নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অলিম্পিক কোরিয়ানদের উৎসাহিত করেছে, আমাদের কিছু একটা দরকার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭



উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ শুরু হলে, প্রথম ২/১ দিনের মাঝেই দ: কোরিয়ার ২/১ মিলিয়নের মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে; এই অবস্হার মাঝেও ২ কোরিয়ার খেলোয়াড়গণ এক টিম হিসেবে এবারের শীতকালীন খেলায় অংশ নিয়েছে; এই ঘটনা কোরিয়ার মানুষদের এত বেশী উৎসাহিত করেছে যে, আড়াই সপ্তাহ কোরিয়ানরা হাসিমুখে বিশ্বকে দেখায়েছে যে, তারা হয়তো ভয়কে জয় করতে চলছে। খেলায় পাগলা কিমের বোন এসেছিল, দ: কোরিয়ার প্রেসিডেন্টের সাথে মিটিং করেছে; আর কিছু না হোক, বাড়ী গিয়ে পাগলা মিয়াকে অশান্ত হতে মানা করবে হয়তো।

পুরো কোরিয়া আড়াই সপ্তাহ মেতেছিলো; বিদেশীরা এসেছিল, সবাই খুশী; ব্যবসা হয়েছে, অনেক লোক কোরিয়ান ভাষায় কথা বলেছে ২/৪ লাইন, সবাই খুশী, মনে থেকে হঠাৎ যুদ্ধের ভয়টা কেটে গেছে।

শীতও বিরাট সম্পদ, শীত ও বরফ আছে বলেই শীতকালীন অলিম্পিক করতে পেরেছে; অলিম্পিকের জন্য বিশাল পরিমাণ খরচ করতে হয়েছে; মনে হয়, খরচ হয়েছে ১.৫ বিলিয়ন ডলার। দ: কোরিয়া সরকার উত্তর কোরিয়ার টিমের সব খরচ বহন করেছে, সেখানেও ২.৫ মিলিয়ন ডলার খরচ হয়েছে। খরচের পুরো টাকা অলিম্পিক থেকে উঠেনি; তবে, আগামী ১০ বছরে, ট্যুর ও বাণিজ্য থেকে সেই থেকে উঠে আসবে ও অনেক লাভ হবে। তবে, কোরিয়ানরা খুশী যে, একটা খেলা তাদেরকে কিছু সময়ের জন্য হলেও আশাবাদী করেছ।

আমাদের কিছু একটা দরকার যা আমাদের জনতা ও সরকারের মাঝে একটা বাঁধনের সৃস্টি করবে; কোরিয়নাদের মত আমাদের মাথার উপর এটমবোমা ঝুলছে না, কিন্তু আমরা ফরমালিন, কার্বাইড, কেমিক্যাল, হিংসা, লোভ, চুরি, বন্চনার শিকার। আমাদের সরকার জনতাকে ভয় পায়, জনতা সরকারকে বিশ্বাস করে না; জনতা নিজের ক্ষতি করে দুষ্টদের পক্ষে চলে যায়, নিজেদের মাঝে ঐক্য করার চেষ্টা করে না।

আমাদের শিক্ষিত ও অশিক্ষিতদের মাঝে একটা সম্পর্কের দরকার; আমাদের শিক্ষিতরা সব সুযোগ দখল করে রেখেছে, বাকীদের কিছু দিতে চাহে না; অশিক্ষিত দরিদ্রদের শুধু বিদেশে বিক্রয় করছে, আর বিদেশী মুদ্রা আয় করছে; দেশে দরিদ্রদের জন্য চাকুরি সৃষ্টির কোন চেষ্টাই করা হয়নি; আমাদের শিক্ষিতরা শুধু নিজের জন্য পড়ালেখা করে।

আমাদের কোন একটা উপলক্ষ্য দরকার যা আমাদের মানুষের মাঝে একটা বন্ধনের সৃস্টি করবে; কোরিয়ানরা অলিম্পিক করেছে, আমরা কি করবো, কারো মাথায় কোন আইডিয়া আছে?

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

নিরাপদ দেশ চাই বলেছেন: উত্তর কোড়িয়া ও দক্ষিন কোড়িয়া মোটেও শত্রু নয়। অর্থনৈতিক অবরোধ থাকা সত্ত্বেও উত্তর কোড়িয়ায় খাবার সহ অন্য সব সাপ্লাই পর্যাপ্ত। কারন সব সাপ্লাই যায় দক্ষিন কোড়িয়া থেকে। সেটা কিম উন জং নামক ভাড়ের ভয়ে নয়।নতজানু পররাস্ট্রনীতি উন্নত দেশের ডিকশনারিতে নাই। রাশিয়া, চীন, দক্ষিন কোড়িয়া উত্তর কোড়িয়ার সবচেয়ে বড় সাপোর্ট।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


২ কোরিয়াকে এক হতে দিচ্ছে না আমেরিকা, চীন ও রাশিয়া।

আমাদের এক হতে দিচ্ছে না রাজনৈতিক দলগুলো

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০১

মিরোরডডল বলেছেন: আমাদের মধ্যে ভালবাসার খুব অভাব
শুধুমাত্র ভালবাসা পারে ঠিক করতে

স্বার্থপরতা ছেড়ে ইতিবাচক চিন্তা করা উচিত
মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত
ভালোবাসা উচিত

Then we can think about something innovative and make changes. Unless we're respectful and love each other, honestly we never can do anything like them.

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


মানুষের জন্য শিক্ষা, চাকুরী, বাসস্হান ও চিকিৎসার ব্যবস্হা করছে না সরকারগুলো; মানুষ কাবুলীওয়ালাদের মত দেশ ছেড়ে পালাচ্ছে; প্রশাসন সকল সুযোগ নিজেদের মাঝে ধরে রাখছে!

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশে গ্রামে গ্রামে এসপি কাপ ফুটবল টুর্নামেন্ট চালু আছে।সমস্যা হল সেখনে বিদেশীদের খেলার অনূমতি আছে।আপনি মনে হয় জন্মভূমির পাসপোর্ট ব্যবহার করেন না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


এই ছোটখাট কিছু মানুষকে আশাবাদী করতে পারবে না, মানুষের মাঝে ঐক্য আনতে পারবে না, বিরাট কিছুর দরকার।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:


দেশে অবস্থানকারী শিক্ষিতজনেরা যদি সকল সঙ্কোচ পেছনে ফেলে নিজ গ্রামের দিকে দৃষ্টি দেন এবং গ্রামের কৃষক ভাইদের সাথে সাপ্তাহে একদিন অন্তত একদিন অদের সাথে আড্ডা দেন, জমিত্ব নামেন। খোঁজখবর নেন তাহলে ভালবাসা সৃষ্টি হবে। সৃষ্টি হয়ে যাওয়া ভালবাসা বৃদ্ধি পাবে।
শহুরস্থ শিক্ষিতজনেরা যদি ঠিক সেই নিয়মে রাস্তার কলুনির অসহায় মানুষদের সময় দেয়, তাদের পাশে দাঁড়ায়। তাদের খোঁজ খবর নেয়। তাহলে আন্তরিকতা শুরু হবে নতুন নিয়মে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


নাকি অলিম্পিকের ব্যবস্হা করতে হবে?

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন আমাদের কিছু করা দরকার। আমি ভাবছি কোরিয়ান ২৫বছর থেকে ৩০ বছরের ভিতর যে সকল নারীরা বিদবা হয়ে যাচ্ছে তাদের আমি স্বদবা বানিয়ে দিবো। :`> :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য হেরেম খুলতে হবে দেশে! এমনিতে এরশাদ কাকুকে নিয়ে দেশ বিপদে আছে!

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

মিরোরডডল বলেছেন: no way!!!
অলিম্পিকের জন্য এখনও প্রস্তুত না

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


দেশে গাড়ী ছলার মতো রাস্তাই নেই, কিসের কি?

ছাত্রেরা পড়েনা, শিক্ষকেরা পড়ায় না, ডাক্তারেরা সুচিকিৎসা করে না, প্রশাসন মানুষকে সাহায্য করে না, যারা পড়ালেখা পারে না, তারা রাজনীতি করে; এগুলো সমাধান দরকার; সরকার চাকুরী সৃষ্টি করতে জানে না।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সাধারন মানুষদের কিচ্ছু করার নেই। সব ক্ষমতা সরকার নিয়ে বসে আছে। নিজেদের থেকে কিছু করতে গেলে- মাইর খেতে হবে। তারপর জেলে যেতে হবে। জেলে শুরু হবে সীমাহীন অত্যাচার।

বাংলাই একবারই এক হতে পেরেছিল- এরশাদকে পতন করার জন্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


যদিও মিলিটারীও সমস্যার মুলে ছিল, বেগম জিয়ার তুলনায় এরশাদই ভালো ছিল; যারা এরশাদকে ক্ষমতায় নিয়েছিল, তাদের
আরেক গ্রুপ এরশাদ থেকে বেকুব কাউকে খুঁজতেছিল।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উন পরিবার যতদিন থাকবে তারা এক হবে না।
জার্মানি; ভিয়েতনাম এক হয়েছে, ওরা ভালো আছে। লিংকন আমেরিকান জাতীকে এক করেছে। আমাদেরও সেরকম কোন নেতা আসবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


নেতা জন্ম দেয় জনতা, না হয় ইউনিভার্সিটি; আমাদের জনতা বিভক্ত, ইউনিভার্সিটি ডোডো তৈরির কারখানায় রুপান্তরিত হয়েছে।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

কামরুননাহার কলি বলেছেন: এখন আমরা পরি কোন খালেদা জিয়া নয়, শেখ হাসিনা নয়, এরশাদ নয়, হেফাজত নয়, শিবির-টিবির নয়, আরো কি কি সব দল-টল আছে নাকি এই সব দল আগে সব ধ্বংস করে দিয়ে তারপর নতুন এমন একজনকে সরকার বানাবো যে আমাদের দেশটিকে যেনো সুন্দর করে গড়ে তুলতে পারে। তাহলে আমরা খুশি হবো কোরিয়ারদের মতো হাসতে থাকবো ভাইয়া।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের দরকার; সেটাই সমাধান।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

আখেনাটেন বলেছেন: আমাদের শিক্ষিতরা শুধু নিজের জন্য পড়ালেখা করে। - এটাই এ দেশের সবচেয়ে খারাপ দিক। আমরা মুখস্ত করি 'পরের তরে বাঁচি' কিন্তু 'নিজের জন্যই সবকিছু'। এভাবেই সমাজে চরম অসাম্য বাসা বেঁধেছে। এবং সকল প্রকার অনিয়মের মূল।

এখানে আমরা শিক্ষিত তবে সামনে 'কু' উপসর্গ যোগ করে। আর এটা ঘটছে কারণ যুগ যুগ ধরে 'অাইনের শাসন' না থাকায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আইনের শাসনে যারা বিশ্বাস করেন, তারা এখন রাজনীতি নেই; মির্জা ফখরুল বা ওবায়দুল কাদের আইনের কথা বলছে না, ওদের মুখে যা আসছে সেটাই বলছে, ভাবনায় যা আসছে তা করছেে, তাদের কার্যকলাপের মাঝে জনগণের অধিকারের চিহ্নও নেই।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:

আমাদের অলিম্পিকে গরিবের রক্তে পূঁজিবাদের জয়গান হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


বর্তমানে যে অবস্হা চলছে, এদেশে অলিম্পিক হওয়ার কোন সম্ভাবনা ১০০ বছরের মাঝে নেই

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

ব্লগ মাস্টার বলেছেন: আপনি একটা ফাউল লোক। B-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



সময়, সময় আমারও তাই মনে হয়; আপনি আদৌ কোন লোক কিনা? এটা ব্লগ, ইহা নিহত'দের জন্য হিমাগার নয়।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমাদের রাজনীতির পরিবেশ ভাল হলে অনেক সমস্যার সমাধান এমনেতেই হয়ে যাবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দল যদি রাজনীতি করে, সব ঠিক হয়ে যাবে, যারা রাজনীতির বদলে দখলবাজি করে আসছে, তাদেরকে সরানো শিক্ষিতদের দায়িত্ব।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: "রাষ্ট্রের কাছে মাথানত না করার সত্যিকারের আদর্শ" বোধ হয় ৭১ এই শেষ হয়ে গেছে।আপনারা শেষ পর্যন্ত আমাদের স্বাধীন দেশে রাজনীতির কাছে জিম্মি করে দিয়ে গেছেন। বাবা মা, পরিবারের দিকে তাকালে এই অধম মধ্যবিত্তের মনে হয় এই মানুষ গুলোকে একটু সুখ দিতে পারলে জীবন স্বার্থক হবে। দেশ মাতৃকা নীচ রাজনীতিবিদদের সাথেই ভালো থাক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিই জাতির সবকিছু: সকল সুখ ও সকল দু:খের কারণ। ১৯৭১ সালে যাঁরা দেশ এনেছিলেন, কৌশলে তাঁদের থেকে দেশের ভার নিয়ে গেছে অন্যেরা, সেখানেই সমস্যা হয়ে গেছে।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

আবু তালেব শেখ বলেছেন: ২ কোরিয়াকে এক হতে দিচ্ছে না আমেরিকা, চীন ও রাশিয়া।
আমাদের এক হতে দিচ্ছে না রাজনৈতিক দলগুলো।

এদের নোংরা সাম্রাজ্য বাদ নীতির জন্য বিশ্ব অশান্তির আগুন জ্বলছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় বিশ্বের মানুষজন দুষ্টদের হাতে বন্দী; কোরিয়ানরা পথ বের করবে, এক হয়ে যাবে

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

আবু তালেব শেখ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া জার্মানি; ভিয়েতনাম এক হয়েছে, ওরা ভালো আছে। লিংকন আমেরিকান জাতীকে এক করেছে। আমাদেরও সেরকম কোন নেতা আসবে।

প্রশ্নঃ আমাদের দেশ কাদের সাথে এক হবে? কেন ভিয়েতনাম জার্মানির মত নেতার কথা বলেছেন যারা দুইদেশ এক করেছেন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের মানুষকে এক করতে হবে, কোন এক লক্ষ্যে; বাহিরের কারো সাথে এক হওয়ার প্রশ্নই আসতে পারে না।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের শিক্ষিত ও অশিক্ষিতদের বন্ধন সমস্যা না। সমস্যা হলো সিস্টেম যা দুই পরিবার দীর্ঘদিন ধরে জারি রেখেছে। এই সিস্টেম বন্ধ বা পরিবর্তন করলেই দেশে নতুন কিছু হবে। এছাড়া আর কোন উপায় নেই। আপনার ভাষায় ছাত্ররাজনীতি থেকে নেতা হলে তো আর দেশ ঠিক থাকার কথা নয়...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


যেসব ছাত্র পড়ে না, তারা দলে ঢুকে যায়, ৯০% হেরে যায়, ১০% দেশ চালায়; ছাত্র রাজনীতি থেকে যারা এসেছে, তারা দেশকে পেছনে নিয়ে গেছে।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

রুদ্র নাহিদ বলেছেন: নতুন একটা সিস্টেম আনতে হবে। আমলাতান্ত্রীক জটিলতার অবসান করতে হবে। জবাবদিহিতা থাকতে হবে। ঘুষখোর,দুর্নীতিবাজ,অসাধু লোকদের প্রচ্চুর মাইরের উপর রাখতে হবে। অন্যায় করলে রেহায় নাই সে এবার যেই হোক এই প্রাকটিস টা স্বচ্ছভাবে দেশের সরকার প্রধান থেকে মন্ত্রী আমলা, নেতা, ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ পর্যন্ত করা গেলে আমি মনে করে উন্নতি সম্ভব।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:



আধুনিক রাজনীতি, জাতীর উন্নয়নে, সুখ-শান্তিতে বিশ্বাসী নতুন জেনারেশন ছাড়া কিছু ঘটবে না।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



আহ! কি সাধ! যেখানে ঘটি ডুবে না সেখানে নাম তাল পুকুর হলে যা হয়..... অলিম্পিক. হাসি আসে। সাফ চ্যাম্পিয়ন হলেই খুশি।... আমরা আম্রিকায় গিয়েও চুলোচুলি করতে পারি। ভাল নাম কামানোর সুযোগ আছে! তবে কষ্টপাই কলসিন্দুরের অনুর্ধধ ফুটবল টিমের মেয়ে গুলোর জন্যে। আপনার ওদের কথা মনে আছে তো?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


মনে আছে, ওদের থেকে ১টা মেয়ে মরেও গেছে সম্প্রতি।

খেলাধুলায় আমরা পারবো না, আমাদেরকে সবে মিলে খেটেখুটে ভালো থাকতে হবে; সেটার জন্য এক হতে হবে।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৭

ওসেল মাহমুদ বলেছেন: বাংলা একবারই এক হতে পেরেছিল ,স্বাধীনতার জন্যে !
লেখাটি ভালো লেগেছে !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:



আমাদের দু:খী মানুষগুলোকে সামান্য সুখ শান্তি দিতে আমাদেরকে এক হতে হবে।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাক, ভালো একটা চিন্তাজগত সৃষ্টি করেছেন পোষ্টে। আসলেই আমাদের ভাবা উচিৎ নতুন কিছু, যা আমাদের দেশের মানুষকে আবারো এক করে দিতে পারে। আমরা পেতে পারি সিংগাপুর, দুবাইর মতো একটা উন্নত বাংলাদেশ।

আমার মতে আমাদের এখন একটাই শ্লোগান হওয়া উচিৎ
"দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, গ্যারান্টি ছাড়া টেন্ডার নাই"
"দুর্নীতিবাজদের শাস্তি চাই, রাজনীতিতে অধিকার নাই"
"ভাসমানদের বাসস্থান চাই, শিক্ষায় সবার সুযোগ চাই"

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


দেশের সকল সুযোগ ও সুবিধা সামান্য কিছু লোকের হাতে চলে গেছে; এই সীমিত সম্পদের দেশে প্রতিটি নাগরিককে সুযোগ দিতে হবে, নাগরিক যেন নিজের অধিকার ও দায়িত্বকে জাতীর জন্য কাজে লাগাতে পারে।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আমরা এক হতে পারি উৎসবে পার্বনে। দাসত্ব তথা গোলামী থেকে বের হয়ে স্বাধীন বিবেকের অধিকার অর্জন করতে হবে।আর দেশাত্মবোধে উদ্বুদ্ধ হতে হবে। রাজনৈতিক পলিউশন মুক্ত হয়ে শুধু দেশ নিয়ে ভাবতে হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


জাতিকে ভালোবাসলে হয়তো মানুষ এক হতে পারবে।

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খুবই মুল্যবান কথামালা সমৃদ্ধ পোষ্ট । অনেক গুরুত্বপুর্ণ বিষয়ে জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন । কোরিয়ানরা দেখিয়ে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার একটি সুন্দর নমুনা । জাতির একটি গুরুত্বপুর্ণ দিকের বিষয়ে আমার ছোট্ট মাথায় একটি আইডিয়া কয়দিন যাবত ঘোরপাক খাচ্ছে । আশা রাখছি দু এক দিনের মধ্যে আইডিয়াটা সকলের সাথে শেয়ার করার জন্য একটি পোষ্ট দিব ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট দেন, আমাদের মানুষ পরস্পরের উপর আস্হা হারিয়ে ফেলেছে

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: কোরিয়ানরা তাদের সমস্যা নিয়ে উদিগ্ন। তাই একটা সলুশন একদিন না একদিন আসবেই!!


আমরা কিন্তু আমাদের সমস্যা নিয়ে উদিগ্ন নই! গাই আমাদের সমস্যার কোন সলূশনও হবে না!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ দেশ ছেড়ে চারিদিকে পালাচ্ছে, এখনো উদিগ্ন বলে মনে হচ্ছে না?

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: যারা পালাচ্ছে তাদের বেগ/উদ্বেগ আমাদের সমাজে প্রভাব ফেলে না!

আমাদের সমস্যাগুলো যদি শাসক গোষ্ঠি অনুধাবন করতো তবে হয়তো সমাধান আসতো!

এক প্রশ্ন ফাঁসের কথা চিন্তা করে দেখেন; যাদের উদ্বিগ্ন হওয়ার কথা তারা কি আসলেই এ বিষয়টা নিয়ে উদ্বিগ্ন???

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকার অনেকটা কলোনিয়েল সরকারের মতো দেশ চালাচ্ছে, উনি যা ভালো মনে করেন, সেটাই হচ্ছে, মানুষ সে একটা ফ্যাক্টর, সেটা নিয়ে সরকার চিন্তিত নয়।

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

প্রবাসী দেশী বলেছেন: SAARC !!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


খেলাধুলা সম্ভব হয়, যদি মানুষের ন্যুনতম চাহিদা পুরণ হয়ে যায়

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি বাংলাদেশের নামে আমেরিকাতে একটা অলিম্পিক গেমের আয়োজন করেন তাইলে হইবো। আপনার এসব ম্যাঁও প্যাঁও দিয়ে কোন কাজ হবেনা।

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় বাংলাদেশী টিম গঠনের মত পরিস্হিতি এখনো হয়নি

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

আটলান্টিক বলেছেন: আমরা যদি ভারতের উত্তর-পূর্বাঞ্চল যেমন আসাম ত্রিপুরা দখল করি তাহলে কোন অসুবিধা হবে???সেই অঞ্চল গুলো তো মারাত্মক খারাপ অবস্থায় আছে।

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


অসুবিধার মাঝে একটা হবে, ভারত বাংলাদেশ দখল করে নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.