নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মগের বাচ্চারা সীমান্তে উত্তেজনা বাড়িয়ে, রোহিংগা আলোচনা থেকে সরে যেতে পারে

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০০



মগের বাচ্চারা ছোট লিলিপুটিয়ান বুদ্ধি খাটাতে চাচ্ছেে, মনে হয়: তারা সীমান্ত সৈন্য এনে বাংলাদেশের সাথে বিতন্ডায় যাবে; তারপর সীমান্ত জিরো লাইনে থাকা কিছু রোহিংগাকে গুলি করে মারবে; বলবে, এদের মাঝে "আরসা"(আরাকান রোহিংগা সলভেশন আর্মি) ছিল, বাংলাদেশের ভেতর থেকে বার্মিজ বাহিনীর উপর গুলি করা হয়েছে; এরপর বলবে যে, বাংলাদেশ "আরসা"কে সাপোর্ট করছে; এই অপবাদ তুলে হয়তো ডায়ালগ থেকে সরে যাবে; এটা একটা অনুমান মাত্র; বার্মা আমাদের সীমান্তে সৈন্য আনার অন্য কোন কারণ নেই, ওরা বাংলাদেশের সাথে যুদ্ধ করার কোন লজিক নেই।

বাংলাদেশের ভেতরে, সীমান্তের জিরো লাইনে ২০/২৫ হাজার রোহিংগা বস্তি বানায়ে আছে; বাংলাদেশের উচিত, তাদেরকে ভেতরে নিয়ে আসা; তারা সেখানে থাকলে বাংলাদেশের কোন লাভ নেই; কিন্তু তাদের উপর গুলি চালিয়ে কিছুকে মেরে, "আরসা" ছিল বলে চালিয়ে দিতে সহজ হবে মগের বাচ্চাদের পক্ষে। বাংলাদেশ যখন ১০ লাখের বেশীকে নিতে পেরে্ছে, এই ২০/২৫ হাজারকেও নিতে পারবে।

বার্মা যদি বাংলাদেশের সাথে আলোচনা বন্ধ করে দেয়, বাংলাদেশের করার কিছুই থাকবে না; ওরা দোষ দিতে থাকবে যে, রোহিংগারা আরসা'র সাপোর্টার, তাদেরকে ফেরত নিলে বার্মা বিপদে পড়বে। তারা বারবার "আরসা" "আরসা" করলে, ক্রমে বিশ্বও সন্দেহ করার শুরু করবে, তখন সবদিক বন্ধ হয়ে যাবে। বার্মা কিন্তু কারো কথা শোনে না, সেই ইতিহাস ওদের আছে।

সীমান্ত থেকে রোনিংগাদের সরায়ে নিলে, তারা সীমান্তে গোলাগুলি করার সুযোগ পাবে না; যথাসম্ভব, ওরা বাংলাদেশের বিজিবি'র উপর গুলি চালাবে না। সীমান্তে তারা সৈন্য জড়ো করলে কারো কিছু আসে যায় না, ওরা কখনো বাংলাদেশ আক্রমণ করবে না।

বার্মার আলোচনার প্যাটার্ণ দেখলে, তাদের রোহিংগা ফেরত নেয়ার প্রস্তুতি দেখলে, মনে হয় যে, তারা আসলে রোহিংগাদের ফেরত নিবে না; প্রস্তুতির নামে তারা রোহিংগাদের মাঝে ভীতির সন্চার করছে। এখন থেকে বাংলাদেশকে ভাবতে হবে, রোহিংগারা যদি ফেরত না যায়, তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে।

মন্তব্য ৮০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১৬

সৈয়দ ইসলাম বলেছেন:
সন্দেহ ফেলা যায় না। ২০/২৫ হাজারকে টাই দেয়াই যায়, তবে বিশ্ব কখন কী করলো বা করবে সেটা অনিশ্চয়তার সর্বোচ্চ উপরে।
বার্মা বাংলায় আক্রমণ করবে না সেটা নিশ্চিত।
রোহিঙ্গা যতদিন থাকবে বাংলাদেশের দুশ্চিন্তা ততদিনে বৃদ্ধিপাবে আকাশ পেরিয়।
সরকার এদিকে জোরালো কোন ভূমিকা রাখছে বলে মনে হয় না; একেবারে রাখছে না সেটা বলা যাবে না।



তারপর আপনার শারীরিক অবস্থা কেমন?

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


সরকার করার মাঝে যা করছে, সেটা হলো আগামী ভোটের প্রস্তুতি।
তবে্, সরকারের বেশী কিছু করার নেই, বার্মা কখনো আমেরিকার কথাও শোনেনি।

২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: আমার কাছেও বিষয়টা এরকমি মনে হোচছিল।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



তারা গায়ে পড়ে বিতন্ডা বাজানোর তালে আছে। সীমান্তের জিরো লাইনে থাকা কিছু রোহিংগাকে হত্যা করতে পারে।

৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ এই বিষয়ে কোনো দিক দিয়েই সুবিধাজনক অবস্থায় নেই:
১) সমরশক্তিতে মায়ানমার বাংলাদেশ থেকে এগিয়ে
২) নিষ্ঠুর চীন সরাসরি মায়ানমারকেই সমর্থন করবে
৩) ভারতের মতো ধূর্ত এবং দুমুখো সাপকে বাংলাদেশ যতই পদলেহনই করুক না কেন মিয়ানমারের সম্পদের লোভে তারা গোপনে মায়ানমারকেই অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে মন জয় করতে চাইবে |
৪) বাংলাদেশকে একমাত্র সহায়তা করার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের, কিন্তু বাংলাদেশ সরকারের অদূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে এই দুই দেশের মধ্যে বর্তমানে এমন কোনো ঘনিষ্টতা নেই যে তারাও এগিয়ে আসবে | তাছাড়া ভারতকে এলাকার মোড়লীপনা প্রদান করে যুক্তরাষ্ট্র এখানে নাক গলাবে না |
৫) বাংলাদেশের সত্যিকারের কোনো ঘনিষ্ট বন্ধু দেশ আদৌ আছে বলে মনে হয় না, যা আছে সবই বসন্তের কোকিল টাইপের
৬) বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্থ হবে এবং পিছিয়ে যাবে |

এমতাবস্থায় মিয়ানমারের চড় থাপ্পড় খেয়েও চুপচাপ বসে থেকে ধৈর্যের পরিচয় দেয়াটাই হবে বাংলাদেশের জন্য সবচাইতে মঙ্গোলজনক | একসময় মিয়ানমারের লম্ফোঝমফ এমনিতেই কমে যাবে |

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশের বন্ধু দেশ থাকে, যদি তাদের মাঝে কিছু মিল থাকে; কানাডা ও আমেরিকার মাঝে অনেক মিল। বাংলাদেশের সাথে কারো কোন মিল নেই; আমাদের রাজনীতিবিদদের মত সংগ্রহ কোন জাতির নেই।

বাংলাদেশের সামরিক ক্ষমতা থাকলেও, রোহিংগা সমস্যার জন্য সামরিক শক্তি খাটানো সম্ভব হতো না। বার্মা একমাত্র চীনের কথা ছাড়া ভগবান বুদ্ধের কথাও শুনবে না।

৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার হালহকিকত বললেন না যে? B:-)

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি ভালো আছি; চোখে সমস্যা আছে; দেখা যাক কি হয়

৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন:
সেটা তো অনেক আগেই বলছিলেন।
বার্ধক্যজনিত নাকি অন্য কিছু?

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০০

চাঁদগাজী বলেছেন:


না, বয়সজনিত নয়; কোথায়ও কিছু একটা ঘটেছে, ডাক্তারেরা কিছু বুঝতে পারছে না; গত বছরটা মাটি হয়ে গেছে। আশাকরি, ভালো হয়ে যাবো।

৬| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৩

সৈয়দ ইসলাম বলেছেন:
দু'আ করি, দয়াল নিজ করুণায় আপনাকে সুস্থ করে তুলুন।

এই অসুস্থ চোখ নিয়েও আপনি জাতির সেবা করে যাচ্ছে দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। নিরন্তর শুভকামনা

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।
আসলে, আমি জাতির জন্য কিছুই করছি না; ব্লগারদের সাথে এটা সেটা শেয়ার করছি মাত্র।

৭| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩১

সৈয়দ ইসলাম বলেছেন:
ব্লগাররা কিন্তু ভাই জাতির অন্তর্ভুক্ত ;)

ভাল থাকুন নিরন্তর।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা জাতির সবচেয়ে ভাবুক জেনারেশন, সন্দেহ নেই।

৮| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৪

নতুন বলেছেন: মায়ানমার কখনোই সব রোহিঙ্গাদের ফেরত নেবেনা এটা সরকার এখনো বুঝতে পারছেনা।

মায়ানমার তাদের স্ট্রাটেজিতে জয়ী হয়েছে আমরা নৈতিক ভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি কিন্তু এরা আমাদের স্হায়ী সমস্যা এবং এটা যত তারাতাড়ী সরকার মেনে নিয়ে এদের পূনবাসনের জন্য কাজ শুরু করে তত মঙ্গল।

UN আর যত সংস্থাই আসুক সব রোহিঙ্গাদের আর ফেরত পাঠাতে পারবেনা।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:


মগের বাচ্চারা এমন ত্রাসের সৃষ্টি করেছে যে, রোহিংগাদের ৮০/৯০ ভাগ ভয়ে ফেরত যাবে না।

বাংলাদেশ সরকার ওদের জন্য কিছু করবে না; এরা আমাদের হত-দরিদ্র ২ কোটীর সাথে মিশে যাবে; তবে, এরা একটু অপরাধ-প্রবন মানুষ।

৯| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশের উচিৎ ৭১সালের ভারতের রোল গ্রহন করা।সেটাই হবে মগদের শায়েস্তা করার উত্তম পন্থা।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সাল সম্পর্কে আপনার কোন ধারণা আছে বলে মনে হচ্ছে না।

১০| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আপনি ৭১ সালের কোন ধারণা তো দিচ্ছেন না,থাকবে কি করে!

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে ১ লাখ ২০ হাজার বাংগালী স্বেচ্ছায় যুদ্ধ করতে গেছেন; বাংলাদেশী গেরিলাদের সাপোর্ট করেছেন ৬ কোটী বাংগালী, তাদের অবস্হান নেয়ার স্হান ছিল ৫৫ হাজার বর্গ মাইল।

রোহিংগাদের মাঝে স্বেচ্ছায় যুদ্ধে যাবার জন্য ১০ হাজারও পাওয়া যাবে না; তাদের জন্য কোন সাপোর্ট নেই আরাকানে, তাদের সাপোর্টে কোন ভুমি নেই; তারা আরাকানে প্রবেশ করলে স্হানীয়রা সেনা বাহিনীকে জানিয়ে দেবে; সেনা বাহিনী হেলিকপ্টার দিয়ে ৭ দিনের মাঝে সব শেষ করে দেবে।

১১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে শেখ হাসিনা 'মাদার অব হিউমিনিটি' উপাধি পেয়ে- এখন বিপদে পড়ে গেছে।
গিলতেও পারছে না, বের করতেও পারছে না।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


এটা এখনো শেখ হাসিনার সমস্যা নয়, উনি এই সমস্যা ডেকে আনেনি, বা উনি রোহিংগাদের সাহায্য করেননি; মগের বাচ্চারা এটা আমাদের জাতির উপর চাপিয়ে দিয়েছে।

শেখ হাসিনা মাদার অব হিউমিনিটি নন; বাংগালীরা "ব্রাদার্স এন্ড সিষ্টার্স অব হিউমিনিটি", বাংগালীরা রোহিংগাদের ভেতরে আনার পক্ষে ছিল, সরকার বিরোধীতা করেছিল।

১২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আপনার কথা একদম ঠিক।তারপরও তাদের সশস্ত্র সংগ্রাম ছাড়া মুক্তির কোন উপায় দেখছি না।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি জাতির খাদ্য ও অক্সিজেনের অপব্যয় করছেন।

১৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০২

হাঙ্গামা বলেছেন: বার্মা আমাদের সাথে অনেক হেডম দেখায় কারন তাদের হেডম আছে, যেসব দেশ আর মানুষ এই হেডমের পেছনে শক্তি যোগায় তারা আছে।
আর আমাদের সাথে কে বা কারা আছে সেইটা এখনো ক্লিয়ার হইলো না। আমরা খালি "উস্কানীতে পা দিই নাই" বইলা কতদিন চলবো?

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনারা ফিল্ড-মার্শাল হয়ে জন্মেছেন, মনে হয়। জাতি ঠিক আছে; বার্মা বা ভারত কি করবে, সেটার জন্য জাতি রাইফেল হাতে নিয়ে বসে থাকবে না।

১৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অযথা ব্লগে সময় নষ্ট না করে আমেরিকায় আপনি দু-একটা সভা সেমিনার করতে পারেন রোগিংগাদের নিয়ে।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


সভা করার লোকজনের অভাব নেই; ওরা কয়েক লাখ ডলার চাঁদাও সংগ্রহ করেছে; এবং সেটা তারা রেখে দিয়েছে

১৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রেখে দিল মানে? নিজেরাই খেয়ে ফেললো? বলেন কি?

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের নামে জামাত টাকা তুলেছে, তারা নিশ্চয় এই সরকারকে টাকা দেবে না

১৬| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

হাঙ্গামা বলেছেন: খালি রাইফেল না, সাবমেরিন আর মিগ-২৯/এফ-১৬ জঙ্গী বিমান থাকলে ও কিছু করার নাই।
আমার আশে পাশে তো কেউ নাই। ময়দানে আমি একা।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনি একা নন, ফেসবুকে ২ কোটী জেনারেল আছে।

১৭| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

কানিজ রিনা বলেছেন: আসলে নির্লজ্জ মায়ানমার সামরিক বাহীনি
হয়ত এটাই চাচ্ছে কোনও রকম ঝামেলা
বাধিয়ে যাতে করে রহিঙ্গাদের ফেরত না
নেওয়া লাগে, ইসিহাসে এসব জলদস্যুর
জাত দস্যুই রয়েগেল। জাতীসংঘর কোনও
আদেশই তারা থোরাই কেয়ার করে।
আন্তরজাতীক ভাবে সকল সমন্যয়ে যুদ্ধ
করে এসব বর্বর দস্যু পরাস্ত করা অপরিহার্য
হয়ে দাড়িয়েছে। আরাকান রাজ্য রহিঙ্গাদের
স্বাধীন করে দেওয়া জরুরী। অথচ জাতীসংঘ
এখনও আলোচনা পর্যালচনা করেই সময়
কাটাচ্ছে। আর বুমেরাং ক্ষতি মেনে নিতে
হচ্ছে বাংলার মানুষের। কথায় আছে যা
হয়না বিয়ের রাতে তাহয়না আশ্বিন কার্তিকে।
দিন যত যাচ্ছে সমস্যা তত বাড়ছে। ধন্যবাদ
সুন্দর উপস্থাপনায়।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


অশিক্ষিত ১৫ লাখ মুসলমানের জন্য জাতি সংঘ কিছু করবে না, কিছুদিন খাওয়াবে।

৪২টি মুসলিম দেশ ৪০ হাজার করে রোহিংগা নিয়ে গেলে সমস্যা থাকতো না।

১৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি ঠিকই বলেছেন। ওরা এরকম হম্বিতম্বি করছে যাতে আমরা মাথা গরম করে ঝামেলা বাধাই। ফেসবুকে অনেক গণ্ডমূর্খ আছে যাদের কাজ হচ্ছে বিজিবিকে দিনরাত গালি দেয়া, আর যুদ্ধর প্লান করা। যেন তারা আর্মির জেনারেলের থেকেও ভাল বুঝে। যত্তসব গবেটের দল ফেবুতে গিজগিজ করে।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ফেসবুক ১০/১২ কোটী জেনারেলের জন্ম দিয়েছে, একজন সৈনিকও প্রসব করেনি।

১৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার ধারনার বাস্তবতা দেখার সম্ভাবনা বেশি!

মায়ানমার রোহিঙ্গাদের মূর্খ বানিয়ে রেখেছে। তার ফলাফল "আরশা"।
ইসলামিক স্টেট, তালেবান, আলকায়দা মতো জঙ্গি গ্রুপগুলোর কর্মকাণ্ড বিরক্ত বিশ্ব। তাদের (রোহিঙ্গা) কোনো সাংবাদিক বা মিডিয়া নেই। দেশেবিদেশে সাপোর্ট নেই। তবুও "আরাশা" নামে বন্ধুক,পিস্তল নিয়ে বনে বাদাড়ে ঘুরাঘুরি করছে, ছবি ভিড়িও প্রচার করছে! যেনো নিজেরাই নিজেদের বিপদ'কে ডাকছে...

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


আরসা'র বাংলা অর্থ ইডিয়ট

২০| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২

নতুন নকিব বলেছেন:



মগ দস্যুদের এই রক্তচোষা জাতকে উচিত শিক্ষা দেয়ার প্রয়োজন ছিল প্রথমেই। তারা সেটা না পেয়ে এই পর্যন্ত এসেছে। আরও কত কি করবে কে জানে! ভভিষ্যতে আরও অন্ধকার দেখতে হয় কি না আল্লাহ পাক মালূম। রোহিঙ্গাদের স্ব-দেশে স্ব-মর্যাদায় পুন:প্রত্যাবর্তন আশা করছি।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


ওদের সাথে আমেরিকাও পেরে উঠেনি; ওরা দরিদ্র, কিন্তু ঘাড় তেড়া জাতি; বাংলাদেশ কোনভাবে ওদেরকে শিক্ষা দিতে পারবে না; সম্ভব হলে বুদ্ধি করে, স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে হবে।

২১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

আবু সায়েদ বলেছেন: একমত। তারা ভয় দেখিয়ে রোহিঙ্গাদের ফেরত নেওয়া বাঞ্চাল করতে চায়

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


তারা সেইদিকে যেতে চাচ্ছে; দীর্ঘসুত্রতা করলে, রোহিংগারা নিজেরাই আর ফেরত যাবার কথা ভাববে না।

২২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

বিলিয়ার রহমান বলেছেন: মগরা কুট এবং কুটিল!

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


পেছনে পড়ে যাওয়া এক দুষ্ট জাতি, প্রতি শ'তে ৩০ জন কাজ করে না, তারা ভিক্ষু; আমরা নিজেরাই ভালো অবস্হায় নেই, তার উপর প্রতিবেশী আরও জঘন্য

২৩| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোহিঙ্গারা অপরাধ প্রবন জাতী, এদের নিয়ে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হবে।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


এই অবস্হা জাতি চাহেনি।

আমরা, বার্মা ও ভারতের মানুষের মাঝে অনেক মিল আছে।

২৪| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তাদের রোহিংগা ফেরত নেয়ার প্রস্তুতি দেখলে, মনে হয় যে, তারা আসলে রোহিংগাদের ফেরত নিবে না; প্রস্তুতির নামে তারা রোহিংগাদের মাঝে ভীতির সন্চার করছে।

-কথাগুলো মোটেও উড়িয়ে দেবার মতো নয়। কিন্তু এ নিয়ে আমাদের নেতারা কী ভাবছেন সেটা জানবার কোনো উপায় নেই। অন্যদিকে পত্রিকায় সংবাদ এসেছে যে, রোহিঙ্গারা এক লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশী পাসপোর্ট সংরহ করছে। পাসপোর্ট অফিসের এক শ্রেণির অসাধু কর্মচারী এ কাজ করছে। তারওপর যে রোহিঙ্গারা আসছে তারা সঙ্গে করে বিশ-ত্রিশ-চল্লিশ হাজার ইয়াবা নিয়ে ঢুকছে।
বাংলাদেশ হয়তো ঝুব শীঘ্রই অন্ধকারে ডুবতে যাচ্ছে।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



ইয়াবা বাংগালীরা কিনছে, বাজার আছে। একজন রোহিংগা প্রাকৃতিকভাবে একজন বাংগালী থেকে গড়ে বেশী অপরাধ-প্রবন; আমাদেরকে তা নিয়ে চলটে হবে।

রোহিংগাদের ব্যাপারে, দেশ ও নেতারা কি করছে, মানুষকে জানানোর দরকার অনুভব করেনি কোনদিন। প্রাইম মিনিষ্টার বা প্রেসিডেন্ট ১৫ মিনিট টেলিভিশনে এই নিয়ে আলাপ করলে মানুষ জানতে পারতো; কিন্তু উনারা এত উঁচু ভাবনার মানুষ নন।

২৫| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বার্মা একটি হারামজাদা জাতি । তাদের ভেতর কোন মানু ষ নেই।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


সন্দেহ নেই; তারা বিশাল সম্পদের মালিক হয়েও চীনাদের কাজ করে নিজ দেশে।

২৬| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৫

আবু তালেব শেখ বলেছেন: মানবতার দৃষ্টিতে রোহিংগাদের আশ্রয় দেয়া উচিৎ। তবে তাদের গনহারে আশ্রয় দেয়াও সমস্যার সৃষ্টি করবে। জানোয়ারে দল এরপর চিরুনি অভিযান চালিয়ে বাকিদের ঠেলে দিতে চাইব

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের উচিত, ঢাকায় মুসলিম দেশদের সন্মেলন করে, প্রতি জাতিকে ৪০ হাজার রোহিংগা নিতে উৎসাহিত করা।

২৭| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ২০/২৫ হাজারকে নিয়ে নিলে কথা উঠবে বাকী আর যত রোহিঙ্গা আছে তাদেরও নিয়ে নেয়া হোক। কারণ, মায়ানমার সরকার রোহিঙ্গাদের স্বীকৃতি দেয়নি এখনো। আবার এদের নিয়ে নিলে মায়ানমার বুঝে যাবে বাংলাদেশের দুর্বলতা। মিডিয়াতে দেখি পুরো বিশ্ব বাংলাদেশের পাশে আছে। সুকীর বিপক্ষে আছে। তাহলে মায়ানমার সরকারকে বাংলাদেশ কেন মানাতে পারছে না? ভারতের সাথে ছিটমহল বিনিময় করেছিল, ভারতের সাথে সমুদ্র সীমানা নিয়ে মামলায় জয়ী হতে পারলো। অথচ পুঁচকে মায়ানমারের সাথে পেরে উঠতে পারছে না বাংলাদেশ...

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


বার্মাকে স্বয়ং আমেরিকা ভয় লাগাতে পারেনি; ওরা কারো থেকে রিলিফ ও ঋণ নেয় না, কারো কথা শোনে না; বর্তমানে চীনের কথা শুনছে কিছুটা।

২৮| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭

আবু তালেব শেখ বলেছেন: সীমান্তে সৈন্য সমাবেশ বেশ সন্দেহজনক। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উদ্ভিগ্ন হওয়ার কিছু নেই।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কিছু নেই, ওরা বাংলাদেশ আক্রমণ করবে না; ওরা সামান্য গোলাগুলি করার পর, দোষ দিতে পারে যে, বাংলাদেশের ভেতরে আরসা আছে; তাদের সাথে গোলাগুলি হয়েছে।

২৯| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩২

আবু তালেব শেখ বলেছেন: ইন্ডিয়ায় যত্রতত্র রোহিংগা বিরোধী আন্দোলন হচ্ছে তাদের আশ্রয় দেয়া বা ঢুকতে দেয়ার বিষয়ে। বিশাল ভুখন্ডের অধিকারি ভারত কেন এমন আচরন করছে? নাকি রোহিংগারা মুসলিম বলে?

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


রোহিংগা সম্পর্কে ভারতীয়দের ধারণা, রোহিংগারা অপরাধ-প্রবন মুসলমান

৩০| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কষ্ট হচ্ছে।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



আমাদের ২ কোটী মানুষের অবস্হা রোহিংগাদের সমান

৩১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৩

নাঈমুর রহমান আকাশ বলেছেন:
বিশ্ববিবেককে আল্লাহ জাগ্রত করুন।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ মানষকে জীবন ও দায়িত্ব দিয়েছেন।

৩২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৫

আবু তালেব শেখ বলেছেন: বাংলাদেশের উচিত, ঢাকায় মুসলিম দেশদের সন্মেলন করে, প্রতি জাতিকে ৪০ হাজার রোহিংগা নিতে উৎসাহিত করা।,,,,,,, লাখ কথার এক কথা বলেছেন

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


সমস্যা থাকলে ভাবতে হয়, ভাবলে পথ বের হয়।

৩৩| ০৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:০০

ডঃ এম এ আলী বলেছেন: ভালই বলেছেন , তবে কথা হল " ছলের কলের অভাব হয়না" । সীমান্তের জিরো লাইন হতে দুরে দুদিকেই ছলা কলা করার জন্য উপাদান থাকতে পারে । তবে যে কোন মুল্যেই যুতসই একটি কৌশলতো বের করতেই হবে ।

০৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশেকে চেষ্টা করতে হবে, যাতে আরসা'র কোন দোষ যেন, মগেরা বাংলাদেশের উপর চাপাতে না পারে।

৩৪| ০৬ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২৪

হাফিজ বিন শামসী বলেছেন:
মিয়ানমার আগ থেকেই রোহিংগা ইস্যু ভিন্ন খাতে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এক দুই বার নয় বহু বার বাংলাদেশের আকাশ সীমা লংঘন করেছে। সরকারকে ধন্যবাদ যে, সে ফাঁদে পা দেয় নি।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


বার্মার সাথে বাংলাদেশের কোন সমস্যা নেই, বার্মার নিজস্ব সমস্যা বাংলাদেশের উপর চাপায়েছে; মগের বাচ্চাগুলো অকারণে সমস্যার সৃষ্টি করে চলেছে।

৩৫| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৭

মলাসইলমুইনা বলেছেন: রোহিঙ্গা সমস্যাটা দিনে দিনে ক্রিটিকাল হয় যাচ্ছে বাংলাদেশের জন্য | এবার কূটনৈতিক বিচ্ছিন্নতাটাই বেশি ভুগালো আমাদের আর আরো অনেক ভুগাবেও মনে হচ্ছে |

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের নিজের অনেক সমস্যা, তার উপর এই ধরণের সমস্যার জন্য সরকার কোনভাবেই দক্ষ নয়।

৩৬| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৯

নতুন নকিব বলেছেন: আপনাকেও প্রানঢালা অভিনন্দন। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

আপনার কোন পোস্টে লেখাটির লিঙ্ক দিয়ে দেয়ার চেষ্টা থাকবে।

অনেক ভাল থাকুন।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


কি নিয়ে বলছেন, আমার কাছে পরিস্কার হয়নি

৩৭| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

লেবুচাঁদ চট্টোপাধ্যায় বলেছেন: ভাল কিছু হবে। ইনশাআল্লাহ

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


অনেক দেশ আছে, যাদের মানুষ দরকার আছে, বাংলাদেশ সেই দেশ নয়

৩৮| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

নতুন নকিব বলেছেন:



দু:খিত! ভুলে আপনার পোস্টে মন্তব্যটি চলে গেছে।

অনেক কৃতজ্ঞতা। আপনার জন্য কল্যানের দোআ।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



ওকে

৩৯| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬

গরল বলেছেন: আমারতো মনে হয় চীন কলকাঠি নাড়ছে গভীর সমুদ্র বন্দরের মালিকানা বা অধিকার পাওয়ার জন্য। মনে আছে নিশ্চই যে চীনই কিন্তু মায়ানমারকে আলোচনার টেবিলে বসিয়েছিল। আর একটা কারণ হতে পারে ট্রান্স এশিয়ান রেলওয়ে যেটার একটা শাখা বেইজিং থেকে মিয়ানমার হয়ে চিটাগাং পর্যন্ত আসার কথা এবং আরো বিস্তৃত হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত যাবে। ইতিমধ্যে তারা কিন্তু তাদের পুরাতন সিল্ক রোডকে কাজাকিস্তান পর্যন্ত নিয়ে গেছে এবং পরিকল্পনা আছে ইউরোপে ঢুকার। স্ট্রীং অব পার্ল নামে তাদের বিশার পরিকল্পনা আছে যার অংশ হচ্ছে আমাদের এই গভীর সমুদ্র বন্দর।

String of pearls

আমারতো মনে হয় চীন কলকাঠি নাড়ছে গভীর সমুদ্র বন্দরের মালিকানা বা অধিকার পাওয়ার জন্য। মনে আছে নিশ্চই যে চীনই কিন্তু মায়ানমারকে আলোচনার টেবিলে বসিয়েছিল। আর একটা কারণ হতে পারে ট্রান্স এশিয়ান রেলওয়ে যেটার একটা শাখা বেইজিং থেকে মিয়ানমার হয়ে চিটাগাং পর্যন্ত আসার কথা এবং আরো বিস্তৃত হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত যাবে। ইতিমধ্যে তারা কিন্তু তাদের পুরাতন সিল্ক রোডকে কাজাকিস্তান পর্যন্ত নিয়ে গেছে এবং পরিকল্পনা আছে ইউরোপে ঢুকার। স্ট্রীং অব পার্ল নামে তাদের বিশার পরিকল্পনা আছে যার অংশ হচ্ছে আমাদের এই গভীর সমুদ্র বন্দর।

String of pearls

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


বার্মা এখন চীনের হাতে; সমুদ্র বন্দর ওরা ওখানেই করছে; এসব নিয়ে বাংলাদেশের সাথে কাজ করা এখন মোটামুটি অসম্ভব।

রোহিংগাদেরকে সবকিছু থেকে বন্চিত করে, দরিদ্র ও অশিক্ষিত করে বার্মিজদের কি লাভ হয়েছে? সমস্যা শুরু করেছিল বার্মিজ সরকার; পরে রোহিংগারা পেছনে পড়ে দেশে কিছু সমস্যা করছিলো।

৪০| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মিয়ানমারের মতো বর্বর ও বেয়াড়া কিসিমের একটা দেশ রোহিঙ্গাদের ফেরত নেবে, এটা আমিও বিশ্বাস করি না। ওরা টালবাহানা করে সময় পার করছে আর আমাদের সরকার বোকার মতো আশা নিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে। সরকারের কূটনীতি অকার্যকর। চীন, রাশিয়া এমনকি ভারতও আমাদের সাথে নেই। তাদেরকে সাথে না পেলেও তাদেরকে অন্তত নিউট্রালাইজ করার উদ্যোগও নাই সরকারের।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ আভ্যন্তরিণ সমস্যায় জর্জরিত, বাহিরের সবাই জানে; আমাদের ব্যুরোক্রেটরা ভারত, চীন, রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তোলার মত দক্ষ নন, এরা বাটপাড়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.