নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার উচিত \'সীমিত আকারের সর্বদলীয় সরকার\' গঠন করা

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২



শেখ হাসিনা ঠিক গতবারের মতো, 'সরকারে থাকা দলগুলো থেকে সর্বদলীয় সরকার' গঠন করে, সেই সরকারের অধীনে নির্বাচন দেবেন; নাই মামার চেয়ে কানা মামা ভালো; কারণ, বিএনপি এই অবস্হার পরিবর্তন ঘটাতে পারবে না; এবং জনতা আপাতত এইদিকে এখনো নজর দিচ্ছে না, উহারা কোনভাবে খুঁদকুটা যোগাড়ে ব্যস্ত। শেখ হাসিনা বিএনপিকে এভাবেই দেখতে চান, উনার প্ল্যান কাজ করেছে, উনি সফল হয়েছেন। কিন্তু উনার সাফল্য পুরো জাতির জন্য সাফল্য নয়; উনাকে জাতির জন্য কাজ করতে হবে এখন।

উনার ইচ্ছা মতো নির্বাচন হলে, দেশের পুরো অংশ মেনে নেবে না, পুরো অংশকে সাথে রাখার জন্য সর্বদলীয় সরকার গঠন করতে পারেন। আজ অবধি যে প্যাটার্ণ চলছে, নির্বাচনে তিনি জয়ী হবেন, তিনি যাকে নমিনেশন দেবেন, সে জয়ী হওয়ার সম্ভাবনা বেশী।

তা'হলে, তিনি কোয়ালিশন করে, সব দল থেকেই নমিনেশন দিক: গত নির্বাচনে যারা অংশ নেয়নি, তাদের থেকেও নমিনেশন দেয়া হোক উনার দলের সাথে কোয়ালিশন করে। বড় দল হিসেবে, বিএনপি থেকে তিনি ৫০ জনের মতো নমিনেশন দিতে পারেন; যেমন ড: এমাজুদ্দিন সাহেব, ড: মঈন খান, মির্জা ফখরুল মতো লোকদের। ড: কামাল হোসেনের দল থেকে ২/৩ জনকে নমিনেশন দেয়া যায়। এর বাহিরে, দেশে খুবই প্রফেশানেল থাকে ৫০ জনকে আওয়ামী লীগের অধীনে, বা কোয়ালিশনের অধীনে নমিনেশন দেয়া সম্ভব।

উনার কোয়ালিশনে যদি সব দল থেকে মানুষ জয়ী হয়, সেটা সীমিত আকারে 'সর্বদলীয় সরকার' হবে। উনার আওয়ামী লীগ, ইনুর জাসদ, এরশাদ ও রওশন ভালো করছে না, এটা পরিস্কার। উনার বর্তমান কোয়ালিশন নিয়ে মানুষ অসন্তষ্ট; যদিও বিএনপি উনার সাথে পেরে উঠছে না, এটাই শেষ নয়, মানুষ এক সময় লেগে যাবে, ও উনার কোয়ালিশনের পতন ঘটবেই ঘটবে; তখন উনার ৩৬/৪০ বছরের অর্জন ধুলায় মিশে যাবে, উনার অবস্হা বেগম জিয়ার থেকে শোচনীয় হবে।

মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসিনা আপা শেখ সাহেবের মত উদার নন। উনাকে দিয়ে এই কাজ হবে না।

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



উনি উদার হওয়ার তেমন কারণ নেই; তবে, বাংগালীরা ভালুকের মতো, নিজকে রক্ষার জন্য উনাকে সঠিক পথে আসতে হবে।

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


প্রসংগক্রমে, শেখ সাহেব উদার ছিলেন না; উনি জিয়া, এরশাদদের মতো কপট ছিলেন না; তবে, উদার ছিলেন না।

২| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: হাসিনা এই কাজ করবে? আপনি বোকার স্বর্গে রয়েছেন। তিনি এখন ২৫০ আসনেও তুষ্ট নন। ৩০০ আসনের পুরোটাই ভাগ বাটোয়ারা করতে চান নিজের অনুগতদের মধ্যে।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


উনার মিশন শেষ হয়ে গেছে, তিনি দরকারের বেশী সময় নিয়েছেন; ঘন্টা বাজছে, মানুষ দেয়ালে, বিস্ফোরণ ঘটার সমুহ সম্ভাবনা।

৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৩

শাহিন-৯৯ বলেছেন:



১) "সরকারে থাকা দলগুলো থেকে সর্বদলীয় সরকার" কথাটির মানে তেমন বুঝি নাই আর একটু ক্লিয়ার করলে ভাল হয়।
২) আপনার দেওয়া রেসিপি অনুসারে যদি সরকার গঠন হয় তাহলে প্রধানমন্ত্রী কি উনি থাকবেন?
৩) এই সরকারের বিরুধী দল কারা থাকবে, আমরা যারা ব্লগার তারা? (বিরুধী দল ছাড়া গনতন্ত্র শব্দ অচল)

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে বিরোধীদলের কাজ ছিলো: রেল লাইন তুলে ফেলা, ৭২ ঘন্টার হরতাল ডাকা; ওরা কখনো পার্লামেন্টে যায়নি, বেতন ভাতা নিয়েছে, ব্যবসা করেছে; ফলে, বিরোধীদলের জন্য কাঁদার দরকার নেই।

গত নির্বাচনে হয়েছিল সরকারের থাকা দলগুলোর অধীনে, এবারও সেইভাবে হবে।

উনার প্রধানমন্ত্রী হওয়া ঠিক হবে না; ৩ বারই জাতির জন্য খারাপ উদাহরণ হয়ে গেছে।

৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখন জাতীর মধ্যে কোন ঐক্য নাই। শেখের বেটি যত ভালো কাজই করুক, এক শ্রেণীর কাছে তা কখনোই ভাল মনে হবে না।

শেখ সাহেব জাতীয় ঐক্যের জন্য বাকশাল করেছিলেন। আমি বঙ্গবন্ধুর বাকশালকে সমর্থন করি। জাতীয় ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোর ঐ রকম কিছু একটা করা দরকার। তা না হলে দেশ আগানো যাবে না।।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


বাকশালের নাম নিলে শেখ হাসিনা রাজনীতিতে থাকতে পারতে্ন না, উনার বাবার সাথে উনার দেখা হয়ে যেতো অনেক আগে।

সর্বদলীয় সরকার একবার গঠন করলে, জাতির অস্হিরতা কিছুটা কমে আসবে।

৫| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

পলাশবাবা বলেছেন: চাঁদ গাজী দেখি এরশাদের সাথে গলা মিলাচ্ছেন। এরশাদ ও শুনলাম একই দাবী করেছেন। বাহ বাহ ...
বাহ বাহ ।
শেখ সাহেবের বাকশাল তো কোয়ালিশান ছিল না নিজাম ভাই। প্রচ্ছন্ন হুমকি ছিল।এখনকার সিস্টেম হল বাকশালের প্রেতাত্না।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



এরশাদ হলো সার্থক বাংগালী, বাংগালী প্লেবয়; তার শাস্তি বাকী আছে।

এরশাদ কি বলছে আমি জানি না; সে তার স্বার্থে বলছে; আমি বলছি এই দেশের হ্তভাগ্য সাধারণ মানুষের পক্ষে

৬| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গনতন্ত্র চাইলে দেশ আগাবে না (বর্তমানের জ্বালাও পোড়াও নীতি অনুসারে) আর স্বৈরতন্ত্র চাইলে দেশ মোটাদাগে---- আগাবে, কিন্তু গঠনতন্ত্রের বারোটা বাজবে।

এখন জনগন যদি দুটোই চায় তাহলে, বর্তমানের মাথা মোটাদের দিয়ে হবে না, আসমান থেকে কোন নেতাকে নাযিল হলে হতে হবে:P

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা হয়তো জ্বালাও পোড়াওকে কন্ট্রোলে এনেছে; না হয়, বেগম জিয়ার জেলের পর জামাত-শিবির নেমে যেতো।

গণতন্ত্র না আসা অবধি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে না; তবে, গণতন্ত্র শেখ হাসিনার জন্য কঠিন সাবজেক্ট, সেটা বুঝার সময় আর নেই।

৭| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২

শাহিন-৯৯ বলেছেন: @ভাই নিজাম উদ্দিন মন্ডল বাকশাল বঙ্গবন্ধু করেছিল বিরুধীগ্রুপ ছাড়া, আপনার বর্তমান দলও কিন্তু বিএনপির মত বড় একটি দল বাদ দিয়েই নব্য বাকশাল করার চেষ্টা করছে।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগার নিজাম মন্ডল হ্য়তো আপনাকে ব্যাখ্যা করবেন উনার মতো করে; তবে, আপনি শেখ সাহেবের বাকশাল বুঝবেন না। শেখ সাহেবের অনেক সমস্যা ছিলো; তবে, আপনার থেকে উনি হাজার গুণে বেশী বুঝতেন বলেই বাকশাল গঠন করেছিলেন; বাকশাল ছিল 'সর্বদলীয় প্লাটফরম', কোন তত্ব নয়।

৮| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ২০০৭ সালে ১/১১ সরকারের পর তত্ত্বাবধায়ক সরকার নামের এক জগদ্দল পাথর মানুষের চেপে বসে। এ ধরনের অসাংবাধিনক সরকার আর কখনো আসবে হবে না।

সর্বদলীয় সরকার গঠন করা যেতে পারে।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


তত্বাবধায়ক সরকার শেখ হাসিনাই দিতো, যদি বিএনপি না চাইতো; বিএনপি যা চাইবে, শেখ হাসিনা তা করতে দেবে না; যদি, বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে বলে, উনি নিশ্চয় ক্ষমতা থেকে সরে যাবেন।

৯| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @শাহিন-৯৯ঃ ৭৫ এর বাকশাল সম্পর্কে অনেকেরই সঠিক ধারনা নাই। ইউটিউব থেকে ভাষন টা শুনবেন(সবারই শোনা দরকার)। আমার কাছে দারুন লেগেছে।

ভাষনের মূল চার দফাঃ

এক নম্বর হল – দুর্নীতিবাজ খতম করা।
দুই নম্বর হল – কলে কারখানায়, ক্ষেতে খামারে প্রোডাকশন বাড়ান।
তিন নম্বর হল – পপুলেশন প্ল্যানিং।
চার নম্বর হল – জাতীয় ঐক্য।

আমি সময় করে একদিন বিস্তারিত লিখব।

১০| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
তত্বাবধায়ক সরকার শেখ হাসিনাই দিতো, যদি বিএনপি না চাইতো; বিএনপি যা চাইবে, শেখ হাসিনা তা করতে দেবে না; যদি, বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে বলে, উনি নিশ্চয় ক্ষমতা থেকে সরে যাবেন।


ঠিকই বলেছেন।
টম এন্ড জেরি আর কি!

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা জেনারেল জিয়া ও উনার দলের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ নিয়ে রাজনীতি দখল করেছেন, এখানে উনার কোন কম্প্রোমাইজ নেই।

১১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল বিশ্লেষণ করেছেন।
শুভেচ্ছা।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



দেখছি, ব্লগারেরা দেশ নিয়ে কি ভাবছেন

১২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মতটা খারাপ না। তবে প্রয়োগ হয়তো কষ্টই হবে কেননা মানুষ এত সহজে সোজা হবে না।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এখন যে 'এবসোলিউট ক্ষমতার' অধিকারী, উনার জন্য এই ধরণের সিষ্টেম ১ ২ ৩'এর সমান।

বাংলার সাধারণ মানুষ ভোটকে অধিকার হিসেবে বুঝে না, মনে করে এটা উৎসব, সন্মান। যারা ভোট পায়, তারা এটাকে সম্পদ দখলের চাবি হিসেবে ব্যবহার করছে; এই দরত্ব ঘুছে যাবে একদিন।

১৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

শাহিন-৯৯ বলেছেন: তবে, আপনার থেকে উনি হাজার গুণে বেশী বুঝতেন বলেই বাকশাল গঠন করেছিলেন; বাকশাল ছিল 'সর্বদলীয় প্লাটফরম', কোন তত্ব নয়।
আমার চেয়েও উনি বেশি বুঝতেন বলেই উনি হয়েছিলেন এ দেশের স্বাধীনতার মহানায়ক আর আমি কামলা।
কথা হচ্ছে উনি মহান ছিলেন বলেই কি উনার সব সিধান্ত ঠিক বলে মেনে নিতে হবে? কেন যুদ্ধের পরপরই অসংখ্যা মুক্তিযোদ্ধা উনার বিপক্ষে চলে গেলেন এমনি কি করেছিলেন মাত্র এক বছরেই উনার শাসন নিয়ে সন্দেহ হয়েছিল বিশাল একটা জনগোষ্টি?

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধারা যে, ১৯৭১ সালের সরকারের অংশ ছিল, সেটা শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব বুঝতে পারেননি; উনারা নিজেদের চাকুরীটা রেখে গরীবের ছেলেদের ছাটাই করেছিলেন; সেটা পরের ঘটনা মর্মাণ্তিক। যাক, সেটা অন্য চ্যাপ্টার; সেটা আপনিও বুঝবেন না।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের বড় বড় ভুল, ও উনার পেছনে সিআইএ লাগাতে মানুষ ভুল করে, উনার বিপক্ষে চলে গিয়েছিলেন। মানুষের ত্যাগ, অবদান, আশা ও স্বপ্ন উনার থেকে বেশী ছিল, সেখানেই ছিলো সমস্যা।

১৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫

জাহিদ অনিক বলেছেন:


রাজনৈতিক পোষ্টগুলো সচেতনভাবেই এড়িয়ে যাচ্ছি আজকাল।
তবে, নির্বাচনের জন্য মনে হচ্ছে পাবলিক পরীক্ষাগুলো এক দেড় মাস আগে আগে নেয়া হবে; ছাত্রদের জন্য এটা খুব কষ্টকর

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কিছু নেই, প্রশ্নফাঁস হবে, আশাকরি।

১৫| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আপনি যে পরামর্শগুলো দিয়েছেন, সেগুলো খুবই ভাল এবং আদর্শ। বাস্তবায়ন হলে ভাল তবে না হওয়ার সম্ভাবনাই বেশী।
তবে আমি শেখ হাসিনাকে পুরোপুরি সফল একজন রাজনীতিবিদ হিসেবেই স্বীকৃতি দিব। ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার সেটা তিনি সুচারুরূপে করেছেন!
প্রত্যাশা রইবে, উনি যাতে দেশের উন্নয়নের দিকে একটু জোরে শোরে নজর দেন। দেশের উন্নতি হলে দুর্নীতি নিয়ে আর কেউ মাথা ঘামাবে না। আর মনে হচ্ছে আরো দশ/বিশ বছর আওয়ামী লিগ ক্ষমতায় থাকবে, বিএনপি বলে কাগুজে দল থাকবে হয়ত। সুতরাং আমাদেরও সেভাবেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনার কথানুযা্যী দেশ উন্নয়নের 'মহাসড়কে'; সমস্যা হলো, আমেরিকান, জার্মান বা চীনা মহাসড়কে উনি গাড়ী বা সাইকেল কোনটাই চালাননি; ফলে, উনার মনে হচ্ছে উনার মহাসড়কই সবচেয়ে ভালো, এবং সেটা করছে চীনা কন্ট্রাকটরেরা।

উনি ক্ষোভ নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, জাতির সাধারণ মানুষের অবস্হা উনি বুঝেন না; উনি মনে করেন, সবাই ওবায়দুল কাদের, সবাই মহিউদ্দিন আলমগীর, সবাই বসুন্ধরা।

সাধারণ মানুষর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি তেমন কিছু করেনননি; তিনি নিজের ক্ষোভ ও দলের জন্য কাজ করছেন।

১৬| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি এখন নতুন কোন ফর্মূলাতেই যেতে চাইবেন না। বিদ্যমান ব্যবস্থায় আবারো মেনন, ইনুদের দিয়ে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। উনি আবার নির্বাচিত হবেন। আর বলবেন, জার্মানী আমাদের কাছ থেকে গণতন্ত্র শেখো...

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



জার্মানী এখন সারা বিশ্বের জন্য বিরাট উদাহরন, ওরা ভালো আছে ভালো থাক।

আমরা এভাবে ৪৭ বছর চলেছি আমরা; এখনো মানুষ তাদের অধিকারের ভিত্তিতে রাষ্ট্র থাকে সমান সুযোগ পাচ্ছে না; সীমিত সুযোগগুলো মহিউদ্দিন আলমগীর, কর্ণেল ফারুক, বসুন্ধরারা নিয়ে যাচ্ছে। এগুলোর সমাধান বের করার দরকার।

১৭| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কই?

গাজী ভাই?
কাজ শেষ করে আসলাম, আর আপনি যে হাওয়া হয়ে গেলেন?
স্বৈরতন্ত্র থেকে যদি ভাল কিছু হয়, তাহলে তো স্বৈরতন্ত্রই ভাল!

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকাতে ১০ লাখ মহিলা বুয়া, সারা দেশে গত ১০ বছরে ১১ লাখ কিশোরী চাকরাণী হয়েছে; ৪০ বছরের নীচে ৪০ লাখ মহিলা শিক্ষা না পেয়ে গড়ে গার্মেনটস'এ গড়ে ১২ ঘন্টা কাজ করছে; ১ কোটী ১০ লাখ মানুষ বিদেশে কামলা খাটছে; এগুলো কি ভালো বলে মনে হয়?

দেশ ভরে গেছে শিক্ষিত বেকারে; এগুলো জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার অবদান।

১৮| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, আপনি এসেছেন তাহলে!

যা বললেন সব তো জানা কথা। এগুলো সব প্রশ্ন, বাস্তব সমস্যা?

এর সমাধান কী? কে করবে সেই কাজ?
আপনি, আমি?
এসি রুমে বসে থেকে কিবোর্ড দিয়ে??

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


যারা সমাধান করতে চায়, তাদেরকে দুরে রাখা হচ্ছে দেশে গলাকাটা ক্যাপিটেলিজম চালু রাখার জন্য

১৯| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: "দেশ ভরে গেছে শিক্ষিত বেকারে; এগুলো জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার অবদান। "

শিক্ষাখাতে সবচেয়ে বেশী সর্বনাশ হয়েছে শেখ হাসিনার আমলে। বিরোধী দলকে ঠেংগাতে বেশী ব্যস্ত হওয়ায় উনারা শিক্ষার গুন গত মান উন্নয়নে একেবারেই মনোযোগ দিতে পারেন নি। বিশেষ করে প্রশ্ন ফাস ঠেকাতে এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিত করার বিষয়ে তাদের কোন কার্যক্রমই চোখে পড়ে নি। আর শিক্ষার সামগ্রিক মানও বেশ নেমে গিয়েছে।

এরশাদ, জিয়ার আমলে হয়তবা শিক্ষার হার কম ছিল। কিন্তু শিক্ষার মান এতটা প্রশ্নবোধক ছিল না। খালেদা জিয়ার আমলে শিক্ষা খাত বেশ উন্নতি করেছিল প্রাইমারী শিক্ষা খাতে। তখনও বেসরকারী বিশ্ববিদ্যালয় সেভাবে বিস্তার করেনি। এখন অনেক বেশী শিক্ষিত কিন্তু এরা সমাজ গঠনে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারছে না গুন গত শিক্ষার অভাবে।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


শিক্ষার দায়িত্ব ছিলো শখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের হাতে; উনারাই কিছু করেননি; বাকীগুলো ছিল সার্কাসের জোকার।

এই দেশে প্রাইভেট ইউনিভার্সিটি বা বেসরকারী কোন শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ছিলো না। দরকার ফ্রি শিক্ষার।

২০| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশে শেখ হাসিনার চেয়ে যোগ্য কোন নেতা বর্তমানে নেই। এটা আপনাকে আগেও বলেছি। এখন অন্যদের হাতে দেশ দিলে সমস্যা বাড়বে।

স্বাধীনতার পরে দেশে তরুন নেতা তৈরী হয় নি। হয়েছে রগকাটা, ধর্ষনকারী, আদর্শহীন মাথামোটা কিছু ছাত্র নেতা। ওদের হাতে দেশ দিলে, দু বছর পর দেশে গিয়ে দেখবো জায়গাজমিও আর নাই, সব দখল হয়ে গিয়েছে।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালে যাঁরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, তাঁরাই ছিলেন দেশের মানুষের প্রতিনিধি; তাঁদের ভাবনায় কখনো বেগম জিয়া, শেখ হাসিনা, এরশাদ বা জিয়া ছিলো না; এই দেশে লাখ লাখ মানুষ আছেন এখনো, যারা এদের থেকে ভালো, দেশ প্রেমিক ও গুণী।

২১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নির্বাচন হলে দেশের কত হাজার কোটি টাকা খরচ হবে। বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে পুতিন, শি জিন পিং আরো অনেকে ক্ষমতাকে স্হায়ীভাবে পাকাপোক্ত করেছে। ।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


পুটিন ও শি জিন পিং বিশ্বের ইতিহাসে ভয়ংকর দানব, এদের শক্তি শয়তান থেকে ট্রুিলিয়ন গুণ বেশী।

নির্বাচনে সরকার ৫০০ থেকে ১২০০ কোটী খরচ দেখাবে। এটা সামান্য টাকা, যদি দেশ সঠিকভাবে চলতো। দেশের মানুষের অবিশ্বাস ও অস্হিরতা দুর করার জন্য, এই নির্বাচনই শেখ হাসিনার জন্য শেষ সুযোগ। এরপর, অস্হিরতা থাকলে, শেখ হাসিনার পতন হবে।

২২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নির্বাচনে ঐ টাকা ব্যয় না করে শিক্ষায় এবং কলকারখানা নির্মাণে ঐ ১২০০ শত কিংবা ২০০০ কোটি টাকা বিনিয়োগ করলে অন্তত পক্ষে এক লক্ষ বেকারের কর্মসংস্থান হত। আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে নির্বাচন হলেই কি আর না হলেই কি!

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের জীবনের মান যত সস্তা, ও মানুষ যেভাবে (কোনভাবে টিকে থাকে) টিকে থাকে, এই দেশে বেকার সমস্যা থাকার কথা নয়; শেখ হাসিনা দুনিয়ার লিলিপুটিয়ান ও মধুর ক্যান্টিনের পিএইচডি'দের সরকারে রেখেছেন; ফলে, দেশ বেকারে ভরে গেছে। একা বসুন্ধরা দেশকে অস্হির করে রেখেছে; ব্যাংকের অর্ধেক টাকা সালমান রহমান ব্যবহার করে আসছে ৪০ বছর; এগুলো দেশ চালনা নয়, কলোনী চালাচ্ছেন শেখ হাসিনা।

২৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
ব্লগে অনেকেই হয়তো ১৯৭০ - ১৯৮০ দেখেনি, আর মাইকে ভাষণ শুনে আর ইউটিওবে ভাষণ দেখে কি বোঝা যায় ! ভাষণ তো মাশাল্লাহ গন্ধম ব্যাপারী সুফি সম্রাট দেওয়ানবাগী ও দেয় - মারাত্বক ভাবে প্রয়োজন তাকে পাবনা হাসপাতালে নিয়ে ইলেকট্রিক শক্ দিয়ে সিক্রেট সেল্ এ রেখে দেওয়া যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসতে পারে না !!!

বাংলাদেশের সব রাজনৈতিক দল এর পরিচয়:

১। প্যারাসিটামল -
২। নাপা -
৩। এইস -
৪। মান্ডার তৈল (বাংলাদেশী তৈল - সর্ব প্রকার সর্ব জনের প্রয়োজনে ডলা মাজা হয়) - জাতীয় পার্টি এরশাদ
৫। জাম্বাক (পাকিস্তানি বাম - সর্ব রকম ডলা-মাজার কাজে ব্যাহৃত) - জামাত

ব্লগারগণ বোঝে নেন কোন দলের কোন নাম !

***একই ঔষধ ভিন্ন ভিন্ন নামে ভিন্ন প্যাকে ভিন্ন প্রতিষ্ঠানের পণ্য । ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত হয়, ছাপার অক্ষরে আর ভিডিওতে যা আছে তার সব সঠিক হতে হবে এমন কোনো আইন পৃথিবীর কোথাও আছে আমার জানা নেই, ইতিহাসে নিজে থাকতে হবে ভুমিকাসহ অথবা ভুমিকাহীন একান্ত দর্শক অথবা বিস্বস্ত সুত্রে, তা না হলে গান গাইতে হবে

ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল !
ভুল সবই ভুল এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা, সে ভুল !!


২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, শতে ১২/১৩ জন শিক্ষিত ছিলো; তবুও ওঁদের জাতির জন্য টান ছিলো; ৪৭ বছরের বন্চনা, শিক্ষার নীচুমান, সীমিত সম্পদের জন্য সরকারী ও প্রশাসন লেভেলের লোকদের ভয়ংকর প্রতিযোগীতা মানুষকে বিশালভাবে হতাশ করেছে। বিএনপি-জামাত ও আওয়ামী লীগের রাজনীতিহীন সরকারগুলো মানুষকে রাষ্ট্রযন্ত্র থেকে বিচ্চিন্ন করে দিয়েছে; এখন পরিবারের পরিবারে খুঁদকুটা নিয়ে প্রতিযোগীতা চলছে।

২৪| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪

জাহিদ হাসান বলেছেন: আপনার কথায় সমর্থন করলাম। তবে জামাত-হেফাজতের কাউকে কিংবা পাহাড়ের উগ্রবাী বিচ্ছিন্নতাবাদী কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। ডাইনোসরের মত বিলুপ্তিই হোক এদের পরিনাম।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



যাকগে, আমি মনেকরি এসব আলাপ আলোচনা আমাদের মাঝে, ব্লগেই সীমাবদ্ধ থাকবে। তবে, শেখ হাসিনার যদি এই ধরণের পদক্ষেপ নেন, জাতি ও উনার জন্যভালো হতো; জাতি নিজ দেশে প্রবাসীর মতো বাস করছেন।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



পোষ্টে কমেন্টের অপশান বন্ধ করা সঠিক নয়; যে কোন ধরণের মন্তব্য হ্যান্ডলিং করতে শিখার দরকার আছে।

২৫| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যুক্তি খুব ভালো লাগলো।


আমি মনে করি দেশের স্বার্থেই শেখ হাসিনা'কে আবারো প্রধানমন্ত্রীত্ব করা উচিৎ।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:


উনার ক্ষমতা এখন অনেক; উনি কোন পোষ্টে থাকলে জাতি উনাকে সন্মান করবেন, সেটা ভাবার দরকার; জাতিকে অসন্তুষ্ট করলে ইতিহাসে উনি হারিয়ে যেতে পারেন।

২৬| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:০৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: "আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে নির্বাচন হলেই কি আর না হলেই কি!"

হতভম্ব করা তথ্য হল ২০১৪ এর ৫% নির্বাচনেই নাকি সবচেয়ে বেশী খরচ হয়েছে। আল্লাহই জানে এই সত্য কতটুকু সত্য! নির্বাচন কমিশনের আয় ব্যয়ের হিসাবে হয়তবা পাওয়া যাবে।

এমনিতে আগে বাংলাদেশে ভোট হত একটি উৎসবের মত। সেইটার মূল্য ছিল অপরিসীম। কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই, তাই নির্বাচনের পেছনে বেহুদা খরচের দরকার নেই।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


দেশের লোকজন রাষ্ট্রের সাথে সম্পর্ক হারায়েছে; ফলে তারা জানে না যে, মহিউদ্দিন আলমগীর ব্যাংকের মালিক হলে, তাদের কি ক্ষতি হয়, বসুন্ধরা নতুন লোকেশানে রেসিযডেন্সিয়েল এলাকা গড়ে তুললে, কারা ক্ষতিগ্রস্ট হয়, বা মেয়র খোকা, বা মেয়র মহিউদ্দিন ভোট পেলে মানুষের কি ক্ষতি হয়! বাংগালীরা উৎসবের মত ভোট দিয়ে ফালু, শামীম ওসমান, খোকাদের নির্বাচিত করে নিজেদের পায়ে কুড়াল মেরেছে।

আয় ব্যয়ের হিসেবে কোন সরকার কোনদিন দেয়নি।

২৭| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:৪২

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা তুলে দেওয়া উচিত ।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



ক্ষোভে অনেকেই অনেক কিছু বলছেন; নির্বাচন বন্ধ হলে, রাষ্ট্র ও জাতীর মান-সন্মান হারিয়ে যাবে, আমরা আফানিস্তান, জিম্বাবের স্তরে চলে যাবো।

২৮| ২৫ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৩৩

অক্পটে বলেছেন: পতন বলে কয়ে আসেনা। একটা সময় এমন আসে যে তখন আর ঠেকানো যায়না। যা হতে দেখছি এটা পতনেরই পূর্বাভাস।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনার পতন ঘটছে না, কারণ শুন্যস্হান পুরণ করার জন্য কেহ নেই।

২৯| ২৫ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তাইবলে কেউ নির্বাচনে অংশগ্রহণ না করতে চাইলে তাকে তৈল মেরে নির্বাচনে নিয়ে আসার যৌক্তিকতা কতটুকু আমি জানিনা।

শেখ হাসিনার সভানেত্রীর পদ ছাড়া উচিৎ বলে আমারও মনে হয়। তবে রাষ্ট্র পরিচালনায় তাঁকেই দরকার বলে মনে করি আমি। আমাদের দেশটাকে আর পিছনের দিকে যেতে দেখতে চাই না আমি।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, দেশ সামনে পেছনে কোথায়ও যাবে না; গরীবেরা বউ পরিবার ফেলে গিয়ে বিদেশে কাজ করবে, ডলার পাঠাবে, সরকারের লোকেরা রাজার মতো থাকবে।

শেখ হাসিনা জাতির জন্য কিছু করছে না, ব্যবসায়ী ও উনার পার্টির লোকদের জন্য দেশ চালাচ্ছেন।

৩০| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গণতন্ত্র জিনিসটাই শিক্ষিত আর ভদ্র লোকদের জন্য। বাংলাদেশের মানুষ কি শিক্ষিত ও ভদ্র? যাদের বেশীর ভাগ লোকের নিজের দেশে কাজের কোন ব্যবস্থা নাই, নিরাপত্তা নাই তারা কিসের গণতন্ত্রের চর্চা করবে? গণতন্ত্র ভদ্র লোকদের জন্য। আমাদের জন্য কোন দেশ প্রেমিক রাজার অধীনে রাজতন্ত্রই হওয়া উচিত। আমরা কুর্নিশ করা পাবলিক।

২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:



দুষ্টরা রাজনৈতিক দলগুলোতে স্হান করে নিয়েছে

৩১| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনার উচিৎ ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেয়া।

২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


উনার বাবাকে হত্যা করার পর, উনি সেই সাহস হারায়েছেন।

৩২| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

ধ্রুবক আলো বলেছেন: কোয়ালিশন সরকার গঠনে উনি কোনোদিন মত দিবেন না।

২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


উনাকে বুঝতে হবে যে, বিএনপি'তে নতুন ও পুরাতন কিছু লোকজন আছেন, যারা আওয়ামী লীগের লোকের মতই, ওরা আও্য়ামী লীগে যায়গা না পেয়ে বিএনপি'তে গেছে, ওরা উনার দলের লোকদের মতো।

৩৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

জাহিদ হাসান বলেছেন: লেখক বলেছেন: পোষ্টে কমেন্টের অপশান বন্ধ করা সঠিক নয়; যে কোন ধরণের মন্তব্য হ্যান্ডলিং করতে শিখার দরকার আছে।

সামু ব্লগে যতদিন আছি আমার পোস্টে কমেন্ট অপশন চিরস্থায়ীভাবে বন্ধ থাকবে।
আমি স্বৈরাচার। কথা শেষ।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


এতে আপনার ব্লগিং'এর মান বাড়ার সম্ভাবনা কমে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.