![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বর্তমান বিশ্বে, শতকরা ৭০ জন মানুষ ধর্মে বিশ্বাসী কিংবা ধর্মের ট্রেডিশনের সাথে যুক্ত; ফলে ধর্ম নিয়ে আলোচনা একটি বিরাট আলোচনা। বাংলা ব্লগের শুরুতে এটি ছিল বিশাল বড় বিষয়; প্রথমবারের মতো ব্লগারেরা ধর্মের সুফল, কুফল ও মানব সমাজে তার প্রভাব নিয়ে রিয়েল টাইমে আলোচনার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সব আলোচনায়ই এক সময় তিক্ততার জন্ম দিতো; কারণ, বাংগালী ব্লগারেরা তর্কে লজিক ও এনালাইটিক্যাল ভাবনার চেয়ে, তর্কের খাতিরে তর্ক করতেন, কথার পিঠে কথা বলতেন; ফলে, তর্কে শুরু ও শেষের মাঝে কোন মিল খুঁজে পাওয়া যেতো না, এবং ধর্ম নিয়ে আলোচনা আজও একই রূপ নিচ্ছে, তিক্ততা।
ব্লগের এই তিক্ততা ২০১৩ সালে ভয়ংকর রূপ নেয়; সেই সময়, ব্লগারদের ধর্ম নিয়ে আললোচনাকে নাস্তিকতার প্রচার হিসেবে নেয় ব্লগের বাহিরের লোকেরা, বিশেষ করে হেফাজতের লোকেরা; ব্লগিং সম্পর্কে ওদের ধারণা থাকার কথা নয়, আজও নেই; কিন্তু ওরা প্রচার করে যে, ব্লগারদের মুল কাজ হলো ইসলাম বিরোধী আলোচনা; কারণ, ধর্ম বলতে ওরা ইসলামকেই বুঝে।
তাদের এই ভুল ধরণার মাঝে ঘি ঢালেন আমাদের মহান নেত্রী বেগম জিয়া, তিনি হেজাজতের লোকদের সাথে ঘোষনা দেন যে, ব্লগারেরা নাস্তিক; এটি ছিল বেগম জিয়ার পক্ষ থেকে আধুনিক জ্ঞানের বিপক্ষে সর্বোচ্চ ফতোয়া। উনাকে অনুসরণ করে আসে হেফাজত প্রধান মোল্লা শফি সাহেবের ফতোয়া; মোল্লা সাহেব থেকে এই ধরণের কিছু এলে সমস্যা ছিলো না, উনাকে মানুষ চেনে। এরপর আরো ক্ষতিকর ভুমিকা পালন করে তথাকথিত ক্রিমিনাল সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি মিডিয়ায় প্রকাশ করেন যে, ব্লগারেরা নাস্তিক।
ব্লগ সম্পর্কে সাধারণ মানুষের এসব ভুল ধরণা এখনো মোটেই কমে আসেনি, বরং বাড়ছে; কারণ, বাংগালীরা ক্রমেই নিজকে বেশী বেশী ধর্মিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতায় নেমেছে; দেশের বিশৃংখলা, পড়ালেখার নীচুমান, বেকারত্ব, সমাজের বিচারহীনতা মানুষকে রাষ্ট্র ও সমাজের বদলে ধর্মের উপর বেশী নির্ভরশীল করে তুলছে। এই অবস্হায় ধর্ম নিয়ে আলোচনা, সমালোচনা তারা দেখতে চাহে না।
মানব সমাজের সব উন্নতির মুলে রয়েছে মানুষের এনালাইকটিক্যাল জ্ঞান, সায়েন্টিক মনন ও রিসার্চ, এই বিশ্ব নিয়ে সঠিক ভাবনাচিন্তা, জ্ঞান নিয়ে আলোচনা। আলোচনা ব্যতিত কোন ধারণাই সঠিক রূপ ধারণ করতে পারে না; কিন্তু বাংলাদেশের বিশেষ পরিস্হিতির কারণে, ব্লগে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা না করলেই ভালো হবে।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
রেফারেন্স দেয়ার ক্ষমতা সবার সমান নয়, একই বই পড়ে কেহ অংকে ২০ পায়, আরেকজন ৯৮ পায় পরীক্ষায়; ধর্ম অংকের মতো লজিক্যাল নয়, সেখানে রেফারেন্সের লজিক খুব বেশী নেই, যে যেভাবে বুঝেন, সেইভাবে দেন।
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: চোর নিরোধের জন্য মূল ব্লগের কপিপেষ্ট বন্ধ রাখায় বিরক্ত বোধ করছি। চাইছিলাম আপনার পোষ্টের কিছুটা কোড করতে পারলাম না.........ব্লগাররা নাস্তিক বলে যারা তেতুল হুজুরদের লেলিয়ে দিয়ে আমাদের ব্লগগুলোর ক্ষি করে চলেছে তাদের প্রতি রইল আমার শুধই ঘৃণা।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
কিন্ত দেশে হেফাজতের লোকেরা বাড়ছে, ব্লগারদের অনুপাত সেই তুলনায় কম।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন:
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
কফি পছন্দ করেন? এক সময় এক সংগে ঢাকা আড্ডা দিতে হবে।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুম ঠিক, ধর্মের পক্ষেই হোক আর বিপক্ষেই হোক, ব্লগে এসব পোস্ট না দেয়াই উচিত।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
আলোচনা হলে, কথা হবে; ব্লগে এই আলোচনা এই মহুর্তে কম হলে তেমন কিছু বদলাবে না।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
ডার্ক ম্যান বলেছেন: গণজাগরণ মঞ্চের জন্ম না হলে ব্লগাররা কখনো বিপদে পড়তেন না। তারা কখনোই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতেন না।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
গণজাগরণ মঞ্চের জন্ম হওয়াতে বেগম জিয়ার জন্ম হয় নাই নিশ্চয়, উনি ব্লগিং সম্পর্কে যতটুকু জানতেন, তা বলেছেন, আবারো বলবেন।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
ঘুমন্ত আমি বলেছেন: চিন্তাটা ভালো! এই মুহুর্তে এই ধরনের পোষ্ট কারোই না লেখাই ভালো।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর উপর আবার আঘাত আসার সম্ভাবনা দেখা দিচ্ছে
৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার মনে হয়, ধর্ম নিয়ে যে কোন লেখা ব্যান করা উচিৎ।
হাফিংটন পোস্ট যতই এ ধরণের লেখাকে বৈধ করুক না কেন, ওদের ফলো করতে হবে এমন কোন কথা নেই!!!
view this link
https://www.huffingtonpost.com/section/religion
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
ব্যান সব সময় প্রতিবাদ ও উৎসুক্যের সৃষ্টি করে; আমরা ইুরোপ, বা আমেরিকা নই
৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: ধর্ম নিয়ে ব্লগে আলোচনা করা অসুবিধা নয়, তবে ধর্মের বিপক্ষে কিছু লোক ধর্ম সম্বন্ধে ভালো করে না জেনেই খামাখাই প্রশ্ন ছুঁড়ে মারে যা ধর্মীয় লোকদেরকে আঘাত করে। ধর্ম সম্পর্কে ভালো জ্ঞানার্জন না করে খামাখাই প্রশ্ন ছুঁড়ে দিলেই ক্যাচাল লাগে।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
আলোচনা মানেই আলোচনা, সেখানে সবই আসে, সব কথাই হয়; বাংগালীরা আলোচনা করে, এক সময় সেটাকে তিক্ততা অবধি নিয়ে যায়
৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক, বলেছেন। খুব টেক্টফুলি কাজ করতে হবে যাতে সাপও মরে, লাঠিও যাতে না ভাঙ্গে।
হাফিংটন পোস্ট নিপাত যাক!
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
এনালাইটিক্যাল আলোচনায় সাপএবং লাঠি না থাকার কথা ছিল, থাকার কথা লজিক ও এনালাইটিজ্যাল বিশ্লেষণ; সেটা যখন হয় না, তখন সমসয়া দেখা দেয়।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১২
জেন রসি বলেছেন:
আফিম খেলে নেশা হয়। নেশা হলে মানুষের হিসাব থাকেনা। অনুভুতিও বেশী বেশী আঘাতপ্রাপ্ত হয়। আপনার স্টাইলে মন্তব্য করলাম।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
ষ্টাইল ঠিক আছে বলে মনে হয়, দেশের পরিবেশ বদল হচ্ছে।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায়- গুরুত্বপূর্ণ একটা পোষ্ট দিয়েছেন।
সহমত। ধন্যবাদ।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
ধর্ম নিয়ে আলাপ শুধু ইউরোপে ও আমেরিকায় চলে, অন্যত্র বেশ সমস্যা হয়; বাংলাদেশে মোটামুটি এখন অপ্রয়োজনীয় বিষয়।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
চোরা না শোনে ধর্মের কাহিনী ........................
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
আলোচনা বন্ধ হবে না; কারণ, ধর্ম হলো বিশাল আলোচনার মতো টপিক; তবে, সময় ও স্হানের কথা বিবেচনা করে, এই নিয়ে পোষ্ট না দিলে ভালো হবে।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বিবেকের চেয়ে মানুষ আবেগকেই বেশি প্রশ্রয় দেয়। ধর্ম নিয়ে আলোচনা সবসময়ই ঝুঁকিপূর্ণ!
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
সন্দেহ নেই
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫
ডার্ক ম্যান বলেছেন: খালেদা বা হাসিনা অথবা অন্য কোন রাজনীতিবিদদের ব্লগ সমপরকে কোন ধারণা ছিল না
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ব্লগিং করলে ভালো করতেন, ব্লগ উনাকে সাহায্য করতো, উনি নিজের বড় বড় ভুলগুলো সম্পর্কে ধারনা পেতেন; বেগম জিয়াকে কিছুই সাহায্য করতে পারবে না; উনার বেসিক দুর্বল
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০
হাফিজ হুসাইন বলেছেন: আমি মনে করি ব্লগে ধর্ম সম্পর্কে লেখা থাকা উচিত। তাতে ব্লগ এবং ব্লগার সম্পর্কে মানুষের নেতিবাচক ভুল ভাঙ্গবে। তবে একজন গুণী ব্লগার যেভাবে কোন পোষ্ট দিলে তার সুন্দর উপস্থাপন, গোছালো লেখা থাকে ঠিক সেভাবে ধর্মীয় পোষ্টের উপস্থাপন ই কাম্য।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
এটি বিশ্বের বড় আলোচিত বিষয়, এবং লেখা উচিত; কিন্তু বাংগালী ব্লগে তর্ক ও আলোচনা লজিক্যাল পথ অনুসরণ করে না, এবং ব্লগের বাহিরে ভুল সংবাদ যায়
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: কথাটা শুধু ধর্ম নিয়ে নয়, ধর্মের ব্যবসায়ীদের নিয়ে কোনও পোস্ট দেয়াও (অর্থাৎ হুজুরদের ও মাদ্রাসাগুলোকে উদ্দেশ্য করে বলা সত্য কথাও) ধর্ম অবমাননা হয়। এসব নিয়ে ব্লগে সোচ্চার কিছু প্রাণীও আছেন দেখলাম কয়েকদিনে।
আবার মুসলিম দেশগুলোর সুকীর্তি নিয়ে আলোচনাও এক অর্থে বিপজ্জনক।
সোজা কথায় বলুন নিরাপদ থাকতে চাইলে ব্লগে শুধু গল্প-কবিতা পোস্ট করে থাকতে হবে। আর মাঝে মাঝে সওয়াব কামাতে চাইলে হুজুরদের করা 'আমিন' জাতীয় পোস্টগুলোয় সুন্দর সুন্দর কমেন্ট করলেই জান্নাতের দরজা হাসিল।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমিন জাতীয় পোষ্টের শেষ হবে না; কারণ, ইসলাম ও খৃস্টান ধর্ম এখনো প্রচারিত হচ্ছে, অনেকেই একে ইবাদত ও দায়িত্ব হিসেবে নিয়েছেন।
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
তার ছিড়া আমি বলেছেন: প্রামানিক ভাই সুন্দর বলেছেন। ধন্যবাদ প্রামানিক ভাইকে।
ইসলাম ধর্ম বিদ্বেষীদের উচিৎ, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে ব্লগে এসে আলোচনা করা, মতামত পেশ করা। ডাক্তারী না পড়ে চিকিৎসা বিদ্যা নিয়ে আলোচনা করার কোন মানে হয় না।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
ইসলাম একটি ধর্ম, এটা একটা বিশ্বাস, বিশ্বাস লজিকের উপর নির্ভর করে না; ইহা নিয়ে তর্ক করলে উহা শুন্যতে শেষ হয়।
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
শামচুল হক বলেছেন: আস্তিক, নাস্তিক আর ধর্ম নিয়ে বিতর্ক জীবনেও শেষ হবে না।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
এগুলো আগামী কয়েক'শ বছর চলবে, তবে আলোচনার রূপ হবে অনেক বেশী ধরণের
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
নিরাপদ দেশ চাই বলেছেন: উন্নত বিশ্বের লোকেরা ধর্মবিশ্বাস যেহেতু সেন্সিটিভ ইস্যূ তাই অনলাইন, অফ্লাইন সর্বত্রই এই ইস্যূ এড়িয়ে চলে যাতে কোন দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতির সৃষ্টি না হয়।
তবে বকধার্মিকদের নিয়ে আলোচনার দরকার আছে। এর সমাজ ও দেশের শত্রু।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
ধর্ম যখন আছে, সেখানে সব ধরণের লোক আছে; বকদের নিয়ে আলাদা করে আলাপ করা সম্ভব নয়, কারণ বকেরা সাধারণমানুষকে জড়ায়ে ফেলে তাদের নিজের স্বার্থে
২০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: মুক্তমনাদের অনেকেই দেখতে পারে না । একপেশে উদাহারণ হয়ে গেল ।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
দোষ এসেছে ব্লগারদের উপরে; কোনটা কোনমণা বাংগালীরা সহজে নির্ণয় করতে সক্ষম হওয়ার কথা নয়।
২১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
যেই দেশে যেই নীতি
২২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
মহামোহপাধ্যায় বলেছেন: চাঁদগাজী ভাই যে কৌশলী পোষ্ট দেন সেটা আমি জানি। কৌশলে তিনি ঢুকিয়ে দেন নিজের কিছু একপাক্ষিক মতামত। এই যেমন তিনি বললেন খালেদাজিয়া নাকি কখন বলেছেন ব্লগারেরা নাস্তিক, তার মানে চাঁদগাজী ভাই বুঝাতে চেয়েছে খালেদাজিয়া সকল ব্লগারদের নাস্তিক বলেছে।
আসলে ব্যাপারটা এমন নয়। খালেদাজিয়া মূলত ব্লগে যারা সত্যিকারের নাস্তিক আছে বা ছিল এবং তারা তাদের মত প্রচার করে বা করত তাদের নাস্তিক বলেছেন।
আবার প্রিয় চাঁদগাজী ভাই মাহমুদর রহমানকে ক্রিমিনাল বললেন তিনিও নাকি একই মত প্রচার করেছিলেন, ব্যাপারটা কি আসলেই তাই? তারাতো আর সকল ব্লগারদের নাস্তিক বলে প্রচার করে নাই।
ব্যাক্তিগত ভাবে আমি সেসময়কার অনেক ঘটনা কাছ থেকে অবর্জাব করেছিলাম তাই বললাম।
আর কেউ যদি নাস্তিক হয়েও থাকে তাকে নাস্তিক বললে তো আরো তার গর্ব হওয়ারই কাথা।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি অবজারবেশন করেছেন বলে মনে হচ্ছে; আমিও তখন সব দেখেছি; পার্থক্য আপনার ও আমার অনুধাবণের মাঝে।
২৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
আমার আব্বা বলেছেন: স্যার আপনি কি আস্তিক, নাকি নাস্তিক
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগার
২৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনামের সাথে agree with disagree...
তবে আগে নাস্তিকতা পোস্ট বন্ধ করতে হবে, তারপর বুঝিয়ে না হয় ধর্ম বিষয়ক পোস্ট বন্ধ করা যেতে পারে। কিন্তু আধুনিক, প্রগতিশীল ব্লগাররা নাস্তিকতা মূলক ব্লগ বন্ধ করলেই বলবে সামু সাম্প্রদায়িক ব্লগ। এটা সামু হজম করতে পারবে?
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২
চাঁদগাজী বলেছেন:
ধর্ম সম্পর্কিত লেখা পড়তে জাতি অভ্যস্ত; ফলে, ধর্মের পক্ষে লিখলে মানুষ তেমন কোন রিএ্যাকশন দেখায় না; কিন্তু ধর্মকে সমালোচনা করে লিখলে মানুষ অনভ্যস্ত এলাকায় প্রবেশ করে।
২৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
২০১৩ সালে ভয়ংকর রূপ নেয়; সেই সময়, ব্লগারদের ধর্ম নিয়ে আললোচনাকে নাস্তিকতার প্রচার হিসেবে নেয় ব্লগের বাহিরের লোকেরা, বিশেষ করে হেফাজতের লোকেরা।
এসব সম্পুর্ন ভুলধারনা।
শাহাবাগ গণজাগরণ সময়কালে ধর্ম নিয়ে কোন বিতর্ক মোটেই ছিলনা। ব্লগেও ছিলনা। একটাই ইশু ছিল ফাসিচাই।
বিতর্কিত লেখাটি ছিল একজনের ব্যক্তিগত ব্লগপোষ্টে,গ্যঞ্জামের আগে সেই পোষ্ট পঠিত ছিল ৫ জন মাত্র।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
ভালো, তখন সমস্যা না থাকলে, এখনো সমস্যা হবে না, লিখেন, ধর্ম নিয়ে লিখেন।
২৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১০
সচেতনহ্যাপী বলেছেন: আবার এসব নিয়ে না লিখলে তাড়াতাড়ি বিখ্যাত হওয়াও যায় না।। নিষিদ্ধ আকর্ষন বরাবরই....।।
এই ব্লগেই দেখছেন না, আমরা এমন সব বিখ্যাত পোষ্ট দিয়ে যাচ্ছি যার অনেক লাইনই বিশ্বাস করি না!!
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষ পেছনের দিকে রওয়ানা হয়েছে, মানুষকে বুঝতে হবে; ধর্ম নিয়ে আলাপ করার খুব একটা দরকার হচ্ছে না
২৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩০
চানাচুর বলেছেন: সহমত
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
অসহনশীল মানুষদের সাথে হিসেব করেই কথা বলার দরকার।
২৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১
চাঁদগাজী বলেছেন:
ভাবছিলাম, আপনি কোথায় গেলেন!
আমি ভালো আছি! আপনার শেষ পোষ্টে মন্তব্য নিচ্ছেন না, আপনার জন্য কিছুটা ব্যতিক্রম!
২৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১
কানিজ রিনা বলেছেন: ধর্ম যার যার বিশ্বাস বিশ্বাসের উপর আঘাত
না আসাই ভাল। বরঞ্চ ধর্মের ভাল দিকগুল
তুলে ধরলে কটুক্তি যারা করে তারা নিজের
ধর্ম বিশ্বাস করে কিনা সন্দেহ। যে নিজ ধর্ম
বিশ্বাস করে সে অন্য ধর্মকে অপমান করে
কথা বলেনা।
সব ধর্মের ভাল দিকে অগ্রসর হওয়ার কথা
আছে। সেই সব তুলে ধরলে কিছু মানুষ
বিরোধ পুর্ন কথা বলে। যুক্তি তর্ক হতেই
পারে তাই বলে খারাপ ভাষা ব্যবহার করে
অপমান সুচক কথা বলা ব্লগের পরিবেশ
নষ্ঠ কোনও ভাবে কাম্য নয়।
আপনি বলেছেন সতকরা সওত্তর জন ধর্ম
বিশ্বাস করে সেইহেতু তিরিশ ভাগ অবিশ্বাসী
পেরে উঠবে কিভাবে। যারা ধর্ম বিশ্বাস করেনা
তারা ধর্ম পড়েও দেখেনা আর যারা পড়েও
দেখেনা তারাই তর্ক বেশী করে। তাই বলব
যারা ধর্ম বিশ্বাস করেনা তারা ধর্ম বিষয়ক
পোষ্টে বাজে মন্তব্য থেকে বিরত থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম নিয়ে
বাড়াবাড়ি করে কথা বলা আমি সয্য করবনা।
যারা বলবে তাদের ক্ষতি হওয়া কোনও
প্রটকল গ্রাজ্য করবেনা। প্রশাসন তাদের দায়ীত্ব
এড়িয়ে চলবে। আসলে মানুষের বিশ্বাসের
উপর আঘাত হানা নাস্তিক হোক আর বক
ধার্মীক হোক তাদের শিক্ষার মান নিচু স্তরের।
তবে ধর্মের ভাল দিকগুল তুলে ধরলে মানুষ
সত্য কোনটা নিজের থেকেই বিবেক দিয়ে
বুঝে নিবে। ধর্ম সব সময় সত্যের দিশারী।
আমি একজন মুসলিম হয়ে তাই বিশ্বাস
করি। ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের লোকজন পড়ালেখায় পেছনে পড়ে আছে; সামান্য নিউটেনের অংকই বুঝে না, খোদার কথা তারা কি করে বুঝবে কে জানে! নিজের নামই লিখতে পারে না, তারা কি করে কোরান বুঝে কে জানে! যাক, তারপরও মানুষ কোন না কোনভাবে ধর্ম নিয়ে কথা বলেই যাচ্ছে! বলছে বলুক, আলোচনায় যাওয়া ঠিক হবে না; কারণ, আলোচনা হয়ত হত্যাকান্ডের মধ্য দিয়ে সমাপ্ত হবে; তার চেয়ে আলোচনা না করাই ভালো।
৩০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: বুঝলাম।ুশেষ কথাটা মনে হয় ঠিকই বলেছেন।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০
চাঁদগাজী বলেছেন:
ব্লগের আলোচনা করার মতো আরো হাজার বিষয় আছে।
৩১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে আমরা না বুঝেই চিল্লাই।
না জেনেই দোষারোপ করি।
অত:পর বিশাল সমস্যার সৃষ্টি করি............................................
সমাধান হতে হতে দেশ, জাতি, জনপদের ক্ষতি হয়ে যায়।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
চাঁদগাজী বলেছেন:
আমরা ইউরোপ ও এশিয়ার সভ্য জাতিগুলো থেকে অনেক পেছনে আছি; পেছনে থাকলে, আজব আজব সমস্যা নিয়ে চলতে হয়।
৩২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
বিলিয়ার রহমান বলেছেন: আমি মুসলিম! আমি গর্বিত!
আমি গর্বের সাথে জানাচ্ছি যে আমি মৌলবাদি নই! আমার ইসলাম পালনে অন্য কারিই ক্ষতিও হচ্ছে না!
আমি অন্যদের বিশ্বাসকে শ্রদ্ধা করি আর চাই অন্যরাও আমার বিশ্বাসকে শ্রদ্ধা করুন!
আমার মনে হয় যেসকল আস্তিক নাস্তিক ধর্মের অস্তিত্ব/ অস্তিত্বহীনতা নিয়ে কুতর্ক করে তারা উভয়েই মৌলবাদি!!
তর্ক ভালো তবে কুতর্কের মাধ্যমে ঘৃণা ছড়ানো অবশ্যই পরিত্যায্য!!
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
বাংলা ব্লগে ধর্মীয় আলোচনা করার তেমন প্রয়োজন আছে বলে মনে হয় না; সবাই নিজের পরিবেশে থেকে, ধর্মকে আলোচনার বাহিরে রেখে ব্লগিং করলে, কোন কিছুর অভাব হবে না।
৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রতি উত্তরের সাথে সহমত!
আগের মন্তব্যে টাইপোর জন্য সরি!!
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে।
৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, ধর্ম চর্চা বিশ্বাস আর কর্ম সম্বনয় সাধণ মাত্র। সাহিত্য চর্চা শুধুই বিনোদন।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও আলোচনা একই বিষয় নয়।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলতে রসুল (স: ) যা বুঝায়েছেন, আজকে সেটার অর্থ একই নয়; তখনকার বাড়াবাড়ি মানে ছিল যুদ্ধ।
৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩
আবু তালেব শেখ বলেছেন: কোন একজন নাস্তিক কে দেখলাম না সে ইসলাম ব্যতিত অন্য কোন ধর্মের সমালোচনা করেছে। নাস্তিক হলে সমস্ত ধর্মের বিরোধিতা না করে ইসলাম নিয়ে এতো গাজ্বালা কেন???
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের ভাবনাশক্তি বাংলার মাঝে সীমিত
৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
টারজান০০০০৭ বলেছেন: ধর্ম জীবনের অংশ। ব্লগ যেহেতু জীবনের প্রতিচ্ছবি হইয়া উঠিয়াছে , তাই ধর্মীয় আলোচনা হইবেই। ইহা বন্ধ করিলে সামুর ক্ষতি হইবে বোধহয়।
কেহ নাস্তিক হইলে কাহারো গায়ে লাগার কথা নহে। আমাদের কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী সম্প্রদায়ের অনেকেই নাস্তিক ছিলেন, আছেন। তাহারা ধর্ম অবমাননাকর কিছু কখনো বলেন না তাই তাহাদের ধর্মবিশ্বাস লইয়া কাহারো মাথা ব্যাথা নাই ! সমস্যা হয় তখনই যখন কেহ ধর্মবিদ্বেষী হইয়া ওঠে, ধর্মের বিপক্ষে অবমাননাকর পোস্ট/মন্তব্য প্রকাশ করে। ২০১৩ সালের কথা কি আপনার মনে নাই ? ব্লগে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিনের পর দিন ঝুলিত। কোন মুসলমানের বাচ্চা সেসব পোস্ট সহ্য করার কথা নহে ! ব্লগ কতৃপক্ষ, সরকার সবার কাছে দিনের পর দিন প্রতিবাদ করিয়াও কোন ফল হয় নাই। ধর্মীয় নেতা হিসেবে আল্লামা শফি দা.বা. সঠিক কাজটিই করিয়াছিলেন। রাজনীতিবিদরা এই ঘটনার সুযোগ নিয়াছিলেন।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
সামু ও কয়েকটি ব্লগের আলোচনার ফলাফল ১৭ জন নিহত; এই ধরণের আলোচনা চললে উহা এক সময় ১৭০০ জনের উপর বর্তাবে, ইহা বাংলাদেশ, পাকিস্তানের সহোদর।
৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
জাহিদ হাসান বলেছেন: ধর্ম কোন বায়বীয় জিনিস নয়।
ধর্ম আমাদের জীবনের অংশ, অঙ্গ। সুতরাং ধর্মচর্চাকে একেবারে বাদ দেওয়া ঠিক হবে না্
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
ধর্মচর্চার অংশ হিসেবে ব্লগারদের মাথায় কোপও দিয়েছে।
৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
নতুন বলেছেন: আমাদের দেশের মানুষ ভন্ডামীতে বেশি বিশ্বাসী.... ধমের চেয়ে
আর যেহেতু দেশে সবাই নিজেকে অনেক বড় হনু মনে করে তাই কথার চেয়ে আমাদের দেশের জনগনের হাত বেশি চলে।
ব্লগেও অনেকেই আছে যারা ইচ্ছা করেই ধমভীরুদের আঘাত দিয়ে কথা বলে আলোচনায় আসতে চায়। আর ধম`ভীরুরা জিহাদী জজবা নিয়ে তার বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে।
আমি কখনোই জ্ঞানীদের দেখিনাই বাজে ভাষা ব্যবহার করে অপরকে আক্রমন করতে বা অপরের ধম` বিশ্বাসকে বাজে ভাবে সমালোচনা করতে।
আলোচনা অবশ্যই করতে হবে তবে সেটা হতে হবে যৌক্তিক এবং স্বালীনতা বজায়ে রেখে।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
যারা ধর্মীয় ও ধর্মীয় আলোচনা করেন, তারা বিশ্বাস থেকে করেন, ওখানে যুক্তি থাকার সম্ভাবনা কম।
৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: শিরোণাম দেখে মনে হলো অাপনি ভয়ে অাছেন।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
দেশে ২০১৩ সালের মননের প্রসার ঘটছে।
৪০| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: আজকাল অল্প ধর্ম পালন করেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে । প্রকৃত ধার্মিক অন্যের কথা গায়ে লাগায় না । ধর্ম এমন জিনিস কারো কটু কথায় তার কিছুই হবে না । তবে অন্যের ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারোরই নেই । অনেকেই অন্য ধর্মের নবী রাসূল কিংবা দেব দেবী্ নিয়ে গালি গালাজ করে । যা কখনোই ঠিক না । সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত ।
ধর্ম ইমোশনাল ব্যাপার । এ নিয়ে বিতর্কিত মন্তব্য কি যে ভয়ানক তা অতীতে সবাই দেখেছেন ।
আপনার এই পোষ্ট টি সময় উপযোগী পোষ্ট । আজকাল কেউ কেউ কটূক্তি শুরু খরে দিয়েছে । অযথা অশান্তি তারা ডেকে না আনলেই হয় ।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
ধর্মের কথা বলতে গিয়ে মানুষ আদর্শ ধর্মের কথা বলে; সর্বশেষ ধর্ম প্রচারিত হওয়ার পর, ১৪০০ বছর কেটে গেছে, পৃথিবী বদলে গেছে; ভাবনাগুলো বদলে গেছে।
৪১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মহান নেত্রী বেগম জিয়া, তিনি হেজাজতের লোকদের সাথে ঘোষনা দেন যে, ব্লগারেরা নাস্তিক; এটি ছিল বেগম জিয়ার পক্ষ থেকে আধুনিক জ্ঞানের বিপক্ষে সর্বোচ্চ ফতোয়া। উনাকে অনুসরণ করে আসে হেফাজত প্রধান মোল্লা শফি সাহেবের ফতোয়া; মোল্লা সাহেব থেকে এই ধরণের কিছু এলে সমস্যা ছিলো না, উনাকে মানুষ চেনে। এরপর আরো ক্ষতিকর ভুমিকা পালন করে তথাকথিত ক্রিমিনাল সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি মিডিয়ায় প্রকাশ করেন যে, ব্লগারেরা নাস্তিক।
'নাস্তিক ব্লগার' আর 'ব্লগারেরা নাস্তিক' দূটো শব্দ আপনি গুলিয়ে ফেলেছেন।
এইসব পোস্ট গুলিতে আপনি খুব স্থুল ভাবে নিজেকে উপস্থাপন করছেন গাজী ভাই।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
ওকে, ধরে নিলাম আমার বুঝাতে ভুল আছে; ব্লগিং সম্পর্কে বেগম জিয়া ও হেফাজতিদের মতামত কি এখন?
বেগম জিয়া, মোল্লা শফি ও মাহমুদুর রহমানের বক্তব্যের পর, প্রায় ৪ বছর ব্লগারদের সংখ্যা বাড়েনি, কমেছে; আজও আনুপাতিক হারে, ২০১২ সাল থেকে ব্লগারদের উপস্হিতি কম।
৪২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনারা তো ব্লগ দিয়া সেই সময় ইন্টারনেট চালাইতেন। এখন কি করেন কে জানে।
পৃথিবীতে ধর্ম একটি অমীমাংসিত বিষয়। বানান ভুল করলাম।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের নতুন আবিস্কার টের পেতে অনেক জনগোষ্ঠীর শতাব্দী চলে যায়।
৪৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিঃসন্দেহে সুপরামর্শ আমি মনে করি।
হ্যা, আমি এটাও মানি যে ধর্ম নিয়ে আলোচনা করা যাবে, আলোচনা না করলে আমরা ধর্ম সম্পর্কে ভালোভাবে জানবো কেমনে! তবে আলোচনাকারীর সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখতে হবে। আমি কারো ধর্ম বিশ্বাস নিয়ে সমালোচনা করতে পারিনা। আমি বিশ্বাস করি যে, আস্তিক নাস্তিক সবাইকে স্রষ্টা খাওয়ান, বাঁচিয়ে রাখেন।
আমি প্রথমে মানুষ, এটা ভুলে যেতে চাই না।।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর ইতিহাসে ধর্ম নিয়ে আলোচনা আপাতত ভয়ংকর ফলাফল দিয়েছে, এখনো প্যাটার্ণ বদলায়নি
৪৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
Saidur Rahnan বলেছেন: সহমত।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
আলোচনায় লজিকই না থাকলে, সেই ধরণের আলোচনার ফলাফল শুন্য
৪৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
ধ্রুবক আলো বলেছেন: আসলে সেই সময় কিছু ব্লগার ধর্ম বিরোধী বিশেষ করে ইসলাম বিরোধী কথা বলে বেশি উৎপাত করেছিলো। এটাই হলো মুল সমস্যা। এখন একটা ঘটনা ঘটলে অনেকেই অনেক ভাবে দেখে।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর শুরু ছিলো অনেক উৎসাহের ব্যাপার; তখন থেকে ২০১৩ সাল অবধি ব্লগিং'এ একটা টাইম-লাইন ছিল, ব্লগিং বাড়ছিলো; ২০১৩ সালের পর, ব্লগিং সংকুচিত হয়েছে, এবং একমাত্র কারণ ধর্ম নিয়ে তিক্ত আলোচনা ও তার পরবর্তী কিছু ঘটনা
৪৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "মানুষের নতুন আবিস্কার টের পেতে অনেক জনগোষ্ঠীর শতাব্দী চলে যায়। "
এই কথাটি আমার খুবই পছন্দ হয়ে গেল।
২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
সেটাই বাস্তবতা; রেনেসাঁ'র পর ইউরোপ যা যা করেছে, আমরা আজও তা করতে পারছি না।
৪৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫
sif afrin বলেছেন: ধর্ম নিয়ে মতবাদ কোন ধর্মেই গ্রাহ্য নয়,এটা অন্যায়।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
পৃথিবীর অর্ধেক দেশে ধর্ম প্রায় বিলুপ্ত।
৪৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩০
বিদেশে কামলা খাটি বলেছেন: ধর্মের সব চেয়ে বড় শক্তি হলো এই যে, সে এই আধুনিক যুগেও বিশ্বের কোটি কোটি মানুষকে ভোদাই বানিয়ে রেখেছে।
৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
আসলে, ইউরোপ, আমেরিকা, জাপান চীনে ধর্ম নেই
৪৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্লগ একটি হালকা মাধ্যম। ধর্মের মত সিরিয়াস বিষয় নিয়ে দার্শনিক আলোচনা সেজন্যই সেখানে ঠিক মানানসই মনে হয় না। তবে ব্লগারদের তো আর নিয়ণ্ত্রন করা যায় না।
যাই হোক না কেন, ধর্ম নিয়ে পোস্ট দিতে হলে তাকে ধর্ম বিষয়ে প্রকৃত জ্ঞানী হতে হবে। না জেনে ফাজলামী করার জন্য পোস্ট দিলে বড়ই বিরক্তিকর লাগে।
৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্ম নিয়ে আলোচনা হওয়ার সময় এখনো আসেনি।
৫০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪২
ভবিষ্যত বলেছেন: চাদগাজী ভাই ... এখনো খালেদা জিয়ার পচান থামান নাই...হা হা হা ..... খালেদা জিয়া ... বিএনপি সব অতীত হইয়া গেছে... এইবার ক্ষেমা দেন... বহুত তো ব্লগ লিখেছেন...সাধারন মানুষের উপকার হয় এমন কিছু লেখেন, বস্তা পচা রাজনীতির কাহিনী শুনতে শুনতে বাঙ্গালীদের কান ঝালাপাল হইয়া গেল তো..
নতুন কিছু বলেন!
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
আসলেই, কি হবে এদের কথা মেন রেখে! ওকে, আমাদের জন্য দরকারী বিষয় নিয়ে লেখার চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
তারেক ফাহিম বলেছেন: ব্লগটা শুধু ব্লগারের জন্য নয়, বর্তমান সময়ে সামুতে ব্লগারের চেয়ে পাঠক সংখ্যা অধিক লক্ষ্যনীয়।
ধর্ম নিয়ে লেখালেখিতে যার যার ধর্মগ্রন্থনুসারে সঠিক রেফারেন্স দিয়ে ব্লগিং করলেইতো হয়।