নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সবাই স্বাধীনতা দেখতে চেয়েছিলেন, সবাই স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছিলেন

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২



১৯৭১ সালের ৩রা মার্চ নব-নির্বাচিত এমপিদের নিয়ে পাকিস্তানের সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, সেখান থেকেই নতুন সরকার গঠনের মাধ্যমে সামরিক সরকারের থেকে সিভিল সরকারের হাতে ক্ষমতা আসার কথা ছিল; ১লা মার্চ জেনারেল ইয়াহিয়ার সামরিক সরকার ঘোষনা দিয়ে অধিবেশন বন্ধ করে দেয়; সেটাই বাংগালীদের জন্য বিপ্লযবের সুচনা ছিল; শুরু হয় অসহযোগ আন্দোলন, জেনারেল ইয়াহিয়ার সরকার পুর্ব পাকিস্তানের উপর কন্ট্রোল হারিয়ে ফলে; একমাত্র মিলিটারী ব্যতিত কেহই পাকিস্তানের সরকারের কথা শুনছিলো না।

জনতার বিক্ষোভে পুর্ব পাকিস্তান মোটামুটি বাংগালীদের কন্ট্রোলে চলে এসেছিল; বিশেষ করে কলকারখানা ও শ্রমিক এলাকাগুলোতে পাকিস্তান সরকার পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে; পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভাবলে, এটা ছিল অনেকটা নৈরাজ্য, বাংগালীদের পক্ষ থেকে ভাবলে, এটা ছিল স্বাধীনতার পদধ্বনি।

সব বাংগালী হঠাৎ এক নতুন সম্ভাবনার দুয়ারে উপনীত হয়েছিলন; তাঁরা অনুভব করলেন যে, পাকিস্তানীদের উপস্হিতির আর দরকার নেই, বাংগালীরা নিজেরাই ভালো থাকতে পারবেন। পাকিষ্তানের পক্ষে, অবস্হা আয়ত্তে নেয়ার স্তরে আর ছিলো না তখন; আসলে, মানুষ তখন আর পাকিস্তান নিয়ে মাথা ঘামাচছিলো না, তারা পাকিস্তান থেকে মুক্ত হয়ে যাওয়ার অবস্হানে চলে গিয়েছিলেন।

অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পর, পুর্ব পাকিস্তানকে ধরে রাখার একমাত্র উপায় ছিলো রাজনৈতিক সমাধান; কিন্তু পাকিস্তান মিলিটারী সামরিক অভিযানের মাধ্যমে হারিয়ে যাওয়া কন্ট্রোল ফিরে পাবার জন্য ২৫ শে মার্চ রাতে বাংগালীদের আক্রমণ করে বসে। তাদের সবচেয়ে বড় ভুল ছিলো বেংগল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশকে আক্রমণ; সেখানেই নিহিত ছিল তাদের পরাজয়, যা তারা ৯ মাস পরে মেনে নিতে বাধ্য হয়।

পাকিস্তান বাংগালী জাতির উপর গণহত্যা চালিয়ে দেশকে দখলে রাখতে সকল চেষ্টা করে দেখেছে; কিন্ত পারেনি, সাধারণ মানুষ অস্ত্র হাতে নিয়ে বাংগালী মিলিটারী, ইপিআর'দের সাথে মিলে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে।

কিন্ত এই অসম যুদ্ধে পাকিস্তানী ও রাজাকােরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ফলে, যোদ্ধাদের চেয়ে কয়েক হাজার গুণ বেশী অস্ত্রহীন মানুষকে প্রাণ দিতে হয়েছে; ৩০ লাখ মানুষ স্বাধীনতা দেখার সুযোগ পাননি, তাঁদেরকে জাতির স্বাধীনতার জন্য প্রাণ দিতে হয়েছে।

স্বাধীনতার কথা মনে পড়লে, তাঁদের অবদানকে স্মরণ করবেন, এটুকু তাঁদের পাওনা

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

আমি তনুর ভাই বলেছেন: ৩০ লাখ শহীদের পরিবারের খোজ খবর রাখা দরকার, তাদের পরিবার সূখে আছে নাকি দূখে আছে আমরা কেও জানিনা ২/১ জন ছাড়া।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালের সরকারই সেগুলো খবর রাখেনি, আজকে কে রাখবে?

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিনম্র শ্রদ্ধা সেইসব শহীদ ও যোদ্ধাদের জন্য- যারা জীবন বাজী রেখে স্বাধীনতার জন্য লড়েছেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রাণ দিয়েছেন জনতা, শ্রদ্ধা জানিয়েছেন জনতা, এটাই একমাত্র পাওয়া

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতেই হত। সালাম ও শ্রদ্ধা ৩০ লাখ শহীদকে...

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



সেটাই বিপ্লবের, যুদ্ধের অমোঘ নিয়ম

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিদের দৃষ্টিতে মুলত আওয়ামীলীগ ছিল দুশমন।
কিন্তু ২৫ মার্চ আওয়ামীলীগ অফিস আক্রমণ না করে আক্রমণ করলো রাজারবাগ পুলিশলাইন, ঢাবি,পিলখানা ও সেনাবাহিনীর বাংগালি সহকর্মীদের উপর।
মানে সমগ্র বাংলাভাষীদের উপর।
এক্সক্লুডিং বিহারি ও জামাত নেতাকর্মী।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


ওরা বিহারীদের ও জামাতকে প্ল্যান জানিয়েছিল নিশ্চয়।

ওরা বুঝতে পারেনি যে, হত্যাকান্ড কত বড় অপরাধ, ইডিয়টগুলো কখনো মানুষের পর্যায়ে ছিলো না।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটাই তৃপ্তি যে, পাকিদের থেকে মুক্ত হয়ে আমরা ভুল করিনি...

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


ভুল হওয়ার প্রশ্নই উঠে না, পাকিস্তানীরা সভ্যতার জন্য অভিশাপ

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

কানিজ রিনা বলেছেন: ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালবেসে দিয়েগেছে প্রান, সব কটা জানালা
খুলে দাওনা।
সুন্দর একটি পোষ্ট, ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ওদেরকে পেছনের সারিতে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তখন জনতা নিজস্ব চাওয়া-পাওয়ার চিন্তা বাদ দিয়ে কোন বাছ-বিচার ছাড়াই ঐক্যবদ্ধ হয়ে গেছিল। তখনকার সময়টা অনেক আশ্চর্যজনক লাগে আমার কাছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


'৭১'এর মানুষ এক হতে পেরেছিলেন; কারণ সেখানে স্বপ্ন ছিল, আশা ছিল

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: স্বাধিনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে বিকৃত করে একটি প্রজন্মকে ভুল বার্তা দেয়া হয়েছে অতি সুকৌশলে । সুসীল, কুশীল, বুদ্ধিজীবি ও সামাজিক পাওয়ার স্ট্রাকচারে বিরাজমান একটি শ্রেণী এমনভাবেই স্বাধিনতা ও মুত্তিযুদ্ধের ইতিহাসকে সুকৌশলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি প্রজন্মের কাছে উপস্থাপন করে তাদের ব্রেন যে রকম ওয়াস করে দিয়েছে তা সারতে অনেক দীর্ঘ মময় লাগবে । এটা একদিনে দুর করা সম্ভব হবেনা । সকল স্বাধিনতাকামী সংগ্রামী জনতা ও মুক্তিযুদ্ধাদের প্রতি রইল শ্রদ্ধা । শহীদ মুক্তি যুদ্ধা পরিবারের সকলের প্রতি জাতি যথাযথ মর্যাদা ও দায়িত্ব পালন করুক এ কামনাই রইল । ধন্যবাদ বিজয়ের মাসে দেয়া এই মুল্যবান পোষ্টটির জন্য ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


"সুসীল, কুশীল, বুদ্ধিজীবি ও সামাজিক পাওয়ার স্ট্রাকচারে বিরাজমান একটি শ্রেণী এমনভাবেই স্বাধিনতা ও মুত্তিযুদ্ধের ইতিহাসকে সুকৌশলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি প্রজন্মের কাছে উপস্থাপন করে তাদের ব্রেন যে রকম ওয়াস করে দিয়েছে তা সারতে অনেক দীর্ঘ মময় লাগবে । "

-সুশীল কুশীলেরা ছিল লিলিপুটিয়ান নন্দলাল; ওরা যুদ্ধ না করে, যোদ্ধাদের সামনে চলে এসেছে ম্যাঁও প্যাঁও গান গেয়ে, নিজেদের ঢোল বাজায়ে।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

জাহিদ অনিক বলেছেন:

স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় গো, কে বাঁচিতে চায়!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


মানুষ বারবার মানুষের কাছেই স্বাধীনতা হারায়

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: জাতিকে পিছিয়ে দিতে কোনও চেষ্টা বাকি রাখেনি শয়তানগুলো। লাভ কি হয়েছে? তাদের চেয়ে এখন আমরা অনেক ভালো আছি। উন্নতিতে আমরা এগিয়েও গেছি।
শুধু দুঃখ হয় সেই মেধাবী সন্তানদের জন্য। যাঁরা থাকলে হয়তো দেশ আরও এগিয়ে যেত।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার জন্য যাণনরা প্রাণ দিয়েছেন, জাতির কাছে তাঁরা সবাই সমান।

আমরা পাকিস্তান থেকে সামান্য ভালো আছি, জাতি জংগী হয়নি; অর্থনৈতিক দিক থেকে সাধারণ মানুষ, পাকিস্তানের সাধারণ মানুষের মতই রয়ে গেছেন; সাধারণ মানুষ সামানুপাতিকভাবে উপকৃত হননি।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: মুক্তিযুদ্ধাদের প্রতি রহিল শ্রদ্ধা।
বিজয় মাসে মুল্যবান পোষ্ট।
ধন্যবাদ জানবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধারা মনের শান্তি পেয়েছেন যে, জাতাির জন্য যুদ্ধ করেছেন, জাতির জন্য সহযোদ্ধাকে হারিয়েছেন।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




ডঃ এম এ আলী র মন্তব্যটি সময়োচিত এবং বলিষ্ঠ একটি কথন ।

সবাইকে বিজয় দিনটির শুভেচ্ছা ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


ড: আলী জাতির অবস্হান বুঝতে পারছেন সঠিকভাবে।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: ঐ সময় টা মানুষ গুলোর কি দেশপ্রেম ছিল ! ভাবলেই অবাক লাগে ।
সময় উপযোগী পোষ্ট দিয়েছেন । ভালো লাগলো ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে মানুষ স্বপ্ন দেখেছিলেন, অন্যদের মতো শক্তশালী ও সুখী জাতি হিসেবে বাঁচতে

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজাকার, আল বদর বা ঘাতক বাহিনী যদি আমাদের বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা না করত তাহলে আমরা জাতি হিসেবে আরো ভাল করতে পারতাম।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:




অনেকেই সেটা বলেন, আমি বিশ্বাস করি না; রাজাকারেরা গ্রামের একটা কিশোর, বা তরুণকে হত্যা করে জাতির যে ক্ষতি করেছে, ১ জন ডাক্তারকে হত্যা করেও সমপরিমাণ ক্ষতি করেছে, জীবনের মুল্য জাতির কাছে সমান।

সব জাতিতে কিছু বিশ্বাসঘাতক থাকে; তবে, আমাদের জাতিতে এদের সংখ্যা ছিল অনেক।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

আবু তালেব শেখ বলেছেন: তিরিশ লক্ষ শহীদের রক্তের কাছে আমরা চির রিনি(বানান ভুল)
চিহ্নিত বদ রাজাকার বিশ্বাস ঘাতকদের বিচার প্রত্যাশা করছি । তাতে যদি কিছুটা রিন শোধ হয়। রাজাকার যদি ক্ষমতাসীন দলেও থাকে তবুও তাদের বিচারের আওতায় আনার অনুরোধ করছি সরকারের কাছে

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


নন্দলালদের সরকার।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

শিখণ্ডী বলেছেন: জীবিত মুক্তিযোদ্ধারা কে কেমন আছে তার খবর কোনও সরকারই যথেষ্টভাবে নেয়নি। অভাবি,অশিক্ষিত মুক্তিযোদ্ধারা কখনই তাঁদের সম্মান পাননি। মারা যাবার পর কিছু মধুর বাণি আর কিছু ফুল জুটেছে লাশের ওপর। মরার পরে ওসব দিয়ে তাঁর কী হবে? হাসান হাফিজুরের কবিতার দুটি লাইন মনে পড়ছে-- তোমাদের হিসেবি খাতায় শহিদ রয়েছে শুধু,
বীর নেই কোনও

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


যাঁরা জাতির কষ্ট বুঝেছিলেন, মানুষের বেঁচে থাকার আশাকে বসুঝেছিলেন, তাঁরাই জাতির জন্য যুদ্ধ করেছেন; পরে, তাঁদেরকে কৌশলে সরায়ে দিয়ে অদক্ষরা, যারা জাতির মহা অবদানযকে বুঝেনি, তারা দেশ চালায়েছে নিজেদের জন্য

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সবাই স্বাধীনতা দেখতে চেয়েছিলেন, সবাই স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছিলেন
আজও টা পাইনাই।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক আদর্শে বাংগালী রাজনৈতিক দলগুলো পাকিস্তানের দলগুলো একই লেভেলের ছিলো; পার্থক্য ওরা উর্দুতে কথা বলতো

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

শামচুল হক বলেছেন: দিন দিন স্বাধীনতার ইতিহাস পাল্টে যাচ্ছে। যুদ্ধের সময় দেখলাম কি এখন হচ্ছে কি?

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


যারা যুদ্ধে যায়নি, ঢাকায় বসে বসে নন্দলালী জীবন কাটায়েছে, তারা বই লিখছে; ফলে, রূপকথা হয়ে যাচ্ছে

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

ANIKAT KAMAL বলেছেন: বন্ধু অাপ‌নি তো অসম্ভব সুন্দর লি‌খেন

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনার চোখের অবস্হা কি রকম এখন?

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনীতি যে সামরিক জান্তাদের জন্য না, যারা শক্তির মাধ্যমে সব ছিনিয়ে নিতে চায় (মেধা-মগজ এর ব্যাপার); এটা পাকিবাহিনীর মূর্খতার মাধ্যমে প্রমাণিত হয়েছিলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানীরা ও রাজাকারেরা মিলে যেভাবে মানুষ মেরেছে, এটা আজকে ভাবলে মাথা ঘুরে যায়; এগুলো আসলে মানুষ নয়, জীবন্ত হায়েনা ছিলো।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৮

মানিজার বলেছেন: বিচারের বাইরে যে কাউকে হত্যা মানুষকে পশুর স্তরে নামায় দেয় ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানীরা আসলে বন্য মানুষের পর্যায়ে পড়ে।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: "অপারেশন সার্চলাইট" এর মাধ্যমে সবকিছু স্তব্ধ করে দেওয়া যাবে; এমনই হয়তো তারা ভেবেছিলো। কিন্তু হিতে বিপরীত হয়ে সর্বসাধারণের যুদ্ধে পরিণত হয়ে যাবে; এটা বোঝার জ্ঞান তাদের ছিলো না। এ জন্যই ক্ষোভটা বেশি ছিলো হয়তো জনসাধারণ এর ওপর, সে-ই জিদটা মিটিয়েছে। রাজাকাররা ভাবেও নি দেশটা স্বাধীন হবে; পরাজয়ের আশঙ্কা থাকলে পরবর্তী পরিণতির কথা ভেবে হয়তো এমন ঘৃণ্য অপরাধে জড়াতো না। স্বজাতির প্রতি এমন বিদ্বেষ সত্যিই বিস্ময়কর! এরা যদি পাকিবাহিনীকে সহায়তা না করতো, সাধারণের মৃত্যুসংখ্যা হয়তো কম হতো।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানী মিলিটারীর সাধারণ সৈনিকেরা নিরক্ষর ছিলো, এদের কাছে মানুষের কোন মুল্য ছিলো না; আসলে, পশ্চিম পাকিস্তানে, সাধারণ মানুষকে কখনো মানুষ বলে গণ্য করা হতো না; ফলে, এসব সৈনিকেরা কুকুরের পর্যায়ের জীবন যাপনা করতো।

আর জামাত, যারা রাজাকার সাপ্লাই দিয়েছে, এরাও অমানুষ ছিল ও এখনো ওগুলো সাপ, ওদের জীবন বলতে কিছু নেই

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

ধ্রুবক আলো বলেছেন: এম এ আলী ভাই এর কমেন্ট থেকে,
সকল স্বাধীনতাকামী সংগ্রামী জনতা ও মুক্তিযুদ্ধাদের প্রতি রইল শ্রদ্ধা । শহীদ মুক্তি যুদ্ধা পরিবারের সকলের প্রতি জাতি যথাযথ মর্যাদা ও দায়িত্ব পালন করুক এ কামনাই রইল । ধন্যবাদ বিজয়ের মাসে দেয়া এই মুল্যবান পোষ্টটির জন্য।

স্বাধীনতার কথা মনে করলে, তাদের অবদান স্মরণ করবেন, এটা তাদের পাওনা। একদম সঠিক বলেছেন। সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের খোঁজ খবর নেয়াটাও একটা দায়িত্ব।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


এখনো ৪০ হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছেন; ২০৪৭ সালে হয়তো, ১ জন মুক্তিযো্দ্ধাও থাকবেন না; তখন সরকারগুলো তাঁদের খবর নেয়ার শুরু করবে!

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৭১ এর দেশপ্রেমের সিকিভাগও যদি পরবর্তি নেতৃত্বের থাকতো , তাহলে বাংলাদেশ হত বাস্তবিকই সোনার দেশ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


আসলে, ১৯৭২ সালেই ততকালীন সরকার পাকিস্তানের অনুকরণে দেশে সরকারী কার্যক্রম চালু করেছিলেন, সেটাই আজকে চলছে; যাঁরা ৯ মাস সকল যাতনা, সকল কষ্ট করেছেন, তারপরও স্বপ্ন ধরে রেখেছিলেন, তাঁদেরকে দেশ পরিচালনায় নেয়া হয়নি, এই ধরণের মনোভাব অনেকটা এক ধরণের প্রতিবিপ্ববই ছিলো।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

শহীদদের প্রতি শ্রদ্ধা রইলো ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, শহীদ পরিবারগুলো ভালো আছেন

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

রক বেনন বলেছেন: দরকার কি?? যারা মারা গিয়েছেন তারা বেঁচে গিয়েছেন। ২৬ শে মার্চ আর ১৬ ই ডিসেম্বর তাদের একবার স্মরণ করলেই হলো। আর যারা বেঁচে আছেন তারা রিক্সা চালিয়ে, ভিক্ষা করে ভালই আছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তান থেকে বের হওয়ার পর, পাকিস্তানী মানসিকতা নিয়ে আজ অবধি দেশ চালনা করা হয়েছে; আমাদের সরকারগুলো পাকিস্তানের ছোট ভাই

২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: এক টুকরো ইতিহাস নিষ্ঠার সাথে তুলে ধরেছেন, এজন্য ধন্যবাদ।
সুশীল কুশীলেরা ছিল লিলিপুটিয়ান নন্দলাল; ওরা যুদ্ধ না করে, যোদ্ধাদের সামনে চলে এসেছে ম্যাঁও প্যাঁও গান গেয়ে, নিজেদের ঢোল বাজায়ে - ট্রেডমার্ক প্রতিমন্তব্য! :)
সব শেষের কথাটা মন ছুঁয়ে গেল!
পোস্টে ভাল লাগা + +

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


বেংগল রেজিমেন্ট, ইপিআর, আনসার, মুক্তিযোদ্ধারা মিলে প্রাণ দিলেন জাতির জন্য; ননদলালেরা ২ কলম ভুলটুল লিখে জেনারেলের সমান যুদ্ধ করে ফেললেন, দুনিয়ার হাউকাউ!

সঠিক রাজনৈতিক প্ল্যানের অভাবে অনেক বেশী প্রাণ দিতে হয়েছে জাতিকে।
আপনার অনুধাবনের জন্য অনেক ধন্যবাদ।

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিদেশে কামলা খাটি বলেছেন: যে কোন স্বাধীনতার যুদ্ধে রাজাকার নামক একটি শ্রেণী অবলীলায় তৈরি হয়। এরা লোভী শ্রেণী। এরা দেশের জন্য ক্ষতিকর।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


আসলে এরা জাতির জন্য আবর্জনা ও বেকটেরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.