নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৬



সামান্য ফার্নিচার কিনেছিলাম; ডেলিভারির সময় চেক করে নিইনি; ফার্নিচারে দাগ লাগানো; দোকানে ফোন করলাম, বদলায়ে দিতে রাজী হলো, কিন্তু ফেরত পাঠানোর টাকা নাকি আমাকে দিতে দিতে হবে; ম্যানেজারকে চাইলাম; তিনি জানালেন যে, তিনিই ম্যানেজার; কথায় মনে হলো, উহা জন্মগত আমেরিকান নয়; নিজের টাকায় ফেরত পাঠালাম। ২ দিন পরে ডেলিভারী পেলাম, ফার্নিচার এলো, একই ফার্নিচার, কিন্তু নীচু কোয়ালিটির। আবার ফোন করলাম, এবার ধরলো খাস আমেরিকান মেয়ে; মেয়ে সব শুনে বললো যে, মালিক মাসে ১ বার মাত্র দোকানে আসে, আজকেই দোকানে আছে; লান্চের পর চলে যাবে; তার কাছে বললে কাজ হবে। দেখলাম, হাতে ২ ঘন্টা সময় আছে, ট্রেনে গেলে পৌঁছা সম্ভব।

স্টেশনে আসলাম, ৪ মিনিট পরেই ট্রেন; টিকিটের লাইন লম্বা, গেলাম মেশিনে; মাত্র ২টি মেশিন, একটাকে খুলে ক্যাশ বের করছে ট্রেনের লোকজন, অন্যটাতে আমার সামনে একজন; লোকটিকে অনুরোধ করায় আমাকে সুযোগ দিলো; সব ঠিক ছিলো, কিন্তু ২০ ডলারের নোট পুরান হওয়ায় উহা নিলো না; ফেরত আসা নোট আটকে গেছে, টান দেয়ায় একাংশ ছিঁড়ে গেলো; ক্যাশের লোকটাকে বললাম; সে দেখেই ক্যাশ থেকে ২০ ডলার দিলো। বললাম,
-ট্রেন এসে গেছে, টিকিট দরকার।
লোকটা বললো, ভিতরে কনডাক্টর থেকে কিনে নিও, বলিও মেশিন খারাপ ছিলো, ফাইন নেবে না।

দৌঁড়ে ট্রেনের দরজা বন্ধের ৫ সেকেন্ড আগে ট্রেনের ভেতরে প্রবেশ করলাম; ট্রেন চলছে, বুঝলাম দোঁড়াতে গিয়ে ভুলে অন্য লাইনের ট্রেনে উঠেছি; সামনের ষ্টেশন ১৫ মিনিট পরে; তারপরও আশা ছাড়লাম না, ফেরত এসে আবার চেস্টা করতে হবে। এদেশে ভুল ট্রেনে উঠলে টিকেট দেয়া লাগে না, বললেই চলে। দরজার কাছে দাঁড়ায়ে আছি; ট্রেন থামলেই নেমে চেস্টা করতে হবে। কনডাক্টর আসলো, বললাম ভুল ট্রেনে উঠেছি; তারপরও সে টিকিট চাইলো, বললাম মেশিন খারাপ ছিলো!
-ওখানে কি মাত্র ১টি মেশিন ছিলো? মেয়ে প্রশ্ন করলো।
-২টি ছিলো, অন্যটি থেকে তোমাদের লোকেরা ক্যাশ নিচ্ছিল, বললাম।
-বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!
-তুমি আমাকে অপমান করেছ, এটা ভালো কাজ নয়।
-স্যরি, তোমাকে ফাইনসহ ভাড়া দিতে হবে; তোমার কাছে অন্য লাইনের টিকিট থাকলে আমি বুঝতাম যে, তুমি ভুল ট্রেনে উঠেছ, সে বললো।

রেগে চুপ করে আছি, মেয়ে কন্ডাক্টর, ঝগড়া করাও ঠিক হবে না; ট্রেন থামলো ষ্টেশনে; কনডাক্টর প্লাটফরমে নামলো, তাকে হাত দিয়ে ড্রাইবারকে সিগন্যাল দিতে হয়; আমি নেমে পাশে দাঁড়ালাম; সে টিকেট-বুক বের করে বললো,
-তাড়াতাড়ি করো, ট্রেনের লেট হয়ে যাবে!
-তুমি কি বলছো?
-ভাড়া দিতে বলছি!
-কিসের ভাড়া?
- ট্রেনের ভাড়া; তুমি ট্রেনে করে এসেছে?
-আমি তোমার ট্রেনে এসেছি? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!
-আমি পুলিশকে ফোনে বলবো, তোমাকে প্লাটফরমে আটকাবে!
- আমাকে পুলিশে ধরবে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!

মন্তব্য ১১৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

মেহেদী হাসান তামিম বলেছেন: nice

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ আছে, এরা অন্যদের বিশ্বাস করার মতো শক্ত নয়

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কন্ডাক্টর সম্ভবত বুঝতে পেরেছে আপনি আমেরিকান নন।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


সন্দেহ নেই।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
হা হা হা দারুণ লিখেছেন, খুব ভালো লাগলো পড়ে।

এত উন্নত দেশেও মেশিন নষ্ট হয়ে কাজ বন্ধ থাকে!!
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান ট্রেন সিস্টেম, বিশ্বের সবার থেকে পেছনে পড়ে আছে, পুরানো আমলের; লোকজন গাড়ী বেশী চালানোতে এদের ট্রেনে ক্ষতি হচ্ছে যুগের পর যুগ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

প্রামানিক বলেছেন: কন্ডাক্টর মনে হয় বুঝতে পেরেছে আপনি বাঙালি এই জন্য আপনার কথা বিশ্বাস করতে চায় না।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


মেয়েটার কোন না কোন সমস্যা ছিল।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আসলেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
আমি ফার্নিচার কেনার পর ভয় করছিলাম, ডেলিভারি দেয়ার সময় কোন দাগ-টাগ পরে কি না। দেখলাম ওরা ফার্নিচারগুলিকে পার্ট বাই পার্ট খুলে মোটা কম্বল দিয়ে পেঁচিয়ে নিয়ে এসেছে। দাগ পড়ার কোন উপায় নাই। তারপর ঘরে এনে পার্টগুলিকে জোড়া লাগল। সব কিছু সুন্দর ভাবে ফিট করার পর, বলল আমি যাতে ভালভাবে চেক করে দেখি, ঠিক আছে কি না। কোন ডিফেক্ট থাকলে ওরা সাথে করে ফিরত নিয়ে যাবে এবং নতুন আরেকটা দিয়ে যাবে।এর জন্য বাড়তি কোন খরচ লাগবে না। আমি সব সময় সামনেই ছিলাম, আগেই দেখেছি কোন ডিফেক্ট নাই। তাই নতুন করে চেক করলাম না। ডেলিভারি ম্যানরা তাদের মোবাইল থেকে তাদের ম্যানেজারকে ফোন করে কনফার্ম করলো যে তারা ফার্নিচার ডেলিভারি দিয়েছে। ম্যানেজার আমার সাথে কথা বলতে চাইল। ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করল, আমি আমার ফার্নিচার ঠিকমতো পেয়েছি কি না। আমি পেয়েছি বলার পর বলল, চেক করে দেখার জন্য, সে লাইনেই আছে। আমি বললাম আমি চেক করেছি, ঠিক আছে। তারপর সে তার ডেলিভারি ম্যানদের ব্যাপারে খোঁজ নিল, তারা আমার সাথে ভাল ব্যবহার করেছে কি না। তাদের কাজে আমি সন্তুষ্ট কি না। সব ঠিক আছে বলার পর সে ফোন রেখে দিল।
এ জন্যই বললাম আপনার ঘটনা সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: এরপরে কি হয়েছিল?
আপনাকে কি পুলিশ আটকে দিয়েছিল নাকি টাকা দিয়েছিলেন?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


ডাকাত ধরার জন্য পুলিশ পাওয়া যায় না ঠিক সময়ে; ওর ফোন পেয়ে কে আসবে? পুলিশকে ফোন করে থাকলে, পুলিশ ওকে নিয়ে হেসেছে নিশ্চয়।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দারুণ জবাব...

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:



মেয়ে অকারণে হাউকাউ করছিলো; ভাবলাম, তার উপর একটু এক্সপেরিমেন্ট করা দরকার।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওদেরকে বকে লাভ হবে না কারণ ওরা আপনাকে নয় অন্যকে বিশ্বাস করে না। এসব থেকে আমি দূরে থাকি। কারণ আমার চোখের সামনে এমন হয়।

যাক, কেমন আছেন?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:


ভালো আছি, ধন্যবাদ; আপনি কেমন?

চলার পথে এটা সেটা ঘটে!

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২১

বিলুনী বলেছেন: দারুন হয়েছে গল্প । যে ভাবেই বলুন না কেন বিশ্বাস করতে কষ্ট হচ্চেনা একেবারেই ।
কনডাকটর ভুল করছে ।
তবে আজকাল সত্য কথার থেকে মিথ্যা কথাকেই অনেকে বেশী বিশ্বাস করে
মিথ্যুক ধরা পড়লে রম্য বলে চালিয়ে দিয়ে আতেল সাজে ।
গল্পে ++++++
ধন্যবাদ ।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


চলতে ফিরতে এটা সেটা ঘটে; তবে, আমাকে কেহ অবিশ্বাস করলে মনটা বিদ্রোহী হয়ে উঠে।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে আমরা হলিউডি ছবিতে যেভাবে দেখি আমেরিকা সেভাবে এডভান্সড না?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:



মুভি মানে মুভি; অনেক মুভি ষ্টুডিওর ভেতরেই করে ফেলে।
এদের ট্রেন পুরানো।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪২

নীহার দত্ত বলেছেন:

পরে ফার্নিচারের কি হয়েছিল ?

ভাল লাগলো লেখাটা।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১

চাঁদগাজী বলেছেন:



ঠিক ফার্নিচার পাঠায়েছিলো; ফার্নিচার ফেরত পাঠানোর টাকা পেয়েছিলাম, সাথে ১২০ ডলার রিবেইটও দিয়েছিলো। বেকুব ম্যানেজার ছিলো পোল্যান্ডের

১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮

কানিজ রিনা বলেছেন: আমার ঘরে ১২ বছর আগে একটি
মালোএশিয়ান অককাঠের ফার্নিচাট
এনেছিল। প্যাকেট গুল সেটিংসের
পর দেখা গেল একটি চেয়ারের হাতল
নরবরে তারপর পুরা ফার্নচার সেট
বদলে দিয়ার পর আবার দেখা গেল
একটা ছোপার টেবিল ব্যাকা কি আর
করা যাবে, ওভাবেই রেখে দিলাম।
ইমপোর্টের জিনিস মাঝে মাঝে এমন
হয়।
তবে আমার বিশ্বাস আপনার বয়স বাড়ার
সাথে খুত খুতে সভাব বেড়েছে। এটা অনেকের
হয়। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


বড় বাড়লে, সমস্যা বাড়ে, সামানুপাতিক!

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫২

সোহানী বলেছেন: কানিজ রিনা বলেছেন: তবে আমার বিশ্বাস আপনার বয়স বাড়ার সাথে খুত খুতে সভাব বেড়েছে। এটা অনেকের হয়। ধন্যবাদ।

হাহাহাহাহা.....

কানাডায় আমার একবসপেরিয়েন্স পুরো উল্টো। ফার্নিচার প্যাকেট ডেলিভারির পর একটু ড্যাম ছিল, মেইল করার পর জাস্ট জানতে চাইলো কোন অংশ। এবং ১ দিনের মধ্যেই পঠিয়ে দিল... আর হাঁ, কানাডায় বড় যেকোন দোকানের ফার্নিচার পার্টস বাই পার্টস প্যাকেট করা থাকে, নিজেকেই লাগাতে হয় নতুবা এতো বেশী এ্যাসেম্বল ফি নেয় যে, মাপ চাই বলে বাদ দিয়েছি।

আর ট্রেন... খুবই ভালো সার্ভিস জার্মান, সুইজারল্যান্ড সহ ইউরোপের কান্ট্রিগুলোর মতো। তবে আপনি যা করেছেন তা এখানে করার প্রশ্নই আসে না.... সাথে সাথে পুলিশ কল এবং প্রতি তর্কে ফাইন দ্বিগুন.........হাহাহা

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কের ট্রেনগুলো পুরাতন, অধিক শীতে ও বৃষ্টিতে সমস্যা হয় সার্ভিসে। কানাডার চেয়ে আমেরিকা প্রানবন্ত; এখানে এটা সেটা করা যায়।

বড় চেইন দোকান থেকে নিলে সমস্যা হয় না; আমি একটি সাধারণ দোকান থেকে নিয়েছিলাম।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Amtrak, LIRR, etc. eshob train a vul a ticket chara uthle fine ditei hobe. It's not just you.

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



এটা ছিলো LIRR; গ্রেইট নেক থেকে আসার সময় মেশন নষ্ট থাকলে, আমাকে ফাইন দিতে হয়নি কোনদিন; গ্রেইট নেকে, ক্যাশে ১ টি মেশিন ছিলো অনেকদিন।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: অতঃপর কি হল??

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমি আগের স্টেশনে ফিরে এসে, ঠিক ট্রেন নিয়ে, দোকানের মালিকের সাথে কথা বলে, ঠিক ফার্নিচার পেয়েছিলাম; ফার্নিচার ফেরত পাঠানোর টাকা পেয়েছিলাম, সাথে ১২০ ডলার রিবেইট দিয়েছিলো; ম্যানেজার চুপ হয়ে গিয়েছিলো।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০

হাফিজ রাহমান বলেছেন: মেয়েটা এ যুগের উপযোগী কথাটিই বলেছেন। বিশ্বাসহীনতা এ যুগের উপযুক্ত শব্দ। আমরা বাঙ্গালীদের ক্ষেত্রে বিষয়টা আরো বেশী উপযোগী। বিশ্বাসঘাতকতার এ যুগে বিশ্বাস করাটাকে মানুষ সরলতা ও বোকামো বলে জ্ঞান করে। বিশ্বাসহীনতার সংখ্যাধিক্যে বিশ্বাসী মানুষগুলোকেও অবিশ্বাসী বলে মনে হয়। তাই মেয়েটা আপনাকে বিশ্বাস না করে খুব বেশি অপরাধ করে নি। যদিও আপনার মাঝে বিশ্বাসহীনতার ছিটে ফোঁটা নেই বলেই জ্ঞান করি। তবে ওভাবে শোধ নেয়াটা বোধ হয় উচিৎ হয় নি। ঘটনা যদি ওখানেই শেষ হয়ে থাকে তাহলে মেয়টা আপনাকে সত্যিই অবিশ্বাসী বলে জ্ঞান করেছে। সাথে আরো কিছু জ্ঞান করেছে কি না তাও বলা যায় না। তবে আপনর কষ্টগুলোতে সত্যিই আমার কষ্ট হচ্ছে। ধন্যবাদ। ভাল থাকুন।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমে মানুষ আজো মানুষকে বিশ্বাস করে। সে আমাকে বিশ্বাস করেনি, তাই আমি তার কথার মুল্য দেইনি।

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: আহারে---
সব সময় মাথা শান্ত রাখতে হবে।
মেজাজ খারাপ হওয়ার মতো ঘটনা ঘটলেও মাথা শান্ত রাখতে হবে।
আমাকে দেখুন, আমার পালিশ করা জুতো বাসে কেউ মাড়িয়ে দিলেও আমি মাথা শান্ত রাখি।
বিনা কারনে একজন অপমান করলেও আমি মাথা শান্ত রাখি। ফুটপাতে হাটার সময় হোন্ডা ফুটপাতে উঠে গায়ে লাগিয়ে দিলেও আমি মাথা শান্ত রাখি।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


ভালো ও সঠিক পলিসি

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পুরো কাহিনী অবিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


পাঠকের ভাবনাই আসল কাহিনী

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

করুণাধারা বলেছেন: এটা তো একটা ছোটগল্প। শেষ হয়েও শেষটা জানা হল না। তারপর কি করলেন সেটা জানিয়ে আরেকটা পোস্ট দেন।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


এরপর, ফিরে এসে, ঠিক ট্রেন নিয়ে, দোকানের মালিকের সাথে কথা বলে, ঠিক ফার্নিচার পেয়েছিলাম; ফার্নিচার ফেরত পাঠানোর টাকা পেয়েছিলাম, ১২০ ডলার রিবেইট দিয়েছিলো।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ, আমার অসুবিধার কথা আপনি টের পেয়েছিেলন।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: দারুন লিখেছেন গাজীভাই!!:)


আমি মুদ্ধ!!:)

এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কি!:)


অফটপিক: দু’একটা গল্প টল্প লেখার চেষ্ট করলে খুশি হতুন!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০

চাঁদগাজী বলেছেন:



আমি পোষ্ট হিসেবে নিজের জীবনে ঘটে যাওয়া এটা সেটা লিখি; গল্প লেখা হ্য়তো আমার জন্য কঠিন হতে পারে।

২২| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: ২১ নম্বর মন্তব্যে মুদ্ধ কথাটা মুগ্ধ হবে! :)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

চাঁদগাজী বলেছেন:

টাইপো সমস্যা নয়

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেখকের গাড়ি নেই?

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


এদেশে গাড়ী থাকতে হয়; আমি সম্ভব মতো গাড়ী চালাই না। আজকেও ট্রেনে দুরে গিয়ে কয়েকজন মিলে আড্ডা দিলাম; আমি ব্যতিত সবাই গাড়ী এনেছে।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: উদারতার জন্য থ্যাংকু!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং এখন এমন লেভেলে এসেছে যে, ব্লগারেরা পরস্পরকে বুঝেন।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার এই লেখাটা + এর আগে ডাক্তার নিয়ে একটা লেখা এই দুটোই রসবোধ সম্পন্ন চমৎকার গল্পের মতো হয়েছে!:)

আপনি আপনার বাস্তব অভিজ্ঞতার সাথে অল্প স্বল্প ইমাজিনেশন মিশ্রিত করলেই সম্ভবত চমৎকার গল্প লিখতে পারবেন!:)


শুভকামনা!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



আমি হয়তো ২টি গল্প লিখবো, ২টি ঘটনা আমার মনে দাগ কেটেছে।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই অনীহার কারণ?

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



পার্কিং পাওয়া সমস্যা; আর ড্রাইভিং করলে নিজকে ব্যস্ত থাকতে হয়, ট্রাপিক জ্যামও সমস্যা; সর্বোপরি, অকারণ দুষণ

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: বলেন কি???? যে দেশের সামরিক বাজেট ৬০০ বিলিয়ন তাদের ট্রান্সপোর্ট ব্যবস্থার এই অবস্থা কেন???
আপনাদের এখানে কি বাস, সাবওয়ে জন্য ট্রান্সপোর্ট কার্ড নাই????
উন্নত দেশগুলাতে এখন আর কন্ডাকটর, ফাইন, টিকেট চেকিং হয় নাকি??

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


ট্রান্সপোর্ট কার্ড আছে; যারা একই পথে মাঝে মাঝে ড্রাইভিং করেন, তাই কেনেন না।

কন্ডাকটর আছে; শব্দটা এরা ফাইন বলে না, বলে, "সার্ভিস চার্জ"; আমি মনে করি উহা ফাইন। কন্ডাক্টর থাকাটা ভালো, বিপদে আপদে, অসুস্হতায় কাজে লাগে।

২৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

খালিদ আহসান বলেছেন: গত আগস্ট মাসে নিউ ইউর্ক গিয়েছিলাম। লঙ আইল্যান্ড রেইল রোড ট্রেনেও উঠেছিলাম। আরেকটু হলেই তো আপনার সাথে দেখা হয়ে যেত!!!

জাপানে থাকায় আমি মনে করতাম উন্নত সব দেশেই ট্রেনের যোগাযোগ ব্যবস্থা এক রকম। কিন্তু নিউ ইয়র্কের ট্রেনে উঠে আমি আশাহত হয়েছি। আসলে আমেরিকায় গাড়ির ব্যবসা ধরে রাখার জন্যই ওরা ট্রেন ব্যবস্থা খারাপ করে রাখে।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা গাড়ী ব্যবসাকে ধরে রাখতে ট্রেন, মানুষকে পরিমাণের বাহিরে খরচ করাতে খুবই বড় ক্রেডিট লাইন দিচ্ছে; এই ধরণের ষড়যন্ত্রগুলো চোকের সামনে কাজ করছে।

২৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

খায়রুল আহসান বলেছেন: জীবনের ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে লেখা গল্প, পড়তে ভাল লাগে। এটাও লেগেছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবনের ঘটনাগুলো বলতে পারলে, বেশ ইন্টারেস্টিং; এগুলোর সাথে কিছু ইমাজিনেশনকে যোগ করে গল্প তৈরি হয়ে থাকে; খালি ঘটনার মাঝেও পাঠক নিজকে খুঁজে পেতে পাবার সম্ভাবনা বেশ আছে, সবার জীবনে কাছাকাছি কিছু ঘটেছে, হয়তো।

৩০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

সুমন কর বলেছেন: যাক, শুরুর শেষটা ১১ নং প্রতি-উত্তরে পেয়েছি।

পোস্ট পড়ে মজা পেলাম। এটা কিন্তু বিশ্বাস করতে হবে ..........হাহাহাহা

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


মানুষকে কমপক্ষে এতটুকু মানুষ হতে হবে, অন্যকে যেন বিশ্বাস করতে পারেন।

৩১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

তারেক ফাহিম বলেছেন: গাজী ভাই’র জবাব বলে কথা।

মেয়েটির প্রত্যিত্তর ভালো বললেন।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় যাত্রীদের অধিকার আছে, ভুল টেনে উঠলে ক্ষতি গুণতে হয় না; মেয়ের ভুলের জন্য আমার মন খরাপ হোক, সেটা আমি চাইনি।

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

বানেসা পরী বলেছেন: ভুল গাড়িতে আপনি উঠেছেন। ভুলটা তো আপনার।
মহিলা কন্ডাক্টর কে দোষ দিতে পারছিনা।

ভুল ট্রেনে উঠলে টিকিট দিতে হয়না, এটা কি সবার অথবা সবসময়ের জন্য?
এটার উপর ডিপেন্ড করে কে দায়িত্বশীল ছিল।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


ভুল করেছি আমি; তাই কন্ডাক্টরের সাথে এটা নিয়ে বাত-বিতন্ডা করিনি।
তবে, আমাকে অবিশ্বাস করাতে আমার মন খারাপ হয়েছিল; এবং এক্ষেত্রে আমার কাছে অকারণে টিকিট বিক্রয় করার প্রচেষ্টাকে থামিয়ে দিয়েছি মাত্র।

যাত্রী হিসেবে আমার কথা বিশ্বাস করতে পারলে, সমস্যা হতো না।

৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনার হাত দিয়ে এমন চৌকস , রসমাখানো লেখাও মাঝে মাঝে বের হয় ! এধরনের সব লেখাতেই আপনি হঠাৎ ব্রেক কষে দেন , মনে হয় শেষ হইয়াও হইলোনা শেষ ...................।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়েছে, ঘটনার বাকীটুকু সাধারণ; কন্ডাক্টরের অকারণ সন্দেহটাই আমার কাছে বিরক্তিকর ঠেকছিলো।

৩৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

শূন্যনীড় বলেছেন: আপনি এত সুন্দর গল্প লিখতে পারেন !!

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আমারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে

৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
যে বর্নের যেধর্মের হোক এদেশে মানুষ মানুষকে রেস্পেক্ট করে বিশ্বাস করে।

এদেশে প্রথমদিকে এসে একটা বুকশেলফ এনেছিলাম। দুমাস পর দেখলাম অনেকটা নড়বড়ে হয়ে গেছে।
আমার বন্ধু বলল ফেরত দিয়ে দে।

কি কস,ভাংগা জিনিষ ফেরত নিবো?
হ, নিবো আবার ভালোও কইবো। এইদেশে এই নিয়ম।

পরে আমাজন ফোন করে বলেছিল ফেরত দেয়ারও দরকার নেই। টাকা এখনি আপনার একাউন্টে পাঠিয়ে দিচ্ছি।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


এখানে মানুষকে মানুষ বিশ্বাস করেন আজও

৩৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: আমাদের পড়তে দারুণ লাগলেও বাস্তবে পরিস্থিতি ততটা দারুণ ছিল না নিশ্চয় !

লেখাতে +++++++

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


এসব দেশে কথাবার্তা ঝগড়ার লেভেলে গেলেও নীচু স্বরে কথা হয়; কোন কিছু সহজে কন্ট্রোলের বাহিরে যায় না।

৩৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার মত প্রতিবাদী ব্লগেররা লেখক হয়ে গেলে তো বিপদ!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



আমার লেখার হাত নেই, কোনভাবে ঘটনাকে তুলে ধরা মাত্র।

৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪

মিন্টু ভাই বলেছেন: এটা কি আপনার লেখা ? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে! ;)

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি এ কথা বলার পর, আমারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪

মানিজার বলেছেন: আহাঃ পীরসাবের যদি এত যন্ত্রণা পুহাতে হয় তািইলে আমাদের কী হইবে ?

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনারা এর থেকে ভালো করবেন, আশাকরি; মাথা ঠিক রাখলে, পথ পাওয়া যায়।

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আপনার সেন্স অব হিউমার সেইরকম =p~

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করি অবস্হা থেকে বের হয়ে আসতে।

৪১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিদেশী গল্প পড়লাম মনে হয়!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


স্বদেশী মানুষের বিদেশ ভ্রমনের টকিটাকি

৪২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৫

নাইম রাজ বলেছেন: হুম ভালো ঘটনা পাঠ করলাম।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


দৈনন্দিন সাধারণ বাপ্যার, স্যাপার

৪৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: Ami last week Great Neck a giyechilam, machine valo chilo.

Apni LIRR er website a giye dekhen. Ticket chara uthle fine. Apni jhogra koren tai hoyto ora charge korena.

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাকে বিশাল অপবাদে ফেলে দিয়েছেন, 'ঝগড়াটে'; আমি এক সময় Great Neck এ চাকুরী করেছি কয়েক বছর; আমি ১০ রাইড কিনতাম, ১ টি মেয়ে ও ২ জন পুরুষ কন্ডাক্টর ৪০% সময়ে আমার টিকেট নিয়েও পান্চ করতো না; উনারা আমার সাথে গল্প-করতেন, কথা বলতেন।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমি চাকুরী করতাম Great Neck এ; মাঝে মাঝে ঘুমায়ে চলে যেতাম পোর্ট -ওয়াশিংটন, সব সময় বিনা টিকেটর ফেরত আসতাম; আমকে ওরা চিনতো, জানতো যে, আমি ঘুমায়ে মিস করেছি; এগুলো সাধারণ ব্যাপার!

৪৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৪

এলিয়ানা সিম্পসন বলেছেন: Tahole apner ticket kinar dorkar nai :P

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



আমাকে টিকেট কিনতে হতো; ১০ রাইড কিনলে, ১৫/২০ বার যাওয়া আসা করা যেতো; এখন ওখানে চাকুরী করি না; ৬ বছর করেছি ওখানে।

৪৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মানুষের প্রতি মানুষে বিশ্বাস একেবারে লোপ পেতে চলেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



খারাপ লক্ষণ, কারো কথা বিশ্বাস না হলে, সমস্যা দেখা দিবে।

৪৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

ধ্রুবক আলো বলেছেন: এরকম বিপদে পড়লে অনেক কিছুই বিশ্বাস করতে হয়! হা হা হা।

কিন্তু ভাই ফার্নিচারের কি হলো?!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


মালিকের সাথে কথার পর, সব ঠিক করে দিয়েছিল, ফার্নিচার ফেরত পাঠার টাকা দেয়ার পর, আরও ১২০ ডলার ফেরত দিয়েছিল।

৪৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পেঁচার ছবিটা ভাল লাগছে বেশি লেখার চেয়ে।

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনি পাঠক হিসেবে ভালো করবেন।

৪৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো পাঠকের দরকার বেশি পরিমাণে। নাহলে লিখকদের লিখার মূল্য থাকে না।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



পাঠক না থাকলে, লেখক থাকবে না; অনেক লেখক পড়তে চাহে না।

৪৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা কেমন হইল ! মন্তব্য করলাম আর দেখি পোস্ট নাই ! ! ! :-&

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:




ঐ পোষ্টটা আমি সরায়ে দিয়েছি।

৫০| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেটা তো বলদেও বুঝবে আপনে সরায় দিছেন। আমি কারণ জানতে চাইছি।

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


সেই পোষ্টটা অন্য তার আগের পোষ্টের কাছাকাছি ছিলো।

৫১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০

গরল বলেছেন: ইউএসএতে এখনও ট্রেনে কনডাক্টর আছে? শুনে অবাক লাগল, ২০০৬ এও জাপানে ট্রেন বাস কোথাও কোন কনডাক্টর দেখি নাই। মেশিনেই টিকেট কাটতে হত, ভুল করলে এক্সিটে আটকাত তখন আবার টিকেট মেশিনেই রিভাইস করা যেত।

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


বাস কন্ডাক্টর নেই, ট্রেনে আছে। আমেরিকার ক্রাইম রেইট জাপান থেকে অনেক বেশী; ফলে, কন্ডাক্টর থাকা ভালো। জাপানে প্রয়োজনের তুলনায় মানুষ কম, আমেরিকায় বেকার আছে।

৫২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই পোস্টের ছবিটা আপনার প্রোফাইল পিকচার হিসেবে খুব মানাবে। =p~

৫৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮

মিরোরডডল বলেছেন: :- )

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার পছন্দ হয়েছে?

৫৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৫

মিরোরডডল বলেছেন: হম funny:-)

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



আমি অবস্হার সাথে তাল মিলিয়ে চালার চেষ্টা করি।

৫৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৭

মিরোরডডল বলেছেন: more funny is when I'm trying to use phonetic but cant do well
I'll keep trying
one day it'll work :-)

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজের পোষ্টে কমেন্ট করে, ফনেটিকে লিখা প্র‌্যাকটিস করতে পারেন।

৫৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

মিরোরডডল বলেছেন: sure I'll
thank you

৫৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: আমি হয়তো ২টি গল্প লিখবো, ২টি ঘটনা আমার মনে দাগ কেটেছে (২৫ নং প্রতিমন্তব্য) - দুটোর একটি নিয়েও কি ইতোমধ্যে লিখেছেন?
আমকে ওরা চিনতো, জানতো যে, আমি ঘুমায়ে মিস করেছি; এগুলো সাধারণ ব্যাপার! (৪৩ নং প্রতিমন্তব্য) -- :D
আপনার এ লেখাটা আগেও একবার পড়ে মন্তব্য করে গিয়েছিলাম। আজ আবার পড়ে ভাবলাম, একটা কথা না বললেই নয়। আপনার গল্প লেখার হাত ভাল। চলমান জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার তীর্যক পর্যবেক্ষণ আর উইটি মন্তব্যে অসাধারণ হয়ে ওঠে।
আপনার আর কোন লেখায় আমি এতটা উইটি প্রতিমন্তব্য পাই নি। সেই দিক থেকে এটা অন্যতম শ্রেষ্ঠ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ, ফিরে এসে আপনার পর্যবেক্ষণ লিখে গেছেন, আমার ভালো লেগেছে।

২টি ঘটনা আমার মনে দাগ কেটেছে, আমার লেখা উচিত; এখনো শুরু করিনি, শুরু করবো।
আমি ঘটে যাওয়া ঘটনার বাহিরে কোন প্লট নিয়ে আজও ভাবিনি, আমি যেকয়টি ঘটনা উল্লেখ করেছি, সেগুলো পোষ্টের মতই লিখেছি, সোজা কথায় বলার চেষ্টা করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.