নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি বাংগালী মাতৃভুমির জন্য আরো বেশী অবদান রাখতে চান!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০১



ব্লগার থেকে বেকার, চাষী থেকে ড্রাইবার, গার্মেন্ট শ্রমিক থেকে প্রবাসী শ্রমিক, ছোট ব্যবসায়ী থেকে বেরাণী, কিংবা শিক্ষক, সবাই মাতৃভুমির জন্য অবদান রাখছেন; তাঁরা এর থেকে আরো অনেক বেশী অবদান রাখতে চান; শুধু সংগঠক নেই; তাই বেশী অবদান রাখা সম্ভব হচ্ছে না।

সময়কালের সবচেয়ে শিক্ষিত আও্য়ামী লীগার ছিলেন প্রফেসর কবীর চৌধুরী; উনি যদি আজকে বেঁচে থাকতেন, এবং আপনি যদি উনাকে প্রশ্ন করতেন, "পদ্মাসেতু কার অবদান?" আপনার প্রশ্নের প্রশ্নবোধক স্বরটুকু আপনার মুখ থেকে বের হওয়ার আগেই তিনি উত্তর দিতেন, "দেশনেত্রী শেখ হাসিনার অবদান।" যাক, আসল উত্তর হবে, এই দেশের জনতার!

এই দেশের জনতার অবদানকে সব সময় ভুলভাবে গণনা করা হয়েছে; কারণ, পার্লামেন্টে কখনো তাঁদের লোকজন ছিলো না; ওখানে ছিলো শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া কিংবা শেখ হাসিনার কলাগাছে; কলাগাছ যে রোপণ করে সেই মালিক, এবং ফল দেয় একবার মাত্র।

সরকারের লোকেরা, বিশেষ করে উঁচু পদের লোকেরা ও ব্যুরক্রেটরা সবচেয় বেশী অবদান রাখার কথা, হয়তো রাখেনও, কিন্তু উনাদের অবদান থেকে উনারা হাজার গুণ বেশী প্রতিদান নিয়ে নেন, কেহ দেয়ার জন্যও অপেক্ষা করেন না। তাদের ভাবসাব দেখলে মনে হয়, তারা জাতির জন্য খেটে মরছেন; আসলে, উনাদের অনুসরণ করে দেখেন, উনারা নিচ্ছে অনেক বেশী, এবং বেশীর ভাগই অদক্ষ। মন্ত্রী ও এমপি পর্যায়ে, কার কি অবদান বুঝা খুবই কষ্টকর; কারণ, কোন হিসেবে মানুষের কাছে কখনো দেয়া হয় না; উনাদের গলাবাজি ও হম্বিতম্বি থেকে যতটুকু অনুমান করা যায়।

বাংগালীরা আজকাল বিশ্বকে বুঝতেছেন, তাঁরা দেখছেন যে, অন্য দেশের মানুষেরা ভালো আছেন; সবাই নিজের মাতৃভুমিকে ভালোবাসেন, মাতৃভুমিতে তাঁদের অধিকার আছে, কথা বলতে পারেন, জানতে পারেন, মাতৃভুমির জন্য অবদান রাখতে পারেন। বিশ্বের অন্যদের মতো বাংগালীরাও সবাই মিলে ভালো থাকতে চান, জাতিকে শক্তিশালী দেখতে চান, জাতির জন্য কাজ করতে চান; জাতির অশিক্ষিত অংশ, দরিদ্র অংশকে সাহায্য করতে চান, সবার ভালোর জন্য আরো অবদান রাখতে চান।







মন্তব্য ৭২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪০

মিথী_মারজান বলেছেন: একদম ঠিক।
যারা দেশকে ভালবাসে তারা নিজ নিজ অবস্হান থেকে সাধ্যমত অবদান রাখতে আগ্রহী।
তবে আফসোস এটাই যারা রাজনৈতিকভাবে ক্ষমতাবান তাদের কোন সদিচ্ছা নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


জা্তির উন্নয়নে জাতিকে অংশ নিতে দেয়নি শুরু থেকে; যারা অবদানের নামে দখল করেছে, তারাই জাতির চাবি কাঠি দখল করে রেখেছে; অকারনে জাতিকে বিদেশী ঋণের মাঝে ডুবায়েছে, যখন জাতি নিজের দেশ নিজে গড়তে পারতো; জাতির টাকা অলস পড়ে আছে, ভারতীয় ও ব্যবসায়ীদের টাকায় বিদ্যূৎ কেন্দ্র হচ্ছে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

আটলান্টিক বলেছেন: এখন দেশের সবচেয়ে বেশি দরকার শিক্ষা।১৯৭১ এর পর থেকে যদি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হতো আর শিক্ষা খাতে যদি ভাল পরিমাণ ইনভেষ্ট করতো তাহলে আর এইদিন দেখতে হতো না।বর্তমানে জাতীয় বাজেটের মাত্র ৩% শিক্ষায় খরচ করা হয় যেখানে পাশের দেশ ভারত ৬% ইনভেষ্ট করে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে যদি ফ্রি শিক্ষা দেয়া হতো, আজকে ভারতও আমাদের থেকে টেকনোলোজী কিনতো।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট মানেই সহজ সরল সত্য কথা।
চোখে আঙুল দিয়ে আপনি সব দেখিয়ে দেন- ব্যাপারটা আমার খুব ভালো লাগে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


জা্তির সাধারন মানুষেরা এখন জাতির গরুত্ব বুঝতেছেন, অন্যকে কষ্ট দিয়ে নিজে একা বড় হওয়ার প্রবনতা জাতির সাধারণ মানুষের মাঝে নেই, তাঁরা জাতির জন্য অবদান রাখতে চাচ্ছেন, তাঁরা জাতির সন্মান বাড়াতে ইচ্ছুক।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: আমরা চাইতে চাইতে এতদিন পার করলাম ।
এখন ও চাই কেবল !!!!!
দিবে কে ?? সরকার !!
যাই হোক যা দেখছে যা করতে চায় নিজেদের দায়িত্ব নিয়ে করতে হবে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



জাতির সাধারণ মানুষকে নিজেদের দায়িত্ব নিতে হবে; অসাধারণরা নিজেদের চেহারা দেখায়েছেন ৪৭ বছর; জাতির শক্তি ও ভাবনাকে এক করার সময় হয়েছে; জাতিকে যারা বিভক্ত করে আসছে, তাদেরকে মুল ক্ষমতায় রাখা যাবে না।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

আব্দুল্লাহ আল তানিম বলেছেন: একদম ঠিক বলছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, জাতির সাধারণ মানুষেরা জাতিকে ভালো অবস্হানে দেখতে চান; যারা জাতি গঠনে অবদান রাখতে পারে না, যারা জাতির মর্ম বুঝে না, তাদেরকে পেছনের সারিতে নেয়ার সময় হয়েছে।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

নিরাপদ দেশ চাই বলেছেন: আমরা যারা বাইরে আছি তারা দেখছি যে এইসব উন্নত দেশের সরকারে থাকা মানুষেরা কি না করছে তার জনগনের জন্য। মাইগ্রেশনের আওতায় আমরাও এখন এইসব উন্নত দেশের বাসিন্দা হয়ে সব সুযোগ সুবিধা ভোগ করছি। ফেলে আসা দেশের জন্য চিন্তা না করলেও আমাদের চলে। কিন্তু মনকেতো বন্দী করে রাখা যায় না। তাইতো দূরে বসেও প্রতিটি প্রবাসী, প্রতি ক্ষনে দেশকে স্মরন করে। দেশের ভাল দেখতে চায়, দেশের মানুষের মঙ্গল চায়, দেশের জন্য কিছু করতে চায়। কিন্তু সে চাওয়া ও পাওয়ার মাঝে ফারাক অনেক। কারন অবদান রাখতে চাওয়ার পজিশনগুলো সব লুটেরাদের দখলে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, " কারন অবদান রাখতে চাওয়ার পজিশনগুলো সব লুটেরাদের দখলে। "

আমাদের সরকার ও রাজনীতির লোকগুলো ঈশপের গল্পের ঘাসের গামলায় ঘুমন্ত কুকুর।
আমাদের সাধরণ মানুষ আজকে জাতির জন্য কাজ করতে চায়, অবদান রাখতে চায়।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

আমি তনুর ভাই বলেছেন: সবাই যদি এক থাকে, সবকিছু ই সম্ভব,। আমি একা পারবোনা, বাট, সবাই আসলে কেনইবা পারবোনা আমরা। অনেক সুন্দর লিখেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা এক হতে চাচ্ছে, বাংগালীরা একে অপরকে সাহায্য করতে চাচ্ছে; ঘাসের গামলায় যারা ঘুমাচ্ছিল তাদের দিনের অবসান হবে, মনে হচ্ছে

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বর্তমান কঠিন এই সময়ে মানুষ আগে নিজের পাওনা বুঝে নিয়ে তারপর দেশকে নিয়ে ভাবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



এটাই বিএনপি, আওয়ামী লীগ, মিলিটারী ও তাদের সৃস্ট ক্যাপিটেলের মালিকেরা চেয়েছিল।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রথম লাইনে ড্রাইভার আর কেরাণী হবে। শিক্ষিতদের অবদান রাখার কথা ছিল দেশে অথচ তারা এখন বাইরের দেশে অবদান রাখছে এইসব অযোগ্য লোকদের কারণে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


১২ ক্লাশ পড়ে, সবাই বিদেশে পালাতে চাচ্ছে, যাদের টাকা আছে, তারা চলে যাচ্ছে; যাদের টাকা নেই, তারা পারছে না; তরুণরা নিজের দেশকে চেনারও সুযোগ পাচ্ছে না।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

কানিজ রিনা বলেছেন: উপস্থাপন অসাধারন, সত্য সব সময় সুন্দর।
তবে এজাতী শিক্ষিত হলেও আমাদের গালে
চুন দই দেখে ভয় পাই। কলেজ বিশ্ববিদ্যালয়
থেকে নেশাখোর বেড় হচ্ছে। যদিও ভাল
শিক্ষার্থী বেড় হয় তথাপি দেশে চাকুরী নাই
কর্ম নাই। বেকার শিক্ষিতরা অধপ পতনে
যাচ্ছে। সরকারের উচিৎ যেপরিমান শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় থেকে বেড় হচ্ছে প্রতি বছর
সেই পরিমান কর্মক্ষেত্র প্রতিষ্ঠা করা। নয়ত
বেকার অধপপতন ঠেকান যাবেনা। আমাদের
ব্যাংকে অনেক অলস টাকা আছে তা ব্যাংক
হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে। সেই টাকা দিয়ে
ইন্ডাষ্ট্রিয়াল খাতে অনেক অনেক ইন্ডাষ্টি তৈরিতে
কাজে লাগালে হয়ত শিক্ষিত বেকার যুবকের
কর্মসংস্হান তৈরি হত। শুধু সরকারের উপর
এদায়ীত্ব বর্তায় না সচেতন শিক্ষিত নাগরীক
সরকারের সাথে এগিয়ে আসা বিশেষ ভাবে
জরুরী। দেশ উন্নতির দিকে আগাবে কর্মদক্ষ
যুব সমাজ গোড়ে তুললে। অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:

"সরকারের উচিৎ যেপরিমান শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় থেকে বেড় হচ্ছে প্রতি বছর
সেই পরিমান কর্মক্ষেত্র প্রতিষ্ঠা করা। নয়ত
বেকার অধপপতন ঠেকান যাবেনা।"

সরকারের উচু পদের লোকদের ও রাজনীতিবিদদের ছেলেমেয়েরা বাবা-মায়ের কারনে ভালো চাকুরী পাচ্ছে; কিংবা বিদেশেে থেকে যাচ্ছে; ব্যবসায়ীদের ছেলেমেয়ে নিজেদের ব্যবসায় কাজ করছে।
বাকীদের জন্য প্ল্যান মাফিক কিছু করার পদক্ষেপ সরকার কোনদিনও নেয়নি; সাধারণ চাহিদায় বিনা প্ল্যানে কিছু চাকুরী হচ্ছে

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। এর প্রয়োগ হওয়া ও সুযোগ হওয়া দরকার ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষকে রাজনীতি থেকে দুরে ঠেলে দেয়া হয়েছে গত ৪৭ বছরে; মানুষ নিজের দেশপ্রেম দেখানোর সুযোগও নেই।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

টারজান০০০০৭ বলেছেন: দেশকে কেহ কিছু দিতে পারিবে না যতক্ষণ না দেশ নিজেই গ্রহণ করিতে প্রস্তুত হয় ! রাজনৈতিক মাফিয়ারা যতদিন আছে ততদিন দেশ কিছু নেওয়ার জন্য তৈরী হবে না ! অভাবনীয় দলীয়করণ , স্বজনপ্রীতি, দুর্নীতি এখানে কোন যোগ্য লোককে কাজ করিতে দিবে না ! এদের এভয়েড করে বেসরকারিভাবে যদি কেহ করিতে পারে তাহা হইলেই কেবল সম্ভব। আমাদের বাবসায়ীমহল অনেক শক্তিশালী। সরকার ও রাজনীতি উপেক্ষা করিয়াই তাহারা শক্তিশালী অবস্থান তৈরী করিয়াছে ! তাহারা সবাইকে , সবকিছুকে প্রভাবিত করিতে পারে ! তাহাদের গুটিকয়েকও যদি উদ্যোগ নেয় সফলতার সূচনা হইতে পারে !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের সকল রাজনীতিবিদই কোন না কোন ব্যবসা করছেন, কিংবা ব্যবসায়ীদের ২/১ জন লোক মিনিষ্ট্রিতে সারা উপস্হিত আছেন; বেশীর ভাগ ব্যবসায় সরকারী লোকেরা জড়িত আছে।

আও্য়ামী লীগ ও বিএনপি সবকিছুই দলীয় করণ করে, এমন কি মিলিটারিও

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

নিরাপদ দেশ চাই বলেছেন: দুই পরিবারকে এদেশের রাজনীতি থেকে উচ্ছেদ না করতে পারলে এই দেশের কোন পরিবর্তন কোন কালেই হবে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


এক পরিবারকে শেখ হাসিনা উচ্ছেদের কাছাকাছি নিয়েছে; এটা অনেকে পছন্দ করছে না; সবাই মুখে বলে, তারা ২ পরিবারের উচ্ছেদ চাচ্ছে; ব্যাপারটা আসলে তাই বলে মনে হয় না। শেখ হাসিনা এক পরিবারকে উচ্ছেদ করলে, উনার পরিবার আপনা থেকে দুরে সরে যেতো; আপনি ব্লগে বেগম জিয়ার উচ্ছেদের পক্ষে লিখেন, অবস্হা বুঝতে পারবেন

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

জাহিদ হাসান বলেছেন: :) :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


ইমোগুলোর কোন অর্থ আছে?

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

জেন রসি বলেছেন: তারা মানে আমজনতা না চাইলে ওরা পার্লামেন্টে যায় কেমনে? বা কেমনে মাথার উপর কাঁঠাল ভাইঙ্গা খায়?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার পর, মানুষকে পড়ালেখা থেকে বন্চিত করে, আসল "আমজনতা" তৈরি করেছে আও্য়ামী লীগ, ও বিএনপি জামাত; বাংগালীরা আইয়ুব খান বিরোধী আন্দোলন করলো, সেই বাংগালীরা আইয়ুব খান থেকে অনেক কম-মাথার জেনারেল জিয়াকে কিভাবে ভোট দিল? মানুষকে সঠিকভাবে ভাবটে দিচ্ছে না আওয়ামী লীগ ও বিএনপি।

১৯৭০ সালের পরের ভোটগুলোতে সব সময় গোজামিল ছিল।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

মানিজার বলেছেন: আপনের লেখা পড়লে বুর লাগে না কখনুই আমার ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



হয়তো, আপনি নিজের ভাবনার মিল খুঁজে পাচ্ছেন; আমার মনে হয়, অনেক ব্লগারই এ ধরণের কথা বলতে চান।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন সত্য।
সত্যকে ভালোবাসি। সেটা যতই কঠিন হোক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


জাতি হিসেবে আমাদের অবস্হান অনেক উপরে থাকার কথা ছিল ১৯৭২ সাল থেকেই; শেখ সাহেব থেকে শুরু করে, জিয়া, এরশাদ, বেগম জিয়া এবং শেখ হাসিনা অবধি সবাই ভিক্ষা নিয়ে জাতিকে ভিক্ষুক বলে পরিচিত করেছে বিশ্বে; জাতির ক্ষমতা ছিলো ভিক্ষার চাল ব্যতিত নিজের পায়ে দাঁড়াবার; উনাদর ভুলের জন্য আমরা মানসন্মান হারিয়েছি

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

ডঃ এম এ আলী বলেছেন: আলোচনা সমালোচনা ভালভাবে এগিয়ে চলেছে ।
মাঝে মাঝে এসে জ্ঞান সমৃদ্ধ করে যাব ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের মাতৃভুমির উন্নয়নে অবদান রাখার সুযোগ হারায়ে ফেলেছে; এটি জঘন্য অবস্হা

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: অনেকেই অবদান রাখতে চান, কিন্তু সুযোগ পাচ্ছে কি? সুযোগ পেলেও তো এরা উঠে আসছে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



সরকার নিজেই দেশের সাধারণ মানুষকে তাদের মাতৃভুমিতে মোটামুটি প্রবাসীর পর্যায়ে নিয়ে গেছে; মানুষ নিজএলাকায় বা ঢাকায় কিছু না করে, সোজাসুজি চেষ্টা করছে আরব বা মালয়েশিয়া চলে যেতে, ইউরোপ চলে যেতে।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬

জাহিদ অনিক বলেছেন:


বাঙ্গালিদের অন্তর কোমল; তাদের দেয়ার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নেই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা মাতৃভুমিকে নিয়ে গৌরব অনুভব করে, এবং বাংগালীরা নতুন কিছু সহজে শিখতে পারে ও মানসিকভাবে মডারেট, এগুলো বিশাল বড় বড় গুণ। বাংগালীরা অন্য অনেক জাতির মতো সহজেই সুখী হতে পারতো।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সর্বক্ষেত্রে শুদ্ধ গণতন্ত্র না থাকলে জনগণ সঠিক সুশাসন পাবে না। রানী হাসিনা আর রানী খালেদা যদি নেতা সিলেক্ট করে দেয় তাহলে ভালো লোক আসবে কীভাবে?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের চেষ্টা করতে হবে, বর্তমানের দকগুলো থেকে মুক্তি পেতে।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮

কাতিআশা বলেছেন: ঠিক বলেছেন!

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:



বুঝার চেষ্টা করছি।

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেকেই আছেন দেশের জন্য করতে চান । সুযোগ নেই বলে পারছেন না ।
আর আজকাল রাজনীতি মানে ব‍্যবসা হয়ে দাঁড়িয়েছে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:



ব্যুরোক্রেট দেশের সাধারণ মানুষের স্বার্থের বিপক্ষে কাজ করছে; সাথে সাথে মানুষকে সরকার থেকে দুরে রাখছে।

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১০

প্রবাসী দেশী বলেছেন: প্রতিটি বাংগালী মাতৃভুমির জন্য আরো বেশী অবদান রাখতে চান!


আমার মনে হয় না কিংবা আপনার সাথে এক মত হয়েও কেন যেন এক মত হতে পারছি না জনাব। তবে হ্যা আইনের শাষণ ,প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধা সম্মান পরিশেষে অপরাধীর অপরাধের শাস্তির ভয় এবং শাস্তির দ্রুত কার্যকারিতা যত দিন না পরিপূর্ণ ভাবে সমাজের আপমর সাধারণ থেকে সর্বোচ্চ পর্যায়ে না মানছে ততদিন
পর্যন্ত বাঙালী শুধু মুখেই বুলি আউড়িয়ে যাবে ! আমি দুঃখিত আমার এই মন্তব্যের জন্য কিন্তু কে যেন বলে ছিল যে বাঙালী এস same এস লাইক বাম they স্টেই টুগেদার বাট নেভার be ১ !
পরিশেষে এটাই বলবো মাতৃভূমির জন্য অবদান রাখতে চান তবে প্রথমেই আইনের শাষন ও প্রয়োগ ১০০ ভাগ বাস্তবায়ন করুন।
ধন্যবাদ। ভালো থাকবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:



৪৭ বছরের হতাশ, গলাকাটা ক্যাপিটেলিজম, সরকারের লোকদের দখল সাধারনভাবে আর রুখে দেয়া সম্ভব হবে না; একটা উলট পালট হতে হবে, দেশে সেইদিকে যাচ্ছে।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অবদান রাখতে পারছি না!

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



ইচ্ছা আছে, আশা আছে?
আপনারটা বেগম জিয়া রাখছেন

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

মরুসিংহ বলেছেন: একটা সময় হয়তো ছিল যখন ছাত্র-শিক্ষক বা দেশ দরদী পিওর রাজনীতিবিদরাই রাজনীতি পাড়ায় বেশী ছিল। কিন্তু বর্তমানে ব্যবসায়ী শ্রেণি সে জায়গা দখল করেছে। আর ব্যবসায়ীরা চিনে শুধু টাকা। ওদের কাছে রাজনীতিও ব্যবসা। আবার দেখবেন উঁচু শ্রেণির আমলারাও চাকরি থেকে বিশাল অংকের টাকাপয়সা ইনকাম করে ব্যবসা বা রাজনীতিতে নামে। এ এক আজব চক্রাকার খেলা।

আমিও অবদান রাখতে চাই। তবে ওই পর্যায় গেলে এই মনোভাব টিকিয়ে রাখতে পারবো কিনা সেটাই প্রশ্ন। এই ব্যবসায়ী শ্রেণি সেটা হয়তো দিবে না।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


শতকরা ১ ভাগ লোক, অর্থাৎ ১৭ লাখ মানুষ বাংলাদেশকে দখল করে রেখেছে, অন্যদেরকে মাতৃভুমির উন্নয়নে বাধা দিচ্ছে; শতকরা ৯৯ জনের সাথে এদের পেরে উঠার কথা নয়।

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সহজ সত্যি, কিন্তু সাধারনরা বোঝার অবস্থানে নেই, এমনকি আক্ষরিকভাবে শিক্ষিতরাও একই অবস্থানে

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


কিছু কিছু ব্যাপার মানুষের কাছে পরিস্কার থাকে না, সেটাকে সংগঠিত করতে হয়।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

তারেক_মাহমুদ বলেছেন: সহজ সরল ভাষায় ভালই বলেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো সাধারণ মানুষের ভাবনার ভেতরে আছে।

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

তারেক_মাহমুদ বলেছেন: সহজ সরল ভাষায় ভালই বলেছেন।

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

তারেক_মাহমুদ বলেছেন: সহজ সরল ভাষায় ভালই বলেছেন।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,

অনেক আশাবাদ নিয়ে করা আপনার অনেক পোস্ট পাঠকদের উদ্দীপনা বাড়ায় নিঃসন্দেহে । কিন্তু ওটুকুই । সকল আশাবাদে আমরা আশাবাদী সাজি, আমরা হিপোক্রেট বলে । কেন ? দেশের প্রতিটি আনাচে কানাচে যে দুর্বৃত্তায়ন, যে লুটপাট চলছে , সব মানুষের ( শাসক ও শোষিত উভয়ের ) অস্থি-মজ্জা-রক্ত-মাংশে যে পচন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র , যেখান থেকে পরিত্রানের কোনও আশা নেই কস্মিন কালেও; সেসব জেনেও আমরা আশাবাদী হই কি করে ? আশার কথা শোনাই কি করে যখন নিজেই জানি যে সবই মরিচিকা ?

আপনি ভিন্ন ভিন্ন স্তরের মানুষদের , তাদের দায়িত্ব- করণ- কর্তব্য-স্মরণ করিয়ে দিচ্ছেন বারে বারে । এই করলে সেই হতো , ওই করলে এই হতো এমন করে । কিন্তু আপনিও ভালো করে জানেন যে , কোনদিনও কেউ এসবের তোয়াক্কা করেনি, করবেনা । চার দশকের বেশি পার হয়ে গেছে , কোথাও আপনার কাঙ্খিত উত্তরন দেখেছেন ? সারা গায়ে যার খোঁস-পাঁচড়া থকথকে, তাকে কতোটুকু মলম কোথায় কোথায় মাখবেন ? তাকে তো চুবিয়ে রাখা উচিত পারমিথ্রিণের/ এ্যাসকাবিয়লের ড্রামে । সাধু সাজার জামাটি গায়ে চড়িয়ে আমরা যারা আশাবাদের কথা বলি, তারা তো এক টিউব মলম নিয়ে হাজির হই মাত্র । একটুখানি চুলকে দিই মাত্র ।

বলছেন , বাংলার মানুষ বুঝতে শিখেছে , দেশের জন্যে কাজ করতে চান তারা । আপনি নিজেও কি বিশ্বাস করেন এমন কথা ? আর যদি তেমনটা হয়ও, তা হয়ে উঠতে এই পয়তাল্লিশটা বছর লেগে গেলো ? যার হয়না ছয়তে , তার হয়না নয়তেও । বলবেন, আমি নৈরাশ্যবাদী । আমি নৈরাশ্যবাদী নই , আমি বাস্তববাদী । ব্যক্তি- পরিবার - সমাজ-রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে মরনঘাতী ক্যান্সারের ছড়িয়ে পড়ার বাস্তব সব আলামত দেখেও যারা আশার কথা বলেন তাদেরকে হিপোক্রেট ছাড়া আর কি বলা চলে ? যারা যারা বলেন তারা নিজেরাই বা দেশের জন্যে কি কাজ , কতোটুকু কাজ করেছেন ? করতেন যদি তবে আপনাকে লিখতে হতোনা এমন আশাবাদের কথা ।
( দেশকে ভালোবাসার নমুনায় যুব সমাজের কিছু কিছু সমাজকল্যানমুখি যে ছিঁটেফোঁটা কর্মকান্ডের দেখা মেলে তা এই সতেরো কোটি লোকের সমুদ্রে কয়েক ফোঁটা মাত্র জল ।)

আপনি নিজেও এই লেখাতে ক্যান্সারের উপসর্গ -লক্ষনের কথা ২য় প্যারাতে বলেছেন । আপনি নিজে কি বিশ্বাস করেন, আমাদের ব্যুরোক্রাটরা, রাজনীতিবিদেরা কোনও দিন আমুল পাল্টে দেশদরদী হয়ে উঠবেন ? তা যে তারা নন এবং হবেন না সে কথা আপনার এই লেখাটির ৪র্থ প্যারাতেই আছে ।
“প্রতিটি বাংগালী মাতৃভুমির জন্য আরো বেশী অবদান রাখতে চান!” শিরোনামের এই কথাটি যে কতো লঘু ওজনের তা বোঝার জন্যে অনুগ্রহ করে সাথের লিংক দু’টোতে ঘুরে আসতে পারেন ----
ভোট , না ভোট : একটি সত্যের মতো বদমাশ ।।
ভোট : ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ?

আসলে আমরা জনগণই হারামজাদা । বারবার ঠোক্কর খেয়েও কিছুই শিখিনি । আমরা ন্যাড়ার দল বেলতলা যাই প্রতিদিন ।

আপনার আশা যে পুরণ হবার নয়, সেই দুঃখ থেকে এই মন্তব্য ।
শুভেচ্ছান্তে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনার ভাবনার সাথে আমার অনুধাবনের অনেক মিল আছে; আপনি বাস্তবতা অনুধাবন করে অনেক দীর্ঘ মন্তব্য করেছেন; কথাগুলো অনেক পর্যবেক্ষণের ফসল, অনেক অনুধাবনের প্রকাশ।

আমি আপনার লিংকে গেছি, ২০০৮ সালে আপনি যা ভাবতেন, যা নিয়ে লিখেছেন, সেটা পড়ে কথা বলবো।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা "ইফ দ্যা কান্ট্রি ইজ দ্যা এনসার ..." পড়েছি; জনতা ভোট দিচ্ছে এমন সব মানুষকে, যারা তাদের থেকে হাজার গুণে প্রভাবশালী; গণতন্ত্রে ভোট দিতে হয় তাকে, যাকে নীজের প্রভাবের মাঝে রাখা যায়, যে ভোটকে দায়িত্ব হিসেবে নেবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব ব্যাপী মানুষের ট্রেন্ড হচ্ছে নিজের জাতিকে সাহায্য করার, সাধারণ বাংগালীর মাঝেও সেটা দেখা যাচ্ছে।

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

জুন বলেছেন: তাকে তো চুবিয়ে রাখা উচিত পারমিথ্রিণের/ এ্যাসকাবিয়লের ড্রামে । @ আহমেদ জী এস আমার ধারনা এতেও সারবে না । এখন মাইকোসন জাতীয় স্টেরয়েডই ভরষা। নাহলে কবিরাজি অথবা হেকিমী :P

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


বাংলার সাধারণ মানুষ পথ খুঁজছে

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

চানাচুর বলেছেন: খুবই ভাল উপলব্ধি :|

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সাধারণ মানুষ জাতিকে সাহায্য করতে চাচ্ছে

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধর্মান্ধ জনগণ কখনোই ,কোন দেশে , কোন কালেই শিক্ষায় , বিজ্ঞান -প্রযুক্তিতে ,অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত হতে পারে নি। দেশ গঠনের কাজে অবদান রাখে নি ,ভবিষতেও রাখবে না। রাজনৈতিক নেতা দের দোষ দিয়ে লাভ নেই , তারা দেশের থেকেই আসে ,মঙ্গল গ্রহ থেকে নয়। পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না যেটা ধর্মান্ধ কিন্তু উন্নত। ইউরোপ অন্ধকারে ডুবে ছিল , যতদিন সেখানে চার্চের আধিপত্য ছিল প্রশ্নাতীত। সারা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে দেখুন। সৌদি ,uae ,বাহারিন ,কুয়েত ,কাতার ,ব্রুনেই এই বিশ্বে শিক্ষায় , বিজ্ঞান প্রযুক্তিতে কি অবদান রেখেছে ? ৫০ বছর আগে তেল পাওয়া গেছিলো ,না হলে এরা সব মরুভূমিতে উট চড়াতো। তেল বেচা পয়সায় এরা কি করেছে ? কোন ওয়ার্ল্ডক্লাস বিশ্ববিদ্যালয় বানিয়েছে ? কোন ওয়ার্ল্ড ক্লাস প্রযুক্তি আবিষ্কার হয়েছে সেখান থেকে ? তেল উত্তোলন করার প্রযুক্তিও আমেরিকা -ইউরোপের দেওয়া। হ্যাঁ ,এরা যেটা করেছে ,তেল বেচা পয়সায় সারা বিশ্বে ওয়াহাবী ইসলাম এক্সপোর্ট করেছে।
ভারতের ৯৫ শতাংশ হিন্দু জনগণ ধর্মান্ধ , ভারতের এবং বাংলাদেশ , পাকিস্তান ,আফগানিস্তানের ৯৯.৯৯ শতাংশ মুসলমান ধর্মান্ধ। ধর্মই এদের জীবনের চরম ও পরম সত্য।
ভারতের বাকী ৫শতাংশ --যারা ধর্মান্ধ নয় , যারা মনে করে ধর্মই জীবনের চরম ও পরম সত্য নয় তারাই ভারতকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাচ্ছে ,এরাই সিলিকন ভ্যালি , মাইক্রোসফট ,গুগল চালাচ্ছে , নাসা , ISRO তে কাজ করছে ,ভারতের আই আইটি গুলোতে পড়াচ্ছে এবং পড়ছে , এরাই অক্সফোর্ড ,কেমব্রিজ ,হার্ভার্ড ,স্ট্যানফোর্ড এ ১০ শতাংশ অধ্যাপক এবং ছাত্র। এরাই আমেরিকাতে গিয়ে এখন মোস্ট সাকসেসফুল ইমিগ্র্যান্ট কমিউনিটি।

মানুষ ধর্মান্ধ হলে তার মাথায় লজিক্যাল রিসনিং এবং এনালিটিক্যাল থিংকিং তৈরী হয় না। এ দুটো জিনিস ছাড়া কোন দেশ এগোতে পারে না।

যারা যত বেশি তীব্র ধর্ম বিশ্বাসী তারা তত বেশি পিছিয়ে আছে।

বিজ্ঞান মানুষকে প্রশ্ন করতে শেখায় ,ধর্ম মানুষের প্রশ্ন করাকে ভ্রু -কোঁচকায় , বিশ্বাস করতে শেখায়। বিজ্ঞানে অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু নেই , ধর্মে ঈশ্বর /আল্লা /গড অ্যাবসলিউট ট্রুথ। প্রশ্ন করা বিজ্ঞানে খুব জরুরি--এটা ছাড়া ইনোভেশন /ইনভেনশন হয় না। বিশ্বাস করা ধর্মে খুব জরুরি , এটা ছাড়া ছওয়াব /নেকী /পুন্য কিছুই লাভ হয় না। বিজ্ঞান জীবিত ব্যক্তির জীবনের মান উন্নয়নের চেষ্টা করে , ধর্ম মৃত ব্যক্তির ভবিষৎ নিয়ে চিন্তা করে। বিজ্ঞানের কোন আবিষ্কারের সুফল হয় সার্বজনীন, নির্দিষ্ট ধর্মের সুফল শুধুমাত্র সেই ধর্মের অনুসারীর।


ধর্ম বিশ্বাসের তীব্রতা থেকে যে দেশ, সমাজ ,জাতী ,কালচার যতটা বেশি বেরোতে পেরেছে ,বিজ্ঞান প্রযুক্তিতে তারা ততোটা এগিয়েছে ,জাতি হিসাবে ইহুদী ,খ্রীষ্টান ,বৌদ্ধ --দেশ হিসাবে ইউরোপ ,আমেরিকা ,জাপান, চীন। মনে রাখবেন এই জাতির বা দেশগুলোর এক বিরাট অংশ ধর্ম পালন করে , নিজ নিজ ঈশ্বরেও বিশ্বাস করে কিন্তু এক বিরাট অংশ ধর্মের যাঁতাকল থেকে বেরিয়ে আসতে পেরেছে ,ঈশ্বরে বিশ্বাস করলেও সেটা ব্যক্তিগত মনে করে, ধর্ম তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করে না , ছোট থেকে এক শিশুকে ধর্মীয় শিক্ষায় পণ্ডিত করে তুলতে চায় না ,আমার ধর্ম জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অথবা আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম , আমার ঈশ্বরই সত্য , তোমার ঈশ্বর অসত্য, আমার উপাসনা পদ্ধতি একমাত্র তাঁর কাছে গ্রহণ যোগ্য ,তোমার উপাসনা পদ্ধতি ফালতু ---এই সব ননসেন্স শিক্ষা দেয় না।

যে দেশ ,জাতি ,ধর্ম ,কালচার তাদের সন্তানদের ক্রিটিকাল থিংকিং তৈরী হতে দেয় না , প্রশ্ন বা যুক্তির থেকে বিশ্বাস করাকে বেশি গুরুত্ব দেয়, তাদের সন্তানরা বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিতে কোন অবদান রাখতে পারে না , এইজীবনের উন্নতি সাধনে ব্যর্থ হয়ে পরজন্মের ভবিষ্যত চিন্তায় ব্যস্ত হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি সঠিক কথা বলেছেন।
ইউরোপ ভুল ভাবনার অবসান ঘটায়ে আধুনিক জ্ঞানের প্রসার ঘটায়েছে।
এশিয়া ও আফ্রিকা ভুলের মাঝে ডুবে আছে।

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন ।জ্ঞানই আলো জ্বালতে পারে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


জ্ঞানই আলো, পরম সত্য

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

প্রবাসী দেশী বলেছেন: Unity! That’s why we are being kept divided, asleep, drugged and dumbed-down ... so we never become awake/conscious. If people became aware and interconnected we could literally do anything and right the world.

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের রাজনৈৈক দলের লোকেরা ও ব্যুরোক্রেটরা আসলে পাকীদের চেয়ে আরো বড় ষড়যন্ত্রকারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.