![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আজকের দিনে ক্যাপিটেলিষ্ট দেশে থাকলে, আপনাকে আশেপাশের লোকজনের সমপক্ষ হতে হলে, কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অবধি পড়ার ক্ষমতা থাকতে হবে, গড়ে মানানসই একটা চাকুরী থাকতে হবে; ডাক্তারের কাছে যাবার মত ইনস্যুরেন্স থাকতে হবে, বাড়ী কেনার মতো, কিংবা রেন্টে থাকার মতো আয় করতে হবে, একটা গাড়ীও দরকার হতে পারে; এর থেকে কম থাকলে, আপনি দরিদ্র; ক্যাপিটেলিজমে দরিদ্র মানে পরাজিত; এখানে সবাই প্রতিযোগীতায় আছে, কেহ আপনার জন্য নিজের আয় থেকে কিছু ব্যয় করতে চাইবে না; শুধু সরকারেরা দরিদ্রদের জন্য আপনার আয় থেকে সামান্য পরিমাণ দরিদ্রদের দেবে, যাতে তারা আজীবন দরিদ্র থাকতে পারে।
ক্যাপিটেলিজমের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে জাপানে, যারা গড়ে আয় করছে, তারা সংসার চালানোর মতো আয় করতে পারবে না ভেবে বিয়ে করতে পারছে না; জাপানে জন্মের হার খুবই কমে গেছে, তাদর কার্যোক্ষম তরুণের অভাব দেখা দিয়েছে।
আজকে সারা বিশ্বকে গ্রাস করেছে ক্যাপিটেলিজম; সোভিয়েত ইউনিয়ন ভেংগে গালাকাটা ক্যাপিটেলিজমের জন্ম হয়েছে সেখানে; চীনে সোস্যালিজম এক ভয়ংকর ক্যাপিটেলিজমে পরিণত হয়েছে, যেটা আমেরিকা বা অন্য ক্যাপিটেলিজম থেকে বেশী এগ্রেসিভ। এই ক্যাপিটেলিজমের যুগে, আপনি যদি ক্যাপিটেলিজমে বিশ্বাসী হয়ে থাকেন, এবং আপনি যদি দরিদ্র হয়ে থাকেন, বুঝতে হবে যে, আপনি মোটামুটি পরাজিত।
ক্যাপিটেলিজমে, যারা ভালো আয় করেন, সরকার তাদের থেকে ট্যাক্স নিয়ে দরিদ্রদের দেয়াতে, ভালো পজিসনের লোকেরা দরিদ্রদের খুবই নীচু চোখে দেখে; একই সাথে, যারা সরকারী সাহায্য নিয়ে বেঁচে থাকে, ক্রমেই তাদের মনের জোর কমতে থাকে, নিজের থেকেই তারা নিজকে পরাজিত মনে করতে থাকে, তারা আলাদা শ্রেণীতে চলে যায়, তারা সমাজ থেকে লুকিয়ে থাকার চেস্টা করে, তাদের কন্ঠস্বর নীচু হয়ে আসে, তারা ভোট দিতে যায় না, সমাজের পরিবর্তন আনায় তাদের ভুমিকা থাকে না।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
বিশ্বে সোস্যালিজম ও ক্যাপিটেলিজমের সমন্ময় ঘটছে ইউরোপে ও কানাডায়।
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপিটালিজমের সবচেয়ে দুর্বল দিকটাই আপনি তুলে ধরেছেন এই লেখায়।
ধন্যবাদ ভাই চাঁদগাজী।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
ক্যাপিটেলিজমে দরিদ্রের জন্য কিছু নেই, তলানীতে থাকতে হবে; সেখান থেকে উঠে আসার শক্তি হারায়ে ফলে বেশীর ভাগ দরিদ্র মানুষ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ক্যাপিটালিজমের সংজ্ঞাটা বড়ই গোলমেলে। পৃথিবী'র সব আইডোলজিও'র ধারক-বাহকদেরই এর অনুসারী হতে দেখা যায়।
এমনকি, ব্যক্তিপর্যায়ে অনেক কমিউনিস্টই ক্যাপিটালিস্ট।
যেমন- বাংলাদেশে কিউবার বর্তমান কিউবার কন্সুলার।
উনি একজন ক্যাপিটালিস্ট কমিউনিস্ট।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
কিউবায় এখন ক্যাপিটেলিজম চালু হয়েছে; সিস্টেম পরিবর্তনের সময় যারা ক্ষমতায় থেকে, তারা সব দখল করে নেয়; সেটা ঘটেছে রাশিয়ায় ও চীনেও
৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি যার কথা বলছি, উনি ফিডেল ক্যাস্ট্রোর আমল থেকে বাংলাদেশে কন্সুলার।
ফিডেল ক্যাস্ট্রোর বন্ধু।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
এটা তা'হলে বেশ ভাবার বিষয়; ফিডেল নিজে খুবই সাদাসিদা জীবন যাপন করেছেন।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: Thank you.
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং জগতে স্বাগতম।
দেখেন, ক্যাপিটেলিজমে কোন সারিতে আছেন!
৬| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
শামচুল হক বলেছেন: ঠিকই বলেছেন গাজী ভাই ক্যাপিটেলিজমের কাছে গরীবরা পরাজিত।
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
ক্যাপিটেলিজম গরীবদের মন পরাজিত ইচ্ছাশক্তিকে ক্রমেই অভ্যাসে পরিণত করে
৭| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮
নূর-ই-হাফসা বলেছেন: তাহলে তো সেই হিসেবে আমাদের দেশ কিছুটা ভালো বলা যায় ।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সরকার সবার থেকে ট্যাক্স নেয় না, ফলে সরাসরি মানুষ ২ ভাগে বিভক্ত এখনো হয়নি; ধনীরা সবাই ট্যাক্স দেয়ার শুরু করলে, তাদের দাপট বাড়বে।
বাংলাদেশে গলাকাটা ক্যাপিটেলিজম শুরু হয়েছে ১৯৭৬ সাল থেকে; ভালো থাকলে ভালো; দেখতে হবে আপনি কোনখানে আছেন
৮| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮
ধ্রুবক আলো বলেছেন: বাংলাদেশেও কি এর প্রভাব পরছে না!!
আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকারের অভাব নেই এবং এর মোটামুটি পরাজিত।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
এটাই লক্ষণ, তবে এসব বেকারদের যখন সামান্য ভাতা দেয়ার শুরু করবে, এরা সেই টাকায় বেঁচে থাকার চেস্টা করবে, ক্রমেই হতাশ হয়ে যাবে, জীবনে উঠে দাঁড়ানো তখন মুশকিল হয়ে যাবে। আমেরিকায় বৃটেশ যারা পেছনে পড়ে গেছে, তারা মিডিয়া ইত্যাদিতে তেমন নেই।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২
কবির আহমেদ (কবির) বলেছেন: একটি বিশেষ শ্রেণীর মানুষের কাছে সারা বিশ্বের মানুষ শোষিত হচ্ছে একইভাবে আমাদের দেশের কিছু মানুষের কাছেও আমাদের দেশের মানুষ শোষিত হচ্ছে। রাষ্ট্রও শুধু চেয়ে চেয়ে দেখছে। রাষ্ট্রের যেন কোন দায় নেই।
আপনার লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আসলে রাস্ট্র চেয়ে চেয়ে দেখছে না, রাষ্ট্রটা ওদের, ওদের লোকেরা প্রশাসন চালাচ্ছে; তারা ধরে নিয়েছে যে সবার জন্য রাষ্ট্র সবকিছু করতে পারবে না।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই ভাই। এক ভাই মেধাবী হয়ে ব্যাংকার। আরেক ভাই ফেল করে সাধারণ চাকুরি। বিয়ের পর এক ভাই ফ্ল্যাটে আরেক ভাই ভাড়া বাসায়। এক ভাইয়ের বেতন ৮০০০০ আরেক ভাই ৮০০০ টাকা। কিন্তু ধনী ভাই গরীব ভাইকে সাহায্য করে না বা করতে চায় না...
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪
চাঁদগাজী বলেছেন:
যদিও ব্যাংকার বেশী আয় করে, সে ক্যাপিটেলিজমের সব লাক্সারী ভোগ করতে চায়, সে নিজের শ্রেণী থেকে উপরের লোকদের সাাথে চলতে চায়, পেছনে ফিরার কথা ভুলে যায়; এটা ক্যাপিটেলিজমের একটা প্রভাব
১১| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
আমার আব্বা বলেছেন: পৃথিবীজোরা খ্যাতি হবে আপনার, আপনাকে নিয়ে গর্ব হবে আমাদের
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
এগুলো নতুন কোন বিষয় নয়, মানুষ দেখছে এগুলো গত ২০০ বছর; বাংলাগালীদের জন্য প্রথমবার ঘটছে।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
আবু তালেব শেখ বলেছেন: আপনার নামের সেইম একটা নিক দেখতে পাচ্ছি। চাঁদগাছি নামে
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমার নিক পছন্দ হয়েছে অনেকেরই।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু সরকারেরা দরিদ্রদের জন্য আপনার আয় থেকে সামান্য পরিমাণ দরিদ্রদের দেবে, যাতে তারা আজীবন দরিদ্র থাকতে পারে।
একদম মনের কথা কইছেন ভাই সরকার আর একশ্রেণীর ধনী ব্যক্তিরা আছেন,যারা কখনই মনে প্রাণে চান না যে দরিদ্র লোকেরা কখনও তাদের সমতুল্য হোক।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
ক্যাপিটেলিজমের প্রতিযোগীতা সেখানে, ধনীরা অন্যদেরকে জোর করে হলেও দরিদ্র করে রাখতে চায়।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২১
প্রামানিক বলেছেন: ক্যাপিটেলিজম নিয়ে চমৎকার একটি পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৫
চাঁদগাজী বলেছেন:
ক্যাপিটেলিজম মানুষে মানুষে প্রতিযোগীতার সৃস্টি করে, এবং সেটা এক সময় অসম পর্যায়ে চলে যায়।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১৯
ডঃ এম এ আলী বলেছেন: সারা জগতে যে পরিমান সম্পদ আছে তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে বিশ্বের ৭০০ কোটি মানুষের সকলেই ক্যাপিটালিষ্ট হয়ে যেতে পারবে ।
২৫ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
সম্পদ আছে, উহার মালিকও আছে; ফলে, সবার জন্য কাজে লাগানোর সুযোগ ক্যাপিটেলিজমে নেই।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শ্রেনি বিভেদের কারনে ক্যাপিটালিজম, নাকি ক্যাপিটালিজমের কারনে শ্রেনি বিভেদ? তবে একটা আরেক্টার পরিপুরক।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো একটা আরেকটার সৃষ্টিকারী; দেখতে হবে যে, যারা বেশী সম্পদের মালিক, তারা বাকীদের ঠকাচ্ছে কিনা, বাকীদের উন্নয়নে বাধার সৃস্টি করছে কিনা। ক্যাপিটেলিজমে, নীচের ভাগ সব ধরণের সুযোগ হারিয়ে ফেলে ও প্রতিযোগীতা অসম রূপ নেয়।
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে তো সরকার জাপানে লোক পাঠাতে পারে। আমাদের দেশের লোক কিছু কমবে। ওরাও সস্তায় কাজ করাতে পারবে।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
জাপানে প্রচুর বাংগালী কাজ করছেন, ওরা লোকজন টেকনিক্যাল লোকজন নেয়।
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যেহেতু বিয়ে করতে পারছে না সেহেতু সামনে আরোও লোকজন লাগবে। তবে আপনি ঠিকই বলেছেন। বাইরে বেশিরভাগ অদক্ষরাই যাই। দক্ষরা ইউরোপ,আমেরিকা টার্গেট করে। জাপানে লোক লাগলেও অন্য দেশ থেকে নিবে। আমাদের আশা নাই।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
জাপানে যারা পড়তে যায়, তারা মোটামুটি সবাই থেকে যায়; জাপান মালয়েশিয়া, ফিলিপাইন থেকে টেকনিক্যাল ও ম্যানুফেকচারিং এ লোক নেয়; বাংগালীরা হয়তো সফটওয়ারে চেষ্টা করতে পারে।
১৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
তারেক ফাহিম বলেছেন: ক্যাপিটেলিজম একসময় মানুষকে অভ্যাসে পরিণত করে।
আপনার ব্লগ জনপ্রিয়তা বেড়েছে সমনিকেই বুঝা যায়।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা মনের দিক থেকে ক্যাপিটেলিজমে বিশ্বাস করেন; কিন্তু দু:খের বিষয়, ৬০ ভাগ বাংগালী এখনো খুবই দরিদ্র; ফলে, এরা মোটামুটিভাবে নিজেদের বাংগালী ভাইদের কাছে পরাজিত হয়েছেন ।
২০| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশে সমস্যাটা তো আরো প্রকট।
এ ক লোক সরকারী চাকরি পেল। সে তার বেতন তুলতে গেল। বেতন দেনেওয়ালা ও ঘুষ চায়। অথচ দুজনেই সরকারী চাকরি করনেওয়ালা।
সবার আগে চাই সমাজ তন্ত্র। এ কথা বলার লোক কম।
২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সরকারী চাকুরীতে গেলে মানুষ মগজ হারিয়ে পশুতে পরিণত হয়
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
রাজীব নুর বলেছেন: পৃথিবীতে এখন মূলত দুইটি বড় ধারা- ক্যাপিটালিজম আর কমিউনিজম।