নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রধান বিচারপতি শেখ হাসিনার জন্য সুযোগের সৃষ্টি করেছিলেন

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮



বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর সংসদ ভবনটি হচ্ছে বাংলাদেশের; সেই সংসদে আছেন ১৯৯০ সালে বিতাড়িত ডিকটেটর জেনারেল এরশাদ, সাথে আছেন উনার স্ত্রী, রওশন এরশাদ, যিনি আবার বিরোধীদলের প্রধান; এই ধরণের সংসদের হাতে আপনার চাকুরীর অপসারণ, বা সম্প্রসারণ আপনি চাইবেন? আমার মনে হয়, সরকারী অফিসের একজন পিয়নও চাইবে না যে, তাদের চাকুরী সংসদের হাতে থাকুক! বিচারপতিরা আইনের মানুষ, তারা তাদের চাকুরীর জন্য এসব লোকদের বিশ্বাস করবেন? বিচারকদের বউ, ছেলেমেয়ে আছে, উনারা তো বাতাস খেয়ে বেঁচে থাকেন না; তাঁরা এই সংসদের হাতে তাদের চাকুরীটা কিভাবে সমর্পণ করবেন? পিয়নদের হাতে, কিংবা আপনার হাতে ক্ষমতা না থাকলেও হাইকোর্টের বিচারকদের হাতে কিছু ক্ষমতা আছে; তারা সেটাকে কাজে লাগিয়ে, রায় দিয়েছিল যে, সংসদের হাতে তাদের চাকুরী থাকবে না; রায়টি ভালো, প্রত্যকে নাগরিকের নিজের চাকুরী রক্ষার অধিকার আছে।

বিচারপতি সিনহা ভালো রায় দিয়েছেন; যদিও মাত্র ছোট একটা গোষ্ঠির পক্ষে রায়টি গেছে, রায়টি নাগরিক অধিকার রক্ষার উদাহরণ হয়েছে; কিন্তু দেশবাসী আওয়ামী লীগকে জানে, উহারা কিছু নিয়ে লেগে গেলে, তারা আইন মাইনের কথা মনে রাখে না; এটা আওয়ামী লীগের জেনেটিক্যাল স্বভাব; এবারও আওয়ামী লীগ লেগে গেছে; ফলাফল, তাদের নিযুক্ত বিচারপতি আজকে তাদের হাতেই কাপুত, ফিনিতো! নিজেদের নিযুক্ত বিচারপতিকে হয়তো দেশ ছাড়া করেছে আওয়ামী লীগ।

সাধারণভাবে দেখলে মনে হবে যে, বিচারপতি সিনহা নিজের ও উনার ভ্রাতাদের চাকুরী রক্ষার রায়ে কিছু শিব-গীতিও গেয়েছেন; তবে, শিবের ভালো গীতি; তিনি রায়ের পর্যবেক্ষণের এক স্থানে বলেছেন, মানবাধিকার ঝুঁকিতে, দুর্নীতি অনিয়ন্ত্রিত, সংসদ অকার্যকর, কোটি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। রায়ে সরকার, সংসদ, রাজনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সামরিক শাসন এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন বিষয়ে এমন অনেক পর্যবেক্ষণ উঠে এসেছে। এগুলো সরকার ও আওয়ামী লীগের সমালোচনা।

একজন বিচারপতি থেকে শেখ হাসিনা সরকারের সমালোচনাগুলো পেয়েছেন, এটা শেখ হাসিনার জন্য বিরাট পাওনা; কারণ, সরকারের অংশ হয়ে, সরকারের সঠিক সমালোচনা কোন বাংগালী কোনদিন করেনি, তাঁর সরকারে এই ধরণের লোক নেই; শেখ হাসিনা এই সমালোচনাগুলোকে ধরে নিয়ে, এই অবস্হাগুলোর সমাধান করার চেস্টা করতে পার‌্তেন। এগুলো বিএনপি'র রিজভী সাহেব থেকে আসেনি, টং দোকানের আড্ডা থেকে আসেনি, এসেছে উনার নিযুক্ত, দেশের প্রধান বিচারপতি থেকে।

দেশবাসী একজন প্রধান বিচসারপতি থেকে যা যা শুনেছেন, সেগুলো সহসা ভুলবেন না; সরকার থাকলে সমালোচনা থাকবে, সমালোচনাকে কাজে লাগিয়ে সেসব সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব। শেখ হাসিনা বাহবা নিতে পারতেন যে, উনার প্রধান বিচারপতি সরকারের গঠনমুলক সমালোচনা করেছেন; সরকার প্রধান হিসেবে তিনি এই সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব নেবেন; এটা হতে পারতো উনার জন্য ও মানুষের জন্য বিরাট সুখবর, উনার সুনাম বাড়তো; আওয়ামী লীগের সরকার সেটা বুঝতে সক্ষম হয়নি।

মন্তব্য ৭২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হাসিনা আদালতের রায় নিয়ন্ত্রন করতে চায় ----সহজ হিসাব।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


দেশ, আদালত, সংসদ সবকিছুই সরকারের; আমাদের সরকারগুলো নরওয়ের কিংবা ইসরায়েলের সরকার নয়; আমাদের ৪৬ বছরের ইতিহাস, একই ইতিহাস; শেখ হাসিনা নতুন করে কিছু চালু করেনি, তিনি আগেরগুলোকে হয়তো একটু রদ-বদল করেছেন। হয়তো আপনি সবেমাত্র এই গ্রহে এসেছেন।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চেয়ারের পায়া যে নড়বড়ে করে দিবে সে দুষ্টু লোক। যুদ্ধাপরাধীর কাতারে পরে। তাদের দেশে থাকলে চেতনা প্রসারে বাঁধাগ্রস্ত হয়।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


দিনের শেষে, মানুষ বিচারপতির কথাই মনে রাখবে।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: রাজনীতি নিয়ে কথা বলতে রাজী না

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


ছড়া পড়ে আনন্দ পাওয়া যায়, কিছুটা মরাল বাড়ে, দেশ চলে রাজনীতির পথ ধরে,

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এভাবে একজন বিচারপতির অপসারণ একটা জঘন্য উদাহরণ হয়ে থাকবে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


এর থেকে আরো বড় ঘটনা বাংগালীরা দেখেছেন, ২ জন প্রেসিডেন্টের মৃত্যু দেখেছেন, এরশাদ কর্তৃক প্রেসিডেন্টের অপসারণ দেখেছেন, সেই এরশাদকে এখন সংসদে দেখছেন।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩

পলষ্টার বলেছেন: রাজনীতি!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিই সত্য, বাকী সবকিছু রাজনীতির উপর নির্ভরশীল।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ২ নং মন্তব্যে তাদের পরিবর্তে তারা হবে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিচারপতি সিনহা ভালো রায় দিয়েছেন; যদিও মাত্র ছোট একটা গোষ্ঠির পক্ষে রায়টি গেছে, রায়টি নাগরিক অধিকার রক্ষার উদাহরণ হয়েছে; কিন্তু দেশবাসী আওয়ামী লীগকে জানে, উহারা কিছু নিয়ে লেগে গেলে, তারা আইন মাইনের ধার ধারে না; এটা আওয়ামী লীগের জেনেটিক্যাল স্বভাব; আওয়ামী লীগ লেগে গেছে; ফলাফল, তাদের নিযুক্ত বিচারপতি আজকে তাদের হাতেই কাপুত, ফিনিতো! নিজেদের নিযুক্ত বিচারপতিকে হয়তো দেশ ছাড়া করেছে আওয়ামী লীগ।

প্রথম সাধারণ সম্পাদেকর নামই তারা ভূলে গেছে!!!

তবে আপনার পেয়ন্ট অব ভিউটা যদি প্রধামন্ত্রী বুঝতেন- আমরা অন্তত একটা পরিবর্তনের শুরু দেখতে পারতাম।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্রধানমন্ত্রী দেশ চালান নিজের ভাবনায়, উনি বিশ্বের কারো কথা শোনেন বলে মনে হয় না।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

কানিজ রিনা বলেছেন: প্রধান মন্ত্রীর ব্লগ পড়া উচিৎ, চাঁদগাজী
আপনি রাজাকার উপাধি পেতে দেরি নাই।
কারন অনেক মুক্তি যোদ্ধারা রাজাকার
উপাধি পেয়েছেন।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



প্রধানমন্ত্রী ব্লগ পড়লে উপকৃত হতেন, সন্দেহ নেই।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১

তারেক ফাহিম বলেছেন: পড়লাম, কিছু বলার সাহস পাচ্ছি না।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


এটা বাতাস; এদেশ এর থেকে অনেক ভয়ংকর ভয়ংকর ঘটনা দেখেছে; ডা: বদরুদ্দোজাকে রেল লাইন ধরে দৌঁড়াতে দেখেননি?

১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৯

প্রবাসী দেশী বলেছেন: শুধু আওয়ামী লীগের সরকার কেন আজ পর্যন্ত বাংলাদেশ এর কোনো সরকার ই সেটা বুঝতে সক্ষম হয়নি এবং হয়তো হবেও না! আর এটাই হচ্ছে বাস্তবতা আর এই বাস্তবতায় আমার দেশের মানুষ অভ্যস্ত।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


কয়দিন আগে সাত্তার সাহেবকে জে: এরশাদ পুটলী ধরায়ে দিলো? সেই এরশাদ সাহেব এখন দেশের স্পেশাল কি একটা!

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

প্রবাসী দেশী বলেছেন: প্রেসিডেন্ট থাকা (সম্ভবত মাত্র প্রেসিডেন্ট হয়েছেন )অবস্থায় উনার একটা ছবি আমাদের বাসায় এখনো আছে ... হাত মিলাচ্ছেন আমার বাবার সাথে। সেই পরিচিত উনিক সাফারী স্যুট পড়া.. আমার ভাবতে খুব অবাক লাগে এখনো জেনারেল এরশাদ একজন সত্যিকারের ফ্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



জেনারেল এরশাদ সংসদে থেকে প্রমাণ করেছেন যে, জাতি এখনো লিলিপুটিয়ান

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
চাপের ভেতর তার চাকরির মেয়াদ ছিল আর মাত্র ২ মাস। একটু বিশ্রাম দিবেননা?
এমনিতেই সরকারি চাপে কাহিল তার উপরে ছাগুদের প্রলভোন, শুশিলদের সম্মানজনক প্রাইজ পোষ্টিং অফার, লন্ডনি ছাগুরা অলরেডি মোটা এডভান্সও দিয়ে রেখেছে। চারিদিকে চাপ। হ্যাগো দাবী একটাই যাওয়ার আগে হাসিনারে অবৈধ ঘোষনা করে দিতে হবে।
মামার বাড়ীর আবদার নাকি?
উনি ভাবছিলেন কোন মামলা নাই, পানামা কেলেঙ্কারি নেই কেমনে কি করমু বুঝতেছিনা ..

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


১১ টি সমস্যা বের হয়েছে বিচারপতির; রায়ের আগে একটাও ছিলো না; এটা কি ১৯৬৯ সালের ১১ দফার স্মরণে?

-বিএনপি তো নেই, একা রিজভী সাহেবের ভয়ে আপনারা কাঁপছেন! লন্ডন থেকে খেয়ে ফেলছে, পাকিস্তান থেকে গিলে ফেলছে; এগুলো আর কতদিন চলবে? বিশ্বাস করা শুরু করেন যে, আওয়ামী লীগকে অজগরও খেতে পারবে না। রাজনীতি কি করবেন, নাকি এগুলো করেই একদিন রিটায়ার করবেন?

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩

টারজান০০০০৭ বলেছেন: দেশে থাকিয়া মন্তব্য করিলে রুল জারি হইবার সম্ভাবনা আছে ! আপনার মতো বিদেশে থাকিলে মন্তব্য করিতাম !

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশে থেকেও বলা সম্ভব; জাতির প্রতি ভালোবাসা থাকলে, কেহ খেতে পারবে না। মাওলানা ভাসানীকে সবাই ভয়ও করতো, সমীহ করতো।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইহাকে বলা হয় ফ্যাংক্যানস্টাইন। তবে এখন উনার বিরুদ্ধে যেসব নিউজ বের হচ্ছে সেগুলোতে মনে হচ্ছে উনিও সুবিধার লোক ছিলেন না। তাহলে আবার প্রশ্ন এসে যায় উনার বিচার না করে কেন উনাকে চলে যাওয়ার অনুমতি দেয়া হলো? আবার বিচার করলেও আওয়ামী লীগের জ্বালা। কারণ, তখন সবাই বলবে, আওয়ামী নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্থ। এখন তিনি ফেরত আসলেও ঝামেলা, না আসলেও ঝামেলা। অবশ্য মৃত বি এন পি'র কোন কাজেই আসবেনা এসব...

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালী রাজনীতিবিদরা সবাই সরার চরিত্র হননে ব্যস্ত থাকে; প্রধান বিচারপতির পোস্ট পলিটিক্যাল পোস্ট

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

নিরাপদ দেশ চাই বলেছেন: অবৈধ, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে যা করা দরকার তাই করছে। মানুশ প্রানের ভয়ে বোবা সেজে আছে। আর নিলজ্জ মিডিয়া এই সুযোগে মুখ বন্ধ রাখার বিনিময়ে টাকা পয়সা কামিয়ে নিচ্ছে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



১৯৭৬ সালে জিয়া ও ১৯৮২ সালে এরশাদ কি বৈধ ছিলো নাকি? মানুষ মরা সাপের মত সোজাচয়ে চলেছে? উনারা পীর ছিলেন না।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

সনেট কবি বলেছেন: সরকারে থাকলে প্রতিটি পদক্ষেপ হিসেব কষেই দেয়া ভাল!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


হিসেব যে করছে না তা' নয়; হিসেবের সুত্রগুলো বৃটিশ আমলের কিংবা মধুর ক্যান্টিনের।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

ফারুক আহাম্মেদ বলেছেন: খুবই ভাল লিখেছেন। ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


আমাদের বিষয়, আমাদের বুঝার চেস্টা করতে হবে।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

নিরাপদ দেশ চাই বলেছেন: জিয়া, এরশাদ , খালেদা যে যখন অবৈধ ছিল, তখন তাদের অবৈধই বিলা হয়েছে।বর্ত্মানে আওয়ামিলীগ একটি অবৈধ স্বৈরাচারী সরকার যাকে হাওয়া ভনের কান্দারি বা বিশ্বচোরা এরসাদকে দিয়ে জাস্টিফাই করা যাবে না। এই দেশের স্বল্প কিছু দালাল ছাড়া আর কেউ রাজণিতি করে না ।এইসব দালালদের মত আওয়ামিলীগের বিরুদ্ধে কথা বলা মানেই বিএনপি বা এরশাদের লোক হতে হবে এটা বলাটা এটলিস্ট আপনার সাজে না।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



আমার অনেক কিছুই বলা সাজে না, আমি কোন প্রফেশানেল রাজনীতিবিদ নই; জিয়া সাহেব শেখ সাহেবের কবরের উপর বিএনপি গঠন করতে ভয় পায়নি; এরশাদ সাহেব সাত্তার সাহেবকে পেনশনে পাঠায়েছে, বেগম জিয়া ডা: বদরুদ্দোজাকে স্টেথো ধরায়ে দিয়েছেন; সিনহা সাহেবের ঘটনা প্রথম নয়; আমি বলছিলাম যে, শেখ হাসিনা যদি সিনহা সাহেবের পর্যবেক্ষণ গুলোকে গ্রহন করে সমাধানের কথা বলতেন, জাতি উনাকে বাহবা দিতো; সঠিক যায়গা থেকে কথাগুলো এসেছিল; শেখ হাসিনা সেদিকে যাননি, এটাই আমার বক্তব্য

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

সনেট কবি বলেছেন: হিসেব যে করছে না তা' নয়; হিসেবের সুত্রগুলো বৃটিশ আমলের কিংবা মধুর ক্যান্টিনের। কি আর বলব আমাদের শিক্ষা ব্যবস্থার বড় বেহাল দশা। আপনার মতো সবার অনুভুতি ঠিকঠাক কাজ করুক, এখন এ কামনা করা ছাড়া কোন পখ দেখছিনা।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ নিজের ছায়া দেখে নিজে ভয় পাচ্ছে; নিজের বিচারপতি নিয়ে নিয়েই নিজেই অশান্তিতে।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্দ বলেননি, আলোচনা ভালো লাগলো

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করছি লজিক্যালী দেখতে।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

কাছের-মানুষ বলেছেন: দেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। কোন সেক্টরেই আশার কিছু দেখছি না। প্রায় সব সেক্টই রাজনিতির স্বীকার!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


মানুষ ১৯৭৫ সালে চিন্তিত ছিলো, ১৯৮২ সালে চিন্তিত ছিলো, ১৯০ সালে চিন্তিত ছিলো, ২০০৭ সালে চিন্তিত ছিলো, এটা প্যাটার্ণে পরিণত হয়েছে; চিন্তিত জাতির এক্সপেরিমেন্টাল দেশ।

২২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

আমি চির-দুরন্ত বলেছেন: আমাদের দেশের সরকার অনেক স্বাধীন আশে পাশের দেশের তুলনায়। পাকিস্তানের মত,ভারতের মত বাংলাদেশের আতঙ্কবাদী মোকাবেলা করতে হয় না। বড় বড় দেশদ্রোহী দমন করতে হয় না। বিরোধী দল গুলাও পঙ্গু হয়ে যায়। সীমান্ত নিয়ে কারো সাথে ঝামেলা নেই। আর সপ্তাহে সপ্তাহে পারমানবিক বোমার পরীক্ষা চালানোর ও দরকার হয় না। দেশেও তেমন জাত গোত বর্ন বিভেদ নেই। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনও মোটামুটি সরকারের হাঁতে।

এরকম সরকার ব্যবস্থা চাইলেই ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারে যে কোনো সময়। তেমন কোনো বাধা আসবে না। আসলেও ঊতঁরে যাবার মত। সুতরাং অর্থনৈতিক দিককে উন্নত করার জন্য ভালো কিছু কাজ করতে পারেন। শিক্ষা ব্যবস্স্থাকে কার্যকর করতে পারতেন। বেকারদের নিয়ে চিন্তা ভাবনা করার অনেক সময় পেতেন । কারন অন্য দিকে তেমন সময় অপচয় করতে হত না। প্রবাসীদের কল্যানে ভালো কিছু করা সম্ভব। দেশে এতো বেশি কার্যক্ষম লোক আছে যা দেখে জাপানের মত দেশ আফসোস করতেই পারে। কিন্তু তাদের দক্ষ করার দায়িত্ব নিতে পারেন। নাহলে যখন নির্ভরশীল লোকের অনুপাত বেশি হয়ে যাবে আগামী ৩০ বছরের মধ্যে, তখন দেশ আরো ভয়াবহ পরিস্থিতিতে পরবে। তখন ভিশন ২০২১ কিংবা ২০৩০ উলটে ভিশন ১৭৭৬ হয়ে যাবে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


নাগরিক হিসেবে বাংগালীরা ভালো; বিশ্বে এখন ভালো কোন কিছু করতে চাইলে করা সম্ভব।

২৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪

কলাবাগান১ বলেছেন: আপনার পর্য্যবেক্ষন গুলি খুবই দরকারী কিন্তু সেটা কে পুজি ব্লগের রাজাকারি মানসিকতার লোকজন এক হাত নিতে চেস্টা করে যেমন একজন বলে দিলেন যে আপনাকে নাকি রাজাকার উপাধি দেওয়া হবে!!!!! আপনি সরকারের যত সমালোচনা করেন, তাতে তো অনেক বছর আগে থেকেই আপনাকে এই নামে ডাকতাম...কোন পোস্ট রাজাকারি মানসিকতা থেকে আর কোন পোস্ট সিম্পল পলিটিক্যাল ভিউপয়েন্ট থেকে লিখা সেটা বুঝি বলেই রাজাকারি মানসিকতার লোকদের চিনতে ভুল হয় না।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর মাঝে হয়তো লাখ সুশিক্ষিত মানুষ আছেন, তার মাঝে ১৭ হাজার হয়তো আধুনিক বিশ্বের রাজনীতি বুঝেন; ফলে, মতামতের মাঝে ডেভিয়েশন হচ্ছে ভয়ংকর।

২৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

জীবন সাগর বলেছেন: আলোচনা ভালো লাগলো

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ বলতে চান, সব ধরণের মানুষ বলতে চান; শেখ হাসিনা যদি মানুষের কথা শোনেন, তিনি ভালো করবেন, মানুষের ভালো হবে; উনি বিচারপতির কথাগুলো শুনলে ভালো হতো।

২৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কথা।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ মনে হয়, সরকারের কোন সমালোচনা শোনার জন্য প্রস্তুত নয়।

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: আওয়ামীলীগ সরকার বাকশাল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়ে গেছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


বাকশাল শব্দটা শুনেছেন, উহার বিপক্ষে দেশ বিরোধীদের প্রচারণা শুনেছেন, সেটাকে বুঝার চেস্টা করেননি; আওয়ামী লীগ বাকশালকে বিএনপি থেকেও ভয় পায়; আওয়ামী লীগ জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজমকে প্রতিষ্ঠা করে চলেছে; শেখ সাহেব এই রকম দেশ চাহেননি, যেখানে একাংশ সব সম্পদের মালিক হয়ে যাবে।

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: একজন বিচারপতি থেকে শেখ হাসিনা সরকারের সমালোচনাগুলো পেয়েছেন, এটা শেখ হাসিনার জন্য বিরাট পাওনা; কারণ, সরকারের অংশ হয়ে, সরকারের সঠিক সমালোচনা কোন বাংগালী কোনদিন করেনি, তাঁর সরকারে এই ধরণের লোক নেই; শেখ হাসিনা এই সমালোচনাগুলোকে ধরে নিয়ে, এই অবস্হাগুলোর সমাধান করার চেস্টা করতে পার‌্তেন। এগুলো বিএনপি'র রিজভী সাহেব থেকে আসেনি, টং দোকানের আড্ডা থেকে আসেনি, এসেছে উনার নিযুক্ত, দেশের প্রধান বিচারপতি থেকে।

আমার মনের কথাটা বলে দিলেন!

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


তিনি যেগুলো বলেছেন, নাগরিকেরাও বলছে; সরকারের ও প্রশাসন থেকে এগুলো উঠে আসলে, এগুলোর সমাধান সম্ভব; সেদিক থেকে, বিচারপতি সরকারকে সাহায্য করেছেন।

২৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

ভ্রমরের ডানা বলেছেন:


বিচারপতি সিনহা ভালো রায় দিয়েছেন- তাই নাকি?



ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেলে ঘোড়ার লাথি খেতে হয়। কোথায় পড়েছি মনে নেই! তবে এর হাজার হাজার উদাহরণ চোখের সামনেই দেখছি! ভালই লাগছে!

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



সরকারের ও প্রশাসনের ভেতর থেকে জাতির চলমান সমস্যা নিয়ে কথা বলার লোক নেই, সিনহা বলেছিলেন; সরকার সেগুলোর সমাধান খুঁজলে নাগরিকেরা উপকৃত হবে, সরকারের দায়িত্ব পালন হবে।

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন:
আপনি লিখেছেন, "একজন বিচারপতি থেকে শেখ হাসিনা সরকারের সমালোচনাগুলো পেয়েছেন, এটা শেখ হাসিনার জন্য বিরাট পাওনা; কারণ, সরকারের অংশ হয়ে, সরকারের সঠিক সমালোচনা কোন বাংগালী কোনদিন করেনি, তাঁর সরকারে এই ধরণের লোক নেই; শেখ হাসিনা এই সমালোচনাগুলোকে ধরে নিয়ে, এই অবস্হাগুলোর সমাধান করার চেস্টা করতে পার‌্তেন।"
আমি বুঝি মাননীয় প্রধান বিচারপতি যদি সৎ উদ্দেশ্যই থাকত তাহলে এভাবে একটি রায়ের পর্যবেক্ষনে সম্পুর্ন আলাদা প্রসঙ্গ টেনে প্রকাশ্যে বলতেন না। মাননীয় প্রধান বিচারপতির যথেষ্ট সুযোগ ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়গুলি নিয়ে একান্তে কথা বলার। তিনি তা বলেন নি। তিনি কি করলেন, তিনি প্রকাশ্য একটি রায়ে সম্পুর্ন অপ্রাসঙ্গিক ভাবে পর্যবেক্ষন তুলে ধরলেন। তিনি তাঁর রায়ের পর্যবেক্ষণে বললেন, মানবাধিকার ঝুঁকিতে, দুর্নীতি অনিয়ন্ত্রিত, সংসদ অকার্যকর, কোটি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। যার কতটা সঠিক কতটা আওয়ামি লীগের দায় সে আলোচনা না হয় নাই করলাম। তা ছাড়াও, তাঁর এই রায়ে সরকার, সংসদ, রাজনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সামরিক শাসন এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন বিষয়ে এমন অনেক পর্যবেক্ষণ উঠে এসেছে। যার পুরোটাই সরকার ও আওয়ামী লীগ বিরোধী।
আর এটাতো জলের মত সোজা যা আওয়ামীলীগের বিরোধী তাই তাঁর বিরোধি শক্তির আন্দোলনের শক্তি। হ্যাঁ এটা ঠিক এই মুহুর্তে বিএনপির প্রয়োজন আওয়ামী লীগের বিরুদ্ধে এন্তার অভিযোগ। যা ক্যাশ করে তাঁরা নিজেদের দুর্গন্ধ ঢাকতে পারেন।
সেই কাজতি যিনি করে দেবেন তিনিি তাদের কাছে মহান। আর সেটাই স্বাভাবিক শুধু এটুকু বুঝতে পারছি না তিনি আপনার কাছে কেন মহান। আপনি তো আর বিএনপির মুখপাত্র নন

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনাদের ধারনা, সরকারের সমালোচনা করলে সরকারের পতন হয়ে যাবে, এগুলো ভুল ধারণা; সরকারের ভেতর থেকে সমালোচনা হলে, সরকার উপকৃত হওয়ার কথা।

বিএনপি আওয়ামী লীগের কিছুই করতে পারবে না, কিন্তু মানুষের শক্তিকে গণনা করতে হবে আওয়ামী লীগকে।
আপনি যা বলছেন, এগুলো রাজনীতির অংশ নয়, জামিদারীর ভাবনা।

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: জটিল বিষয়। কখন কোনটা যে কি হয়!!!!
ভাল না মন্দ জানেন মহাশয় । ;) ;) B-)

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


মহাশয় জানেন, মহাশয়ই দেশ চালাবেন।

৩১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

শিখণ্ডী বলেছেন: আওয়ামীলীগের বা শেখ হাসিনার সমালোচনা করলে তাকে রাজাকার বলা হবে, এটা রাজাকারদের জবান। আওয়ামী বুদ্ধিজীবিরা আওয়ামীলীগের যতটা সমলোচনা করে তার এক চতুর্থাংশও যদি বিএনপির "চিন্তা চার গ্যাদারা"( থিঙ্ক ট্যাঙ্ক<চিন্তা চৌবাচ্চা<চিন্তা চার বাচ্চা বা চিন্তা চার গ্যাদা) করত তবে বিএনপিকে এই অবস্থায় পড়তে হতো না।

যা হোক সিনহার বিদায় ভাল হলো না। কেউ কেউ তো বলা শুরু করেছে সংখ্যালঘুদের পদন্নতি দেয়া বন্ধ করতে হবে। এসব খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী সরকারের বা শেখ হাসিনার কোন রাজনৈতিক কিংবা প্রশাসনিক পদক্ষেপের সঠিক সমালোচনা আওয়ামী লীগের ভেতর, বা সরকারের ভেতর থেকে এসেছে হলে আমার মনে পড়ছে না।

জেনারেল জিয়া ক্ষমতায় থাকা অবস্হায় প্রশাসন, ব্যুরিক্রেসী, মিলিটারী, ডিজিএফআই'কে ব্যবহার করে পার্টি গঠন করেছিল; এটা ছিল ভয়ানক অন্যায়, কোর্টে রিট করে পার্টির রেজিস্ট্রেশন বন্দ্ধ করার দরকার ছিলো।

৩২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: সত্যিই ভাললাগার মত একটি লেখা।।
সমালোচনাকে কাজে লাগিয়ে সেসব সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব। বিশেষ করে এই লাইনটি।। কেউ যদি শিক্ষা নিতে চায় তবে তার পাঠশালার আচরনই বলে দেবে অনেক কিছু ।।
ধন্যবাদ।।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


অনেক সুযোগ এসে চলে গেছে, শেখ হাসিনা সেগুলোকে কাজে লাগাতে পারেনি; যার জন্য বিএনপি'কে ধরতে লেগেছে ২৫ বছরের বেশী সময়।

৩৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষ ভালো যার সব ভালো তার। এখন প্রধানমন্ত্রী আর সংখ্যালঘু প্রধান বিচারপতি বানানোর ক্রেডিট নিতে পারবেন না। আবার ক্রেডিট নিতে গেলে দুর্নীতির কথাগুলো চলে আসবে। এই কথাও উঠছে যখন প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তখনই শেখ হাসিনা ছুঁড়ে ফেলে দিয়েছেন সিনহা সাহেবকে। জি নিউজ রিপোর্ট করেছে হিন্দু হওয়ার কারণে বিচারপতি সিনহা-কে সরানো হয়েছে। মোটামুটি একটা গ্যাঁড়াকলে পড়েছে শেখ হাসিনার সরকার...

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতি বারবার ভুল করছে, সাত্তার থেকে সিনহা, জিয়া থেকে আব্দুল হামিদেরা ভালো জীবন যাপন করেছে, জাতি কস্ট করছে।

৩৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: তার মানে কি সেনানিবাসে জন্ম নেয়া দলটি তথাকথিত তৃনমূলের দলটি থেকে জন্ম হওয়ামত্রই ২৫ বছর এগিয়ে িল :-P B:-/

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দেশে ফেরার পর থেকেই বিএনপি'কে খাঁচায় ভরার চেস্টা চলছিল, ২০০৮ সালে এসে উহাকে ঠিক মত ধরেছে।

৩৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: পোস্টে এবং প্রতিমন্তব্যে আপনার নিজস্ব কিছু চমৎকার ভাবনা ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন, যা খুবই যৌক্তিক বলে আমার কাছে মনে হয়েছে।
একটা প্রাসঙ্গিক বিষয়ে স্বচ্ছ চিন্তাপ্রসূত এই পোস্ট পড়ে ভাল লাগলো।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


এই চলমান ঘটনাগুলো আমাদের জাতীর রাজনৈতিক ভাবনাকে তুলে ধরছে; আমরা আমাদের রাজনীতিবিদ ও প্রশাসনের চরিত্র বুঝার মত কিছু উপাদান পাচ্ছি।

৩৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

গরল বলেছেন: হাসিনা দেশ চালাতে আসছেন বলেতো মনে হয় না। নবাব সিরাজদৌল্লাহর দরবারে মীর জাফর বা রাজবল্লবরা যেমন দেশ চালানর জন্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল শুধুই ব্যাবসা। তেমনি হাসিনাও ব্যাবসা করতে এসেছেন কারণ উনিও জানেন বেশই দিন টিকতে পারবেন না। আর সে জন্যই ভাতিজীকে ইংল্যান্ডের রাজনীতিতে স্থাপন করেছেন এবং জয়কে সিনেটরের কন্যার সাথে বিয়ে দিয়ে ওখানের রাজনীতিতে বসাতে চাচ্ছেন। সন্তানদেরকে উনি কখনই বাংলাদেশের রাজনীতিতে আনবেন না সেটা পরিষ্কার। তাহলে উনি কেন আছেন কারণ টাকা উপার্জনের জন্য। যে দেশে একই যোগ্যতার সরকারী চাকুরীর বেতন বেসরকারীর দ্বীগুন হয় সে দেশের অর্থনীতি যে ভাল দিকে যাচ্ছে না সেটা বুঝার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। দেশের উন্নয়নের মূলে হচ্ছে বেসরকারী খাত আর সেই খাতে যদি মেধাবীরা না যেয়ে বুয়েট মেডিক্যাল থেকে পাশ করা টেকনিক্যাল কর্মশক্তি রচনা মুখস্ত করে বিসিএস দিয়ে পুলিশ আর কাস্টমস এর চাকুরী নেয় তাহলে উন্নয়ন কোন দিক দিয়ে হবে হাসিনাই বোধ হয় ভাল জানে। এরশাদের সময় যেমন মানুষ লেখাপড়া করত বিসিএস দেওয়ার জন্য, মাঝখানে কিছুটা উন্নতি ঘটেছিল, বেসরকারী চাকুরী করে গাড়ি বাড়ীর মালিক হতে পারা যেত, এখন আবার সেটা সেই আগের যুগে ফিরে গেছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে টিকতে হচ্ছে, রাজনীতিবিদরা নবাব সিরাজের দিকে রওয়ানা হয়েছেন; ২টি বিপরিতমুখী স্রোত; কিন্তু রাজনীতিবিদরা এখনো শক্তিশালী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.