নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পিগমী ও লিলিপুটিয়ানরা, বাস্তব ও কল্পনা

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯



আফ্রিকার কংগো, রুয়ান্ডা, বুরুন্ডী, এংগোলা, গিনি, গ্যাবন, ক্যামেরুন ও মধ্য-আফ্রিকা মিলে প্রায় ৬ লাখ শিকারী, অশিক্ষিত মানুষ গত ৩০০ বছর প্রায় একই অবস্হায় বসবাস করছেন, এরা পিগমী নামে পরিচিত; এদের গড় উচ্চতা ৫ ফুটের চেয়ে কম। এরা হালকা থেকে ঘন জংগলে বসবাস করেন, নিজেরা চাষবাস করেন না, খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভর করেন, প্রোটিনের জন্য বন্য প্রাণী শিকার করেন ।

ইউরোপিয়ান আবিস্কারকেরা অনেক আগের থেকেই এদের ব্যাপারে লিখেছেন; তবে, গত ৩০০ বছরে এদের জীবনে তেমন কোন পরিবর্তন আসেনি, এটাই আমার আলোচনার বিষয়। ৩০০ বছর আগে, এই ধরণের জন গোষ্টী বিশ্বের অনেক দেশেই ছিল, তারা সভ্যতার সাথে তাল মিলিয়ে কেহ দ্রুত বদলে গেছেন, কেহ কিছুটা ধীর গতিতে বদলেছেন। পিগমীদের জীবনেও ৩০০ বছরে অনেক পরিবর্তন এসেছে, তবে এতই ধীরগতিতে আসছে যে, তাদের ৩০০ বছর আগের পুর্ব পুরুষের ও তাদের মাঝে পরিবর্তন খুবই কম।

আফ্রিকার ভালো খারাপ মিলে সব পরিবর্তনের মুলে ইউরোপ; এই ইউরোপ কি এদের কোনভাবে সাহায্য করতে চায়নি? দেখা যায় যে, চেয়েছে, সবচেয়ে বেশী চেয়েছে ধর্ম প্রচারকেরা; কিন্তু খুব একটা কাজ হয়নি।ধর্ম প্রচারকেরা তাদেরকে পড়ালেখা শেখানোর চেষ্টা করেছেন। ধর্ম প্রচারকেরা বলেছেন যে, তারা তাদের গোত্রীয় বিশ্বাস নিয়ে বাঁচতে চান। তাদের বিশ্বাসের বাহিরে কেহ কিছু বললে, তাকে গোত্র ছেড়ে চলে যেতে হয়।

ইউরোপিয়ানরা লক্ষ্য করেছেন যে, তারা তাদের গোত্রীয় প্রধানদের ধারণাকে বদলাতে চায় না, নতুন কোন ভাবনাকে গ্রহন করতে প্রস্তুত নয়; এই কারণেই তারা নিজেদের স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে।

লিলিপুট হচ্ছে ইংরেজ লেখক জনাথন সুইফটের লেখা, গালিভারের কল্পিত ভ্রমন কাহিনীর কল্প দেশ, আপনারা সবাই পড়েছেন; সেখানকার মানুষ গড়ে ৬ ইন্চি ছিল উচ্ছতায়; সেই অনুপাতে তাদের মাথার সাইজ ও মগজের পরিমাণ অনুমাণ করা সম্ভব। সেই দেশের মানুষ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মেতে থাকতো: যেমন ডিম কোন দিক থেকে ভাংতে হবে, সরু দিক থেকে, নাকি মোটা দিক থেকে; সেটা নিয়ে পার্লামেন্ট ও যুদ্ধ, শেষে জাতিতে বিভক্তি। লিলিপুটের সম্রাট দেশ চালানোর জন্য যাদের নিতেন, তারা সারাক্ষণ একে অপরের বিরু্দ্ধে ষড়যন্ত্র করে সময় কাটাতেন; লিলিপুটের সকল আবিস্কার ছিলো তাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য; তারা গালিভারকে ব্যবহার করেছে তাদের শত্রুদের নৌ-বাহিনী দখল করতে; লিলিপুটের সম্রাট চেয়েছিল, গালিভার যেন, তাদের শত্রুদের নিশ্চিহ্ন করে দেয়; যাক, গালিভার তা করেনি।

আমি শব্দ ২টি আজো মাঝেমাঝে ব্যবহার করে থাকি, আমার ভালো লাগে।

মন্তব্য ৭০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পিগমিরা আসলে প্রকৃতি নির্ভর অনাধুনিক মানুষ। তাই তাদের পরিবর্তন নেই বললেই চলে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


তারা এখন ইতিহাস গড়ছে, ভাবনাহীন জনগোষ্ঠী

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার ভালো লাগার তারিফ করতে হয়! :P

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



ভালো তারিফ।
আপনার পোষ্ট, 'চাঁদের বুড়ীর মেয়ে' পড়লে লিলিপুটিয়ানদের কথা মনে পড়ে

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি আমাকে চিনলেন কেমন করে!!!

বাহ!

রতনে কি এইজন্যেই রতন চিনে? :-B

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমি রতন টতন কিছু আজো দেখিনি

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
'চাঁদের বুড়ীর মেয়ে' তো তাইলে হিট!!!

অবশ্য জিনা একজনেরই!

চাঁদের রাজার ছেলে ডোমিনোও রতন চিনতো না। ;)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



'চাঁদের বুড়ীর মেয়ে' আমার কাছে লিলিপুটিয়ান ধরণের মনে হয়েছে

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই শব্দদুটার ঘন ঘন ব্যবহারের কারণ জানা গেল।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছিল, কেহ কেহ পিগমীদের জীবনটাকে গুরুত্ব দিচ্ছেন না

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

খায়রুল আহসান বলেছেন: লেখার স্টাইল ভাল লেগেছে। আপনার লেখায় শব্দদুটোর বহুল ব্যবহার পেয়েছি। আন্দাজও করেছিলাম, কেন। এ লেখাটা পড়ে তা পরিষ্কার হলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


পিগমীদের জন্য অনেক মানুষের মন ভারাক্রান্ত হয়, কেন মানুষকে অকারণে এত কষ্টের জীবন যাপন করতে হবে।

লিলিপুট রাজনীতির দিক থেকে একটি ভালো উদাহরণ, বাংলাদেশের সাথে কিছুটা মিলও আছে; ডিম কোন পাশ থেকে ভাংগা উচিত, এই নিয়ে আমাদের পার্লামেন্ট বিল আসা উচিত।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চানাচুর বলেছেন: পোস্টটা পড়তে পড়তে লাস্ট লাইন পড়ে হাসি এসে গেল B-)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



ভালো ধরণের উদাহরণ

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

মনিরা সুলতানা বলেছেন: বেশ!!! বেশ !!!
আপনার ও ভালোলাগার পছন্দের কিছু আছে জানতে পেরে আনন্দিত হলাম ;)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


শব্দগুলোকে আপনারাও যাতে ভালোবাসতে পারেন, সেটার জন্যই এই পোষ্ট

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

বিদেশে কামলা খাটি বলেছেন: বদলানো উচিত। যদি সেই পরিবর্তন হয় ভালোর জন্য।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


মানব সভ্যতা সব সময় ভালোর দিকে যেতে পারে মাত্র।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মনিরা সুলতানা বলেছেন: গোয়েবলস থিউরি অনুজায়ী সব সময় আপনার মন্তব্যে শুনতে শুনতে আমরা ও ভালোবেসে ফেলেছি ;
আপনার লিলিপুট, ম্যাও প্যাও ,পিগমি আর মুরগির মগজের গল্পঃ

আসলে ব্লগার হিসেবে আমারা আপনাকেই পছন্দ করি সাথে আপনার মন্তব্য !!

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগিং পছন্দ করি; পড়লে, কিছু বলতে চাই

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

শাহিন-৯৯ বলেছেন: আমরা বাঙ্গালীরা কোন ক্যাটাগরিতে পড়ি, লিলিপুট, পিগমি, মুরগির মগজধারী। (অবশ্য আপনি ছাড়া কারণ আপনার হ্যাব্বি মেধা)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি বাংগালী কথায় বলেন, "উনি ব্রিলিয়েন্ট, তিনি ব্রিলিয়েন্ট, সে ব্রিলিয়েন্ট"।
অনেক বাংগালী ছেলেমেয়ে পড়ালেখায় ভালো, ব্রিলিয়েন্ট কেহ ছিলো বলে আমার মনে হয় না।
২ জন বাংগালীকে ব্রিলিয়েন্ট বলা যায়, শেরে বাংলা ও ড: মুহাম্মদ শহীদুল্লাহ'কে

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

শাহিন বিন রফিক বলেছেন: আপনার তথ্যসমৃদ্ধ লেখা খুব ভাল লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, ব্লগারেরা এদের ব্যাপারে জানেন; ২/১ জন ব্লগার এই শব্দগুলোকে পছন্দ করেননি, তাই ব্যাখ্যা করতো হলো, শব্দগুলো খারাপ নয়।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: জাতিসংঘ কী করে?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


জাতিসংঘ এগুলো নিয়ে মাথা ঘামায় না; ইউনিসেফ ও অনেক এনজিও ওদের সাহায্য করার চেষ্টা করছে।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

নিরাপদ দেশ চাই বলেছেন: আমারতো মনে হয় তারাও আমাদের চেয়ে অনেক ভাল।বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু মিথ্যাবাদী বা প্রতারক নয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



ঐ ধরণের জনগোষ্টী প্রতারণার শিকার হলো মারা যাবে; তাই, তারা প্রতারক ইত্যাদিকে সমাজে পালন করতে পারে না।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬

আবু তালেব শেখ বলেছেন: পোস্টের ছবি কি পিগমি দের। এরকম ছোট সাইজের মানুষ আগে দেখিনি

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


এটা পিগমীদের। ওদের মাঝে অনেকেই বেশ কম উঁচু

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

সকাল রয় বলেছেন: জানতামই না
জেনে জানা হলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


গালিভার্স ট্রাভেল পড়েননি?

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১

সকাল রয় বলেছেন: সিনেমায় দেখছিলাম

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


এখন বিনা সিনেমায়ও এদের কিছুকে দেখতে পাবেন আশেপাশে, সময় ভালো, পয়সা খরচ হবে না।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অনগ্রসর মানব জাতি।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমরা ওদের বড় ভাই

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

আশিক হাসান বলেছেন: ভাল লাগল লেখকের পিগমীদের সম্পর্কে লেখাটা পড়ে সেইসাথে লিলিপুটনীয় মতবাদ পড়ে।
কন্গোর দূর্গম এমবান্দাকায় ডিউটি স্টেশন হওয়ায় সৌভাগ্য হয়েছিলো নিজের চোখে পিগমীদের দেখবার এবং কথা বলার। এই পিগমীদের একসময় কন্গোলীজরা মানুষ বলে মনে করত না এমনকি মানুষ আকৃতি জন্ত মনে করে এই পিগমীদের মাংশ খাওয়ার জন্য অনেক পিগমীকে হত্যা করা হয়েছে । বিশেষ করে কন্গোর বিদ্রোহী নেতা বেম্বার নাকি প্রিয় খাদ্যই ছিল পিগমীদের মাংশ। সেই অমানবিক আচরণের কারনে এখনও পিগমীরা লোকসমাজে খুব একটা আসেনা। এমনকি আমি যখন তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম তারা সামনেই আসতে চাইনি, ছবি তোলা তো দুরে থাক। একজন পূর্নবয়স্ক নারী/পুরুষ পিগমী সাধারনত ৪ থে সাড়ে ৪ফিটের মত হয়ে থাকে। এদের বিষয়ে আরো জানতে চাইলে এই লিন্কে ঢুঁ মারতে পারেন।
http://www.pygmies.org/#introduction

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমাদেরও কিছু পিগমী আছে, এরা রাজনীতি ও শিক্ষায় পিগমী।
ভালো লাগলো যে, আপনি আফ্রিকার এি দু:খী জাতির ভুমিটিতে গিয়ে কিছুটা সাহায্য করেছেন।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

কলাবাগান১ বলেছেন: "ওদের মাঝে অনেকেই বেশ কম উঁচু"

এই কথা টা যে কত টা ভাল মনের পরিচয় দেয় সেটা আমাদের ব্লগার রা বোধ হয় বুঝতে পারেন নাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা ভালোভাবে নিয়েছেন, মনে হয়।

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

জাহিদ হাসান বলেছেন: অসাধার পোস্ট করেছেন। এই প্রথম আপনার পোস্ট আমার ভালো লাগল। আপনার সমন্ধে ধারনাটা পাল্টে গেল।
ভাল থাকবেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


ফ্লিপফ্লপ সিনড্রোম; আগামী পোষ্টের পর বুঝা যাবে।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

জাহিদ হাসান বলেছেন: আপনি এমন কেন? :( :(

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



মন খারাপ করবেন না, আমাদের সবাই সবাকে বুঝতে সময় লাগবে।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

নূর-ই-হাফসা বলেছেন: লেখা টা বেশ ভালো লাগল ।
আপনার ভালো লাগা জেনেও ভালো লাগল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



২/১ জন ব্লগার আমার কমেন্টে মন খারাপ করেছেন, একটু ব্যাখ্যা হয়তো সাহায্য করবে।

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪

কলাবাগান১ বলেছেন: আপনি ইচ্ছা করলেই লিখতে পারতেন
"ওরা খুবই খাটো"

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



বুঝতে পেরেছি, আপনি যা বুঝাতে চেয়েছেন; আশাকরি জাতির শিক্ষিত অংশ সেইদিকে যাবেন।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তীর্যক লেখার সাথে কিছু জ্ঞানও আহরণ করা হল...

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


পিগমীরা তাদের আদি ধারণা (শিকার ও বন থেকে খাদ্য সংগ্রহ) থেকে বের হচ্ছে না; ফলে, তাদের মানুষ ভয়ংকর কষ্ট করছে; আর লিলিপুটিয়ানরা অকাজে ব্যস্ত থাকে।

আমি এই ২টি শব্দ ব্যব হার করি, খারাপ কিছু নয়।

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান পোষ্টটির জন্য । প্রকৃতি নির্ভর এই অবহেলিত পিগমীদেরকে আলোর জগতে ফিরিয়ে আনার জন্য উন্নত বিশ্বকে আরো বেশি মনযোগী ও কার্যকরী সমম্বিত কর্মসুচী গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে । এরা খুবই করুন অবস্থায় তাদের জীবন যাপন করছে । এখনো অনেক পিগমী ক্রিতদাস হিসাবে জীবন যাপন করছে । গত ২০০৮ সনে কঙ্গোতেও ১০০ জন পিগমীকে ক্রীতদাস হতে মুক্ত করা হয় ।


সুত্র : Click This Link

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


কংগো'তে যুদ্ধের অবসান হয়েছে?

কিছু বাংলাদেশীকে পাঠায়ে, ওদেরকে ঘর বানানো, ভুট্টা চাষ, মুরগী পালন, ছাগল পালন, গরু পালন শিখালে, বিশ্ব বাংলাদেশকে সাহায্য করতো এই প্রজেক্টে।

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩০

আমি স্বর্নলতা বলেছেন: Apocalypto মুভিটার কথা মনে পড়ল, যারা গভীর জঙ্গলে বসবাস করে, প্রাণী শিকার করে। প্রকৃতির উপর নির্ভর করে এরা বেঁচে থাকে। একরকম যুদ্ধ করেই টিকে থাকতে হয় প্রতিনিয়িত এ জাতির।

অবহেলিত এই মানুষগুলোর ৩০০ বছরে যখন খুব বেশি পরিবর্তন হয়নি আর হবে কিনা কে জানে?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


আফ্রিকার বাকী জাতীগুলোর দায়িত্ব ছিল এদের সাহায্য করা।

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

টারজান০০০০৭ বলেছেন:
পিগমি বা লিলিপুটিয়ান মেটাফোর ব্যবহার করিয়া আপনি আমাদের রাজনীতিবিদ ও বুদ্ধুজীবীদের যাহা বোঝাইতে চাহিয়াছেন তাহা যথার্থ বলিয়া মনে হয় না ! তাহারা পরিবর্তন বিরোধীও নহে , নির্বোধও নহে। বুদ্ধি না থাকিলে ইহারা আকাম কুকামে ওস্তাদ হইতে পারিত না ! তাহারা সবই করিতে রাজি আছে, যদি তাহাদের স্বার্থের অনুকূল হয় ! আপনি তাহাদের লেমিং কহিতে পারেন যাহারা জাতিকে লইয়া সদলবলে আত্মহত্যা করিতেছে !

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের রাজনীতিবিদরা তাদের পিতা, পাকিস্তানের শাসন পদ্ধতি অনুসরণ করে চলছে ৪৭ বছর; তারা তাদের গুরুদের নিয়মকানুন মেনেই চলছে।

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

তারেক ফাহিম বলেছেন: পিগমিদের ব্যাপারে বিস্তারিত জানার আগ্রহ ছিল।

মোটামুটি জানা হল।

তথ্যবহুল পোষ্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের ভেতর সামান্য পিগমী ও অনেক লিলিপুটিয়ান আছে

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবার অনেকদিন পর লিলিপুট শব্দটি শুনলাম।

লেখা পড়ে ভালই লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, আমি আপনার পোষ্ট কম পড়ছি।

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একসময় জাপান কোরিয়া চিনের দেশের মানুষগুলোকে খাটো বলা হলো। এখন কিন্তু তাদের মধ্যে খাটো মানুষের সংখ্যা চোখে পড়ার মতো কমেছে।

উন্নত এবং সুষম খাদ্যাভ্যাস এবং বংশানুক্রমকে সুযোগ করে দিলে পিগমিরা ৩০০ বছর নাগাদ পিগমি থাকতে পারতো?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ এখন অবধি বিশ্বের জন্য যা করেছে, তা হলো রোহিংগাদের সাহায্য; এখন হয়তো পিগমীদের সাহায্য করার দরকার; বিশ্ব হতবাক হয়ে যাবে।

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

আল ইফরান বলেছেন: তথ্যবহুল লেখাটা পড়ে ভালো লাগলো।
ছোটবেলার পড়ার ফলে, আপনার আগের পোস্টগুলোতে যখন পিগমি/লিলিপুটের মগজ বলে কাউকে বকে দিতেন তখন নিজে মনে মনে খুব একচোট হেসে নিতাম। এই পোস্ট পড়ে হাসির বদলে পিগমিদের জন্য খারাপ লাগছে। আমরা আধুনিক সমাজে বাস করে পিগমিদের মত চিন্তা করছি, আর তার কারন একটাই, ট্র্যাডিশন আর মর্ডানিজম এর মধ্যকার দ্বন্দে আমরা প্রকৃত অর্থেই দ্বিধান্বিত।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


ওদেরকে কেহ সাহায্য করেনি; বাংগালীরা করলে ভালো হতো।

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

অলিউর রহমান খান বলেছেন: নতুন কিছু জানতে পেরে খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


আসলে, এটা নতুন কিছু নয়; আমি আমাদের মানুষদের মাঝে পিগমী ও লিলিপুটিয়ান দেখতে পাচ্ছি

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

পুলক ঢালী বলেছেন: হা হা হা হাসি ছাড়া আর বলার কিছু নেই তবে কেন যেন মনে হচ্ছে এর ভিতর নির্মমতা লুকিয়ে আছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে আমাদের নিজস্ব পিগমী আছেন, নিজস্ব লিলিপুটিয়ানরা আছে,

৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

জাহিদ অনিক বলেছেন:


আমার মাঝেমধ্যে নিজেকে লিলিপুট বলে মনে হয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতা আমাকে আবার পড়ে হবে, যদি আপনার নিজকে লিলিপুটিয়ানের মতো মনে হয়, তা সঠিকই হওয়ার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.