নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বই মেলায় নাকি রাজনীতি ও অর্থনীতি নিয়ে লিখা বই বিক্রয়ই হয়নি?

০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৫:২৯



এবারের বইমেলায়, শতকরা ৯০ ভাগ বই'এর মান খুবই নীচু ছিল, শতে ১০টি বই ছিল মান-সম্পন্ন; ব্যাপার কি, প্রশ্নফাঁস জেনারেশন কি বই লেখা শুরু করেছে? আশাকরি, ব্লগারদের বই ভালো ক্যাটেগরীতে পড়েছে ; ব্লগার বিএম বরকতউল্লাহ খুবই সফল হয়েছেন, উনাকে অভিনন্দন।

মনে হচ্ছে, নিজের টাকায় অনেকে ম্যাঁপ্যাঁও বই ছাপাচ্ছেন? বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৪ হাজার ৫৯১টি, যা গতবারের চেয়ে ৯৪৫টি বই বেশি, গত বছর বই প্রকাশিত হয়েছিল ৩ হাজার ৬৪৬টি।

ভালো খবর, দেশে কবি বাড়ছে, নতুন বইয়ের মধ্যে কবিতার বইয়ের সংখ্যা বেশি, ১ হাজার ৪৭২টি। কবিতার পরেই আছে গল্প ও উপন্যাসের বই: গল্পের বই ৭০১টি এবং উপন্যাস প্রকাশিত হয়েছে ৬৪৩টি।

প্রবন্ধ সংকলন ২৫৭টি, গবেষণার উপর ১২২টি, জীবনীগ্রন্থ ১০৭টি, রচনাবলী ১৫টি, নাটক ২৩টি, ভ্রমণ বিষয়ক ৯১টি, ইতিহাসের ১১০টি বই প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ৯১টি বই। বিজ্ঞান বিষয়ক ৭৬টি, রাজনীতি-২২টি, চিকিৎসা ও স্বাস্থ্যের উপর ৩৩টি, রম্য ও ধাঁধাঁ-২১টি, ধর্মীয়- ২৬টি এবং ৪৮টি অনুবাদ গন্থ প্রকাশিত হয়েছে। শিশুদের জন্য বই এসেছে ১২৫টি, ছড়ার বই এসেছে ১১২টি; সায়েন্স ফিকশন ও গোয়েন্দা বিষয়ক বই বের হয়েছে ৬৫টি; এছাড়া অন্যান্য বিষয়ে এসেছে ৪২৪টি বই।

৪ হাজার ৫৯১টি বইয়ের মাঝে যদি মাত্র ৪৮৮টি মানসম্মত বই হয়ে থাকে, ভাবার দরকার কে কি লিখছেন, ও কিভাবে এইসব নতুন বই প্রকাশিত হচ্ছে? পাঠকেরা প্রায় ৮০ কোটী ব্যয় করেছেন বই মেলায়; ৮০ কোটীর মাঝে বেশীর টাকা কি তা'হলে ব্যয় হয়েছে নীচু মানের বইয়ের পেছনে?

বাংলা একাডেমির একটি কমিটি নাকি নতুন বইয়ের স্টলে আসা বইগুলো পরীক্ষা করে মান নিরূপনের চেষ্টা করেছেন, তারাই সংখ্যাগুলো দিয়েছেন।

প্রতি শ'তে যদি ৯০টা বই নীচু মানের হয়ে থাকে, জাতি কি পড়ছে? জাতির পড়ালেখায় গন্ডগোল, পড়ালেখার ফি আকাশ পরিমাণ, পরীক্ষায় প্রশ্ন-ফাঁস, বই কিনে পড়তে গেলে ৯০ ভাগ গার্বেজ; দেশে চাকুরী নেই, ভোট দেয়া লাগে না, মানুষ নিজের এমপি'কে চিনে না, এবার বই কিনতে গিয়ে গার্বেজ কিনছেন? প্রশ্ন-ফাঁস জেনারেশন কি বই লিখছে?

*** বিডি নিউজ-২৪ এ এই ব্যাপারে পড়েছি ****

মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন: বই মেলায় প্রকাশিত বইগুলির সুন্দর পর্যালোচনা হয়েছে । অনেক মুল্যবান তথ্য সংক্ষেপে পাওয়া গেছে ।
প্রশ্ন ফাঁস জেনারেশন নিয়ে সকলেই বেশ উৎকন্ঠিত । প্লশ্ন পত্র ফাঁস প্রতিরোধ ও বন্ধ করতেই হবে যে কোন মুল্যে ।
এর জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই । প্রশ্ন ফাঁস কারীদেরকে কঠোর হস্তে মুল শিকর সহ ধরে ধরে
দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে ।

০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার আশেপাশে গবুচন্দ্ররা সমবেত হয়েছে; এমন টেকনোলোজীর দিনে প্রশ্নফাঁস, পিগমিরা এদের চেয়ে বুদ্ধিমান

২| ০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৬:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: এরা কথায় ডিজিটাল,
কাজের বেলায় যাতাকলে প্রশ্ন ছাপায়
আর ঠেলাগাড়ীতে করে কেন্দ্রে পাঠায় ।

বই মেলায় প্রকাশিত বই এর পর্যালোচনায়
দেখা যাচ্ছে অচিরেই আমরা একটি শক্তিশালী
কবি জেনারেশন পেতে যাচ্ছি । দেশের সকল
বিষয় যথা গণিত , রসায়ন , পদার্থ বিদ্যা, জীববিদ্যা
চিকিতসা ,প্রকৌশল ও সামাজিক বিজ্ঞানের সকল
শাখার বিষয়াবলি নিয়ে যদি কবিতা লেখা হয় তাহলে খুবই ভাল হয়,
জাতি অনেক উপকৃত হবে । কবিতা চর্চা করে দেশের সকলেই
শিল্প সাহিত্যের পাশাপাশি জীবন ধারন উপযোগী
প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবে । বই মেলায়
প্রকাশিত বই এর ধরণ , পরিমান ও পাঠক দেখে তাই
বেশী করে মনে হল ।

০৩ রা মার্চ, ২০১৮ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রামের গ্রানের স্কুলগুলোতে "সায়েন্স গ্রুপ" বন্ধ করে দেয়া হয়েছে, কোন ছাত্র নেই; এক গ্রামীন কলেজে বৃত্তি দিয়ে ২৪ জন ছাত্র পেয়েছিল, ১৩ জন কিছুদিনের মাঝে গ্রুপ বদলায়ে কমার্সে চলে গেছে।

৩| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৮:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:


রাজনীতি নিয়ে লেখতে গেলেই আমাদের লেখকেরা আওয়ামীলীগ ও বিএনপিকে টেনে আনেন। সুকৌশলে এ দুই দলকে সঠিক বুদ্ধি দিতে না পারায় হয়ত তারা বই প্রকাশে ভীতু হয়ে পরেছেন।
আর অর্থনীতি বিষয়ক অবস্থা বিবেচনা করার জন্য আপনার শেষের পুস্টের মন্তব্যের সারিই যথেষ্ট।

দুঃখ

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


জাতির পড়ালেখার লেভেল রাজনীতি শিখার জন্য যথেষ্ট নয়; ড: এমাজুদ্দিন সাহেব ঠিক মতো গণতান্ত্রিক প্রসেস বুঝেন না; সাধারণ শিক্ষিতদের কথা কি বলার আছে।

অর্থনীতি নিয়ে একই সমস্যা; মুহিত ষ্টক-মার্কেট বুঝে না।

৪| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৮:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং ব্যায় ক্ষমতাও। বই ছাপতে খরচ বেশী লাগছে না আজকাল। তাই নিজের বই নিজে ছাপিয়ে পরিচিতজনদের মাঝে বিকিয়ে বা বিলিয়ে একটা পুলকতা আসে। সামান্য কিছু বই ছাড়া আর গুলো শুধুই অপচয় আর শেলফ সাজানো...

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


জঘন্য, কাগজসহ নষ্ট; শ'তে ৯০টা বই গার্বেজ?

৫| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭

আকিব হাসান জাভেদ বলেছেন: বই যাহাই প্রকাশিত হউক না কেনো , প্রশ্ন ফাঁস জাতি পড়াশোনাই ভুলে গেছে। এরা এখন আর বই পড়ে না । শুনেছি সুযোগ পেলে এরাই আবার বই লিখে। তাই গার্বেজের ঝুলিও বেড়েছে। লেখক আপনাকে ধন্যবাদ প্রকাশিত বই জড়িপের পরিসংখ্যানটা দেওয়ার জন্য। ভালো থাকবেন লেখক।

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


বইয়ের অবস্হা এরকম হলে, আমি, আপনি বা জাতি, কেহই ভালো থাকতে পারবে না।

৬| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:১৭

তারেক_মাহমুদ বলেছেন: বই পড়েই বইয়ের মান যাচাই করা যায়, আমরা বই কিনি লেখকের নাম দেখে কিংবা প্রচ্ছদ দেখে। ভাল লেখার সংখ্যা সবসময়ই কম থাকে,তবে সেটা ১০% হলে খুবই হতাশাজনক।

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



মেলা বসার আগেই একদিন কমেন্ট করতে গিয়ে, কেন কিভাবে যেন বলেছিলেম, বই মেলায় অনেক নীচু মানের লেখা আসে।

৭| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৩

বারিধারা ২ বলেছেন: দেশে বর্তমানে রাজনীতি ও অর্থনীতি - দুইটাই ক্রমাগত বলৎকারে মানসিক ভারসাম্যহীনতার শিকার। এখন নতুন করে ধর্ষণের জন্য শিক্ষা খাতকে বেছে নেয়া হয়েছে। তাই মানুষের এইসব বিষয়ের প্রতি কোন আগ্রহ নেই। মোশাররফ করিমের নাটক আর রওশন এরশাদের ভাষণ ছাড়া দেশবাসীর বিনোদনের আর কোন জায়গা নেই।

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিতে রওশান এরশাদ ও বেগম জিয়ার উপস্হিতি জাতিকে লিলিপুটিয়ানের লেভেলে নিয়ে গেছে

৮| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭

ধ্রুবক আলো বলেছেন: রাজনীতি নিয়ে লেখা তিনটে বই আমি কিনেছি!

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


লেখকদের নাম বলুন; পড়া শুরু করেছেন?

৯| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪

ধ্রুবক আলো বলেছেন: প্রশ্ন ফাঁস জেনারেশন বই লিখছে!!
আসলে সমস্যা হলো সবাই এখন লেখক হতে চায়। মূল সমস্যা টা সৃষ্টি হয়েছে ফেসবুক থেকে, কিছু লাইক আর কমেন্ট পেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে তাই এখন গল্প কবিতার বই বের করছে নিজের পকেটের টাকা দিয়ে। কিন্তু এই টাকা আসে কোত্থেকে।
এবারের বইমেলায় বইয়ের লেখার মান বেশ খারাপ গিয়েছে আবার সেগুলোও ভালোও চলেছে। হাস্যকর আরকি।
বি এম বরকতউল্লাহ ভাইকে অভিনন্দন। উনি সত্যি খুব ভালো লিখেন।

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


ফেসবুক জাতিকে এস্কিমোদের মত সাহিত্যিকে পরিণত করেছে; এস্কিমোদের গল্পের, কবিতার ও গানের কোন প্লট থাকে না, প্রতিটি বাক্য আলাদা ও স্বাধীন।

আপনার কেনা রাজনৈতিক বইগুলোর উপর, লেখকের মুল ফোকাস, এনালাইসিস, পর্যবেক্ষণ, দক্ষতা, বিষয় ইত্যাদির উপর লিখবেন, প্লীজ।

১০| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:০৩

নীলপরি বলেছেন: এমনও দেখেছি বিখ্যাত লেখকদের বই শুধুমাত্র স্টেটাস বাড়ানোর জন্য কিনে আনে ।

বিশ্লেষণ ভালো করেছেন ।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



মাছ কিনে ঠকে, মাংস কিনে ঠকে, এবার বই কিনেও মানুষ ঠকছে?

১১| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আপনিও কি বই বের করছেন ?

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



খুবই ইচ্ছা ছিল, চোখের সমস্যায় গত বছরটা মাটি হয়ে গেছে!

১২| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

মাহবুব আলী বলেছেন: যারা মূল্যায়ন করেছেন, তাদের গ্রহণযোগ্যতা নিয়েও মূল্যায়ন হওয়া দরকার। যে কোনো সৃজনশীলতায় কিছু ওয়েষ্টেজ হয়, তাই কিছু বাতিল হতে পারে। সব বই গার্বেজ বলা ঠিক নয়। একদিন মানসম্মত নয় যে-সকল লেখক তারা এমনিতেই ঝরে পড়বে। তবে বেনিয়া প্রকাশক ফালতু লেখা টাকা নিয়ে ছাপছে, এটা বন্ধ করা দরকার।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনার লজিক ঠিক আছে, অনেক প্রকাশক জেনে শুনে, প্ল্যান করেই খারাপ বই প্রকাশ করেছে, তারা টাকা পেয়েছে; ভালো বইয়ের জন্য লেখক টাকা দেবে না, বরং টাকা চাইবে; তবে, ৯০% ভাবনার বিষয়,

১৩| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজনীতি'র উপর সাধারণ মানুষ ত্যক্তবিরক্ত! যারা রাজনীতি নিয়ে লিখালিখি করেন, তাদের মধ্যে যথেষ্ট নিরপেক্ষতার অভাব লক্ষণীয়। নিরপেক্ষতার নামে সরকারীদলের সাফাই আর সমালোচনার নামে সরকারের বিরোধী বিষাদবাণী কেউ সময় ব্যয় করে আপাতত পড়তে চাইছে না।

প্রশ্নফাঁসের জেনারেশন এখনো সেভাবে লেখালেখি শুরু করেনি। just wait and see!

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিতে দলের কথা আসবে; তবে, রাজনীতির বই হতে হবে বিশ্বের চলমান রাজনীতির প্রতিফলন।

প্রশ্নফাঁসরা বই লিখে জাতিকে কষ্ট না দেক, এটাই কামনা

১৪| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: গত দশ বছর ধরেই নিম্ম মানের বই বেশি প্রকাশ পাচ্ছে। এটা বেড়েই চলেছে।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



অনেকের হাতে অনেক টাকা এসে গেছে, তারা ক্সকিছু বলতে চাচ্ছে, কিন্তু তাদের বলার মাঝে অনেক গার্বেজ এখনো রয়ে গেছে।

১৫| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:২০

নূর আলম হিরণ বলেছেন: অনেক কাগজের অপচয় হয়ে গেলো!

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ কাগজ আমদানী করে, কাগজ ও ডলার দিয়ে গার্বেজ তৈরি হয়েছে?

১৬| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: "আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো।"

তারা খারাপ কাজ না করে মানহীন বই লিখছে। এটা তো ভালো।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



সেটা সঠিক, তাদের প্রেকটিস হচ্ছে; এবার পাঠযকের কথা ভাবেন, তারা কি পড়ার প্রেকটিস করছে?

১৭| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''সব শালাই কবি হতে চায়।'' এখন দেখছি সব শালাই লিখক হতে চায়। :-/ :P

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা যখন লাগে একটার পেছনেই লাগে, এখন ফেসবুক ও বই লেখার পেছনে লেগেছে

১৮| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

সামছুল আলম কচি বলেছেন: একটি অনন্য লেখা !! অসংখ্য অসংখ্য ধন্যবাদ !! সময়ে কেরোসিন তেলও পারফিউম হয়ে যায়....এই যা..!!!

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


কেরোসিন কাজ দেবে মশা তাড়াতে, গায়ে মেখে রাতে মাছ ধরা যায়; নতুন বউয়ের সাথে ঘুরতে বের হওয়ার সময় গায়ে দিলে খবর হয়ে যাবে।

১৯| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৯ কোটি টাকার বই বিক্রি হইছে এবার।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



৭০ কোটী টাকা রিপোর্ট করেছে বিক্রেতারা, আমি ধরছি অনেক কম রিপোর্ট করতে পারে, সেভাবে ৮০ কোটী হওয়া সম্ভব।

২০| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: ১০ পারসেন্ট বই ভালো ছিলো!!!!

এতো বড় আশার খবর মেয়াবাই!!

আমিতো ভেবেছিলাম অবস্থা আরো খারাপ!! :)

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার তা'হলে ফেসবুক-জেনারেশনের উপর আস্হা আছে? ওরা শুধু ছবি দেয়, ছবিই জীবন।

২১| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: সুন্দর একটি তথ্য দিয়েছেন। ধন্যবাদ গাজী ভাই।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



এগুলো দরকারী বিষয়, এসব বিষয়গুলো ব্লগারদের মনে রাখার দরকার আছে।

২২| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমারও মনে হয় বইমেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে অধিকাংশই ছিল নিম্নমানের। নতুন লেখকদের ফেসবুকীয় জ্ঞান নিয়েই বই লেখায় ঝাঁপিয়ে পড়া, যেনতেনভাবে প্রুফ দেখা, অযোগ্য লোকদের দিয়ে সম্পাদনা করানো সবকিছু মিলিয়ে অখাদ্যের ভাঁড়ার তৈরী হয়েছে। এভাবে চলতে থাকলে আর বাংলা অ্যাকাডেমি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিলে ভাল লেখক আর পাঠকদের বই থেকে বিমুখ হতে বেশি সময় লাগবে না।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



পাঠকেরা আস্হা হারিয়ে ফেলবে।
মনে হয়, ফেইসবুক জেনারেশন ঝাপিয়ে পড়েছে; মনে করেছে যে, ষ্টাটাস দিচ্ছে!

২৩| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর উপস্থাপন ভালো লাগল তথ্যগুলো জেনে । ধন্যবাদ আপনাকে ।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি, সব শিক্ষিত মানুষের উচিত জাতির অবস্হা বুঝার চেষ্টা করা।

২৪| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আল ইফরান বলেছেন: চাঁদগাজী চাচা, বাজারে প্রশ্নপত্র ফাঁস জেনারেশন এখনো বই লেখার বয়স অথবা যোগ্যতা কোনটাই অর্জন করতে পারে নি,
যাদের বই বের হয়েছে তারা আব্দুল মজিদ সাহেবের পপি গাইড জেনারেশন।
প্রশ্নপত্র ফাঁস জেনারেশন (আই মিন আমাদের জেনারেশন) বই লিখার কস্ট কেন করবে? তারা আগে ছাপানো বই থেকে কপি-পেস্ট করবে (উদাহরনঃ ঢাবির ক্রিমিনোলজির মারজানের মত শিক্ষকরা যাদের কাছ থেকে মিশেল ফুকো'ও রেহাই পান নাই)।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


তা'হলে, প্রশ্নফাঁস জেনারেশন এখনো বাজারে আসেনি! কিন্ত তারপরও এই অবস্হা? আসলে বই লিখতে হলে, জানতে হয়, বুঝতে হয়, দক্ষতা থাকতে হয়!

২৫| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০

জাহিদ অনিক বলেছেন:

সবাই নয়, যারা নতুন বই করেছেন তাদের অধিকাংশের লেখাই ছিল ম্যাওপ্যাও। নিজের টাকায় সব ছাপানো যায়।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:




স্যরি, এখানে সব নতুন বইদের নিয়ে আলাপ হয়েছে; আমার পোষ্টে 'নতুন' শব্দটা বাদ পড়ে গেছে; আমি শব্দ কম ব্যবহার করতে করতে ভাষাকেই ছোট করে ফেলছি আজকাল।

২৬| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কানিজ রিনা বলেছেন: আমাদের ব্লগারেরা ভাল লেখে তাদের বই
নিশ্চয় ভাল হবে আশা করি লেখক ব্লগারের
বই পড়ে যদি কেউ ভাল হয়েছে ধন্যবাদ দেয়
তাতেই খুব খুশি হব। অনেক অনেক ভাল
লেখক ব্লগে আছেন তাদর বই নিম্ন মানের
হবেনা কখনও। ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, ব্লগারেরা ভালো লিখেছেন, বরকতউল্লাহের পাঠক দেখে ভালো লেগেছে। তবে, কেহ যদি ছোটখাট জরীপ চালান, সেটা পরিস্কার হবে।

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

ধ্রুবক আলো বলেছেন: ১. সুবোধ তুই পালিয়ে যা, প্রবাস আমিন। বইটা ভালোই বিক্রি হয়েছে।
২. মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৭১ , পিনাকী ভট্টাচার্য্য
৩. মুক্তিযুদ্ধের বয়ানে ইস্পাম, পিনাকী ভট্যাচার্য্য।এই দুটো বই মুক্তিযুদ্ধের এবং রাজনীতি, সব মিলে তাই কেনা।
সব গুলো এখনও পড়া হয়নি। পড়তে সময় লাগবে। একটা ছোট খাটো চাকুরিতে জয়েন করেছি। তাই কোনো লেখাও দিতে পারছি না। ব্যস্ত সময় কাটাচ্ছি।
বই পড়া হলেই রিভিউ দেব।

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন, অভিনন্দন, খুবই খুশীর সংবাদ।

পোষ্ট পরের ব্যাপার, চাকুরীতে মনযোগ দেন, ভালো করেন; পরিস্হিতি আয়ত্বে এলে লিখতে পারবেন।

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাঝী বলেছেন: :-*

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


নিজের জন্য একটা সুন্দর নিক পছন্দ করে নিন; ব্লগে যে নিক আছে, তার কাছাকাছি নিক অন্য ব্লগারেরা পছন্দ করবেন না।

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাঝী বলেছেন: বাহ! আপনার নাম আমার নাম প্রায় কাচাকাছি দেখছি। =p~

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগে এমন কিছু করবেন না, যা ব্লগারেরা পছন্দ করেবেন না; ভালো নিক নিয়ে সুন্দরভাবে ব্লগিং করেন, ব্লগ খুবই মনোরম মিলনমেলা।

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব দেখলে ব্লগে আর ভালো লাগে না।

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


এটাই আমাদের বর্তমান অবস্হার একটা পরিস্কার চিত্র।

৩১| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখকের চেয়ে পা ঠক বে শী গু রু ত্ব পূ র্ণ।

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই।
কিন্তু টাকা দিয়ে খারাপ বই কিনলে মন খারাপ হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.