নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশ ও জাতিকে অস্হির করতে বেশী মানুষের দরকার হয় না

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২



প্রফেসর জাফর ইকবালকে আক্রমন করেছে ১ টি ছেলে, সাথে হয়তো আরো ২/৩ জন ছিলো; প্ল্যান ইত্যাদি মিলে হয়তো ৫/১০ জন লোক কাজ করেছে, এতে পুরোদেশ অস্হির; অনেকে ভয় পেয়েছেন; থানা, পুলিশ, র‌্যাব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, হাসপাতাল, ব্লগারেরা মিলে পুরো জাতি অস্বস্তিতে।

আরো অবাক কান্ড হলো, শাহজালাল ইউনিভার্সিটির ছেলেরা প্রফেসর জাফর ইকবালের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে ওখানে বেশ ভাংগচুর চালায়েছে; এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো অস্হিরতা, বিশৃংখল মনোভাব।

আক্রমণকারী ছেলেটি সম্পর্কে যতটুকু জানা গেছে, সে সমাজের সুবিধা-বন্চিতদের একজন; সে হয়তো মাদ্রাসায় ছিলো, হয়তো ড্রপ আউট, সে শাহজালাল, বা ঢাকা ইউনিভার্সিটি অবধি যেতে পারেনি; বাবাও সামান্য মাদ্রাসায় চাকুরী করে; আজকাল যারা মাদ্রাসায় চাকুরী করে, তাদের জীবন সোজা কিছু নয়। দেশের মানুষের একাংশ যদি সুবিধা-বন্চিত হয় থাকে, বাকীরা শান্তিতে থাকার সম্ভাবনা নেই।

ছেলেটির কথায় যতটুকু বুঝা গেছে, সে ইসলাম রক্ষার জন্য এই কাজ করেছে; সে নিজকে, নিজের পরিবারকে বিপদের মাঝে ঠেলে দিয়েছে ইসলামকে রক্ষার জন্য? প্রফেসর জাফর ইকবাল কি ইসলামের বিপক্ষ যুদ্ধে নেমেছে, এখনো কি বদরের যুদ্ধের দরকার আছে? ছেলেটি পেছনে পড়ে গেছে, তার পরিবার পেছনে পড়েছে বলেও আমার ধারণা; সে ভুল পরিবেশে, ভুল ধারণা নিয়ে ভুল-মানুষ হচ্ছে, কিংবা আগাছায় পরিণত হয়েছে।

সরকার প্রফেসর জাফর ইকবালের জন্য যা করেছে, এটুকু করার দরকার ছিলো, সরকারকে ধন্যবাদ; কিন্তু এই ধরণের আক্রান্ত অন্য নাগরিকদের জন্য সরকার কি এতটুকু করেছিলো? মোটেই করেনি। সরকার-প্রধান অন্যদের বেলায় বলেছিলেন, ইসলামের বিপক্ষে কথা বলে কেহ বিপদে পড়লে, সরকার কিছু করবে না। লজিক্যাল অনেক কথাই ধর্মের পক্ষে যাবে না, তাতে যদি কেহ জংগীদের টার্গেটে পরিণত হলে, সরকারের নাকি করার কিছু নেই; সরকারের এই ধরণের অবস্হান কাদের পক্ষে গেছে?

প্রফেসর জাফর ইকবাল কেন টার্গেট ছিলো? প্রফেসর জাফর ইকবালের মতো কথা আধুনিক সময়ে হাজার হাজার মানুষ বলছে, এতে এরাও টার্গেটে পরিণত হচ্ছে; প্রফেসর জাফর ইকবালের জন্য সরকার যতটুকু এগিয়ে এসেছে, বাকীদের জন্যও এগিয়ে এলে, এসব ছেলেরা ভয় পাবে, এসবের প্ল্যানকারীরা ভয় পারে; সরকারকে সবার সরকার হতে হবে।

মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে কি মুক্তমনারা এদেশে নিরাপদ নয়?
আমরা সকল নাগরিকের সমান নিরাপত্তা চাই।

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


মুক্তমনা শব্দটি বাংলাদেশে ভুলভাবে প্রবেশ করেছে; মুক্তিমনা বলতে লজিক্যাল মাইন্ডেড মানুষদের বুঝানো হয়; কিন্তু বাংলাদেশে, মুক্তমনা বলতে ধর্মে অবিশ্বাসী হিসেবে প্রবেশ করেছে, এটা ঘটেছে শিক্ষার মান নীচু হওয়াতে।

বাংলাদেশে অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ আছে, এরা কি করছে নিজেই জানে না, এরা নিজকে ও পরিবারকে বিপদে ফেলে ধর্মের জন্য প্রাণ দিতে যায়, প্রাণ নিতে যায়; জাতিকে দেখতে হবে, যারা পেছনে পড়ে যাচ্ছে, তাদেরকে মুলধারায় আনার চেষ্টা রতে হবে।

২| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী ব্লগারদের যতো অদ্ভুত নাম ৩ পোস্টটিতে আমার মন্তব্য গুলো দেখুন

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজের জন্য সুন্দর একটি নিক নেন; ব্লগে পরিচিত নিকের কাছাকাছি নিক নিলে কেহ পছন্দ করবেন না; আপনি নিশ্চয় চান যে, সবাই আপনাকে ভালোবাসুক!

৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: তা বটে কিন্তু আমার মন্তব্য দেখেছেন ?

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, আপনার ব্যাখ্যা দেখলাম; সঠিক, সামু নিক নেম গঠনে কোন নিয়ম ইমপ্লিমেন্ট করেনি

৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২৯

তারেক ফাহিম বলেছেন: নিরাপদ থাকতে চাই

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


জাতির অবস্হা ঘোলাটে, বিশৃংখল; এতে নিরাপদ থাকা সহজ হবে না।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: ওয়েল সেইড!

সহমত!

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


সরকারগুলো জাতিকে ভালোর দিকে নেয়নি, জাতি বিশৃংখলার মাঝে আছে; মুল সমস্যা সমাধান করার দরকার, ২/১ জনকে সাহায্য করে দেশের অবস্হা বদলানো যাবে না

৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন:
যদি ক্ষমতাসীন সরকার তাদের নিজেদের মধ্যকার দোষীদের শাস্তি কার্যকর করে তবে বাহিরের অপরাধীরা অপরাধ ঘটাতে যথেষ্ট ভয় পাবে।

উদাহরণের লেজ ধরে টানতে গেলে যেটা বলতে হয়, কোন এলাকার প্রতিনিধি যদি তার নিজ পরিবারে অবস্থানকারী অপরাধীকে কঠিন শাস্তি দেয় তাহলে এলাকার মানুষ তার সততায় মুগ্ধ হয়ে অপকর্ম থেকে দূরে থাকবে, আর অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না।

আশাকরি, বুঝতে পেরেছেন ;)

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



ক্ষমতাসীন সরকার নিজেদের আভ্যন্তরীণ সমস্যার সমাধান করছে না, সেটা বড় ধরণের সমস্যার সৃষ্টি করছে সমাজে

৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন:
যদি তারা নিজেদের সমস্যা দূর করতো তবে অপকর্ম হ্রাস পাওয়া শুরু হত।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা মনে করছে, পেশীবাজ ব্যতিত তারা টিকে থাতে পারবে না।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে সু-শিক্ষার অভাব রয়েছে।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে আসছে ৪৭ বছর; এখন সরকার, রাজনৈতিক দলগুলো ও ব্যুরোক্রেটরা মানুষে অদক্ষ শ্রমিকে পরিণত করার জন্য কাজ রে যাচ্ছে; পরীক্ষা ফি দিতে না পেরে আত্মহত্যা নাকি করেছে ১ মেয়ে, আজকের ব্লগে পোষ্ট আছে।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

নিরাপদ দেশ চাই বলেছেন: সরকার কেন জাফর ইকবালকে এত আদর যত্ন করছে তা বোঝাটা রকেট সাইন্স কি? নিউজপেপারগুলোর হেডলাইনেই সেটা স্পষ্ট। মঞ্চে জাফর ইকবালের পেছনে দাড়ানোদের পরিচয় জানা গেছে। পুলিশ, হোয়েন্দা সংস্থার লোক, শাহজালালের ক্যন্টিনের একজন কর্মচারী এবং হামলাকারী। একজন তুচ্ছ দরিদ্র অশিক্ষিত বহিরাগত পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকদের পাশে মঞ্চে ওঠার সম্মান অর্জন করেছে!!!!এরপরের বাকি কাহিনী বুঝে নিতে আর অসুবিধা হয় না, তদন্ত প্রমান ছাড়াই মন্ত্রীদের বয়ানে।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


সরকার জাফর ইকবালের জন্য যতটুকু করেছে, এটার দরকার ছিলো; বাকীদের জন্য তেমন কিছু করেনি; ফলে, জংগীরা মোটামুটি সাহস হারায়নি

১০| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৫৯

নিরাপদ দেশ চাই বলেছেন: জঙ্গী একেবারে গোয়েন্দা সংস্থার লোকের সাথে মঞ্চে উঠে গেছে!!!!! আপনি কি জানেন বাংলাদেশে মঞ্চে ওঠার জন্য কি পরিমান ঠেলাঠেলি লেগে থাকে? এই অখ্যাত বহিরাগত মঞ্চে ওঠার পারমিশন পেল কিভাবে?

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


উনি যে ধরণের অনুষ্ঠানে গেছেন, এগুলো কি অনুষ্ঠান? এগুলো হাঊকাউ

১১| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কে কী করে, কী বলেছে তা দিয়ে কোন আক্রমণের বৈধতা দেয়া যাবে না। তবে সরকার কার বেলায় কী করে তা দিয়ে অনেক কিছু ধারণা পাওয়া যায়...

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


এক নাগরিক রাজনৈতিক, ধর্মীয়, বা দলগত কারণে কারণে ক্ষতি করলে, তাকে বড় ধরণের শাস্তি দিতে হয়।

সরকারকে সব নাগরিকের অধিকার রক্ষা করতে হবে সমান পর্যায়ে, না'হয় সমস্যা বাড়বে, কমবে না।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

আবু তালেব শেখ বলেছেন: আপনার মত যদি আমাদের হর্তাকর্তারা ভাবতো দেশ আজ সুখের সাগরে ভাসতো

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতি করে কেহ নিজের পেটও চালাতে পারে না; ওরা যদি দেশ চালায়, দেশের বারোটা তো বাজবেই। ড: হাসান মাহমুদ, শাহজাহান, নাকি মাহজাহান, মেনন ইত্যাদি নিজের সংসারও চালাতে পারার কথা নয়।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

আবু তালেব শেখ বলেছেন: ছাত্র রাজনীতে ও টাকার ছড়াছড়ি, সংবাদ মাধ্যমে সেটা মাঝেমধ্যে চোখে পড়ে

০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


ছাত্ররা বাংলাদেশের ১ম কাতারের মাফিয়া

১৪| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: যথার্থ বলেছেন। সরকারকে সকলের কথা ভাবতে হবে। শুধু ভি.আই.পি'দের নিয়ে ভাবলে অন্যায় অপরাধ কমবে না।

০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


এই সরকারটা ধনী ও ভিআইপিদের সসরকার

১৫| ০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১৬

রাফা বলেছেন: এই কথাটা প্রথম থেকেই অনেকে বলার চেষ্টা করেছে।আর তাতেই সমস্ত ব্লগাররা নাস্তিক হয়ে গেছে বৃহৎ একটি রাজনৈতিক দলের কাছে।সরকারও ভোটের রাজনিতিতে হার স্বিকার করে নিয়েছে।এখানেই আমাদের প্রচন্ডভাবে আরো বেশি গর্জে উঠা উচিত ছিলো ।আমরা সেটুকুও করতে পারি নাই।আমরাও আমাদের হাত গুটিয়ে নিয়েছি ভিবিন্ন কারনে।কারন আমরা চাইনি এর সুযোগ নিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা অধিস্ঠিত হয়ে যাক মৌলবাদি অপশক্তির দোষররা।সাধারণ মানুষের হাতে বিকল্প থাকলে এর প্রতিফলন ঘটতো সাথে সাথেই ।আমাদের দুর্ভাযগ্য কোন সত্যিকার অর্থে কোন বিকল্প শক্তি আজো গড়ে উঠেনি স্বাধিন বাংলাদেশে।

ধন্যবাদ,চাঁদগাজী।

০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ও আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের মানুষকে প্রজায় পরিণত করেছে; মানুষকে কোন অধিকার না দেয়ায়, মানুষ সরকারের সাথে সকল বন্ধন হারায়েছে; এখন মানুষ ভয়ে আছে, সরকার ও ওদের দল কখন কার ক্ষতি রে বসে।

১৬| ০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৪৭

আটলান্টিক বলেছেন: :) :) :) জাফর ইকবাল স্যার বেঁচে আছেন

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


এত বেশী মানুষের সামনে আক্রমণ করায় বেঁচে গেছেন।

১৭| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০১

মিরোরডডল বলেছেন: well said!!!
সরকার নিরপেক্ষ হতে হবে
justice should be applicable for everyone

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার জীবনে ও জাতির ইতিহাসে এমন কিছু ঘটেছে যে, বর্তমান সরকার নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই

১৮| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

মিরোরডডল বলেছেন: We all know this
এর মানে কি সাধারণ মানুষ কোনও ন্যায়বিচার পাবে না?
শুধুমাত্র ভিআইপি এবং সেলিব্রিটি পাবে?
Autocracy!!!!!!!!!!!!!!
এটা ভাল রাজনীতি না

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


দেশটা এনেছিলেন সাধারণ মানুষেরা; কিন্তু ইহাকে দখল করেছে এলিটরা।

আমরা আজকেও যাদের জন্য কাঁদছি, ওরা সাধারণ মানুষের জন্য কাঁদেনি

১৯| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: কেউ অশান্তিতে থাকলেই, সে কি তখন দেশের মানূষের উপর হামলা করবে?

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


না, হামলা করবে না; তবে, তার মানসিক অবস্হা এমন হবে যে, তাকে অন্যদের বিরুদ্ধে লাগিয়ে দেয়া যাবে; তাঁর জীবনের মুল্য না থাকাতে, সে অন্যদের মুল্য দিবে না।

২০| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: ছেলের বাড়ির আশপাশের বিশ-পঁচিশটা মসজিদ-মাদ্রাসার হুজুরদের এনে ঠিকমতো দাবড়ানি দিলেই সব সত্য সুরসুর করে বেরিয়ে আসবে।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


এটা সঠিক হবে না।

ছেলের বাবাকে পুলিশ হাত-কড়া পরায়েছে; এটা আসলে অত্যাচার।
ছেলের বাবাকে প্রশ্ন করতে পারে, জানতে পারে; কিন্তু সে আত্মসমর্পন করার পর, তাকে হাত-কড়া পারানো বে-আইনী।

২১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষের শেষ হাতিয়ার হচ্ছে ধর্ম। কিছু না পেয়ে শেষে ধর্মকে আকড়ে ধরে।
ওই ঘটনার পর ছেলেটির পরিবার কিন্তু পলাতক।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার গরীবদের মাইনাস করে দিয়েছে।
ছেলের মা-বাবা আত্মসমর্পন করেছে।

২২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১১

শ্রাবণধারা বলেছেন: ব্লগে ড: জাফর ইকবালের উপর সাম্প্রতিক আক্রমন সংক্রান্ত পোস্টগুলোর মধ্যে আপনার এই লেখাটাই সবচেয়ে ভালো মনে হলো চাঁদগাজী ভাই।

আক্রমনকারী ছেলেটার অর্থনৈতিক অনগ্রসরতা প্রাসঙ্গিক নিঃসন্দেহে এবং এ বিষয়ের সরকারের ভূমিকা রয়েছে । কিন্তু এর একটা ধর্মীয়-সামাজিক দিকও আছে যেটা আমার মতে অপেক্ষাকৃত জটিল। আমাদের দেশে অসহিষ্ণুতা এবং জঙ্গী মানসিকতা বাড়ছে, তীব্রভাবেই বাড়ছে। অর্থনৈতিক ভাবে অনগ্রসরদের চেয়ে আর্থিক ভাবে যারা সচ্ছল তাদের মধ্যেও জঙ্গীদর্শন বাড়ছে । একদিকে প্রবল দুর্ণীতি, দুঃশাসন আর যথেচ্ছ ভোগ অপরদিকে কুসংষ্কারচ্ছন্ন অন্ধকার আর নির্বুদ্ধিতার চর্চা। অনেক তথাকথিত শিক্ষিত মানুষও কিন্তু এই নির্বুদ্ধিতার চর্চায় ব্যাপ্ত, যে নির্বুদ্ধিতা যে কোন সময় বিধ্বংসী হয়ে উঠতে পারে । সেটাই একের পর এক ঘটে চলেছে। শুভকামনা ।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি বাংগালী পিএইচডি'কে দেখেছি ধর্মকে ভুল বুঝে, মানুষকে ভুল পথে নিতে চেষ্টা করছে; তবে, এদের সংখ্যা কম। যারা মাদ্রাসা বা স্কুল থেকে ড্রপ আউট, মাদ্রাসার এতিম ছেলে, তারা হতাশ, তাদেরকে যেকোন দিকে নেয়া সম্ভব।

কিন্তু এতিম ও গরীবের ছেলেরা কেন মাদ্রাসায় যাবে; তাদেরকে স্কুলে রাখার মতো সম্পদ জাতির আছে। সরকার জাফর ইকবালকে যতটুকু সাহায্য করছে ১০০০ এতিম ছেলের জন্য ততটুকু সাহায্য করবে না।

২৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: এটা সত্যি কথা আজ অন্য কারও হামলা হলে সরকার মোটেও এগিয়ে আসবেন না ।
সবারই বলার অধিকার আছে । তবে অবশ্যই অন্য ধর্ম কে ব‍্যঙ্গ করার অধিকার কারোর নেই । ভালো না লাগলে যুক্তি সহকারে ব‍্যাখ‍্যা করা উচিত ।
নাস্তিক হ ওয়া সহজ কথা নয় , তার জন্য ও অনেক পড়াশোনা করা লাগে ।
জঙ্গি নেতারা জোর করে কারোর বাকস্বাধীনতা কেড়ে নেওয়া কি আধো ঠিক । কেউ ভুল করলে তাকে হত্যা করার অধিকার তারা কিভাবে পায় , যেখানে ইসলাম ধর্ম শান্তির , অশান্তি তো তারাই ডেকে আনছেন । জঙ্গিদের ইসলামী মনোভাব সম্পূর্ণ না বলে খুনি বলাটাই কি ভালো নয় ।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


সব ধর্মই দাবী করে যে, উহা শান্তির ধর্ম; বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম বলে মনে হচ্ছে?
হিন্দু ধর্ম তাদের অর্ধেক মানুষকে অছোঁয়ার দলে রেখেছিল আড়াই হাজার বছর।
খৃষ্টানরা ২০০ বছর ক্রুসেড চালায়েছে।
পাকিস্তানে গত ৫ বছর মসজিদে বোমা মারা হচ্ছে।

এগুলো শান্তির চিহ্ন নয়; ধর্মকে এখন আর শান্তির উৎস বলা যাবে না।

২৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভুল ধারণা ও মানসিকতা কতটা মারাত্মক হতে পারে ড: জাফর ইকবালের উপর হামলাই তার উদাহরন।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ভুল ধারনার ব্যাপারটা সরকারের কাছে পরিস্কার হয়েছে কমপক্ষে ২০১৩ সালে; সরকার পুলিশ ও র‌্যাব বাড়ায়েছে কিন্তু স্কুল কলেজের জন্য "কাউনসেলার" নেয়নি।

২৫| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮

কানিজ ফাতেমা বলেছেন: অস্থির একটি সময় আমরা অতিক্রম করছি । আপনার ব্যাখ্যাটি চমৎকার লাগলো ।

আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামনা করছি ।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো ব্যস্ত, ব্লগে কম দেখছি।

আমরা ৪৭ বছর অস্হিরতার মাঝে আছি; আমাদের সরকারের লোকেরা ভালুকা-জ্বরে ভোগে মনে হয়, ওরা অস্হির; মাথা অস্হির হলে সারা শরীরে ছড়ায়ে পড়ে।

২৬| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

কামরুননাহার কলি বলেছেন: আপনার কথাগুলো চমৎকার ।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আমরা নিজেদের ভাবনাগুলোকে শেয়ার করি, এটুকুই

২৭| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথাগুলোর সাথে একমত না হওয়ার যুক্তি আমার কাছে নেই।

বাদবাকি, ১ নং মন্তব্য আমারও

০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


মুক্তমনা মানে ধর্ম নিয়ে আলাপ নয়; মুক্তমনা হলেন তাঁরা, যারা লজিক্যাল সত্যকে মেনে নেয়ার মতো উদার ও দক্।

বাংলাদেশের বেশীর ভাগ মানুষ লজিক কম বুঝেন, ফলে মুক্তমনাদের জন্য চ্যালেন্জ আছে এই দেশে।

২৮| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাদ্রাসা,কিন্ডার গার্টেন, ক্যাডেট কলেজ, প্রাইমারী ডজন খানেক নামের শিক্ষা প্রতিষ্ঠান থাকলে জাতি হবে আ বা ল জাতি।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


১২ শ্রেণী অবধি পড়ালেখা সবার জন্য সমান হওয়ার দরকার।

২৯| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমি নিজের কিছু অভিজ্ঞতা বলি।
ব্লগে আমার আসার প্রায় একবছর হতে চললো। আমি একজন ভিন্নমতাবলম্বী মুসলমান, সুতরাং আমার আদর্শের সাথে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর মুসলিম আলেমদের বিরোধ থাকাটা আমার কাছে নতুন কিছু নয়। আমি গঠনমূলক আরৈাচনা ও প্রশ্নত্তোর আশা করতাম শুরুতে। কিন্তু আমার ভূল ভাঙতে দেরী নেয়নি। ব্লগে একশ্রেণীর ধর্মব্যবসায়ী আমার পেছনে লাগে। আমিার প্রথম পাতা থেকে দূরে থাকা ব্লগটাতে যে তাদের কেন আক্রোশ তা আমি বুঝতে পারিনি প্রথম।
সাধারণত, তারা যে ভাষা ব্যবহার করতেন, সেটাতে উত্তর দেয়া ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। আমি তাদের নিচুশ্রেণীর লোকেদের মতোই ধরে নিয়েছিলাম। আমার পেছনে লেগে তারা অনেকটা এমন কথাবার্তা বলতেন:

আমার পোস্টে একবার জনৈক ব্যক্তি পুরোপুরি আক্রোশপূর্ণ হামলা করেন:

এটা কেবল নমুনা। তিনি এই কাজ মারাত্মকভাবে করেছেন। কীভাবে একজনের এতো আক্রোশ থাকতে পারে আমার জানা ছিলো না।
আমি এটা বেশ কয়েকজন ব্লগারকে জানানোর চেষ্টা করি। কেউ আমলে নেননি। ব্যপারটা এমন, ভিন্নমতাবলম্বীরা এমন জিনিসের শিকার হওয়াটা অতি স্বাভাবিক।
আমার বিরুদ্ধে লেখা পোস্টগুলো একটু খুঁজলেই পাওয়া যাবে। জনৈক বিশিষ্ট আলেম আমাকে নিয়ে পাঁচ পর্বের সিরিজ বানিয়েছিলেন। যদিও আমার বেশীরভাগ সময়ে ব্লগে প্রদত্ত সময় সপ্তাহে একঘন্টারও কম। তাদের অফুরন্ত সময় তারা এসবে লাগাচ্ছেন, তাদের ইচ্ছা।


আজকে নতুন একটা মুখ দেখলাম:

এরা যদি একই ব্যক্তির মাল্টি হয়ে থাকেন তবে সমস্যা এখানে, তিনি একজন মানসিক বিকারগ্রস্ত হয়েও চিকিৎসা ছাড়া আপনার আমার মাঝে ঘুরে বেড়াচ্ছেন। তবে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হন তবে বুঝতে হবে। জাফর ইকবাল স্যারের ওপরে হামলাটা যেমন পরিকল্পিত, এরাও আরও অনেক পরিকল্পনার সাথে যুক্ত।

হাস্যকর ব্যপার (এবং একই সাথে দুঃখের), এরা সবাই বেশ যশমান ব্লগার। 'আমিন' জাতীয় পোস্ট নিয়মিত লিখে প্রচুর লাইক, কমেন্ট নেন। সেখানে তাদের ব্যবহার, ভাষা কিন্তু সংযত। কিন্তু এখানে? আমি জানিনা তারা আসলে কি, অন্তরের খবর কেবল আল্লাহ বলতে পারেন। তবে এই কয়টা উদাহরণ তাদের ভদরতার মুখোশের আড়ালে থাকা চরমপন্থী মুখটা কি চিনিয়ে দিতে যথেষ্ট নয়?

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



বাংলা ব্লগিং'এর শুরু থেকে আজ অবধি, ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে ব্লগ সারাক্ষণ উত্তপ্ত ছিল, এখনো একই অবস্হা; ধর্ম হলো বিশ্বাস, এখানে লজিক নেই; ফলে, ধর্ম নিয়ে আলোচনা কোন লজিক মানে না, কোন নিয়ম মানে না; এই অবস্হা মেনে নেয়া কঠিন, কিন্তু এটাই বাস্তবতা। আপনি চেষ্টা করেন, নিজকে প্রকাশ করতে, শালীনতা বজায় রাখতে।

৩০| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

গরল বলেছেন: আমার সঙ্কাটা আসলে যারা আক্রমণ করছে তাদের নিয়ে না, তারা হয়ত অশিক্ষিত। কিন্তু যারা শিক্ষিত হয়েও এই কাজকে সমর্থন করছে, এর পক্ষে সাফাই গাইছে তারা আসলে কোন শ্রেণীর সেটাই আসলে চিহ্নিত করা জরুরী। অশিক্ষা বড়ংচ ভাল কুশিক্ষার চেয়ে।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



দেশের একাংশ আক্রমণকারীছেলেটা থেকেও ভয়ংকর,জাতি বেশ সমস্যায় আছে

৩১| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৩:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ডক্টর জাফর ইকবাল স্যারের প্রসঙ্গ নিয়ে পেরেশান জাতী তাই আমি নিজেও একটা পোষ্ট দিয়ে দিলাম আশা করি পড়ে মজা পাবেন

http://www.somewhereinblog.net/blog/thakurmahmud/30232717

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


ওকে, পড়ে দেখবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.