নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ স্টক-এক্সচেন্জ কেন ভেজাল-চীন বা ধুর্ত-ভারত চালাবে?

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩



বাংলাদেশের অর্থনীতির স্নায়ুকেন্দ্র, স্টক-এক্সচেন্জে কেন চীনের মত ভেজাল ও জালিয়াত, কিংবা ভারতের মতো চাণক্য প্রবেশ করবে? পারলে, স্টক এক্সচেন্জ চালাও, না হয়, কোম্পানীগুলো সরকারী আইনের অধীনে নিজেদের কার্যক্রমের মধ্যদিয়ে নিজেদের শেয়ার বাজারজাত করুক , স্টক-স্টক-এক্সচেন্জ বন্ধ করে দাও। দেশের অর্থনীতিতে চোর ডাকাতদের প্রভাব বেশী, তারা স্টক-এক্সচেন্জকে নিজেদের কন্ট্রোলে রেখেছে; কারণ, দেশে তেমন দক্ষ লোকজন নেই; সেই অবস্হায়, লন্ডন ও হংকং থেকে ২/৪ জন দক্ষ লোক আনলে সব ঠিক হয়ে যাবে; কিন্তু অন্য জাতির সাথে "জয়েন বেন্চার" করা অবশ্যই ভুল। যেখানে নিজের দেশের অর্থনীতি নিজের হাতে রাখতে হয়, সেখানে সেটা বিদেশীদের হাতে কেন দেয়া হচ্ছে? পুরো জাতি বেকুব নাকি?

বর্তমান বিশ্বে, যেইলোক স্টক-এক্সচেন্জ ও স্টক-মার্কেট বুঝে না, সে অর্থ-মন্ত্রনালয়ে কেরাণীর চাকুরীও পাওয়ার কথা নয়; মুহিত স্টক-এক্সচেন্জ বুঝে না, সে অর্থমন্ত্রী; হবু রাজ্যে লিলিপুটিয়ান মন্ত্রী!

বাংলাদেশে স্টক-এক্সচেন্জ চালু করার পর, সিকিউরিটি এক্সচেন্জ কমিশন'এর মেম্বাররা সবাই ব্রোকারেজের মালিক হয়েছিল, এটা হলো ডাকাতী। নিশ্চয় এতদিনে উহার সমাধান হয়েছে। এসব কমিশনারেরা নিজেদের ব্রোকেরেজে "প্যান্টম একাউন্ট" খুলে, নিজেদের মাঝে বেচাকেনা করে শেয়ারকে "চার্ণিং" করে, দাম বাড়ায়েছে, কমায়েছে; এদের ২/৪ জনের ফাঁসীর দরকার ছিলো; তা'হলে, সালমান রহমান, বাদলরা ২০ লাখ পরিবারকে পথে বসাতে পারতো না।

বাংলাদেশের মুল সমস্যা থেকে যাচ্ছে, "কোম্পানী মুলধন বাড়ানোর জন্য আইপিও বাজারে ছাড়ে", এই নীতি অনুসরণ করছে না; তারা আইপিও থেকে অর্জিত টাকা অন্যত্র সরায়ে নিচ্ছে, সম্পুর্ণভাবে অন্য ব্যবসায় খাটাচ্ছে, বা পকেটে ঢুকাচ্ছে; কিন্ত নীতি হলো,আইপিও'র টাকা শুধু মাত্র একই ব্যবসায় প্রয়োগ করা হবে।

বাংলাদেশের অপর বড় সমস্যা হচ্ছে, পাবলিক কোম্পানীর ব্যবসার স্বাস্হ্য সঠিভাবে নিরুপণ করে, তাদের শেয়ারের সঠিক মুল্যায়ন করার মতো ইনভেষ্টমেন্ট ব্যাংক নেই।

শুরুতে সব থাকে না, আস্তে আস্তে হয়; দক্ষতা বাড়তে সময় লাগে, ডাকাত বাড়তে সময় লাগে না; বাংলাদেশে ডাকাতী করে কমিশনের ভেতরের লোকজন।

স্টক-এক্সচেন্জ'এর জন্য ২/৪ জন বিদেশী দক্ষ লোক নেয়া হোক, স্টক-এক্সচেন্জ যেন চোরা চীনা, কিংবা ধুর্ত ভারতের হাতে না হয়; যদি চালাতে না পারো, স্টক-এক্সচেন্জ বন্ধ রাখ, একদিন দক্ষ বাংগালীর উদ্ভব ঘটবে, তারা চালাবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই একই কথা আমারো, সময় বলবে এটা ভুল সিদ্ধান্ত ছিলো......

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


মুহিতের মত মানুষ, লোটাস কামালের মত মানুষ কোনভাবে মুদি দোকান চালাতে পারতো হয়তো, তারা স্টক-এক্সেন্জের কি বুঝবে?

২| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রাজ-বাদশার যুগ থাকলে অন্য কেও এসে দেশ দখল করে নিত। আম্লিগের থেকে ভালোই চালাত মনে হচ্ছে।

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


এখানে আওয়ামী লীগের ব্যাপার নয়, এখানে দরকার অর্থনীতিবিদ ও ফাইন্যান্সের লোকজন; সরকার এটাকে কমদক্ষ ও অসৎ লোক দ্বারা চালাচ্ছে।

৩| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:০৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ গাজী ভাই বিষয়েই জ্ঞান রাখেন দেখছি। আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন ইন্ডাস্ট্রিয়াল ডাস্টবিন এ পরিণত হয়েছে আজেবাজে সব কোম্পানি আই পির মাধ্যমে টাকা তুলে নিয়ে প্রথম দিনে শেয়ারের দাম কৃত্রিমভাবে আকাশে তুলে আর একবছর পরই কোম্পানিটি ডিভিডেন্ড না দেওয়ার কারণে জেড গ্রুপে চলে যাচ্ছে। সব মাথা মোটা লোকদের বি এস ই সি র গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে। গত একমাসে চীন ভারত ক্যাচাল নিয়ে মার্কেট ৫০০ পয়েন্ট পড়েছে। এসব দেখার কেউ নেই। আমাদের অর্থমন্ত্রীর মুখে সব রাবি শ ফটকাবাজ এই সব ছাড়া কোন ভাল শব্দ নেই। বিনিযোগকারীরা পুঁজি হারিয়ে মার্কেট ছেড়ে চলে যাচ্ছে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



মুহিত নিজ মুখে বলেছেন যে, তিনি মার্কেট ও একচেন্জ বুঝেন না; তা'হলে বাহির থেকে লোক নিতে হবে।

ব্রোকারেজগুলো পরস্পরের সাথে যোগ দিয়ে, প্যান্টম একাউন্ট খুলে, চার্ণিং করে বেড়াচ্ছে বছরের পর বছর; আর আইপিও'র টাকা পকেটে; জাতিকে ছাগলে পরিণত করেছে এরা

৪| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২২

তারেক_মাহমুদ বলেছেন: শুধু অর্থমন্ত্রী নয় বি এস ই সি চেয়ারম্যান শেয়ার মার্কেট সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন সে বিষয়ে সন্দেহ আছে, সরকারি চাকুরির মত আই পিওতে কোটাপ্রথা চালু হয়েছে পাব্লিকের কোটা মাত্র ৩০%। একারণে সাধারণ বিনিযোগকারীরা বাজার বিমুখ হচ্ছে। এভাবে চলতে থাকলে বাজার বিনিযোগকারী শুন্য হবে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ফাইন্যান্সের লোকজন গোজামিল দিয়ে সব চালায়; স্টক-একচেন্জে গোজামিল দিলে লোকেরা পালাবেই; ওখানে সব ইডিয়ট জড়ো হওয়ার কথা নয়।

৫| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যাংক থেকে লোন নিয়ে অন্য কাজে খাটায়, শেয়ার বাজার থেকে টাকা তুলে অন্য কাজে লাগায়। তাহলে বাংলাদেশীদের দিয়ে হবে টা কী? ২৫% শেয়ার বিক্রি করে নাকি কৌশলগত অংশীদার করতে চায় চীনা প্রতিষ্ঠানকে। এটাতে নাকি এনাদের দক্ষতা বাড়বে। ৪৭ বছরে যে স্টক মার্কেটের অবস্থা ১২ টা বাজালো সেটা থেকে উত্তরণের উপায় না খুঁজে এসব সিদ্ধান্ত নেয়াটা যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা নেগেটিভ হবে তা ভাবতেই কষ্ট হয়...

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


মুহিতরা সব ধ্বংশ করছে; শেখ হাসিনা নিজের থেকে কম-জানা লোকদের মন্ত্রী বানায়; শেষে চীনারা সেন্ত্রাল ব্যাংকও চালাবে, হয়তো!

৬| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একই কথা- এদেশের চোর বাটপাড়েরা এখান থেকে টাকা চুরি/সিন্ডিকেট করে সুইসে বা বিদেশে পাচার করে আর চায়না বা ইন্ডিয়া এখানে কিছু কামিয়ে তাদের দেশে চালান দিবে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


কতগুলো বিষয় আছে, যা জাতির মান-সন্মান ও জাতিসত্বার সাথে জড়িত, সাথে সাথে অর্তনৈতিক সুচকের সাথে জড়িত

৭| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এখানে আওয়ামী লীগের ব্যাপার নয়, এখানে দরকার অর্থনীতিবিদ ও ফাইন্যান্সের লোকজন; সরকার এটাকে কমদক্ষ ও অসৎ লোক দ্বারা চালাচ্ছে।

দেশে সৎ লোক তো নাই।

আচ্ছা, আপনি কি কখনও কবিতা লিখেছেন? বা লেখার চেষ্টা করেছেন? (কৌতূহল-১)
আমার ফেসবুকে 'কুলদা' বলে একজন আছেন। খুব পড়ুয়া মানুষ। ভালো মানুষ। আপনার মতো সব সময় সত্য কথা বলেন। ফেসবুকে একবার বিপদে পড়েছিলাম, তিনি আমাকে খুব হেল্প করেছিলেন। আমি মনে মনে ভাবতাম এই কূলদা'ই আপনি। (কৌতূহল-২)

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



আমার ফেসবুক আইডি নেই।
আমি কখনো কবিতা লিখিনি। কুলদা নামের একটা নিক "আমার ব্লগে" দেখেছিলাম, ভালো ব্লগার ছিলেন।

৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: ইন্স্যুরেন্স কোম্পানী, শেয়ার বাজার এইসব আমি বুঝি না।
তবে দেশে ইনসুরেন্সের অবস্থা বেশ ভালো। তারা অনেক টাকার মালিক। ঢাকা শহরে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর নিজের বিশাল বড় বড় বিল্ডিং আছে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


ইন্সুরেন্স কোম্পানীগুলো সব দেশেই ভালো করছে। ওরা মানুষকে ঠকায়

স্টক-মার্কেট অর্থনীতির বিষয়; পড়লে বুঝতে পারবেন।

৯| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমার ফেসবুক আইডি নেই।
আমি কখনো কবিতা লিখিনি। কুলদা নামের একটা নিক "আমার ব্লগে" দেখেছিলাম, ভালো ব্লগার ছিলেন।

আমি জানি আপনার ফেসবুক আইডি নেই। এটা খুব ভালো। আমার বস হুমায়ূন আহমেদেরও ফেসবুক আইডি ছিল না।
জ্বী কুলদা 'আমার ব্লগে' ছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে বেশ ভালো লিখেছিলেন।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


কুলদার কথা আমার মনে আছে; সামুতে দেখিনি।

১০| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ইন্সুরেন্স কোম্পানীগুলো সব দেশেই ভালো করছে। ওরা মানুষকে ঠকায়
স্টক-মার্কেট অর্থনীতির বিষয়; পড়লে বুঝতে পারবেন।

ইন্সুরেন্স কোম্পানী দেশের জন্য মঙ্গলজনক?
স্টক মার্কেট এই বিষয়টা নিয়ে আমার জানার আগ্রহ আছে। এ মাসেই পাবলিক লাইবেরীতে যাবো। কিছু পড়াশোনা করবো।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে বিমান, শিপিং, যান-বাহন ইন্সুরেন্স, মেডিক্যাল আধা-সরকারী হওয়ার দরকার ছিলো

১১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:০০

ইমরান আশফাক বলেছেন: কোথাও কোন জবাবদিহীতা না থাকলে যা হয় আর কি।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দলের বাহিরে কাউকে কোথায়ও নিচ্ছে না, দলে আছে মধুর কেন্টিনের পিএইচডি'গুলো ( ছাত্রলীগের )

১২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন বিষয়।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


জিওলোজী থেকে সোজা; জাতির মুল ফাইন্যান্সিয়াল কেন্দ্র অন্যের হাতে দিতে হয় না; অন্যকে চাকুরীতে নেয়া যায়।

১৩| ০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৪:৪৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: view this link

০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:


রাশিয়ান ইহুদী, পাকী, ইরানী, ভারতীয় ও অনেক বাংগালী ডাক্তারের আসল ব্যবসাই হলো ফ্রড। এরা আমেরিকা আসে ডাকাতী করার জন্য।

১৪| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮

বারিধারা ২ বলেছেন: ব্যাংক সেক্টর তো শেষ। ৫-৬% ইন্টারেস্ট মাইনাস ১৫% ট্যাক্স দিয়ে কেউ আর এফডিআর খুলতে চায়না। তাই অনেকে তাদের সঞ্চয়ের একটা বড় অংশ বিনিয়োগের জন্য শেয়ার বাজারকে বেছে নিয়েছে। আমাদের মুরুব্বিরা যেহেতু চায়না যে আমরা খেয়ে পড়ে একটু ভালো থাকি, তাই তারা চাইছে আমাদের শেয়ার বাজারের মাথায় কষে একটা বাড়ি মারতে। সেজন্যে চীন ভারত কাড়াকাড়ির নামে আমাদের পেটে লাথি বসাতে চাইছে। বাস্তবে এদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক থাকলেও বাংলাদেশের বারোটা বাজাতে সব রসুনের গোরা এক হয়ে গেছে।

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



ক্যাপিটেলিজমের তত্বই হলো লাভবান হওয়া: বাংলাদেশ লাভবান হতে চাচ্ছে চীনাদের সাথে জয়েন্টভেন্চার করে, চীনা চাচ্ছে লাভবান হতে; ২ পক্ষই লাভবান হবে না, বাংলাদেশের মানুষের ভয়ংকর ক্ষতি হবে; মানুষ নিজের দেশের উপর আস্হা হারাচ্ছে

১৫| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

খাঁজা বাবা বলেছেন: পাগল মাল মুহিত

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


সাইফুর রহমান, কিবরিয়া, মুহিত এগুলো মানুষের স্বার্থের বিপক্ষে কাজ করেছে।

১৬| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই বলেছেন
স্টক মার্কেট বিষয়টা নিয়ে আমার জানার আগ্রহ আছে। এ মাসেই পাবলিক লাইবেরীতে যাবো। কিছু পড়াশোনা করবো

পাবলিক লাইব্রেরিতে গিয়ে আবু আহম্মেদের মত ততথাকথিত পণ্ডিতদের বই পড়ে স্টক মার্কেট বুঝতে পারবেন না শুধু অথৈ সাগরে হাবুডুবু খাবেন। এসব বই পড়ে যদি শেয়ার কিনেন বছর শেষে দেখবেন অর্ধেক টাকা নেই ।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



অনলাইনে পড়লেই চলবে। বই পড়ে বুঝতে হবে, ব্যবসা করতে হলে মার্কেট অনুসরণ করতে হবে অনেকদিন (১ বছর)।

১৭| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেয়ারবাজার আর স্টক এক্সচেঞ্জের ব্যাপারে ধারণা কম। তবে এদুটো ব্যবসায় যে ধস নেমেছে এবং ওখানে বিনিয়োগ করে যে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন এ খবর কানে এসেছে। আপনার লেখায়ও কিছুটা ধারণা পেলাম আর আপনার লেখাটা ভাল লাগল। আসলে অযোগ্য লোকদের দিয়ে এসব চালাতে গিয়ে একেবারে লেজেগোবরে অবস্থা হয়েছে। সরকারের মনে হয় এ নিয়ে তেমন মাথাব্যথা নেই।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



সরকারের লোকেরা শেয়ার বাজারের মুল লক্ষ্য, আইপিও'এর মাধ্যমে নতুন ক্যাপিটেল সংগ্রহের তত্বটাই ঠিক মতো প্রতিষ্থিত করেনি; একচেন্জ হলো শেয়ার বেচাকেনার মেকানিজম, সেটা চোর-ডাকাতদের হাতে আছে বর্তমানে।

১৮| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

হাঙ্গামা বলেছেন: ওরা হইলো "জনি সিন্স"
ভালো খেলে। তাই আমাদের সব খেলা ওদেরকে দিয়েই খেলাতে হয়।

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



খেলুক, বাংগালীরা খেলা দেখুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.