নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার সময়টুকু অপচয়

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮



দেশ এখন যেভাবে আছে, ১৯৮৫ সালেই দেশ এর থেকে অনেক ভালো অবস্হানে চলে যেতো, যদি ১৯৭৫ সালের হত্যাকান্ড না ঘটতো। শেখ সাহেবের বিপুল অসফলতা ছিল প্রথম ৩ বছর; কারণ, তিনি তখন শেখগিরি করছিলেন, নিজের ইচ্ছানুসারে দেশ চালায়েছেন, কোন সঠিক তত্ব অনুসরাণ করেননি; এতে পশ্চিম কিছু মনে করেনি; কারণ, ওরা জানতো যে, আওয়ামী লীগ পশ্চিমমুখী। যখন পশ্চিম বাকশালের কথা শুনেছে, তখনই তারা শেখ সাহেবের উপর ক্ষেপে গেছে, তারা ধরে নিয়েছে যে, শেখ সাহেব সোভিয়েত ব্লকে চলে যাবে; আসলে, শেখ সাহেব কখনো সোভিয়েত ব্লকে যাবার কথা নয়, তিনি নিজকে নিজে অনেক বড় মাপের নেতা ভাবতেন, তিনি লেনিন ফেলিনকে নিজের নেতা ভাবার মতো লোক ছিলেন না।

শেখ সাহেব বাকশাল করাতে দেশের অনেক ব্যবসায়ী, ব্যুরোক্রেট, প্রশাসনের লোকজন, বেকুবে বুদ্ধিমানরা, উনার পার্টির উঁচু লেভেলের লোকজন ও আমেরিকা ক্ষেপে গিয়েছিল। বাংগালী ছোট ব্যবসায়ীরা দাদা, আদমজী, মকবুল, ইস্পাহানী, হাবীবদের চাপে মাথা তুলতে পারছিলো না, তারা ভেবেছিলো যে, বাংলাদেশে তারা ২২ পরিবারের বদলে ২২০০০ হাজার পরিবার করবে; বাকশাল সেই আশাকে কিছুটা অনিশ্চিত করে দিয়েছিল; ব্যুরোক্রেটা শেখ সাহেবকে সৎপিতা হিসেবে ভালোবাসতেন, আর বেকুবেরা ছাগলের তৃতীয় বাচ্ছা, দুধ কমপেয়ে মাল-নিউট্রিশনে ভোগার পরও বাতাসে লাফাতো!

এখনো জেনারেল জিয়ার অনুসারীর অভাব নেই; বাংগালী জাতি যখন ১৯৬৯ সালে প্রাণ দিয়ে আইয়ুব-বিরোধী আন্দোলন করছিলেন, তখনো ২/৩ কোটী বাংগালী আইয়ুবের পক্ষে ছিলো। আইয়ুব, ইয়াহিয়ার পরও বাংলাদেশে আরেকজন জেনারেলের অভাব অনেকেই অনুভব করেছেন, সেজন্যই আজও এরশাদ রাজনীতি করে যাচ্ছে। জেনারেল জিয়া'কে সিআইএ এনেছিল বাংলাদেশ যাতে সোভিয়েত ব্লকে না যায়; তারা সফল, কয়েক কোটী বাংগালীও সফল, বসুন্ধরা সফল, সালমান রহমান সফল, আলম ব্রাদার্স সফল, কর্ণেল ফারুক সফল, কোকো শিল্পপতি, জয় ডিজিটাল বাংলার ফাদার!

শেখ সাহেব অনেক ভুল করেছিলেন, কিন্তু তিনি কখনো বাংগালীদের ব্যবসা বাণিজ্য বা টাকায় হাত দিতেন না, উনি নিজের ছেলেদের কেরু কোম্পানী, ডান্ডি ডায়িং'এর মালিক হতে দিতেন না; ঘুরেফিরে শিক্ষিতরা দেশ চালনায় সুযোগ পেতেন, ফালুরা পার্লামেন্ট পরিস্কারের জন্য ঝাড়ুদার যোগাতেন; উনি নিশ্চয় বেগম জিয়ার মগজ নিয়ে জন্ম নেননি, এরশাদের মত ষড়যন্ত্র জানতেন না, অভিনয় করতেন না, ডা: বদরুদ্দোজার মত রেল লাইন ধরে দৌড়ার অবস্হানে যেতেন না, মওদুদের মত বোম্বাইওয়ালাদের ফেলে যাওয়া বাড়ীতে থাকতে যেতেন না। উনার মাথায় শেখ হাসিনা থেকে বেশী রাজনৈতিক ভাবনা ছিলো, জেনারেল জিয়ার মতো ক্ষমতালোভী মেজর উনার আমলে দরকার হতো না।

মন্তব্য ৬৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

আখেনাটেন বলেছেন: আর বেকুবেরা ছাগলের তৃতীয় বাচ্ছা, দুধ কমপেয়ে মাল-নিউট্রিশনে ভোগার পরও বাতাসে লাফাতো! জয় ডিজিটাল বাংলার ফাদার! -- হা হা হা হা। লাইনদুটো পড়ে হেসেই চলেছি অবিরত।



উনি নিশ্চয় বেগম জিয়ার মগজ নিয়ে জন্ম নেননি, এরশাদের মত ষড়যন্ত্র জানতেন না, অভিনয় করতেন না, -- সহমত।

সেসময় নিশ্চয় উনার চারপাশে চাটুকারদের বাড়বাড়ন্ত উনাকে ভুল পথে পরিচালনা করেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনি নিজেই ছাত্র রাজনীতি থেকে আসার ফলে, কিছু বুঝতে উনার সময় লাগতো; তবে, সঠিক পথে এগুচ্ছিলেন

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেশটা একটু আস্তে পিছালে ভাল হত।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ১০ বছর প্রাইম মিনিষ্টার ছিলেন, ১০ বছর বিরোধী দলের নেত্রী ছিলেন, উনার বুদ্ধিমত্তা একজন সাধারণ কৃষক থেকেও কম, উনার সময় দেশ চালায়েছে ব্যুরোক্রট ও মিলিটারী, জাতিকে ভয়ংকরভাবে ক্ষতি গুনতে হয়েছে

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯

ওয়াজেদ বিপ্লব বলেছেন: পুরো পোস্টের সাথে সহমত; তবে- "জেনারেল জিয়াকে সিআইএ এনেছিলো"- এ সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ পশ্চিমের অনুসারী, ক্যাপিটেলিজমে বিশ্বাসী পার্টি ছিলো, ও বর্তমানে আছে। শেখ সাহেব স্বাধীনতার পর, মানুষকে কাজে লাগাতে পারেননি, সেটা ছিল উনার দক্ষতার অভাব; যাক, উনি বুঝতে পেরেছিলেন যে, উনি একা দেশ চালাতে পারবেন না, উনি সর্বদলীয় একটা প্লাট-ফরম গঠন করেছিলেন, ও দেশ গঠনে সোভিয়েতের সাহায্য নিচ্ছিলেন; কোল্ড-ওয়ারের সেইযুগে কিসিন্জার ও সিআইএ মনে করেছিল যে, শেখ সাহেব লেনিনিজমে আস্হা রাখছেন; তখন ইহা আমেরিকার জন্য ভালো দেখাচ্ছিলো না।

তবে, সিআইএ ভুল করেছিল, উনি সোস্যালিষ্ট ছিলেন না; উনি জীবিত থাকলে, ঘুরেফিরে শিক্ষিত বাংলাগালীরা দেশ চালনা করার সুযোগ পেতেন, ফালু মালু, বেগম জিয়া, রওশন এরশাদ, জয়নাল হাজারী, শামীম ওসমানেরা শেরে বাংলা নগরীতে খেয়েদেয় পায়খানা করার সুযোগ পেতো না।

আমেরিকা বাংলাদেশ মিলিটারীর হাতে দেশ তুলে দিয়েছে, সেখানেই জিয়ার জন্য সুযোগ এসেছিল।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি চাটুকারদের দমন করতে না পেরে ব্যর্থ হয়ে সব কিছু বাকশালের অধীনে রেখে কিছু একটা করতে চেয়েছিলেন - তবে তাও ব্যর্থ ছিল...

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনি নিজকে বেশী বড় ভেবে, মানুষকে বাকশাল সম্পর্কে জানানোর, ও মানুষের সন্মতি নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি; একে তো প্রথমদিকে অসফল, পরে জনবিচ্ছিন্ন হয়ে তিনি নিজে ডুবেছেন, জাতিকে শিয়ালদের পাঠশালায় রেখে গেছেন।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যর্থতার জন্য তখন পদত্যাগ করাও ছিল উনার মত নেতার জন্য মৃত্যুর শামিল...

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


উনার ভুল উনি বুঝেছেন বলে মনে হয়নি; উনি সেটা নিয়ে মানুষের সামনে ীছু বলেননি; সেটাও উনার অনুধাবনের অভাব; উনি যদি বুঝতেন যে, যে ৩ কোটি মানুষ কাজ করলে সম্পদ গড়ে উঠতো, ১ লাখ মুক্তিযোদ্ধাকে বিনা বেতনে দেশ গড়ার কাজে লাগাতে পারতেন তিনি; উনি নিজের জনপ্রিয়তাকে কাজে লাগেতে পারেননি

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

আবু তালেব শেখ বলেছেন: যেটা অতীত হয়ে গেছে সেটা বাদ দিয়ে বরং আমরা বর্তমান এবং ভবিষ্যত নিয়ে ভাবি। আমরা 72 সংবিধানে না ফিরে বরং 2050 এর সংবিধান রচনা করি। আমরা একে ওপরের সাথে দন্ধ না করে কাধে কাধ মিলিয়ে দেশ চালাই।

কিন্তু আমরা তো কাউয়ার জাত। নর্দমার ময়লা নিয়ে একে ওপরের সাথে ঠুকাঠুকি আমাদের ঐতিহ্য গত স্বভাব।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আমি বর্তমান নিয়ে কথা বলছি: এখনো বেগম জিয়া রাজনীতি করছেন, এরশাদ তথাকথিত দূত, রওশন এরশাদ বিরোধী নেত্রী, এখনো শেখ হাসিনা ভোট করার জন্য প্রস্ততি নিচ্ছেন, কর্ণেল ফারুকের কোম্পানী আকাশে উপগ্রহ ছাড়ছে; মানুষকে বুঝতে হবে, এরা কারা! মানুষ এখনো অদক্ষদের কবলে।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

নূর-ই-হাফসা বলেছেন: ওনাদের তুলনায় শেখ সাহেব অন্তত অনেক টা ভালো ছিলেন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের মৃত্যুর পর যেই পরিমাণ বাংগালী নেচেছে, তাদের বেশীর ভাগই আজকে ক্ষতির মুখে আছেন, তাঁরা বুঝুক, কিংবা না বুঝুক।

শেখ সাহেবের মৃত্যুর ফলে ২/৩ কোটী সব সুযোগ দখল করে নিয়েছে, বাকীরা সুযোগ পাননি, সামনেও বেশীর ভাগের জন্য কোন আলো নেই।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ধরলাম বঙ্গবন্ধু পদত্যাগ করল, কার হাতে ক্ষমতা দিত? তখনকার বামদের ও তেমন কার্যকরী ভুমিকা ছিল বলে মনে হয়না।
প্রশাসন ছিলনা সুবিন্যস্ত।
৭৫ এর পরে তেমন কোন নেতৃত্ব তৈরি হয়নি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


যোগ্য বা অযোগ্য, লোক বলতেই একজনই ছিলেন তাজুদ্দিন সাহেব; তিনি চালালে দেশ সঠিক পথে থাকতো, সাধারণ মানুষ পথ খুঁজে নিতেন।

এখন সব পথেই বসুন্ধরা, বেক্সিমকো, আলম ব্রাদার্স, খুলনা পাওয়ার, ফালু ব্রাদার্স, মেজর মান্নান, নোমান, মির্জা ফখরুল, ওরিয়নের দখলে

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

শামচুল হক বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


চিন্তাশীল লোকদের ভাবতে হবে, কতদিন এরশাদ মেরশাদ চলবে? রওশন এরশাদকে দেখলেই ভয় লাগে, জীবিত নাকি মৃত কে জানে!

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

শাহিন-৯৯ বলেছেন: তাজুদ্দিন নাকি ভারতের লোক ছিল।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই, আপনার কানে হাত দিয়ে দেখেন, কানটান আছে, নাকি চিলে নিয়ে গেছে?

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: মানুষ এখনো অদক্ষদের কবলে। ঠিক বলেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



নাহিদ সাহেব ৫/৬ বছরে প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি, উনার ভাত রাঁধে কে, কে জানে?

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
যুদ্ধকরে স্বাধীন হওয়া দেশ সফল দেশে পরিণত, একটা বিরল ঘটনা বলা যায়।
তখন স্বাধীন হওয়া এংগলা কংগো মোজাম্বিক গিনিবিসাউ ভিয়েতনাম ক্যাম্বোডিয়া, লাওস এইসব দেশ স্বাধীন হওয়ার পরও ১০-১৫ বছর নিজেদের ভেতর গৃহযুদ্ধ চালিয়ে গেছে। বড় গণহত্যাগুলো তখনি হয়েছিল।
মুজিব শুরুতেই গৃহযুদ্ধ বীজ শিরাজশিকদার নক্সালদের থামিয়ে ৩ বছরেই একটা সফল রাষ্ট্রের ভিত্তি রচনা করেন।

ফকিন্নি দেশ থেকে বাংলাদেশ এখন বড় অর্থনৈতিক শক্তি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্যাংক ট্যাংক পেয়েছেন নাকি দুই একটা, মহী উদ্দিন আলমগীর, কর্ণেল ফারুক, ওয়ায়দুল কাদেরের জন্য আমেরিকা থেকে বাংলাদেশ বড়; আপনার চোখে তো গার্মেন্টস'এর মেয়েরা ও টোকাইরা পড়ে না, দেখেন শুধু সজীব ওয়াজেদ জয়কে।

কংগো মংগো কেহ ৩০ লাখ মানুষ হারায়নি যুদ্ধে; আপনার বংশের সবাই বোধ হয় পালিয়েছিল ১৯৭১ সালে!

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ঐ সময় মুক্তিযোদ্ধাদের ও দায় এড়ানো এটাও ভাবিয়ে তোলে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


কে কার দায় এড়ায়েছে? যাঁরা দায়িত্বশীল তাঁরাই যুদ্ধে গেছেন, জাতিকে মুক্ত করেছেন; এরপর শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব ওঁদের বরকাস্ত করে, নিজেরা সব পদ দখল করে বসে ছিলেন; মুক্তিযোদ্ধা আর কি দায়িত্ব ছিলো?

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ঐ সময় মুক্তিযোদ্ধাদের ও দায় এড়ানো এটাও ভাবিয়ে তোলে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধাদের সর্বশেষ দায়িত্ব ছিলো জেনারেল জিয়াকে সরানো, সেটাও করে দিয়েছে!

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

বিজন রয় বলেছেন: কেউ কেউ তা স্বীকার করে না।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



বাংলায় অনেক ডোডো ও লিলিপুটিয়ান বাস করেন!

কেমন আছেন?

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১

সোহানী বলেছেন: এক মুঠো ভাই তা ডাল দিয়ে একটু সব্জি দিয়ে সাথে এক বেলা মাছ বা মাংস। বাসা থেকে বের হয়ে ঘন্টার পর ঘন্টা যানজটে থাকবো না। অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফিরবো নিশ্চিত মনে কোন ঝামেলা ছাড়া................. এর বেশী কিছু চাই না। কেউ কি তা দিতে পরবে?

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


আমরা সবাই মিলে তার থেকে আনেক বেশী করতে পারবো, আও্য়ামী লীগ পারেনি, বিএনপি পারার কথা নয়।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার স্পষ্টবাদিতা আমাকে সবসময় মুগ্ধ করে শ্রদ্ধেয়, আজও মুগ্ধ আপনার অনেক গুলো সত্য উপস্থাপনের জন্য।

শেখ সাহেব-এঁর অভাব বুঝেছেন দেখে আরও বেশি মুগ্ধতা জানিয়ে গেলাম আজকের আলোচনায়।

শুভ সকাল

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে সরায়ে দিয়ে সিআইএ আমাদের মাথার উপর দুনিয়ার গার্বেজ তুলে দিয়েছে

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরেকটা গপ্পো আপনাকে না জানিয়ে শান্তি পাচ্ছি না!

গতপর্শু বেগম জিয়া বললেন, 'জিয়া'র ডাকে মানুষ যুদ্ধে গেছিল' এই সম্পর্কে কিছু যদি বলতেন আমরা নতুন জন্ম নেয়া মগজহীন'রা কিছু সত্য জানতে পারতাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১২

চাঁদগাজী বলেছেন:


পাকীদের হাত থেকে প্রাণ বাঁচাতে জিয়া সাহেব যুদ্ধে গিয়েছিলেন; ভাগ্য ভালো যে, সেই রাতে ব্যারাকে ছিলেন না।

জিয়া সাথে নিজের সৈনিকদেরও নিতে পারেনি।

বেগম জিয়া বিশ্বাস করতেন যে, ভারতীয় সৈন্যরাও পাকীদের পরাজিত করতে পারবে না; মুক্তিযোদ্ধারা তো বাতাস! জেনারেল জিয়া হত্যার পর, বেগম জিয়া জেনারেল এরশাদকে ধন্যবাদ দিয়েছেন কিনা, এরশাদ বলতে পারবে।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০২

ইমরান আশফাক বলেছেন: একজন নেতা বা দক্ষ রাজনীতিবিদ যে দক্ষ প্রশাসনিকও হবে এমনটি মনে করার কারন নেই। শেখ সাহেব দক্ষ নেতা হতে পারেন কিন্তু দক্ষ প্রশাসনিক নয় যেমন ছিল আ্ইয়ুব খান। যেমন খুব ভাল ক্রিকেটার বা ফুটবলাররা সাধারনত দক্ষ কোচ হতে পারেন না।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১

চাঁদগাজী বলেছেন:



প্রশাসন কাজ করেন সরকারের নীতিকে অনুসরণ করে; বেগম জিয়া বা এরশাদের নীতি কি ছিল, বা আছে? জিয়ার নীতি ছিল ডিক্টেটরশীপ, শেখ হাসিনাও চালাচ্ছেন ডিক্টেটরশীপ

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

ভ্রমরের ডানা বলেছেন:




ইস কিকি লেখার মসল্লা! আনন্দবাজার কিনা বাদ দিয়েছি এই কারনেই! আরেকটু দিলে সেটা মতি কন্ঠকেও হারিয়ে দিত!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ বাংগালী নিজেরাই আনন্দের খোরাক, সেজন্যই আনন্দের বাজার বের হয়েছিল এক সময়; মতি মিয়া সেই বাজার ধরে রেখেছেন।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

আটলান্টিক বলেছেন: আমি আবার ফিরেছি।পরীক্ষা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম।এখন থেকে প্রচুর ব্লগ পড়া শুরু করবো।
[আপনার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ এইটা কি আপনি জানেন]

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, পরীক্ষায় ভালো করেছেন। পড়ালেখার ফাঁকে সময় পেলে ব্লগে আসবেন, সব সময় ব্লগে থাকলে অসুবিধা হবে।

পোষ্ট লিখুন।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

রায়হান চৌঃ বলেছেন: ঘটনা কি ? আজকে দেখি তেল বাজ দের পাছায় আঠা লাগানোর ধান্ধায় আছেন :):) লাগান... লাগান, চালিয়ে যান :)

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি তো তেলের পাইপ লাইন দখল করে বসে আছেন, আমরা কিছু পাচ্ছি না

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

নীল আকাশ বলেছেন: আপনার প্রানপ্রিয় শেখ মুজিব আর তার বাকশাল নিয়ে সেই সময়কার নিউজ গুলি পড়েন। আপনার যে বয়স আশাকরি সে সময়
চোখে দেখতেন আর কানে শুনতেন। এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হবে? দেশের মানুষ তো ভোলেনি।

আপনাকে আমি শ্রদ্ধা করতাম একজন সিনিয়র ব্লগার হিসাবে। এত খানি দল কানা, বা..লের দালাল আগে বুঝতে পারিনি। এটা মনে হয় আমারি ব্যার্থতা।

শেখ মুজিব ও তার দল বাংলাদেশকে যে কতটা বিপর্যয়ের মুখে ফেলেছিল সে পরিচয় পাওয়া যাবে সে আমলের ঢাকার পত্রিকাগুলো পড়লে। নিজ ঘরে নিরপত্তা না পেয়ে বহু মানুষ তখন বনেজঙ্গলে লুকিয়েছে। ১৯৭৩ সালের ১৭ আগষ্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল,“নিরাপত্তার আকুতি গ্রাম-বাংলার ঘরে ঘর”। মূল খবরটি ছিল এরূপঃ “সমগ্র দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির ফলে এবং মানুষের জান-মাল ও ইজ্জতের প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে গ্রাম-গঞ্জ ও শহরবাসীর মনে হতাশার মাত্রা দিন দিন বাড়িয়াই চলিয়াছে এবং আইন রক্ষাকারী সংস্থার প্রতি মানুষের আস্থা লোপ পাইতেছে। অবস্থা এমন দাঁড়াইয়াছে যে,চুরি-ডাকাতি, লুঠ-তরাজ তো আছেই, রাজনৈতিক, সামাজিক ও বৈষয়িক কারণে শত্রুতামূলক হত্যাকান্ডের ভয়ে মানুষ বাড়ীঘর ছাড়িয়া অন্যত্র আশ্রয় লইতেছে। যাহারা বিত্তশালী তাহারা শহরের আত্মীয়-স্বজনদের বাড়ীতে এমনকি শহরের আবাসিক হোটেগুলিতে পর্যন্ত আসিয়া উঠিতেছেন। যাঁহাদের শহরে বাস করিবার সঙ্গতি নাই,তাহার বনে-জঙ্গলে অথবা এখানে-ওখানে রাত্রি কাটাইতেছেন”।

১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকের কিছু খবরের শিরোনাম ছিলঃ “ঝিনাইদহে এক সপ্তাহে আটটি গুপ্তহত্যা”(০১/০৭/৭৩); “ঢাকা-আরিচা সড়কঃ সূর্য ডুবিলেই ডাকাতের ভয়” (০২/০৭/৭৩) “বরিশালে থানা অস্ত্রশালা লুটঃ ৪ ব্যক্তি নিহত” (৪/০৭/৭৩); “পুলিশ ফাঁড়ি আক্রান্তঃ সমুদয় অস্ত্রশস্ত্র লুট” (১২/০৭/৭৩); “লৌহজং থানা ও ব্যাঙ্ক লুট”(২৮/০৭/৭৩); “দুর্বৃত্তের ফ্রি স্টাইল” (০১/০৮/৭৩); “পুলিশ ফাঁড়ি ও বাজার লুটঃ লঞ্চ ও ট্রেনে ডাকাতি”(৩/০৮/৭৩); “এবার পাইকারীহারে ছিনতাইঃ সন্ধা হইলেই শ্মশান”(১১/০৮/৭৩);“চট্টগ্রামে ব্যাংক ডাকাতি,লালদীঘিতে গ্রেনেড চার্জে ১৮ জন আহত, পাথরঘাটায় রেঞ্জার অফিসের অস্ত্র লুট” (১৫/০৮/৭৩); “খুন ডাকাতি রাহাজানিঃ নোয়াখালীর নিত্যকার ঘটনা,জনমনে ভীতি” (১৬/০৮/৭৩); “২০ মাসে জামালপুরে ১৬১৮টি ডাকাতি ও হত্যাকান্ড” (১৭/১১/৭৩); “আরও একটি পুলিশক্যাম্প লুটঃ সুবেদরসহ ৩ জন পুলিশ অপহৃত” (১৩/০৭/৭৩);“যশোরে বাজার লুটঃ দুর্বৃত্তের গুলীতে ২০ জন আহত” (১৮/০৪/৭৪); “রাজশাহীতে ব্যাংক লুট” (২১/৪/৭৪) মুজিব আমলের পত্রিকাগুলো পড়লে চোখে পড়বে এরূপ হাজার হাজার ঘটনা ও বহু হাজার বিয়োগান্ত খবর। পাকিস্তানের ২৩ বছরের ইতিহাসে দুর্বৃত্তির যত না ঘটনা ঘটেছে মুজিবের ৪ বছরে তার চেয়ে বহু গুণ বেশী ঘটেছে। বাংলার হাজার বছরের ইতিহাসে “ভিক্ষার ঝুলী”-এ খেতাব জুটিনি, কিন্তু মুজিব সেটি অর্জন করেছে। অথচ কিছু কাল আগেও গ্রামবাংলার অধিকাংশ মানুষের গৃহে কাঠের দরজা-জানালা ছিল না। ঘরের দরজায় চট বা চাটাই টানিয়ে অধিকাংশ মানুষ পরিবার পরিজন নিয়ে নিরাপদে রাত কাটাতো। কিন্তু মুজিব শুধু খাদ্যই নয়,সে নিরাপত্তাটুকুও কেড়ে নেয়। নিরাপত্তার খোঁজে তাদেরকে ঘর ছেড়ে বন-জঙ্গলে আশ্রয় খুঁজতে হয়। থানা পুলিশ কি নিরাপত্তা দিবে? তারা নিজেরাই সেদিন ভুগেছিল চরম নিরাপত্তাহীনতায়। দুর্বত্তদের হাতে তখন বহু থানা লুট হয়েছিল। বহু পুলিশ অপহৃত এবং নিহতও হয়েছিল। মুজিবের নিজের দলীয় কর্মীদের সাথে তার নিজের পুত্রও নেমেছিল দুর্বৃত্তিতে। সে সময় দৈনিক পত্রিকায় খবর ছাপা হয়েছিলঃ “স্পেশাল পুলিশের সাথে গুলী বিনিময়ঃ প্রধানমন্ত্রীর তনয়সহ ৫ জন আহত”। মূল খবরটির ছাপা হয়েছিল এভাবেঃ “গত শনিবার রাত সাড়ে এগারোটায় ঢাকার কমলাপুর স্পেশাল পুলিশের সাথে এক সশস্ত্র সংঘর্ষে প্রধানমন্ত্রী তনয় শেখ কামাল,তার ৫ জন সাঙ্গপাঙ্গ ও একজন পুলিশ সার্জেন্ট গুলীবিদ্ধ হয়েছে। শেখ কামাল ও তার সঙ্গীদেরকে ঢাকা মেডিক্যাল কলেজের নয়,দশ ও তেত্রিশনম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সার্জেন্ট জনাব শামীম কিবরিয়াকে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে।” -(গণকন্ঠ ১৯/১২/৭৩)।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



চলমান বিষয়গুলোর উপর লেখা আমার পোষ্টগুলোর বক্তব্য, আজকের কোন পত্রিকার সাথে মিলার সম্ভাবনা নেই।

শেখ সাহেবের জীবনকালে যারা সাংবাদিকতায় ছিলেন, আমি তাদের লেখা পড়েই বড় হয়েছি, আমি শেখ সাহেবকে অনুসরণ করেছি, জেনারেল জিয়াকে কাছের থেকে দেখেছি। বাকীদের আপনিও দেখছেন, আমিও দেখছি; কিন্তু আমি আপনার মত একই কথা ভাবছি না।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি খবর শুনে বড় হয়েছেন, খবর বুঝার অবস্হা আপনার কোনকালে ছিলো বলে মনে হয় না।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

প্রবাসী দেশী বলেছেন: ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আওয়ামীলীগার নাই।
১১ টি সেক্টর কমান্ডারের মধ্যে একজন আওয়ামীলীগার নাই।
৬৮ জন বীরউত্তমের মধ্যে একজন আওয়ামীলীগার নাই।
৩০ লক্ষ শহীদের মধ্যে আওয়ামীলীগের কোনো একজন বড় নেতা নাই।

তাহলে,
আওয়ামীলীগ যুদ্ধটা করলো কোথায়?!!
খালি ৭ই মার্চের ভাষণ ! একটু বুঝিয়ে বলবেন কি!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ তখনকার জনতাকে বুঝতে পেরে, তাল মিলিয়ে রাজনীতি করেছে; দেশ স্বাধীন করেছেন সাধারণ মানুষ! স্বাধীনতার পর, আওয়ামী লীগ জনতাকে বুঝার চেষ্টা করেনি, আজো করছে না

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

নীল আকাশ বলেছেন: বাস্তবতা


২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


আমরা সবাই আমাদের চারিপাশের ঘটনার সাথে মিলিয়ে জীবন যাপন করছি, সবার পর্যবেক্ষণ ও অনুধাবন এক নয়।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

কানিজ রিনা বলেছেন: মুক্তিযুদ্ধর ইতিহাস এখন ছাত্ররা পড়ে বা শুনে
এই কান দিয়ে শুনে পড়ে ওই কান দিয়ে
বেড় করে দেয়। আর এক যুগ পরে তাও
হয়ত ম্লান হবে। কারন দেশের মুক্তি যোদ্ধারা
এখন বার্ধক্যে। যা চোখে দেখা যায়না তা শুনে
পড়ে আর কতদিন টিকবে। আপনি একটা
কথা ঠিকই বলেছেন দেশে রাজনীতি নাই
দলিয় নীতির দখলে।
দেশের মানুষ এখন ভয় পায় রাস্তায় বেড়
হলে ঠিক মত বাসায় ফিরতে পারবে কিনা।
নাকি নিজের বাড়ি থেকেই গুম খুন হবে।
কোথায় স্বাধীনতা কোথায় স্বাধীনতার সাদ।
ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


রাষ্ট্রীয়ভাবে, বাংলাদেশের সাধরণ জনতার জীবন, ও পাকিষ্তানের সাধারণ মানুষের জীবনের ষ্টানডার্ড খুবই কাছাকাছি।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
তিক্ত কিন্তু সত্যকথা। :(

একদিন সব ঠিক হয়ে যাবে যখন রাজনীতি ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পাবে।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ সম্পদ দখলের জন্য এখনো রাজনীতিতে আসছে।

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

প্রবাসী দেশী বলেছেন: আওয়ামী লীগ তখনকার জনতাকে বুঝতে পেরে, তাল মিলিয়ে রাজনীতি করেছে; ::::আর আপনি কি সেই চেষ্টা করছেন প্রতিনিয়ত ।
মুক্তি যুদ্ধ ,স্বাধীনতা ,বাংলাদেশ , এই তিনটার মূল উদ্দেশই কি ছিল ? সাধারণ মানুষ যুদ্ধে গেছেন কিন্তু কেন ???

আপনার পোস্ট পড়ে মাঝে মাঝে ভাবি.. . আপনি যা লেখেন তা কি আপনি জেনে শুনেই লেখেন নাকি লেখার জন্য লিখতে হয় বলে লেখেন ?
কিংবা লেখার পর নিজে পড়ে ও বুঝার চেষ্টা করুন যে কি লেখার চেষ্টা করেছেন (মোরাল )! লেখার পর পোস্ট করার আগে অন্তত ২ বার পড়বেন তাতে একটা ধারণা পাবেন যে আসলেই কি বলতে চাচ্ছেন ? ঘুরে ফিরে যদি তাল গাছ তা আপনার হয় বা গাছ আমাদের( ডোডো পাখি ) দিলেন কিন্তু তাল আপনার তাহলে কিন্তু হয়তো সবাই আপনার মতো করে সব বিষয় দেখবে না। ছাত্র রাজনীতি ছেড়ে দেবার আগেই বিশ্ব বেঈমান না হওয়ার আগে পর্যন্ত মানসিকতা ভিন্ন ছিল , যে আওয়ামীলীগ কি জিনিস to be হনেস্ট this ইস রিয়ালিটি।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



আমরা সাধারণ মানুষ, তালগাছ নিয়ে ঝগড়া করার পজিশনে আমরা নেই; দেশের সম্পদ দখল করে নিয়েছে রাজনীতির লোকজন, প্রশাসন ও ব্যবসায়ীরা; আমরা উচ্চিষ্ট নিয়ে বেঁচে থাকার প্রতিযোগীতায় নেমেছি।

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


জিয়া ব্যতিত বাকীরা আছেন, মানুষ এদের বুঝার চেস্টা করলে জাতি উপকৃত হবেন

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার মনে হয়, বাঙ্গাল নিজে কখনো এসব বুঝতে চেষ্টা করেনাই, এখনো সেই চেষ্টা করে না। আসলে তারা অনুসরণ, অনুকরণ আর নির্দেশ পালন করতে শিখেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যখন কেন্টনমেন্টের বাড়ী হারালো, উনার জন্য রাস্তায় নামলো বেীির ভাগ বস্তির লোকজন, যাদের থাকারই যায়গা নেই; অনেকে বেগম জিয়ার জন্য কেঁদেছে; এদের মন উদার, কিন্তু মগজ আছে বলে মনে হয়নি

৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৪

আটলান্টিক বলেছেন: বাঙালি মগজহীন।আমার তো মনে হয় পুরো সমস্যাটা লুকিয়ে আছে জনসংখ্যায়।অত্যন্ত ছোট এইদেশের জনসংখ্যা ১৭ কোটির উপরে।এতো লোকের জন্য দেশ চাইলেও কিছু করতে পারবে না।বাংলাদেশের জনসংখ্যা আজ যদি ৬-৭ কোটি হতো তাহলে আজ ২০১৭/২০১৮ সালে সবাই রাজার হালে থাকতো।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের "হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স" বর্তমানে যেখানে আছে, এর থেকে অনেক ভালো হওয়ার কথা ছিল; কিনতু বেগম জিয়া তো চাইলে নিজের জীবনটাকে উন্নত করার মতো শিক্ষিত নন, দক্ষ নন; উনি কিভাবে ১৭ কোটীর জন্য কি করবেন?

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: কিচু মনে করবেননা, আপনি পেশায় কি ছিলেন, বর্তমানে কি করেন, i like your comment andreply. blog also.

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমার প্রফেশান ছিল কম্প্যুটিং, আমি রিটায়ার করতে যাচ্ছি

৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

রক বেনন বলেছেন: পরিবর্তন দরকার। তার জন্য প্রয়োজন মানুষের শিক্ষা। ফাঁস করা শিক্ষিত নয়, যে শিক্ষায় অন্তত মেরুদণ্ড শক্ত হবে হরলিক্স না খেয়েও। যে শিক্ষায় অন্তত ৫০০/১০০০ টাকায় নিজের ভোট বিক্রি করবে না। যে শিক্ষায় ঘর ছেড়ে বাইরে বের হয়ে প্রতিবাদ করার শক্তি আসবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


আপাতত নাহিদ সাহেব কোন রোড ম্যাপ দেখাচ্ছেন না, তিনি কাজ চালিয়ে যাচ্ছেন, যা বের হচ্ছে, তাতে অনেক গার্বেজ। এর থেকেও বড় কথা নাগরিককে সরকার পড়ার সুযোগ দিচ্ছে না, নাহিদ সাহেব সেটাও বুঝে না।

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

সাইন বোর্ড বলেছেন: খড়ে অাগুন দেওয়া যাদের অভ্যেশ তাদেরকে মাঝে মাঝে জলের কাছেও যেতে হয় । নিজেকে নিরোপেক্ষ ভাবা এক জিনিস অার নিজেকে নিরোপেক্ষে তৈরী করা অারেক জিনিস, সবার অাগে ভেতরটা পরিস্কার করা দরকার ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



আপনার ভেতরটা পরিস্কার করার জন্য আপনি কি কি করেছেন, উহা কতটুকু পরিস্কার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.