নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমরা ছোট মগজের মানুষদের দেশ, লিলিপুটে বসবাস করছি?

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬



পিলখানা হত্যাকান্ড ভয়ংকর কিছু রেকর্ডের সৃস্টি করেছে আধুনিক সময়ে; ইতিহাসে, কোন যুদ্ধে একদিনে ৫৭ জন অফিসারের মৃত্যু হয়নি; কোন হত্যাকান্ডের বিচারে ১৩৯ জনের ফাঁসী হয়নি বিশ্বের ইতিহাসে; কোন রূপকথায়ও এগুলোর সৈনিকের ফাঁসীর কাহিনী নেই; তা'ছাড়া আছে ১৮৬ জনের আজীবন কারাদন্ড ও ১৯৬ জনের বিবিধ মেয়াদে কারাদন্ড; এগুলো শুনলে, মনে হয় যে, আমরা ছোট মগজের মানুষদের দেশ, লিলিপুটে বসবাস করছি।

এটা কি একটি মিলিটারী হতে পারে, যার ৫৭টি অফিসার সৈনিকদের হাতে নিহত হতে পারে? কোন বিচার ব্যবস্হাই কোন এক হত্যাকান্ডের জন্য ১৩৯ জন সৈনিককে মৃত্যদন্ড দিতে পারে না, এগুলো কোন বিচারই নয়; বিচারের নামে নতুন হত্যাকান্ড!

মহুর্তের উত্তেজনায়, ২/৪ জন অফিসারের প্রাণ যেতে পারে, ৫৭ জন অফিসারের প্রাণ গেলে ভাবতে হবে যে, এগুলো কি আদৌ মিলিটারী অফিসার, এগুলো কি দেশের সৈন্য বাহিনীর অংশ, নাকি এরা একদল লিলিপুটিয়ান! এই বাহিনী কি জংলের মানুষ থেকে তৈরি করা হয়েছিল, এদের ভিতর কি মানবতার কিছুই ছিলো না, এরা কি মানুষ রূপী অমানুষ ছিলো!

কি কি কারণের জন্য কমপক্ষে ১৩৯ জন সৈনিক নিজেদের ৫৭ জন অফিসারকে হত্যা করতে পারে; কি সব ভয়ংকর সেই কারণগুলো; সেগুলো কি নির্ণয় করা হয়েছে? মৃত অফিসারদের হয়ে, বাকী অফিসারেরা কি এসব কারণ গুলো সঠিকভাবে তুলে ধরতে পেরেছেন? বিচারকেরা কি এই কারণগুলো সঠিকভাবে বুঝে, ১৩৯ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন? ১৩৯ জনকে মৃত্যুদন্ড দেয়ার মত বিচারে ২/৪ জন বিচারকের হার্ট এটাক হওয়ার কথা! কই কিছুই তো ঘটেনি, এগুলো বিচারক, নাকি জল্লাদ! আমার মনে হয় বিচারজগুলো জল্লাদ।

এই বিচারটি আবার হওয়ার দরকার আছে, কিংবা বাতিল করা হোক; এত বেশী দুষ্টলোক মিলিটারীর ভেতরে থাকার কথা নয়। সরকার ও মিলিটারীর অদক্ষতার জন্য এই ঘটনা ঘটেছে; সেই বিবেচনায় এই রায় বাতিল করা হোক!

যেসব অফিসার প্রাণ হারায়েছে, তারা তাদের সৈনিকদের কি পরিমাণ কষ্ট দিয়েছে যে, তাদের নিজের সৈনিকেরা তাদের হত্যা করলো? এই কারণগুলো সঠিকভাবে বের করতে পারলে হয়তো এত বেশী সৈনিককে প্রাণদন্ড দেয়ার দরকার হতো না। সরকারের কোন না কোন শক্তি বিচারকদের প্রভাবিত করেছে, অথবা জল্লাদের বিচাকের পদের বসানো হয়েছিল।

৫৭ জন অফিসারকে হত্যা করতে কত সময় লেগেছিল? সেই সময় তাদের কমান্ড ও সহকর্মীরা কোথায় ছিল? তারা কি ব্যবস্হা নিয়েছিল? মনে হয়, তারা কোন সঠিক পদক্ষেপ নেয়নি, পদক্ষেপ নিলে কোন অবস্হায় একই দিনে কয়েক ঘন্টায় এতগুলো অফিসারকে হত্যা করা সম্ভব নয়। আরো একটা ব্যাপার, এই ৫৭ জন যদি সঠিক অফিসার হতো, এতগুলো অফিসারকে কোনভাবেই হত্যা করা সম্ভব হতো না। এটা কি বাংলাদেশ, নাকি আসলেই লিলিপুট?

মন্তব্য ৬৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

প্রামানিক বলেছেন: নিহত সবাই তো খারাপ ছিল না, ঘটনাটি ভয়াবহ অমানুষিকতা।

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


৫৭ অফিসার বেঁচে নেই; তাই তাদের ভালো বলাই উচিত; তবে, এটা মিলিটারী নয়; এগুলো মিলিটারীর আচরণ নয়।

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

মানিজার বলেছেন: এই ঘটনা জাতী হিসেবে আমাদের ছোট জাতের প্রমাণ করেছে । কিছু করার নেই, দেখেন আর লেকেহন ।

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


শাস্তির পরিমাণ দেখে, বিচারকদের কান্ড দেখে, ও মিলিটারীর আচরণ দেখে, মনে হয়, আমরা লিলিপুটে বাস করছি।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অফিসারদের প্রতি ক্ষোভ থেকেই বোধকরি সৈনিকরা হত্যাকান্ডে জড়িত হয়ে পড়েছিলো; এটা কি '৭৫ এর ৭-৮ নভেম্বরের সাথে তুলনীয় হতে পারে?

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

চাঁদগাজী বলেছেন:




আমি ঠিক বলতে পারবো না; ৫৭ জন অফিসার যখন আক্রান্ত হয়েছে; তাদের কমান্ড তাদেরকে বাঁচানোর কথা ছিল, এটাই মিলিটারীর নিয়ম।

অফিসারদের মৃত্যুতে এত বেশী সৈনিক অংশ নেয়ার কথা নয়।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাবিয়ে তোলে.....

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


বিচারের নামে হত্যাকান্ড; বাংলাদেশের বিচারকেরা বিচার করতে পারে বলে মনে হয় না; ১৩৯ জনের ফাঁসী হওয়া মানে জল্লাদেরাই বিচারক ছিল।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

চোরাবালি- বলেছেন: অনেক বড় অংক।
আমার মাথায় ধরে না তাই ভাবিও না। কেন শুধু অফিসারেরাই মারা গেল একজন সোলজারও কেন মারা গেল না। বিদ্রোহের সময় তো কিছু সোলজারও মারা যায়।

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:



ভাবার দরকার নেই, গালিভার্স ট্রাভেল পড়বেন

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পেশাদারিত্বের চরম অভাব ছিল। এখনো আছে।

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমাদেরটা মিলিটারী নন, এরা রাজীিতিবিদ হয়তো

৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেখ হাসিনার আগে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ এর সময়ও উল্লেখযোগ্য সংখ্যক সৈনিককে মিলিটারি ক্যু এ জড়িত থাকার অপরাধে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে; পেছনের ইতিহাসটা ঠিক কী? রাষ্ট্র কি সবসময় সৈনিকদের প্রতিই বিমাতাসূলভ আচরণ করে?

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



জিয়া ও এরশাদের তো দেশ চালানোর কথা ছিলো না; ওরা পেশায় ছিল সৈনিক, দেশ রক্ষা করার কথা; বেঠিক কাজ করতে গিয়ে বেঠিক মিলিটারী গঠন করেছিলো এরা

৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

শাহিন-৯৯ বলেছেন: হত্যাকাণ্ডের রহস্য ছিল বাহিনীটির নামে তাই নাম পরিবর্তন করে সমাধান করেছে সরকার !!!

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:



নাম ও কাপড় বদলালে মানুষের স্বভাব বদলায় না। বিশ্বের মানুষ সংগ্রাম করছে মৃত্যদন্ড তুলে দিতে, সেখানে বাংলাদেশের বিচারকেরা এক সংগে ১৩৯ জনকে মৃত্যুদন্ড দিয়েছে; এগুলো বিচারক, নাকি গুহাবাসী?

৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

শাহিন-৯৯ বলেছেন: খালাসের তালিকা দেখলে বিচারের নমুনা কিছুটা বুঝা যায়।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


মিলিটারীতে হত্যাকান্ড ঘটেছিল, সেই মিলিটারীকে রাখার দরকার ছিলো না।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

ধ্রুবক আলো বলেছেন: আমরা লিলিপুটের দেশেই বাস করি।
আপনার অনেক প্রশ্ন রয়েছে আফসোসের ব্যাপার এর সঠিক জানা নেই। বা জানলেও কেউ বলবে না!

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



যেই বিচারে ১৩৯ জনের ফাঁসী হয়, সেটা কোন বিচারই নয়, ইহাকে বাতিল করতে হবে; এইসব সৈনিকদের বিচারের নামে হত্যা করা হচ্ছে!

মিলিটারী সমস্যা সমাধান করেনি; গোলযোগ শুরু হলে, তারা থামায়নি, এখন বিচারের নামে এত সৈনিককে ফাঁসি দেয়া মোটেই বিচারিক পদক্ষেপ নয়।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাপ মরেছে লাঠি ভাঙ্গে নাই । :(

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


সাপ মাপ জাহান্নামে যাক, শতশত মানুষকে হত্যা করা হচ্ছে, শশত পরিবারের উপর সরকারের খড়গ নেমে আসছে মাত্র।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

আমার আব্বা বলেছেন: আমরা ছোট মগজের মানুষদের দেশ, লিলিপুটে বসবাস করছি? অসাধারণ টপিকটা, স্যার আপনি রোগের কারন এবং উপসর্গ নির্ণয় করেছেন ।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


বিজিবি নাকি কি একটা আছে, ওদের উচিত ছিল, সরকারকে ৭ দিনের নোটীশ দিয়ে বাড়ী চলে যাওয়া; অথবা বাড়ী গিয়ে সরকারকে জানানোর দরকার ছিলো যে, তারা কাজে যাবে না।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

কানিজ রিনা বলেছেন: সত্যি বিরল ঘটনা, নিশংস ঘৃনিত,বিশ্বে
এমন ঘটনা ঘটেছে বলে জানা নাই।
নিজেদের স্টাফ দ্বারা এই বর্বর ঘটনা।
বাংলার মানবতা প্রকম্পিত হয়েছিল যে
হত্যাকান্ড।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



সরকার ও বিচারকেরা গ্রিনিজবুকে নাম লেখানোর চেষ্টা করছে!

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমাদের দেশের সব ফোর্সেই অফিসারসরা দেশের এক নম্বর নাগরিক। তিনারা নিজেদের একেকটা প্রধান মনে করেন। আর তাদের বৌয়েরা অধিনস্ত সকল ফোর্সকে মনে করেন চাকরবাকর। আপনার আলোচনার মূল হলো কেন হল এমন বিদ্রোহ? আমারো একই কথা কেন ঘটেছিল এমন বিদ্রোহ? কতটা নির্যাতন সহ্য করে এমন পরিস্থিতির জন্ম হয়? তা খোঁজে বের করার পক্ষে কতজন পাবেন এই দেশে সেটাই ভাবা উচিৎ আমাদের আগে।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


বিদ্রোহের কারণ, মিলিটারীর ভুমিকা, সরকারের ভুমিকা, সবই এই বিচারের মুল বিষয় হলে, ১৩৯ জনের ফাঁসী হওয়ার কথা নয়।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

জাহিদ অনিক বলেছেন:


দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে,সর্বশ্রেষ্ঠ সে বিচার!


আমাদের দেশের বা বিদেশের বিচারপতিদের প্রাণ কিভাবে কাঁদে নাকি কাঁদেই না আমার জানা নেই। আমি বিচারক হলে কাউকেই ফাঁসি দিতে পারতাম না বোধহয়।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



সারা পৃথিবী লড়ছে মৃত্যুদন্ড রহিত করার জন্য, এখানে মগজহীনরা বিচারক হয়েছে।

অফিসারেরা কি অপরাধ করেছিল, সেইটার পরিপ্রেক্ষিতে সবকিছু পুনরায় নির্ধারণের দরকার।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ভালো বিশ্লেষণ!!

১৩৯ জনের মৃত্যুদন্ড!!! ভাবলেই কেমন যেন গায়ে কাটা দেয়!!!

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



এগুলো বিচারক নয়, জল্লাদ ধরে নিয়ে এসেছে রাস্তাঘাট থেকে।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

নতুন বলেছেন: ১৩৯ জনের মৃত্যুদন্ড!!! এটা একটা আইওয়াস বলেই মনে হয়।

তার মানে গড়ে ২.৪৫ জন সৈনিক একজন অফিসার হত্যা করেছিলো।

এই ১৩৯ জন কে জেরা করে আসল মদদ দাতাদের খুজে বের করা গেল না?

একটা অনুস্ঠানে এতো গুলি সৈনিক হঠাত করেই ৫৭ জন অফিসার কোন পরিকল্পনা ছাড়াই হত্যা করেনা।

আসল পরিকল্পনা সরকার হয়তো খুজে পাইনাই। বা তারা জানে এবং গোপন করতে চাইছে।

এতো বড় একটা হত্যা কান্ড মাথা গরম করে সবাই করেছে এটা বলা মিথ্যা কথা বলা।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



এত বড় হত্যাকান্ডের পরিকল্পনা হলে, তার জন্য প্রস্তুতি চললে মিলিটারীর জানার কথা; না জেনে থাকলে, সেটার আলোকে বিচার হওয়ার দরকার।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

নতুন বলেছেন: এত বড় হত্যাকান্ডের পরিকল্পনা হলে, তার জন্য প্রস্তুতি চললে মিলিটারীর জানার কথা; না জেনে থাকলে, সেটার আলোকে বিচার হওয়ার দরকার।

যদি সরকার জানে এটা হতে যাচ্ছে তবে সেটা প্রতিহত করতো.....

তার মানে দুইটা ১) সরকার জানে... ২) জানে না।

১) জানে অথ` হইলে... সরকার জড়িত... তবে জড়িত থাকলে বিচারের নামে ধামাচাপা দেবে সেটাই তো সাভাবিক...

২) জানে না::-- এটাও সাভাবিক...কারন আমাদের গোয়েন্দা বা ইন্টেলিজেন্টের নিয়োগ ঘুষ খেয়ে...সুপারিশেই হয়ে থাকে... আর দেশে অপরাধ প্রভাবশালীরাই করে থাকে... তাই গোয়েন্দারা মাথা খাটায় না... স্বাধীনতার পরে একটা বিভাগের মাথা যদি না খাটিয়েই চলে তবে সেই মাথায় এই রকমের একটা ষড়যন্ত্র ক্যাচ করার কথা না....

তাই কারা এর পেছনে ছিলো এবং কিভাবে হয়েছে এই রহস্য কোনদিনই জনগন জানবেনা।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


সরকার ও মিলিটারীর অদক্ষতার জন্য এই ঘটনা ঘটেছে।
এই ধরণের শাস্তি বিচারকে প্রহসনে পরিণত করেছে; ইহাকে বাতিলের দাবী উঠুক।

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আদালত অবমাননা আইনঃ
আদালত কার্যক্রমের ত্রুটিপূর্ণ বিবরণ ছাপানো আদালত অবমাননাকর। মামলায় উচ্চ আদালতের রায়ে বলা হয়েছিল আদালতের কার্যক্রমের ভুল বর্ণনাযুক্ত বক্তৃতা অথবা লেখা বা আদালতের কুৎসা রটনা বোঝায় অথবা কোনো কিছু প্রকাশ করা যা আদালতের সিদ্ধান্তকে হেয় প্রতিপন্ন করতে চায় এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে চায় তাহলে তা নিঃসন্দেহ আদালত অবমাননা; (৮) মামলা নিষ্পত্তির পর রায়ের সরল সমালোচনা করা আদালত অবমাননা নয়। তবে যদি ওই সমালোচনায় বিচারকের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা তার অসৎ উদ্দেশ্য রয়েছে বলে তাকে অভিযুক্ত করা হয়, অথবা আদালতের কর্তৃত্বকে হেয় করার প্রচেষ্টা চালানো হয় অথবা বিচারব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা নষ্ট করার মতো সাধারণ ধারণা সৃষ্টি করা হয় তবে তা আদালত অবমাননা বলে বিবেচিত হবে। যেমন যদি বলা হয় যে, জজ সাহেব আরো কঠিন শাস্তি দিতে পারতেন, অথবা যদি জজের প্রতি বিরূপ করে বলা হয় জজ সাহেব পরদুঃখকাতর ও দয়াপরবশ হয়ে এমন শাস্তি দিয়েছেন, তবে তা আদালত অবমাননা হবে। কারণ এজাতীয় মন্তব্য আদালতের কর্তৃত্বকে হেয় প্রতিপন্ন এবং জনমনে বিচারকের পক্ষপাতিত্ব এবং শাস্তির ন্যায্যতা সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টির শামিল;

আদালত অবমাননার শাস্তি,
এই আইনের অধীন আদালত অবমাননার জন্য কোন ব্যক্তি দোষী সাব্যস্ত হইলে তিনি অনূর্ধ্ব ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন:

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


লিলিপুটিয়ান আদালত

২০| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
‘বিলুপ্ত হচ্ছে বিতর্কিত ৫৭ ধারা’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারাসহ বিতর্কিত
কয়েকটি ধারা বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


বুঝা যাচ্ছে যে, ভোট কাছে আসছে!

২১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রথম শব্দটা পিলখানা হবে।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানে বলা হয়ে থাকে, অফিসাররা সব আসে আর্মি থেকে আর সৈনিকরা সব বিডিআর থেকে। অফিসারদের কেউ কখনো বিডিআর-এর সৈনিক ছিল না। বিডিআর-এর কেউ অফিসার হতে পারে না। এই গ্যাপের কারণে তারা তাদের কমান্ডিং অফিসারকে হত্যা করেছে বলে ধারণা দেয়া হয়। ৫৭ জনকে মেরেছে হয়তো কয়েকজন। যাদের মধ্যে আবার বেশীরভাগ পলাতক। তবে বিদ্রোহে অনেকে জড়িত ছিল স্বতস্ফূর্তভাবে তা প্রথম দুই দিনের ভিডিও দেখলেই বোঝা যায়। আরো আলোচনা হতে পারে...

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:

১০০০'এর বেশী দরিদ্র পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে; এদের সবাইকে ছেড়ে দেয়ার দরকার; সরকার ও মিলিটারীর অদক্ষতার জন্য এটি ঘটেছে।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

ইমরান আশফাক বলেছেন: ঘটনার পিছের ঘটনা অর্থাৎ মূল ব্যাপারটা কিন্তু আমরা এখনো জানতে পারি নাই। এই ষড়যন্ত্র অনেকদিন ধরে পরিকল্পনা করে করা হয়েছে। হতে পারে দেশ-বিদেশের অনেকেই এই ব্যাপারটির সাথে জড়িত। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্হার মান নিয়ে আমি খুবই শংকিত। এতটা অকর্মন্য গোয়েন্দা সংস্হা সম্ভবত বিশ্বে আর অন্য কোন রাষ্ট্রে নেই। এমনকি হাল আমলের রহিংগা ক্রাইসিসের ব্যাপারে ও কোন পূর্বাভাস জানাতে অক্ষম এই সংস্হাগুলো।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


যেই মিলিটারীর ৫৭ জন অফিসার প্রাণ হারায়েছেন ১ দিনে, উহা মিলিটারী নয়, উহার অধীনে যারা চাকুরী করে, তারা লিলিপুটিয়ান ছাড়া কেহ নয়; গোয়েন্দা ফোয়েন্দার কথা বাদ দেন, এগুলো চোর ডাকাত

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০

আখেনাটেন বলেছেন: অনেক অমিমাংশিত বিষয় চাপা পড়ে গেল। ঘটনার কারণগুলো অজানায় থেকে যাবে হয়ত।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


অমীমাংশিত বিষয় থেকে গুরুত্বপুর্ণ হলো, সবাইকে ফাঁসী ও সকল প্রকার শাস্তি মওকুফ করা।

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিডিও দেখার পর আর্মি সব প্রস্তুতি নিয়েছিল এটাক করার। কিন্তু সরকার নারী ও শিশুদের কথা ভেবে সমঝোতা করেছিল। তবে একশানে যাওয়া উচিত ছিল। আপনার ভাষায় 'পাখি মারা জেনারেল'-দের দক্ষতা বোঝা যেত তখন...

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


দরবার হলের নিকটবর্তী দরজার কাছে কমান্ডা নামিয়ে, দুরবর্তী দেয়াল ভাংগার চেস্টা করলে, ভেতরের সৈনিকেরা সেইদিক ঠেকানোর চেষ্টা করতো, কমান্ডোরা অনেক অফিসারকে রক্ষা করতে পারতো; পাখী মারা জেনারেলরা সময় মতো কিছুই করেনি।

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫৭ জনকে নাকি প্রথম দেড়/দু্ই ঘন্টাতেই মারা হয়েছিল। অথচ দুপুরে মির্জা আজম আর নানক গিয়েছিল সাদা পতাকা নিয়ে। দুপুরে ডিএডি তৌহিদকে শেখ হাসিনার সাথে খাওয়া দাওয়া করানো হলো। কেউ শাকিলের সাথে ফোনে কথা বলে শিউর হলো না সবাই ঠিক আছে কিনা। সেদিন রাতে সাহারা খাতুন গিয়ে কিছু নারী ও শিশুকে বের করে আনেন। অথচ শাকিলের সাথে ফোনে কথা বলে শিউর হলো না সবাই ঠিক আছে কিনা...

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


পিলখানা থেকে ফোন পাওয়ার ২০ মিনিটের মাঝেই কমান্ডো প্রবেশ করিয়ে দেয়ার মতো প্রস্ততি থাকার দরকার ছিলো; এটা মিলিটারী নয়, এটা মিলিটারী ক্লাব।

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: জনগন কেবল নীরব দর্শক । কি ঘটছে না ঘটছে সরকারই কেবল জানেন । সঠিক বিচার না হলে এমন ঘটনা হয়তো আবার ঘটবে ।

৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে কখনো কেহ ১৩৯ জনকে ফাঁসী দেয়নি; এটা শুধু বাংলাদেশে সম্ভব।

২৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৪

বিদেশে কামলা খাটি বলেছেন: সেলুকাস! দাদা সেলুকাস, তুমি কোনঠে বাহে?

৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


অফিসারেরা নিজেদের অদক্ষতার জন্য প্রাণ হারায়েছে।

২৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৮

বিদেশে কামলা খাটি বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমাদের দেশের সব ফোর্সেই অফিসারসরা দেশের এক নম্বর নাগরিক। তিনারা নিজেদের একেকটা প্রধান মনে করেন। আর তাদের বৌয়েরা অধিনস্ত সকল ফোর্সকে মনে করেন চাকরবাকর। আপনার আলোচনার মূল হলো কেন হল এমন বিদ্রোহ? আমারো একই কথা কেন ঘটেছিল এমন বিদ্রোহ? কতটা নির্যাতন সহ্য করে এমন পরিস্থিতির জন্ম হয়? তা খোঁজে বের করার পক্ষে কতজন পাবেন এই দেশে সেটাই ভাবা উচিৎ আমাদের আগে।

কেবল বাহিনী বা ফোর্স নয় আমাদের দেশের সরকারী বেসরকারী কর্মকর্তারা তাদের নিচের পদের সবাইকে চাকরবাকর মনে করেন। আরো মনে করেন, তারা চির অমর।

৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী ও ব্যুরোক্রেটরা মানুষকে মানুষ মনে করে না।

সবার ফাঁসী মওকুফ করতে হবে প্রেসিডেন্টকে; অথবা রিভিউতে।

৩০| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজীভাইকে ধন্যবাদ রোগের সঠিক কারণ ও এবং উপসর্গ তুলে ধরার জন্য | শুধু সেনাবাহিনীই নয় বাংলাদেশের প্রতিটি পেশাতেই পেশাদারিত্বের অভাব ভয়াবহ | তাই তো দেখা যায় বাংলাদেশের ব্যাংক থেকে টাকা মেরে ফিলিপাইনে পাঠিয়ে দেয়া যায় সহজেই | এইভাবে গণহারে মৃত্যুদণ্ড দেয়া আইনবিভাগের চরম অদক্ষতার প্রমান | কূটনীতিতেও চরম অদক্ষতা দিয়ে আসছে বাংলাদেশ | শিক্ষা বিভাগতো শিকায়ে উঠেছে | ঢাকা সহ সারা দেশের রাস্তাঘাট দেখলে বোঝা যায় প্রকৌশলীদের পেশাদারিত্ব ও দেশপ্রেমের নমুনা | আসলে আমলা-রাজনীতিবিদরা কেউ মনে হয় আর দেশ ও জাতি নিয়ে মোটেই ভাবে না | এরা দেশবাসীকে লিলিপুট নয় বরং মাইক্রোস্কোপিক অণুজীবের পর্যায়ে নিয়ে গেছে | কবির ভাষায় "অদ্ভুত এক উঠের পিঠে চলছে স্বদেশ" |

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটিগুলো গার্বেজ তৈরির কারখানায় পরিণত হয়েছে।

দরিদ্র পরিবারের লোকদের শুলে ছড়াচ্ছে হবু রাজ্যে; এটা থামানোর দরকার।

৩১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

তারেক ফাহিম বলেছেন: এতগুলো মৃত্যুদন্ড শুনতেও কেমন লাগে!!


৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



বিচার ঠিক মতো হয়নি, রিভিউতে কিংবা প্রেসিডেন্ট'এর উচিত এদের মুক্ত করা।

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪

আমি তনুর ভাই বলেছেন: Enjoyed reading the article above , really explains everything in detail,the article is very interesting and effective.Thank you and good luck for the upcoming articles

০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


ওকে, ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.