![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সিরিয়া থেকে পলায়নপর সিরিয়ান রিফিউজীদের ছবি ও ভিডিও দেখেছিলেন? ওদের পরণে যে ধরণের কাপড় চোপড় ছিল, সাথে যেসব লাগেজ ছিলো, বাংলাদেশের ধনীদের মতই দেখাচ্ছিল; বাচ্চাগুলোর ভালো কাপড় চোপড়, জুতা পরা; নাদুস নুদুস চেহারা, পুরুষদের পরণে সুন্দর জীনস, ভালো স্মিকারস! দেখতে মনে হয়ছে টুরিস্ট!
আর রোহিংগাগুলোর অবস্হা দেখেছেন? ২/৩ বছরের সব বাচ্চাগুলো ন্যাংটা; পুরুষদের গায়ে কোন শার্ট নেই, ছেঁড়া গেন্জী, পুরান লুংগি; কারো পায়ে কিছু নেই! পানির কলসী, হাঁড়ি পাতিল খেয়াল করেছেন? রোহিগাদের অবস্হা দেখলে সহজে বুঝা যাচ্ছে যে ওরা দীর্ঘদিন নির্যাতিত; দারিদ্রতা ও অশিক্ষা ওদেরকে জীবন থেকে বন্চিত করেছে। মোটামুটি ৩৮ বছরে ওরা আফ্রিকার মানুষের চেয়েও দরিদ্র হয়ে গেছে; অথচ, বার্মা এক অফুরন্ত সম্পদের দেশ।
গত ৩৭ বছরে, বাংলাদেশ থেকে প্রায় ৪০ লাখের বেশী হিন্দু নীরবে চলে গেছে ভারতে; ভারত সরকার টেরও পায়নি; বাংলাদেশ সরকারও কিছু বলেনি; বাংলাদেশে গড়ে হিন্দুরা বেশী শিক্ষিত ছিলো; যারা শিক্ষিত ছিলো না, তাদের অনেকেও শিক্ষিতদের সাথে যোগাযোগ রেখে চলে গেছে। ভারত সরকার কখনো বাংলাদেশের বিপক্ষে এসব নিয়ে কথা বলেনি; কারণ, ৪০ লাখ একত্রে যায়নি; যদি ৪০ লাখ একত্রে যেতো, ২ দেশের মাঝে ভয়ংকর সমস্যা হতো।
রোহিংগারা কেন সেভাবে, ক্রমেই বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত , পাকিস্তানে চলে যেতে পারেনি? কারণ, তারা বরাবরই অশিক্ষিত ছিল, বিশেষ করে, ১৯৭৯ সালের ঘটনার পর, তারা একদিনেই শিক্ষা থেকে দুরে সরে গেছে। তাদের মাঝে যারা সামান্য শিক্ষিত ছিল, তারা বাকীদের সাহায্য করেনি। তাদের স্কুলগুলো বন্ধ করে দেয়ার পর, নিজেদের মাঝে স্কুল খোলার ব্যবস্হা করেনি।
তবে, মসজিদ ও মক্তব চালু ছিলো; মসজিদ ও মক্তব নিশ্চয় নেতা বা বুদ্ধিমান তরুণ শ্রেণী সৃস্টি করতে পারেনি; পারলে, তারাও হিন্দুদের মতো নীরবে চলে যেতে পারতো, কেহ তেমন বুঝতে পারতো না। এই ভয়ংকর দুর্দিনে তাদের মাঝে সামান্য নেতৃত্বও নেই, সামান্য কোন অর্গেনাইজেশন নেই; স্বামীহারা মহিলারা, পরিবারহারা মেয়েরা যে এসেছে, কেহ এদের আসলে সাহায্য করেনি; ওরা দলের সাথে চলে এসেছে; পথে কতজনের কি হয়েছে তাও জানার উপায় নেই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
হিন্দু, সিরিয়ান ও রোহিংগা রিফিউজীদের অবস্হা সেটাই প্রমাণ করলো
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
নিরাপদ দেশ চাই বলেছেন: দশ লাখ এইসব দুস্থ রোহিঙ্গা আমাদের দেশের জন্য কেবল বোঝাই নয়, অত্যন্ত উৎকন্ঠার বিষয়ও বটে। এদের টার্গেট করবে আন্তর্জাতিক সন্ত্রাসী দলগুলো। জঙ্গীবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে।বহু রাজনৈতিক বিশ্লেষক এমন আশংকাই করছে।এদেরকে যে কোন মুূল্যে মিয়ান্মারে ফেরত পাঠানোই হওয়া উচিৎ আমাদের একমাত্র লক্ষ্য। আপাতত আন্তর্জাতিক মহলে সারা পড়ার পেছনে রয়েছে ডঃ ইউনুসের তৎপরতায় তেরজন শান্তিতে নোবেল পদকপ্রাপ্তদের জাতিসংঘ বরাবর লেখা চিঠি । তা নাহলে চীন ও ভারতের সরাসরি সমর্থনের পর মিয়ান্মার আরো শক্তিশালী হয়ে যেত এবং এই রোহিঙ্গারা পার্মানেন্ট আমাদের বোঝা হয়ে দাড়াত। আমাদের দেশের কুটনীতি যে দুর্বল সেটা সবাই জানে কিন্তু এতখানি নির্বোধ সেটা আগে বোঝা যায়নি। সারা বিশ্ব যেখানে মিয়ান্মারের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের কথা ভাবছে সেখানে আমাদের মন্ত্রী এই অবস্থায় মিয়ান্মারে যেয়ে আতপ চাল আমদানীর চুক্তি করে এসেছে!!! শুধু তাই নয় জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষনিকের দেখায় অল্প কিছুক্ষন কথা হয়। স্বল্প সেই সময়ের কথার পরিপ্রেক্ষিতে প্রধান্মন্ত্রী রয়টারকে জানায় রোহিঙ্গা ইস্যূতে ট্রাম্পের কাছ থেকে কোন সহযোগিতার প্রত্যাশা তিনি করেন না!!!!!!!প্রটোকল না মেনে কোন ইস্যূ নিয়ে একমাত্র কথা বলে আমাদের দেশের মন্ত্রীরা, অন্য দেশের প্রেসিডেন্ট বা মন্ত্রীরা নয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
সরকারের যে অবস্হা, সামনে সমস্যা হবে; বিশ্ব কোন ব্যবস্হা নিলেও, এবার যে ধরণের আতংকের সৃস্টি করা হয়েছে, রোহিংগারা ফিরে যেতে সাহস করবে না।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০০
ঠ্যঠা মফিজ বলেছেন: এটা আপনার কথা,কিন্ত ইতিহাস বলে না
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ইতিহাস অন্য রকম বলবেই, আপনি খলিফা ওমরে (রা: )'এর ইতিহাস মুখস্হ করেছেন, এখন নদীর রচনার মত চালিয়ে যাচ্ছেন
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
স্বতু সাঁই বলেছেন: হা হা হা... রিফুজির পূর্বে বিশেষণ ব্যবহার দরিদ্র ও অশিক্ষিত!!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
সিরিয়ানদের শিক্ষার কারণেই মার্কেল ১ মিলিয়ন নিয়েছেন।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনিও কিন্ত রচনা কম জানেন না,তা ভাবি কি জানে সে কথা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১২
চাঁদগাজী বলেছেন:
উনি আমার নদীর রচনার পাঠক।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১২
যাযাবর চখা বলেছেন: অন্ধের হস্তী দর্শনের মতো বিশ্লেষণ। বেকুবীতে পরিপূর্ণ। বাংলাদেশের হিন্দু আর মিয়ানমারের রোহিংগাদের মধ্যে কোন তুলনাই হয় না। বাংলাদেশের হিন্দুরা পাসপোর্টধারী, এরা যেকোন পর্যায়ে শিক্ষা অর্জন করতে পারে, এরা সরকারী চাকুরী করতে পারে, এরা বাংলাদেশের স্বীকৃত নাগরিক, সকল নাগরিক সুবিধা ভোগ করে। পক্ষান্তরে মিয়ানমার তো এদের স্বীকারই করে না, এরা সবধরনের সুবিধা-বন্চিত! এদের মধ্যে তুলনা করলেন কিভাবে? Wake up man!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০
চাঁদগাজী বলেছেন:
এক সময়ে, ইহুদীদের অনেক দেশে স্কুল, সিনাগগ করতে দেয়নি; ওরা নিজেদের বাড়ীতে বসে সবাইকে পড়ালেখা শিখায়েছে; আপনি মনে হচ্ছে, প্রশ্নপত্র-ফাঁস জেনারেশনের সদস্য!
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭
ঠ্যঠা মফিজ বলেছেন: এইটা বিশ্বাস করতে পারলাম না ।আর যাই হোক ভাবিজান অন্তত আপনার মত লেখকের পাঠক হবেন না ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২২
চাঁদগাজী বলেছেন:
সহব্লগারের কথা আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনার বিশ্বাস কি কাজে লাগবে?
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
কূকরা বলেছেন: বিশ্বের সবচেয়ে গ্যানী ও শিক্ষিত ব্লগার, পাঁদগাজী
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
হাস মুরগীর প্রোপিকও আজকাল জনপ্রিয় হয়ে গেছে?
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
মামুন ইসলাম বলেছেন: ঠিক বলেছেন ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
এই জাতিটা এমনভাবে পেছনে পড়েছে যে, কি করা দরকার, সেটা ভাবার অবস্হানেও নেই!
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৪
যাযাবর চখা বলেছেন: ইহুদীদের অনেক দেশে স্কুল, সিনাগগ করতে দেয়নি; ওরা নিজেদের বাড়ীতে বসে সবাইকে পড়ালেখা শিখায়েছে এবার ইহুদীদের সাথে তুলনা!!!!!!!! । ইতিহাস ভালো করে পড়েন! মনে তো হচ্ছে আপনিই পরীক্ষাপত্র ফাঁসের জেনারেশনের!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
আমি ইতিহাস লিখছি, আপনি পড়েন।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
যাযাবর চখা বলেছেন: আমি ইতিহাস লিখছি, আপনি পড়েন অাপনার ইতিহাস হচ্ছে হাস মুরগীর সাথে ট্রাক্টরের তুলনার ইতিহাস... । লিখতে থাকুন, একদিন ইতিহাসে নোবেল প্রাইজ (!) পাবেন। পরীক্ষাপত্র ফাঁসের জেনারেশনই সেটা পড়বে
।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কি বলতে চাচ্ছেন যে, রোহিংগারা শিক্ষিত? ওরা আপনার মতো শিক্ষিত, এর বেশী নয়!
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
লেখা পাগলা বলেছেন: আপনার লেখার সাথে চরম ভাবে স হমত ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
রোহিংগারা বুঝতে পারেনি তাদের ভবিষ্যত, তাই ঠিক সময়ে পালাতে পারেনি; এখন প্রাণ দি্তে হয়েছে অনেক
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
সেয়ানা পাগল বলেছেন: একটু ভুল আছে। ১৯৭১ সালে ভারতে যারা মাইগ্রেট করেছিলো সেই হিসেব বাদ দিয়ে তারপরে আরো ২ কোটির ( ২০০৭ সালের পরিসংখ্যান অনুসারে) বেশী বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে এবং বসবাস করছে যারমধ্যে ৪০ লাখ হল বাংলাদেশী মুসলিম ( আসাম,পশ্চিমবঙ্গ ও কেরলায় বসবাসরত) ।
একটু ভুল আছে। ১৯৭১ সালে ভারতে যারা মাইগ্রেট করেছিলো সেই হিসেব বাদ দিয়ে তারপরে আরো ২ কোটির ( ২০০৭ সালের পরিসংখ্যান অনুসারে) বেশী বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে এবং বসবাস করছে যারমধ্যে ৪০ লাখ হল বাংলাদেশী মুসলিম ( আসাম,পশ্চিমবঙ্গ ও কেরলায় বসবাসরত) ।
ভারতে এছাড়া আরও শরণার্থী রয়েছে -
তিব্বতি - ১,৫০,০০০
আফঘানিস্থানি - ৬০,০০০
শ্রীলঙ্কান তামিল - ১, ০০০০০
রোহিঙ্গা - ৪০,০০০
পাকিস্থানি হিন্দু- বুদ্ধ - শিখ - ৪৩০০
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালী হিন্দুরা বাংলাদেশে তাদর ভবিষ্যত বুঝতে পেরে চুপিসারে কেটে পড়েছে; শিক্ষা থাকলে ভবিষ্যত অনুমান করা সম্ভব।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১
যাযাবর চখা বলেছেন: অামি কখনো বলি নাই তারা শিক্ষিত, শুধু বলেছি অাপনি তাদের অশিক্ষার কারন হিসাবে যে তুলনা করেছেন সেটা ঠিক না। প্রকৃত সুযোগ-সুবিধা বন্চিত একটা জনগোষ্ঠিকে অাপনি এভাবে অবমুল্যায়ন করতে পারেন না। অাপনি যুক্তি-তর্কে সুবিধা করতে না পারলেই ব্যক্তিগত অাক্রমন করেন, যেমন, ওরা আপনার মতো শিক্ষিত। এখান থেকেই অাপনার শিক্ষার প্রকৃত লেবেল বোঝা যায় ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
চাঁদগাজী বলেছেন:
"অন্ধের হস্তী দর্শনের মতো বিশ্লেষণ। বেকুবীতে পরিপূর্ণ। " এটা দিয়ে আপনার মন্তব্য শুরু তো?
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিজেকে যারা বড় শিক্ষিত আর সবজান্তা মনে করে ওদের চেয়ে বেকুব আর দুনিয়াতে নেই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
এটা বলে আপনি আমার চোখে সক্রেটিসের থেকেও বিখ্যাত হয়ে গেলেন।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
যাযাবর চখা বলেছেন: অবশ্যই। প্রথম প্যারায় সিরিয়ান রিফিউজীর বর্ণনা, ২য় প্যারায় রোহিংগা রিফিউজীর বর্ণনা, অার তারপর বাংলাদেশের হিন্দু আর মিয়ানমারের রোহিংগাদের মধ্যে কোন তুলনা। অার কি বলতে পারতাম? কেন, "অন্ধের হস্তী দর্শনের মতো বিশ্লেষণ। বেকুবীতে পরিপূর্ণ। " এটা বলাতে অাপনার খারাপ লেগেছে?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
আমার খারাপ লাগেনি, আমার ভালো লেগেছে
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
যাযাবর চখা বলেছেন: আমার খারাপ লাগেনি, আমার ভালো লেগেছে তাহলে তো অার কথাই থাকে না... । তার মানে হচ্ছে অাপনি অামার যুক্তি মেনে নিয়েছেন। অনেক ধন্যবাদ। শুধু শুধু এতক্ষন অামার-অাপনার সময় নষ্ট!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনার কথায় কোন লজিক নেই!
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক বলছেন। এদের নিয়া আমরা সমস্যায় আছি। মানবতার কারণে বের ও করে দিতে পারি না, আবার আমারা রাখতেও চাই না। এরা থাকলে কক্সবাজারসহ চট্টগ্রামের খবর আছে। এদের উপর থেকে আস্তে আস্তে সহানুভূতি উঠে যাবে মনে হচ্ছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
এদেরকে সঠিকভাবে সাহায্য করে, এদের মানসিকতা বদলাতে হবে; না হয়, এদের নিয়ে বড় সমস্যা হবে।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
চিন্তিত নিরন্তর বলেছেন: ভাগ্য ভাল ইংরেজরা আমাদের ঢাবি দিয়েগিয়েছিল। নইলে আমরা পারাধীন থেকে যেতাম হয়তো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
মোগল বা সিরাজদৌলারা ইউনিভার্সিটি কলেজ করেনি, করার সম্ভাবনা থাকতো না অনেক কাল অবধি।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫
এই আমি রবীন বলেছেন: ২০/৫০ বছর অন্তর অন্তর বিশ্বের মানচিত্র পরিবর্তন হয়।
রোহিম্ঙারা বার্মার সাথে পারবেনা, কিন্তু বাংলাদেশের সাথে কেরামতি শুরু করলেও অনেক বাংলাদেশী ওদের সাপোর্ট করবে। এটা ভয়াবহ ব্যাপার।
[অ.ট: #FreeBalochistan]
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরোধীতা করেছে, তাদের জেনারেশন এখনো সমস্যা; রোহিংগারাও পাকিস্তান ভাংগা সাপোর্ট করেনি ১৯৭১ সালে।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: @চাঁদগাজী ।ভাইয়া বা চাচা, আপনাকে কি সম্বোধন করব বুজতে পারছি না , যাই হোক, সবার কথায় উত্তর দেবার প্রয়োজন নেই। সবাই কে সবকিছু বিশ্বাস করানোরও প্রয়োজন নেই। আপনার লেখা ভাল লাগে। আপনি লিখুন। কিছু লোকের জন্য আপনার এই বানী প্রযোজ্য । "শিক্ষা থাকলে ভবিষ্যত অনুমান করা সম্ভব"।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
শুধু শিক্ষিত মানুষরাই ভবিষ্যত দেখেন; রোহিংগারের দুর্ভাগ্য, শিক্ষা না থাকাতে তাদেরকে প্রাণ দিতে হয়েছে, সব হারাতে হয়েছে।
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৮
মানিজার বলেছেন: আপনার পুস্টের মন্তব্য উত্তর পড়তে ভালু লাগে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমি বর্তমানের চলমান বিষয়গুলোকে বুঝার চেস্টা করছি; আপনারাও নিশ্চয় বর্তমানকে নিয়ে ভাবছেন।
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
কানিজ রিনা বলেছেন: তবে রহিঙ্গা স্বরনার্থী গরীব অশিক্ষিত কষ্টে
থাকা বঞ্চিত মানুষ গুল খোলা আকাশের
নীচে ঝুপড়ি ঘরে বসবাস করাতে অসুবিধা
হচ্ছেনা। যদি সুখে থাকা শিরিয়ান স্বরনার্থীর
মত হলে রহিঙ্গাদের নিয়ে বিপাকে পড়তে
হত।
আমাদের ৭১ মুক্তি যুদ্ধে শিক্ষিত সুখে থাকা
হিন্ধুরা ভারতের স্বরনার্থী শিবিরে অসংখ্য
মাড়াপড়েছিল। সুখে থাকা মানুষ স্ট্রোক বা
অন্যান্য রোগে মারা গিয়েছিল। আমাদের
দেশের হিন্দুরা ৭১ এর আগে বেশ সবাই
বড় লোক ছিল। যুদ্ধ ওদের শিক্ষা বড়লোক
দেখে নাই।
ইরাকের মানুষও অনেক শিক্ষিত বড়লোক
ছিল তবুও ওরা বুশের মিথ্যাচারী যুদ্ধে
অন্যদেশে স্বরনার্থী হয়েছিল।
আসল কথা আরাকান রাজ্য খনিজ সম্পদে
সমৃদ্ধ তাই যুগ যুগ ধরে রহিঙ্গাদের উপর
খর্গ নামায় চলে যাওয়ার জন্য। শেষমেষ
রহিঙ্গাদের নাগরিকত্ব কেরে নেওয়া হয়েছে।
আজ আরসা সন্ত্রসী অছিলা দিয়ে। খুন
ধর্ষন জালাও পড়াও সমূলে উৎপাটনের জন্য।
চিনার ও ভারত সরকারের কাছে ইজারা
দিয়েছে আরাকান রাজ্য।
রহিঙ্গাদের সরকাকারী সকল ব্যবস্থা থেকে
বঞ্চিত করে গরীব অশিক্ষিত করে রাখা
হয়েছে। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন
সৃস্টি কর্তার দ্বারে হাত পাতে তাইত মসজিদ
মাদ্রাসায় যাতায়াত।
আরসা সন্ত্রাসী জঙ্গী অছিলা মাত্র। হতে পারে
যুগযুগ ধরে নির্যাতিত নিপিরীত সারা পৃথিবীতে
রিফুজী হওয়া মানুষ আরসায় যোগ দিয়েছে
প্রতিরোধ গড়ে তুলতে গেরিলা যুদ্ধ করতে।
কিন্তু তা কতটুকু ক্ষমতা রাখে।
আরসা সংগঠন জঙ্গী তা প্রমান দিতে পারে
না মায়ানমানর সরকার কোনও আত্বঘাতী বোমা
বা জঙ্গীর কোনও সরমজান বহন করেনা।
আমাদের ৩০ লক্ষ সহীদের বিনিময়ে বাংলাদেশ
স্বাধীন হয়েছে ভারতের সাথে আন্তরজাতীক
সহায়তা ছিল। আমাদের মুক্তি যোদ্ধারা মনবল
নিয়ে যুদ্ধ করেছে। তবুও অনেক অনেক
প্রান নিহত আহত হয়েছে। ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের সাথে যা ঘটেছে, সেটা আমাদের জন্যও উদাহরণ; কিছু মানুষ মক্তব, মাদ্রাসা ও মসজিদ ভিত্তিক জীবনের কথা বলেন, খলীফা ওমর (রা: )'এর উদাহরণ টানেন; রোহিংগাদের স্কুল ছিলো না, মক্তব মাদ্রাসা ছিলো; কিন্তু সেখান থেকে কোন সঠিক শিক্ষিত শ্রেণী বের হয়ে আসেনি, তাদেরকে সাহায্য করেনি; মক্তব মাদ্রাসা ভিত্তিক জীবন হলো এবাদত বন্দেগীর জন্য, স্কুল কলেজ হলো বুদ্ধিমান নাগরিক গড়ার জন্য, সেটা বুঝতে হবে।
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
ফাহমিদা বারী বলেছেন: অনেক পরিসংখ্যান জানতে পারলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার গল্প পড়ি মাঝে মাঝে; আপনি আমাদের সাথে চলমান বিষয়ের উপর নজর রাখুন, তাতে গল্প শক্তিশালী হবে।
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাই
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
ভাবছি, বাংগালীদের এ ব্যাপারে ইনটারেস্ট নেই, মনে হয়।
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২
জাহিদ অনিক বলেছেন: আপনি যদি একজন রোহিঙ্গা হতেন, কি করতেন ?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
একজন রোহিংগা বেশী হতো!
রোহিংগাদের মাঝে যাদের পড়ালেখা ছিল, ১৯৭৯ সালে প্রতি পাড়ায়, ঘরে ঘরে স্কুল ও কলেজের কারিকুলাম পড়ানোর দরকার ছিলো; মসজিদগুলোতে পড়ানোর দরকার ছিলো,স্কুল কলেজের কারিকুলাম চালু করার দরকার ছিলো। বার্মিজরা মসজিদ বন্ধ করেনি, মক্তব বন্ধ করেনি।
২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হিন্দুরা বাংলাদেশকে নিজের মত করে ভাবতে পারে না তাই তারা সর্বদা ওপার যাওয়ার চিন্তায় বিভোর থাকে। পশ্চিমবঙ্গে আপনজন থাকায় মনের টানে চলে যায় অনেকে। আবার অনেকে মনস্তাত্বিক ও ধর্মীয় কারণেও ভারতে চলে যায়। কারণ হিন্দুদের যতগুলো বিখ্যাত তীর্থস্থান তার সবগুলোই ভারতের মধ্যে। গয়া, কাশি প্রভূতি স্হানে না যেতে পারলে তারা আত্মসুখী হয়না! গঙ্গার পানি যেটুকু বাঙালায় আসে তাতে হিন্দুতের পোষায় না। কারণ ওপারের দাদারা সমস্যায় না পড়লে গঙ্গার পানি বাঙালায় পাঠাতে চায় না। ক্ষীণ ধারায় যেটুকু আসে তা অত্যাধিক পরিমাণে দূষিত ও অনেকের ধারা স্নানকৃত ফলে এপারের আসতে আসতে তার পূর্তপবিত্রা নষ্ট হয়ে যায়। তাতে পূর্ণ্যতা লাভ করা যায় না। যেখানে গঙ্গার পানিতে পূর্ণতা হয়না সেখানে কি থাকা যায়! এদেশের অনেকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে করে গলা ফাটিয়ে ফেলেন এবং প্রচার করতে থাকেন সংখ্যালঘু নি র্র যাত নের ফলে হিন্দুরা রেন্ডিয়া চলে যাচ্ছে!
সংখ্যা লঘু কোন দেশে নির্যাতন হয় না। উপরোপে মসজিদে ঢুকে গুলি করে মারে, আমেরিকায় মারে চায়নাতে মারে, সবদেশেই কমবেশী সংখ্যালঘু নির্যাতন হয়। ভারতে সবচেয়ে অনিরাপদে আছে সংখ্যালঘুরা। তাই বলে কোন মুসলমান পাকিস্তান কিংবা বাংলাদেশে আসার তেমন নজির নেই। এই সমস্যা সভ্যাতার শুরু লঘ্ন থেকে বর্তমান সময়ে চলমান। তবে কিছু কিছু দেশে আইনি শুরুক্ষা পেলেও অনেক দেশে আবার রাষ্ট্রীয়ভাবে /রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতন করা হয়। মায়ানমার এবং রেন্ডিয়া এর প্রকৃত উদাহরণ। যা মানুষ ও মানবতা হিসেবে আমাদের কাম্য নয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
হিন্দুরা ভারতে স্বাচ্ছন্দ বোধ করে, বাংলাদেশে ভয়ে থাকে; এখন ভারতের অর্থনীতি বাংলাদেশ থেকে ভালো, জীবনের সিকিরিটি অনেক বেশী; তাই তারা গেছে ও যাবে।
২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
কূকরা বলেছেন: মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: পাঁদগাজী ।ভাইয়া বা চাচা, আপনাকে কি সম্বোধন করব বুজতে পারছি না , যাই হোক, সবার কথায় প্রতিপাঁদ দেবার প্রয়োজন নেই। সবাই কে সবকিছুর গন্ধ শোকানোরও প্রয়োজন নেই। আপনার পাঁদ ভাল লাগে। আপনি পাঁদুন। কিছু লোকের জন্য আপনার এই পাঁদ প্রযোজ্য । "পাঁদগাজী থাকলে ভবিষ্যত অনুমান করা সম্ভব"।
সহমত
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আপনার মত চরিত্র বর্তমান ব্লগিং'এর জন্য উপযুক্ত নয়, আপনার ভাবনা ইত্যাদি খুবই নিম্নমানের।
২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
কূকরা বলেছেন:
৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮
অনল চৌধুরী বলেছেন: প্রাণভয়ে পালানোর সময়ে কেউ সু্যট-কোট পরে পালায় না।সিরিয়া আর জার্মানীর মধ্যে কোন সীমান্ত নাই।তাই তারা রেডি হয়ে ভালো পোষাক পরে জার্মানীতে গিয়েছিল।লেখার আগে সবকিছু জেনে লিখবেন।রোহিঙ্গাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো।মন্ডুতে গেলে বুঝতেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি হয়তো মংগল গ্রহ থেকে এসেছেন।
৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
রাতু০১ বলেছেন: বাংগালী হিন্দুরা বাংলাদেশে তাদর ভবিষ্যত বুঝতে পেরে চুপিসারে কেটে পড়েছে; শিক্ষা থাকলে ভবিষ্যত অনুমান করা সম্ভব।
যারা আছে তাদের শিক্ষার অভাব নাকি দেশপ্রেমের অভাব।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
বাংগালী হিন্দুরা এখন স্বয়ং আওয়ামী লীগকেই ভয় পায়, দেশপ্রেম দিয়ে কি হবে? মানুষ স্বাচ্ছন্দে না থাকলে ও ভীতিহীনভাবে না থাকলে, তাদের মাঝে স্হিরতা আসে না।
৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
সেয়ানা পাগল বলেছেন: @শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
নামের পাশে সত্য রেখে অসত্য ভাষণ দিয়ে গেলেন! হিন্দুদের যদি ভারতেই যাবার থাকতো তাহলে ১৯৪৭ এবং ১৯৭১ এই সব চলে যেত, বাংলাদেশে মা-বোনের ইজ্জত খোয়ানো আর ঘর- সম্পত্তি লুটপাট হওয়া অব্দি অপেক্ষা করত না।
"ভারতে সবচেয়ে অনিরাপদে আছে সংখ্যালঘুরা। তাই বলে কোন মুসলমান পাকিস্তান কিংবা বাংলাদেশে আসার তেমন নজির নেই।"- এটা আপনি কথা থেকে পেলেন! ২৫ কোটি মুসলিমর বাস ভারতে এবং তারা ভারত তাদের জন্মভূমি বলে গর্ববোধ করে। তারা ভালো করেই জানে পাকিস্থান ও বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্দশার কথা। তারা স্বপ্নেও চিন্তা করে না পাকিস্থান ও বাংলাদেশ চলে যাবার কথা। কারণ তারা ভারতেই খুব ভালো আছে। তারা নিজেদের কে একটা ভোটব্যাঙ্ক হিসেবে গড়ে তুলেছে যা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ , বিহার এসব রাজ্যে যেকোনো রাজনৈতিক দল কে ক্ষমতাই নিয়ে আস্তে পারে আর তাই সমস্ত রাজনৈতিক দল মুসলিমদের খোসামোদ করে চলে।এছাড়া ভারতে ইসলামি রাজনৈতিক দল ও আছে। আর ভারতে দাঙ্গা লাগলে যদি ৫ তা মুসলিম মরে তাহলে ২ তা হিন্দু ও মরে।
কিন্তু বাংলাদেশ দাঙ্গা হয় না, হয় সংখ্যালগু নির্যাতন বাংলাদেশে হিন্দুরা শুদু মার খায় আর মরে কারণ পালটা মার দেবার শক্তি নাই। নিজেদের কোন দল নেই, ভোট ব্যাঙ্ক ও নেই যে বি এন পি আব আওয়ামী লিগ এর সাথে দর কষাকসি করে কিছু সুবিধা আদায় করে।
৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮
রক বেনন বলেছেন: আজ সেপ্টেম্বর এর ২০ তারিখ। দেখি ডিসেম্বর এর ৩১ তারিখে অবস্থা কি দাঁড়ায়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
প্রথমত: রিলিফ নিয়ে গন্ডগোল হবে, রোহিংগারা সরকার বিরোধী হয়ে উঠবে।
৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
সেয়ানা পাগল বলেছেন: @শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
আর ৪০ লাখ বাংলাদেশী মুসলিম বাংলাদেশ ছেড়ে ভারতে কি করছে? তার কারণ ধর্মীয় নয় তা হল অর্থনৈতিক।
দিল্লি, মুম্বাই ও কেরালাতে কন্সট্রাকসন লেবার এবং বাসা-বাড়ীতে যত কাজের লোক ও মহিলা আছে তার ৬০% হল বাংলাদেশী মুসলিম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
১৯৭১ সালে যুদ্ধ করে স্বাধীন করা দেশের বাংগালীরা ভারতের মানুষের বাসাবাড়ীতে কাজ করছে! শেখ সাহেব ও জেনারেল জিয়ারা স্বাধীনতার অর্থ বুঝতেন না।
৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
সেয়ানা পাগল বলেছেন: @ চাঁদগাজী
ভারত সরকার কখনো বাংলাদেশের বিপক্ষে এসব নিয়ে কথা বলেনি; কারণ, ৪০ লাখ একত্রে যায়নি; যদি ৪০ লাখ একত্রে যেতো, ২ দেশের মাঝে ভয়ংকর সমস্যা হতো।
বর্তমান বিজেপি শাসিত ভারত সরকার সেই ভয়ংকর সমস্যার আরম্ভ করে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্য আসামে অলরেডি নাগরিকদের ১৯৭১ সালের জনগণনা অনুসারে পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ১৯৭১ সালের পরে যারা এসেছে, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেহেতু মমতা ব্যানার্জির তৃনমূল কংগ্রেস দলের সরকার তাই তার বিরোধিতাই এই কাজ শুরু করা যায় নি। এখন দিদি আবার রোহিঙ্গা মুসলিম ভাইদের মিয়ানমারে পুশব্যাক করার কেন্দ্রের পলিসির বিরোধিতা করছেন এবং পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন বলেছেন কারণ সেই ভোট ব্যাঙ্ক !
গত সপ্তাহে ভারত সরকার গত ৬৭ বছরে বাংলাদেশ থেকে আগত ১৫০০০০ চাকমা ও হাজং শরণার্থীদের নাগরিকত্ব দেবে বলে ঘোষণা করেছে কিন্তু বিজেপি শাসিত অরুণাচল সরকার ও অরুণাচলের ভূমিপুত্ররা তার বিরোধিতাতে নেমেছে কারণ অর্থনৈতিক ও সামাজিক। তারা আশঙ্কা করছে জে এতে সাথের চাকুরী ও ব্যবসা তে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে । চাকমা ও হাজং শরণার্থীরা ধর্মে হিন্দু হলেও তাদের নাগরিকত্ব দেবার বিরোধী।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
বেকুব চাকমা ও হাজংরা ৬৭ বছরেও নিজেদের নাগরিকত্বটা যোগাড় করতে পারেনি? ভারতে এটা কি কস্টের কাজ?
৩৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
তারেক ফাহিম বলেছেন: রোহিঙ্গারা নাগরিকত্ব ছাড়াই এ দেশ থেকে সীম ক্রয় ও যোগাযোগ করে যাচ্ছ। অথচ,
আমরা নাগরিক হয়েও সীম রেজিঃ করতে লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগে।
এক সময় রোহিঙ্গা কোটাও দিতে হবে সরকার এই দেশে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
সরকারের আলাদাভাবে কোন "রোহিংগা পলিসি" নেই; ওরা স্বাধীনভাবে আরাকানের মতো বাস করছে।
৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
রাতু০১ বলেছেন: সহমত সেয়ানা পাগল , ভাল বলেছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
চলমান বাস্তবতাকে বুঝতে হবে।
৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২
যাযাবর চখা বলেছেন: আপনার কথায় কোন লজিক নেই আবারও বেকুবের মতো মন্তব্য করলেন। আপনার এই মস্তিষ্ক লজিকই বুঝতে পারে না, সেই ক্ষমতাই নাই। থাকলে স্ব-বিরোধি কথাই বলতেন না। এই বললেন আমার কমপ্লিমেন্ট আপনার ভালো লেগেছে, পরক্ষণেই উল্টা কথা ! যাইহোক, আমার দেয়া কমপ্লিমেন্ট ভালো না লাগলে মন খুলে বলেন, কোন দ্বিধা করবেন না!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনার কমপ্লিমেন্ট মানুষকে নীচের লেভেলে আনার সম্ভাবনা
৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ভালো লিখেছেন। আপনি ভালো আছেন গাজি ভাই?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমি ভালো; আশাকরি, আপনিও ভালো আছেন।
রোহিংগাদের বোঝা এখন থেকে আমাদেরকেই টানতে হবে; তাদের অবস্হা আমাদেরকে বুঝতে হবে।
৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
যাযাবর চখা বলেছেন: আপনার কমপ্লিমেন্ট মানুষকে নীচের লেভেলে আনার সম্ভাবনা বলেন কি! সত্যি? ১,৫০,০০০ চাকমা ও হাজং বেকুব, আপনার নিম্নমানের লেখা কেউ অপছন্দ করলে সে লজিক-ছাড়া, কারো লেখা আপনার পছন্দ না হলে সেই লেখক নিম্নবুদ্ধিসম্পন্ন, মগজহীন.........ব্লগিং করেন নাকি অন্যকে ছোট (আপনার ভাষায়, নীচের লেভেলে আনার) করার কার্যক্রম চালান! সেই ষাটের দশকের একটা কুয়ায় ব্যাং হয়ে বসে আছেন, কুয়া থেকে বের হন, দেখেন পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে! এখন অন্যকে সন্মান করলে নিজে সন্মান পাবেন, নয়তো......বুঝতেই পারছেন!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
অন্যকে সন্মান করছি।
পৃথিবী সামনে যাচ্ছে ঠিকই, আপনার গতি পৃথিবীর গতির সাথে তাল মিলাতে পারছে তো?
৪১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শিরোনামের সাথে একমত।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
যাক, শুরুটা ঠিক আছে, মনে হয়
৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: @কূকরা @কূকরা
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
কুকরা সাহেব ব্লগকে হাঁস মুরগীর খামার ভেবে বসে আছেন।
৪৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০
চেংকু প্যাঁক বলেছেন: @যাযাবর চখা, আপনি মনে হয় ব্লগে নতুন, চাঁন্দুগাজীর সাথে প্রথম মোলাকাত হচ্ছে। এই মাল কৈ থেকে ব্লগে আমদানি হৈছে আল্লাহই জানে। ব্লগের সমস্ত বুদ্ধিপ্রতিবন্ধিদের গুরু এই লোক। এর সাথে তর্ক করা মানে মোরগের সাথে দাবা খেলা। মোরগের সাথে দাবা খেলতে গেলে মোরগ যেমন লাথি দিয়ে ঘুটি উল্টে, বোর্ডের উপর পায়খানা করে পুরো খেলাটা ভন্ডুল করে দেয়, এলিগোরিক্যালি চাঁন্দুগাজীর সাথে লজিক্যাল আরগুমন্টের ফলাফলও তাই হয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
হাঁস ও মুরগীর দাবা খেলা? আপনার জন্য সুখবর; অবশ্য, মেহমান আসার আগেরদিন অবধি!
৪৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
বিলুনী বলেছেন: মন্তব্যের ঘরে স্ক্রল করে নামার সময় চোখে পড়ল নিরাপদ দেশ চাই এর মন্তব্যে লেখা
জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষনিকের দেখায় অল্প কিছুক্ষন কথা হয়। স্বল্প সেই সময়ের কথার পরিপ্রেক্ষিতে প্রধান্মন্ত্রী রয়টারকে জানায় রোহিঙ্গা ইস্যূতে ট্রাম্পের কাছ থেকে কোন সহযোগিতার প্রত্যাশা তিনি করেন না!!!!!!!
ক্ষনিকের দেখা ২৪ ঘন্টা না পেরোতেই কি প্রত্যাশা ট্রাম্পের নিকট হতে পাওয়া গেল তা নীচে দেখা যাক নীচে , বুজু দেখুক কাকে বলে কুটনৈতিক ভাষা !!!!
মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় দুই কোটি ৮০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা এই শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন বার্নিকাট।এই শরণার্থীরা যাতে নিজেদের দেশে ফিরতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান তিনি।
এটা যে ট্রম্পের সাথে কথা বলার তাৎক্ষনিক ফল কে বুঝিবেনা তা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
ভালো
৪৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
গ্রীনলাভার বলেছেন: সিরিয়ান রিফিউজিদের একদম সামনাসামনি দেখেছি। আপনি ঠিকই বলেছেন, ওই রিফিউজিদেরও একেকজন বাংগালী ধনীদের মতো পোষাক পড়ার ক্ষমতা আছে। ভিক্ষারও মান আছে। ভিক্ষা করার ধরন আছে। এটি দেখার জন্য আমাদের বড় বড় ইন্জিনিয়ারিং পাশওয়ালা দেরকে বাইরের দেশ ঘুরে আসতে হয়। এটি দেখারও জিনিস। শেখারও জিনিস।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
শিক্ষার মুল্য আছে।
৪৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
ধ্রুবক আলো বলেছেন: গোড়া থেকেই অনেক ভুল ছিলো রোহিঙ্গাদের। মূলত তারা কোনো বড় নেতৃত্ব পায়নি। তাই এই অবস্থা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
মসজিদ, মক্তব এখন এবাদতে সাহায্য করতে পারবে, শিক্ষার প্রসার ঘটাতে পারসবে না; সেটা রোহিংগাদের শিক্ষিতরা বুঝতে পারেনি।
৪৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: রাখাইনদের লিটারেসি রেট তো আমাদের দেশের চেয়ে ভালো!
''Out of 1,391,311 people aged fifteen years and over, 1,178,295 reported that they were able to read and write. The literacy rate for Rakhine State is 84.7%, lower than the Union literacy rate of 89.5%.''
[UNFPA]
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
আরবীতে কোরান পড়তে পারেন, সেটা গণ্য করা হয়েছে; ওদের দরকার ছিলো ইংরেজী ও টেকনিক্যাল পড়ালেখা ও সাধারণ স্কুলের পাঠ্যসুচী থেকে কইছু জানা।
৪৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: শুধু অআরাকানের ১০/১২ লাখ রোহিঙ্গাই নয় সারা মিয়ানমার জোরেই রয়েছে চরম দারিদ্রতা । সেখানে তাদের মোট জনসংখ্যার শত করা ২৫ভাগ তথা প্রায় ১৫০ লক্ষ মানুষ বসবাস করছে চরম দারিদ্র সীমার নীচে । তাদের জাতীয় আয়ের সিংহভাগ সামরিক খাতে ব্যয় করায় তাদের দেশের বিপুল সংখক লোক রয়ে গেছে দারিদ্র সীমার নীচে ।
রোহিঙ্গারা বহু বছর ধরেই বিভিন্নভাবে পারি দিয়েছে দুনিয়ার বিভিন্ন দেশে । এমনকি আমিরিকার মত দেশে গিয়েও তারা রিফিউজি হয়েছে , সৌদিতে গিয়েছে প্রায় ২ লাখ রোহিঙ্গা এবং সেখানে প্রায় স্থায়ীভাবে বসবাস করছে । হঠাত করে মহল বিশেষের হঠকারীতার স্বীকার না হলে কয়েক বছরের মধ্যে সকল রোহিঙ্গাই চলে যেতে পারত বিদেশে । বার্মার মগেরাও ভুল করেছে, তারা একটু ধের্য ধরলে রোহিঙ্গারা চলে যেতে পারতো নিরবে । কিন্তু আল্লার মাইর দুনিয়ার বাইর, বার্মা নীজের পায়ে নীজেই কুড়াল মেরেছে । এখন দুনিয়ার সকল রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে তাদের নীজ দেশে , এটা যে এমন বৃহত আন্তর্জাতিক ইস্যু হবে তা মগেরা বুঝতে পারেনি আগে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
ইস্যুটা বড় হয়েছে, তবে রোহিংগারা ভয়ে ফিরবে না। ফিরলে, আবারও কিছুর প্রাণ যাবে, আবারও পালাতে হবে।
৪৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪
ডঃ এম এ আলী বলেছেন: বিষয়টা আর সুচির জন্য এতটা সহজ হবেনা । চীন ও রাশিয়ার ইতরামিটা বিশেষ করে দক্ষীন পুর্ব এশিয় অঞ্চলে মায়ানমারকে
আকরে ধরে দক্ষীণপুর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করতে চাচ্ছে, সেটা আমিরিকা ও ভারতের কাছে জলের মত পরিস্কার হয়ে গেছে । ভারত রাশিয়া হতে মুখ ফিরিয়ে আমিরিকা পন্থি হয়েছে । ভারত চীনের মনোভাব ভালই জানে । চীন পাকিস্তানকে ৬০ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রতিশ্রতি দিয়েছে । আমিরিকা পাকিস্তান হতে মুখ ফিরিয়ে নিচ্ছে , তার উপর অনেক বিষয়ে নিষেধাজ্ঞা জারী করছে । তুরস্ক সৌদি আমিরিকান ব্লকেই আছে । বাংলাদেশের সাথে ইদানিং তুরস্ক ও সৌদির বেশ ভাব হয়েছে । চীন রাশিয়াকে সাথে নিয়ে একপাশে পাকিস্তান অন্যপাশে মায়ানমারকে দিয়ে বাংলাদেশ নয় ভারতকেই যে চেপে ধববে তা ভারত ইতিমধ্যে অনুভব করেছে । তাইতো রাতারাতি ভারত বলেছে তারা বাংলাদেশকে সর্বত্মক সহায়তা করবে । আমিরিকাও এখন বোল পাল্টে বলেছে তারা বাংলা দেশের পাশেই থাকবে । ইউরোপিয়ান ইউনিয়নতো পুরাটাই বাংলাদেশের পাশে আছে তা ইদানিং তাদের কর্মকান্ডে ভেসে উঠছে । তাদের জন্যই তো নিরাপত্তা পরিষদ এক হতে পেরেছে এতে আমিরিকার কতখানি হাত যে আছে তা কি আর বলতে ।
চীন এবং রাশিয়ার কাছে আমিরিকার স্বার্থ হানি হোক এটা কি আমিরিকা কোন দিন চাইতে পারে । তারা কোন দিকে থাকবে এটা কি কাওকে বলে দিতে হবে । মিয়ানমার সেটা আন্দাজ করতে পেরেছে । তাইতো আমিরিকার সহকারী পররাষ্ট মন্ত্রীর নেতৃত্বে একটি পর্যবেক্ষনকারী দল মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে সংবাদে দেখা যাচ্ছে । এটা দেখে মিয়ানমার বলেছে আমিরিকার সহকারী পররাষ্ট্র মন্ত্রীকে আরাকানের মংডুতে ( যেখানে রোহিঙ্গা নির্যাতন বেশী হয়েছে ) যেতে দিবেনা ।
ঘটনা কোন দিকে মোর নিয়েছে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় । শেখ হাছিনার সাথে তিন মিনিটের কথাবার্তায় ট্রাম্প রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে পনে তিন কোটি ডলার( প্রায় ২২৫ কোটি টাকা ) দেয়ার প্রতিশ্রতি দিয়েছে সেই সাথে বাংলাদেশের পক্ষে থাকবে বলে তার রাস্ট্রদুতের মাধ্যমে আনুষ্ঠানিক কুটনৈতিক পর্যায়ে ২৪ ঘন্টার মধ্যে অভিহিত করেছে ,
বিষয়টাকি এতই সহজ , এর পিছনে ইতিহাসতো কিছু না কিছু আছে ।
তাই মিয়ানমার আর চীনের জন্য অংকের হিসাবটা এত সহজ হবেনা । রোহিঙ্গাদেরকে তাদের ফেরত নিতেই হবে , রোহিঙ্গা বিষয়ে ও আ্ই সি প্রতিনিধি বৈঠকে অদ্য শেখ হাছিনার ছয় দফা প্রম্তাবের মধ্য এক দফা হলো রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরী করে সেখানে তাদেরকে রাখতে হবে । এ কথার পিছনে বড় মুরুব্বীদের যে হাত আছে তাতো বুঝাই যাচ্ছে । সম্ভবত জাতি সংঘে শেখ হাছিনার ভাষনে এই ছয় দফা পেশ করা হবে । তাতে চীন রাশিয়া ব্যতিত বিশ্ববাসীর সমর্থন পাওয়া যাবে বলে ধারণা করা যায় । তাই একটু সময় লাগলেও রোহিঙ্গারা এবার তাদের দেশে গিয়ে নিরাপদেই থাকতে পারবে বলে আশা করা যায় । বিষয়টাকে মিয়ানমারই চীনের উস্কানীতে জটিল করে তুলেছে ।
প্রথম দিকে ইরাককে তাল দিয়ে যেমন সাদ্দামকে কুয়েত আক্রমনের জন্য উৎসাহিত করেছিল পরে তাকে বিপদে ফেলার জন্য , এখানেও সেরকম প্রথম দিকে ভারত ও আমিরিকা তেমন উচ্চবাচ্য না করে মিয়ানমারকে ভুলের সাগরে ডুবানোর জন্য একটু নিরব ভুমিকা পালন করেছে । মিয়ানমার নীজেই পাতানো ফাদে পা দিয়ে চীনের আগ্রাসনকে প্রতিহত করার জন্য রাস্তা করে দিয়েছে । রোহিঙ্গাদেরকে নীজ দেশে ফেরত পাঠানো প্রশ্নে বাংলাদেশে নয় মিয়ানমারে জাতি সংঘের শান্তি বাহিনী প্রেরণ এখন সময়ের ব্যপার মাত্র, আর এ বাহিনীতে কার প্রাধান্য থাকবে সে কি আর বলতে । পুরা বিষয়টাই চীন নয় চলে যাবে আমিরিকার নজর দারীতে । অনেকেই বিষয়টা বুঝবে আরো অনেক দেরীতে । আমিরিকার দরকার বিশ্ব জনমত, সেটা তার জন্য হয়ে গেছে । সে ভাল করেই জানে এ অঞ্চলের জন্য তাকে কি করতে হবে । রোহিঙ্গাদেরকে সেখানে ডুকিয়ে দিয়ে মায়ানমারকে অস্থির করে রেখে দিয়ে চীনকে চেপে ধরতে হবে ,মায়ানমারে তারা একাজ করেছে অনেক আগে, সেটাকেই শুধু তারা একটু রিভাইস করে নিবে চীন ও রাশিয়ার অনুসুত কৌশলের প্রেক্ষাপটে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন:
বার্মার জমি পড়েছিল, চীন তাতে চাষ করছে; গ্যাস ও তেল তোলার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে, তেল গ্যাস নিচ্ছে; সামনের দিন গুলোতে কলকারখানা করে, বার্মিজদের খাটাবে।
বাকী কি হবে বলা মুশকিল; বাংলাদেশে আগে যেই ৫ লাখ প্রবেশ করেছে তাদের মনে কি ফেরার ভাবনা আছে? এভাবের আতংক ছিল ভয়ংকর; মানুষ ফিরতে চাইবে কিনা কে জানে?
৫০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বার্মিজরা রোহিঙ্গাদের স্কুল বন্ধ করে দিয়েছিলো, কিন্তু ধর্মিয় প্রতিষ্ঠান বন্ধ করেনি............কতটুকু প্ল্যানমাফিক কাজ চিন্তা করতে পারেন?
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০০
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী যে তাদেরকে পংগু করে দিচ্ছিল ক্রমেই, ওরা টের পায়নি
৫১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪
দেশী পোলা বলেছেন: রোহিংগাদের অশিক্ষা সমস্যা সামলানোর একটা সহজ প্রক্রিয়া আছে, সব রোহিংগা পুরুষরে ত্রান সাহায্য নেবার জন্য চীনা পদ্ধতিতে বাধ্যতামূলক জন্মনিয়ন্ত্রন করানো হউক - এমনিতেই বার্মার বাহিনীর কাছে োয়ামারা খাইয়া আইছে, বাংলাদেশে আইসা ত্রান খাইবে আর জিগিজিগি করবে সেইটা হইতে দেওয়া যায় না
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
এবার জলদস্যুর বাচ্চারা ভয়ংকর আতংকের সৃস্টি করেছে; বিশ্ব এবার ওদের পক্ষে; তবে, ওরা ফেরার মতো সাহস সন্চয় করতে পারবে কিনা দেখার বিষয়!
বাংলাদেশ সেনা বাহিনী দিচ্ছে টেকনাফে।
৫২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩
আবু তালেব শেখ বলেছেন: সমাধান হবে কি এই সমস্যার। এমনিতেই চাল 70 সরকার আরকদিন পরে বলবে রোহিংগাদের ভরন পোষন দিয়ার জন্য চাল 100। ভ্যাট হিসাবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের টাকা বাহির থেকে আসবে, তাতে চাউলের দাম কমার কথা।
৫৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
মুক্তিযুদ্ধ নিয়ে লেখুন... অনেক কিছুই জানতে ইচ্ছে করছে...
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০২
চাঁদগাজী বলেছেন:
তখন আমার অনেক কথা অনেকের বিপক্ষে যাবে, সমস্যা হবে।
৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার উপস্থাপিত বিষয়ের সাথে একমত। তবে, আপনার প্রতিপক্ষরা খুব সোচ্চার। রেগে না গিয়ে প্লেইন কমেন্টই ভালো-এটা আমার অভিমত। রোহিঙ্গা ইস্যু নিয়ে রাত ১০টায় একটা সংলাপ দেখলাম। ওখানে বাংলাদেশের কিছু ডিপ্লোম্যাটদের কথাবার্তা থেকে যা বুঝছি তা হলো রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গণে নড়াচড়া হচ্ছে ব্যাপক। এখন এই নড়াচড়াটা যদি বার্মাকে একটা বড় ধাক্কা দিতে পারে তবে হতভাগা রোহিঙ্গাদের একটা হিল্লে হবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৬
চাঁদগাজী বলেছেন:
বার্মা আশাতীত চাপে পড়বে এবার; ওরা এটা সেটা করে সময় নস্ট করবে; আশা করবে যে, কোরিয়ায় কিছু ঘটলে, বিশ্ব অন্যদিকে মনোনিবেশ করবে। তদুপরি, বার্মা কোনদিন আমেরিকা ও জাতি সংঘের কথা মানেনি
৫৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি যুদ্ধের বর্ননা দিলে আমরা কিছু জানতে পারব...
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, দেখি
৫৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৯
অনল চৌধুরী বলেছেন: আপনি হয়তো মংগল গ্রহ থেকে এসেছেন। যুক্তিতে না পারলে ঝখগড়া করেন কেন? আমি মন্ডুতে গেছি ২০০৪ এ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ওদের মাঝে কথা বলার মতো লোক দেখেছেন টেকনাফে? বিদেশী কুটনৈতিক বা সাংবাদিকদের সাথে কথা বলতে আমি কাউকে দেখিনি।
৫৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৮
অনল চৌধুরী বলেছেন: মোগল বা সিরাজদৌলারা ইউনিভার্সিটি কলেজ করেনি, করার সম্ভাবনা থাকতো না অনেক কাল অবধি- তারা না করার পরও ভিক্ষুক অার জলদস্যুার জাতি বৃটিশ আর অন্যান্য ইউরোপীররা এদেশে এসছিল কাবার সন্ধানে।অক্সফোর্ড বা ক্যামব্রিজ তাদের খাবার দিতে পারেনি।তাই লুটপাট করতে বের হয়েছিল সারা পৃথিবীতে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
ইস্ট ইন্ডিয়া কোম্পানী ছিল বসুন্ধরার মতো একটি কর্পোরেশন; বৃটিশ সাম্রাজ্যের প্রতিনিধি নয়।
৫৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪২
অনল চৌধুরী বলেছেন: সেয়ানা পাগল বলেছেন: @শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
আর ৪০ লাখ বাংলাদেশী মুসলিম বাংলাদেশ ছেড়ে ভারতে কি করছে? তার কারণ ধর্মীয় নয় তা হল অর্থনৈতিক।
দিল্লি, মুম্বাই ও কেরালাতে কন্সট্রাকসন লেবার এবং বাসা-বাড়ীতে যত কাজের লোক ও মহিলা আছে তার ৬০% হল বাংলাদেশী মুসলিম। ৪০ লাখ বাংলাদেশী মুসলিম বাংলাদেশ ছেড়ে ভারতে,আপনি কি গুণে দেখেছেন?বিজেপি তো বলে ৩ তোটি বাংলাদেমী ভারতে !!!! এগুলি সব বর্মী সেনা আর সুকির মতো মিথ্যাচার।আগেরবার বিজেপি ক্ষমতায় থাকতে বোম্বাইয়ে থেকে বাংলাভাষী ভারতীয়দেরও বাংলাদেশেী বলে বাংলাদেশে পুশ-ইন করেছিল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭
চাঁদগাজী বলেছেন:
অনেক বাংগালী ভারত ওপাকিস্তানে কাজ করছে।
৫৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৪
অনল চৌধুরী বলেছেন:
আপনি কি ওদের মাঝে কথা বলার মতো লোক দেখেছেন টেকনাফে? বিদেশী কুটনৈতিক বা সাংবাদিকদের সাথে কথা বলতে আমি কাউকে দেখিনি।ইংরেজী বলতে পারা মানেই শিক্ষা,এই বিকৃত ধারণা কেন?চীন,জাপান,কোরিয়া,রাশিায়, বা পশ্চিম ইউরাপের কয়টা লোক ইংরেজী জানে?
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
চীন, জাপান, জার্মান ও কোরিয়ানরা এত উন্নত যে, ওদের ভাষা অন্যেরা শিখছে; রোহিংগাদের ভাষা আপনিও জানেন না।
৬০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৭
অনল চৌধুরী বলেছেন: চিন্তিত নিরন্তর বলেছেন: ভাগ্য ভাল ইংরেজরা আমাদের ঢাবি দিয়েগিয়েছিল। নইলে আমরা পারাধীন থেকে যেতাম হয়তো-উন্নত ছিল বলেই ইংরেজরা এদেশে লুটপাট করতে এসেছিল।না আসলে ওরা এখনো ডাকাত আর ফকির থাকতো আর আমরা সবদিক দিয়ে ইন্নত থাকতাম।
গোলামীর মানসিকতা পাল্টান।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১০
চাঁদগাজী বলেছেন:
ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ঠিক একটা কর্পোরেশন ছিল, ওদের হাতে ভারতের রাজতণ্ত্র পরাজিত হয়েছে; রাজতন্ত্রে যেজন শক্তিশালী সেই রাজা
৬১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪
তারেক বলেছেন: চাদগাজী ভাই, আপনার লেখাটা পড়লাম, খুবই যুক্তিযুক্ত। রোহিঙ্গারা দুনিয়া থেকে অনেক পিছিয়ে। শুধু দুনিয়াদারীরর ক্ষেত্রে নয় ধর্মীয় দিক থেকেও । তাদের যখন নাগরিত্ব কেড়ে নেয়া হলো , তখনই বুঝা উচিত ছিল তাদেরকে সরকার পছন্দ করে না ,এদেশে থাকতে দিবে না। কিন্তু শিক্ষার অভাবের কারনে তারা তা বুঝতে পারেনি। স্কুল -কলেজ বন্ধ করেছে , তাহলে র্ধমীয় শিক্ষা চালূ করুক।(মান সম্মত) কারন যারা ভাল আলেম তাদের কথা-বার্তায়, আচার-ব্যবহারে, পোশাকে ,জীবনযাত্রায় একটা অভিজাত ,গোছান ভাব থাকে। পড়ালেখার কারনে তাদের চিন্তা শক্তিও ভাল থাকে। জেনারেল শিক্ষিতদের মতোও তাদেরও ভাল চিন্তা শক্তি থাকে। কিন্তু রোহিঙ্গাদের সেটা নাই। তাই তদের মধ্যে লিডার ও তৈরী হয়নি।ফলাফল ভোগান্তি।
আর হযরত উমর(রাঃ) এর ব্যাপারটা হলো , উনি একজন সুশাষক ছিলেন। যেমন ছিলেন সাহসী , তেমনী সুশাষক। যা বর্তমান জামানায় কল্পনার বাহিরে। তো বর্তমানে শাষকরা যদি তার এই গুনটা অর্জন করতে পারত , তাহলে দুনিয়ার ৮০% ঝামেলা থাকত না। তার এই গুনটা বর্তমানে আমাদের অনেক দরকার। হযরত উমর(রাঃ) এর জামানার অন্য আর কিছু দরকার নাই।ঐ একটা গুন হলেই চলত।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
শিক্ষার অভাবে বাংগালী জাতিও অন্য জাতির কাজ করে খাচ্ছে!
খলীফা ওমর (রা: ) ১ম আরব সামাজ্যের প্রতিষ্ঠিাতা ছিলেন; উনাকে ধর্মীয়রাও বড় মনে করেন ১ম ইসলামিক সাম্রাজ্যের সফল প্রতিষ্ঠাতা হিসেবে।
৬২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
জুন বলেছেন: আপনার বক্তব্য নিয়ে কিছু বলতে চাই না তবে আপনার বার বার উচ্চারিত অশিক্ষিত শব্দটি শ্রবনেন্দ্রীয়তে আঘাত করছে তাই বলছি। একটি দেশের জনগন কেন অশিক্ষিত থাকে সেই দায় কোন একটি জাতির উপর না চাপিয়ে দেশের সরকার প্রধানদের উপরই চাপানো উচিত বলে মনে করি ।
উদাহরন পাক ভারতে বৃটিশ আমলে সব রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাই চালু ছিল। আবেগসম্পন্ন মুসলমানরা আরবী ফার্সী আর দুরদৃষ্টিসম্পন্ন হিন্দুরা ইংরাজী ভাষা শিখেছিল। যার ফলে বৃটিশরা চলে যাবার পর তারা বড় বড় পদে বসতে সক্ষম হয়েছিল । এখানে আপনি নেতৃত্বের দোষ দিতে পারেন । কিন্ত রাখাইন রাজ্যে তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু ছিল কি রোহিঙ্গাদের জন্য ?? যেখানে তারা পড়াশোনা করে তথাকথিত সিরিয়ান রিফ্যুজি হতে পারতো ? দিন শেষে সবাই মাতৃভুমি থেকে উচ্ছেদকৃত শরণার্থী তা তারা জিনসের প্যান্টই পড়ুক আর লুঙ্গীই পড়ুক ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
তাদের মক্তব ও মসজিদ খোলা ছিল; মক্তব ও মসজিদ শিক্ষার ব্যবস্হা করতে অপারগ হয়েছে।
লুংগি ও গেন্জীর কথা বলেছি, তাদের দারিদ্রতার কথা বুঝাতে; সম্পদের দেশে থেকেও তারা বন্চিত হয়েছে।
৬৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
পলাতক মুর্গ বলেছেন: লেখার কনসেপ্টে সমস্যা আছে মনে হচ্ছে। আলোচ্য বিষয়ে লেখকের ধারণা অনেকটা পেপার-পত্রিকা পড়ে নিজেকে বিদ্বান মনেকরে চায়ের দোকানে বিতর্ক করা মানুষদের মত। এই ধরণের মানুষরা নিজেদের সীমাবদ্ধতা উপলদ্ধি করতে পারে না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনার ব্লগিং'এর ইতিহাস দেখলাম, উহা চা দোকান নয়, হোটেল মেরিয়ট।
ব্লগিং করেন, দেখা যাবে।
৬৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২
নূর আলম হিরণ বলেছেন: আপনি?তাদের মসজিদ, মক্তব বন্ধ করেনি বলছেন! আপনি এই দেশে একটা মসজিদ বন্ধ করতে পারবেন! আপনি যত সহজে ওদের সামান্য শিক্ষত অংশকে দোষ দিয়ে যাচ্ছেন তাদের জন্য ব্যাপারটা তত সহজ ছিলো না! বার্মা জান্তারা তাদের খুপড়ি ঘর গুলোতে চরম নজরদারিতে রাখতো!
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
যাক, অজুহাত অনেক আছে।
৬৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
পলাতক মুর্গ বলেছেন: মসজিদ মক্তব বন্ধ করে নাই, এই কথাটাও ঠিক না। অনেক মসজিদ ধ্বংস করে সেখানে বৌদ্ধ মন্দির বানানোর ঘটনাও ঘটেছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
কিছু মানুষ কোনদিনও পথ খুঁজে পায় না
৬৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
পলাতক মুর্গ বলেছেন: লেখক বলেছেন: আপনার ব্লগিং'এর ইতিহাস দেখলাম, উহা চা দোকান নয়, হোটেল মেরিয়ট। ব্লগিং করেন, দেখা যাবে।
হা হা! আবর্জনা টাইপ লেখার পরিমান বেশি হওয়ার উপরও লোকে গর্ববোধ করে নাকি আজকাল। দারূন তো !
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
কথার উপর কোন ট্যাক্স নেই, চালিয়ে যান; কি-বোর্ড সবই সহ্য করে।
৬৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
অনল চৌধুরী বলেছেন: চীন, জাপান, জার্মান ও কোরিয়ানরা নিজেদের ভাষা শিখেই উন্নত হয়েছে।পৃথিবীতে ইংরেজী শিখে কোন দেশ উন্নত হয়েছেএমন কোন দৃষ্টান্ত নাই।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
সায়েন্স, ও বিশ্ব সাহিত্যের ভাষা হিসেবে ইংরেজীই এখনো সবার উপরে; রোহিংগা ভাষা ঢাকার লোকেরাও বুঝে না।
৬৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
অনল চৌধুরী বলেছেন: বিশ্বসাহিত্য কি বাংলাং অনুবাদ হয়নি? সারাজীবন চেষ্টা করলেও শুধু মূল ফারসী থেকে বাংলায় অনুদিত শাহনামা পড়া শেষ করা যাবে না।অন্যান্যগুলির কথা বাদই দিলাম।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
অনুবাদ হচ্ছে, অসুবিধা নেই; কিন্তু বিশ্বায়নে পেছনে পড়ছে মানুষ; বাংলাদেশের মাস্টার্স, ইংরেজী না জানার ফলে বিদেশে গাড়ী চালায়েছেন হাজারে হাজার।
৬৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালীরা যদি ইংরেজদের মতো ষড়যন্ত্র অার গণহত্যার মাধ্যমে ৫০ টা দেশ দখল করতে পারলে বাংলাই সারা পৃথিবীতে চলতো।না করার পরও সিয়েরালিওনের সরকারী ভাষা হয়েছে ২০০২ এ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
যখন রাজতণ্ত্র তুংগে, তখন বাংগালীরা গরু চরাচ্ছে মাঠে।
৭০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: অথচ, বার্মা এক অফুরন্ত সম্পদের দেশ - হলে কী হবে? যে দেশে ন্যায়বিচার নেই, সুশিক্ষাব্যবস্থা নেই, সম্পদের সুষম বন্টনের ব্যবস্থা নেই, যে দেশ দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিক, সামরিক শাসনে শাসিত, সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এর চেয়ে ভাল অবস্থা আশা করা যায় না।
পোস্টটিতে মানবিক ভাবনার প্রতিফলন ঘটেছে। + +
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
দেশের সম্পদগুলো এখন চীনারা নিচ্ছে; বার্মিজরা সম্পদ থাকা সত্বেও সব সময় দরিদ্র ছিলো; ২০% মানুষ বৌদ্ধ ভিক্ষু, এরা তেমন কিছু উৎপাদন করে না, ধর্ম নিয়ে সময় কাটায়।
৭১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: নিরাপদ দেশ চাই এর ২ নম্বর মন্তব্যটা ভাল লেগেছে। ডঃ এম এ আলী এর ৪৯ নং মন্তব্যে দেয়া প্রাজ্ঞ মতামতটুকুও। ৬২ নম্বরে জুন এর চমৎকার মন্তব্যের জন্য তাকে সাধুবাদ।
৭২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২০
কাশফুল মন (আহমদ) বলেছেন: খুব করুন
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদেরও শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা পেছনে রেখে দিয়েছে।
৭৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৮
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের মাস্টার্স, ইংরেজী না জানার ফলে বিদেশে গাড়ী চালায়েছেন হাজারে হাজার-বাংলাদেশের এতো মাষ্টার্স পৃথিবীর অন্য কোথাও বা এ্যামেরিকাতেও নাই।এদেশের শিক্ষানীতিই তো ভুল।আর ইংরেজী জানলেই সবাই অফিসে সেখানে চাকরী পাবে,একথা কে বললো?
ট্যাক্সি চালানো কি চুরি-দুর্নীতি বা শেয়ার বাজার বা ব্যাংক লুটের চেয়ে বেশী সন্মানের না?ওখানে থেকেও তো মানসিকতার কোন পরিবর্তন হয়নি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আমি মংগল গ্রহের লোক। কোন দেশের মাস্টারসদের গাড়ী চালাতে হয় না; আপনি হয়তো পিএইচডি'র পরও গাড়ী চালাবেন।
৭৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৩
তাতিয়ানা পোর্ট বলেছেন: Got a new job.
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন, আমি খুবই খুশী হয়েছি!
এটা কি রেগুলার, নাকি পড়ালেখা চালিয়ে যাবার সময়ের জন্য?
৭৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
নীলপরি বলেছেন: আগের পোষ্টের মতো এটারও যথাযথ বিশ্লেষণ হয়েছে । ++
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমাদের নিজেদের প্রায় ৭ কোটি রোহিংগা(অশিক্ষিত) আছে।
৭৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের বেশিরভাগ মুসলমানের ধানণা এখানকার হিন্দুরা খুব ভালো আছে। যারা দেশান্তরি হচ্ছে শখ করে হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন এদের চোখে পড়ে না; পড়লেও এড়িয়ে যায়!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
মুসলান শিক্ষিতদেরও ধারণাশক্তি খুবই দুর্বল; এরা মনের দিক থেকে খলিফা ওমরের (রা: ) যুগে বসবাস করছেন! আমাদের মানুষরা একটু উন্নত রোহিংগা
৭৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
আখেনাটেন বলেছেন: অাসলে নানারকম দমন পীড়নে এদের টিকে থাকার সংগ্রামে মৌলিক চাহিদার দিকে মনোযোগ দেওয়া আর সম্ভবপর হয় নি। তাদের প্রধান চাহিদা ছিল শুধু বেঁচে থাকা। এই রকম বিপর্যয় মানুষ সাধারণত অলৌকিক শক্তি মানে ধর্মের প্রতি বেশি করে অাকৃষ্ট হয়ে পড়ে। তারাও মসজিদমুখি হয়েছে প্রকৃত শিক্ষার বদলে।
আমার পোষ্টে আপনার একটি কমেন্ট মুছে ফেলা হয়েছে দেখছি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
আমি ভুলে গেছি কমেন্টটা কি ছিলো; মনে হয়, প্রশ্ন ফাঁস যারা বন্ধ করতে পারছে না, তারা কি করে রিসার্স 'এর জন্য টাকা দিবে, এই ধরণের কোন কিছু ছিলো হয়তো, সাথে মন্ত্রী নাহিদ নিয়ে বক্তব্য ছিলো হয়তো।
৭৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০
অনল চৌধুরী বলেছেন:
আমার মনে হয়, আমি মংগল গ্রহের লোক। কোন দেশের মাস্টারসদের গাড়ী চালাতে হয় না; আপনি হয়তো পিএইচডি'র পরও গাড়ী চালাবেন-বাংলাদেশেই অনেকের এমএ পাস করে রিকশা চালানানোর খবর পত্রিকায় এসেছে।ভারতে কেরাণী পদের জন্য পিএইপডি ডিগ্রিধারীরাও আবেদন করছে।জেনে কথা বলেন।অার আমি গাড়ি চালাবো না চাষ করবো,তা আপনি অাগেই কিভাবে জানেন? ব্যাক্তিগত আক্রমণ করার স্বভাব ছাড়েন।চাইলে ১৯৯৪ এই এ্যামেরিকায় গিয়ে ষ্ট্রিপে বসে মদ খেতে পারতাম।ওদের ঘৃণা করি ,তাই যাইনি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা কেহ মদ খেতে আসে না, আসে পড়ালেখা করতে, আয় করতে ও নিরপত্তার জন্য।
৭৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
তাতিয়ানা পোর্ট বলেছেন: Na, regular na. Ekhon kichu shomoy ache, shejonno.
Thanks.
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
ভালো, সব ডলার ব্যয় করবেন না, জমাতে শিখুন।
৮০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
তাতিয়ানা পোর্ট বলেছেন: Shob jomano.
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
শুভ কামনা রলো
৮১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩
অনল চৌধুরী বলেছেন: আমেরিকা কেহ মদ খেতে আসে না, আসে পড়ালেখা করতে, আয় করতে ও নিরপত্তার জন্য- বাংলাদেশের খারাপ লোকজন এ্যামেরিকায় গিয়ে হয়ে যায় নিকৃষ্টতর।আমার কাছে এর অনেক প্রমাণ আছে।আপনিও তা জানেন ওদের জীবন-যাত্রা দেখে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, উজবেক, ইজরায়েলের ভয়ংকর খারাপেরা আমেরিকায় এসে তাদের রাজত্ব চালায়; কেহ মরে, কেহ বাঁচে, কেহ জেলে যায়, কেহ পালায়।
বাংগালীরা ক্রেডিট কারদ জালিয়াতি ও অন্যান্য জাতিয়াতি করে অনেকে পয়সার মালিক হয়েছে।
৮২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
অনল চৌধুরী বলেছেন: অার এই খারাপের রাজা সাদা এ্যামেরিকানরা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
দুভাগ্যক্রমে সায়েন্স, টেকনোলোজী ও সম্পদের দিক থেকে তারা উপরে থাকায়, তারা তাদের অনেক ভুল ও অপকর্মও চালিয়ে যাচ্ছে।
৮৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৯
অনল চৌধুরী বলেছেন: মালয়শিয়া,সিঙ্গাপুর,চীন,জাপান,কোরিয়াসহ পূর্ব এশিয়ার দেশগুলিতে অপরাধ অনেক কম,যাদের বর্বর বলেন।ওরাও প্রযুক্তিতে অনেক উন্নত।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৮
চাঁদগাজী বলেছেন:
ওরা মানুষ টানুষ মেরে ক্লান্ত হয়ে গেছে; জাপান এটম বোমা খেয়ে সোজা হয়েছে।
৮৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই আল্লাহ পাকের ইচ্ছা।
তার হুকুম ছাড়া কিছু হয় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের জন্য উনার হুকুমটা বেশী কঠিন হয়ে গেছে!
৮৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: অসহায় অবস্থা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
৬/৭ কোটী বাংগালীকে শেখ সাহেব, জিয়া ও উনাদের শিষ্যরা রোহিংগা বানয়েছেন।
৮৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
কাছের-মানুষ বলেছেন: যত রোহিঙ্গা দেশে এসেছে বেশীর ভাগেরই বাচ্চা কাচ্চা নাকি ৫-৬জনের কম না! জনসংখ্যার বেশীর ভাগই বয়স্ক আর বাচ্চা। এই অশিক্ষিত জনগন বাংলাদেশেরর জন্য বোঝা এবং ভবিষ্যৎ এ চরম মূল্য দিতে হবে আমাদের।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
নতুন রোহিংগারা এখন পুরাতন রোহিংগা ও স্হানীয় দালালদের হাতে, সরকারের লোকেরা নিস্ক্রীয়; সমস্যা হবে যদি আরসা টেকনাফ থেকে গিয়ে আরাকানে পুলিশ বা মগদের মারার চেস্টা করে; ওদের উস্কানী দেয়ার মতো অনেক বাংগালী আছে।
৮৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৩
অনল চৌধুরী বলেছেন: ওরা মানুষ টানুষ মেরে ক্লান্ত হয়ে গেছএ্যামেরিকা ইংল্যান্ড,ফ্রান্স ক্লান্ত হয়না কেন?জাপান,চীন কত মানুষ মেরেছে আর সাদারা ততো,সংখ্যার পার্থক্য পাশাপাশি রেখে দেখেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
২য় বিশ্বযুদ্ধের পর পৃথিবী বদলায়েছে; এশিয়া বদলায়নি
৮৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
শুভ সকাল,
কি ব্যাপার!! এমন তো হয় না! আপনি সুস্থ আছেন তো?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ, আমি ভালো আছি
৮৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
নিয়াজ সুমন বলেছেন: সবকিছুর জন্য দায়ী মায়ানমার সরকার। কেননা তাদের মৌলিক অধিকার থেকে যুগ যুগ ধরে তাদের কে বঞ্চিত রাখা হয়েছে। অস্বীকার করা হয়েছে সংখ্্যা লগু বলে। অন্যদিকে রোহিঙ্গা জনগোষ্টীর ও কিছু ভুল সিদ্ধান্ত আজকের ফলাফল। ধন্যবাদ আপনাকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
দেশের নাগরিক, বা অনাগরিককে হত্যা করার মত অপরাধ করেছে মগের মুল্লুক।
রোহিংগারা নিজেদের সঠিকভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছে
৯০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নতুন পোস্ট কৈ
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
লিখবো শীঘ্রই; আগের থেকে বেশী পোস্ট পড়ার চেস্টা করছি; ধন্যবাদ
৯১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩০
ডঃ এম এ আলী বলেছেন: বেশ দিন গত হল , নতুন পোষ্ট দেখছিনা ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
পড়ছি, ব্লগারেরা আগের থেকে বেশী লিখছেন, পড়াতে সময় দিচ্ছি।
লিখবো। ধন্যবাদ
৯২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
জাহিদ অনিক বলেছেন: অনেকদন হল আপনি লিখছেন না।
সব ঠিকঠাক ??
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, সব ঠিকঠাক আছে; লিখবো, এখন পড়ছি, কমেন্ট কম করছি
৯৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৬
ডঃ এম এ আলী বলেছেন: এইটা একটা খুব ভাল কাজ করতেছেন ।
পোষ্টের থেকে পাঠকের সংখাই কম দেখা যাচ্ছে আর মন্তব্যের ঘরে তো খরা লেগেছে ।
অনেক পোষ্টই শুন্য কিংবা মাত্র দু একটা মন্তব্য দেখা যাচ্ছে । অবশ্য পাঠক কে যে মন্তব্য করতেই হবে
তাতো নয় তবে পাঠক মুল্যায়নটা দেখতে ভাল লাগে । পোষ্ট ও মন্তব্য জীবন্ত হয়ে উঠে ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
পড়ার চেস্টা করছি, অনেক পোস্টে পড়ার মতো আকর্ষণ নেই, সমস্যা
৯৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৮
তাতিয়ানা পোর্ট বলেছেন: I have an interview in November, probably the most important interview in my life. Please pray.
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০২
চাঁদগাজী বলেছেন:
এখন থেকে সঠিকভাবে প্রস্তুতি নিন, আগামীদিনের উপর ভরসা করবেন না; এখন থেকে রুটিন করে প্রস্তুতি নেয়ার শুরু করেন; অনেক অনেক শুভ-কামনা রলো, আপনি সফল হবেন।
৯৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
প্রামানিক বলেছেন: আপনার নতুন লেখা কই?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন পড়তে হচ্ছে।
৯৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাঙালি রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে অনেকেই বুক ফুলিয়ে নিজ দেশের বদনাম করছে, এই টাইপের মানসিক রোগিদের নিয়ে একটা পোষ্ট লিখেও তো শুরু করতে পারেন...
শুভ সকাল
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
আমার লিখতে সামান্য সমস্যা হচ্ছে; আপনি লিখুন, জাতির প্রতি আপনার আন্তরিকতা আছে; লিখুন, ভালো হবে।
জার্মানরাসহ, পুরো ইউরোপ এখন আমাদের জাতিকে সমীহের চোখে দেখেন।
৯৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
জার্মানরাসহ, পুরো ইউরোপ এখন আমাদের জাতিকে সমীহের চোখে দেখেন" -- এমন কথা সবসময় আমাকে আনন্দিত করে শ্রদ্ধেয়, আমি গর্ববোধ করি নিজ দেশকে নিয়ে।
আমি সেরকম ব্লগ লেখতে পারবো বলে মনে হয় না, তবে আশা আছে লিখবো সামনের দিনগুলোতে....।
সুস্থ সুন্দর হোক আপনার প্রতিক্ষণ, শুভকামনায়
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে পুরো পরিস্হিতিকে যেভাবে অনুধাবন করছেন, সেভাবে লিখুন; পাঠকেরা সাহায্য করবেন।
৯৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলোচনা-ফালোচনা বাদ দিয়ে সবার উচিত আল্লাহর কাছে দোয়া করা । উনি যাতে বার্মার সামরিক জান্তার মন নরম করে দেন। যেন তারা মানবিক হয়। এই মুহূর্তে আল্লাহ ভিন্ন আর কোন গতি নাই। দোয়াই ভরসা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
১৯৭৮ থেকে শুরু করে, অবস্হা ক্রমেই খারাপের দিকে; এখন হিসেব মতে ২ লক্ষের কাছাকাছি রোহিংগা বার্মার ভেতরে আছে! এগুলোও পালিয়ে যাবে, ওখানে থাকার মতো অবস্হা নেই। তদুপরি, রোহিংগারা নিজেরাই ভীষনভাবে পেছনে পড়ে গেছে।
৯৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
কলিমুদ্দি দফাদার বলেছেন: আমার মনে হয় বর্তমান সময়ে বাঙালী, ইন্ডিয়া পাকিস্তান সারা সারাবিশ্ব নিচু শ্রেনীর জাত। হাতে গোনাকিছু ছাড়া বিদেশে সব এরা নিম্ন মানের কাজ করে। আমি নিজে যদি ও বাঙালী তারপর ও বলতে লজ্জা নাই। আফ্রিকান একটা নিগ্রোর ও এদের থেকে ভাল কদর।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৯
চাঁদগাজী বলেছেন:
বর্তমান বিশ্বে লেখাপড়া ও দক্ষতা না থাকলে, সেই মানুষ বন মানুষের সমান; আমাদের সরকারগুলো ও শিক্ষকেরা মানুষকে পড়ার সুযোগ থেকে বন্চিত করে বন-মানুষে পরিণত করেছে।
১০০| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২
শাহেদ খান বলেছেন: "সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ" - এই কথাটা দারুণ লেগেছে, এবং এটাই ধ্রুব সত্য।
শিক্ষিত এবং বুদ্ধিমান হয়ে সময় থাকতে ধীরে ধীরে সরে পড়াটা উচিৎ কী অনুচিৎ - এ নিয়ে বিস্তর বিতর্ক থাকতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, নিরাপত্তাজনিত অভিবাসনই মানবসভ্যতার ইতিহাস; এবং শিক্ষা আর সচেতনতাই সবচে' বড় হাতিয়ার।
শুভকামনা জানবেন।
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি বিশ্বাস করি, বর্তমান পৃথিবীতে শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ, এবং সম্পদহীনদের জন্য একমাত্র সম্পদ
১০১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১
মানিজার বলেছেন: আপনী কি ব্লক ?
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
না, আমার লেখা সামনের পাতায় যাচ্ছে না, এটুকুই
১০২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কি ভাই, নতুন লেখা কৈ
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
লেখা সামনের পাতায় যাচ্ছে না, তাই লিখছি না; অসুবিধা নেই, পড়ছি।
ব্লগের অনেকের লেখার অনেক উন্নতি হয়েছে।
১০৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: বিশ্বের সবচেয়ে দরিদ্র ও অশিক্ষিত রিফিউজী, রোহিংগা কথাটি শুনতে শুনতে কান পচে গেল।। যে কারনে পড়ার পর আর মন্তব্য করি নি।। ইতিহাস কিন্তু বলে ভিন্ন কথা!! যেখানে সুকির পিতাসহ বাঙ্গালীও জড়িত!!
০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
জার্মানী ১০ লাখ সিরিয়ানকে নিয়েছে রিফিউজী হিসেবে, এদের মাঝে একজনও নিরক্ষর নেই: আছে উচ্চ-শিক্ষিত থেকে দক্ষ লোকজন; এদের হ্যান্ডেল করা স হজ হবে, নাকি রোহিংগা যারা পড়ালেখা করেনি, তাদেরকে হ্যান্ডলিং করা সহজ হবে?
০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:১০
চাঁদগাজী বলেছেন:
টেকনাফে আগে আসা রোহিংগারা নতুন রোহিংগাদের কাছে ঘর ভাড়া দিচ্ছে, যায়গা দিয়ে টাকা নিচ্ছে
১০৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি লিখুন। যারা আপনার লেখা পছন্দ করে তারা আপনার প্রোফাইলে এসে মন্তব্য করে যাবে।
০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৫:১২
চাঁদগাজী বলেছেন:
আপনার সাপোর্টের জন্য ধন্যবাদ; আমি শীঘ্রই পোস্ট দেয়ার শুরু করবো।
১০৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই অস্থির হয়ে গেছে আপনার নতুন পোস্টের জন্য।
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমার পোষ্ট সামনের পাতায় যাচ্ছে না, সেজন্য লিখছি না, আমি সবার সাথে আছি, চেস্টা করছি পড়ার জন্য; অনেক ব্লগার আমার থেকে ভালো লিখছেন সমসাময়িক অবস্হার উপর। ধন্যবাদ আমার খোঁজ খবর নেয়ার জন্য
১০৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
তারেক ফাহিম বলেছেন: ভাই’র লিখার অনুপস্থিত, প্রেরণা কমে যাচ্ছে!
ভাই, আপনাকে দেখেই প্রেরণা যোগায় আপনি যদি এমন করেন তাহলে??
অনেক দিন হলো কোন প্রেরণা পাই না।
প্রোফাইলে সুদৃষ্টি কামনা করি ভাইয়া।
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, লেখা সামনের পাতায় যাচ্ছে না, আমি অপেক্ষা করছি; আশাকরি, শীঘ্রই সমস্যার সমাধান হবে।
১০৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকে জেনারেল করার কারণ?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
এবারের কারণটা পরিস্কার নয়, আমি অনুমান করতে পারছি না, সামুও জানায়নি।
১০৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সামু কর্তৃপক্ষের চিন্তাভাবনা ব্লগ চালানোর উপযুক্ত নয়। আপনার ভাষাতেই বললাম ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
সামু আমাদের দেশের কালচারকে অনুসরণ করছে; ব্লগিং হলো পশ্চিমের আবিস্কার।
১০৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯
সনেট কবি বলেছেন:
পাঠক ও চাঁদগাজীর পোষ্ট
বেশী ভাল পোষ্ট সামু তোলেনা বাজারে
লোকের কূদৃষ্টি থেকে রক্ষায় সে সব
সযতনে সামু রাখে সে সব লুকিয়ে
চাঁদগাজী সে দশায় এখন আছেন।
গাজীর পোষ্ট পড়েছে পাঠক নেশায়
বিষয়টা এড়ায়নি মডুর সুদৃষ্টি
সে কারণে মডু দল বাজারের থেকে
গাজীর সুন্দর পোষ্ট রাখছে দূরেতে।
এ দিকে পাঠক দল মাথা কুটে মরে
না পেয়ে গাজির পোষ্ট কেউ ছিঁড়ে চুল
তাদের ব্লগের পাঠ হয়েছে পানসে।
সে জন্য গাজিকে বলি ভক্তের নিমিত্তে
কিছু কিছু পোষ্ট দিন কাট-ছাঁট করে
তথাপি পাঠক মন প্রশান্ত থাকুক।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
সামু ইন্টেলিজেন্ট প্রোপার্টি নিয়ে ব্যবসা করছে; আশাকরি, ইন্টেলিজেন্ট ডিসিশন নেবে!
১১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১
এডওয়ার্ড মায়া বলেছেন: দেখতে আসছিলাম -নতুন কোন পোশট প্রসব হৈছে কিনা !!!
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
না, আপাতত নতুন কিছু নেই; তবে, অনেক ব্লগার আমার পোস্টের অভাব পুরণ করতে সক্ষম।
১১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১
এডওয়ার্ড মায়া বলেছেন: আপ্নে লিমিটেড এডিশন যেইটা এখনো অবিক্রিত আছে-
বিক্রি হইলেই শ্যাষ।
লিখতে থাকুন।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
লিখবো, একটু পড়ে দেখি; ব্লগারদের আগের ও পরের লেখা পড়ে মিলিয়ে দেখছি, কেমন পরিবর্তন এলো সময়ের সাথে!
১১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
নূর আলম হিরণ বলেছেন: আপনার মুক্তি এখনো মিলেনি তাহলে!
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
এখনো লেখা সামনের পাতায় যাচ্ছে না; দেখা যাক, তাড়াহুড়োর কিছু নেই; আমার পোস্ট সম্পর্কে অনেকের কিছু ধারণা হয়েছে।
১১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২১
কলিমুদ্দি দফাদার বলেছেন: কিছু ব্লগারগন মনে হয় এখানে কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছে। ওনি সেফ লেখা দিবে এখানে মায়াকান্নার তো কিছু দেখি নাহ।আপনি তো কত জেনারেলদের কাল্পনিক ভালবাসার নিকট বলে সেফ করেছেন। আমি দেখি কাল্পনিক ভালবাসাকে বলে, যদি শুনে আমার কথা????
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
সহ-ব্লগার হিসেবে আপনার সৌজন্যবোধ আমাকে খুবই আল্পুত করেছে।
আপনাকে অনেক ধন্যবাদ, কোন এডমিনকে কিছু বলবেন না, প্লীজ; আমি অপেক্ষা করতে চাই; কারণ, আমাকে জেনারেল করার কারণ আমি এখনো বুঝতে পারিনি।
সাম্প্রতিক সময়ে, অনেক ব্লগারের মাঝে পরিবর্তন এসেছে, আমি পোস্ট না দিলেও, সেই ধরণের অনেক পোস্ট আসবে।
১১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: রোহিংগা ইস্যু এ সময়ের হটকেক কোন সন্দেহ নেই। নতুন কোন পোস্ট দেখছিনা । রোহিংগা ইস্যুর আপডেট কি চাঁদগাজী?
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমার পোস্ট সামনের পাতায় যাচ্ছে না, তাই নতুন পোস্ট লিখছি না।
বিশ্ব ব্যাপি প্রথমবার রোহিংগা সমস্যা নিয়ে মানুষ চিন্তিত হয়েছে; বিশেষ করে বাংলাদেশের মানুষের মানবিক গুণ দেখে; কিন্তু বার্মা এই সমস্যার সমাধান করবে না; তারা কিছু রোহিংগাদের ফেরত নিলেও তাদেরকে "রিফিউজী" ক্যাম্পে আটকায়ে রাখবে সৈন্য দিয়ে; ফলে, এই জাতি ওখানেই নিশেষ হয়ে যাবে; এবং পরেও তারা স্হানীয় মগদের হাতে নিহত হবে।
ফলে, তারা বাংলাদেশে থেকে যাবে; যারা যাবে, তারা বেঁচে থাকলে আবারও পালিয়ে ফেরত আসবে; সামনের বছরগুলোতে পালিয়ে আসা মুশকিল হবে।
১১৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭
জাদিদ বলেছেন: আশা করি আপনার সমস্যার সমাধান হয়েছে।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
সমস্যার সমাধান হয়েছে, সুখবরের জন্য আপনাকে ধন্যবাদ।
১১৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: টেস্ট পোস্টে কি লিখেছিলেন?
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
লিখেছিলাম যে, সময়ের সাথে ব্লগারদের মননে বিশাল পরিবর্তন এসেছে!
১১৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রতিমন্তব্য আবার দিলেন কেন? যদিও আগেরবার "যে" ছিল না।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হচ্ছিল, "যে" যোগ করলে বাক্যটি বুঝতে সহজ হবে।
১১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
আটলান্টিক বলেছেন: আপনার পোষ্ট না পোষ্টের কমেন্ট পড়ি।কেননা সব জ্ঞান কমেন্ট গুলো থেকেই পাচ্ছি আজকাল।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
আমার কমেন্ট সমস্যা ছিলো, এখনো থেকে যাচ্ছে, সমস্যা; অনেকেই আমার কমেন্ট পছন্দ করছেন না।
১১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪
আটলান্টিক বলেছেন: কিযে বলেন আপনার কমেন্ট তো সেই রকম লাগে।আর যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এতো ভাল জানেন তাই আমার রিকুয়েস্ট প্লিজ ৩য় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু লিখুন।আর অনুন্নত দেশগুলো কিভাবে স্বল্প সময়ে ভয়ানক উন্নত দেশে পরিণত হয়েছে সেগুলো নিয়েও লিখুন।এতে সবাই অনুপ্রেরণা পাবে।
বি.দ্র:আমি নতুন এসেছি।প্লিজ আমাকে নিরাশ করবেন না।আপনার পোষ্ট দেখেই বুঝতে পারছি এইসব বিষয়ে আপনার গভীর দখল রয়েছে।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
আমি চলমান বিষয়সমুহ বুঝার চেস্টা করি; কোন বিষয়ে আমার পুরো ধারণা নেই; তারপরও লিখি। সামনের দিনগুলোতে আবারও লিখবো।
১২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
আটলান্টিক বলেছেন: কিযে বলেন আপনার কমেন্ট তো সেই রকম লাগে।আর যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এতো ভাল জানেন তাই আমার রিকুয়েস্ট প্লিজ ৩য় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু লিখুন।আর অনুন্নত দেশগুলো কিভাবে স্বল্প সময়ে ভয়ানক উন্নত দেশে পরিণত হয়েছে সেগুলো নিয়েও লিখুন।এতে সবাই অনুপ্রেরণা পাবে।
বি.দ্র:আমি নতুন এসেছি।প্লিজ আমাকে নিরাশ করবেন না।আপনার পোষ্ট দেখেই বুঝতে পারছি এইসব বিষয়ে আপনার গভীর দখল রয়েছে।
১২১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: স্টাটাস এখনো ঠিক হয় নি!! চেষ্টা করেছেন কি??
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, স্ট্যাটাস ঠিক হয়েছে।
১২২| ০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৩
উম্মে সায়মা বলেছেন: আপনাকে জেনারেল করা হয়েছিল? কেন?
তাইতো বলি চাঁদগাজী ভাইয়ের পোস্ট দেখিনা কেন!
০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমাকে অনেকবার ব্যান করা হয়েছিল, বহুবার 'জেনারেল' করা হয়েছিল; কারণসমুহ আমি অনুমান করতে পারতাম; এবার বুঝতে পারিনি
১২৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫
তাতিয়ানা পোর্ট বলেছেন: Apni emon kono kichu koren ni j bar bar general korte hobe. Chagol tar mone hoy "take for granted" rog ache.
Ami job kore tired.
০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
চাকুরী করে ক্লান্ত?
সামনে পুরো জীবন পড়ে আছে! ভালো খান, ব্যায়াম করেন, দৈনিক ৪ মাইল হাঁটেন।
১২৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০
তাতিয়ানা পোর্ট বলেছেন: I walk for more than 5 miles and workout.
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি নিশ্চয়ই ভালো স্বাস্হ্যের অধিকারী হবেন; জাংক ফুড, চাইনীজ ফুড কম খাবেন। হাঁটতে থাকুন।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
'সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ' এই কথাটি আমার অসম্ভব পছন্দ হয়েছে।