নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ভয় পাবার শুরু করেছেন, উনার পতনের প্যাটার্ণ দেখা যাচ্ছে?

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮



গতকাল, শেখ হাসিনা উনার মন্ত্রীসভার লোকদের নিয়ে বসে চা খেতে খেতে নাকি নতুন এক "ডিজিটাল আইন" আবিস্কার করেছেন, ইহা নাকি ৫৭ ধারা থেকেও কঠিন! উনি মনে হয়, রাজা হবুচন্দ্রকে পছন্দ করেন; হবু আইন করেছিল, যা কিছু ঘটুক না কেন, রাজ্যের সব নাগরিককে হাসতে হবে! শেখ হাসিনা হাসতে হবে বলছেন না, কিন্তু সব নাগরিককে বলতে হবে, "উনার সরকার ভালো করছেন, উনার সরকার ভালো করছেন"; কোন ব্যাপারে সমালোচনা করা যাবে না; করলেই লালঘরে ঢুকাবেন।

উনি ছোট একটা ব্যাপার ভুলে যাচ্ছেন যে, গল্পের হবুচন্দ্র "রাজা" ছিলেন; কিন্তু তিনি (শেখ হাসিনা) রাজা বা রাণী নন, বাংলাদেশের প্রাইম মিনিষ্টার মাত্র। গল্পের হবুচন্দ্র নিজেই শুলে চড়েছিলেন; উহা গল্পের জন্য খারাপ না; কিন্তু আজকের বাংলাদেশ গল্প নয়, উহা বিশ্বের অন্য দেশসমুহের মতই একটি দেশ; এবং বাংগালীদের কিছু ইতিহাস আছে, এরা ভালুকের মতো ঘুমায়ে থাকে, জেগে উঠলে খবর হয়ে যায়, আইয়ুব-ইয়াহিয়ারাও টিকেনি।

তিনি বাংলাদেশের ৪৭ বছরের মাঝে সবচেয়ে সাহসী দলনেত্রী হিসেবে নিজকে প্রতি্ষ্ঠিত করেছেন, ৩৬ বছর উনাকে কেহ চ্যালেন্জও করেনি; ফলে, উনি ধরে নিয়েছেন যে, উনি মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই উনি; এটা সঠি নয়।

ফ্রান্স বিপ্লবের পর, বিশ্বে নতুন রাজনীতি চালু হয়েছে, মানুষ নিজকে নিজেই শাসন করছেন, ভালো থাকছেন; বাংগালীদের সময় লাগছে বেশী; তাই বলে বাংগালীরা কিন্তু হবুর দেশে নেই; মানুষ নিজেদের লোকজন থেকে নিজেদের সরকার গঠন করবেন: আলাপ হবে, আলোচনা হবে, সমালোচনা হবে; এটাই আজকের বিশ্বের রাজনীতি; মুখ বন্ধ করার রাজনীতি শুধু আফ্রিকায় চলতে পারে, বাংলাদেশে চলার কথা নয়।

যারা মানুষের কথা শুনলে ভয় পায়, তারা সরকার চালানোর জন্য উপযুক্ত নন; যারা বেঠিক কথা বলে, কেহই তাদেরকে দাম দেয় না; রিজভী সাহেব, কিংবা ড: হাছান মাহমুদ কি বলে, সেটা নিয়ে কেহ মাথা ঘামায় না; কিন্তু নাগরিকদের বলার অনেক কিছু আছে, সেগুলো বলতে না দিলে, সব কথা জমে যাবে; জমে জমে পটেনশিয়াল এনার্জির সৃস্টি করবে, শেষে সব বাঁধ ভেংগে বেরিয়ে আসবে।

মন্তব্য ৮৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

আটলান্টিক বলেছেন: সবার আগে পড়লাম :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


স্কুলে দ্রুত-পঠনে ভালো করেছেন নিশ্চয়; উহাতে প্রশ্ন-ফাঁস কাজ করতো না

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া এখনকার জনগণ তো পটেনশিয়াল এনার্জি হয়ে গেছে। এখন আর কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই চায় না। সবাই পায় ভয়, আমার কাছে এটাই সব থেকে বড় কষ্টের যে একজন সরকার চালায় দেশ যেখানে জনগণের কথায় দেশ চলবে সরকার চলবে সেখানে একজনের কথাই চলে দেশ আর জনগণ কি সাংঘাতিক কি সাংঘাতিক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ শিক্ষিতরা কোন না কোনভাবে অন্যায়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাদের মুখ থেকে সঠিক কথা বের হচ্ছে না; সঠিক কথা বের হলে, আইয়ুবের মতো কাঁপার শুরু করবে সরকার।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

আটলান্টিক বলেছেন: হা হা হা ঠিক বলেছেন।

আপনি শুধু বাংলাদেশের রাজনীতি নিয়ে লিখছেন :( :(
অথচ বাংলাদেশের বাইরেও কত কিছু হচ্ছে। সেগুলো নিয়ে লিখুন।ব্লগাররা আনন্দ পাবে :P

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করবো।

ব্লগে বিনোদনের অভাব নেই, অনেক ব্লগার শুধু বিনোদন নিয়েই লিখে যাচ্ছেন।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ক্ষমতা খুব কঠিন জিনিস। ইয়াবা গাঁজা নেশার চেয়েও খারাপ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষকে ভয় পাবার শুরু করেছেন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ক্ষমতা হারানোর ভয় সবারই থাকে।হয়তো শেখ হাসিনারওে আছে।
মানুষ পেছনের ইতিহাস থেকে শিক্ষা নেয় না।নিলে মনে হয় ভুল কম করত।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



উনি মানুষের কথা শুনতে চান না, কোন সমালোচনা শুনতে চাননা; মানুষ উনাকে চাইবে কেন?

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

মনির হোসেন মমি বলেছেন: সহমত।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



আমরা ২ বাংগালী "সহমতে" পৌঁচায়েছি? আপনি ঠিক আছেন তো?

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন: জোরে করে কিছুই বন্ধ করা যায় না । তবে এই আইনটা একদম নিরঅর্থক ভাবেই তৈরি করা । এখন সাধারন মানুষ এর শিকার বেশি হবে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


এসব আইন কলোনিয়েল সময়ে ছিল, রাণীর সমালোচনা করা যাবে না; উনি এখনো সেই অধ্যায়ে আছেন, মার্কেলের যুগে আসতে অনেক বিবর্তনের মাঝ দিয়ে আসতে হবে।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

বনসাই বলেছেন: সরকারের নিজের সমালোচনা শোনা উচিত। চাটুকারদের কথা যতই মিঠা লাগুক আখেরে ক্ষতির কারণ হবে।
এবারের নির্বাচনেও যদি ভোট দেয়ার উপযোগিতা না থাকে তবেও সম্ভবত মানুষ আন্দোলনে নামবে না।
এই সরকার কয়েকটি শ্রেনীকে বাড়তি সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে। তারা আন্দোলনে অনুঘটক হবে না।
আর বিএনপি ভালো কিছু করতে পারে বা পারবে সেই লক্ষণ নেই। সামনে কোনো বিকল্প নেই।
সকল কালাকানুন বাতিল করা হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি মানে বেগম জিয়া; উনি অনেকদিন ব্যস্ত থাকবেন জিয়া এতিমখানা নিয়ে! শেষ হয়তো এতিমখানা বানানোর শুরু করবেন, অনেক কাজ!

শেখ হাসিনা মানুষকে ভয় পাবার শুরু করেছেন, মনে হয়!

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন: আমার মনে হয় মার্কেলের যুগে যাওয়া সম্ভব না। এতে করে হিতে বিপরীত হতে পারে ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


হয়তো; তবে মার্কেল বিশ্বের জন্য একটা আলোক শিখা

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

ভীতু সিংহ বলেছেন: সকল কালাকানুন বাতিল করা হোক। পোস্টে+

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


৫৭ ধারার বাতিল চাওয়ার পর, উহার থেকে অনেক কঠিন আইন করার জন্য বিল যাচ্ছে পার্লােমন্টে; ওখানে কলাগাছে কলা ধরবে; কিছুই বাতিল হবে না।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

তারেক_মাহমুদ বলেছেন: ভোটার বিহীন নির্বাচনে জিতে ক্ষমতায় আসা আ. লীগের জন্য নতুন অভিজ্ঞতা, তাই ভয়টাও বেশী।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের আইন মানে, শেখ হাসিনা মানুষকে ভয় পাচ্ছেন

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জনতার কাছ থেকে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গীকার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা :(

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


ভালো, উনি বলছেন, "শুধু ভোট দাও, কথা বলার দরকার নেই"।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

হাঙ্গামা বলেছেন: সব কিছুর শেষ আছে। এটা বেশিরভাগ মানুষ ভুলে যায়।
যুগে যুগে অনেক রাজা সম্রাট আসছে গেছে, আর ইনি তো শেখ হাসিনা।

সুদিনের অপেক্ষায়।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


উনি, বেগম জিয়া ও এরশাদ সবচেয়ে বেশী সময় দেশ চালায়েছেন, সবচেয়ে অল্প সময় ইতিহাসে থাকবেন।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

খাঁজা বাবা বলেছেন: জী হুজুর, জী হুজুর
উনি এটাই পছন্দ করছেন। হয় সহ্য করেন নয় প্রতিবাদ করেন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ মানুষ কোনদিন জানবেনও না যে, দেশে এই ধরণের আইন হয়েছে; ফলে, প্রতিবাদ যা আসে মিডিয়ার লোকদের থেকে আসবে, ওটুকুই

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পুঞ্জিভূত ক্ষোভ থেকে বাঁধ অটোমেটিক্যাযালি একদিন ভেঙে যাবে। সেদিন স্রোত আটকানো কঠিন হয়ে পড়বে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনি স্রোতে ভাসার কাজ করছেন

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

এম এম করিম বলেছেন: আজকের ডেইলি স্টার তুলনা করে দেখিয়েছে এ আইন ঔপনিবেশিক আমলের চেয়ে বেশি কঠোর !!

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, উনি মানুষকে ভয় পাচ্ছেন, লক্ষণ ভালো নয়।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

শামচুল হক বলেছেন: দেশের উন্নতি চাই

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


জাতি সেটাই আশা করছিলো; বেগম জিয়া জন্মদিন করে, এতিমখানা করে সময় পার করেছেন; শেখ হাসিনা বেগম জিয়ার পেছনে সময় পার করেছেন।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

কাওছার আজাদ বলেছেন: এটা বাংলাদেশ। মূল ক্ষমতায় অতীতেও যেমন কেউ বেশিদিন টিকতে পারেনি, এখনোও পারবে না। যদি আমজনতার সব কথা জমে জমে পটেনশিয়াল এনার্জির সৃস্টি করে। তাহলে এর সমাপ্তিতে সব বাঁধ ভেঙে বেরিয়ে আসতে বাধ্য।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



সময় হয়েছে, একজন জেলে যাবে, অন্যজন অবসরে যাবে; তখন মানুষ ভুল করলে সমস্যা হবে।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশের মানুষ কষ্টে আছে। তারা যদি মুখ খুলে দুই চার কথা না বলতে পারেন তাহলে দম আটকিয়ে মারা যাবেন; নতুবা মহা বিস্ফারণ ঘটাতে পারেন।।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



এতদিন শেখ হাসিনা মানুষের কথায় ভয় পেতো বলে মনে হয় না; এখন নতুন নতুন আইন হচ্ছে লাঠি মারার জন্য, ভাত আর চাকুরীর আইন আসছে না; লক্ষণ ভালো না

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

আটলান্টিক বলেছেন: যদি জনগণ রাস্তায় নামে তাহলে তো হাসিনা সেনাবাহিনী লেলিয়ে দিবে।তাই কেউ আন্দোলন করতে সাহস পাইনা :( :(

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



একটা সময় আসবে, উনার কথায় সেনাবাহিনী নামবে না, সেই সময় কাছে আসছে ক্রমেই

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

আবু তালেব শেখ বলেছেন: বাংগালীদের কিছু ইতিহাস আছে, এরা ভালুকের মতো ঘুমায়ে থাকে, জেগে উঠলে খবর হয়ে যায়,,,,,,,,, সঠিক কথা
তবে সেই দেশপ্রেম এখন আর নেই। দুই দল ক্ষমতা নিয়ে লড়াই করে পেট ভরার জন্য। ওদের ভিতর দেশপ্রেমের লেশমাত্র নেই।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


২ দলের ভেতর যারা দখল নিয়ে ব্যস্ত আছে, এরা পুরো বাংগালী নন, এদের মন মারাঠাদের ও মগদের মতো। বেগম জিয়াও মারাঠা দলের সদস্য

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

আবু তালেব শেখ বলেছেন: জনগন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে কার ইশারায়? সবাই তো ক্ষমতা এসে পেটপুজায় লিপ্ত হয়। আবার কেউ ধর্মকে পুজি করে পেটপুজা করে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


সরকারের বিপক্ষে আন্দোলন হবে না; সরকারের নিজের ভারে ভেংগে পড়বে, মনে হয়।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: এদশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা যাবে না । শেখ সাহেব পাকিস্তানীদের হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন। #:-S

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব তেমন কিছুই করেননি; পাকীদের শিক্ষা দিয়েছে গ্রাম বাংলার ছেলেরা।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

Rezuan বলেছেন: একসময় শেখ হাসিনা কে যোগ্য নেত্রী মনে হতো.....এখন মনে হয় উনি একশো বছর দেশ চালালেও বাংলাদেশ উন্নত দেশ হতে পারবে না।কারন আমার মনে হয় এডুকেশন এর প্রসেস টা উনি বুঝেন না অথবা বুঝেও এপ্লাই করতে পারছেন না।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


উনার আসার দরকার ছিলো ১৯৭৫ সালের বিচার করার জন্য, রাজাকারদের বিচার করার জন্য; দেশ চালনার জন্য উনার কোন দক্ষতা নেই।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২

আবু তালেব শেখ বলেছেন: দেশ উন্নত করতে লাগে সম্পদ। দেশে তো শুধু মানুষ সম্পদ ছাড়া তো আর কিছু নেই। বিগত ৩০ বছরে আরো কত মুখ বাড়বে সেই ধারনা কি সরকারে আছে?
নেই তেলের খনি, লোহার খনি, সোনা,হীরা, আছে গ্যাস তাও পুরোবার পথে। সামনে হইতো কৃষি জমিও থাকবেনা তাহলে দেশ উন্নত কিভাবে হবে?

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


যার যে সম্পদ আছে, সেটাকেই কাজে লাগানোই অর্থনীতি; ১০৭২ সাল থেকে যদি মানুষকে শিক্ষিত করে তুলতো, আমরা হতাম জাপান; নিজস্ব গুণী মানুষেরাই সবচেয়ে বড় সম্পদ।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৩

প্রথম বাংলা বলেছেন: বাঙ্গালি ঘুমায়নাই, জ্ঞান হারাইছে , মুখে পানি ছিটা না দিলে জ্ঞান ফিরবোনা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:



জ্ঞান যাতে আহরণ করতে না পারে, ব্যুরোক্রেট ও রাজনীতিবিদরা সেই ব্যবস্হা করে রেখেছে।

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৬

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী,আপনি একবার খালেদা একবার
হাসীনার বিরুদ্ধে লিখছেন। তাই প্রথমেই
ধন্যবাদ, তয় নতুন আইন অনুসারে আপনেই
আগে ধরা খাবেন।
আপনি কি এও জানেন? দেশে দুই নেত্রী
বাদে জনগন বিকল্প সরকার চাইলে।
দুই নেত্রী একহতে সময় লাগেনা।
জয়ের সাথে নাকি তারেকের কথা হয়েছে
খালেদাজিয়া বলেছেন উনি আমাকে জেল
খাটাবে না। এখন ভাবুন দুইদলের অবস্থা।
তবে খালেদা হাসীনা মাননীয়দের নিয়ে
উপস্থাপনে আবারও ধব্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:



এই ২ পরিবারের মাঝে সংযোগ আছে, অনেক প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের লোকেরা ২ পরিবারের ভালো সম্পর্ক রাখার জন্য সব সময় কাজ করে যাচ্ছে; ব্যারিষ্টার রফিকুল ইসলাম সাহেবের একটা বড় কাজ ছিল ২ পরিবারের মাঝে সদ্ভাব বজায় রাখার জন্য দরকারী সব ব্যবস্হা নেয়া।

২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৩

বিলুনী বলেছেন: শেখ হাছিনা ভয় পায়নি তবে সুযোগ পেয়েছে ক্ষমতাকে আরো সুসংহত ও নির্বিগ্ন করার জন্য । সুযোগটা তাকে দিয়েছে দেশের শিক্ষিত সচেতন সমাজ । মাত্র দিন কয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের শোচনীয় পরাজয় হয়েছে। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২৪টিতেই জিতেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। মাত্র একটিতে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী। যেখানে ‘সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপির বিজয় সুনিশ্চিত’ বলে একটি ধারণা রয়েছে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশের সকল নির্বাচনে শতকরা ৮০ভাগ ভোট পাবেন বলে দলের বড়মাপের নীতি নির্ধারকেরা বলেও বেড়াচ্ছেন , সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনের মতো মর্যাদার লড়াইয়ে বিএনপির শুচনীয় পরাজয় অনেক কিছুরই ঈঙ্গিত দিচ্ছে । এ নির্বাচনে যারা ভোটার ছিলেন তারা সবাই বিশ্বদ্যিালয়ের ডিগ্রিধারী শিক্ষিত এবং তাদেরকে কোনো কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ভোট নেয়ার অবকাশ ছিলো না বলেই সকলে মনে করেন । এই নির্বাচনের সবাই সচেতন নাগরিকও বটে। তাছাড়া এ নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি, কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি। সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিয়েছেন। এমনকি ঢাকার বাইরে যেসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে, সেসব স্থানেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আর পরাজিত প্যানেল থেকে এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের অনিয়মের অভিযোগও তোলা হয়নি। এ অবস্থায় দেশের শিক্ষিত সচেতন নাগরিক সমাজের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা কমে গেছে বলেই প্রতিয়মান হচ্ছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাবান প্রতিষ্ঠানের একটি নির্বাচনে হেরে যাওয়া মানে সাধারণ মানুষের মনে সন্দেহের কাঁটা বিঁধে যাওয়া । সাধারণ মানুষ এটা মনে করতেই পারেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মানুষেরা যখন বিএনপিকে ভোট দেয়নি, তাহলে অবশ্যই দলটির জনপ্রিয়তায় ধ্বস নেমেছে , দলটি আর আগের জায়গায় নেই। তারা যুক্তিসঙ্গতভাবেই বলতে পারেন যে , সচেতন শিক্ষিত সমাজ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। জনমনের এ ধারনা বিএনপির প্রতিটি আন্দোলন ও নির্বাচনে মারাত্বক ধরনের বিরোপ প্রভাব ও বিপর্যয় ডেকে আনবে বলেই অনেকে এখন ধারণা করছেন । বিষয়টি যে হাছিনা বুঝতে পারছেন না তা কি হয় ? এ রকম অবস্থায় হাছিনা কেন ভয় পাবে ? তাই বলা যায় হাছিনা ভয় না পেয়ে কেবল সুযোগটাকে কাজে লাগাচ্ছে ভবিষ্যতে ক্ষমতাকে আরো সুসংহত ও নির্বিগ্ন করার জন্য !!!

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



ঢাকা ইুনিভার্সিটি থেকে পাশ করে, যারা ব্যুরোক্রেট হয়েছে, তারা সাধারণ মানুষকে পড়ালেখা থেকে বন্চিত করেছে, তাদের অধিকার ও সুযোগ লুট করেছে। ঢাকা ইউনিভার্সিটি হলো শিক্ষিত ডাকাত ম্যানুফেকচারিং সেন্টার।

২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আওয়ামী নীতিনির্ধারকরা এবং চাটুকাররা বিএনপি/জামাতের দূর্দশা দেখে চরম আত্মবিশ্বাসী হয়ে পড়েছে যে তাদেরকে আর ক্ষমতা থেকে নামানো যাবে না | কিন্তু ইতিহাস বলে, কোনো একনায়ক বা স্বৈরাচারীই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না | প্রধান বিরোধী দলগুলোকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ফেলা সত্ব্যেও আরব বসন্তে দীর্ঘদিন ক্ষমতায় থাকা একনায়কদেরই পতন ঘটেছে গণবিক্ষোভে | অতি দূর্বল বিএনপি/জামায়াত জুজুর ভয়ে ক্ষমতাসীনদের সম্পূর্ণ মনোযোগ কিন্তু বিরোধী দলকে সাইজ করার দিকে এবং একারণেই যত গণতন্ত্রবিরোধী আইন কানুনের প্রয়োগ তারা করছে | মানুষ ভাবে এক আর হয় আরেক | ইতিহাসের অমোঘ নিয়মে পতন কিন্তু হবেই এবং তাহবে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এবং তাতে বিএনপি/জামাতের হয়তো কোনো ভূমিকায় থাকবে না |

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


জামাত বিএনপি থেমে গেছে ২০০৯ সালে; কিন্তু আওয়ামী লীগ ওদের নিয়ে বাঘ বাঘ আসছে বলে মানুষকে ভয় লাগায়ে নিজেরা সব দখল করেছে।

৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৫

আটলান্টিক বলেছেন: কোন যুক্তিতে সরকার বলে যে ২০৪১ সালে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে???
তখন তো মনে হয় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


যারা আগামীকাল কি হবে জানে না, তারা ২০৪১ এর কথা বলছে; এসব কথা ওরা সিএনএন'এ শুনেছে।

৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

ফ্রিটক বলেছেন: কবে হবে সেটা?

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


নাগরিকেরা যখন নিজের অধিকার প্রতিষ্ঠা করার কথা ভাববে; যদিন বুঝতে পারবে যে, শেখ হাসিনা বা বেগম জিয়া তাদের জন্য রাজনীতি করছে না; ৫ বছরের মাঝেই ঘটবে।

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

কিরমানী লিটন বলেছেন: আশি মন দুধের সাথে
এক ফোটা চুনা,
তাতেই নাকি নষ্ট আবাদ
নষ্ট ফসল বুনা ?

তবে কেন নতুন ছবক
কম ছিল কি হুস,
শিক্ষা মন্ত্রীর উপশী শিখন
সহনীয় ঘুষ।

অর্থমন্ত্রীর সরল স্বিকার
চালের বাজার মূল্যে,
তাদের ইচ্ছের জয় হয়েছে
মধ্য আয়ের তুল্যে।

ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলেন
গর্ত মন্ত্রী ও কাদের,
তার সুরতে কৃষিমন্ত্রী
ভেংচি কাঁটে বান্দরের।

খাদ্য মন্ত্রী খাদ্য ছেড়ে
বাদ্য বাজান পদ্য,
রেলমন্ত্রীর ইন্জিনেতে
বগি বাড়ে চৌদ্দ।

ভূমি মন্ত্রীর রোমিও ছেলে
পিটিয়ে মারে সাংবাদিক,
স্বরাষ্ট্রে তাই হুমকি দরাজ
খবর আছে- সাংঘাতিক।

পররাষ্ট্রে দিবা-নিশি
কড়া নাড়ে রোহিঙ্গা
পানি মন্ত্রীর পানির স্রোতে
ভাসে সড়ক বারান্দা।

আইন মন্ত্রী আইন ছেড়ে
মন দিয়েছেন বাণিজ্যে
জলের দরে ফলের রসে
তৃপ্তি মেটান আনন্দে।







স্বাস্থ্য মন্ত্রীর সুস্থ্য ভূড়ি
মথার স্বাস্থ্য ফাঁকা বাড়ী
কথায় কথায় সুড়সুড়ি
মিথ্যে অহম মিথ্যে ঝাড়ি।

ধর্মমন্ত্রী ঠেলা গাড়ী
ছেলে করে মাতাব্বরী,
তথ্য মন্ত্রী বাঘের ছায়া
মিছেই তাহার বাহাদুরী।

এই হলো সব ডিজিটাল
মন্ত্রী খবর- সমাচার,
আজব প্রানী সহ্য করি
আম জনতা- গুণাগার !!!

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


সামান্য প্রশ্ন-ফাঁস বন্ধ করতে পারেননি নাহিদ সাহেব ৫ বছরে; একটা রাখাল ছেলেও ২/১ বছরে এটার সমাধান বের করতে পারতো; মুহিত সাহেবকে যেই পদ দেয়া হয়েছে, উনি সেই অফিসের কেরানীর সমান যোগ্যতা রাখেন; শেখ হাসিনা সব সময় উনার নিজের থেকে কম দক্ষ লোকদের মন্ত্রী বানান।

৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
কই জানি পড়েছিলাম মনে আসছে না - কথাটি ছিল এরকম- পাগলের সুখ মনে মনে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


সুস্হ অর্থনীতি, ও সামজিক জীবনে বসবাসকারী সব নাগরিকদের জন্য সুখ মানসিক ব্যাপার।

৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ওনার ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে মনে হচ্ছে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


৩য় বার প্রাইম মিনিষ্টার হওয়া জাতির জন্য ভালো হয়নি

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: ওয়েল সেইড!


বিশ্লেষণে +++

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


৫৭ ধারা ও ডিজিটাল আইন উনার দুর্বল দিক তুলে ধরছে; মানুষকে গণ্য না করার প্রবনতা

৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: লীগ আর বিএনপি এর কর্মী ছাড়া যদি সাধারন মানুষ কে জিজ্ঞেস করা হয় তাহলে অধিকাংশ মানুষ বলবেন ওনাদের কেউ চায় না ।
আর এরশাদ তো অবশ্যই না । নতুন কেউ কবে যে আসবে , আর অশান্তি ভালো লাগে না । ওনাদের খেলা আর কত জীবন দেখতে হবে । কতজন জীবন দিবে ওনাদের ক্ষমতা দখল এর খেলায় । পঁচা রাজনীতি ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতরা রাজনৈতিক দলের ছায়ায় থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে; তাদেরকে সঠিক রাজনৈতিক দল গঠন করতে হবে।

৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


এ লক্ষণ কারও জন্যেই ভালো নয়। যারা আইন নিক্ষেপ করছে এবং যাদের প্রতি নিক্ষিপ্ত হচ্ছে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


এসব আইন মানুষের ভেতর ক্ষোভের সন্চার করছে মাত্র, মানুষকে সাহায্য করছে না

৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

আটলান্টিক বলেছেন: আমি তো কোন আশার আলো দেখছি না।রাজিব নূর ভাই আজও বাসে ঝুলে অফিসে যান :( :(

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


রাজিবকে নিজেদের বাস কেনার কথা ভাবার সময় হয়েছে।

৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সে-ই রামও নেই সে-ই অযোধ্যাও নেই। বাঙালি এখন নখ-দন্তহীন বাঘে পরিণত হয়েছে; এত সহজে জাগবে না।
দু'দলের মোসাহেবিতেই জনম পার করে দেবে। নিজেদের শোধরাবে না।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


২ দল এমনভাবে দেশ চালায়েছে যে, মানুষ নিজ দেশে নিজদের প্রবাসী হিসেবে নিয়েছে

৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

তারেক ফাহিম বলেছেন: জনগণের অপ্রকাশিত কথার একসময় বিষ্ফরন হবে :(

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


বিস্ফোরণের অবস্হা অনেক আগের থেকেই বিরাজ করছে; তবে, আওয়ামী লীগ ও বিএনপি সেটাকে কৌশলে ঠেকাচ্ছে।

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এলাকায় শেষ সময়ে মানুষ আবোল তাবোল বকে, এলাকার ভাষায় একে বলে 'পাগলা সেলামী'।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে রাজনীতি আসতে হয়েছে শেখ সাহেব হত্যার কারণে; তিনি মিলিটারী, বিএনপি, জামাত ও কিছু আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে বেশ সাহস নিয়ে শুরু করেছিলেন; ৫৭ ধারা ও "ডিজিটাল আইন" উনার দুর্বলতা প্রকাশ করছে, মানুষের সমালোচনাকে উনি ভয় পাবার শুরু করেছেন।

৪২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রাজনীতিতে ব্যাবসায়ীদের অধিক অংশগ্রহণ মনে হয় অবস্থা খারাপ করে দিছে। এদের মধ্যে বেশিরভাগই মূর্খ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



অনেকেই দলে যোগ দেয়ার পর, ক্ষমতা ব্যবহার করে ব্যবসা শুরু করেছে; অনেকে পরিবারের ব্যবসাকে বড় করার জন্য দলে যোগ দিয়েছে; চট্রগ্রাম বিএনপি ও আওয়ামী লীগের সব এমপি'র ব্যবসা আছে; এরা দলে এসেছে সম্পদ দখল করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.