিটলারকেও পেছনে ফেলেছে !