![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বিকাল ৫টার দিকে ঘরে ফিরলাম, চা টা খাওয়ার দরকার; দেখি, স্ত্রী বার্থরুম পরিস্কার করছে; এখানে আমার একটু দুর্বলতা আছে, কাজটা ঘুরেফিরে ওর ভাগে পড়ে যায়! আমি যে ফিরছি সে টের পায়নি, টের পেলে অসুবিধা নেই, কাজের সময় দেখা হলে শুধু একবার বলবে, "বার্থরুমটা তুমি কখনো পরিস্কার করলে না"। এ'টুকু এড়াতে আমি তাই চুপ করে পাকঘরে ঢুকে গেলাম। চুলার উপর পাক-করা দুধ-সেমাই; মনে হয়, কয়েক মিনিট আগে করেছে; সেমাই সে খায় না, এটা আমার আইটেম; অবশ্য আজকে পরিমাণটা বেশ বেশী; ভালো হলো, ব্লগে বেশীক্ষণ বসা যাবে। তাকে খুশী করার জন্য কম তাপে দুধের চা বসালাম ওর জন্য, বেরিয়ে যেন চা দেখতে পায়, আমি লাল চা খাবো।
সেমাইর পাতিলটা নিয়েই বসলাম, প্রামানিকের লেখা কি এক অন্ধের ছড়া দিয়ে শুরু করলাম, এরপর জাহিদ অনিকের প্রভাত, নাকি রাত কবিতা পড়লাম, আলোচিত ব্লগে গেলাম; সেমাই শেষ, পড়াও শেষ; পাতিলটাকে চুলোর উপর রেখে নিজের ব্লগে গিয়ে ২/৩টা মন্তব্য পড়ে শেষ করতেই স্ত্রী বের হয়ে এলো; বললাম,
-তোমার চা রেডী!
স্ত্রী বললো, "উপরের ভাবী উনার মাকে নিয়ে আমাদের বাসায় আসছেন এখুনি, উনাদের জানালা ঠিক করার লোক আসছে; আমাদের এখানে কিছুক্ষণ বসবেন; আমি সেমাই তৈরি করেছি উনাদের জন্য, তুমি কিছু সল্টেড বিস্কুট ও ফল নিয়ে আস, ঘরে মিস্টি আছে! আমি শোবার রুমটাকে ঠিক করি।"
আমার মাথার উপর বাজ পড়লো; উপরের ভাবী আমার স্ত্রীর তৈরি সেমাই খেতে পছন্দ করেন; মনে হয়, টেলিফোনে আমার স্ত্রীকে বলেছে; ম্যান, কি বিপদ! আমি সবটা খেয়ে ফেলেছি বলতে আমার ভালো লাগলো না; আমি কি করে ৩/৪ জনের সেমাই শেষ করলাম! দোকান থেকে সল্টেড পল্টেড কিনলাম, সাথে পেস্ট্রি মেস্ট্রি, যদি সেমাইর অপবাদ থেকে বাঁচা যায়। ছোট একটা ষড়যন্ত্র করে অন্য ধরণের ২ প্যাকেট সেমাইও কিনলাম; বাতাসের আগে ঘরে ফিরলাম; দেখি মেহমানেরা এসে গেছেন। স্ত্রীকে বললাম,
-তুমি উনাদের সাথে বসো, রেস্ট নাও, চা পানি সবই আমি করছি।
ভালো করে মনোযোগ দিয়ে চা বানালাম, আইটেম অনেকগুলো; আমি নিজেও নিচ্ছি, দেশের খবর টবর নিয়ে ব্যস্ত রাখার চেস্টা করছি। আমি গ্রীক পেস্ট্রীর কম চিনির উপর ছোটখাট লেকচার ছাড়ছি; কিছুক্ষণের মাঝে সুযোগ এসে গেলো, ভাবী জানতে চাইলেন, সল্টেড বিস্কুটগুলো কোন দোকানের!
-নোয়াখালীর ৪ ভাই মিলে যে নতুন দোকান দিয়েছে, সেই দোকান থেকে আনলাম, ভাবী; লোকগুলো খুবই ভালো; ২ দিন আগে সেমাই কিনেছিলাম উনাদের ওখান থেকে, সেমাইগুলো নাকি পুরাতন ছিলো; আমাকে সেমাই হাতে দেখে ওদের বড় ভাইটি নিজের থেকে স্যরি বললো; উনারা নাকি আগে টের পাননি যে সেমাইগুলো পুরাতন ছিল; আজকে কিছু ভালো সেমাই এসেছে, ২ প্যাকেট নিলাম। আমার স্ত্রী বললো,
-আগেরগুলো পুরানো ছিলো? আমি তো সেগুলোই রান্না করেছি।
আমি বললাম,
-থাক, ওটা বাদ; পুরাতন কোন কিছু খাওয়া ঠিক না।
মেহমান ভাবী বললেন, "লোকগুলো ভালো, নিজের থেকে বলেছেন; অন্যেরা সুযোগ পেলেই পুরাতন জিনিষ দিয়ে দেয়।
আমি ফল কেটে দিলাম, নতুন করে আরো চা ঢেলে দিলাম; সবাই খুশী; সবকিছু ভালো!
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
মাঝে মাঝে ছোটখাট বিপদ এসে যায়, চেস্টা করতে হয় বের হওয়ার জন্য!
২| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২১
খায়রুল আহসান বলেছেন: বুঝাই যাচ্ছে, বেশ সমঝোতার সংসার আপনাদের। সংসারে পারস্পরিক সহযোগিতাও বেশ ভালভাবেই প্রচলিত আছে।
আপনি ভাল গল্প বলতে পারেন, লিখতেও পারেন। ছোট্ট এ গল্পটা ভাল লেগেছে। + +
কিছু ভাল লাগা কথাঃ
*এখানে আমার একটু দুর্বলতা আছে, কাজটা ঘুরেফিরে ওর ভাগে পড়ে যায়!
*তাকে খুশী করার জন্য কম তাপে দুধের চা বসালাম ওর জন্য, বেরিয়ে যেন চা দেখতে পায়, আমি লাল চা খাবো।
*স্ত্রী বের হয়ে এলো; বললাম, -তোমার চা রেডী!
*দোকান থেকে সল্টেড পল্টেড কিনলাম, সাথে পেস্ট্রি মেস্ট্রি, যদি সেমাইর অপবাদ থেকে বাঁচা যায়। ছোট একটা ষড়যন্ত্র করে ২ প্যাকেট সেমাইও কিনলাম; বাতাসের আগে ঘরে ফিরলাম;
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ,
মাঝে মাঝে একটু জোড়াতালি দিতে হয়।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৩
আমি চির-দুরন্ত বলেছেন: কূট কৌশলি লোক।নারীদের মোটামুটি অল্পতেই বোকা বানানো যায়।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
বেশী হলে সমস্যা আছে, একটু আধটু হলে ম্যানেজ করা সম্ভব
৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৯
খালিদ আহসান বলেছেন: যাক এ যাত্রা বেঁচে গেলেন। আপনার জ্বরের কি অবস্থা?
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
এখন পুরোপুরি ভালো; ধন্যবাদ!
৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫২
এলিয়ানা সিম্পসন বলেছেন:
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
ইন্টারভিউ শেষ, নাকি সামনে?
৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৭
এলিয়ানা সিম্পসন বলেছেন: Wednesday
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০২
চাঁদগাজী বলেছেন:
অনেক অনেক শুভ-কামনা রলো; যাওয়ার আগে রিলাক্স; যাতে কোনভাবে দেরী না হয়, ৫/১০ মিনিট আগে রিপোর্ট করতে হবে; কথা বলার সময় কানেকটেড থাকতে হবে; ওরা কথা বলতে চাইলে থামাবেন না, শুনে যাবেন, দেখাবেন যে, আপনি বুঝতেছেন।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৬
ব্লগ মাস্টার বলেছেন: ভালো কাজ করেছেন।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
ছোটখাট ম্যানেজ; ছোটখাট বিপদে পড়লে হাল না ছেড়ে, এটা সেটা করে দেখা দরকার।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৭
কলাবাগান১ বলেছেন: আপনি নিজেকে অনেক বুদ্ধিমান ভাবেন!!!!! ভাবী সবই বুঝেছিলেন কিন্তু লোকজনের সামনে আপনাকে 'লজ্জা' দিতে চান নাই...
ভাবীর বুদ্ধি আপনার থেকেও উচু বলেই মনে হয়.....আপনি যখন দোকানে ভাবী তখন রান্নাঘরে নাস্তা কে সাজাতে গিয়ে দেখেন যে.....
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
সম্ভব, এসব ছোটখাট ব্যাপার স্যাপার আগেও হয়েছে, কিছু ধরা পড়েছে, কিছু রহস্য হিসেবে রয়ে গেছে।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৮
মিরোরডডল বলেছেন: you're really smart:-)
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
সমস্যায় পড়েন, দেখবেন, আপনিও পথ বের করছেন।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: সম্ভব, এসব ছোটখাট ব্যাপার স্যাপার আগেও হয়েছে, কিছু ধরা পড়েছে, কিছু রহস্য হিসেবে রয়ে গেছে (৮ নং প্রতিমন্তব্য) - আপনার এ ধরণের ত্রুটিস্বীকারমূলক সোজা সাপ্টা কথাগুলো শুনতে বেশ ভাল লাগে।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ।
আপনার পর্যবেক্ষন অনেক সুক্ষ্ম
১১| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৮
দৃষ্টিসীমানা বলেছেন: ছোট গল্পে অনেক ভাললাগা রইল ।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
ছোটখাট অবস্হা থেকে বের হওয়ার চেস্টা
১২| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওয়েল চাঁদগাজী ভাই, বিব্রতকর মুহূর্তে বুদ্ধির পরিচয় দিয়েছেন।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২১
চাঁদগাজী বলেছেন:
লেজটা রক্ষা করার দরকার।
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি বেশ ভাল লাগল গাজী ভাই।
প্রতিটি মূহুর্ত আপনার অনেক ভাল কাটুক।
শুভ কামনা রইল।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২
চাঁদগাজী বলেছেন:
ভালো থাকুন, ছোটখাট বিপদে আপদে সোজা সারেন্ডার ঠিক হবে না।
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চুরি করে খেলে এমন শাস্তিই পেতে হয়; এবারের মতো বাঁচলেন! সাবধান আর কখোন এমন কাজ করবেন না!!
ভােলো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০
চাঁদগাজী বলেছেন:
একদিক সামলালে আরেকদিক থেকে কিছু একটা চলে আসে।
১৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০
নতুন বিচারক বলেছেন: বিপদে পড়লে ক্রমাগতভাবে চেস্টা করে যাবেন, পথ পাবেন ঠিক কথা।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ ক্ষেত্রে ফল পাওয়া যায়; কমপক্ষে কিছুটা রক্ষা সম্ভব
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি সামুর ফিডব্যাকে ইমেইল করেছেন?
১৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯
রানার ব্লগ বলেছেন: আপনার গল্পের হেডীং আমাকে এক টা দামি কথা শিখাল। ধ্যনবাদ ! ভালো থাকবেন।
১৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭
রানা আমান বলেছেন: আপনি ভাল গল্প লিখতে পারেন। এ গল্পটাও ভাল লেগেছে। + +
১৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮
কানিজ রিনা বলেছেন: তিনচারজনের সেমাই একাই খাওয়ার জন্য
নিশ্চয় মিসেস গাঁজী কিছু না কিছু তো
বলে ছিলেন আপনি সেটা কিন্তু লুকিয়েছেন।
বেশ ভাল লাগল আপনাদের পারিবারিক
গল্প, ধন্যবাদ শুভ কামনা।
১৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩
সনেট কবি বলেছেন: দেখলাম অনেক আগে। পড়লাম অনেক পরে। অতঃপর লাইক দিলাম এবং প্রিয়তেও নিলাম। দারুণ লাগল আপনার ঘরের অভিজ্ঞতা।
২০| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বাস্তব জীবনের সাসপেন্স সহ্য করা যায় না...
অভিনন্দন!
২১| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বার্থরুম = জন্মঘর ! ! !
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৬
রাবেয়া রাহীম বলেছেন: সুবিবেচক , সংসারি সহযোগিতা পরায়ন একজন পুরুষ ।