নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এই ক্রিটিক্যাল সময়ে, কোটা নিয়ে কিছু বলা বিএনপি\'র উচিত নয়

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯



কোটা নিয়ে আন্দোলন ও প্রাপ্তি পুরোপুরি সাধারণ ছাত্রদের কৃতিত্ব, এটা ছিলো মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন; এই আন্দোলন শেখ হাসিনার সরকারকে বেশ চাপে ফেলেছে, এবং এটার খুবই দরাকার ছিলো; কারণ, বিএনপি'কে পরাজিত করার পর, আওয়ামী লীগ নিজকে মোটামুটি দেশের মালিক হিসেবে ধরে নিয়েছে; সেলিব্রেশন মুডে আছে, পায়ে মাটি লাগেনি দীর্ঘ সময়। প্রধানমন্ত্রী এই আন্দোলনের গুরুত্ব বুঝেছেন, এবং একটি কমিটিকে কোটা নিয়ে কাজ করতে বলেছেন; শীঘ্রই ফলাফল আসবে; কোটায় বিরাট সংস্কার হবে।

সংবাদে দেখলাম, বিএনপি'র কোন এক 'গোল টেবিলে', বিএনপি নেতা খোন্দকার মোশারফ প্রধানমন্ত্রীর ঘোষণায় সন্দেহ প্রকাশ করে অনতিবিলম্বে সরকারি প্রজ্ঞাপন দাবি করেছেন; এটা আসলে ভয়ানক অনাধিকার চর্চা; কারণ, উনার ব্যক্তিত্ব ও বিএনপি'র বর্তমান অবস্হা, এই আন্দোলনে বিএনপির আলু পোড়ানোর মত কয়লা ফেলেনি; প্রধানমন্ত্রী উনাকে বা বিএনপি'কে এই ব্যাপারে কোন দাম দেবে না; এবং ক্ষেপে যেতে পারেন।

বিএনপি'র সময় এই কোটা ছিলো; অবশ্যই ভয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলো এই কোটার সুযোগ নেয়নি; বিএনপি'র মুল নেতারা মুক্তিযুদ্ধ-বিরোধী ছিল; তারা বিশ্বাস করতো যে, পাকিস্তান ভেংগে গেলে ভারত লাভবান হবে, মুসলিম দেশ পাকিস্তান দুর্বল হয়ে যাবে; কোন অবস্হায় ভারতকে লাভবান হতে দেয়া যাবে না, এতে বাংগালীরা জাহান্নামে গেলে যাক। আসলে, উনাদের মতো পরিবারের বাংগালীরা যেকোন অবস্হায় ভালো থাকবে, এরা সাধরণ বাংগালী নন।

মানুষ যেভাবেই নিবে নিক, কিছু ঐতিহাসিক কারণে, প্রাইম মিনিষ্টার বিএনপি'কে যেকোনভাবেই ঠেকানোর চেষ্টা করবেন; এবং কোটার ব্যাপারে বিএনপি'র কোন কথা শুনতে চাইবে না; বিএনপি ভালো বললেও উনি সহজভাবে না নেয়ার সম্ভাবনা।

বিএনপি ১৯৭৬-১৯৮২ সাল পিরিয়ডে, ১৯৯১-১৯৯৬ সাল পিরিয়ডে, ২০০১- ২০০৬ সাল পিরিয়ডে ক্ষমতায় ছিলো; তারা কোটা সংস্কার করেনি; "চাকুরী সৃষ্টি" নামক শব্দ উনাদের ডিকশনারীতে নেই; সুতরাং, এখন অফ থাকার সময়। মনে হয় না, এই অবস্হায় খোন্দকার সাহেব উনার আলু পোড়াতে পারবেন; এখন ক্রিটিক্যাল সময় চলছে, ছাত্র ও অনেক বেকারের ভাগ্য নির্ধারণের সময়; সাথে সাথে আওয়ামীদের মুড অফের সময়।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

পদ্মপুকুর বলেছেন: চাঁদগাজী ভাই, একটা কথা বলেন তো-

আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের কথা বলা হয়, শহীদ যদি ৩০ লক্ষ হয়, তাহলে গাজী মিনিমাম ৫০ লক্ষ হওয়া উচিৎ। রাফলি একটা হিসাব করলেও প্রায় ৮০ লক্ষ মুক্তিযোদ্ধা হয়। কিন্তু এখন জানছি, মুক্তিযোদ্ধার সনদ আছে ২ লাখের কিছু বেশি, তার মধ্যে আবার ভূয়া আছে এক চতুর্থাংশ....

ঘটনাটা কি?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, দেশের যেসব অন্ছলে যুদ্ধ হয়েছে, সেখানকার মানুষেরা জানেন যে, এটি কি ধরণের যুদ্ধ ছিল; পুরো জনসাধারন ছিলেন যুদ্ধে জড়িত হয়ে গিয়েছিলেন; পাকীদের থেকে প্রাণ বাঁচানো ছিল বড় যুদ্ধ।

যাঁরা অস্ত্রহাতে যুদ্ধ করেছিলেন, যোদ্ধাদের সাহায্য করেছিলেন যুদ্ধে, এঁদের পরিমাণ ছিল ১২০ হাজার বা তার থেকে সামান্য বেশী; ২২ হাজার প্রাণ দিয়েছেন।

সেই সময় বেশীর ভাগ মানুষ প্রত্যক্ষ, বা পরোক্ষভাবে যুদ্ধের সাথে যুক্ত হয়েছিলেন।

আওয়ামী ও বিএনপি আমলে, সার্টিফিকেটটা ওদের হাতে ছিল; ওরা ভুয়াদের দিয়েছে।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: বি এন পির যে চুপ থাকা উচিৎ এটা তারা বুঝতে পারে না। ক্ষমতায় না থাকতে থাকতে তারা বে-বোধা হয়ে গেছে।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


ছাত্ররা পড়ালেখা করে বেকারত্বের অভিশাপ ধুকছিলো; তারা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করে জয়ী হয়েছে; ইহা এখনো ফাইনাল রূপ পায়নি; সেই অবস্হায় বিএনপি'র ম্যাঁওপ্যাঁওরা উহা নিয়ে খেলছে, ডোডোর দল।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিএনপি'র মূল নেতারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল - এটা কীভাবে বললেন? বলা যায় তুলনামূলকভাবে বেশী মুক্তিযোদ্ধা বিএনপি করেন।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



জিয়ার কারণে মুক্তিযোদ্ধা দলে গিয়েছিল পরে। কিন্তু শুরুতে, জিয়া পতিত নেতাদের দলে নিয়ে আসে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনি কি একে৪৭ চালিয়েছেন??

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



না, আমার ( আমাদের ২ জনে মিলে) কাছে প্রথমে ছিল বৃটিশ এলএমজি, পরে ভারতীয় এলএমজি; আত্মরক্ষার জন্য এসএমজি ও রিভলবার।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: বিন্পির তালে সমস্যা। সিনিয়াররা একটু পুলিসি ধোলাই না খাইলে লাইনে আসবে না।
তবে ইতিহাসে কারা কারা বিশ্বাসঘাতকতা করেছে, সবার নাম আছে।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপির মুল শক্তি ছিল মিলিটারী; এখন যারা আছে এগুলো কলাগাছ

৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । বিএনপির এখন কথা বলা মানায় না ।
ওনারা কিছু করার হলে আগে করে দেখাতে পারতেন । ওনাদের দেখানোর জন্য কেউ ওনাদের ক্ষমতায় আনা পর্যন্ত বসে থাকবে না।
ওনাদের কথা শুনলেও মজার লাগছে । সমালোচনা করা খুব সহজ । কাজে দেখাতে কয়জনই বা পারেন ।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


ছাত্ররা যা করেছে, এটা ওদের; এখানে আওয়ামীরা ও বিএনপি, ২ পক্ষই ভালো শিক্ষা পাওয়ার কথা; বিএনপি বুঝতেছে না।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওবায়দুল কাদের ঠিকই বলেন, বিএনপি একটা প্রেস রিলিজ নির্ভর দল...

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র এই ব্যাপারে চুপ থাকার দরকার; আওয়ামীরা এখনো হতবাক, উহারা মনে করেছিলো যে, তারা অপরাজেয়!

৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল বলছেন। তবে ক্রিটিক্যাল সময় কাটতে চলেছে বলে আমার মনে হয়।অন্তত এখানের নিউজ চ্যনেলে খবর অনুযায়ী।সংগে শেখ হাসিনার সাফল্য হিসাবে দেখানো হচ্ছে।আমাদের এখানে যাদবপুর, কলকাতা, প্রেসিডেন্সি প্রভৃতি বিশ্ববিদ্যালয়েও ইতিপূর্বে আন্দোলন হয়েছে,কিন্তু পি.এম কেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এভাবে সমস্যা সমাধানে আন্তরিক হয়নি।যাক শেষ পর্যন্ত আন্দোলনের বৈধতা পেল।সকলকে অভিনন্দন।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের পিএম'র অবস্হা বুঝা যাবে পরে। তবে, উনি জীবনে প্রথমবার এই ধরণের চাপে পড়েছেন অকারণে; গত ৯ বছরে, উনার বাবা চাচাদের ভুলগুলোকে শোধরানোর দরকার ছিলো; কোটা ছিল আওয়ামী লীগের অদক্ষতার স্বাক্ষর।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

ফারুক আহাম্মেদ বলেছেন: সুন্দর লিখেছেন।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



অবস্হা বুঝার চেষ্টা করছি; রাজনীতি হলো সর্বোচ্চ কমনসেন্স।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
............ বিঃদ্রঃ - বৈশাখী নিয়ে আপনার কোন পোস্ট নেই তাই এখানেই শুভেচ্ছা দিলাম।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


পদ্য ভালো লেগেছে; বাংলার সাধরণ মানুষ আপেক্ষিকভাবে আগের তুলনায় গরীব; আগে (পাকী আমলে) গরীবেরাও মাসে ২/১ বার ইলিশ কিনতে পারতো।

নববর্ষের শুভেচছা।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বিএনপি দলে যারা আছে তাদের মাথায় নুন্যতম জ্ঞান কোনো কালে ছিলো না হবে ও না, তারা বাংলাদেশে কোনো কর্মসংস্থান করতে পারে নি, তাছাড়া বিএনপি’র উচিত কোটা নিয়ে যেই আন্দোলন হয়েছে তাতে চামার এর মতো ছুরি কাঁচি ফেলে ভাগ না বসানো - বলেও লাভ নেই বিএনপি আসলেই চামার শ্রেণীর অতএব এই নিম্ন শ্রেণীর কাজ তারা করবে, সবচেয়ে ভালো হয় বিএনপি কে নিষিদ্ধ দল ঘোষণা করে নির্বাচণ কমিশন এর খাতা থেকে আইন পাশ করে তাদের বাতিল করে দেওয়া । “দুষ্টু গরুর চেয়ে শুণ্য গোয়াল ভালো, বিএনপি’র মতো চামারের আখড়া থেকে বাংলাদেশ মুক্ত হতে পারলে বাংলাদেশে আরেকটি স্বাধিনতা আসবে ।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


এখন আমার মনে হচ্ছে, বেগম জিয়াই বিএনপি'র সেরা বুদ্ধিমান মানুষ; বেগম জিয়া জেলে যাবার পর, বিএনপি কোনভাবে রাজনীতিতে প্রবেশ করতে পারছে না। কোটা নিয়ে প্রবেশ সম্ভব হওয়ার কথা নয়।

কোটা নিয়ে আওয়ামী লীগ বড় ধরণের বিপদের মাঝে পড়েছিল; মনে হয়, শেখ হাসিনাও হতবাক। এই অবস্হায় বিএনপি'র ম্যাঁওপ্যাঁও কেহ কেহ সহ্য করবে না।

নববর্ষের শুভেচ্ছা

১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন বিএনপির পক্ষে আগুনে আলু পুড়িয়ে খাওয়া সম্ভব নয়, এই আন্দোলন সাধরণ ছাত্রদের প্রানের দাবী প্রতিফলিত হয়েছে।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ছাত্রদের এ সাফল্যে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিপ্রায় তো থাকাটাই স্বাভাবিক! যদিও সেটা নেওয়া সম্ভব হচ্ছে না মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.