নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের রাজনীতি নিয়ে জাতি পুরোপুরি হতাশ, মানুষ লতাপাতাকেও বৃক্ষ ভাবছেন

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩



আওয়ামী লীগ সেক্রেটারী ওবায়দুল কাদের ও বিএনপি সেক্রেটারী মির্জা ফখরুলের মাঝে সৈয়দপুর না মৈয়দপুরের এয়ারপোর্টে দেখা হয়েছে; তারা পরস্পরের সাথে সালাম বিনিয়ময় করেছেন, ২/৪ বাক্যে কেমন আছেন টাছেন, ইত্যাদি বলেছেন; সেটা এখন দেশের মিডিয়া ও মানুষের জন্য বিরাট খবর; মনে হচ্ছে, যেন এই ২ জনের সামান্য হ্যালো ম্যালো বাংলাদেশকে স্বর্গে পরিণত করবে, বিএনপি ও আওয়ামী লীগের ভয়ংকর সম্পর্ককে ভালোবাসায় পরিণত করবে; আসলে, এগুলো কিছুই না, মানুষ চরম হতাশার মাঝে থাকায়, সামান্য লতাপাতাকেও বৃক্ষ ভেবে নিজকে নিজে শান্ত্বনা দিচ্ছে!

এরা ২ জন জাতিকে কোনভাবে রাজনৈতিক অস্হিরতা থেকে মুক্ত করতে পারবেন না; কারণ, এদের ২ জনের মাঝে ১ জনও রাজনীতিবিদ নন; মনে আছে, ওবায়দুল কাদের সাহেব কোন এক সিভিল ইন্জিনিয়ারকে রাস্তায় সবার সামনে থাপ্পড় মেরেছিলেন? উনি রাজনীতিবিদ হলে, এই ধরণের কাজ কখনো করতেন না; উনি থাপ্পড় মারাতে উনার পদোন্নতি হয়েছে, আওয়ামী লীগের সেক্রেটারী হয়েছেন! মির্জা ফখরুল কখনো রাজনৈতিক একটা বাক্য বলেননি এই জীবনে, উনি বলেছেন আওয়ামী লীগ কি অন্যায় করছে, আর বেগম জিয়া ক্ষমতায় এলে কি করবেন; এগুলো রাজনীতি নয়; রাজনীতি হলো দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ও জাতির জীবনযাত্রার মানোন্নয়নের জন্য রাজনৈতিক ভাবনা ও রাজনৈতিক পদক্ষেপ নেয়া। ফখরুল সাহেব এত দুর্বল যে, বেগম জিয়া উনাকে সেক্রেটারীর পদে ৫ বছর অস্হায়ী করে রেখেছিলেন।

ওবায়দুল কাদের সাহেব, এয়ারপোর্টে হ্যালো ম্যালো বলার সময় বলেছেন যে, যেহেতু উনারা ২ জনেই রাজনীতি করেন, তাদের মাঝে আলাপ হওয়ার দরকার আছে, এবং হবে।

বিএনপি-আওয়ামী লীগের আলোচনার কথা উঠে, আলোচনা হয় না কেন? আসলে, এই ২ দলের মাঝে আলোচনার 'কোন বিষয় কোনদিন ছিল না, আজও নেই'; দল ২টি'র একেবারে উপরের লেভেলে সম্পর্ক শত্রতার লেভেলে বিদ্যমান, যেখানে আলোচনা কোন সমাধান নয়, পরাজিত করাই একমাত্র উদ্দেশ্য। আওয়ামী লীগ ও বিএনপি শুধুমাত্র নির্বাচনের আগে আলোচনা করতে চায়, যেটার উদ্দেশ্য হলো, কে কাকে কৌশলে পরাজিত করে, নির্বাচনে জয়ী হতে পারবে। বিপক্ষ দলকে পরাজিত করার ফন্দিই যদি আলোচনার মুল কারণ হয়ে থাকে, এই ২ দলের মাঝে কোন গাধা আছে কিনা, যিনি এই ধরণের আলোচনায় বসবেন, কিংবা আলোচনা চালিয়ে যাবেন?

নির্বাচনের আগে, আওয়ামী-বিএনপি'র আলোচনার কথা প্রথমে আসে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ সমুহ থেকে; ওরা মনে করেছে যে, এই ২ দল বসে যদি আলোচনা করে, একটি সুস্হ নির্বাচন সম্ভব; কিন্তু তারা জানে না, এরা বসতে চাইবে সমাধানের জন্য নয়, অন্যকে কৌশলে পরাজিত করার জন্য। এরপরে, আলোচনার কথা আসে বাংলাদেশের তথাকথিত "বুদ্ধিজীবিদের" থেকে; আসলে, বাংলাদেশে বুদ্ধিজীবি নেই; যারা এটা সেটা করে কাউয়া থেকে ময়ুর সাজেন, তারা নিজেদের বিজ্ঞতার প্রচার ও নিজেদের দেশ-প্রেমিক সাজাতে এসব কথা বলে থাকেন; তারা জানেন যে, আওয়ামী-বিএনপি বৈঠক হবে না। এরপরে আলোচনার কথা আসে আওয়ামী লীগ ও বিএনপি হতে, এখানে তারা দেখাতে চায় যে, তারা রাজনীতিবিদ, তারা সমঝোতায় বিশ্বাস করে, শুধু অন্য পক্ষের ষড়যন্ত্রের জন্য বসা সম্ভব হচ্ছে না, ২ দলই এখানে বিজয়ী।

জাতি "আলোচনা" নামক রাজনৈতিক রম্য থেকে বন্চিত হচ্ছেন দীর্ঘদিন; বিএনপি'র রিজভী সাহেব ও আওয়ামী লীগের ড: হাছানের মাঝে প্রথমিক একটা আলোচনা হলে জাতি কিছুদিন রাজনীতিকে মনেপ্রাণে অনুভব করতে পারতেন!

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তারা উভয়ে উভয়ের থেকে বুদ্ধিমান ও জ্ঞানী
মনে করেন।
নিজেদের হামবাড়া ভাব হ্রাস করতে না পারলে
কখনোই সমস্যার সমাধান করা সম্ভব নয়।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


আসলে এরা হলেন দলের সংগঠক, দলকে সাজান, দলের লোকদের পদ ইত্যাদি দেন, এরা এখনো নিজেদের রাজনীতিবিদ হিসেবে তুলে ধরতে পারেননি।

২| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: গাজী ভাই শিরোনামে মনে হয় ভুল আছে ঠিক করে দিন।
রাসজনৈতিক < রাজনৈতিক।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পিলাচ দিলাম।

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

চাঁদগাজী বলেছেন:


যা ভাবছি, সেটা সঠিক কিনা কে জানে!

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এদেশের চলমান রাজনৈতিক সমীক্ষা হলো-

সরকারী দল-বিরোধী দল = সমালোচনা+গালাগালি।

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:


এরা প্রফেশানেল রাজনীতিবিদ নন, এরা দলের কর্মকর্তা, দলের সংগঠক

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

ডা: মেহেদী হাসান বলেছেন: অসাধারন লিখেছেন.।

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

চাঁদগাজী বলেছেন:


এগুলো অনেকটা প্যটার্ণের মতো

৬| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

ঢাকাবাসী বলেছেন: আলোচন টনা ফালতু, মুল কথা হল ক্ষমতায় যাওয়া, এর সাথে জনগনের বা জনকল্যানের কোন সম্পর্ক নেই।
দেশে জমির প্রচন্ড অভাব তবু ১৫০০ একর জমির মাঝে ১৫০০০ কোটি টাকা খরচ করে বরিশালে কি যেন একটা বানাবে!

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


সরকার উপনিবেশের মতো, তারা যা মনে করছে, তাই করছে, মানুষের মতামত, সম্পৃক্ততার কথা ভুলেও বলছে না।

৭| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

জাহিদ অনিক বলেছেন:

কি করবে মানুষ ! ভালো কিছু হবে এই আশায় থাকতে ভালোবাসে।
যদিও কিছুই হবে না।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


সেটাই এদের পণ্য, আশা দিয়ে, মুলা দিয়ে শ্রমিক মৌমাছিদের বাঁচিয়ে রাখা

৮| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

বানেসা পরী বলেছেন: এসব নিউজ হাইলাইট হতে দেখলে রাগ লাগে।
রাজনৈতিক ময়দান ছাড়া প্রতিটা দলের নেতাদের এমনকি তাদের পরিবারের মধ্যকার ব্যক্তিগত দহরম মহরমের কমতি নেই। তখন কোন দলীয় বা বিরোধী দলীয় বলে কোন ব্যপার থাকে না।
জনগণের সামনেই যত রং ঢং মার্কা আচরণ!
রাজনীতি তাদের বিজনেস, তাই পাবলিকলি তারা অভিনয় করে এই যা।
সেদিন যে কথা বলেছে এটাও আরেকটি ভাওতাবাজি ছাড়া কিছুই না।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



এরা একটা শ্রেণী, এগুলো এদের ব্যবসা

৯| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

ব্লগ সার্চম্যান বলেছেন: ব্লগার জাহিদ অনিক ঠিক বলেছেন।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


কয়েক কোটী বাংগালী জাহিদ অনিকের মতোই বুঝতে পারছেন, আর মির্জা সাহেব ও ওবায়দুল কাদেরেরা মুলার চাষ করছেন।

১০| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টে যদি কেউ হাউকাউ মন্তব্য করে তবে আপনার কেমন অনুভুত হবে?

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আমার কাছে সব ধরণের মন্তব্যই কোন না কোন ধরণের অর্থ বহন করে, কোন মন্তব্যই হাউকাউ মনে হয়নি।

১১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আমরাতো হুজুগে ভাই!!!


তাই আমাদের কাছে আধসের হ্যালো ম্যালো তিন মনের সমান মনে হয়!!!


২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যা চলছে, এগুলো সংঘবদ্ধভাবে দেশ চালানোর ব্যবসা; এগুলো রাজনীতি নয়।

১২| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

দয়িতা সরকার বলেছেন: বিএনপি, লীগ এদের আচরণ সম্পর্কে খুব সাধারণ মানুষেরও একটা ধারনা আছে কিন্তু এই ব্লগে অতি শিক্ষিত কিছু ব্লগারও যখন অতিমাত্ত্রায় নির্দিষ্ট দল সম্পর্কে তোষামোদ করে , দেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে তা বুঝতে কষ্ট হয় ।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



একটিভ ব্লগারের সংখ্যা ৫০০ শতের মতো, ভোটার ১০ কোটী; ব্লগে কোন দলের ৫০০ জন থাকলেও কালকে কিছু ঘটবে না; আপনি অশান্ত হওয়ার কারণ নেই।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নূর-ই-হাফসা বলেছেন: এখন রাজনীতির অর্থ বদলে গেছে । কেউ জনগনের ভালোর জন্য রাজনীতি করে না । সবাই নিজ স্বার্থের জন্য রাজনীতি করে ।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


শুধু নিজের জন্য করলেও চলতো, ১৪ গোষ্ঠীকে চালানোর মত সম্পদ দখল করছেন রাজনীতির নামে।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনাদের দোষ নেই। দোষ হল তেলাপেকাও পাখি হওয়া সাংবাদিকরা। এরাই এসব হাইপ তৈরি করে। টক শো-তে মুখে ফেনা তুলবে এই ঘটনা নিয়ে। মনে আছে একবার ১/১১ সরকারের সময় হাসিনা খালেদার মুখোমুখি হওয়া নিয়ে আমরা বেকুবরা কত তাফালিং করেছিলাম? বাংলাদেশের জনগণ অসহায় হয়ে গিয়েছে দুই পরিবারের কাছে...

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


পেছনে কারণও আছে; মানুষ যত সহজভাবে শেখ সাহেবের মৃত্যুকে নিয়েছেন, শেখ হাসিনা ওভাবে নেনি।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশকে সঠিক পথে আনতে হলে নেতৃত্বস্থানীয়দের সামনে এগিয়ে আসতে হবে। মিডিয়াতে চামচা রাজনীতিবিদদের বেশী ফোকাস করা যাবে না। টক শো-তে চামচাদের আমন্ত্রণ জানানো যাবে না। উপাচার্যদের বলতে হবে, ক্যাম্পাসে কোন শিক্ষক/ছাত্র রাজনীতি থাকবে না। মন্ত্রীদের সৎ হতে হবে। পুলিশকে সৎ হতে হবে। বন্দরে মাদারীপুরের লোক আর পুলিশে গোপালগঞ্জের লোক বেশী থাকলে দেশ কীভাবে লাইনে থাকবে?

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


ছোট বাচ্ছা কাদার মাঝে খেলে ঘরে ফিরে, কিন্তু সে কাদামুক্ত হতে জানে না; আও্য়ামী লীগ ও বিএনপি দেশকে যেই সিষ্টমের মাঝে নিয়ে গেছে, ওরা নিজেরা সেখান থেকে দেশকে সঠিক যায়গায় আনতে পারবে না।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪

শিখণ্ডী বলেছেন: আমজনতা নেতাদের হাই, হ্যালোতেই বহু কিছু ভাবতে শুরু করেছে; এত বেশি আশা করা বোকামি। আবার এর পেছনে ভিন্ন একটি বার্তাও আছে--সাধারণ মানুষ নেতাদের কাছে শিষ্টতা প্রত্যাশা করে, তাদের ওভাবে দেখলে খুশি হয়। যদিও নেতারা উহা কর্ণপাত করে না।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



মানুষ খুশী যে, এয়ারপোর্টে মারামারি হয়নি; ফখরুল কিন্ত সকালবেলা একত্রে যায়নি পাতি নেতাদের ভয়ে।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হাইকোর্ট-সুপ্রিমকোর্ট এত রুল জারি করে। দুই দলের মাঝে আলোচনার জন্য একটা রুল জারি করে না।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:


কারণ, হাইকোর্টটা সরকারী দলের দখলে থাকে।

১৮| ২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আও্য়ামী লীগ ও বিএনপি দেশকে যেই সিষ্টমের মাঝে নিয়ে গেছে, ওরা নিজেরা সেখান থেকে দেশকে সঠিক যায়গায় আনতে পারবে না।
তাহলে মনে হয় আমাদের আর আলোচনা করে শক্তি ক্ষয় করার দরকার নেই...

২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে ওদের প্যাটার্ণ বুঝতে হচ্ছে, তারপর শুধু সেটাকে পরিত্যাগ করতে সহজ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.