নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আরেকটা পদ্মাসেতুর দরকার নেই, দরকার চাকুরী সৃষ্টির, বেকারে দেশ ভরে গেছে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫



সরকার পাটুরিয়া না মাটুরিয়ায় আরেক পদ্মাসেতু করার জন্য ঋণ চাচ্ছে এডিবি'র কাছে; আগামী ২ বছরের মাঝে এডিবি বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলার ঋণ দিতে চাচ্ছে; সরকার দেশটিকে ঋণের মাঝে ডুবায়ে সেতুর কন্ট্রাক্টর হচ্ছে; চীনাদের দিয়ে এক সেতু করতে গিয়ে আনন্দ পেয়েছে; ৩ বিলিয়ন ডলারের সেতু করতে ৫ বিলিয়ন ডলার খরচ করে মজা পেয়ে গেছে।

পদ্মার পশ্চিম তীরে এমন কিছু ঘটছে না যে, ওখানে যেতে আসতে ২টি সেতুর দরকার; ওখানে মানুষ ব্যতিত অন্য কোন কাঁচামাল নেই যে, ঢাকায় আনার জন্য আরো একটা সে্তুর দরকার। এক সেতু হোক, দেখা যাক কত যাত্রী যাওয়া আসা করে, তখন না হয় দেখা যাবে; মনে হচ্ছে, এডিবি আজকাল ঋণ বিক্রির জন্য ক্লায়েন্টও খুঁজে পাচ্ছে না, পেয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশে চাকুরী সৃষ্টির দরকার, শিক্ষিত বেকার ও অর্ধবেকারে দেশ ভরে গেছে; নতুন গ্রেজুয়েটদের চাকুরী দিতে হলে, বছরে দেশে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করার দরকার। বসুন্ধরা, ওরিয়ন, ফালু ব্রাদার্স নতুন গ্রেজুয়েটদের চাকুরী সৃষ্টি করে না, অদক্ষদের জন্যও চাকুরী সৃষ্টি করে না; বসুন্ধরার জন্য দরকার ভুমিদস্যু, ওরিয়নের জন্য দরকার অভিজ্ঞা সামান্য কিছু লোক; আর ফালু ব্রাদার্স এখন ষ্টক-মার্কেট নিয়ে ব্যস্ত।

দেশকে উন্নত করতে হলে, মানুষের শ্রমকে কাজে লাগাতে হবে, নতুন গ্রেজুয়েটরা যদি টিউশানী করে, তাতে দেশের জিডিপি বাড়বে না, বেকারত্ব কমবে না; দরকার কলকারখানা, টেকনোলোজী, যাতে দেশের শ্রম দেশে থাকে, দেশের টাকা দেশে থাকে। এখন মাথাপিছু আয় ১১ শত ডলার, উন্নত-দেশ হতে হলে ১১ হাজার ডলার বা তারচেয়েও বেশী হতে হবে।

এডিবি থেকে ১০ বিলিয়ন নিয়ে, নতুন গ্রেজুয়েটদের জন্য টেকনোলোজিক্যাল কলকারখানা ও আভ্যন্তরীণ চাহিদার মালামাল দেশে উৎপাদের জন্য, গ্রেজুয়েটদের ও সরকারী মালিকানায় হাইটেক কলকারখানা করা সম্ভব; সরকার দেশের প্রয়োজন অনুসারে কলকারখানায় হাত দিয়ে, উৎপাদনে গিয়ে উহাকে গ্রেজুয়েটদের ও শ্রমিকদের কাছে হস্তান্তর করতে পারে; কারখানর লোকজন কারখানার মালিক হবে, তারাই এডিবির টাকা ফেরত দেবে; সরকার ঋণের পর ঋণ নিয়ে, ঋণের সুদ দিয়ে বাজেটের টাকা হারাচ্ছে; এটা বন্ধ হওয়ার দরকার।

সেতু যেটা হচ্ছে, সেটা শেষ হোক, বাংগালীরা উহা দেখে শিখুক; পরেরটা নিজেরা করতে পারবে; নিজ জাতির সাথে কন্ট্রাকটারী করা ঠিক হচ্ছে না।

কোন অবস্হায় এখন ২য় পদ্মাসেতুর দরকার নেই, দরকার চাকুরী সৃষ্টির।

মন্তব্য ১১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

দেশী পোলা বলেছেন: আপনার সাথে ঠিক একমত না, পদ্মায় সেতু আরো বেশী হলে ভালো, স্পেশালি ম্যানুফাকচারিং বেসটা ঢাকাতে কুক্ষীগত হয়ে গেছে, সেটাকে খুলনা বরিশালে সরাতে পারলে লোকজনও ঐদিকে চলে যাবে। চাকরি সৃষ্টি করতে হলে ইনফ্রাস্ট্রাকচার লাগে, এমনি এমনি দুবলার চরে হাইটেক ফেক্টরি বসাতে পারবেন না, কিন্তু ঐখানে জমি সস্তা আর লেবার খরচও কম।

দুবলার চরে যেতে ব্রীজ লাগবেই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


বরিশাল, খুলনায় কলকারখানা করার লোকজন এখন পাওয়া যাবে না; রাজনৈ্তিক কারনে, মানুষ কলকারখানা করছে না; এবং গ্যাস ও এনার্জি পাওয়া মুশকিল।

যেই ব্রীজটা হচ্ছে, হোক; ট্রাফিক কেমন হয় দেখা যাক।
তদুপরি, মুল্যের ২গুণ ডলারে ব্রীজ করা ঠিক নয়; একটা হয়ে গেলে, অন্যটা বাংগালীরা নিজেরাই করতে পারবে; চীনাদের দ্বারা এসব করানো ঠিক নয়, ওরা অসৎ

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

নীলপরি বলেছেন: যেভাবেই হোক চাকরীর প্রয়োজন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



তরুণদের চাকুরীর জন্য ঋণ নেয়া যেতে পারে, অন্য কাজে যেই পরিমাণ ঋণ নিবে, ক্যাশ থেকে তত-পরিমাণ টাকা সরায়ে ফেলবে প্রশাসনের লোকজন

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথা সত্য। কিন্তু চাকরি দিবে কে? সরকার?

১৬ কোটি লোকের দেশে দক্ষ জনশক্তি তৈরী হয়নি। হয়েছে কামলা, উটের জকি, ঘুসখোর আমলা।

২৬ লাখ বেকারকে বসিয়ে রেখে সরকার উন্নয়নের মহাসড়কে উঠবে কীভাবে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



৪৭ বছরে সরকার "চাকুরী সৃষ্টি" নিয়ে একবারও কথা বলেনি; এরা বৃটিশদের মতো কলোনী চালাচ্ছে।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের এক প্রতিবেশীর কথা মনে পড়ছে, যিনি গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে ২বছরে বাড়ি বানিয়েছিলেন পরে সব বিক্রি করে কোনমতে গ্রামীণ ব্যাংকের হাত থেকে বেচে ফিরেছেন।
সরকারের অবস্থাও প্রায় প্রতিবেশীর মতো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



সরকার বাজেটের টাকা থেকে সুদে- আসলে দেড় বিলিয়ন ডলার দিচ্ছে যথাসম্ভব; বাজেট ছোট হলে, জাতি টের পায় না; কারণ, জাতির মাথাটা ডোডো পাখীর মতো ছোট

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

কানিজ রিনা বলেছেন: ভাল উপদেশ দিয়েছেন খুশি হলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


উপদেশ কোথায়ও যাচ্ছে না; আমি বলছি, যাতে ব্লগারেরা ভাবার সুযোগ পায়, যেন দেশের প্রতি কিছুটা খেয়াল রাখে

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

নতুন বলেছেন: গাজীভাই আপনার বাড়ী অবশ্যই দক্ষিনবঙ্গে না তাই পদ্মাসেতুকে এই ভাবে দেখছেন।

এতো বেকারদের সবাইকে চাকুরী দেওংয়া সম্ভবনা।

দেশের মানুষকে ব্যবসার কথাও ভাবতে হবে হবে। অথবা বাইরের দেশে কামলা হিসেবে পাঠাতে হবে।

শহরে মানুষদের কাজের ব্যবস্তা করতে পারলে সবাই ঢাকায় ভিড় করবেনা। তার জন্য যোগাযোগ ভালো করা দরকার।

আমাদের দেশের ২৬ লক্ষ বেকারদের কি সরকারী চাকুরী দেওয়া সম্ভব?? অবশ্যই না...

বেসরকারী ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে যাতে কাজের সুযোগ বাড়ে....।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


"এতো বেকারদের সবাইকে চাকুরী দেওংয়া সম্ভবনা। "

এটা আপনি, মুহিত ও শেখ হাসিনার ভাবনা; বাংলাদেশে কাজের সৃষ্টি করলে, এ্তদিনে বিদেশী শ্রমিক দরকার হতো।

সেতু করলে, বাসে করে খুলনা থেকে ঢাকায় এসে চাকুরী খুজবে, এটুকু সুবিধা।

দরকার তরুণদের হাতে কলকারখানা দেয়ার।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "পদ্মার পশ্চিম তীরে এমন কিছু ঘটছে না যে, ওখানে যেতে আসতে ২টি সেতুর দরকার; ওখানে মানুষ ব্যতিত অন্য কোন কাঁচামাল নেই। "

জনশক্তি আমাদের প্রধান সম্পদ, সবকিছু ঢাকা কেন্দ্রিক হলে সমস্যা আরো বাড়বে।
সেতু না হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না, বিদেশি বিনিয়োগ হবে না। ফলে দেশ পিছিয়ে পড়বে।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


ফাঁস-করা প্রশ্নে পাশ করেছেন?

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫

আবু তালেব শেখ বলেছেন: পদ্মা সেতুর দরকার অবশ্যই আছে,তবে দ্বিতীয় টার দরকার আছে কিনা জানিনা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


প্রথমটা করে আনন্দ পেয়েছে, এখন আরেকটা করার জন্য টাকা চাচ্ছে; যশোর থেকে গরুর গাড়ী আসবে ঢাকায়

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

আবু তালেব শেখ বলেছেন: একটা করতেই হিমসিম খাচ্ছে তারপর আরেকটা করার চিন্তা? সামনে নির্বাচনে জনপ্রিয়তা পেতে আরো উন্নয়নেের লোভ দেখাচ্ছে জনগনদের।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


সেতুর জন্য এডিবির টাকা ব্যবহার হবে বিশাল মুর্খতা; সরকার কন্ট্রাক্রটরী ব্যবসা করছে, মনে হয়।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

নতুন বলেছেন: ভাই আপনার বাড়ীতে যদি একটা ছোট বিলাই আর একটা বড় বিলাই থাকবে তবে অবশ্যই দরজাতে দুইটা দরজা বানাবেন তাইনা????? ;)

দেশে আরো ২০ বছর আগে থেকে রাস্তা সেতু ঠিক করা উচিত ছিলো.... রাস্তা/সেতু একটা দেশের অথ`নিতির রক্তনালীর মতন...

এটা করা থাকলে দেশের বিভিন্ন শহরেই বিভিন্ন কল কারখানা হইতো যাতে মানুষ শহরেই কাজ করতো বেকার থাকতো না।

দেশে একটা ৪ লেনের হাইওয়ে নাই... :( পদ্মাসেতুর মতন আরো বড় বড় কয়েকটা সেতু দরকার যাতে ট্রাকে পন্য পরিবহনে সময় কম লাগে এবং খরচ কমে... তবেই ঢাকা ছাড়া বিভিন্ন শহরে কল কারখানা হবে চাকূরি বারবে.... মানুষ ঢাকায় বাসে করে যাবে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আরেকটা পদ্মাসেতু করতে হলে নিজ টাকায় করতে পারবে; ১ম টা হোক, তখন ট্রাফিক বুঝে আরেকটা করা যাবে; এখনো সরকার তরুণদের জন্য চাকুরী সৃষ্টির চেষ্টা করেনি ৪৭ বছর; গরীবদের পড়ানোর জন্য টাকা ব্যয় করেনি।

উৎপাদন না থাকলে চাকুরী হয় না; ৫/১০ বিলিয়ন ডলার দিয়ে কেহ সেতু বানায় না একটার পর একটা।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

আবু তালেব শেখ বলেছেন: আপনার ধারনা ভুল। দক্ষিণ অংশের সাথে রাজধানীর সহজ যোগাযোগ অতি আবশ্যক। দুইটা সমুদ্র বন্দর, সুন্দরবন,রামপাল বিদ্যুৎ, ফয়লা বিমানবন্দর,বরিশাল শহর,খুলনা যশোহর, মৎস শীল্প, ,,,,, খুলনা যশোর থেকে মাছ তরকারি না গেলে ঢাকার অবস্হা কি হবে? বেনাপোল বর্ডারের সাথে ইন্ডিয়ার সাথে আমদানি, রফতানি জানা আছে তো?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


এখন কিভাবে চলছে, এখন তো প্রথম সেতুও হয়নি! ১ম সেতু হয়ে গেলে বুঝা যাবে আরেকটার দরকার আছে কিনা? ১মটাতে রেল লাইনও থাকছে।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১

আবু তালেব শেখ বলেছেন: আপনি মাওয়া ফেরিপারারের দুর্ভোগে পড়েননি মনে হয়। শেখ সাহেবের মাজার এসে নেতাকর্মিরা ভালো করেই বুঝে গেছে ফেরি পারাপার কত কষ্টের।
গোপালগঞ্জ কালে কালে ঢাকার থেকেও বেশি মানসম্মত শহর হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


গোপালগন্জের ভিক্ষুক সারা দেশে যেতে পারবে।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১

আবু তালেব শেখ বলেছেন: আপনি দক্ষিণ অংশের বর্তমান উন্নয়ন জীবনযাপন সম্পর্কে অবগত নন। কৃষি, মৎস, গার্মেন্টস, ফ্যাক্টরি, বড় বড় প্রকল্প যেখানে ঢাকা থেকে লোক এসে চাকরি করছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না, বর্তমানে ২টি সেতুর দরকার আছে; আপনি রেল লাইন হিসেবে নিচ্ছেন না?

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এত উত্তর লিখতে গিয়ে আপনার মাথা বিগড়েছে।।

আপনার কী মনে হয়? ব্লগে শুধু আপনিই সিনিয়র? বুদ্ধিমান ? হাতির মত মগজওয়ালা ?

আর বাঁকি সব প্রশ্ন ফাঁসের জেনারেশন? মগজহীন ডোডো পাখি?? যদি তাই হয়, তবে তা সৃষ্টির জন্য আপনারা দায়ি। আপনাদের নিয়োগকৃত দায়িত্তহীন কর্মকতা দায়ি।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, দেশ সম্পর্কে অনেকের মুল ধারনা সঠিক নহে।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

আবু তালেব শেখ বলেছেন: রেলরাইন বড় বিষয় নয়। ঢাকা থেকে শ্রমিক এনে কাজ করানোর মত অবস্হানে দক্ষিন অংশ। খুলনা,যশোর, বাগেরহাট,বরিশালের বর্তমান সময় জানুন ভালো করে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


ঐসব এলাকা থেকে কি যাবে দেশের বিভিন্ন অংশে; আর কি আসবে অন্য এলাকা থেকে?

প্রতিদিন কি পরিমান মানুষ ও কত হাজার টন মালামাল আসার সম্ভাবনা তা হিসেব করলে বুঝা যাবে।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: একটি জনকল্যাণমমুলক রাষ্ট্রের অনেক কর্মসূচীর মধ্যে অন্যতম দুটি লক্ষ হল কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি।একটি বরং অপরটির পরিপূরক কিন্তু যেকোন একটিকে বাদ দিয়ে নয়।
ভাইজান,আমার কথায় আঘাত পেলে ক্ষমা প্রার্থী। শুভেচ্চা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের শহরের ভেতরে যোগাযোগ ব্যবস্হা জাতীকে পংগু করে দিয়েছে; কিন্তু পদ্মার এপার ওপারের জন্য যেই সেতুটি হচ্ছে, সেটাতে কাজ চলে যাবার কথা; এখন জরুরী হলো চাকুরী সৃষ্টি, মানুষ পাগলের মতো সব ফেলে চাকুরীর জন্য বিদেশে পালাচ্ছে

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সবকিছুই সম্ভব নতুবা হ য ব র ল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালী চরিত্র স্হিতিশীলতার বিপক্ষে

১৮| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:০৩

জোকস বলেছেন: মাননীয়া ব্রীজ সাহেব- আমার একটি স্পিকার চাই! থুক্কু সেতু চাই। দিতীয় সেতু হোক আর না হোক, আমাদের পাড়ায় খালের উপর বাঁশের শাকোটি (সেতু) নরবরে। আমি যে কোন সময় পরে যেতে পারি, তাই আমাকে বাশ দেয়া হোক।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


চীনারা সেতু করছে, সেটা দেখে শিখুন; বুয়েট শেষ করে কতদিন এডমিনিষ্ট্রেশনে কাজ করবেন? কতদিন বিসিএস দিয়ে ম্যাঁপ্যাঁও ব্যুরোক্রেট হবেন

১৯| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:১৮

জোকস বলেছেন: চীনারা অসত

০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


সেই গুনের জন্যই ওদেরকে আনা হয়েছে।

২০| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:৫৬

আবু তালেব শেখ বলেছেন: চীনারা অসৎ তাহলে ইন্ডিয়ার দাদাগোরে ডাকুক। বাংগালীদের তো মুরদ নেই কি আর করা।

০১ লা মার্চ, ২০১৮ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা অবশ্যই করতে পারতো; বিদেশী ও স্বদেশী ইন্জিনিয়ার নিয়ে কন্ষোর্টিয়াম করে, ফাইলিং , ফ্রেমিং, এগুলো কন্ত্রাক্টে বিদেশীরা করে দিতো; খরচ পড়তি ২.৫ বিলিয়ন ডলার।

২১| ০১ লা মার্চ, ২০১৮ রাত ২:৪৭

ইলি বলেছেন: সেতুর দরকার নাই, চাকুরি দরকার। একাটা হোক জদি লাগে পরে অন্যটা হবে,বেকার সমস্যা সমাধান দরকার।

০১ লা মার্চ, ২০১৮ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


কমনসেন্স

২২| ০১ লা মার্চ, ২০১৮ ভোর ৪:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পোস্টে এত পরে এসেও দেখছি কোন লাইক নাই! সবাই তাহলে ব্রীজ, ফ্লাইওভার দেখতে চায়! আসলে আমরা মনে হয় ধরেই নিয়েছি চাকুরি না পেলে বিদেশ চলে যাব। আর পেলেও কোন রকমে যুদ্ধ করে বেঁচে থাকব। নাহলে প্রতি বছর এত বেকার বের হচ্ছে তা নিয়ে কোন পাইলট প্ল্যান তো চোখে পড়ে না। যদিও মন্ত্রীরা মাঝে মাঝে পদ্মার ওপারকে , পূর্বাচলকে সিঙ্গাপুরের মত বানাবেন, কয় লাখের চাকুরি হবে বলে বেড়ান। কিন্তু বাস্তবতা আপনি যা বলেছেন তাই। আগে প্রথমটা হোক। এখনও স্প্যান বসেছে মাত্র ২ টা। হাতে আছে ১০ মাস। দেখি...

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, পদ্মাসেতুর "জেনারেল কন্ট্রাক্টর" হচ্ছে সরকারের কয়েকজন লোক, চীন সাব-কন্ট্রাক্টর; বাবাজীরা আনন্দ পেয়েছেন; এখন নদী খুঁজছে নতুন ব্রীজ বানাতে।

চাকুরীর দরকার; ১০ বিলিয়ন ২ বছরে খরচ করলে ১০ লাখের চাকুরী হবে।

২৩| ০১ লা মার্চ, ২০১৮ ভোর ৫:০০

কাছের-মানুষ বলেছেন: খবরের সত্যতা জানি না! নির্ভর‍্যোগ্য কোন সংবাদ মাধম্যে চোখে পড়ে নাই ২য় সেতুর কথা এখনো!

প্রথম সেতুর কাজ না করেই ২য় সেতুতে হাত দেয়াটা বিস্ময়ের কথা! ২য় সেতু থেকেও দেশে গুরুত্বপূর্ন্য অনেক কিছু রয়েছে। ঢাকায় একটা পর একটা ফ্লাই ওভার, ম্লাই-ওভার, ২য় সেতু দিয়ে কিছুই হবে না! প্রচুর ছেলে মেয়ে বেকার দেশে, কাজের পরিবেশ ভাল না, চাকরির অপ্রতুলতার জন্য নামে মাত্র বেতনে প্রাইভেট কোম্পানিগুলো গ্রাজুয়েট ছেলেমেয়েদের খাটাচ্ছে! অনেক স্বপ্ন নিয়ে পড়াশুনা করে অনেকেই বেকার থাকছে, তাছাড়া প্রাইভেট কোম্পানি এএসসি পাশদের আগে যেই বেতন দিত এই সুযোগে সেই বেতনে কিছু গ্রাজুয়েটদের রিক্রুটিং করছে!

দেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু কোনটাতেই রিসার্চ হয় না, বিশ্ববিদ্যালয়গুলো খাটি কর্মি বানাচ্ছে কোন গবেষক বা উদ্যোক্তা বানাতে পারছে না। এই সেক্টরগুলোতে কেউ নজর দিচ্ছে না কেউ!!

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


এডিবি'র চেয়ারম্যান এসেছিল বাংলাদেশে, এখনো আছে মনে হয়; ঋণ দিতে চাচ্ছে; বাংলাদেশে সরকারের কোন প্ল্যান নেই; তাই, সেতু নিয়ে লেগে গেছে।

সেতু যেটা হচ্ছে, এটা হওয়ার পর বুঝা যাবে কি অবস্হা।

প্রথমে দরকার ৩/৪ বছর অনবরত ছোট টেকনোলোজিক্যাল কল-কারখানা করে গ্রেজুয়েটদের চাকুরী দেয়া; রাজনীতিবিদদের ছেলেমেয়েরা হয় চাকুরী করে না, বা ব্যবসা করে, না হয় বিদেশে চলে যায়; ফলে, তারা চাকুরীর কথা ভাবে না।

২৪| ০১ লা মার্চ, ২০১৮ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশে মানুষ পাঠান কামলা দিতে। এটা কোন উন্নয়ন নয়। দেশের মানুষ দেশের কারখানায় কাজ করবে।
মধ্যপ্রাচ্য আর মালয়েশিয়াতে লোক না পাঠিয়ে দেশে কলকারখানা করুন। মানুষ কাজ করুন। পারিবারিক জীবন লাভ করুন। বিদেশের শ্রমিকরা মানব্তের জীবন যাপন করে। যেটা সভ্যতার পর্যায়ে পড়ে না।

একটা পদ্মা সেতুই কি যথেষ্ট নয়?

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


১টা সেতু যথেষ্ঠ হওয়ার কথা।

আমাদের মানুষ অন্যদের দেশ গড়ছে; এদিকে পারিবারিক জীবন থেকে বন্চিত হচ্ছে; পুরো সরকারের ভেতর একটাও পুর্নাংগ মানুষ নেই, মনে হয়।

২৫| ০১ লা মার্চ, ২০১৮ ভোর ৬:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
পাটুরিয়া-দৌলতদিয়া অংশে দ্বিতীয় পদ্মা সেতু ও পৃথক রেল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
ফিজিবিলিটি স্ট্যাডির কাজও শুরু হয়েছে। বিশ্বব্যাঙ্ক, জাইকা এডিবি ঋণ সহায়তাও হবে।

যমুনা সেতু প্রস্তাবনা থেকে চালু হতে তিন দশকের বেশি সময় লেগেছিল।
পদ্মা সেতু মাত্র ৮ বছরেই চালু হতো যদি হিলারি/ইউনুস বিম্পি-জামাটের ফরমায়েশে শয়তানি না করত!!

সরকার উন্নয়ন করে না। বরং, উন্নয়নের জন্য পথ প্রশস্ত করে। সরকারের কাজ হলো বড় অবকাঠামো নির্মাণ করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুত এবং জ্বালানির নিশ্চয়তার মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ করে দেওয়া।
দেশে চাকুরি নেই বললে ভুল হবে।
বিশ্বব্যাঙ্কের হিসেবেই দেখেছিলাম ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে বছরে ১৫ লাখ কর্মসংস্থান হচ্ছে। (যদিও কমবেতনে নিম্ন চাকুরি)

সেতু আরো লাগবে
আগামি ১০ বছরে
আরো ১০০ টি অর্থনৈতিক অঞ্চল (EPZ)
১ নং পদ্মা সেতু - আর ৩ বছর
বঙ্গবন্ধু স্যাটেলাইট - এ বছরই
জাতীয় গ্রীডে বর্তমান ১৭ হাজার মেগার সাথে আরো ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ,
এলএনজি টার্মিনাল,
ঢাকা ভিত্তিক মেট্ররেল - আগামি বছরই
নেশানওয়াইড ডাবল সার্কিট ব্রডগেজ রেলওয়ে
সকল আন্ত-জেলা সড়ক সংযোগ ৪ লেন
তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি আয় পোষাক খাতকে অতিক্রম।

কোন মহল কোন দল থেকে কেউ সাহায্য করছে না, বাধার পর বাধা দিচ্ছে।

এরপরও শেখ হাসিনা পাহাড় ঠেলে চেষ্টা করে যাচ্ছে ...

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামীদের সাপোর্ট করলে বুদ্ধি কমে যায়; কিংবা বুদ্ধির ঘাটতি থাকলে উহা আওয়ামী লীগকে সাপোর্ট করতে থাকে।

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এসেছিলেন বাবার, ও পরিবারের হয়ে বিচার করতে, সেটার দরকারও ছিলো; সেটা করতে গিয়ে ৩৭ বছর কাটায়ে দিয়েছেন; বাকী যা হচ্ছে, ওগুলো বাই-প্রোডাক্ট

২৬| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৭:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
শেখ হাসিনা এসেছিলেন বাবার, ও পরিবারের হত্যার বিচার করতে? ৩৭ বছর না মাত্র ৮ বৎসর লাগছে

আর দাড়ীওয়ালা ৫ শয়তানরে যে ঝুলাইলো, সেটা নজরে পড়লোনা?

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা রাজাকারদের বিচারও করেছেন; কিন্তু মুল বিষয় ছিল, দেশ; দেশের কি অবস্হা এখন বলা মুশকিল।

২৭| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৭:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

দেশের জনগনের সার্বিক কল্যানের কথা এখন অার কেও ভাবে না।

চাকরি চাই। চাকরির সুযোগ সৃষ্টি করা হোক।

বেশি কিছু নয়। ডালভাতের ব্যবস্থা করা হোক।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি, এরশাদ ও আওয়ামী লীগ মিলে যে ধরণের ক্যাপিটেলিজম গড়ে তুলেছে, ওরা নিজেরাও আর এই দেশকে সঠিকভাবে চালনা করতে পারবে না; তাই, সবকিছুতে জোড়াতালি দিচ্ছে।

ওরা মুল সমস্যা, চাকুরী, শিক্ষা, চিকিৎসা, বাসস্হান কোনটার সঠিক পরিকল্পনা করার অবস্হানে নেই।

২৮| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:০২

অক্পটে বলেছেন: "আর দাড়ীওয়ালা ৫ শয়তানরে যে ঝুলাইলো, সেটা নজরে পড়লোনা?" এই ৫ শয়তানেরে ঝুলাইছে তো রাজনৈতিক ফায়দার জন্য। সুবিচারতো হয়নি। যদি সুবিচার হতো তাহলে হাসিনার কাপড়ের তলায় যেসব রাজাকার আছে সেগুলোরও বিচার হতো।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



এই ব্যাপারে কিছু ঐতিহাসিক ঘটনা আছে, যা নিয়ে জাতি বিভক্ত

২৯| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:১২

অক্পটে বলেছেন: চাঁদগাজী স্যার সত্য বিশ্লেষণ করেছেন। এই দেশে এখন চাকুরীর পথ সৃষ্টি করতে হবে। বেকারদের যদি কাজের আওতায় আনা যায় সেদিন থেকেই আমাদের সত্যিকারের অগ্রযাত্রা শুরু হবে।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



বেকার সমস্যা যে, সবচেয়ে বড় সমস্যা, সেটা সরকারের লকেরা বুঝতে পারছে না; কিংবা তারা এটার সমাধান করার দিকে যাচ্ছে না।

৩০| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩

ধ্রুবক আলো বলেছেন: সরকার দরকারের কাজের চেয়ে অপ্রয়োজনীয় কাজ বেশি করছে। ঋণ নিয়ে সেতু করতে পারলেই তো সেখানে দুর্নীতি করার একটা বড় বিরাট সুযোগ হয়ে যায়। তাদের ভালো ইনকাম থাকে। সেইজন্য পদ্মা সেতু আর ফ্লাইওভার করার জন্য ধান্দা করে।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


প্রথম পদ্মাসেতু শেষ না হতে, ২য় পদ্মাসেতুর কথা বলা অন্যায়।

৩১| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫

ধ্রুবক আলো বলেছেন: দুর্নীতির নমুনা, পড়ুন কি অবস্থা একটু দেখুন X((

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


এরা মানুষের টাকাকে নিজের পকেটে নিয়ে যাচ্ছে; মানুষের জন্য থাকছে শুধু বিদেশ যাওয়া

৩২| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: বেশ যুক্তি সংগত কথা । দেশে নতুন নতুন সেতুর প্রয়োজন আছে তবে এই মহুর্তে এত বিশাল অংকের অর্থ বিনিয়োগে সেতু করতে হলে এর জন্য যে পরিমান জনমত ও আর্থ কারিগরী সমীক্ষার প্রয়োজন তা কি হয়েছে কিনা বিশদভাবে তা আগে জনগনকে জানানো প্রয়োজন । বৈদেশিক ঋণের অর্থায়নে এমন বড় মাপের একটি প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নের পুর্বে একটি পুর্ণাঙ্গ কনসেপট পেপার প্রনয়ন করে দেশব্যপী ব্যপক জনগনের সাথে কনসালটেশনের প্রয়োজন ।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


প্রথম সেতক্সু হোক, দেখা যাক, পদ্মার এপার ও ওপারের মাঝে ট্রাফিকের কি অবস্হা হয়: কি পরিমাণ মানুষ ও মালামাল আসা-যাওয়া করে প্রতি ২৪ ঘন্টায়, সেটা দেখে ব্যবস্হা নেয়া যাবে। এখন জরুরী হচ্ছে চাকুরী।

৩৩| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:১৮

খাঁজা বাবা বলেছেন: সরকারী সকল অফিসের শাখা বিভাগ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং সেখানে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিতে হবে। যদিও তাতে ঘুসের ভাগিদার বাড়বে তথাপি লোকজনের ভোগান্তি কমবে, স্থানীয় পর্যায়ে উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, ব্যবসা বানিজ্য স্থানিয় ভাবে প্রসারিত হবে, ঢাকা মুখি চাপ কমবে।
এখন আমাদের আমলা নামে কামলারা সব সচিবালয়ে আটকে রাখছেন। সব তারাই খাবেন। তাতে দেশের জা হয়।

এরপর আমাদের শিক্ষা কর্মমূখি করতে হবে এবং গ্রাজুয়েটদের সহজ শর্তে লোন দিতে হবে। যাতে তারা পাশ করার পর নিজেরা কিছু করতে পারে। অভিজ্ঞতার অংশটা যাতে পরাশুনার মধ্যে এ শেষ হয়ে যায়। তবে উদ্যোক্তাদের সাহস বাড়বে।

সরকারীভাবে মটিভেষন দেয়া যেতে পারে। কি কাজ করবে কি উৎপাদন করবে তার গাইডলাইন দিতে পারে।
সরকার সরকারী বা বেসরকারী ভাবে ছোট উদ্যোক্তা দের পন্য ক্রয়ের জন্য এজেন্সি চালু করতে পারে যারা পন্য কিনে বাজারজাত করবে বা রপ্তানি করবে।

২৬ লাখ বেকার পরিকল্পনা মাফিক কাজ করলে ৬ মাসে কাজে লাগান যায়।

আমাদের পরাশুনা কেতাবী, কর্মমূখী প্রায়োগিক না।
চায়নার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রা আমাদের বুয়েটের বি এস সি ইঞ্জিনিয়ারদের শিখায়।
আমাদের ইঞ্জিনিয়ার রা টেক প্রডাক্ট বেঁচে বেড়ায়, বানায় না।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



পরালেখা, প্রতি বছরের গ্রেজুয়েট সংখ্যা, প্রতি বছর সৃষ্ট চাকুরীর জন্য কোন প্ল্যান নেই, সমন্ময় নেই; চাকুরী নিয়ে সরকার কোনদিন কথাও বলে না।

ইঞ্জিনিয়াররা অফিসার ও এডমিনিষ্ট্রেটর, ওরা উৎপাদনে নেই; এসব সমস্যা সমাধানের কথা সরকার বলছে না; চীনকে পেয়েছে, যাও সেতু বানাও

৩৪| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: সরকার বেকারদের নিয়ে ভাবে বলে তো মনে হয় না।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


এখন পার্লামেন্টের অধিবেশন চলছে, ওখানে পুরো আলোচনার বিষয় বিএনপি ও বেগম জিয়া; অন্য কিছু সেখানে আসে না।

৩৫| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: যোগাযোগ ব্যবস্থার উন্নতির দরকার আছে। আবার বেকারের সংখ্যা অত্যাধিক বেড়েছে।

সরকার একা সবার চাকরির ব্যবস্থা করতে পারবে না। যারা দেশ বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছে, সেই টাকা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। সেই সব প্রতিষ্ঠানে বেকাররা চাকরি করবে।

দুর্নীতি করা টাকা গুলো উদ্দার করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


দুর্নীতির টাকা উদ্ধার সম্ভব নয়, যারা দুর্নীতি করছে, ওরা সরকারের ভিতরে আছে।

যোগাযোগের দরকার, বিনা প্ল্যানে গাড়ী কিনে ঢাকা শহরকে জ্যাম করে ফেলেছে; কিন্তু ১ম সেতু না হওয়া অবধি আরেক সেতুর জন্য কয়েক বিলিয়ন ঋণ নেয়া ঠিক হবে না; ঋণের টাকা উৎপাদনমুখী হওয়া দরকার; কারণ, উহার উপর সুদ দিটে হবে, টাকা থেকে আয় হতে হবে।

৩৬| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: (আওয়ামীদের সাপোর্ট করলে বুদ্ধি কমে যায়; কিংবা বুদ্ধির ঘাটতি থাকলে উহা আওয়ামী লীগকে সাপোর্ট করতে থাকে।)

গাজী! আপনার একি হতাশাজনক মন্তব্য???

দল পরিবর্তন করলেন নাকি?? চোর-ডাকাতদের দলে / না জল্লাদের দলে ভীড়লেন? নাকি এই বয়সে নিজেই কোন দল করার কথা ভাবছেন??

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আওয়ামী লীগের দিকে তাকালে কি মনে হয়, ড: হাছান, হানিফ, মায়া, শামীম ওসমানরা কি করে বেড়াচ্ছে? এদের বুদ্ধি আছে বলে মনে হয় না।

৩৭| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাহলে দেশের মানুষ? তরুন প্রজন্ম? এরা কী করবে? (অফটপিক)

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষকে রাজনীতিতে অংশ নিতে হবে, নিজেদের দল গঠন করতে হবে; বিএনপি বেআইনীভাবে গঠিত হয়েছিল, ওরা রাজনীতি করে না; আওয়ামী লীগ দেশের মানুষের স্বপ্নকে ও আশাকে বুঝে না; ওরা মনে করে যে, দেশ ওদের।

তরুণদের পড়ালেখা করে, কাজ করার সময় মনে রাখতে হবে যে, তাদের কাজ থেকে যেন পুরো জাতি উপকৃত হয়।

৩৮| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৪২

তারেক ফাহিম বলেছেন: গ্র্যাজুয়েটধারী অনেকেই বলে মাধ্যমিক পর্যায়ে গিয়ে কেন অন্য কোন কর্মে শিখি নাই :((

আমাদের পাড়ায় প্রায় ২০১৩-২০১৮ সাল পর্যন্ত গ্র্যাজুয়েটধারী হয়েছে প্রায় ৬০০ জন। তাদের মাঝে বেশিরভাগ টিউশনি করায়, কেউ কেউ বিভিন্ন এনজিও সংস্থাসহ মার্কেটে এসআর-এর কাজে নিযুক্ত হয়েছে। প্রত্যেখ সার্কুলারের আলোকে আবেদন করছে, আবেদন ফি সহ নিজ জেলার বাহিরে পরীক্ষা দিতে গিয়ে হিমসিম খাচ্ছে। পরীক্ষার হলের তাণ্ডব দেখে অনেকে অাবেদন করবে না বলে প্রতিজ্ঞা করছে।
আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষন করছি। সরকার বেকারদের দৃষ্টি দেওয়া উচিত।

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এটাসেটা করে ৩৭ বছর কাটায়েছেন, এখন দরকার প্ল্যান মাফিক চাকুরী সৃষ্টি করা; না হয়, উনার ভয়ংকর বদনাম হবে।

৩৯| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৫০

*** হিমুরাইজ *** বলেছেন: সরকার কাজের চেয়ে অকাজই বেশি করে তাহলে দেশে বেকার সমস্যা দূর হয় কি ভাবে।

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:


বর্তমান সরকার মনে করে, দেশ তাদের জমিদারী; ওরা ওখানে বসে ব্যবসা করছে।

৪০| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

রানার ব্লগ বলেছেন: সরকারি চাকরির বয়স সিমা বাড়াতে হবে, নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ এর ব্যাবস্থা করতে হবে, চাকুরীর আবেদন করতে আবেদন ফি নামক যন্ত্রনা থেকে মুক্ত করতে হবে, রাষ্ট্রীয় অফিসগুল বিকেন্দ্রীকরণ করতে হবে।

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

চাঁদগাজী বলেছেন:


যারা উদ্যোক্তা হওয়ার নামে ব্যাংক ডাকাতি করেছে ওদের সংখ্যা ২ লাখ।

এখন দরকার, সরকারী তত্বাবধানে প্ল্যান মাফিক বিনিয়োগ ও সেটাকে কর্মচারীদের কাছে হস্তান্তর।

৪১| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

রায়হান চৌঃ বলেছেন: সরকার বলেন : আপনাদের চাকুরি করার দরকার নাই, ঐ কাজের জন্য ভারতীয় রা পারফেক্ট।
আপনারা বসে ফ্যন্সিডিল খান, ভারতীয় অর্থনীতি মজবুত করুন :), আপনারা বসে বসে ইয়াবা খান, মায়নারের থাপ্পড় নিষ্চিৎ করুন।

আশ্চার্য হওয়ার কিছু নেই- একজন ডাক্তার যখন রিক্সাওয়ালা দ্বারা ধর্ষিত হয়, একজন মা যখন ছেলের সামনে ধর্ষিত হয় তবে নিষ্চিৎ একদিন মন্ত্রীরা ও বাদ যাবে না।

আসুন... নিষ্চিন্তে জয় বাংলার গুন-গান করি

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল অবধি দেশের সম্পদকে কাজে লাগানি হয়নি, বড় কোন ভাবনা ছিলো না জাতির জন্য।

১৯৭৫ সালের পর থেকে দেশকে ভুল পথে নিয়ে গেছে; সেটাই আজকের বাংলাদেশ।

৪২| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৩৭ মন্তব্যে প্রতিউত্তর:

দেশ আগাতে হলে সুস্থ রাজনীতির দরকার। সেই পরিবেশ আপনারা তৈরী করতে পারতেন? করেন নি। বিদেশে বসে হাওয়া খাচ্ছেন, আর কি-বোর্ডে যুদ্ধ করছেন (লিখছেন)।

এদিকে দেশের মানুষ?
কেউ ব্যস্ত লুটপাটে, কেউ ব্যস্ত টকশোতে(আমি সহ), কেউ ব্যস্ত নিজের আখের গোছাতে, আর বাকিরা হতাশ।।

তাহলে কাজের কাজ করবে কে??
আমি, ডোডো পাখি??

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



বিবিধ কারণে মানুষকে বিদেশে যেতে হয়েছে; ১৯৭৫ সালের পর থেকে বাংগালীদেরকে বিদেশে যেতে হয়েছে চাকুরী করার জন্য; কারণ দেশে চাকুরী সৃষ্টি হয়নি।

স্বাধীনতার পর, কারো হাতে ক্যাপিটেল ছিলো না, ক্যাপিটেল ছিলো শুধু সরকারের হাতে, তাদের মাথা ছিলো না।

আজকে ১ কোটী ১০ লাখ বাংগালী বিদেশে আছে।

৪৩| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কষ্ট পেলে, মাফ করবেন শ্রদ্ধেয়। কথাগুলো ক্ষোভ বলা!!

আপনি বাইরে থেকেও, দেশ নিয়ে যা ভাবেন। আমাদের আমলা /মন্ত্রীরা যদি তার অর্ধেকও ভাবতো???

তাহলে,
আপনাকে এ নিয়ে লিখতেও হতো না। আর আমরাও কোন মন্তব্য করতাম না।।

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সাল থেকে আজ অবধি, বাংলাদেশের কোন সরকার বলেনি যে, তারা চাকুরী সৃষ্টি করবে; এবং তারা কোনদিন প্ল্যান মাফিক চাকুরী সৃষ্টি করেনি; মানুষকে বাধ্য হয়ে বিদেশে যেতে হয়েছে।

৪৪| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো, যৌক্তিক পোষ্ট। সহমত

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মানুষের কথা এখনও ভাবছেন না, এখনও বিএনপি ও বেগম জিয়াকে নিয়ে আছেন।

৪৫| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: আমার বাড়ি মানিকগঞ্জ। আমি জানি পাটুরিয়া ঘাটের অবস্থা। সেতু না করে বরং নদী খনন করা খুবই জরুরি। পলি মাটি সরানো উচিৎ। এটা করলে সারাবছর চলাচলের উপযোগী হতো নদীর এই অংশটা। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয় কিংবা এর অধিদপ্তরগুলির উচিৎ শীতের সময় যেন সারারাত ফেরি চলে এমন ব্যবস্থা করা। ২য় পদ্মাসেতুর কোন প্রয়োজন এই মুহূর্তে দেখি না।
আর চাকুরী খাত সৃষ্টির কথা বলতে গেলে বলব, সারাদেশের প্রায় সব ক'টা গ্রামে উন্নয়ন নাই কোন। শুধু মাত্র স্বাস্থ্য সেক্টর যদি দেখি, সেক্ষেত্রে একটা উদাহরণ দেয়া যায়। সরকার কমিউনিটি ক্লিনিক নামে একটা ক্লিনিক চালু করেছে। আমি আমার গ্রামে দেখেছি, মাত্র ২রুমের একটা বাড়িতে করা হয়, সারাবছর বন্ধ থাকে। কোন লোকবল নাই। গ্রামে গিয়ে একবার জিজ্ঞেস করেছি এর কথা, কেউ বলতেও পারে নাই এখানে কাজ কেমন হয়। সরকার জায়গায় জায়গায় এমন ছোট ক্লিনিক না করে, নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য ক্লিনিক তৈরি করুক, যেখানে আরো বেশি মানুষ চিকিৎসা পাবে। সেই সাথে অনেক অনেক মানুষও এখানে চাকরি করতে পারবে। আমার বাবা একটা সরকারি মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক। তার মুখেই শোনা, সদর হাসপাতাল, মানে সদর হেলথ কমপ্লেক্সে সবই আছে। কোন যন্ত্রপাতির কমতি নাই। অথচ সেগুলো অপারেট করার মানুষ নাই। কোন ট্রেনিং নাই। সারাবছর মানুষ গালি দিয়ে যায় ডাক্তারদের। অথচ এই যে কর্মচারীর অভাব, এটা তো তাদের সৃষ্টি না। এখানে অবশ্যই সরকারের উদাসীনতা আছে। অথচ প্রতিনিয়ত এসব খাতের জন্য অজস্র টাকা ব্যয় হচ্ছে

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট একটা কাশি দিলে যায় সিংগাপুর আর জার্মানী; উনি বাংলাদেশের চিকিৎসাকে বিশ্বাস করেন না; বাংলাদেশের চিকিৎসা মানুষের জন্য, উনাদের জন্য বিদেশ।

৪৬| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: যে টাকা ঋণ নিয়ে সরকার এই ২য় পদ্মাসেতু তৈরি করার চিন্তা করেছে, তারচেয়ে অনেক অনেক কম টাকায় নদী খনন সহ সবসময় ফেরি চলাচলের ব্যবস্থা করতে পারেন। উপরন্তু সেভাবেও যদি দেখি, যে টাকা ব্যয় না হবে, সেই টাকা দিয়েও হাজার হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সেক্টরে কাজে লাগানো যায়। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের মানবসম্পদ। এটাই আমরা বারবার ভুলে যাই

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


মানবকে যদি সম্পদ মনে করতো সরকারের কোন লোক, তা'হলে তাকে পড়াচ্ছে না কেন? স্বাধীনতার ৪৭ বছর পর, শতকরা ৪০ জন পড়তে ও লিখতে পারে না।

মানবকে এরা বাজার মনে করে, পণ্য মনে করে।

৪৭| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উপজেলা ভিত্তিক কর্মসংস্খান সৃষ্টি করতে হবে। আমি আমার নিজের দোহার উপজেলায় থেকে যদি একটি কারখানায় কাজ করে মাসে ১৫ হাজার টাকা বেতন পাই তাহলে আমি নিতান্ত প্রয়োজনের দায়ে না পড়লে ঢাকা শহরে যাবো না। আমি আমার নিজের ঘরের খেয়েই কারখানায় কাজ করতে পারবো। আমার পারিবারিক জীবন থাকবে। পরিবারের সবাই আনন্দের সাথে বসবাস করবো। আমি বিদেশের কারখানায় কাজ করে মাসে ১৫০০ রিঙ্গিত বেতন পেতে চাই না। আমাকে ভিসা ফি, লেভি, পুলিশের বখরা/নজরানা এই সব দিতে হয় । আমার গ্রামের কারখানায় কাজ করলে আমার খেতে সামান্য হলেও চাষবাস করতে পারব। আমি আমার নিজের মতো করে বাঁচতে পারবো। আমি শহুরে জীবন চাই না। শহরের সব সুবিধা এখন গ্রামেও পাওয়া যাচ্ছে।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সাল থেকে শুরু করে, সরকারের কোন লিলিপুটিয়ান আজ অবধি, এটুকু ভেবে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেনি ; আমাদের সম্পদ আছে, মানুষ আছে, সবই আছে

৪৮| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, শহরের সব সুবিধা গ্রামেই পাওয়া যায় না। আমার গ্রামে একটা হাইস্কুল এখনো নাই। পাশের এলাকায় পড়তে যেতে হয়। একটা হাসপাতাল নাই। পাকা রাস্তাও পর্যন্ত নাই। বলেন তাহলে, একজন ডাক্তার কেন গ্রামে কাজ করবে? একজন শিক্ষক যখন প্রথম সহকারী টিচার হিসাবে যোগ দিবে স্কুলে, তার বেতন কত বলেন? সেই টাকায় সে চলতে পারবে? পারবে না। সে গ্রামে বাড়তি টাকাও ইনকাম করতে পারছে না। তাহলে কেন সে গ্রামে থাকতে চাইবে? তাকে যদি সত্যিকার মর্যাদা দেয়া হত, সেই সম্মানি দেয়া হত, সে থাকতো। সেটা তো দেয়া হয় না। নেহায়েত শখ করে, বা সত্যিকারে জ্ঞানদানের উদ্দেশ্য ছাড়া থাকতে চাইবেই না সে।
একজন ডাক্তার যে গ্রামে চিকিৎসা দিবে, যখন ইমার্জেন্সি প্রয়োজন হয় রোগি ট্রান্সফারের, কিভাবে করবে সেটা? রাস্তার অবস্থা খুবই খারাপ। আমার নিজের চাচাত বোনকে অসুস্থ অবস্থায় গ্রাম থেকে আনার পথে মারা গেছেন। হয়ত মারা যেতেন, কিন্তু আরো পরে। কিন্তু রাস্তা এত খারাপ, তাতে সে আরো অসুস্থ হয়ে গেছে।
দেখেন, এখানেও সেই চাকুরীর ব্যাপারটা পরোক্ষ ফুটে উঠছে। যদি গ্রামে একটা ভাল বড়ো হাসপাতাল থাকতো, সেখানে, সব বাদ দিলেও অসংখ্য আয়া কাজ করতে পারতো। একটা স্কুলে কলেজে বেশ কয়েকজন কর্মচারী দরকার, সেটাও।
সুতরাং, সত্যিকার অর্থেই গ্রামে তেমন কাজের সুযোগ নাই। কাজের সুযোগ নাই বলেই ভাল জীবনযাপন করতে পারছে না। একজন বেকারকে চলে আসতে হচ্ছে শহরেই। কিন্তু শহরে এসেও সে আরো বেশি করে বেকারত্বের অভিশাপ বুঝতে পারছে। অর্থাৎ বেকারত্বের জন্যই দৈনন্দিন সুযোগ সুবিধা থাকার পরেও সেটা থেকে সে বঞ্চিত

৪৯| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: চাঁদগাজি ভাই, আমি আপনার সাথে একমত

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজে বর্তমান বিশ্বকে কম বুঝেন; আমেরিকা ও ইউরোপ প্রতিদন সকালে "বেকারত্বের হার" মাপে, এটাই সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়; তিনি দুনিয়ার পিগমীদের উনার অধীনে কাজ দিয়েছেন।

৫০| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: একটা ছেলে, যে কিনা এবছর হায়ার সেকেন্ডারি পড়ছে, ধরে নেই কাল সে হয়ত পড়বে ইউনিভারসিটি বা মেডিকেল কলেজে। কিন্তু সে যে আশা আকাঙখা নিয়ে এত কষ্ট করে মেডিকেলে পড়বে, ৬ বছর পর সে এমবিবিএস করে আদৌ ডাক্তারি পেশায় যেতে পারবে কি না সে তার গ্যারান্টি পাচ্ছে না। এমন কি, বিসিএস দিয়েও সে বেকার বসে থাকতে পারে। বলা যায় না। আমার মনে এখনই প্রশ্ন জাগে, তাহলে ছেলেটা এই ১৬- ১৮টা বছর কোন আশা নিয়ে পড়াশুনা করল?

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


সরকার জানেও না, কোন বিষয়ে কতজন পড়ালেখা শেষ করছে; এটা এত জঘন্য বয়াপার যে, যা সোমালিয়া বা আগফানিস্তানের পর্যায়ে চলে গেছে। শেখ হাসিনা পার্লেমেন্টে বিএনপি ও বেগম জিয়া নিয়ে কথা বলেছেন, সাধারণ মানুষের জন্য কিছুই বলেননি।

৫১| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: জ্বী ভাই। এই তো, আর কিছুদিন পর আফগানিস্তান সোমালিয়াকেও হয়ত ক্রস করে যাবে এই দেশ। দেশের রাজনীতি সহ সব পর্যায়েই ভয়াবহ সংকট অপেক্ষা করছে। দেশ অনেক অনেক এগিয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সবই শহরকেন্দ্রিক। অথচ এই উন্নয়ন আর কিছু বছর পর হলেও ক্ষতি হতো না যদি না গ্রামগুলো আরো উন্নত হতো। এরপর যখন গ্রাম থেকে শহর সমানভাবে উন্নত হতো, তখনই প্রকৃত উন্নয়ন হতো আরো দ্রুত

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্যাংক ডাকাতী হচ্ছে শহরে, ব্যুরোক্রট ও এমপিরা থাকে শহরে; ফালু, সলামনা রহমান, বসুন্ধরা, খুলনা পাওয়ার, আলম ব্রাদার্স, ওরিয়ন থাকে শহরে; ঢকা শহরই বাংলাদেশ। শেখ হাসিনা ঢাকা ও টুংগীপাড়া ব্যতিত বাকীটুকু দেখে না।

উন্নয়ন বলতে সালমান রহমান, বসুন্ধরা, ওরিয়নের ব্যবসা বড় হচ্ছে, রাস্তা মেরামত হচ্ছে বছরে ২ বার।

৫২| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

আবু সায়েদ বলেছেন: একমত। চকচকে ফ্লাই-ওভার, লম্বা লম্বা ব্রীজ দিয়ে জাতির খুব একটা এগোয় না। মেরুদন্ড শক্ত না হলে লাভ নাই। বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভেতরে সদরঘাট করে ওরা লাভবান, বাংগালীদেরকে আরব থেকে মালয়েশিয়ায় ক্রীতদাস হিসেবে বিক্রয় করাই হলো গত ৪৪ বছরের সবচেয়ে বড় ব্যবসা।

৫৩| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিরদাঁড়ার জায়গায় সেতু বসান হবে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


হবুরাজ্যে পরিণত করেছে দেশকে

৫৪| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৩২

প্রবাসী দেশী বলেছেন: বেকারত্বের প্রথম সমাধান হলো আমাদের দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ। যার সুফল আগামী ২০ বসর পর হলেও পাবো।
বাংলাদেশের শিক্ষা মান উন্নত করা উচিত !!! অন্তত এসএসসি পর্যন্ত। প্রাইমারি থেকে ১০ ১২ টা সাবজেক্ট না পড়িয়ে যে যেই বিষয়ে পড়তে ইচ্ছুক বা সক্ষম বা মেধা আছে তাকে সেই বিষয়ে পড়তে দেয়া।
১৬-৩৫ বেকার বা যে সব মানুষ ভুল প্রফেশন এ আছে কিংবা প্রফেশনের পরিবর্তন চায় সেই সব মানুষদের ইনস্টিটিউটে যোগদান করতে হবে বা সঠিক প্রশিক্ষণ দেওয়া (যে যার উপযুক্ত )হবে এবং কোর্সটি বর্তমান ও ভবিষ্যতের শিল্পের প্রয়োজনীয়তা অনুসারে অবশ্যই নির্বাচন হতে হবে। আগ্রহ ও মেধা অনুযায়ী কোর্সটি নিতে হবে বা দিতে হবে ।
সরকার গ্রামীণ এলাকায় কৃষিভিত্তিক (যে কোনো কৃষি বিষয়ক ) শিল্পকে উৎসাহিত ও বিকাশ করতে হবে যাতে গ্রামীন প্রার্থীরা শহুরে এলাকায় স্থানান্তরিত না হন ।
মৌলিক বেকারত্বের জন্য গ্রামীণ এলাকায় আরো কর্মসংস্থান সৃষ্টি করা উচিত।
দ্রুত শিল্পায়ন তৈরি করা উচিত। গ্রাম ও জেলা কিংবা বিভাগ (ঢাকা ব্যাতিত ) কেন্দ্রিক।
গ্রামাঞ্চলের উন্নয়ন গ্রামাঞ্চলের নাগরিকদের নগর থেকে বিভাগ বা ঢাকা স্থানান্তর বন্ধ করবে এবং এটি জেলা বা রাজধানীর চাকরির উপর আর চাপ সৃষ্টি করবে না।
সরকার আরও বিদেশী কোম্পানিগুলিকে বা কারিগরি প্রতিষ্ঠান গুলোকে তাদের ইউনিটগুলি দেশের প্রত্যেকটি জেলায় খোলার অনুমতি দেবে, যাতে আরো কর্মসংস্থানের ও শিক্ষার সুযোগ পাওয়া যায়।
গ্রাম বা জেলা ভিত্তিক ব্যবসা বা শিল্প কারখানা উদ্যোক্তা র জন্য লোন এর বেবস্থা করা (! ) তাই বলে ছাত্র লীগ বা ছাত্র দোল এর নেতাদের জন্য না। ঢাকা তে আর কোনো কারখানা বা গার্মেন্টস বা কোনো প্রকার কোনো কিছু না করতে দেয়া।


আপাতত এই গুলোই বাস্তবায়ন করুক আসা করি ২০২৯ বা ৩৯ , ৪৯ যত খুশি ক্ষমতায় থাকুক যেই থাকুক কোনো সমস্যা নাই। সেতু দরকার সেটা বড়ো কিংবা ছোট।দুর্নীতি যে কম হয় বা স্পিড মানি দিয়েও যদি দ্রুত করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।


N B .ব্লগে আসি কিন্তু আগের মতো quality মানুষদের কোয়ালিটি লেখা আর পাই না।আর আমি তো আগেও বলেছি লেখা লেখি আমার বিষয় না,এখানে আসি আপনাদের অনেকের লেখা পড়তে ও জানতে,february মাসে হিন্দি মুভি রিভিউঃ এইসব পড়তে ভালো লাগেনা।ভালো থাকবেন।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:



হয়তো লাখ লাখ মানুষ আপনার মতো ভাবছেন; কিন্তু এঁরা রাজনৈ্তিক শক্তি নন, সেটা বড় সমস্যা; ৪৭ বছর সরকারগুলো অনেকটা পিগমীদের মত দেশ চালাচ্ছে।

ঋণের টাকায় কলকারখানা (উৎপাদন মুখী) করে, চাকুরীর সৃষ্টি করার দরকার, সেতু নিজের টাকায়

৫৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে লুটপাট চলছে। আফসোস আমার ভাগেরটা এখনো পাতে পড়ছেনা।।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর কিছু ঘটবে দেশে; হঠাৎ করে মানুষের সহ্যের সীমা অতিক্রম করবে সরকার।

৫৬| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৩:৩৭

অক্পটে বলেছেন: এই সরকার যে সুযোগটা পেল, মানে টানা এতোগুলো বছর নিরুপদ্রব দেশ শাসন যাকে বলে। সে ইচ্ছে করলে মাত্র কয়েকটা কাজের মাধ্যমে জনগণের মানসপটে স্থায়ী জায়গা করে নিতে পারত। কিন্তু তিতা সত্য হলো এই সরকার জনগণকে বিশ্বাস করেনা।

০২ রা মার্চ, ২০১৮ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:


সঠিক, এরা মানুষকে বিশ্বাস করে না; অবশ্য কারণও আছে, যেমন বিএনপি দেশ চালানোর সময় দেশ চালায় রাজতন্ত্রের মতো, এবং তাদের আগের নেতারা ( জিয়া ও মীর শওকত আলী ব্যতিত) বাংলাদশ চায়নি; তারপরও বিএনপি'র "ভোট ব্যাংক" আছে; এতে শেখ হাসিনা নিশ্চয় খুশী হওয়ার কথা নয়

৫৭| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

মিরোরডডল বলেছেন: I strongly agree.
Of course communication is important for decentralisation.
Without decentralisation a country will never develop.
কিন্তু এখন দ্বিতীয় সেতু বাধ্যতামূলক না
There's lots to do in the priority lists
বেকারত্ব সমস্যা সমাধান একটি মৌলিক প্রয়োজন
Everyone deserves a decent life.
No money no life.

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



আজকের বিশ্বে, প্রতিসপ্তাহের অর্থনীতির অবস্হা বুঝার জন্য "বেকারের হার" নির্ণয় করা হয়।

৫৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: এইটা ঠিক এতো ঋণ নিলে শোধ করবে কিভাবে ।
দেশে বেকারত্ব মারাত্মক আকারে বাড়ছে । সাথে সেতুও দরকার আছে ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



১ম সেতু ছালু হলে বুঝা যাবে যে, আর নতুন সেতুর দরকার কিনা; কিন্তু ২ বছরে ১০ বিলিয়ন ডলারের চাকুরী সৃষ্টি করলে, ৫ বছর পর, ওদের বেতন থেকেও সেতু করা সম্ভব হবে।

৫৯| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসম্ভব সুন্দর কথা লিখেছেন। মন্তব্যের জবাবগুলোও ভাল দিয়েছেন। দেশের জন্য আপনার দরদ আর উৎকন্ঠা সত্যিই অকৃত্রিম আর আন্তরিক। অনেক ভাল লাগল। তবে আমার মনে হয় সরকারের সব মন্ত্রী-আমলাই পিগমি, লিলিপুটিয়ান আর নির্বোধ নয়। হয়ত কেউ কেউ আপনার মত দেশ নিয়ে যথেষ্ট মাথা ঘামায় এবং সত্যিকারের দরদও আছে দেশের জন্য কিন্তু পারিপার্শ্বিক অবস্থা আর করাপ্টেড পারসনগুলোর মাঝখানে ফেঁসে গিয়ে নিজের সদগুণটা হারিয়ে ফেলে আর তাদের কাতারে একান্ত অনিচ্ছাসত্ত্বেও সামিল হতে বাধ্য হয়। তাই সবাইকে ঢালাওভাবে দোষ দেয়া মনে হয় ঠিক হবে না। এসব মুষ্টিমেয় সৎ লোকগুলো ভাল কাজের পরিবেশ তথা স্বাধীনভাবে নিজেদের মতামত বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পেলে হয়ত পরিস্থিতি অন্যরকম হতে পারত।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



সরকারের ব্যুরোক্রেট ও মন্ত্রিরাই দেশ চালাচ্ছেন, চালানোর প্ল্যান করছেন; আমি ওদের মাঝে ভালো করার প্রয়াস দেখতে পাচ্ছি না; প্রয়াস থাকার পর, না পারলে একটা কথা হতো; কিন্তু প্রয়াস দেখছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.