নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৪ লাখ ৪৭ হাজার ছেলেমেয়ে ফেল করেছে; নাহিদ সাহেব তাদের জন্য কি করছেন?

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭



এবার, ২০ লাখ ৩২ হাজার ছেলেমেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ১০ম শ্রেণীর ফাইনালে পাশ (এসএসসি) করতে না পারা, নিশ্চয় জীবনের প্রথম বড় ধরণের পরাজয়; কেহ ফেল করতে চাহে না, পরিবারও চাহে না যে, তাদের বাচ্চা ফেল করুক; এবং সেজন্য, পরিবারগুলো ও ছেলেমেয়েরা "প্রশ্নফাঁস"কে লুফে নিচ্ছে! গতকাল, বাংলাদেশে ৪ লাখ ৪৭ হাজার ছেলেমেয়ে ফেল করেছে; এদের ভবিষ্যত কি, নাহিদ সাহেব কি করবেন? আপনি নিজকে নাহিদ সাহেবের স্হলে ভেবে, একটা সমাধান দিন।

বৃটিশ আমলে, স্কুল পাশ করাকে বলা হতো এ্যানট্রেন্স পাশ করা; ১৯৪৭ সালে যারা বৃটিশের অধীনে সর্বশেষ ব্যাচ হিসেবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাঁদের বয়স এখন ৮৮ বছর থেকে শুরু করে ৯০ বছরের উপরে; নিশ্চয় আপনার পরিচিতদের মাঝে বৃটিশ আমলের পাশ করা অন ব্যক্তি নেই, আমার পরিচিতদের মাঝেও কেহ নেই। বৃটিশের পড়ালেখার নিয়ম ছিলো সোজা: মা-বাবার পয়সা আছে পড়, ফেল করলে আবার পরীক্ষা দাও, যতবারে পার পাশ কর।

আজকে ২০১৮ সালে, স্বাধীন বাংলাদেশে, ১৪/১৫ বছর এক বাচ্ছার সামনে একই নিয়ম, একই চ্যালেন্জ: "মা-বাবার পয়সা আছে পড়, ফেল করলে আবার পরীক্ষা দাও, যতবারে পার পাশ কর।" আমাদের নাহিদ সাহেব ও ততকালীন কলোনিয়েল ভারতে, বৃটিশের শেষ শিক্ষা-অফিসারের নিয়মের মাঝে কোন পার্থক্য আছে?

আপনি থাইল্যান্ডের মন্দিরগুলোতে যান, ছবি থেকে দেখতে পাবেন, ১৯৪৭ সালের বানরগুলো থেকে এখনকার বানরেরা বড় ও নাদুস নুদুস, মানুষ দেখলে ভয় পায় না, মানুষের সাথে দহরম মহরম; ৭০ বছরে বানরের জীবনেও অনেক পরিবর্তন এসেছে (চট্টগ্রামের পাহাড় থেকে বানরের বিলুপ্তি ঘটছে); কিন্তু বাংলার ছেলেমেয়েরা বৃটিশের একই নিয়ম অনুসরণ করে পাশ/ফেল করছে; এসব নাহিদ সাহেবরা চিরিয়াখানায় বানরের দেখাশোনা করলে জীবনে বেশী সুনাম অর্জন করতে পারতেন।

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সনেট কবি বলেছেন: খুব হতাশা জনক বিষয়।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:

এই যুগে ২০ লাখ ৩২ হাজার ছেলেমেয়ে থেকে ৪ লাখ ৪৭ হাজার ফেল করা অসম্ভব ব্যাপার; কারা তাদের দায়িত্ব পালন করছে না?

কি ধরণের পরিবারের ছেলেমেয়েরা ফেল করছে?

২| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: তাদের জন্য সহজ তরীকা হচ্ছে প্রশ্ন ফাস করে বিশেষ পরীক্ষা নিলেই হলো।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


সেই বৃটিশ নিয়ম রয়ে গেছে, ৭০ বছরে বানর বদলে গেছে, বাংগালীরা বদলায়নি

৩| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: খাতা দেখায় ও অনেক সমস্যা হয়েছে। নাহিদের কিছু করা লাগবে না, প্রশ্ন ফাঁস বন্ধ করুক তাতেই হবে। ছাত্র সমাজ এটাই চায়।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


২২% যদি ফেল করে, "প্রশ্নফাঁসে"র চাহিদা থেকে যাবে।

৪| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

কাওসার চৌধুরী বলেছেন: এই ফটো সেশনটা পৃথিবীর আর কোন দেশে সম্ভবত নেই। এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রী জমা দিচ্ছেন। এটা কেমন দেশে? সব কিছুতেই এতো প্রচার কেন?

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


অন্য জাতি এগুলো থেকে বেরিয়ে গেছে ২/৩ শত বছর আগে; নাহিদ সাহেবের জন্য এখনো এটা একটা "কাজ"।

৫| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। সাথে সাথে প্রতিটি ক্ষেত্রে সমালোচনার ধরণও রয়ে গেছে ২শ বছর পূর্বের ন্যায়। ভালো করলেও দোষ, খারাপ করলে তো কোনো কথাই নেই। সমালোচনা হবেই হবে।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা নিয়ে, ২০০ বছর আগের সমালোচনা যে রয়ে গেছে, তার একটা প্রমাণ ও উদাহরণ দিন।

৬| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:০৮

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাইয়ের বিশ্লেষণগুলো খুব ভালো।

০৬ ই মে, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


স্বাধীন বাংলাদেশে একটা বাচ্চা ১ম বার বড় ধরণের পরাজয় বরণ করলো; নাহিদ সাহেব ওর জন্য নতুন কিছু করার কথা ভাবেননি।

৭| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশী পাস করলে প্রশ্ন ফাঁসের সমালোচনা উঠত। তাই হয়তো ইচ্ছাকৃতভাবে কড়াকড়ি ভাবে নম্বর দেয়া হয়েছে। এখন মন্ত্রী গর্ভবতী(!) হয়ে বলবেন, প্রশ্ন ফাঁস হলেও প্রকৃত মেধাবীরাই পাস করেছে...

০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



সরকার যদি সঠিকভাবে ডাটা প্রকাশ করে, দেখা যাবে যে, যেসব পরিবারের লোকেরা শিক্ষিত নন, দরিদ্র, তাদের ছেলেমেয়েরা বেশী ফেল করেছে।

এ বছরের ফেল করাদের জন্য নাহিদ সাহেবের কি কোন প্ল্যান আছে, নাকি বৃটিশের নিয়মই চলবে?

৮| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৬

বিষাদ সময় বলেছেন: নাহিদ সাহেব আলাউদ্দিনের চেরাগে ঘষা দিতেই দৈত্য এসে হাজির হল, তিনি দৈত্যকে বললেন- ২০২০ সাল থেকে বাংলাদেশের কোন পরীক্ষার্থী যেন ফেল না করে।

দৈত্যের উত্তরঃ এটা অসম্ভব।

নাহিদ সাহেবঃ তাহলে ব্লগার চাঁগাজীকে খুশি করে দাও।

দৈত্যঃ ঠিক আছে মালিক ২০১৯ সাল থেকেই বাংলাদেশের কোন পরীক্ষর্থী যেন ফেল না করে সে ব্যব্স্থা করছি।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



নাহিদ সাহেব আলাউদ্দিনের চেরাগে ঘষা দিয়েই মন্ত্রী হয়েছেন; না হয়, ছাত্র রাজনীতি করার পর, সেই দক্ষতা নিয়ে ব্যাংকে কেরাণী হওয়ার কথা ছিলো।

৯| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা, শ্রদ্ধেয়। ব্রিটিশ আমলেও যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়কে স্বশাসন সুযোগ দেওয়া হত।সেখানে সরকারের সামান্য হস্তক্ষেপে , মানুষ প্রতিবাদ জানাতো।আমরা ১৯০৪ সালে লর্ড কার্জনের কলকাতা বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপকে 'গোলদীঘির গোলাম খানা ' নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছিল। ব্রিটিশরা বিশ্ববিদ্যালয় গুলিকে স্বশাসনের লক্ষ্যে চালু করেছিল, সেনেট হাউস' যেটা আজও তৎকালিন বিশ্ববিদ্যালয়ে তো বটেই নবাগত বিশ্ববিদ্যালয়েও চালু আছে। তবে বিভিন্ন নামে। সমস্যা হল সরকার যদি উচ্চ শিক্ষা সহ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ডগুলিতে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে আপনি যে হতশাজনক চিত্র তুলে ধরেছেন,সে ব্যবস্থার কোনো পরিবর্তন আগামীততেও হবে বলে মনে হয়না।

অনন্ত শ্রদ্ধা আপনাকে।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


তা'হলে বুঝা যাচ্ছে যে, নাহিদ সাহেব নবাব সিরাজ-উদ-দৌলার আমলে আটকে আছেন!

১০| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: দেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছেন এই মহান মন্ত্রী

০৬ ই মে, ২০১৮ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


হাজার হলেও ছাত্রনেতা, নিজে পড়ালেখা করেননি, এখন সোনার ডিম পাড়ার চেষ্টা করছেন।

১১| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৪

শাহারিয়ার ইমন বলেছেন: এই মন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল সবার আগে

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


শুন্য গোয়ালই ভালো

১২| ০৬ ই মে, ২০১৮ রাত ১১:১৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: সাবজেক্ট আরো ১৫ টা বাড়ানোর দাবি জানচ্ছি। যেখানে ষষ্ঠ শ্রেণির মাত্র ১৬ টা।
এতো পাস দিয়েইবা কি হবে। সবাই যদি পাস করে রাস্তায় পাটকেলটা ছুঁড়বে কে।

০৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভালো করে খবর নিয়ে দেখেন, সমাজেে যারা পেচনে পড়ে আছেন, তাদের ছেলেমেয়েরাই ফেল করেছে।

১৩| ০৭ ই মে, ২০১৮ ভোর ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা কাজ না করে বেশী কথা বলে তাদের দিয়ে কিছু হবে না। কোন ছাত্র-ছাত্রীরই ফেল করার কথা নয়। কেননা, কেউ ফেল করার জন্য পরী্ক্ষা দেয় না। শিক্ষকরা তাদের দোষ এড়াবেন কি করে? ১০ বছর পড়াশোনার পর ফেল করার দায় কি কেবল ছাত্রর একার? শিক্ষক কি দায়ী নন? এই ১০ বছর শিক্ষক যত টাকা বেতন নিয়েছেন সেটা অবৈধ হয়ে যাবে।

মনে রাখতে হবে, পাশ করতে হলে ১০০ তে ১০০ পেতে হয় না। ১০০ তে ৩৩ পেলেই হয়। এটা যারা পায় না তাদের প্রস্তুতিতে গলদ আছে। অভিভাববকরা কি তাদের দায় এড়াতে পারেন?

সবার জন্য শুভ কামনা। পাসকারী ও ফেলকারী সবাই সুখে থাকুন।

০৭ ই মে, ২০১৮ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


গ্রামের ৭০% ছেলেমেয়েদের অভিভাবকেরা অশিক্ষিত, এরা নিজেদের ছেলেমেয়েদের কোনভাবে সাহায্য করতে পারছে না।

গ্রামের স্কুলের শিক্ষকদের দক্ষতা খুবই কম, দায়িত্ব আরো কম।

১৪| ০৭ ই মে, ২০১৮ ভোর ৫:৩৭

বিদেশে কামলা খাটি বলেছেন: পরীক্ষাগুলো ফেলের হার ০.৫ % এর বেশী থাকা উচিত নয়। আমাদের তরুণরা কি এতই কম বুদ্ধিমান যে সামান্য পাস টাও করতে পারে না?

০৭ ই মে, ২০১৮ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



শিক্ষকদের মাঝে অনেক রাখাল বালিক ঢুকে গেছে; ক্লাশে পড়ালেখা তেমন হয় না; পয়সাওয়ালা টিউটর রাখে ও কোচিং চেন্টারে পাঠায়; গ্রামের দরিদ্রদের বাচ্চাগুলো ফেল করে

১৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩২

মিরোরডডল বলেছেন: সবাই সমানভাবে দায়ী
Student, parents, teachers, education ministry everyone.
Overall system is wrong

Such a shocking result
এই সময় একটি বছর হারানো মানে পুরো জীবনে এটার প্রভাব ফেলবে
specially in career

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


ফেল করছে শুধু সমাজের পেচনে পড়ে থাকা মানুষদের ছেলেমেয়েরা

১৬| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: আমি বুঝি না ফেল করে কিভাবে?? ফেল করার কোনো কারনই নেই।

যারা ফেল করেছে তাদের দায় দায়িত্ব কি নাহিদ সাহেবের? উনার অপরাধ উনি মন্ত্রী?
বাবা মার দায়িও নেই? স্কুলের শিক্ষকদের দায়িত্ব নেই?

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে শতে ৪০ জন নাম লিখতে পারেন না, তাদের ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে; এসব ছেলেমেয়ে কি পড়ছে, পরীক্ষায় পাশ করার মতো কিনা, মা-বাবা কি জানে?

১৭| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৬

সিফটিপিন বলেছেন: একজনও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৯টি।
একজনও পাস করেনি

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


ভাবুন, সেখানে কারা পড়ালেখা শিখাচ্ছে, সেই এলাকার এডুকেশন অফিসারেরা কি এসব প্রতিষ্ঠান কি করছে জানে না?

১৮| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩৬

সিফটিপিন বলেছেন: যাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ ফেল করে থাকে, তাদের প্রতি নজর রাখুন। কারন ফেলের কারণে চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করছে। তাদের পাশে দারান, তাদেরকে বোঝান।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনিও দাঁড়াতে পারবেন না, আমিও দাঁড়াতে পারবো না, এরজন্য দরকার ছিলো প্রতি এলাকায় সরকারী "কাউনসেলিং"

১৯| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৪৫

অর্ধ চন্দ্র বলেছেন: নাহিদ তাদের খাতাই লিখে দিবেন অথবা চাঁদগাজী কিংবা চাঁদগাজী উত্তম কোন পথ দেখাবেন নিশ্চয়।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি কোরিয়ান, চীনা, জাপানী, পোল্যান্ড, আমেরিকান,জার্মানদের পড়ালেখার রীতিনীতি দেখার সুযোগ পেয়েছি

২০| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৪৭

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: খুব হতাশা জনক

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


পড়ালেখায় জাতির সবচেয়ে নিবেদিত সন্তানদের নিয়োগ দেয়ার দরকার

২১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২০

বিদেশে কামলা খাটি বলেছেন: গ্রামের শিক্ষার্থীরা পাস করলে আমার খুব আনন্দ লাগে। আমি ঢাকা জেলার দোহার উপজেলার এক গ্রাম্য স্কুল জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে প্রথম বিভাগে বিজ্ঞান শাখায় পাস করি। আমার কোন টিউটর ছিল না। বাবা ছিলেন দরিদ্র কৃষক। তিনি পড়াশোনা জানতেন না। কোন শিক্ষক আমাকে সামান্যতম গাইড দিলে ১৯৮৯ সালে আমি ঢাকা বোর্ডে ২০ তম হলেও স্ট্যান্ড করতাম। কথাটি বাড়িয়ে বলা মনে হতে পারে। আমি এখন ভেবে অবাক হই উচ্চতর গণিতের মতো বিষয় আমি একা একা করতাম। আফসোস, আমি কারো গাইড পাইনি।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


এখনো ৫০ ভাগ পরিবারে শিক্ষিত মানুষ নেই, তাঁদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে; এদেরকে কে সাহায্য করছে? কেউ না।

২২| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি চাই কোন ছাত্রই ফেল না করুক। ফেল করা কোন কাজের কথা নয়। পড়াশোনা শিখেছে । পাস করবে। ফেল করার কোন যুক্তি নেই।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


স্কুলে নিয়মিত পড়ালেখা হলে, কোন ছাত্র কোনভাবেই ফেল করার কথা নয়।

২৩| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ইনাম আহমদ বলেছেন: ফেল করার চেয়ে পাশ করা অনেক সহজ।
আর কেউ ফেল করলে শিক্ষামন্ত্রী কি তার খাতায় গিয়ে লিখে দেবেন?
যথেষ্ট চেষ্টা করা হয় ছেলেমেয়েদের পাশ করানোর। আপনার পরিচিত কেউ শিক্ষা ক্যাডারে থাকলে জিজ্ঞেস করে দেখবেন। এরপরেও কেউ ফেল করলে দোষ সেই শিক্ষার্থীর, তার বাবা-মার। আর কেউ এক্ষেত্রে দায়ী নয়।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো বেশী সহজে পাশ করায়, পড়ালেখা সম্পর্কে আপনার কোন ধারণা নেই; মন্ত্রী শিক্ষা ব্যবস্হাকে এমনভাবে গড়তে পারবে যে, মন্ত্রী নিজে ২০ লাখ ৩২ হাজার বাচ্চাকে নাম ধরেই চিনতে পারবেন, কোন বাচ্চার পাশ করতে কি করতে হবে, মন্ত্রী বুঝতে পারবেন। আপনার ভাবনাশক্তি পাশ করার মতই শুধু, উহাকে তার চেয়ে বড় করার চেষ্টা করেন।

২৪| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অর্ধ চন্দ্র বলেছেন: প্রোফাইল এ ট্রাক্টরের ছবিটার রহস্যাদি জানার বড়ই ইচ্ছে বহুদিনের!

০৭ ই মে, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


আসলে, রহস্য কিছুই নেই; ট্রাক্টর কৃষিতে বিপ্লব সাধরন করেছে, সেজন্য উহাকে ভালো লেগেছে।

২৫| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:০৬

ইনাম আহমদ বলেছেন: মন্ত্রী শিক্ষা ব্যবস্হাকে এমনভাবে গড়তে পারবে যে, মন্ত্রী নিজে ২০ লাখ ৩২ হাজার বাচ্চাকে নাম ধরেই চিনতে পারবেন, কোন বাচ্চার পাশ করতে কি করতে হবে, মন্ত্রী বুঝতে পারবেন।
১,৪৭,৫৭০ বর্গমাইলের দেশে ১৬ কোটি (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী, জন্মনিয়ন্ত্রণ অনেকে হারাম মনে করেন সুতরাং এখন ২০ কোটি হওয়া উচিত) জনসংখ্যার মধ্যে এক তৃতীয়াংশ শিক্ষার্থী। উনি মানুষ, OMR মেশিন না। বৃটিশরা নিজেরা এই নিয়মে চলে নোবেলবিজয়ী তৈরী করেছে আর আমরা প্রশ্নফাঁস জেনারেশন তৈরী করেছি। দোষটা সিস্টেসের নয়, দোষটা আমার আপনার মতো মানুষদের, এবং আমার বয়স যথেষ্ট কম সুতরাং দোষটা আপনাদের মতো গুরুজনদের ঘাড়েই ফেলা যায়। সিস্টেমটা বদলাতে আগে সিস্টেমের সবগুলো ধাপ জানতে ও পার হতে হবে। আন্দাজে ব্লগিং করলে আর নন্দঘোষের ফাঁসি চাইলেই জাতির উন্নতি হবেনা।
আপনি এক কাজ করেন। নিজে একটা মডেল দাঁড়া করান। সেটা কতটা যৌক্তিক হয় আমরা দেখতে চাই।

০৭ ই মে, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ওকে, আমি একটা মডেল তৈরি করবো।

২৬| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ৪ লাখ ৪৭ হাজার ছেলে মেয়ে ছাএলীগের বিভিন্ন অংগ সংঘটনে যোগ দিবে। লেখাপড়া করে মামা খালু ছাড়া চাকুরীর নিশ্চয়তা কেঊ দিতে পারবে নাহ। ছাএলীগে যোগ দিলে বিনা পুজিতে টাকা ইনকামের সুযোগ রয়েছে। প্রতিটি মিছিল মিটিং দৈনিক ৩০০ টাকা করে রোজ, আর প্রমোশন পেয়ে নেতা হতে পাড়লে তো চাদাবাজী টেন্ডার আর বোনাস তো আছেই।

০৭ ই মে, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


এখন সরকারের কেবিনেটে ও বড় পদগুলোতে ৬০% ছাত্রলীগ নেতা; এরা জীবনে প্রথম চাকুরী পেয়েছে এমপি, বা ঐ ধরণের পোষ্টে

২৭| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৪৬

দয়িতা সরকার বলেছেন: হ্যাঁ, ফেলের সংখ্যাটা বিভিন্ন ভাবে পিছিয়ে থাকা পরিবার গুলোতেই বেশি। শুধু গ্রামেই নয় এই ঢাকাতে অনেক নামকরা স্কুলের অনেক অভিভাবকেরা শিক্ষিত নন । তাছাড়া গ্রাম -শহর এই পরিবার গুলোর বাচ্চাদের হাতেই ফোন থাকে।

০৭ ই মে, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



এসব বাচ্চাদের হাতে ফোন আছে, এরা অবশ্যই বুদ্ধিমান নয়, ফেল করেই তারা সেটা প্রমাণ করেছে; মন্ত্রীর মথায় এডের জন্য কোন প্ল্যান নেই, মন্ত্রীও এডের সমান দক্ষ।

২৮| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৩১

দয়িতা সরকার বলেছেন: মথায় (মাথায়), এডের (এদের) বানান ইচ্ছে করে ভুল লিখেছেন কেন ?

০৮ ই মে, ২০১৮ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


স্যরি, তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে।

২৯| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৩

শামচুল হক বলেছেন: এত পাশের ভিতরও অনেক স্কুলে একজনও পাশ করে নাই। দুঃখজনক ব্যাপার।

০৮ ই মে, ২০১৮ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


সেই স্কুলগুলোর শিক্ষকদের সাথে মন্ত্রী এক বেলা খেতে পারেন, আলাপ করতে পারেন, বুঝতে পারেন, সমস্যা কি!

৩০| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:০১

সাাজ্জাাদ বলেছেন: শিক্ষার্থী ফেল করলে এর দায়িত্ব অবশ্যই স্কুল ও শিক্ষকের উপর বর্তায়।

০৮ ই মে, ২০১৮ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:


স্কুলগুলোকে পর্যবেক্ষণে রাখতে হয়, তার জন্য কিছু আধুনিক নিয়ম কানুন চালু করার দরকার; নবম/দশন শ্রেণীর ছাত্রদের ব্যাপারে খেয়াল রাখা ও তাদেরকে সাহায্য করার জন্য প্রসেস দরকার।

৩১| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৫০

ইমরান আশফাক বলেছেন: আমরা গত ত্রিশ বৎসর ধরে শুনছি যে এই শিক্ষা পদ্বতি না বদলালে আমরা জাতী হিসাবে পিছিয়ে পড়বো। সম্ভবত আগামী ত্রিশ বৎসরও একই শ্লোগান শুনতে থাকবো।

০৮ ই মে, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা পদ্ধতি বুঝার জন্য অনেক গুণী লোকের দরকার; আপাতত লিলিপুটিয়ানরা এগুলো চালাচ্ছে।

৩২| ০৮ ই মে, ২০১৮ রাত ১:১৯

অর্ধ চন্দ্র বলেছেন: #চাঁদগাজী
#চাঁদগাজী



০৮ ই মে, ২০১৮ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি অস্ত্র ইত্যাদি ভালোবাসি না।

৩৩| ০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৪১

জাতির বোঝা বলেছেন: এই সব মন্ত্রী টন্ত্রী দিয়ে দেশের কিছু আশা করা যায় না।

০৮ ই মে, ২০১৮ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:


এগুলো ছাত্রনেতা ছিলেন, এখনো ছাত্রনেতা

৩৪| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি অনেক সুন্দর আর স্বশিক্ষিত জাতির স্বপ্ন দেখি।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, জাতির একাংশ জাতির অবস্হা বুঝতে পেরেছেন, এবং সমাধানের আশা করছেন; এরা সংখ্যায় একেবারে কম নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.