নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পরাজিতদের নতুন জেনারেশন মুক্তিযোদ্ধাদের হেয় করার চেষ্টা করছে

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৫



আমাদের মুক্তিযুদ্ধে পাকীরা পরাজিত হয়েছে, সাথে সাথে পরাজিত হয়েছে তাদের বাংগালী মিলিশিয়া বাহিনী, রাজাকার, আল-বদর বাহিনীর জল্লাদেরা; এবং তাদের রাজনৈতিক শাখা জামাত। রাজাকারেরা মোটামুটি অশিক্ষিত ছিল, কিন্তু আলবদর বাহিনীতে ছিল ততকালীন 'ইসলামী ছাত্র সংঘ', এরা কলেজ ও ইউনিভার্সির ছাত্র ছিলো। এই ২ বাহিনী অর্ধেকের বেশী নিরস্ত্র বাংগালীদের হত্যা করেছে, কিংবা হত্যায় সাহায্য করেছে।

যুদ্ধের পরে, এই পরাজিত বাহিনীর পরিবারদের আর্থিক সাহায্য করে পাকিস্তান ও আরবেরা; আজকেও, প্রতিটি জীবিত রাজাকার ও আল-বদর সদস্য টাকা পাচ্ছে, নিহতদের পরিবারেরা টাকা পাচ্ছে; তারা আজকেও সুসংগঠিত। জামাত আরবদের বুঝায়েছে যে, জামাতের নেতৃত্বে রাজাকার ও আল-বদররা ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করেছিল 'ভারতীয় অনুচর'দের বিপক্ষ; কিন্তু ভারতের অবস্হানের কারণে, বিপক্ষের সাথে এরা জয়ী হতে পারেনি, তারা ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে; আরবেরা টাকা ঢেলে দিয়েছে; সেই টাকায় আজকের জামাতের সব ব্যবসা বাণিজ্য, সেই টাকা থেকে রাজাকার ও আল-বদর পরিবারগুলো টাকা পেয়ে যাচ্ছে, তাদের আর্থিক অবস্হা গড় বাংগালীর চেয়ে ভালো।

আজও সংঘবদ্ধভাবে জামাত ও রাজাকাররা, এবং তাদের নতুন জেনারেশন মুক্তিযোদ্ধাদের হেয় করার চেষ্টা অব্যাহত রেখেছে; জামাত ও রাজাকার-আল-বদর বাহিনীর সন্তানেরা আর্থিকভাবে ভালো থাকায় ও সংঘবদ্ধ থাকায়, তারা পড়ালেখায় অন্যদের তুলনায় বেশী সুযোগ পেয়েছে, তারা টেকনোলোজীতেও এগিয়ে আছে।

মনে হয়, কয়েকদিন আগে দিন তারা "ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা" শব্দযুগলসহ একটি বাড়ীর ঠিকানা যোগাড় করেছে, তারপর সেটাকে অনলাইনে ছেড়ে দিয়ে প্রথমে নিজেদের মাঝে শেয়ার করে, পরে বেকুবদের শেয়ারিং'কে কাজে লাগিয়ে উহাকে "ভাইরাল করেছে"। অনলাইনে এখন বাংগালীদের উপস্হিতি ব্যাপক; এবং এদের মাঝে কমপক্ষে শতকরা ৮০ ভাগ ভাবনাচিন্তা-হীন আমুদে মানুষ,বিশেষ করে ফেইসবুকে বেশীর ভাগ বাংগালীর পোষ্ট খুবই নিম্নমানের, এরা জানে না যে, তারা কি শেয়ারিং করছে, কি লিখছে; তারা জানে না, তারা কি শেয়ারিং করে "ভাইরাল করছে"।

রাজাকার, আলবদর ও জামাতের নতুন জেনারেশন তাদের পিতাদের নৃশংসতাকে অনুধাবন করে অনুতপ্ত হয়নি; বরং তারা তাদের জল্লাদ পিতাদের পথ ধরে দেশের অনেক ক্ষতি করেছে বেশ কয়েকবার; এবং একই সাথে ১৯৭১ সালে যাঁরা জাতিকে রক্ষা করেছেন তাঁদেরকে বিবিধ উপায়ে হেয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য ৭৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

শাহ আজিজ বলেছেন:

আমার ওই ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পোস্টে নামহীন একজন লিখেছে ' ভুলক্রমে ভাতাপ্রাপ্ত শব্দের জায়গায় ভাতাপ্রাপ্ত হয়ে গেছে"। আমি তাকে বলেছি প্রমান দিতে। দেখা যাক কি দাড়ায় ।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



পরাজিতদের মতো, তাদের নতুন জেনারেশনও এই দেশকে নিজেদের হিসেবে নেয়নি; তারা অনেকভাবে অনেক কথা বলে; তবে, তারা এই জাতিকে কোনদিন ভালোবাসেনি।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

শাহ আজিজ বলেছেন: সংশোধনীঃ ভুলক্রমে ভাতাপ্রাপ্ত শব্দের জায়গায় ভারপ্রাপ্ত হয়ে গেছে"। আমি তাকে বলেছি প্রমান দিতে। দেখা যাক কি দাড়ায় ।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


কেন আপনি কষ্ট করে প্রমাণ চাচ্ছেন? ৪৭ বছর আমরা এদের দেখে আসছি বিবিধ ছদ্মবেশে।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:( :(:(

যুদ্ধ হলে বিরোধীমত সব দেশেই থাকে। পরে দেশের স্বার্থে সবাই এক হয়।(জার্মানি, ভিয়েতনাম, আমেরিকা যাই হোক)।

আমাদের অবস্থা দেখে বোঝাগেল, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু জাতীকে একতাবদ্ধ করা যায় নি। এর জন্য--ও--
দোষ কি রাজাকারদের?
নাকি মুক্তিযোদ্ধাদের???
নাকি বাঙালির স্বভাবের???

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



দোষ জামাত, রাজাকার ও আল-বদরের জল্লাদদের।

শেখ সাহেব এসব লোকদের পাকিস্তানে চলে যেতে সাহায্য করলে, সমস্যা কমে আসতো; কিন্তু উনি অতদুর দক্ষ ছিলেন না।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অন্যের উপর দোষ চাপিয়ে, নিজেদের গা বাঁচালে হবে? এই ব্যর্থতা মুক্তিযোদ্ধারা এড়িয়ে যেতে পারে না।

ভিয়েতনামের কাহিনি বোঝেন না???

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ভিয়েতনামী?

মুক্তিযোদ্ধারা স্বেচ্চায় ভলনটিয়ার হয়ে যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, যুদ্ধ করেছেন; তারপর, তাঁদেরকে সরকার থেকে বাদ দেয়া হয়েছে, তাঁদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন, এর বাহিরে কিছু জানার ও করার তাঁদের সাধ্যের ভেতর ছিলো না

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনি হয়তো ভিয়েতনাম সম্পর্কে কিছুই জানেন না; ভিয়েতনামে যারা যু্দ্ধ করেছিল, তারা আজও দেশ চালাচ্ছে: তারা সবকিছুর দায়িত্বে; ফলে, ভিয়েতনাম হচ্ছে আজকের নতুন ভিয়েতনাম!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমেরিকানদের এক করেছে লিংকন। আমরা কেন একতাবদ্ধ নই? কি মনে হয়???


(আমার মতে সরকার(যখন যে ছিল) নিজেদের স্বার্থে জাতীকে এক হতে দেয় নি।)

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


একাত্তরে বাংগালীদের বড় অংশ এক ছিলো; এরপর, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব জাতিকে এক রাখার কোন পদক্ষেপ নেননি।

রাজাকার, আল-বদর ও জামাতের নেতৃত্বের লোকেরা মুল বাংগালী সমাজের সাথে এক হওয়ার মতো গুণাবলীর লোক ছিলো না; এদেরকে পাকিস্তান, বা আরব পাঠিয়ে দেয়ার দরকার ছিলো।

শেখ সাহেব অবশ্যই লিংকন ছিলো বা, আর জামাতীরা মানুষ ছিলো না

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আপনার কাছে এমন একটি লেখা আশা করছিলাম, এই বিষয়টি ভয়ন্কর একটি ইস্যূ দেশের রন্ধে রন্ধে রাজাকারের রক্তে ডুবে আছে, প্রধাণমন্ত্রী কি পারবেন এই স্বাপদসংকুল পথ পরিস্কার কারে বাংলাদেশকে রাজাকারের রক্তমুক্ত করতে ? আরো বলতে চাই রাজাকার মৌলবাদী এখন মারাত্বকভাবে প্রতিষ্টিত দেশকে ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে তারা, আার সমাজে মিডিয়াতে ভাইরাল করছে তাদের মৌলবাদী, প্রতিহিংসা, অন্যায় অবিচার নারী নির্যাতন - এই রাজাকার আর মৌলবাদীর বংশদর যারা আজকে পাকিস্তানে আছে তারা পাকিস্তানকে পরিচিত করেছে সারা বিশ্বের কাছে একটি সামপ্রদায়ীক উগ্র মৌলবাদীর দেশ তথা বাংলাদেশ কে ও তাই করা হবে - করা হচ্ছে ও ।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিচ্ছেন, তাতে মুল বাংগালীরাও ভয়ংকর সমস্যায় আছে; তিনি এখন গলাকাটা ধনীক শ্রেণীর রিপ্রেজেনটেটিভ; উনি জোড়াতালি দিয়ে দেশ চালাচ্ছেন, এতে জামাতী ও তাদের লোকেরা পরোক্ষভাবে উপকৃত হচ্ছে।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"শেখ সাহেব অবশ্যই লিংকন ছিলো?"
--- শেখ সাহেব ওয়াশিংটনের কাজ করেছে। এদেশে এখনো লিংকন, রুজভেল্ট, কেনেডি আসেনি!!!:(


@" জামাতীরা মানুষ ছিলো না"
---- ৭১ সালে তারা হারামি ছিল। কিন্তু নতুন প্রজন্ম যদি ভুল পথে যায় তার দায়ভার দেশকেই নিতে হবে।।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


জামাতীরা একটা দুষ্ট প্রবাহ, এরা পাকিস্তান ও বাংলাদেশের জন্য দু:খ ।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কোড ব্লক বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল
agree একমত

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি বাংগালীদের পছন্দ করেন না?

৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই আপনার একটি কমেন্ট “আমার মতে সরকার(যখন যে ছিল) নিজেদের স্বার্থে জাতীকে এক হতে দেয় নি” এটিই হয়েছে গত ৪৭ বছর ধরে দেশে । ১৯৪৭ থেকে বাংলাদেশে জনগণ নিপিড়িত নির্যাতিত ১৯৭১ এ যৌথ হওয়ার একটি সুযেগ আসে তা হয়েছিলো মারাত্বকভাবে “সমেয়র প্রয়োজনে” আবারো বলছি সময়ের প্রয়োজনে যা পরবর্তিতে প্রতিটি মানুষের পিছুটানে রুপান্তর করা হয় বিগ মাষ্টারপ্লান ছকে ফেলে । আমি-আপনি কেনো আন্দোলনে যাবো না - আমার উত্তর:- দেশ স্বাধীণ কার বিরোদ্ধে আন্দোলন করবো দেশে আইন আছে বিচার ব্যাবস্থা আছে, তার পালন হোক - এত্তো এত্তো সরকারী কর্মকর্তা, তাদের দায়িত্ব কি ? মুক্তিযোদ্ধারা সরকারী কর্মকর্তা ছিলেন না, হতে পারেন নি, পরবর্তিতে ভুয়া মুক্তিযোদ্ধা সরকারী চাকুরীতে স্থান পায়, চাকুরীতে তার মধ্যে সঠিক মুক্তিযোদ্ধা যে ছিলো না তা নয় তবে হাতে গোনা নগন্য ।।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ও বিএনপি তাদের দল ও পরিবারের লোকদের থেকে ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে চাকুরী দিয়েছে

১০| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সনেট কবি বলেছেন: পরাজিতদের নতুন জেনারেশন যা করতে চায় তা’ তাদেরকে করতে দেওয়া যাবে না। তাদেরকে থামিয়ে দিতে হবে।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



তারা উল্টো মুল বাংগালীদের থামায়ে দিচ্ছে! মুল বাংগালীদের শিক্ষা ও দারিদ্রতার সুযোগ নিয়ে পরাজিতরা তাদেরকে ব্যবহার করছে।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি আমার পরিবার দিয়েই বলি “আমাদের পরিবারে ৫ জন মুক্তিযোদ্ধা, তার মধ্যে একজন যুদ্ধশেষে ফেরেন নি, কোথায় ব্রাক্ষণবাড়ীয়া আর কোথায় চিলমারী কুড়িগ্রাম - তিনি কুড়িগ্রাম চিলমারীর মাটিতে শুয়ে আছেন, আর বাকী ৪ জন ফিরে এসেছেন তবে সময়ের সাথে এখন সেই চারজনের একজন ও নেই । মুক্তিযোদ্ধা এখন দেশে নাই বললেই চলে অধিকাংশ বার্ধ্যক্যজনিতে কারণে মারা গেছেন বাদবাকী যেই কয়েকজন আছেন তারা রিটায়ার্ড ।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


এখনও ৩৫/৪০ হাজারের মতো আসল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন।

আপনাদের পরিবারের জন্য সন্মান রলো।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:

ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উনার পরিবারের প্রতি চেতনীয় শুভেচ্ছা। আমরা চাই আগামী ৩০০ বছর পর্যন্ত উনার পরিবারের জন্য কোটা সংরক্ষণ করা হোক।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


কোন মুক্তিযোদ্ধা পরিবার ৩০০ বছরের জন্য কিছু পায়নি; উনাদের একাংশ প্রাণ দিয়েছেন বলে, জাতি দেশের মালিক হয়েছেন।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কলাবাগান১ বলেছেন: যারা জাফর ইকবালের উপর হামলা কে সমালোচনা না করে (রাজাকার বান্ধবদের মত), এক ঘন্টায় মশাল কোথায় পেল সে রকম কনস্পিরিউসি থিয়োরী করে প্রমোট করা কে, তাদের থেকে এমন সস্তা উপাধান পাওয়া যাবেই

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


জাফর ইকবালের অবদান থেকে উনার প্রাপ্তির লিষ্ট বড়, সরকার উনার সাথে আছে।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

কাওসার চৌধুরী বলেছেন: আমি মন্ডল ভাইয়ের (৩) নং কমেন্টের সাথে একমত।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:

ভালো

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

মিথী_মারজান বলেছেন: শিরোনামটায় পুরোপুরি সহমত।
আর অন্য কথা গুলোও ভালো বলেছেন।
গণহারে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবসায়ের এটাও বোধহয় একটা সাইড ইফেক্ট।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট বিক্রয়ের অবস্হানে ছিলো না, সেটা করেছে আওয়ামী লীগ ও বিএনপি

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কানিজ রিনা বলেছেন: আসলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উচৎ
ছিল বাংলাদেশে কারা মুক্তিযোদ্ধা ছিল
গ্রাম মফর্সল শহর তাদের একতৃত করে
কারা রাজাকার ছিল জানা ও লিষ্ট করা
একমাত্র মুক্তি যোদ্ধারাই জানে নিজ এলাকায়
কারা রাজাকার ছিল। তাদের সন্তানেরা কি
করছে তৃণমুল শিকর বাকর কতদুর কি
করছে লিষ্টে রাখা। তবে আমাদের এলাকার
আসল রাজাকার নিজদেশ থেকে শহরে
বাস করত। তাদের সাঙ্গপাঙ্গরা সব গরীব
আনা হালে দিন অতিবাহিত করেছে বলে
আমি প্রত্যক্ষ সাক্ষী। তবে সম্প্রতি তাদের
একটি ছেলে ডিবি পেয়ে আমেরিকায় গিয়ে
বড়লোকী দাপট মানুষজন ছালাম দিয়ে চলে।
তার ইটের ভাটা গ্রামের ভিতর গ্রামের পরিবেশ
নষ্ঠ হচ্ছে কমপ্লেইন দেওয়া হয়েছে পরিবেশ
অধিদপ্তরে বছর খানিক বন্ধ থাকার পর
উপনেতা পাতিনেতার হাত ধরে মোটা অংকের
টাকা দিয়ে আবার চালু করেছে। উপনেতা
কারা তা আপনার না জানার কথা নয়।
টাকার কাছে উপনেতারা কাবু। গ্রামের
পরিবেশ নষ্ঠ হলে তাদের কি।
এখন রাজাকার আলবদরের শিকর বাকর
টাকা জোরে পাতিনেতা উপনেতারা বশ।
আপনি আমি যতই গলাবাজি করি লাভ নাই।
আমাদের এলাকার গ্রামের মুক্তি যোদ্ধা বেশীর
ভাগ প্রান দিয়েছিল। দইএকজন যা আছে
তারা নিশ্চয় বলতে পারবে রাজাকারের
বংশ কারা। ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



রাজাকারদের নতুন জেনারেশনের লিষ্ট করা হয়তো মানবতার বিপক্ষে যাবে।

মুক্তিযোদ্ধাদের লিষ্ট সরকারের কাছে আছে; তারা সেটা ব্যবহার করে না; কারণ, দলের ভুয়ারা তাতে বাদ পড়ে যাবে।

শেখ হাসিনার অদক্ষতার জন্য মুল বাংগালীরাই আজ বিপদে আছে; তিনি গলাকাটা ধনীকদের নিয়ে এক শ্রেণীর নেতৃত্ব দিচ্ছেন।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ঢাবিয়ান বলেছেন: এই এক ঘুমপাড়ানি গান আর কত গাইবেন? জামাতীরা সন্ত্রাস করেছে ৯ মাস। আর বিএনপি আওয়ামিলীগ সন্ত্রাস করে যাচ্ছে বিগত ৪৭ বছর ধরে।জাতির জীবন দুর্বিসহ করেছে দুই পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা। নিজেদের অপকর্ম ঢাকা দিতে যে এই এক কলের গান যে বাজানো শুরু করেছে আওয়ামিলীগ, তা থামার আর বিরাম নাই।যুদ্ধপরাধি সবকয়টার ফাশি হওয়ায় জনগন ভেবেছিল এইবার বুঝি থামবে। তা না এখন আবার শুরু হয়েছে জামাতিদের নতুন প্রজন্ম নিয়ে গান। মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যায় এই সব পোস্ট দেখলে।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



নতুন জেনারেশন?

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই আপনার পরিসংখ্যান সঠিক বর্তমানে ৩৫,০০০ থেকে ৪০,০০০ আসল মুক্তিযোদ্ধা আছেন এবং এটিই বাস্তব যদিও সরকারী ভাতা উঠাচ্ছেন পরিসংখ্যান - - - লক্ষ - - - হাজার সংখ্যাটি লিখতে ইচ্ছে করছে না, নতুন করে আরোও নিবন্ধণ হচ্ছে !

অনেকেই যখন প্রশ্ন করেন বা মজা করেন মুক্তিযোদ্ধারা স্বাধীনতা উত্তর কিছু করেন নি কেনো ? উত্তর:- নেতৃত্ব দেওয়ার মতো ও শিক্ষিত মুক্তিযোদ্ধাদের কোনো সুযোগ দেওয়া হয়নি । মহামান্য জেনারেল গনি উসমানী সাহেব ১৯৭২ সনে রিটায়ার্ড করেন !!! অদ্ভুৎ আরো আছে ১৯৮৪ সনে তিনি ইন্তেকাল করেন মাত্র ৬৫ বছর বয়ষে, যেখানে মহামান্য লেঃ জেঃ হোসা্ঈন মোহাম্মদ এরশাদ সাহেবের বয়ষ বর্তমানে ৮৮ এখনো দুর্দান্ত আছেন। ১৯৭২ সনে মহামান্য জেনারেল গনি উসমানী সাহেব কে কেনো রিটায়ার্ড করতে হলো তিনি তো আমরণ বাংলাদেশ সরকারে বিশেষ উপদেষ্ঠা হিসেবে থাকার কথা - পাকিস্তান সরকারে যখন বাংলাদেশের তৎকালিন শিক্ষিত এক যুবক কেরানীর চাকুরী পেলে জীবনে বর্তে যেতো, সেখানে পাকিস্তান সরেকারে বাংলাদেশের এক যুবক কর্ণেল ভাবা যায় - কতোবড় তার বুকের পাটা !!! আর সেই যুবক যুদ্ধ শেষে স্বাধীণ নিজ দেশে পেনশনে চলে গেলেন ঘরে বসে দৈনিক পত্রিকা পড়ার জন্য !!! ভাবা যায় চাঁদগাজী ভাই, মেধা আর শক্তির কি অপচয় !!!

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "অনেকেই যখন প্রশ্ন করেন বা মজা করেন মুক্তিযোদ্ধারা স্বাধীনতা উত্তর কিছু করেন নি কেনো ? "

-আসল উত্তর হবে, মুক্তিযোদ্ধাদেরকে চাকুরীচ্যুত করেছিল তাজুদ্দিন সাহেব।

মুক্তিযোদ্ধাদেরকে কেন চাকুরীচ্যুত করা হলো, কর্ণেল ওসমানী কখনো এ ব্যাপারে কিছু বলেননি; উনি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা বেমালুম ভুলে গেছেন।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, দুর্দান্ত চৌকস অফিসার মহামান্য জেনারেল গনি উসমানী সাহেব রিটায়ার্ডে যান বা তাকে রিটায়ার্ড করানো হয় ঘরে বসে দৈনিক পত্রিকা পড়ার জন্য - বাদবাকী তো আপনি জানেন ।। এটাই হয়েছিলো ১৯৭২ থেকে ১৯ - - সনে ।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


তিনি যুদ্ধকালীন চীফ অব ষ্টাফ ছিলেন, এটা বিশাল অবদান; অন্য কোন ব্যাপারে উনার কোন ভাবনাচিন্তা ছিলো কিনা জানার সুযোগ হয়নি।

জেনারেল জিয়ার বিপক্ষে ভোটে যাওয়া ছিল উনার ভুল; কারণ, বুঝার দরকার ছিলো যে, জিয়া কেন্টনমেন্ট দখল করে নিয়েছিল।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

কলাবাগান১ বলেছেন: ঢাবিয়ান এর আসল রূপ দেখা যাচ্ছে। কোটা আন্দোলনে ব্লগে সবচেয়ে সোচ্চার ছিলেন উনি আর এখন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে বলেন ঘুমপাড়ানি গান আর কত গাইবেন?

আসলেই কোটা না এনাদের আসল উদ্দেশ্য অন্য কিছু .. নাহলে জামাতি আমলে কেন মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে কথা তুলেন নাই

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


কোটার কথা উঠলে, মুক্তিযোদ্ধাদের নাম কিছু লোক সামনে নিয়ে এসেছে বার বার; মুক্তিযোদ্ধাদের কোটা বাদ দিলেও চলে, কমপক্ষে কমায়ে আনার দরকার।

কোটার আসল সমাধান হলো চাকুরী সৃষ্টি করা; শেখ হাসিনা সেই চেষ্টটা করলেন না একবারও।

২১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ সাহেব সবাইকে মাফ করে দিয়েছিলেন। ফলে তারা(রাজাকার/আল বদর) মূলধারায় মিশে গিয়েছিলেন। এখন তারা শিক্ষা দীক্ষায়, ব্যবসা বাণিজ্যে এগিয়ে গিয়ে থাকলে তাদের সাফল্য। দুনিয়ার নিয়ম এটা। এটা নিয়ে মনঃক্ষুন্ন হওয়ার কারণ দেখি না। বরং কেন চেতনা ব্যবসায়ীরা ওদের সাথে পেরে উঠছে না সেটা নিয়ে গবেষণা করা উচিত।
দুই কোরিয়া ঐতিহাসিকে বৈঠক করল ৬৭ সাল পর সম্ভবত। ভেবেছিলাম আপনি সে ব্যপারে পোস্ট দিবেন। কিন্তু আপনিও তথাকথিত চেতনা ব্যবসায়ীদের মত একটা পোস্ট দিলেন, রাজাকারের সন্তানেরা কেন ভালো অবস্থানে আছে বলে...

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধাদের নাম কোনভাবে অনলাইনে এলে, এরা বেশী একটিভ হয়ে যায়। শেখ সাহেবের দরকার ছিলো, যারা বাংলাদেশকে মেনে নেয়নি, তাদেরকে পাকিস্তান, বা আরব চলে যেতে সাহায্য করা; ওরা ওখানে নিজেদের মতো করে ভালো থাকতো।

আওয়ামী লীগ এখন গলাকাটা ধনীক শ্রেণীর রাজনৈতিক দল, তাদের ভাবনাচিন্তা অন্য ধরণের।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা করছেনা শুধু রীতিমত হেয় করে চলেছে! তারা স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ঠাট্টাতামাসা করে নিজেদের মেধার পরিচয় জাহির করতে প্রতিযোগিতায় নেমেছে মনে হয়। এদের সম্পর্কে বলতে গেলে আমার ভাষা খারাপ হয়ে যায়, আমি বেজন্মা বলি তাদের। ছেলে যখন বাবাকে অস্বীকার করতে শরুকরে তখন তারা বেজন্মাই হয়, তারা জন্ম পরিচয় ভুলে থাকতে চায়। কুত্তার বাচ্চাকাচ্চা কুত্তাই হয় তারই প্রমাণ করে যাচ্ছে তারা।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


এরা তাদের বাবাদের মতো, কোনদিনও মানুষ হবে না

২৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি মনে করি রাজাকার সব জায়গাতে আছে।
যুদ্ধের সময় রাজাকার ছিলো, যুদ্ধের পরেও আছে!
বর্তমানে কে দেশের শত্রু তা কে জানে?
আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা দূষিত রাজনীতি হয়েছে এবং হচ্ছে।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


যেহেতু মুক্তিযোদ্ধারা ছিলেন সাধারণ মানুষ, তাঁরা কোথায়ও স্হান পাননি; জামাতের নতুন জেনারেশন কিছু তাদের পিতাদের দোষ বুঝে না, তারা মুক্তিযোদ্ধাদের পছন্দ করে না।

২৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: আমার দুটো প্রশ্ন আছে চাদগাজী আঙ্কেলের কাছে,,,
১। মূল ধারার বাঙালি কারা? এদের চেনার উপায় কি? আওয়ামী লীগ করলেই কি মূল ধারার বাঙালি হওয়া যায়?
২। মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা কত?

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


মুলধারার বাংগালী হলেন তাঁরা, যাঁরা ১৯৭১ সালে বাংলাদেশ চেয়েছিলেন, ও পরে যাঁরা বাংলাদেশকে তাঁদের দেশ হিসেবে গণ্য করছেন।

মুক্তিযু্দ্ধের শহীদ ৩০ লাখ।

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪১

অর্ধ চন্দ্র বলেছেন: সত্যিই ভালো লাগে, যখন দেখি আমার মনের কথা গুলি চমৎকার ভাবে গুছিয়ে, এখানে ফুটে উঠেছে। ধন্যবাদ

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


তাই? আমি ভাবছি, ঠিক বলছি কিনা!

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৭

বিম্বিসার বলেছেন: মাঠে গেলাম গুলি করলাম, মারলাম আর মরে গেলাম। যুদ্ধ মানেই
এতটুকু না। যুদ্ধের ব্যাপকতা আরও অনেক বেশি । মুক্তিযুদ্ধ করেছি, দেশকে বিধ্বস্ত করে, অস্ত্র জমা দিয়ে
বাড়ি চলে আসলেই যুদ্ধ জিতে গেলাম না, এটা মগজে ঢুকতে হবে আগে । ১৯৭১ সালে জাস্ট জমিটা দখল করে দিয়েছেন, এখানকার মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কি করেছেন?
দেশ পুনগঠনের বাস্তব সাহসী পদক্ষেপ কি কেউ নিয়েছে? এত বড় একটা মেজর চেঞ্জ এর পর মানুষজনকে সঠিক দিকে ড্রাইভ করতে পেরেছেন কি?

আপনারা জানতেন না দেশে অনেক রাজাকার,আলবদর সংগঠিত অবস্থায় রয়ে গেছে? কোন যুক্তিতে মনে করেছিলেন যুদ্ধ শেষ হয়ে গেছে?
কেন যা শুরু করলেন ভালোভাবে তা শেষ করলেন না? জানতেন না মানুষজনকে বাঁচাতে হবে, খাওয়াতে হবে, শিক্ষা দিতে হবে? কি করেছেন এর জন্য?

ভাসানী সাহেব যখন চিৎকার করছিলেন তখন তাকে পাকিস্তানের দালাল আখ্যায়িত করলেন, ফলাফল কি হলো ৭৪ সালে আরও পনের লক্ষ মানুষ মারা গেল।
ভাসানী সাহেবের কথায় যদি ৬৯ সালের গর্জে উঠতে পারেন তবে ৭৪ এ কেন তাকে চীন আর পাকিস্তানের দালাল বানিয়ে দিলেন? কেন তার কথা শুনলেন না?
পাকিস্তানিদের হাতে যদি ৩০ লক্ষ লোক শহীদ হয়, তবে আপনারা নিজ দেশের নিরীহ পনের লক্ষ লোককে খুন করেছেন, যাদের দায়িত্ব নেওয়ার কথা ছিলো আপনাদের।
আপনাদের শ্রদ্ধা করবো (!) , কেন?????


আমার দেশের মাটির কসম একে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আমার যতদিন কর্মশক্তি থাকবে
দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য লড়ে যাবো। যারা একে শোষন করতে চাইবে তাদের বিষদাঁত উপড়ে ফেলবো, তাতে আমাকে রাজাকারে বাচ্চাই বলেন আর
দালালই বলেন আমার কিচ্ছু যায় আসেনা ।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ অনেক ডোডোর জন্ম দিচ্ছে!

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫

বিম্বিসার বলেছেন: আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ , এই বিষয়ে আপনার সাথে সম্পূর্ণ একমত জনাব কূপমণ্ডূক !

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


নিজকে বুঝার চেষ্টা করেন।

২৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো রক্তে।

চামড়ার রঙ ভিন্ন হলেও, রক্ত কিন্তু লালই হয়...

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭

চাঁদগাজী বলেছেন:



স্বয়ং বেগম জিয়া ধরে নিয়েছিলো যে, বাংলাদেশ হবে না; উনি আশাহত হয়েছেন

২৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৩

চোরাবালি- বলেছেন: আমাদের সাত্যকে সত্য বলার সাহস বা যোগ্যতাও নাই।
আপনি এক এলাকার ১০০জন রাজারের তালিকা প্রকাশ করুন যারা অশিক্ষিত পক্ষান্তরে ১০০জন মুক্তিযোদ্ধাদের তালিকা করুন যারা শিক্ষিত।
কিছু হাইব্রিড গজনো মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা শব্দের আজ এ অবস্থা। তার থেকেও বড় কথা এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। মতের বিপক্ষে গেলেই রাজাকার। বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা যারা লুটেরা ছিল বলে শোনা যায় পরবর্তীতে ঝোপ বুঝে মুক্তিযোদ্ধা হয়ে গেছে।

তার থেকে বড় কথা প্রভাকরণ যদি স্বাধীন রাষ্ট্র গঠণ করতে পারত সে হত বীর; আজ সে পরাজিত তাই সে দেশদ্রোহী।
নতিকেতার সেই গানটা নিশ্চয় আপনিও শুনেছেন-

"বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে পরাজিতরাই পাপি এখানে
রাম যদি হেরে যেত রামায়ন লেখা হত রাবণ দেবতা হত সেখানে"

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

চাঁদগাজী বলেছেন:


প্রভাকরণ ভুল পথে নিজের জাতির জন্য যুদ্ধ করেছে, সিংহলী মানুষ মারেনি, মেয়েদের অত্যাচার করেনি; রাজাকারেরা পাকীদের জন্য যুদ্ধ করেছে, নিজের জাতিকে মেরেছে, নিজের জাতির মেয়েদের উপর অত্যাচার করেছে।

আপনার মগজে পাকী জেনেটিক্যাল সমস্যা রয়ে গেছে

৩০| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৫

রাফা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, এতদিনে কিছুটা হোলেও উপলব্দি করতে পেরেছেন বলে আমার মনে হোচ্ছে।অনেক কথাই বলার আছে কিন্তু একটু আগাম বলা হয়ে যাবে বলে বলতে পারছিনা।ঘুরিয়ে পেচিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তযুদ্ধটাকে বিতর্কিত করার চেষ্টা অবিরাম চলছে।সম-সাময়িক অনেক ক্ষোভ জমা হয়েছে সাধারণ মানুষের মনে সেটাকেই পুজি করতে চাইছে এই দেশ বিরোধী শক্তি।আমরা আমাদের জয়টাকে স্বরণ না করলেও পরাজিতদের নাতি পুতিরাও তাদের পরাজয়টাকে মেনে নেয়নি কখনই।এখনও তারা প্রমাণ করতে চাইছে তখনকার প্রেক্ষাপটে তারা সঠিক ছিলো কোন ভুল করে নাই।পাকিস্তান যেমন তাদের জেনারেলদের বিচার না করায় আজকের অবস্থানে এসে দাড়িয়েছে।বাংলাদেশের তথাকথিত জাতিয়তাবাদিরাও সেই একই পন্থা অবলম্বন করে চলেছে।কারন পরাজিত শক্তির সমর্থন তাদের দরকার বাংলাদেশকে ধ্বংস করার জন্য।

ধন্যবাদ,চাদ গাজী।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

চাঁদগাজী বলেছেন:


দরিদ্রকে গাধায়ও লা্থি মারে; শেখ সাহেব, শেখ হাসিনা বাংলার সাধারণ মানুষকে কিছু দেয়নি, জামাত তার নিজের লোকদের সাহায্য করেছে; ফলে, ওরা সংখ্যায় কম হলেও তারা সাধরণ মানুষ থেকে আলাদা হয়ে থেকে যাচ্ছে

৩১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

ক্স বলেছেন: বাংলাদেশের বড় বড় সব কোম্পানির চেয়ারম্যান/ডাইরেক্টর পদে দু'একজন মুক্তিযোদ্ধা থাকেই। আর কোটা ব্যবস্থার সুবাদে সরকারী বড় বড় পদে তো মুক্তিযোদ্ধাদেরকে অহরহ দেখা যাচ্ছে। তাই বলা যায়, প্রান্তিক লেভেলে দারিদ্র্যের কশাঘাত থাকলেও শিক্ষিত লেভেলে মুক্তিযোদ্ধারা আর্থিক দিক থেকে খুব একটা খারাপ নেই। তাহলে তাদের সন্তানেরা শিক্ষা দীক্ষায়, টেকনোলজিতে রাজাকারদের সন্তানদের চেয়ে পিছিয়ে আছে কোন যুক্তিতে? আরবরা যদি এই প্রকল্পে টাকা ঢেলে দিয়ে থাকে, তো সেই টাকা তো বৈধ পথে এদেশে আসতে হবে, নাকি? আপনার যুক্তি অনুযায়ী কোন পথে সেই টাকা আসে, যে টাকায় রাজাকারের বংশধরেরা শিক্ষা দীক্ষা টেকনোলজিতে মুক্তিযোদ্ধাদেরকে টেক্কা দিচ্ছে? রেমিটেন্সের মাধ্যমে আসা পতিটি কয়েনের উপর বাংলাদেশ ব্যাংকের তীক্ষ্ণ নজর থাকে। এরকম কিছু ঘটলে তা কী সরকারের নজরে আসতো না?

আপনার কথায় কিসের যেন অশূভ আভাস পাওয়া যায়। কোটা আন্দোলনের সাথে জড়িত তরুণ যুবকদের বিশাল অংশকে রাজাকার ট্যাগ দেবার মতিয়া স্টাইল উদ্দেশ্য থাকলে প্রকাশ করে ফেলুন। রাখঢাক করার কিছু নেই। এই তরুণেরা বাপের রক্ত বেচা টাকায় ঢাকায় পড়তে এসেছে - পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের টাকা এরা দেখেওনি কোনদিন।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে শুরু করে, বেগম জিয়ার সময় অবধি একা মীর কাশেম আলী আরব থেকে ডলার এনে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছে; মীর কাশেম আলীর আনা টাকা থেকে সরকারের লোকেরা টাকা পেয়েছে। কোম্পানীর ডিরেক্টর ফিরেক্টর যারা হয়েছে, এগুলো ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনা আছে

৩২| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯

তারেক_মাহমুদ বলেছেন: একটি ছোট্ট কতবড় ভুলের জন্মদিতে পারে তার প্রমাণ এই ঘটনা, আর না জেনেই একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কত হাসি ঠাট্টা হল।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২

চাঁদগাজী বলেছেন:


হাসাহাসি হচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে; তবে, এসব বারীর মালিক আসল মুক্তিযোদ্ধা বলে মনে হচ্ছে না; কোন মুক্তিযোদ্ধার হাতে আমি এট পয়সা দেখিনি

৩৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

চোরাবালি- বলেছেন: সুস্থ্য সবল চাকুরিজীবি এবং সম্পদশালী মুক্তিযোদ্ধা যখন দুস্থ্য মুক্তিযোদ্ধার নামের ভাতাটা নিজেকে দুস্থ্য বলে গ্রহণ করে তখন তার সমস্ত কর্ম নিয়েই প্রশ্ন ওঠে।

মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ফ্লাট যখন একজন দুটি করে দখন করে তখন তার পূর্বের মুক্তিযোদ্ধার ইতিহাস নিয়ে প্রশ্ন উঠবে।

পাকি ট্যাগ দিয়ে অন্যায় কি আর ঢেকে রাখা যায়?
আজকে যারা মুক্তিযোদ্ধা নিয়ে লাফালাফি করে তাদের অনেককে মুক্তিযুদ্ধ চোখেও দেখে নাই এমন কি তাদের পরিবারের কেও মুক্তিযোদ্ধাও নাই।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


ভুয়া মুক্তিযোদ্ধারাই অকাজ করে বেড়াচ্ছে; আপনি তো "মুক্তিযোদ্ধা"দের বিপক্ষে কথা বলেন।

৩৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬

চোরাবালি- বলেছেন: আপনার বোঝার ভুল আছে- দেশ এগিয়ে নিতে হলে মেধাকে কাজে লাগাতে হবে। স্বাধীনতার ৪৭বছর পর এসে যদি ওমুকে চাকরী করতে পারবে না, তমুকে ক্ষমতায় আসতে পারবে না, এসব নিয়ে মেতে থাকতেন তা হলে দেশে সংঘাত পরিস্থিতিই থাকবে; উন্নয়ন হবে না।
আজ যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে লাফাই তাদের মেজরিটিই খোজ নিয়ে দেখেন তৎকালিন লুটেরা। তখনও সুযোগ বুঝে সম্পদ গড়েছে; পরবর্তীতে সুযোগ বুঝে মুক্তিযোদ্ধাও হয়েছে। আর সরকার ঢালাও ভাবে তাদেরই সুবিধা দিয়ে গেছে যার ফলে এই মুক্তিযোদ্ধা শব্দটি আজ প্রশ্নবৃদ্ধ। মটর বাইকে মুক্তযোদ্ধা, বাসে হেলপারকে ধমকানো মুক্তিযোদ্ধা বলে এগুলি কখনও ভালো মানুষের কাজ হতে পারে না।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


দেশের শুরু থেকেই, যে বিষয়গুলো নিয়ে জাক করার কথা ছিলো সরকারের, সেগুলো পরিকল্পনা মাফিক আজও হচ্ছে না; চাকুরী সৃষ্টি করলে কোটার দরকার হতো না।

কোন সরকার পরিকল্পনা মাফিক চাকুরী সৃষ্টি করেনি।

৩৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: স্বয়ং বেগম জিয়া ধরে নিয়েছিলো যে, বাংলাদেশ হবে না; উনি আশাহত হয়েছেন


লেখক বলেছেন: স্বয়ং বেগম জিয়া ধরে নিয়েছিলো যে, বাংলাদেশ হবে না; উনি আশাহত হয়েছেন


ছবিটা দেখুন ভালো লাগবে।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


উ: কোরিয়ার মানুষ অকারনে অনেক কষ্ট করেছে; ওরা শিক্ষিত জাতি, পথে খুঁজে নেবে।

বেগম জিয়া অশিক্ষিত হওয়ায়, উনি কি ক্ষতি করেছেন, সেটা উনি এই জীবনে টেরও পাবেন না।

৩৬| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:৪৯

মো: মাসুদ রানা (এম আর) বলেছেন: ভাই আপনার কাছে আরো অনেক বেশি ভালো ভালো লেখা কাম্য। সারাদিন জিয়া এবং হাসিনার পরিবারকে নিয়ে পড়ে থাকলে আমাদেরমত সাধারন পাঠকেরা কোথায় যাবো। আপনার বিশ্লেষনগুলো কেমন যেন একতরফা লাগে।

০৪ ঠা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আমি সাধরণত: চলমান ঘটনাকে বুঝার চেষ্টা করি

৩৭| ০৭ ই মে, ২০১৮ রাত ১:৫৭

হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের শক্তিতে একতা নেই, আমি এই দিকে বঙ্গবন্ধুকে দোষ দিবো না তিনি সময় পেয়েছেন কতটুকু? তিনি ছিলেন ঐক্যস্থাপন করার প্রতীক। তিনি নেই, আজকে পত্রিকায় পড়লাম সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে জামাতিরা ৭০% নিয়ন্ত্রণ করে এবং তাদের শিখানো মিথ্যা ইতিহাস ছড়ানোর তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আওয়ামীলীগ তার রীতি নীতি থেকে সরে ঠিক কোনদিকে যাচ্ছে ঠিক বুঝা যাচ্ছে না। জামাতিরা যদি ধর্মব্যবসা করে ঠিকে থাকছে আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ বিক্রি করছে। আপনি ছাত্রলীগের কোন ছেলেকে যদি জিজ্ঞেস করেন ৫২ থেকে ৭১ সালে ছাত্রলীগের ভূমিকা কি? তারা জানে না। অতচ এই সংগঠনটি ৭১ এর মূল ভূমিকাতে ছিলো

০৭ ই মে, ২০১৮ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগ ছিল শক্তি, এটা মগজ নয়।

শেখ সাহেব দরকারের চেয়ে হাজার গুণ বেশীনসময়, রিসোর্স, সম্পদ পেয়েছিলেন; নতুন কিছু করার মতো উনার কোন আইডিয়াই ছিলো না।

জামতীরা মানুষ মারবে, আর ফাঁসীতে ঝুলবে, এটাই তাদের জীবনচক্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.