![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সবাই শেখ সাহেবের ৭ই মার্চের ভাষণটি বাজায়, সেটার কথাই বলেন; এমনকি, ১০ই জানুয়ারীতে উনার ৭ই মার্চের ভাষণটিই বাজানো হয়; ১০ জানুয়ারীর ভাষণটি কোথায়? সেটি সম্পর্কে মানুষের কি কোন কৌতুহল নেই? আওয়ামী লীগের উচিত সেই ভাষণটিকে সামনে নিয়ে আসা, সেটিকে তুলে ধরা।
৯ মাস পাকিস্তানী বাহিনী ও রাজাকারদের যৌথ হত্যাকান্ড, পাকী বাহিনীর নৃশংস নির্যাতন, অজানা ভবিষ্যত ও সকল অসহায়তার অবসান ঘটিয়ে মুক্টিযোদ্ধারা ও জনতা বিজয় চিনিয়ে আনেন; জাতি স্বাধীন হলেন, তারপরও জাতীর মাঝে একটা অস্হিরতা বিরাজ করছিলো, শেখ সাহবের প্রত্যাবর্তন ব্যতিত বিজয় পুরো হচ্ছিল না!
তিনি ফিরে এলেন ১০ জানুয়ারী, সেটি ছিল আরেকটি বিজয়; সেদিন শেখ সাহবে স্বাধীন দেশে পা রেখেছিলেন; তাঁর আবেগ, তাঁর প্রাপ্তি নিশ্চয় বিশাল ছিলো; সেদিন তিনি কি বলেছিলেন; কিভাবে তিনি নিজকে ব্যক্ত করেছিলেন? সেই কথাগুলো নিশ্চয় অনেক অনেক দামী হওয়ার কথা। ৭ই মার্চ ছিল ভয়ানক অশান্ত সময়, অসহযোগ আন্দোলন, অনেক অজানা বিষয় ছিল সামনে, অনেক বিষয় ছিল ভাবার, অনেক কিছুই তখনো জাতির সামনে পরিস্কার ছিলো না।
১০ই জানুয়ারী ছিল স্বাধীন দেশে, আপন গৃহের শান্ত প্রাংগণে ফিরে আসার দিন; শেখ সাহেবের জন্য বিজয়ের ১ম দিন; সেদিন জাতি নিশ্চয় অনেক বেশী শুনতে চেয়েছিলেন, সেদিন তিনি যা বলেছেন, সেটা অনেক বেশী আবেগের, অনেক বেশী অনুভুতির কথা, বিজয়ের কথা, একটি জাতির আগামীদিনের কথা, অনেক কষ্টের অবসানের ঘোষণা, জাতির বীরত্বের কথা, বিজয়ের ভাষণ; সেই ভাষণটি নিজের থেকেই অনেক বেশী গুরুত্বপুর্ণ হওয়ার কথা!
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনার কাছে ১০ই জানুয়ারীর ভাষণ আছে? থাকলে, প্রকাশ করুন।
২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
রানার ব্লগ বলেছেন: ১৯৭২ সালের বঙ্গবন্ধুর দেশে ফেরার পর ভাষণ।
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ রানা।
আগেও অনেকবার শুনেছিলাম, আবার শুনলাম
৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার কাছে নাই,সম্ভবত অনেক আগে টিভিতে একবার দেখেছিলাম।বঙ্গবন্ধু কেঁদেছিলেন।
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ব্লগার রাণা দিয়েছেন!
৪| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
নীলপরি বলেছেন: একটি জাতির আগামীদিনের কথা, অনেক কষ্টের অবসানের ঘোষণা, জাতির বীরত্বের কথা, বিজয়ের ভাষণ; সেই ভাষণটি নিজের থেকেই অনেক বেশী গুরুত্বপুর্ণ হওয়ার কথা! --
একমত ।
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমার ধারণা, ১০ই জানুয়ারীর ভাষণই বেশী গুরুত্বপুর্ণ হওয়ার কথা, সেটা বিজয়ের ভাষণ।
৫| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: আজ একজন রিকোশাওয়ালা বললেন, ভাই 'ভাষন' নিয়ে কি কি হচ্ছে(!) এই সব আমার দরকার নাই। আমাকে কেউ বলেন পেয়াজের দাম কমেছে কিনা?
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
রিক্সা ড্রাইবারের পৃথিবী এতটুকুই; সে পড়ালেখার সুযোগ পায়নি, তার কোন মৌলিক অধিকার আছে কিনা সে জানে না; সে যেই পরিমাণ শ্রম দিচ্ছে বিনিময়ে যে জীবন পাচ্ছে, সেটাতে সে সুখী হতে পারছে না; ফলে, ভাষণ নিয়ে টার আগ্রহ থাকার কথা নয়; ভাষণ নিয়ে তোফায়েল ভাই, ওবায়দুল কাদের, কর্ণেল ফারুক, সালমান রহমান মাথা ঘামাবে।
৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
এস প্রামানিক বলেছেন: বেশ ভাল লিখেছেন !
ধন্যবাদ
০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আসলে, ফিরে আসার পর উনি যে ভাষণ দিয়েছিলেন, সেটা ছিল খুবই ইমোশানেল; সেটাতে উনি বলেছিলেন যে, সুস্হ হবার পর, আরেকটা ভাষণ দেবেন; মানুষ আশা করেছিল যে, উনি পরবর্তী ভাষণে দেশের জন্য রোডম্যাপ দেবেন, সেটা পরে আর ঘটেনি; তিনি মানুষকে দেশ গড়ার জন্য নিযুক্ত করেননি।
৭| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:০১
ধ্রুবক আলো বলেছেন: জাতির বীরত্বের কথা, বিজয়ের ভাষণ; সেই ভাষণটি নিজের থেকেই অনেক বেশী গুরুত্বপুর্ণ হওয়ার কথা!
ভালো বলেছেন।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
আসলে ১০ই জানুয়ারী বা তারপরে, জাতিকে উৎসাহিত করতে একটি "বিজয়ের ভাষণ" দেয়ার দরকার ছিলো; তারপর, জাতিকে কাজে লাগানোর পদক্ষেপ নেয়ার দরকার ছিলো; সেগুলোর কোনটাই করা হয়ে উঠেনি
৮| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি ফিরে আসাতেই তখন জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন তাঁর ভাষণের চাইতে মূখ্য ছিল ফেরত আসাটা। ভাষণে তিনি রবীন্দ্রনাথের কথাকে ভুল বলে বাঙালীকে আরো উপরে তুলেছেন। পরবর্তীতে তিনি দেশ চালনায় মনোনিবেশ করেন...
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
রবী ঠাকুর আজও ঠিক আছে, শেখ সাহেব রবী ঠাকুরকে কম বুঝতেন; আসলে, রবি ঠাকুর উনার মতো বাংগালীকে লক্ষ্য করে বলেছিলেন, চাষীবাসীদের উদ্দেশ্য বলেননি; উনার বেলায়, রবী ঠাকুর ২০০% সঠিক ছিলেন।
৯| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:২৭
নীহার দত্ত বলেছেন: এক ভাষণ প্রায় প্রতিদিনই শুনলে তার মাহাত্ম্যকথা কমে যায়
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
উনার ভাষনকে পুঁজি করে আওয়ামী লীগের কয়েক জেনারেশন দেশ চালায়ে গেলো ইতিমধ্যই; ভাষণে ইমোশান ছিল, বস্তু ছিলো না।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ঠিকই বলেছেন। আমার কাছে দুটা ভাষণই সমান গুরুত্বপূর্ণ বলে মনে হয়।ধন্যবাদ।