![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
রোহিংগারা ২৭ ও ২৮ শে আগস্ট নাফ নদীর "নো ম্যানসল্যান্ডে" দাঁড়িয়েছিল হাজারে হাজারে, বিজিবি বর্ডার সীল করে দিয়েছিল; মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বেশীরভাগ মানুষেের সহানুভুতি ছিল রোহিংগাদের প্রবেশের পক্ষে; এদিকে জাতি সংঘ বাংলাদেশ সরকারকে বারবার অনুরোধ করছিলো অর্ডার খুলে দিতে, সরকার খুলে দেয়নি; এদিকে কিছু দালাল বিজিবি'কে ফাঁকি দিয়ে রোহিংগাদের দেশের ভিতরে নিয়ে আসছিলো; মনে হয়, বিজিবি সদস্যরাও সহানুভুতিশীল ছিল, তারা বাধা দেয়নি মনে হয়; দেশের মানুষের মনোভাব বুঝে সরকার অনেকটা অঘোষিতভাবে বর্ডার খুলে দেয়; সরকারের মাথায় আগামী ভোটও কাজ করেছে, মনে হয়।
গত কয়েকদিনে ইউরোপ, জাপান ও কানাডা বাংলাদেশের মানুষের সহাূভুতির অনেক প্রশংসা করেছেন; আসলে, বাংলাদেশের মত গরীব দেশের মানুষজন জার্মানীর মতো মনোভাব দেখায়েছেন, যদিও নিজেরাই দারিদ্রতায় ভুগছেন। ইউরো নিউজ ও বিবিসি'তে বাংলাদেশের মানুষের সহানুভুতির কথা উল্লেখ করা হয়েছে বারবার।
আজকে দেখছি সরকারের কিছু শ্রমিক মৌমাছি মানুষের প্রাপ্য প্রশংসাকে জোর করে প্রাইম মিনিস্টারকে দিয়ে দিচ্ছেন; এরা মানসিক দিকে থেকে এত দুর্বল যে, নিজের অস্তিত্বাকেও টের পায় না; এরা যা দেখে, যা শুনে দু'টোকে সঠিকভাবে সমন্ময় ঘটাতে পারে না; যেখানে মিডিয়া ও সোস্যাল মিডিয়াতে সরকারের অবস্হান নিয়ে বিশালভাবে বিতর্ক হচ্ছিল, এরা কোথায় ছিলো কে জানে; এখন এগিয়ে এসে শ্রমিক মৌমাছি হিসেবে কাজে লেগে গেছে; প্রাইম মিনিস্টারকে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তির পায়রা বানায়ে ফেলছে।
এবার রোহিংগারা জাতির বড় অংশের সহানুভুতি পাওয়াতে, সরকার অনেকটা বেকায়দায় পড়ে রোহিংগাদের প্রবেশকে মেনে নিয়েছে; বিদেশীরা য্তটুকু সুনাম করছেন, সবটুকুই জাতির প্রাপ্য।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
সুচি বার্মা সরকারের "এক নম্বর কাউন্সেলর", সে সরকার প্রধান নয়, প্রেসিডেন্ট সরকার প্রধান। তার দোষ সে প্রতিবাদ করেনি, সরকারকে থামাতে চেস্টা করেনি, ও রোহিংগাদের উপর পুরো দোষ চাপায়ে দিয়েছে।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
কি ঘটেছে, গোল্ড ফিশরা মনে রাখতে পারছে না।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
নূর আলম হিরণ বলেছেন: আপনি সরকারকে ক্রেডিট দিতে চাচ্ছেন না সেটা আপনার হীন মানসিকতা! সরকার হার্ডলাইনে থাকলে বড়জোর ১০-১২ হাজার রোহিঙ্গা ঢুকতো! বৃটেন নিরাপত্তা পরিষোদের বৈঠক ডেকেছে রোহিঙ্গা ইস্যুতে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি সরকার চালান আপনি জানেন ভেতরের ব্যাপার, আমি উপর থেকে যতটুকু দেখেছি, সেখান থেকে বলছি।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
মলাসইলমুইনা বলেছেন: আপনার বিরুদ্ধে নাকি আবার র্যাব পুলিশ লাগে ! সেই ভয়েই আছি ভয়ে ভয়ে |
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ ব্যস্ত, পুলিশও ব্যস্ত
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাস্তবতা এবং চাটুকারিতারর পার্থক্য মানুষ বুঝে। সাধারণ জনগণ তাদের ভাবনাগুলো সোশাল মিডিয়াতে শেয়ার করছে। সেখানে চোখ দিলে সঠিক জিনিশ আন্তাজ করা যায়।
জাতি লেজ আবার দেখা শুরু করছে। রোহিঙ্গা রিলিফ নিয়ে রাজনীতি শুরু হইছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
চুরির ইতিহাস অনেক লম্বা, ১৯৭২ সাল থেকে শুরু হয়েছে; সেটাকে কখনো থামানোর চেস্টা করা হয়নি।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
রক বেনন বলেছেন: সামনে ভোটের সময় এদের আবার ইস্যু করা হবে না তো? ইতিমধ্যে তাদের নিয়ে বাণিজ্য শুরু হয়েছে শুনলাম। আর একটা ব্যাপার। যদি মায়ানমার এইসব রোহিঙ্গাদের একেবারেই গ্রহণ করতে রাজি না হয় তখন এই সব লোকদের ভবিষ্যৎ ই বা কি হবে আর আমাদের দেশের ই বা কি অবস্থা হবে!! আপাতত তাদের জীবন বেঁচেছে এটি সত্য। কিন্তু জীবনটা যাতে বেঁচেই থাকে এই পরিকল্পনাও করা দরকার। সেই সাথে নিজ দেশের স্বার্থ যাতে ক্ষুন না হয় সেই দিকেও খেয়াল রাখাটা জরুরী।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
৪৬ বছরের প্যাটার্ণ দেখেন, বুঝতে কোন কস্ট হবে না; আগের ৫ লাখ রোহিংগা যেমন করে মানুষের মাজে মিশে গেছে এরাও এভাবে মিশে যাবে; এডের জন্য কেহ কিছু করবে না।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: দারুণ! বলেছেন- সরকারের কিছু শ্রমিক মৌমাছি
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
এদের ভাবনাশক্তি নেই; এরা নিজের স্বত্তাকে অনুভব করেনি, দাসত্বই এদের জীবন।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: ৫ নং মন্তব্যকারী শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) --তার সাথে একমত।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
সব ভার, সব সমস্যা একদিন জতিকেই বহন করতে হবে, জাতি সেই রিস্ক নিয়েছে।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
জাহিদ অনিক বলেছেন: খয়ের খা হতে হতে এরা নিজের কাজের মূল্যায়ন করতে পারে না। এরাই চাটুকর।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
অনেকের ভাবনার মাঝেই দাসত্ব বাস করে,
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
আবু তালেব শেখ বলেছেন: ভাবনানায় ফালাইলেন
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
ভাবনাশক্তিকে কাজে লাগান, জাতিকে বুঝার চেস্টা করেন।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
নীল আকাশ ২০১৬ বলেছেন: রাজীব নুর বলেছেন: ৫ নং মন্তব্যকারী শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) --তার সাথে একমত।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
জাতি ভয়ানক খারাপ অবস্হানে থেকেও নিপীড়িত মানুষের পক্ষে গেছেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
জনগনের উচিত কিম উন আর সুকিদের প্রশংসা করা! এই তো নাকি? বুঝলাম... সুকি ইউ এন সম্মেলন যাচ্ছে না। আম্রিকার জনগণ হুমকি দিয়েছে নাকি?