নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্বাধীনতার প্রাপ্তি, শিয়াল ও কুমীরের এগ্রো-প্রজেক্টের মতো

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯



যারা রূপকথাটি পড়েননি, তাদের জন্য: (পাকিস্তানী আমল) শিয়াল ও কুমীর পার্টনারশীপ গঠন করে চাষাবাদ শুরু করলেন, ২ জনেই মেহনত করে আলু রোপন করলেন; ফসল তোলার সময়, শিয়াল নিলেন মাটির নীচে অংশ, কুমীর পেলো মাটির উপরের অংশ। বুঝতে পারছেন, কুমীর অসন্তষ্ট। ড: কামালের মধ্যস্হতায় (বাংলাদেশ আমলে) আবার নতুন উদ্যোগ, এবার আখের চাষ করলেন: ফসল তোলার সময়, কুমীরকে মাটির নীচের অংশ দেয়া হলো, শিয়াল নিলো মাটির উপরের অংশ। বুঝতে কষ্ট হচ্ছে না, শিয়াল কেন রাতেদিনে হুয়া হুয়া হুয়াক্কা করে!

বৃটিশ থেকে স্বাধীনতা পেলে, ভারতের মানুষ নিজের চেষ্টায়, নিজ পায়ে দাঁড়াতে পারবেন, নিজের জাতিকে গড়বেন, ভারতের মাানুষ সুখে শান্তিতে জীবন যাপন করবেন, সর্বোপরি নিজেদের প্রশাসন নিজেরা চালাবেন, এটাই ছিলো কলোনিয়েল বৃটেন থেকে স্বাধীনতা প্রাপ্তির সকল প্রচেষ্টার মুল চালিকা শক্তি। ভারতীয়দের প্রচেষ্টা ও অনেক ঐতিহাসিক ঘটনার প্রভাবে ১৯৪৭ সালের আগষ্টে ভারতে ২টি নতুন স্বাধীন দেশ হলো; একটা পাকিস্তান, আমরা সেটার নাগরিক হয়েছিলাম।

দেশ স্বাধীন হলে, দেশে বিপ্লব ঘটলে, নতুন সরকারের নিয়ম অনুসারে সকল সুযোগ ও সম্পদের মালিক হয় জনতা; পাকিস্তানের সময়, অসম নিয়মের ফলে, সুযোগ ও সম্পদ চলে যায় পশ্চিম অংশের ছোট একটি শ্রেণীর হাতে, ব্যবসায়ীদের হাতে; তারা ২২ পরিবার নামে খ্যাত হয়েছিলো; ২২ পরিবারের কারণে পশ্চিম পাকিস্তানের লোকজন হাড্ডি হুড্ডি, চামড়া, পা কিছুটা পাচ্ছিলেন; কিন্তু বাংলার মানুষকে কুমীরদের মত সমাদর করে আলুর উপরি ভাগ, কিংবা আখের নীচের ভাগ দেয়া হচ্ছিল!

বাংলার মানুষ অসন্তষ্ট হয়ে উঠলেন; আমরা আলাদা হয়ে গেলাম; আলাদা হওয়া ছিলো খুবই কঠিন; শুরুতে বুঝা যায়নি যে, এত মানুষকে প্রাণ দিতে হবে; প্রাণ কারা দেয়, আপনারা জানেন, চালাকেরা প্রাণ দেয় না! যাক, পাকিস্তানী শিয়ালদের থেকে মুক্ত হয়ে জাতি নতুন আশায় চাষাবাদ শুরু করলেন। কিন্তু দেখা যাচ্ছে, এবারও জাতি শিয়ালের সাথে চাষ করেছেন; শিয়ালের গান সুন্দর, বন্ধুত্বও ভালো; কিন্তু ভাগের সময় শিয়ালই বারবার বড় ভাগটার মালিক হয়ে যায়: আলুর নীচের অংশ, কিংবা ইক্ষুর উপরিভাগ উহারা পেয়ে যান!

মন্তব্য ১০৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

তারেক ফাহিম বলেছেন: এবার আমরা অন্য কিছু চাষ করব B-)

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


উঁচু মাচা লাগিয়ে আংগুরের চাষ করতে হবে।

২| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই, শিয়াল কুমিরের অবস্থা এখনও চলছে।

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


শিয়ালরাই বারবার জিতে যাচ্ছে

৩| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ তাজুল বলেছেন:
ব্রিটিশরা রাজনীতির দিক দিয়ে এতই পাকাপোক্ত যে, ১৯৪৭ সালের স্বাধীনতার পর বিভিন সময়ে ভারত বর্ষ তাদের (ব্রিটিশদের) ফলো করেও তাদের মত হতেই পারেনি!
আসলে, ভারতবর্ষের মানুষেরা (বাংলাদেশ পাকিস্তানসহ) রাজনীতি বিষয়ে পারদর্শী না। যেটার প্রমাণ মিলছে ৪৭ থেকে আজ পর্যন্ত। ভারত বর্ষ চিনের পরিবর্তে ব্রিটিশ রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নের অনুসরণে উন্নতি লাভ করতে চেয়েছে। কিন্তু বিপরীতে পুঁজিবাদের নিম্নগর্তে নিমজ্জিত হচ্ছে। যদি তারা চীনকে অনুসরণ করতো, তবে এতোদিনে এই ভারতবর্ষের অর্থনীতি এতো নিচে থাকতো না।

আজকের অনলাইন খবরে পেলাম, ২০১৩ থেকে ২০১৭ সাল—এই চার বছরে ভারতের অস্ত্র আমদানি বেড়েছে ২৪ শতাংশ। ২০১৭-১৮ বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় ২ লাখ ৯৫ হাজার কোটি রুপি বা ৪৫ বিলিয়ন ডলার।


ভারতবর্ষের মানুষ মুখের ভাষা দিয়ে পারমানবিক অস্ত্র ব্যবহার করে। তাদের মুখ থেকে নির্গত ভাষা পারমাণববিক অস্ত্রের চেয়ে ধারালো হয় =p~ তারা অস্ত্র তৈরিতে এখনো পিছিয়ে, ওপর দিকে চীন তাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি অস্ত্র উৎপাদনেও এখন এগিয়ে চলেছে।

বাংলাদেশের জন্য দুঃখ, বাংলাদেশ এখনো ভারতকে তাদের অনুসারী নির্বাচন করে চলছে।

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


ভারত আরো ভালো করতে পারতো, তাদের ৩৫ কোটী মানুষ এখনো খুবই গরীব; বাংলা-পাক-ভারতের নীতি হলো ধনীকে আরো সুযোগ দাও; এটা শুধু যে মানবতা-বিরোধী তা নয়, অর্থনীতি ও ফাইন্যান্সও এই নিয়ম মেনে চলতে পারে না; অবশেষে, এক সময় রিসেশন, অশান্তির জন্ম দেয়।

৪| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সৈয়দ তাজুল বলেছেন:

উপরের মন্তব্যে ভারতবর্ষ পৃথক হয়ে গেলো :-B B:-) B:-/ =p~ =p~

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:

বুঝতে পারছি না।

৫| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো গল্প করে বুঝিয়ে দিয়েছেন, একেবারে সহজ করে।


যেভাবেই বলুন, বর্তমান শিয়ালদের অনেকটা উদার বলতেই হবে, তারা ভালো ভাগটা নিচ্ছে তবে দেশ জনগোষ্ঠীর জন্যও কিছুটা করছেন। আমার তো দুঃখ লাগে সেইদিনের কথা ভেবে, যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকবেন না!!

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা দেশের বড় দলের সভানেত্রী, দলে নেতা জন্ম নিচ্ছে না?

৬| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

ইসমত বলেছেন: শিয়াল আর কুমীরের মাঝে আমজনতা কুমীরের ভাগই পেয়ে আসছে, এটা খুব সত্য; আরেকটু যোগ করা যায় কুমীরগুলোই শিয়ালের ভাগের জন্যে জীবন দানে কুন্ঠা করে না।
আচ্ছা এখানে প্যাঁচা'র ভূমিকায় কারা?

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


পেঁচা হলো বিচারক, ইহা শিয়ালকে শায়েস্তা করবে।

৭| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কঠিন সত্য বলেছেন।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


সত্য হলো, জনতাকে কুমীর বানায়ে, শিয়ালেরা ফসল নিয়ে গেছে

৮| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ তাজুল বলেছেন:
বুঝতে পেরেগেছেন ;)

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


ওকে

৯| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেরকম নেতা কই, দেখছিনা তো!!
সবই তো স্বার্থান্ধ

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এমনভাবে দল চালাচ্ছেন যে, নেতা তৈরি হবে না।

১০| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

ঢাকার লোক বলেছেন: সব পার্টনার সৎ না হলে পার্টনারশিপ ব্যাবসা অচল হতে বাধ্য। দুর্ভাগ্য, এই সততাই আমাদের মাঝে দুর্লভ !

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



জাতির বেলায় রাজনৈতিক তত্ব ও নিয়ম থাকতে হয়; যারা এখন দেশ চালাচ্ছেন, এরা মধুর ক্যান্টিনের গ্রাজুয়েট, এরা এত কম জানে যে, ওদের সততাও শিয়ালের সমান

১১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশ খুঁড়িয়ে হাটছে। পক্ষান্তরে দেশের ভিতর কিছু মানুষের লম্পজম্ফ বেড়ে গেছে। বাকীরা তলায় পড়ে রয়েছে।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


যেগুলো লাফাচ্ছে, সেগুলো শিয়াল, ওরা ফসলের আসল অংশ পাচ্ছে।

১২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

ঢাবিয়ান বলেছেন: সভ্য দেশে যে চরিত্রের মানুষদের নাম দেয়া হয়'' ক্রিমিনাল'' আমাদের দেশে সেই চরিত্রের মানুষেরা হয় রাজনীতিবিদ।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


যারা পড়ালেখা করছে না, তারা রাজনৈতিক দলে নাম লিখায়ে শিয়াল হচ্ছে।

১৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিয়ালগুলোর পতন বা মৃত্যুও হয় না...

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


শিয়ালেরা দলে দলে থাকে।

১৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজনীতিবাদ জীর্ন হয়ে গেছে। এটা তাই বাদ দেওয়া উচিৎ। সবাইকে সবার মত চলতে দিতে হবে, কোন বাঁধন ছাড়াই। এমন একটি দেশ হতে হবে যেখানে কোন আইন থাকবে না, থাকবে না কোন ট্যাক্স। একমাত্র তখনই সবাই খুশি হবে।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



এখন সোমালিয়া ও আফগানিস্তান মোটামুটি ঐ রকম দেশ।

১৫| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:২২

এলিয়ানা সিম্পসন বলেছেন: Happy Independence Day!

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


Happy Independence Day! আপনার সাফল্য কামনা করছি

১৬| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯

ডার্ক ম্যান বলেছেন: স্বাধীনতা আছে বলেই আপনি এভাবে লিখতে পারছেন । স্বাধীনতার প্রাপ্তি খুব বেশি না হলেও একদম কম নয় কিন্তু । যারা মানসিকভাবে আপসেট থাকে, তারাই স্বাধীনতাকে শিয়াল কুমিরের প্রজেক্টের মতন মনে করে।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


তা সঠিক, আমি ও আপনি লিখতে পারছি; টবে, আমি লিখছি, ৪০ লাখ মেয়ের পক্ষ থেকে, যাদের বয়স ৪০ বছরের নীচে, যারা গড়ে ১২ ঘন্টা চাকুরী করে সেলাই মেশিনে, এবং লিখতে পারে না। আমি লিখছি ১০ লাখ বুয়ার পক্ষ থেকে, যারা কোনদিনও লিখতে পারবে না; আমি লিখছি, ১১ লাখ কিশোরীর হয়ে, যারা "চাকরাণী" হয়েছে?

আপনি কি শেখ হাসিনার হয়ে লিখছেন? উনি ব্যস্ত থাকায় আপনাকে লিখতে বলেছে? আপনি আসলে জোকার, কিংবা লিলিপুটিয়ান

১৭| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩১

কানিজ রিনা বলেছেন: আপনারা জানেন চালাকেরা প্রান দেয় নাই
ধ্রুব সত্য কথা বলেছেন। তারাই শিয়ালের
ভূমিকায় স্বাধীন দেশে স্বাধীন ভাবে আলু
ইক্ষু খেয়ে যাচ্ছে। তাদের কাছেই দেশটা
স্বাধীন। কিন্তু আমরা জানি দেশটা স্বাধীন
ওরা কি আছে বেশ, যারা এদেশটাকে ভাল
বেসে দিয়েগেছে প্রান, তাদের সন্তান গফুর
আমিনা পেট পুরে ভাত পায় কি? গফুর
আমিনা জানিনা আমি জানিনা।

চাঁদগাজী,আমার একভাই মুক্তি যোদ্ধা ছিল
দেশ স্বাধীন হওয়ার পর এলাকার রাজাকার-
দের ধরে এনে কঠিন শাস্তি গায়ের চামরা
কেটে লবন ভরে দিয়েছে। গরুর গাড়ির নীচে
রাজাকারের দেহ পিসে দিয়েছে কিন্তু কোনও
রাজাকারের জানে মারে নাই। কিছুদিন পরে
আমার ভাইটা উন্মাদ পাগল হয়ে গেল।
তার বৌবাচ্চারা খেতে পেতনা। অথচ দেশটা
তখন স্বাধীন ছিলনা কোনও অনুদান আমার
ভাই তার ছেলে মেয়ে খেতে পায় নাই।
এখনও ভাইটা পাগল।
আপনি বলেছেন যারা চালাক তারা যুদ্ধের
সময় প্রান দেয় নাই। প্রান দিয়েছে তাঁতী
ক্ষেতিরা তারা তাদের সন্তানেরা ৭৩-৭৪রে
দূর্ভিক্ষ ভোগ করেছে। কোথায় দেশ স্বাধীন
স্বাধীনতা ভোগ করছে শিয়ালেরা রাক্ষসেরা।
তবুও ২৬ মার্চ শ্রদ্ধা রেখেই বিশ্বাস করি
৪৭ বছর শেষ হোল সামনে ভাল দিন
আসবেই। ফুটপাতের স্টেশনের শুয়ে থাকা
শিশুরা পেট পুরে খেতে পারবেই। ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



১৯৪৭ সালের মত বিনা রক্তে স্বাধীন হলে, ১০০ বছর অপেক্ষা করা যেতো; ২২০০০ মুক্তিযোদ্ধা ও ৩০ লাখ মানুষ প্রাণ দেয়ার পর, ১ বছরও অপেক্ষাের দরকার ছিলো না। শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব যদি মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে দেশ চালাতেন, মানুষ প্রথম ২ মাসে সুখী হতো।

১৮| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

ডার্ক ম্যান বলেছেন: আপনার চোখে জোকার হতে পারি। তবে একজন ট্রাভেলার । সরকারি খরচে মাঝে মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঢুঁ মারি।
আপনি কখনো কারো জন্য কিছু লিখেন না। সব নিজের জন্যই লিখেছেন ।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


সরকার আপনাদের মতো লিলিপুটিয়ানদের পোষে, আর লাখ লাখ নতুন গ্রেজুয়েটরা বেকার থাকে।

১৯| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

আবু তালেব শেখ বলেছেন: মনে হয় আমরাই (আমজনতা) বর্তমান বোকা কুমির

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



সেটাই; ৪৭ বছর, জাতির টাকায় জাতিকে পড়তে না দিয়ে, আরো ঋণ নিচ্ছে শিয়ালেরা

২০| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৮

শাহিন-৯৯ বলেছেন: দ্বিতীয়বার ড. কামালের মাধ্যমে শিয়াল-কুমির চাষ করেছিল, তার পরেও কুমির ঠকেছিল, কিন্তু এই ঠকা কুমিরকে কে বা কারা
বুঝিয়ে বারবার মধ্যস্থতা করে চাষের ব্যবস্থা করছে?

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের শেষ আশা ছিল শেখ সাহেব; উনাকে জেনারেল জিয়া হত্যা করার পর, জাতি ৪০ বছর ইহুদীদের মত বন-জংগলে ঘুরছে শিয়ালদের সাথে।

২১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

শাহিন-৯৯ বলেছেন: সবার প্রতিউত্তর সুন্দর করে দিলেন আমার সময় জিয়া কাহিনী!!

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


জার্মানরা এই সপ্তাহে টের পেয়েছে যে, বাংলাদেশে ডিক্টেটরশীপ চলছে, ওরা জিয়া ও এরশাদকে দেখেনি; আমি আর আপনি তো দেখেছি।

২২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

জাহিদ অনিক বলেছেন:



শুরুর গল্পটা দারুণ।
কথাগুলো নির্মম সত্য।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমারও তাই মনে হয়।

বাংলাদেশের ৫০ ভাগ মানুষ জানে না যে, বিশ্ব এই রকম সুন্দর একটা রূপকথা আছে।

২৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৫

ডার্ক ম্যান বলেছেন: গ্রাজুয়েটদের চিন্তা চেতনা যদি আপনার মত হয় তাহলে বেকার থাকবেই।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


শুনেন, ম্যাঁওপ্যাঁও কম করেন, ছাত্রলীগ মীগ করে শিয়ালের মত চাষবাস করছেন, হয়তো!

২৪| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬

ঢাবিয়ান বলেছেন: জনাব ডার্কম্যান, আপনার ছদ্মনাম একেবারে পারফেক্ট হয়েছে আপনার জন্য।

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


এরা চরিত্রের দিক থেকে বেক্টেরিয়া, এরা অন্যদের উপর বেঁচে থাকে

২৫| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩০

পলাশবাবা বলেছেন: এবার ধরি,

শিয়াল = আমরা বাংগালিরা
আর, কুমির = চাকমা, গারো, মুরং ইত্যাদি আদিবাসীরা

গল্প টা ঠিকই আছে।


<< বাংলাদেশি পণ্য রপ্তানির বড় বাজার এখন নাকি জার্মানি। কাস্টমার খেপায় কি লাভ ?


২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


গল্পের লেখক জানতেন, তিনি কি লিখছেন।

২৬| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৫

পলাশবাবা বলেছেন: আরেক বিষয় চাঁদগাজী ভাই ,
"আমাদের শেষ আশা ছিল শেখ সাহেব; উনাকে জেনারেল জিয়া হত্যা করার পর, জাতি ৪০ বছর ইহুদীদের মত বন-জংগলে ঘুরছে শিয়ালদের সাথে।"

শেখ সাহেবকে জেনারেল জিয়া কিভাবে মারলেন তা তো খুঁজে পাইতেছি না। যদি একটু সন্ধান দিতেন।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনার থেকে বড়দের মাথায়ও উহা প্রবেশ করবে না, আপনি বরং মাসুদ রানা পড়া শুরু করেন; ১০/১৫ বছর পর, আপনাকে জিয়ার ব্যাপারে জানানোর চেষ্টা করবো।

২৭| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১০

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টটি সুন্দর! আর কিছু বলবো না।তবে মাঝে মাঝে নুতন চাষও বিপ্লব আনে । বরং সেই আশায় থাকি।
ধন্যবাদ,শ্রদ্ধেয় !

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


উঁচু মাছানে আংগুর ফল চাষ করতে্ হবে।

২৮| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: আমি একজন আশাবাদী মানুষ। এদিকে আশায় আশায় থাকতে মাথার চুল সাদা হতে শুরু করেছে।
ফলাফল শূন্য।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



আশায় আশায় ১ জেনারেশন মাটির নীচে চলে গেছে।

২৯| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে আশায় আশায় দিন কেটে যায়
স্বপ্নের রাত যে ফুরায়।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



সাধরণ মানুষের ৪৭ বছর কেটেছে আশায় আশায়; সালমান রহমান, কর্ণেল ফারুক, বেগম জিয়া, ফালুদের স্বাধীনতার জন্য মানুষ প্রাণ দিলেন।

৩০| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

পলাশবাবা বলেছেন: মানে কি ভাই ্‌, গুম কইরা দিবেন ? :O

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মনে হয়, পুটি মাছের ব্যবসা করেন না।

৩১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১

পলাশবাবা বলেছেন: বানান হবে পুঁটি । প এর উপর চন্দ্রবিন্দু আছে।

ওটা তাহলে প্রশ্ন এড়াবার জন্য কহেছেন ?? যাই হোক উত্তর খুঁজে পাইলে আমাকে জানায়েন।

অনেকেই বকে ... শেখ সাহেব হত্যাকান্ডের সাথে জেনারেল জিয়া জড়িত ... মাগার কেউ সন্ধান দেয় না।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


যাদের বুঝার ক্ষমতা আছে, তারা জানেন; আপনি এখনো দুরে আছেন।

৩২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩

হাফিজ বিন শামসী বলেছেন:

প্রতিটি ভূখন্ডেই শিয়াল-কুমিরের গল্প মঞ্চস্থ হয়। পার্থক্য এ ভূখণ্ডের শিয়ালেরা শুধু ফসল লোভীই নয় মাংসাশী ও বটে।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


শিয়ালেরা বন্ধু সেজে সবকিছু দখলে রাখে।

৩৩| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:




ভৌগলিক এবং প্রাকৃতিক দিক থেকে আমরা যে সবিধাজনক অবস্থানে আছি বিশ্বের খুব কম দেশই এমন অবস্থানে রয়েছে অথচ স্বাধীনতার এতো বছর পরেও আমরা নিজেদের তেমন উন্নয়ন করতে পারি নি । অবকাঠামো দিক থেকে সকল স্তরে ঘুণপোকা লেগে আছে এবং মনস্তাত্বিক দিক থেকেও তাই । এটা আসলে শিয়ালের দোষ না, কুমিরের দোষ ।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



শিক্ষাহীন, দক্ষতাহীনরা দলের কারণে সরকার ও প্রশাসন দখল করেছে; ওদের নিজের পরিবার চালনার মতও দক্ষ নয়, ওরা ১৭ কোটী কিভাবে চালাবে!

৩৪| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

নিচু তলাৱ উকিল বলেছেন: থিউরিটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দ হয়েছে

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে এটা আর থিওরী নয়, প্রমাণিত

৩৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

নূর-ই-হাফসা বলেছেন: কি সহজ উদাহারন দিয়ে সত্যি গুলো তুলে ধরলেন । সত্যিই চমৎকার ।
আমরা কবে শিয়াল হবো কুমির না হয়ে ।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



সমসা সবাই দেখছেন; জাতি অশিক্ষিত হওয়ায় এক হতে পারছে না

৩৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫১

প্রবাসী দেশী বলেছেন: কলকাতায় কিন্তু এখনো জেন্টেলমেন্স ক্লাব আছে জানেন তো !

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


ওরা বৃটিশদের থেকে অনেক কইছু গ্রহন করেছিল।

৩৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সমাধান?

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



সমাধান শিক্ষিতদের কাছে: তাদেরকে বুঝতে হবে যে, দেশের বেশীর ভাগ নাগরিক শিক্ষার সুযোগ পায়নি, চাকুরী সৃষ্টি করে তাদের জন্য সুযোগের সৃষ্টি করতে হবে; গরীবদের অধিকার রক্ষা করতে হবে, তাদের জন্য সুযোগের সৃষ্টি করতে হবে।

৩৮| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আপনার প্রতি আমার একটা অভিযোগ আছে ! আপনি জানেন কি পছন্দের মানুষের প্রতি অভিযোগ থাকে, হয়তো এটা একটা কারণ আপনি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন আছেন আর আমি ও তাই । ভাই অভিযোগ হচ্ছে অজ্ঞানদের জ্ঞানদান করার জন্য আমরা চ্যারিটি প্রতিষ্ঠান করিনি আমরা নিজের কথা লিখি কারো ভালো লাগলে পড়বে না লাগলে পড়বে না, তবে তাদের মতো অজ্ঞান আর মলম পার্টির মন্তব্যর উত্তর কেনো দেন ? আমি ঠিক করেছি এই সব অজ্ঞানদের উত্তর আর দেবো না ।।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি কঠিন; আলাপ আলোচনার মাঝ দিয়ে ধারণা রিফাইনড হবে।

৩৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: মোস্তফা কামাল পলাশ একজন অজ্ঞান ও মলম পার্টি তার কথায় আমল দিলে আমাদের চলবে না ।।

৪০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ডার্ক ম্যান বলেছেন: আপনার চোখে জোকার হতে পারি। তবে একজন ট্রাভেলার । সরকারি খরচে মাঝে মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঢুঁ মারি।

চাঁদগাজী ভাই, আমি সরকারকে ট্যাক্স দেই কতো রকম ট্যাক্স তার ফিরিস্তি দিচ্ছি
১। বাৎসরিক ইনকাম ট্যাক্স
২। প্রাতিষ্ঠানিক ট্যাক্স
৩। মুল্য সংযোজন কর ০৫ টি ( মুসক - ৮, ১১, ১২, ১৬, ১৭, ১৮)
৪। এ আই টি
৫। এ টি ভি

আমি নিজ খরচে দেশ বিদেশ যাই, বুক ‍ফুলিয়ে চলি, সরকারী অফিসের ঘুষের বা ১৭ কোটি বাঙ্গালীর রক্ত পানি করা পয়শায় দেশ বিদেশ বেড়ানোর নিচু মন মানষিকতা আমার বা পরবর্তি প্রজন্মের ও হতে দেবো না কারণ সবাই হবে ব্যাবসায়ী, আমরা সরকার কে টাকা দেবো, আর সরকারী কর্মচারী সেই টাকায় ছদকায় যারিয়া লিল্লা সদকা ফি সাবি লিল্লা নেবে খাবে - নিক, খাক, ডার্ক ম্যান এই লজ্জা কোথায় রাখবে মানুষের লিল্লা সদকা সে নিয়ে বেড়াতে যায় এবং ওভার বিল করে সেই টাকা থেকে সংসারের জন্য কিছু শপিং ও করে নেয় চামে চামে, ম্যাও ম্যাও কম করতে বলেন ।।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


ডার্কমেনেরা শিয়ালে গ্রুপের। এরা আমাদের স্বাধীনতাকে পাকীদের মতো ব্যবহার করছে।

৪১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
ব্লগে বড় বড় বয়ান মারা শুক্র শুক্র আট দিন বয়ষ (তাদের বক্তব্য বয়ষ কি আসে যায় - - - পাকনা আলাপ ঝাড়ে) মুক্তিযুদ্ধের সপক্ষের দল বার হইছে ? মুক্তিযুদ্ধের জ্ঞান দেয় - বেটা তুই মুক্তিযুদ্ধ দেখছস ? তোর পরিবারের কে কে অরিজিনাল মুক্তিযোদ্ধা ? হাইব্রিড ডুপ্লিকেট ট্রিপলিকেট না তো তোর বাপ দাদা ? মুক্তিযুদ্ধ চিনাস ? সম্মুখ যুদ্ধ না কি হয় নাই, সেক্টর কমান্ডার-সাব কমান্ডার নাকে সরিষার তৈল দিয়ে ঘুমাইতেছিলো ? দেশ স্বাধীণ করছে কে - ভারত ? আহাম্মক মোস্তফা কামাল পলাশ মন্তব্য করে সেক্টর কমান্ডার সম্মুখ যুদ্ধ করে নাই !!! চাঁদগাজী ভাই দেশ স্বাধীন হয়েছে ১৬ ই ডিসেম্বর আর বাংলাদেশে ভারত সরকারের সৈন্য আসছে ০৬ ডিসেম্বর - দালালের জাত !!! যখন ভারত দেখছে এই পাগল বাঙ্গালী খেপে গেছে মরবে আর মরতে মরতে দেশ স্বাধীন করে ছাড়বে তখন গান্ধী পোকা তাদের সৈন্য পাঠাইছে বাংলাদেশে ।। বাংলাদেশ এখন নানা ধরনের নেশা দ্রব্যের দেশ ব্লগে আসলে বোঝা যায় নেশা করে কে কে আসছে এখানে ।

সেক্টর কমান্ডার এর গল্প বলি, আমি প্রেসিডেন্ট জিয়া আর বিএনপি’র জিয়া কে চিনি না । আমি বলছি ৭১ এর মেজর জিয়াউর রহমান এর কথা - “গ্রেনেড পিন খোলার পর তুমি সাত সেকেন্ড সময় পাবে হাতে সাত সেকেন্ড অনেক সময় আর শেল মর্টার গ্রেনেড ছুড়ে যদি আনন্দ না পাও আমি বলবো আমার রেশনে হাত দিবে না, আমি মেজর জিয়া কমান্ডো ট্রেইনিং নিয়ে মেজর হয়েছি দুধ ভাত ঘি পোরোটা খেয়ে না, রেশন শেষ করার জন্য আমি মেজর জিয়া যথেষ্ঠ (মেজর জিয়া গোলা বারুদ কে যুদ্ধকালীন সময়ে রেশন বলতেন) । সেক্টর কমান্ডার সম্মুখ যুদ্ধ করে নাই তারা দুধ ভাত আর ঘি পরোটা খাইতো ভারত থেকে পাচার হয়ে আসতো ৭১ এর যুদ্ধে আর এই পাচার কাজে লিপ্ত ছিলো এখনকার ডুপ্লিকেট ট্রিপলিকেট মক্তিযুদ্ধের - - - - - পাকনা দল ।।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


অনেকেই যুদ্ধের সম্পর্কে জানতে চান, কিন্ত তারা সোর্স পান না; ১ লাখ ২০ হাজার মুক্তিঅদ্ধাদের ভেতর লেখক ছিলেন না বললেই চলে, যারা লিখতে পারতেন, তারা যুদ্ধে যাননি।

সেক্টর কমান্ডারেরা যতটুকু লিখেছেন, সেটুকুই আছে। কে কি লিখেছেন, আমি নিজেও জানি না। অনেকেই জাতির যুদ্ধকে বিতর্কিত করতে চান, তারা সুশিক্ষিত নন, জাতির ততকালীন অবস্হাকে বুঝার মতো অবস্হানে নেই।

৪২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
প্রশ্নটা আপনাকে না, কারণ প্রশ্নের উত্তর আপনি জানেন আপনি নিজ চোখে দেখেছেন চাক্ষুস স্বাক্ষি । স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে প্রলাপ বকে তাদের জন্য প্রশ্ন, জ্ঞানে তারা জর্জরিত জ্ঞান রাখার জায়গা নাই সেই ব্লগারদের করবেন - দেশ স্বাধীন হবার পর পর দেশে তো সব পাইক্কা টুপিওয়লার ছবির টাকা / কারেন্সি, তখন স্বাধীন বাংলাদেশে নিজের কারেন্সি নাই, দেশ চলছে কি দিয়া ? কিভাবে কারেন্সি বাজারে আসছে বাংলাদেশের কারেন্সি ? কিভাবে রি-কভার করছে বাজার ? এই পাইক্কা মুদ্রা বনাম বাংলাদেশী কারেন্সি ???

আপনি আপনার মতো সাজিয়ে প্রশ্নটা করবেন যারা আজকে ম্যাও ম্যাও করে পাইক্কার দল বাংলাদেশের জামা পড়ছে কিন্তু ভিতরে পাইক্কা ই আছে । দেশটাকে ছিবড়া করে দিতেছে এই পাইক্কা’র দালাল এখন মুক্তির প্রলাপ বকে ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:


দেশ স্বাধীন হওয়ার পর, মানুষের ধরণা ছিল বিশাল পরিবর্তন আসবে; সেটা ঘটেনি, মানুষ আশাহত হয়েছেন।

পরাজিত শক্তি মনে করেছিল যে, তাদেরকে ভয়ংকরভাবে কন্ট্রোল করা হবে, সেটা ঘটেনি; তারা দেখলে যে, তাদের ব্যাপারে কারো মাথা ব্যথা নেই, তারা ক্রমেই কাছিমের মতো খোলস থেকে মাথা বের করে, আবার আগের ব্যবসায় লেগে গিয়েছিল।

৪৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৩:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
ইষ্ট বেঙ্গল আর ইপিআর রোজ ৭১ পূর্বে রোজ নামচা লেখায় তারা কাজের বিবরণী লিখতো, গল্প উপন্যাস লেখক তো না, তারপর ও জীবনের কঠিন সময় তারা লিখতো কিন্তু রাজাকার মাফ করে দেওয়ার পর তারা হাল ছেড়ে দেয়, হাবে না হবে না এমন একটা মন খারাপ ভর করে সবার উপর, স্বাধীন দেশের বাংলার পতাকা বদল হলেও কিন্তু কাশির সিরাপ একই আছে লেভেল-প্যাকেট পরিবর্তন হলেও ও কাশির সিরাপ ফ্যানারগান আর কোরেক্স ই আছে মুক্তিযোদ্ধারা আশাহত হয়েছিলেন ।।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


ইপিআর আর বেংগল রেজিমেন্ট স্বেচ্চায় ভলনটিয়ার হয়ে যুদ্ধ করেছিলেন; ৯ মাসে তারা ক্লান্ত হয়ে গিয়েছিলেন; তাঁদেরকে আবার সেই পুরাতন চাকুরীতে যেতে হবে, তারা ভাবেননি; তাঁরা ভেবেছিলেন যে, দেশ গঠনে তাঁদের ভুমিকা থাকবে; তাদের ডাকা হবে; সেটা ঘটেনি।

৪৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৩:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: কঠোর মন্তব্য:

১। বাংলাদেশে স্বাধীণ হয়েছে ১৬ ই ডিসেম্বর আর ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করে ০৬ ডিসেম্বর । - ২৬ শে মার্চ থেকে ০৬ ডিসেম্বর পর্যন্ত ভারত আর গান্ধী পোকা কি মাছি মারতেছিলো ? আর তৎকালীন বাংলাদেশের ভদ্দরনোক রা কোলকাতায় কোথায় ছিলেন কি করতেছিলেন ? কিছুই কি জানি না !!! কোলকাতার রং মহল !!!

২। যুদ্ধ শেষে বাংলাদেশে জেনারেল গণি ওসমানী সাহেব স্বাধীনতার দলিলে সই করনে নি কেনো বা কেনো দেওয়া হয়নি ? মুক্তিযোদ্ধারা এখানে আহত হয়েছেন ।।

৩। ০৬ ডিসেম্বর ভারতীয় সৈন্য বাংলাদেশে না আসলে পাইক্কা আত্মসমর্থন করার মতো সুযোগ পেতো না সব বেওয়ারিশ কুকুরের মতো মউত হতো ।।

৪। রাজাকার কে সাধারণ ক্ষমা এবং রাজাকার স্বাধীন দেশে বাংলাদেশের পতাকাবাহী পাজেরো প্রাডো হাকিয়ে চলেছে দাপটের সাথে । রাজাকার নির্বংশ হয়ে যেতো - মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন ।।


মুক্তিযুদ্ধের ইতিহাস গল্প উপন্যাস কে লিখবে ??? সবাই তো আশাহীন-আশাহত-আহত ।।।



২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


পাকি বাহিনী নিজেদের নিরপত্তার জন্য ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পনের প্রস্তাব করে।

ভারত আমাদেরকে সাহায্য করায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ অনিবার্য ছিল।

দেশ সাহেব মানুষের স্বপ্নপুরণের মতো পদক্ষেপ নিতে অপারগ হলে, বাংলাদেশ-বিরোধীরা কথা বলার সুযোগ পেয়ে যায়।

৪৫| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৫

বিদেশে কামলা খাটি বলেছেন: আমাদের উচিত ছিল ১৯৪৭ সালেই স্বাধীন হয়ে যাওয়া। পাকিস্তান রাষ্ট্রটির ধারনা পুরোপুরি সঠিক নয়। একটি রাষ্ট্র পার হয়ে ২০০০ মাইল দুরের দুটি ভূখন্ড কি করে একটি রাষ্ট্র হতে পারে যেখানে মাটি, মানুূষ, ভাষা সবই ভিন্ন।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



১৯৪৭ জেনারেশন, মানুষের অধিকারের কথা ভাবেনি, তারা ধর্মকেই সবকিছু মনে করেছিলো।

৪৬| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৩

রাফা বলেছেন: ঠিক জানিনা কেনো আপনি শুধু ডিফাইনিং মোমেন্ট বা আমার বুঝতে যদি ভুল না হয় কোন যুদ্ধগুলো টার্নিং পয়েন্ট সেটাই জানতে চেয়েছেন মনে হয়।যদিও খুব বেশি জানিনা তবে অপারেশন জ্যাকপট তেমনি একটি যুদ্ধ।যা পাকিস্তানি নৌ-বাহিনির শক্তিকে নস্যাৎ করে দিয়েছিলো মোটামুটি।আরেকটি অপরাশেন আছে নামটি মনে পড়ছেনা ।এয়ারফোর্সের একটি মিশন ছিলো তেজগাঁও এয়ারপোর্ট`কে অকার্যকর করে দেওয়া।সেটাও সাকসেসফুল হয়েছিলো এই আক্রমণের পরে ঐ রানওয়ে ব্যাবহারের অনুপুযুক্ত হয়ে পড়ে।বগুরা ব্যাটল বা হিলি ব্যাটল যে যুদ্ধ, উত্তরবঙ্গকে পৃথক করে ফেলতে সমর্থ হয়।খুব বেশি ডিটেইল বলতে পারবোনা।এই জন্য আপনার সত্যি যদি জানার আগ্রহ থাকে বই সংগ্রহ করে পড়তে হবে।

আরেকটা কথা তখন বিশ্বের পরাশক্তি ছিলো ২টা।তাই কিছুটা ভারসাম্য ছিলো। সেভেন ফ্লিটের বিপরীতে অ্ষ্টম ফ্লিটের হুমকি ছিলো যুদ্ধের মূল টার্নিং পয়েন্ট।ভারত নয় রাশিয়ার অন্তর্ভুক্তি যুদ্ধের চেহারা বদলে দেয়।ভারত নিজে আক্রান্ত না হোলে কখনই পুরোপুরি যুদ্ধে জড়াতোনা।বর্তমানই তার সবচাইতে বড় প্রমাণ।ভারতিয়রা বাঙালীদের চাইতে বেশি সন্মান করে পাকিস্তানিদের।একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন।

অনুগ্রহ করে আক্রমণাত্মক ভাবে উত্তর না দিয়ে সঠিক পন্থায় দিলেই ভালো হয়।উপরে কমেন্টের মাধ্যমে কিছুটা ভুল বুঝাবুঝি হোচ্ছে বলেই আমার ধারণা।মুক্তিযুদ্ধকে কে বা কারা ভারত পাকিস্তান যুদ্ধ বলে চালাতে চায় আশা করি সেটুকু আপনি বুঝেন।

মডারেশন করে রাখলে কমেন্ট করে কোন মজা নেই।
ধন্যবাদ।

এই কমেন্ট-টা করে আসেন পলাশের পোষ্টে।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


ভারত ও পাকিস্তানের দোষ দেয়াই অনেকের কাজ হয়ে দাঁড়ায়েছে।

সব খন্ড যুদ্ধ নিয়েই আমাদের পুরো মুক্তিযুদ্ধ।

স্বাধীনতার ফসল প্রতিটি নাগরিককে দেয়ার পদক্ষেপ গ্রহন করার দরকার ছিলো ১৯৭২ সালে; সেটা হয়নি; তবে, আজকেও করা যায়।

৪৭| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫

মিরোরডডল বলেছেন: সুন্দর গল্প
দু:খজনক কিন্তু সত্যি এই সমাজে শিয়াল কুমির আছে থাকবে
এটা চলছে চলবে
মনে হয় না এটার পরিত্রাণ পাবেন
আপনি চমৎকার লিখেছেন

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


মানুষের মিলিত শক্তি থেকে শেখ হাসিনার শক্তি বেশী হওয়াতে উনি নিজের ইচ্ছানুসারে দেশ চালাচ্ছেন।

৪৮| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: পাকিস্থান বাংলাদেশ কে যতোটা সম্ভব ক্ষতি করে দিয়েছে, ৫০ বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশ কে, যার যের এখনো আমরা টানছি, আর ভারত যে বাংলাদেশের বন্ধু না চিরো জীবন ক্ষতি করছে তার প্রমাণের জন্য বেশী দুর যাওয়ার প্রয়োজন আছে কি ঘরে টিভি চ্যানেল আছে !!! দেশে একটা কথা বলতে পারি প্রধাণমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই - এবং স্বাধিনতার পর বাংলাদেশে সফল পরিচালক একমাত্র শেখ হাসিনা যাকে বাংলাদেশের প্রয়োজন ।।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান চেয়েছিলো বাংলাদেশের ক্ষতি হোক; কিন্তু জনতার ঐক্য সেই ক্ষতির চেয়ে অনেক বেশী শক্তিশালী ছিল; সেটাকে ১৯৭২ সালের সরকার কাজে লাগাতে জানেনি।

৪৯| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
৭১ এর মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্যে করে নাই, হা সাহায্যে করেছে বাংলাদেশী রিফিউজি ভারতে থাকার ব্যাবস্থা হয়েছিলো খোলা আকতাশের নিচে তাবুর নিচে বা কারো বারান্দায় বা কারো বাড়ীতে - আমরা কৃতজ্ঞ । তবে ভারত যুদ্ধে সাহায্যে করে নি, যখন ভারত দেখেছে আমরা যুদ্ধ জয়ী হয়ে যাচ্ছি ০৬ ডিসেম্বর তারা বাংলাদেশে প্রবেশ করে অস্ত্র সহ এবং দলিলে সই করার ক্রেডিট টা তারা নিয়ে নেয় । আবারো বলছি ভারতীয় সৈন্য না আসলে দেশ স্বাধীন হতো তবে পাকিস্তানী সৈন্য আর রাজাকার সব শুকুনের খোরাক হতো আর বাংলার নদী ডোবা নালায় তাদের বেওয়ারিশ লাশ দেখা যেতো । হিন্দি চ্যানেল আর ইন্দো-পাক ভালোবাসা আমরা জানি কারা কারা এর ভক্ত অনুরক্ত ।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


ভারত মুক্তিযো্দ্ধাদের ট্রেনিং ও অস্ত্র দেয়াতে ভারত-পাকিস্তান যুদ্ধ নিশ্চিত ছিলো; ডিসেম্বরকে ভারত ভালো সময় মনে করেছিলো।

৫০| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: ১৯৪৭ জেনারেশন, মানুষের অধিকারের কথা ভাবেনি, তারা ধর্মকেই সবকিছু মনে করেছিলো।
- ইতিহাস যে আপনি প্রবল ভাবে জানেন তার কিছুটা প্রমাণ এখানে দিয়ে দিলেন - আপনাকে ১৯৭১ এ সম্ভব হয়নি আজ দাড়িয়ে কপালে হাত তুলে মাটিতে প্রচন্ড আওয়াজে বুট ঠুকে স্যালুট দিচ্ছি - স্যালুট গ্রহণ করুন, একজন দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধা কে স্যালুট দিচ্ছি ।।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

১৯৪৭ সালের মানুষ ঐতিহাসিকভাবে যেই অবস্হায় ছিলেন, তারা নিজের জন্য তেমন কিছু চাননি, ধর্মকে সবার উপরে স্হান দিয়েছিলেন। এখনও বিরাট অংশ সেটাই করছে

৫১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাতেই আমজনতা বেজায় খুশী। ভোটের সময় এলে তারা বেচাইন হয়ে যায় । কাকে ভোট দিবে সেই চিন্তায় ঘুম হারাম করে ফেলে। মিছিলে যায়। চিৎকার করে বলে - মফিজ ভাইকে ভোট দিন।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা যাকে ভোট দিয়েছে, সবাই ধনী হয়ে গেছে: ফালু, মেয়র খোকা, শামীম ওসমান, বেগম জিয়া

৫২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: যে যায় লঙ্কায় সে হয় রাবন। অবস্থা এমন.. পাকহানাদাররা আগের দিনে রাবন হতো এখন ক্ষমতায় যারা থাকে তারা হয় ।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছর শিয়াল কুমিরের চাষবাস চলছে

৫৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন !

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



দেশ ভরে গেছে শিয়ালে

৫৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: শেয়াল কি কখনও ফাঁদে পড়ে না?

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


পড়ে, এবং পড়েছে; কিন্তু তাতে কুমীরের ভাগ বাড়েনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.