নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নারীস্হানে নারী দিবস মানেই অর্থহীন বক্তৃতা, বাণী, ব্লা ব্লা

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১



শুনছি ভালোবাসা দিবসে কয়েক কোটী টাকার ফুল বিক্রয় হচ্ছে, নারীরা উপহার পাচ্ছেন সেদিন; টেলিফোনে দিনরাত ভালোবাসা চলছে পুরোদেশে; ৫ম শ্রেণীর মেয়েরও বয়ফ্রেন্ড আছে; মনে হয়, সুখী নারীর দেশে আছি আমরা।

বাংলাদেশে প্রাইম মিনিষ্টার নারী, রওশন এরশাদ বিরোধী নেত্রী, স্পীকার নারী, নারী মন্ত্রী আছেন আরো ২ জন; এ ছাড়া আরেক বড় দল, বিএনপি'র সভানেত্রীও নারী; সেইদলের একজন ভারিক্কী সুন্দরী মহিলা মাঝে মাঝে পুলিসকে কাং-ফু মারে; সব মিলিয়ে বাংলাদেশকে নারীস্হানও বলা যেতে পারে।

আবার শুনছি যে, ধর্ষণের পরিমাণ বেড়েছে, বিবাহ বিচ্ছেদ সীমা ছেড়ে গেছে, ভালোবাসার কথা বলে জিং জিং বেড়ে গেছে, বিয়ের আগে নাকি অনেকের বাচ্চা হচ্ছে , বাবাকে খুঁজে পাওয়া যায় না; গার্মেন্টস'এ চাকুরী দিয়ে বিনিময়ে জিং জিং করছে; নারীরা মাথায় করে তেতালায় ইট তুলছে, জাহাজ থেকে বালি খালাস করছে; ১২ লাখ কিশোরীকে চাকরাণী বানায়েছে, যখন ইচ্ছা তখনই মারধর করে; অনেকে স্বদেশে দেহ ব্যবসা করতে বাধ্য হচ্ছে; বিদেশেও দেহ ব্যবসায় বাংগালী মেয়েদের নিয়োজিত করা হয়েছে; ভালোর থেকে খারাপ খবরই তো বেশী দেখছি।

সমাজে নারীর বর্তমন অবস্হান নির্ণয় করে, তাঁদের অবদান ও সমস্যা বুঝে, তাঁদের পারিবারিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য নারী দিবস চালু করা হয়েছিল আমেরিকায়, ১৯০৯ সালে; এটা করেছিলেন সোস্যালিষ্ট মনোভাবের লোকজন; সোস্যালিষ্টরা করাতে আমি নিজেই একটু গর্ব অনুভব করছি, আমি এসব লোকদের পছন্দ করি।

গত বছর বাংলাদেশে নারী দিবস পালনের সময় আমাদের নারী প্রাইম মিনিষ্টার, বিরোধী-নেত্রী, স্পীকার কিছু বলেছিনে নাকি? বলে থাকলে ভালো, মোটামুটি ব্লা ব্লা আর কি; না হয়, এই বছর বলবেন, সেটাও হবে ব্লা ব্লা। ভাবছি, আমাদের দেশের ক্ষমতা থেকে নারীরা চলে গেলে, দেশে নারীদের অবস্হা কি হবে?

মনে হয়, যদি প্রতিটি শিশুর পড়ালেখার খরচের দায়িত্ব জাতি নেয়, আমরা শক্তিশালী জাতিতে পরিণত হবো, এসব সমস্যা কমে আসবে; জাতির কাছে সম্পদ আছে; শেখ হাসিনার বা রওশন এরশাদের পকেট থাকে ১ পয়সাও দেয়া লাগবে না।


মন্তব্য ৪৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সিফটিপিন বলেছেন: পুরুষ দিবস আছে নাকি?

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় বিশ্বে প্রতিদিনই পুরুষ দিবস।

২| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সিফটিপিন বলেছেন: B:-) :)

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় বিশ্বে নারীরা ভয়ংকরভাবে অসহায়; অনেক দেশে বিবাহ বিচ্ছেদের পর স্বামী নিজের বাচ্ছাদের খবর রাখে না; বাংলাদেশেও এই অবস্হা, নারীরা ভয়ানকভাবে অবহেলিত।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:১০

সৈয়দ ইসলাম বলেছেন:
বাংলার সরকার সেই সম্পদকে কাজে লাগাতে পারছে না! অতীতেও কেউ পারেনি; অতীতের অনেককে দিয়ে তো ভাবাই যায় না, যেমন খালেদা ইত্যাদি /:)

সরকার জনসম্পদ ও কৃষিনির্ভর দেশের কৃষি সম্পদকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে পেছনের ব্যর্থতাগুলো ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছে মনে হয়। যদি জাতি উন্নতিলাভ করত, তবে আমাদের বিবাহবহির্ভূত নারীরা নবাগত সন্তানদের ড্রেন, রাস্তার পাশ ও জঙ্গলে ফেলে আসতেন না!

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের সরকারটাই ছিল আমাদের সরকার; উহার প্রশাসন ছিল পাকীপন্হী ব্যুরোক্রেটদের, সেজন্য সেটা ব্যর্থ হয়েছিল।

বাকীগুলো সাধারণ মানুষের সরকার নয়: কোনটা মিলিটারীর, কোনটা ব্যবসায়ীদের, কোনটা বাটপাড় ব্যুরোক্রেটদের, যতসব হাউকাউ

৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩১

কামালপা বলেছেন: বাংলাদেশের সম্পদ কোথায়? তেল নেই, গ্যাস কম, জমি কম।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনি আপনাকে হিসেব করেননি, সমস্যা সেখানে।

বাংলাদেশে ৩৩ বিলিয়ন ডলার রিজার্ভ জমা হয়েছে সম্পদ থাকার ফলে; উর্বর জমি, মানুষ, পানি, পাহাড়, গ্যাস, নদী, সাগর, সবই সম্পদ।


চোর ও অশিক্ষিত মানুষ ও বেকার হলো দেশের জন্য ক্ষতিকর

৫| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চাঁদগাজী ভাই! একটু বিব্রত হয়েই বলছি ''নারীস্তান'' শব্দটা কি চেঞ্জ করা যায়? ''স্তান'' শব্দটা চোখে প্রথমবার পড়ার পর অন্য একটা শব্দ ভেসে উঠছে।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


ওকে, "স্হান" করে দেবো; নারীস্হান হয়ে যাবে বাংলাদেশ

৬| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৮

আবু তালেব শেখ বলেছেন: নারীর অত্যাধিক ক্ষমতায়ন কখনো শুভ হয় না। আমাদের রাষ্ট্রের দুই নারী তার প্রমান। হিংসাত্মক রাজনীতিতে নারীরা বেশ পটু।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


প্রায় দেশে নারীরা ভালো করেছেন।

আমাদের একজন এসেছিলেন ক্ষোভে, অন্যজন এসেছিলেন লোভে; উনাদের মিশন সফল হয়েছে, জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বার্নি ক্যান্ডিডেট হলে তাকে ভোট দিতেন?

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



আমি তার রাজনীতি পছন্দ করি

৮| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০

অর্ধ চন্দ্র বলেছেন: জিং জিং হয়েছে!

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসি ভালোবাসি বলে জিং জিং করছে, পরে বিয়ে করে না, এটা বিশাল সমস্যা

৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Can I expect mutual respect from people who comment like these?

"পুরুষ দিবস আছে নাকি?,"
"চাঁদগাজী ভাই! একটু বিব্রত হয়েই বলছি ''নারীস্তান'' শব্দটা কি চেঞ্জ করা যায়? ''স্তান'' শব্দটা চোখে প্রথমবার পড়ার পর অন্য একটা শব্দ ভেসে উঠছে,"
"নারীর অত্যাধিক ক্ষমতায়ন কখনো শুভ হয় না। আমাদের রাষ্ট্রের দুই নারী তার প্রমান। হিংসাত্মক রাজনীতিতে নারীরা বেশ পটু।"

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি এখন আপনার লক্ষ্যের শুরুতে আছেন, এখন থেকে লিখুন।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা অন্য শিক্ষিতদের চেয়ে শিখার সুযোগ বেশী পাচ্ছেন; আশাকরি, সবকিছু ভালো দিকে যাবে; বাংলাদেশ ভয়ংকর বিশৃংখলার মাঝ দিয়ে অগ্রসর হচ্ছে।

১০| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: ভাই হুদাই এই কথা গুলো লেখেন! কে বুঝবে এই কথা গুলো। কে ভাই ভালোবাসা দিবসে ফুল কেনার টাকা গরিবের শিক্ষার খাতে ব্যয় করবে? কে বা কারা জিং জিং করা বন্ধ করবে, জিং জিং করার পর অবৈধ গর্ভপাত ঘটানো বন্ধ করবে?
একটা মন্তব্যের প্রতিউত্তরে বললেন, ভালোবাসি ভালোবাসি বলে জিং জিং করছে। আমার প্রশ্ন হলো, কেন এরকম করবে? কেন একজন নারী এই সুযোগ টা করে দিবে? কেন একজন পুরুষের এতো নিচু মানের চিন্তা থাকবে?

ভাই প্লিজ আপনে এরোকম লেখা বন্ধ করে দিন। কি লাভ যদি ১০ জন মানুষ কথা গুলো নাই বুঝে !!
পুরুষ কিংবা নারী এরা তো মানুষ, এই কথাটা ভুলে যায় কেন?

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো সামাজিক বিশৃংখলার অংশ; মেয়েরা পরিবারের মুল্য বুঝতেছে না; দরিদ্রদের অবস্হা এত খারাপ যে, তাদের মেয়েরা কোনভাবেই দাঁড়ানর সুযোগ পাচ্ছে না; এদেরকে লেখাপড়া করার সুযোগ দিলে, অবস্হা ভালো দিকে যাবে।

১১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট, ধন্যবাদ চাঁদগাজী ভাই।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


সরকার ও জাতির অবস্হার উপর নির্ভর করে নারীদের অবস্হান; আমাদের দরিদ্র মেয়েদের দরকার ফ্রি পড়ালেখা

১২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: এইসব দিবস পালন না করে সমাধানের পথ খুঁজাটাই আসলে উচিত ।
অনর্থক এতো এতো দিবস ।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:



আসলে, দিনটি করা হয়েছিল আমেরিকা ও ইউরোপের জন্য; মানুষ ক্রমেই এগুলোর পক্ষে কথা বলছেন সারা বিশ্বে

১৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:২৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: :) :) এইবার কিন্তু না হেসে পারলাম না। আপনার লেখা পড়ে প্রথমে মনে করলাম নারী বিদ্বেষ ছড়াবেন, কিন্তু নিচে এসে ভুল ভাঙল। নারীস্থানে নারীদের বেহাল অবস্থা ব্যাখ্যা করে। ধন্যবাদ সুন্দর সচেতনতা সৃষ্টিধর্মী পোস্টের জন্য। তৃতীয় বিশ্বের সকল দেশেই নারীদের অবস্থা ভালো নেই। এটা খুবই দুঃখের বিষয়।
ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


উপরের শ্রেণীর মহিলারা ভালই আছেন, উনারা নীচেরগুলোর জন্য কিছুই করছে না

১৪| ০৯ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেগম রওশন আরা জাতীয় সংসদের বিরোধীদল নেতা। তিনি একটা জিনিস মিস করেছে। বিগত চার বছর ধরে তিনি কোন জাতীয় দিবস কিংবা ঈদে বাণী দেননি। এটা একটা সুযোগ। তার ভাষণগুলোও দেখি কাচা ধরনের। এই সব মানুষ রাজনীতিতে থাকলে দেশ এগুবে কি করে?

মনে হয় সুনীল শুভরায় বাণী টাণী কিছু লিখে দেন না।

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


এড়শাদের সব চুরির মুলে ছিল রওশন, উহার জেলে থাকার কথা

১৫| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২১

সিনবাদ জাহাজি বলেছেন: নারী এবং পুরুষ এর যে বৈষম্য তা সবচেয়ে বেশী প্রকট হয় এই নারী দিবসের উপস্থিতিতে। সারাবিশ্বে কি পুরুষ দিবস বলে কোন দিবস আছে? নেই তবে কি দরকার নারী দিবসের? নারী দিবসে নারীবাদী বক্তৃতা দিয়ে নারীর অসহায়ত্বের শুযোগ নিয়ে জিং জিং করলে নারীর অবস্থানের পরিবর্তন হবে না।

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


নারী দিবস চালু করা হয়েছিল আমেরিকার নারীদের জন্য; আমেরিকার মানুষ অনেকের চেয়ে বেশী জানে; অন্যদেশের চিন্তাশীলরা নিজ দেশে চালু করেছেন

১৬| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

আটলান্টিক বলেছেন: মনে হয়, সুখী নারীর দেশে আছি আমরা
হা হা হা =p~

আসলেই দেশে বড় ধরনের অস্বাভাবিকতা রয়েছে।কেউ দেখেও দেখছেনা।আপনি উল্টোদিকে বসে আছে।

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশের শিক্ষিতগুলো দুষ্ট কিংবা কানা

১৭| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

ইয়াছিন ভুট্রো বলেছেন: ভালোলাগা পোষ্ট, ধন্যবাদ ভাই। আজ আমার প্রথম দিন ব্লগে, দোয়া করবেন সবাই। লিখতে তেমন পারিনা তবে আপনাদের লেখা পড়তে ভালোলাগে। ভালো থাকবেন সবাই।

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


স্বাগতম, মানুষের জীবনের উপর লিখুন

১৮| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সমানাধিকরণের যুগ। প্রতিটা দিনই দিবস। কোন বিশেষ দিনে তা উদযাপন, অনেকটা তার অস্তিত্ব স্মরণ করায় দে'য়ার মত। অথচ আমাদের চারপাশে কী প্রবল তারা!

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


দিবস পালন করা হয়, কোনকিছুকে বদলানোর জন্য

১৯| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মহাসমারোহে রাষ্ট্রীয় সম্পদের লূটপাট চলেছে/চলছে এর ভিতর দিয়েও আমরা এগিয়ে যাচ্ছি ।
এই সরকারের মন্ত্রীরা কাজের চেয়ে কথাকে বেশি পছন্দ করেন। দুজন মন্ত্রি এর ব্যাতিক্রম, নসরুল হামিদ বিপু আর প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রি মোস্তাফিজুর রহমান ফিজার।
দেশে প্রাথমিক শিক্ষায় নারীদের অংশগ্রহন অনেক বেড়েছে। জাতি শিক্ষিত হচ্ছে।

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা পাচ্ছে তারা যাদের কেহ আছে, সবাইকে শিক্ষিত করা হচ্ছে না; ৪৭ বছরে কখনো সবার জন্য শিক্ষার কথা বলা হয়নি

২০| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: নারীর ক্ষমতায়ন পারিবারিক ভাবে হতে হবে। ক্ষমতার মাথায় নারী বসে থাকলেই নারীর ক্ষমতায়ন হয় না। আর এ ক্ষেত্রে দায়বদ্ধতা সবার।

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি অবশ্যই সরকারী চাকুরী করেন, এমন কিছু বলেন, হয়তো নিজেও বুঝেন না

২১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:২০

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী ভাই।
নারী দিবস, নারীদের অধিকার সব মুখে মুখে। কাজের বেলায় কিছু নাই B:-)

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


প্রাইম মিনিষ্টার নিজেই গতকাল ব্লা ব্লা করছিলো

২২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, নারীরা শিক্ষিতা এবং প্রভাবশালী হলে কেমন বদলে যায়। তাদের মধ্যে আবহমান গ্রামবাংলার মতো চিরচেনা বৈশিষ্ট্য আর খুঁজে পাওয়া যায় না।

১০ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



কারণ, এখনো সংখ্যার দিক থেকে তারা এত কম যে, তারা বুঝতে পারে না, কোন ভুবনে তারা আছে! বেগম জিয়া যদি প্রাইম মিনিষ্টার হয়ে যায়, উনার মাথা কি কাজ করার কথা?

২৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮

জাহিদ অনিক বলেছেন:


আমরা একদিন নারী দিবস পালন করি - বুঝতে চাই নারীর অস্তিত্ব আছে।
অথচ আমাদের নিজেদের অস্তিত্বই নেই।
আমরা মানুষকে যে কয়টি শ্রেণিতে ভাগ করেচি অবহেলা করার জন্য তার মধ্যে দুইটা মূখ্য ভাগ হচ্ছে-
মানুষ= ১) নারী
২) পুরুষ

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


যারা নারীর সমস্যা বুঝেছিলেন, তারা নারী দিবস চালু করেছিলেন, আমেরিকার শিক্ষিত লোকেরা নারী দিবস চালু করেছিল; বাংলাদেশে নারীদের কোন সমস্যা আছে বলে মনে হয়?

২৪| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

জাহিদ অনিক বলেছেন:


বাংলাদেশের নারীদের সমস্যা একটাই, তারা যা চায় সেটা বলে না, যেটা বলে সেটা চায় না।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি হয়তো কলেজ, ইউনিভার্সিটির সংকটে-থাকা মেয়েদের কথা বলছেন; মুল নারীরা সংখ্যায় অনেক বেশী, তাঁরা কষ্টে আছেন; উনারা তারানা হালিম বা রওষহন এরশাদ বা বেগম জিয়া নন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.