নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দরিদ্রদের কবির একটা কবিতাও পড়ার সুযোগ পায়নি দরিদ্ররা

২৫ শে মে, ২০১৮ রাত ৯:১৯



শেখ সাহেব জীবনে একটা বড় কাজ করেছিলেন, বাংগালীদের দরিদ্র-কবিকে ঢাকায় নিয়ে এসেছিলেন; কবির জীবনের শেষদিনগুলোতে কবির পরিবারকে বাসা ভাড়া, খাবার, ডাক্তার নিয়ে কষ্ট করতে হয়নি। আপনারা যারা ব্লগে কবিতা লিখছেন, ভালো কবিতা লেখার চেষ্টা করেন; আপনাদের অসুুবিধা হলে, শেখ সাহেবের মেয়ে অবশ্যই কিছু একটা করবেন, নিশ্চন্তে থাকুন, শেখ সাহেব কবিতা পড়তেন!

আপনি যদি শিক্ষিত বেকার হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, কবি নজরুলের দারিদ্রতা কিছুটা বুঝবেন; আপনি বুঝতে পারবেন, তিনি দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পেরে তাঁদের জন্য কবিতা লিখেছিলেন, তাঁদের ভাগ্য ফেরাতে ভোটও করেছিলেন, ভোট পাননি; দরিদ্ররাও উনাকে ভোট দেননি; দরিদ্ররা আজীবন এক ভুল ধারণার শিকার, ধনীরা শুধু দারিদ্রতা দুর করতে পারে।

সময় ও পারিবারিক কারনে, কবি ছোটকাল থেকেই বৃটিশ শাসনের বিপক্ষে ছিলেন; সামান্য লেটো গানেও সেটা তিনি প্রকাশ করেছেন; উনার চাচার লেটো-গানের দল ছিল, চাচা ১১ বছর বয়সের নজরুলের গান সেখানে গাইতেন, মানুষ পছন্দ করতেন; কারণ, সেখানে বৃটিশের শাসনের অবসান চাওয়া হতো।

সেই বৃটিশ বিরোধী কবি, দরিদ্রতার কারণে এনট্রেন্স পরীক্ষা না দিয়ে, ১৮ বছর বয়সে বৃটিশ সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন, সামান্য আয় করার জন্য; ভাইবোনদের জন্য আয় করার অনেক দরকার ছিলো। বুঝতে পারছেন বেকারত্ব ও দারিদ্রতা মানুষকে কি করতে পারে?

ঢাকায় সেদিন, তাজিন নামের অভিনেত্রী মেয়েটাও নাকি দারিদ্রতার কারণেই হার্ট-ফেল করেছে; অবস্হা বুঝেন; বৃটিশ আমল থেকে বেকারত্ব শুরু হয়েছে, আজও বাড়ছে!

কবি কিছু সময় বেশ স্বচ্ছল ছিলেন, গান লিখতেন, রেডিও'তে গাইতেন, শিখাতেন, ফিল্মেও কাজ করেছিলেন; শেরে বাংলাও সামান্য টাকা দিতেন; কোনভাবে চলে যেতো।

১৯৪২ সালে কবি অসুস্হ হয়ে পড়েন; কোলকাতার বাংগালীরা উনাকে ভালোবেসেছিলেন, সাহায্য করেছেন: টাকা টুকা তোলে উনাকে ১৯৫৩ সালে লন্ডনও পাঠায়েছিলেন; কবি সুস্হতা ফিরে পাননি। ১৯৬২ সালে কবির স্ত্রী পরলোক গমন করেন। গরীবের কবি সত্যই গরীব হয়ে যান।

১৯৭২ সালে শেখ সাহেব কবিকে ঢাকায় নিয়ে আসেন; সরকার সব খরচ দিয়েছে; বাংলার যত শিক্ষিত আছেন, সবাই গিয়ে কবির সাথে দেখা করেছেন; বাংলার গরীবদের যাওয়ার দরকার হয়নি; তাঁরা জানেননি কবি এসেছিলেন, তাঁরা কোনদিন জানেননি কবি কি লিখেছেন।

মন্তব্য ১১০ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: গরিব দেশের গরিব কবির জন্মদিনে অজস্র শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।

শেখ সাহেব কবিকে দেশে এনে দেশকে দান করেছিলেন এক মহান আদর্শে আদর্শিক এক বিদ্রোহী কবি।

ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



৬ দফা, বাকশাল সুবিধে হয়নি; এটা উনার সঠিক কাজ ছিলো

২| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: আজ এই নাটকটি দেখলাম। সময় পেলে দেখবেন।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে।

৩| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

শিখণ্ডী বলেছেন: বাংলার গরীবদের যাওয়ার দরকার হয়নি; তাঁরা জানেন না কবি কি লিখেছেন। একদম ঠিক। শিক্ষার অভাবে আজও তেমনি আছে।

দুনিয়ার নিয়মই হয়ত এমন গরিব রিক্সাওয়ালা দেখে বোম্বাইয়া বড়লোকি সিনেমা আর বড় লোকে দেখে পথের পাঁচালী :((

২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


বড় লোকদের জন্য সরকার ঢাকা ইউনিভার্সিটি, মেডিক্যাল কলেজ, বুয়েট করেছেন; গরীবদের জন্য সৌদী আরব।

৪| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধার লি‌খে‌ছেন, স্যার। এ বিষয়‌টি তো কখ‌নোই আমার ভাবনায় আ‌সে‌নি। ত‌বে এই যু‌গে ক‌বিরা নন ইয়াবা সম্রাটগণ আনুকুল্য লাভ ক‌রেন।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কতদিন জমিদারী করবেন, একদিন তো মানজুষের সামনাসামনি আসতে হবে; এখন বেগম জিয়া নেই, কার কথা বলে ম্যাঁওপ্যাঁও করবেন।

৫| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিকে বঙ্গবন্ধু অনেক ভালো বাসতেন। কবি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির কবিতা লিখেছেন। আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র রক্ষায় নজরুল প্রেরণা হতে পারেন।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


কবি দরিদ্র হয়েও, পড়ালেখার তেমন সুযোগ না পেয়েও মানুষকে উৎসাহিত করেছেন, ভাষাকে শক্তিশালী করেছেন।

৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কবির মেধা অতুলনীয় । শ্রদ্ধা ভরে বলতে হবে। সবাই কি আর সমান পারে।

২৫ শে মে, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


তিনি বাংলা সাহিত্যকে অনেক শক্তিশালী করে গেছেন, অবশ্যই প্রতিভাবান ছিলেন।

৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি আসল কথাটি বলেছেন। ধন্যবাদ

২৫ শে মে, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলার কবি, বাংলার মানুষ, বাংলার নেতা, বাংলার ছাত্র, বাংলার ইয়াবাকে বুঝার চেষ্টা করছি।

৮| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার লেখাগুলো কেমন ভাষণ ভাষণ লাগে পড়তে। একটু রস কষ নিয়ে আসুন লেখাতে !

২৫ শে মে, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


তাই? ওকে, চেষ্টা করবো।

৯| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: সত্যি বাস্তব কথাটিই বলেছেন।
কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা

২৫ শে মে, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


বুঝার চেষ্টা করছি, বাংলার মানুষ কেন বাংলার কবির ১টা কবিতাও পড়ার সুযোগ পেলো না; সমস্যা কোথায়?

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:০০

আবু তালেব শেখ বলেছেন: উনি যদি সুস্থ থাকতে তাহলে আরো কত শত কবিতা সাহিত্য রচনা করতেন যা ধারনার বাইরে। আমার প্রিয় কবি তুমি জান্নাত বাসি হও

২৫ শে মে, ২০১৮ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই, বাংলা সাহিত্য আরো অনেক ধনরত্নের অধিকারী হতো।

অবশ্য, তারপরও কয়েক কোটী বাংগালী উনার "ভোর হলো" কবিতাটাও পড়ার সুযোগ পেতেন না; আদম বেপারীরাই উনার কবিতা পড়তো বংগবন্ধু অডিটোরিয়ামে।

১১| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:১১

Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো

২৫ শে মে, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


দেখছেন, কবির সুখে দু:খে আপনি আছেন; কোটী কোটী বাংগালী জানে না, তিনি কি লিখেছিলেন।

১২| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:১৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: সমস্যা আমাদের, আমাদের নিজেদের কাছে তাকিয়ে দেখলেই দেখতে পাবো

২৫ শে মে, ২০১৮ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:



সমস্যা: শেখ সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা বুঝেনি যে, প্রতিটি বাংগালীর বাচ্চা ১০ লাইন কবিতা লিখতে চায়; এই লোকগুলো কমবুদ্ধিমান ছিলেন। ব্লগে দেখেন, সবাই কবিতা লিখতে চায়; কেন বাকী বাংগালীরা ১০ লাইন কবিটা লেখার সুযোগ পেলো না? আমাদের কি সম্পদ নেই?

১৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "দরিদ্রদের কবির একটা কবিতাও পড়ার সুযোগ পায়নি দরিদ্ররা"
ও গাজী ভাই?
এটা কি বাক্য???
বাক্যে ভুল কেন??:(
শেখ সাহেব মনে হয়.....:P


বিদ্রোহী কবিতার অর্ধেক মুখস্ত করে ফেলেছি।
শুনবেন??:P

২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


কবির কবিতা মুখস্হা জানা আসলেই কবির প্রতি সন্মান, এটা ভালো!

১৪| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শিরোনাম ঠিক করুনঃX(
১। দরিদ্র কবির একটা কবিতাও পড়ার সুযোগ পায়নি দরিদ্ররা।
বা
২। দরিদ্ররা, দরিদ্র কবির একটা কবিতাও পড়ার সুযোগ পায় নি।


দরিদ্রের দুষ্টচক্র বোঝেন??
এদেশে দরিদ্ররা আরও দরিদ্র হয়.

“এমন কোনো সমাজই সমৃদ্ধশালী ও সুখী হতে পারে না, যেটার এক বিরাট সংখ্যক সদস্য দরিদ্র ও দুঃখী।”.(কপি)

২৫ শে মে, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন কিছুর উপর লেখার চেষ্টা করেন; লিখলে, সবকিছু পরিস্কার হবে; কোন একটা বিষয়ের উপর মনস্হির করুন।

১৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত দরিদ্র, অভাব, প্রতিবন্ধী - এদের নিয়ে নাটক/সিনেমা বানালে প্রশংসিত হয়, এওয়ার্ড পায়। যদিও যাদের নিয়ে ছবি তারা এসব জানেও না...

২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষকে অশিক্ষিত করে রেখেছে আমার সরকার: ব্যুরোক্রেসী, রাজনীতিবিদগণ ও প্রশাসন।

১৬| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই,
সোজা কথা আমার লিখতে ভাল লাগে না!
আমি ব্লগে আসি আড্ডা দিতে!!!:(

যদি বলেন তো চলে যাব! তবু লিখতে পারবো না!! :(

২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, আড্ডাই দেন; তবে, ক্লান্ত হয়ে যাবার সম্ভাবনা আছে।

১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:২০

জুন বলেছেন: আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত চাঁদগাজী।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


কবি যে ছিলেন, আমাদের কয়েক কোটী মানুষ জানতেন না; তিনি কি লিখেছিলেন কয়েক কোটী বাংগালী জানে না; বাংলাদেশের সরকারগুলোতে ক্রিমিনেলরা কাজ করেছে সব সময়।

১৮| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: কবির ৭৬ বছরের জীবনে শেষ ৩৬ বছরও বেদনাময় । প্রথম বিবাহটা কবিকে বেশ কষ্ঠ দিয়েছে। সব মিলিয়ে ট্রাজিক কবি।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


শতকরা ৮০ ভাগ বাংগালীর জীবন হলো কষ্টময়।

১৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

আল ইফরান বলেছেন: কাব্যচর্চা হচ্ছে সুকুমারবৃত্তির অংশ, আর মাথায় খাবারের চিন্তা থাকলে এই সুকুমারবৃত্তির স্ফুরন ঘটানো সম্ভব না।
বিশেষ করে পুজিবাদী সমাজ ব্যবস্থায় সাহিত্যচর্চাও মাফিয়াদের নিয়ন্ত্রনে চলে গিয়েছে (যেমন, প্রথম আলো সাহিত্য গোষ্ঠী আনিসুল হকদের মত লেখকদের সেলিব্রিটি স্ট্যাটাস এনে দেয়)
আপনার লেখার সাথে সহমত।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


আনিসুল হকও কি সাহিত্যক? সেই লোক অন্যদের বই নকল করে; বুয়েটে পড়েছে তো, চুরিটা করে সুন্দরভাবে; আমি বক্তব্য শুনেছি, একত্রে খাওয়া দাওয়া করেছি, ভালো টাইপের ইডিয়ট

২০| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার নানি বিশ্বাস করে নজরুলের এই অসুখের পিছে রবীন্দ্রনাথের হাত আছে !

২৬ শে মে, ২০১৮ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


যাদু টোনা করেছিলো।

২১| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫৪

কাওসার চৌধুরী বলেছেন: কবির দুইটি জন্মদিন নিয়ে আপনার মতামত কী?.....

আপনার লেখায় কবির লেটো গানের সাথে সম্পৃক্ততা প্রথম শুনলাম, এটা জানা ছিল না। তাহলে কবি ব্রিটিশ সেনাবাহিনীতে কেন যোগ দিলেন?......

২৬ শে মে, ২০১৮ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


কবি সেনা বাহিনীতে গিয়েছিলেন চাকুরী করতে, দারিদ্রতার কষাঘাত উনাকে বাধ্য করেছে।

উনার ২ জন্মদিন নিয়ে আমি কিছু জানি না।

২২| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ভালো লিখেছেন ।

২৬ শে মে, ২০১৮ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


২০১৮ সালেও বাংলার অর্ধেক মানুষ জানে না যে, উনি কি লিখেছিলেন, ভয়ংকর জাতি

২৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১:১৫

আকতার আর হোসাইন বলেছেন: কবিকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই,
দরিদ্র হওয়াতে আফসোস নেই। কারণ,

হে দারিদ্র করেছ তুমি মোরে মহান.

২৬ শে মে, ২০১৮ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:



দারিদ্রতা বাংলার লাখ লাখ কিশোরীকে বানায়েছে চাকরাণী; ভয়ংকর এই জাতি

২৪| ২৬ শে মে, ২০১৮ রাত ২:১৫

কাওসার চৌধুরী বলেছেন: বাংলাদেশে কবির জন্মদিন ১১ জৈষ্ঠ পালন করা হয়, তবে পশ্চিমবঙ্গ ১২ জৈষ্ঠ জন্মদিন পালন করে। বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়।

২৬ শে মে, ২০১৮ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


আমি জানতাম না। এগুলো সিম্বোলিক, কাছাকাছি একদিন পালন করলেই চলে।

২৫| ২৬ শে মে, ২০১৮ রাত ২:৫১

জাহিদ অনিক বলেছেন:

যাক ! বাঁচা গেল !
আমি তো ভেবেছিলাম আজকেই কি হবে আর কবিতা টবিতা লিখে ! ভাত কাপড় তো জুটবে না !

কবি নজরুলকে বাংলার মানুষ ভোট দেয়নি, কারন ঐসময়ে তাঁর কিছু লেখা পড়ে বাংলার গোড়া মুসুল্লীদের মনে হয়েছিল নজরুল কাফের হয়ে গিয়েছে। এই অর্থডক্স জাতি কোনদিন তাদের অতি আপন মানুষকেও চিনতে পারে নাই।

ব্লগে নজরুল নিয়ে আজকে কালকে যতগুলো লেখা হয়েছে আপনারটা বেশী উপভোগ করলাম। গতানুগতিক লেখা বরাবরই ম্যাও প্যাও মনে হয়।
ভালো থাকুন।

২৬ শে মে, ২০১৮ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজের মানুষকে চিনে না, ওরা চাঁদের সাথে আত্মীয়তা করতে যায়; চাঁদ থেকে যায় গগনে।

২৬| ২৬ শে মে, ২০১৮ রাত ২:৫৮

কাছের-মানুষ বলেছেন: কবিদের মন বুঝা দায়, তারা গাছ-পালা নদি নালা, জ্যোৎস্না, বৃস্টি বিলাসি হয়। কবি মন বৃস্টিতে আনন্দে গদগদ হয়ে কবিতা লেখার উপলক্ষ্য তৈরি হয় বিদায়, আবার এই বৃস্টিতে ফুটফাতের মানুষ যখন ভেসে যায় তখন কবি আবার গরিবদের নিয়ে কবিতা লেখে তৃপ্তি পান। দুই দিকেই লাভ!!

কবি নজরুল একজন ব্যাতিক্রি কবি আমার দৃস্টিতে। কবিতা গরিবেরা পড়ে না আপনার কথা ঠিক আছে, এতে অসুবিদা নেই কারন গরিবরা এই কবিতা পড়ে কিছু করতে পারবেনা। কবিতা পড়ে রাজনৈতিকবিদ, বিত্তবানরা, কবিতার মাধম্যে তাদের কানে বার্তা গিয়েছে এবং এখনো যাচ্ছে, এরা চাইলে গরিবদের জন্য কিছু করতে পারবে! তাই কবির কবিতা গরিবরা না পড়লেও কবি সার্থক বলা যায়!!

কবি নজরুলের প্রতি আমার শ্রদ্ধা রইল।

২৬ শে মে, ২০১৮ ভোর ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


গরীবদের পড়তে দেয়নি শেখ সাহেব, কিন্তু গরীবদের কবিকে বাঁচায়েছেন দারিদ্রতা থেকে; গরীবেরা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, কবিতা পড়বে কিভাবে।

শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনারা অবুদ্ধিমান লোকজন, এরা গরীবের জন্য সম্পদ ব্যয় করেনি।

২৭| ২৬ শে মে, ২০১৮ ভোর ৪:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সম্ভবত ক্লাস থ্রি'তে "দুখু মিয়া" নামক একটা প্রবন্ধে কবি সম্পর্কে পড়েছিলাম। দরিদ্র, বঞ্চিত মানুষদের নিয়ে কবি অনেক লিখেছেন। অথচ, এইমানুষগুলোই কবি সম্পর্কে জানে না, এটা আসলেই দুঃখজনক।

শ্রদ্ধার সাথে কবিকে স্মরণ করছি।

২৬ শে মে, ২০১৮ ভোর ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার বৃটিশের মতই কয়েক কোটী মানুষকে অশিক্ষিত করে রেখেছে; ওদের পড়ালেখার টাকায় ঢাকায় সেক্রেটারীদের বাড়ী উঠেছে, ছেলেমেয়ে বিদেশে পড়েছে, ১৪ গোষ্ঠী চলেছে।

২৮| ২৬ শে মে, ২০১৮ ভোর ৫:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা ই হবে।

২৬ শে মে, ২০১৮ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে পছন্দ করতেন; তবে, সাহায্য করেননি; সাহায্য করেছেন কোলকাতার সাধরণ মানুষ, ও বামেরা।

২৯| ২৬ শে মে, ২০১৮ ভোর ৫:৪৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: কবির ২টা জন্মদিন ও পহেলা বৈশাখ নিয়ে সমস্যার কারন হল- ১৯৮৭ সাল থেকে বাংলাদেশ, বাংলা একাডেমী দ্বারা সম্পাদিত নূতন বর্ষপঞ্জিকা অনুসরণ করা শুরু করে কিন্তু পশ্চিমবংগ ও ত্রিপুরা এখন পুরানো বর্ষপঞ্জিকা অনুসরণ করে। তাই এক দিনের পার্থক্য।

মহৎপ্রাণ মহারাজা দিগ্বিজয় সিং জাদেজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পোল্যান্ড

২৬ শে মে, ২০১৮ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, এখন বুঝলাম

৩০| ২৬ শে মে, ২০১৮ ভোর ৬:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ লিখেছেন | বিদ্রোহী কবির শেষ জীবনের চরম প্রতিকূলতার সময় তাকে বাংলাদেশে নিয়ে আসার মাধ্যমে সম্মান প্রদর্শন বঙ্গবন্ধুর বিশাল হৃদয়েরই পরিচয় বহণ করে |

২৬ শে মে, ২০১৮ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব এই কাজটা ঠিক মতো করেছেন।

এরশাদ অবশ্য বেগম জিয়াকে ১টির যায়গায় ২টি বাড়ী দিয়েছিলেন, গাড়ী, টাকা, চাকর চাকরাণী সব দিয়েছিলেন; বেগম জিয়া হয়তো একদিন কবিতা লেখা শুরু করবেন।

৩১| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:১৪

ধ্রুবক আলো বলেছেন: গরীবের কবি সত্যি গরীবের হয়ে যান।
দরিদ্ররা কোনদিন কবি ও কবির মুল্য বুঝবেনা। বুঝলে হয়ত আজকে দরিদ্র থাকা লাগত না। লেখাতেই তো বলে দিয়েছেন, দরিদ্ররা ভাবে ধনীরাই দরিদ্রতা মেটাতে পারবে!
কবিরা মরে ভাতে! এটা আসলেই সত্য কথা।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



এই যুগে যার পড়ালেখা নেই, সেইজন কিছুতেই সুবিধা করতে পারবে না; মানুষের ১ম মৌলিক অধিকার শিক্ষা; আমাদের সরকারগুলো সেটার জন্য মানুষের নিজের সম্পদকে ব্যবহার না করে, কিসব স্যাটেলাইট ব্যবসা করছে!

৩২| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২০

ধ্রুবক আলো বলেছেন: জুন আপু বলেছেন: আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত চাঁদগাজী।
আমিও আপনার লেখার সাথে একমত। এবং আপনার প্রতিউত্তরও খুব ভালো লেগেছে।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


কবি নজরুল ছিলেন আমাদেরই প্রিয় একজন বাংগালী, উনার জীবন সাধারণ বাংগালীদের জীবনের প্রতিচ্ছবি

৩৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: আসেন, পুতুপুতু মার্কা সাহিত্য করি, কাব্য লিখি। কী হবে আর দেশ, মা, মাটি আর জনপদ নিয়ে কথা বলে? রাজনীতিকরা আছেন, আইন প্রণেতা আছেন, সরকার আছেন। তারাই কথা বলুন। আমাদের কোনো সমস্যা নাই।সমস্ত অধিকার তাদের। জয় বাংলা।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ারা আসছেন, যাচ্ছেন; জেলে যাবেন, গালি শুনবেন।

কবিরা মানুষের মাঝে অনুভুতি হয়ে বেঁচে থাকেন ।

৩৪| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।সহমত । কিন্তু তথাকথিত যারা ওনার কবিতা পড়েছেন তাদের সবার কী মানসিক দৈন্যতা কেটেছে ?

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


জাতির শিক্ষিতরা এখনো নিজেদেরকে শিক্ষিত হিসেবে পরিচয় দেয়ার অবস্হানে নেই।

৩৫| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯

বিজন রয় বলেছেন: কিন্তু এরা সাইদীকে চাঁদে দেখতে পায়!!

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


অশিক্ষিত মানুষকে জামাত, বিএনপি, জাপা ও আওয়ামী লীগ সব দিকে থেকে বন্চিত করেছে; জামাত-শিবির সভ্যতার জন্য অভিশাপ।

৩৬| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:১২

জোকস বলেছেন: ঠিক

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, কবিকে সঠিকভাবে স্মরণ করেছি।

৩৭| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিরোনামে ভজঘট !!
কোন অর্থে কে দরিদ্র?

জ্ঞানে যদি দরিদ্র হয় তা হলে
বলার কিছু নাই, কারন তারা
কবির কোন কবিতারই স্বাদ গ্রহণ
করতে পারেনাই, পারবেও না।

আর্থিকভাবে দরিদ্র হলেও জ্ঞান যদি থাকে
তা হলে কবির কবিতা তা না পড়তে পারার
যুক্তি খুঁজে পাচ্ছিনা।

আর অশিক্ষিতদেররকে দরিদ্র বললে,
যেনে রাখুন ১৬ কোটি বাঙ্গালী তাকে
না জানলেও তার সৃষ্টিকে না পড়লেও
তার গান, কবিতা, গজল,
শ্যামা সঙ্গীত শোনা থেকে বঞ্চিত
হয়নি। দরিদ্র কবি তাই দরিদ্রদের
মাঝে চির বিরাজমান। কবির ভাষায়ঃ
নাই চিনিলে আমায় তুমি রইবো আধেক চেনা,
চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনী রাতে হেনা।


মণ্ডল ভাইকে ধমক দেবার আগে
নিজে খোলসা করে বলুন।
ভালো থাকুন। আর সহজ হোন !!

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আমরা একই কবিকে দেখছি, কিন্তু একইভাবে দেখছি না।

আমাদের কবি আর্থিকভাবে দরিদ্র ছিলেন, বাংলায় আজও ১০/১২ কোটী মানুষ আর্থিকভাবে দরিদ্র

৩৮| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

আখেনাটেন বলেছেন: বঙ্গবন্ধু কবিকে এদেশে এনে যুগান্তকারী কাজ করেছেন।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


এটি ছিল উনার ১টা সঠিক কাজ; উনি এই রকম সাড়ে ৭ কোটী সঠিক কাজ করতে পারতেন, মাথা খাটাননি তিনি।

৩৯| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪

আখেনাটেন বলেছেন: এটি ছিল উনার ১টা সঠিক কাজ; উনি এই রকম সাড়ে ৭ কোটী সঠিক কাজ করতে পারতেন, মাথা খাটাননি তিনি। -- ঠিক ; তবে উনার চারপাশের কুলাঙ্গারগুলোও উনাকে সঠিক পথের সন্ধান দেন নি। তার মেয়েও কিছুটা বাপের পথেই চলছে।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



এটা সবাই বলেছেন, শেখ হাসিনার বেলায়ও বলছেন, আমি এটার উপর জোর তেমন দিইনা; বড় পোষ্টে থাকলে, আশেপাশে লোকজন থাকবে, বলবে

৪০| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮

রাকু হাসান বলেছেন: নজরুল নামটি শুনলেই একটি জীবনদর্শন সামনে চলে আসে । যর্থাথ বলেছেন আপনি । এবং আপনার সাথে বিনয়ের সহিত একমত পোষণ করছি । অবশ্যই বিশেষ ধন্যবাদ পাওয়াির দাবিদার শেখ মুজিব । অন্তত শেষ জীবন টা সব হারিয়ে প্রিয় কবি কিছূ দিন পার করেছেন । এটিই বলা যায় নজরুল জীবনের ভাল কেটেছে এমন সময় ।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



এটা শেখ সাহেবের একটা সঠিক সিদ্ধান্ত ছিল। তবে, কোলকাতার লোকজনও কবির যত্ন নিচ্ছিলেন; বাংলাদেশ সরকার দায়িত্ব নেয়ায় আরো ভালো হয়েছিল।

৪১| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাাজ্জাাদ বলেছেন: কবি নজরুলের কবিতা এখনও কি জাতীয় পর্যায়ে চর্চা হচ্ছে। শুধু একটা দিন-ই কি আমাদের নজরুলের কথা মনে পরবে।

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


যারা পড়ালেখার সুযোগ পায়নি, তারা নজরুলের কবিতা পড়ছেন না।

তরুণ সমাজ নজরুলের বই কেনার থেকে ইয়াবা বেশী কিনছে, এটা সঠিক।

৪২| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,



এটা আপনার একটি ঋদ্ধ লেখা ।
লিখেছেন - আপনি যদি শিক্ষিত বেকার হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, কবি নজরুলের দারিদ্রতা কিছুটা বুঝবেন; আপনি বুঝতে পারবেন, তিনি দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পেরে তাঁদের জন্য কবিতা লিখেছিলেন, তাঁদের ভাগ্য ফেরাতে ভোটও করেছিলেন, ভোট পাননি; দরিদ্ররাও উনাকে ভোট দেননি; দরিদ্ররা আজীবন এক ভুল ধারণার শিকার, ধনীরা শুধু দারিদ্রতা দুর করতে পারে। এটা আপনার একটা চমৎকার উপলব্ধি যে উপলব্দি আমাদের অনেকেরই হয়ে ওঠেনি ।

একটি প্রতিমন্তব্যে আরো বলেছেন - "কবি দরিদ্র হয়েও, পড়ালেখার তেমন সুযোগ না পেয়েও মানুষকে উৎসাহিত করেছেন, ভাষাকে শক্তিশালী করেছেন।"
আমরা সবাই হয়তো নজরুল যে বাংলা ভাষাকে বিদেশী ভাষা সহযোগে শক্তিশালী করেছেন এইটুকুই বলে থাকি । এর বাইরে আমাদের আর কোনও উপলব্ধিই ঘটেনা এবং ঘটেনি । নজরুলের দারিদ্রতাও যে তাকে দমাতে পারেনি বাংলা ভাষাকে শক্তিশালী করতে , উপরের বাক্যে আপনি সে উপলব্ধিটুকুও তুলে ধরেছেন । ঘটনার গভীরে যাওয়ার এমন ধরনটি আপনার দেখা ও বোঝার চোখটিকেই নির্দেশ করে ।

আপনার লেখার শিরোনামটি নিয়ে সহব্লগার মো: নিজাম উদ্দিন মন্ডল এবং নূর মোহাম্মদ নূরু মন্তব্য করেছেন ।

@মো: নিজাম উদ্দিন মন্ডল : আপনি শিরোনামটি পরিবর্তন করতে বলেছেন । কিন্তু শিরোনামটির কোথাও কোনও ভুল নেই , যথার্থই আছে । লেখক এখানে আপনার কথামতো "দরিদ্র কবি"র কথা বলেন নি , বলেছেন যে কবি দরিদ্রদের নিয়ে লেখেন তার কথা "দরিদ্রের কবি" ।

@ নূর মোহাম্মদ নূরু
লিখেছেন - শিরোনামে ভজঘট !!
কোন অর্থে কে দরিদ্র?

নীচে তার ব্যাখ্যাও দিয়েছেন । প্রথম চার লাইনের ব্যাখ্যা ঠিক আছে ।
দ্বিতীয় চার লাইনে বলেছেন - আর্থিকভাবে দরিদ্র হলেও জ্ঞান যদি থাকে
তা হলে কবির কবিতা তা না পড়তে পারার
যুক্তি খুঁজে পাচ্ছিনা।

দরিদ্র কিম্বা ধনী , জ্ঞান যদি থাকেও তাহলে কি কারো কবিতা পড়তেই হবে ? জ্ঞানী হলেই কি তিনি কবিতা পড়বেন ? এই ধারনা কি স্বতঃসিদ্ধ ?
লেখক এখানে সেই দরিদ্রদের কথাই বলেছেন যারা ধনেমানে - অর্থে দরিদ্র । এদের নিয়েই নজরুল লিখেছেন , তাদের অবস্থা ফেরাতে ভোট পর্যন্ত চেয়েছেন । যে সব দরিদ্রদের নিয়ে নজরুল লিখেছেন , সেই দরিদ্ররাই নজরুলকে ঠেলে দিয়েছেন দূরে , দিয়েছেন কাফের ফতোয়া ।
সে আক্ষেপ থেকেই সহব্লগার চাঁদগাজী লেখাটি লিখেছেন । শেষ লাইনগুলো তার সেই আক্ষেপ থেকেই এসেছে সম্ভবত --- বাংলার যত শিক্ষিত আছেন, সবাই গিয়ে কবির সাথে দেখা করেছেন; বাংলার গরীবদের যাওয়ার দরকার হয়নি; তাঁরা জানেননি কবি এসেছিলেন, তাঁরা কোনদিন জানেননি কবি কি লিখেছেন।

আশা করি আপনারাও বুঝবেন ব্যাপারটি ।


২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনার সুক্ষ্ম পর্বেক্ষণের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি; আপনার অনুধাবণ আমার জন্যও উৎসাহ।

৪৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: জনাব দরিদ্রদের যা অবস্থা, তারা কবির লেখা পড়লেও বুঝবে না।
আপনি কোন দল? মানে বিশ্বকাপে :P
জনাব, আপনার কি কখনো মনে হয়েছে, কাউয়ার জাত আর যাযাবর চিল এক লোক?
ধন্যবাদ, গুরুত্বপূর্ণ আলোচনার পড়ার জন্য আবার এলাম।

২৬ শে মে, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


বিশ্বকাপে বাংলাদেশীদের দলে; জার্মান বা ব্রাজিল জয়ী হবে।

৪৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন:

আসছে উপাধি, হব সবাই ধনী।

২৬ শে মে, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের ইভেন্টে মানুষকে পুরস্কার, ডিগ্রি ইত্যাদি দেয়া হয়; বিশেষ কোন বিষয় নয়।

৪৫| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: অল্প কথার গল্প। ঠিক গল্প নয় তথ্যবহুল।
গল্প বল্লাম এই কারণে যে, লেখাটি গল্পের মতো মজা করে লিখেছেন।
আর ছোট্ট বলে মন ভরে পড়লাম।
আমার শুভেচ্ছা নিন।

২৭ শে মে, ২০১৮ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো

৪৬| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:১৩

বিষাদ সময় বলেছেন: আমাদের দেশের দরিদ্ররা দরিদ্র মানুষ পছন্দ করেনা, তারা পছন্দ করে পাজেরো জিপ থেকে নামা সানগ্লাস ওয়ালা মানুষ। জীবন যাদের দারিদ্রতার মধ্যে দিয়ে কাটে তারা নতুন করে আর দারিদ্রতার প‌্যানপ্যাননি শুনতে চায় না বরং সে সময়টুকু বোম্বের হিরো হিরোইন দেখে স্বপ্নের মধ্যে কাটাতে চায়।
আরেকটি কথা, পৃথিবীর সবচেয়ে সহজ এবং আদি বিনোদন মনে হয় যৌন এবং রসনা বিনোদন, তারপর সস্তাদরের টিভি বিনোদন। এগুলো থেকে বিনোদন পেতে হলে নিজেকে খুব বেশি যোগ্য করে তুলতে হয়না, কিন্তু কবিতা থেকে রস আস্বাদনের জন্য নিজেকে যে মানে উন্নিত করতে হয় তা অনেকের পক্ষেই করা সম্ভব হয়না। শিক্ষিত এই ব্লগ সমাজেই ক'জন কবিতা পাঠক বা বোদ্ধা পাবেন তা ভেবে দেখেন, দরিদ্র অশিক্ষিত সমাজের কথা বাদই দিলাম।

রুঢ় কথা হলেও এটাই বাস্তব। বুকিশ চিন্তা-চেতনার জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৭ শে মে, ২০১৮ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিতদের উপরও নজরুল-রবীন্দের প্রভাব কম; যারা পড়ালেখার সুযোগ থেকে বন্চিত হয়েছেন, তাঁদের নিয়ে মন খারাপ করে কি আর হবে!

৪৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৫৭

অলিভিয়া আভা বলেছেন: দ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি নজরুলকে নিয়ে একটা বেশ নিজের মত করে লেখা লিখেছনে। যা লিখেছেন সেটা মনে হচ্ছে আপনার ভাবনা থেকেই ? নাকি ভুল বলেছি ?
লেখাটা ভালো লেগেছে একদম স্পষ্ট বলা যা বলার ছিল।

ভালো থাকবেন অনেক অনেক।

২৭ শে মে, ২০১৮ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


ভুল বলেননি, আমার নিজের ভাবনা থেকে লেখা

৪৮| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: অস্মভব মূল্যবান একটি লিখনি পাঠ করলাম। কবিতা দারিদ্রতা দূর করতে পারেনা। তবে কৌশোলী কবি মানুষরা তা পারেন।আর পারেন ধনী কবিগন।
নতুন হয়ে যদি ভুল কিছু লিখে থাকি দু:খিত চারপাশে যা দেখছি তা থেকেই মন্তব্যটি করলাম চাঁদ ভাই।

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনার ভাবনার সাথে লেখার কিছু না কিছু মিলেছে

৪৯| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬

অক্পটে বলেছেন: পত্রিকায় প্রকাশিত কবির প্রথম কবিতাটির নাম হলো ‘মুক্তি’ যা ১৯১৮ সালে 'বঙ্গীয় মুসলিম সাহিত্য' পত্রিকায় ছাপা হয়। ‘মুক্তি’ কবিতাটির ১০০ বছর পূর্ণ হলো।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


তাই? একটি সম্পুরক তথ্য; ভালো হলো

৫০| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭

শিমুল_মাহমুদ বলেছেন: এই মহান কবি শেষ সময়গুলো আমাদের দেশে কাটিয়েছেন, তার কবর আমাদের দেশে এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। সুন্দর পোষ্ট। লাইক।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


তিনি কোলকাতার মানুষের ভালোবাসায় বেঁচেছিলেন ১৯৪২ সাল থেকে ১৯৭২ সাল; তাঁরা কবিকে সন্মান করেছেন; তবে, বাংলাদেশের সরকার নিজের তত্বাবধানে এনে ভালো করেছেন।

৫১| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার লেখায় এডিট করেছি, একটু দেখবেন...?

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


ওকে

৫২| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:০২

শামচুল হক বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন চাঁদগাজী ভাই। কবি অল্প কিছুদিন সুখে থাকলেও পুরো জীবনটাই কষ্টে কেটেছে।

২৭ শে মে, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


অসুস্হতা, দারিদ্রতা উনাকে, উনার স্ত্রীকে অনেক কষ্ট দিয়েছে। উনাকে যখন বাংলাদেশে আনা হলো, তখন প্রমিলা বেঁচে থাকলে অনেক ভালো হতো।

৫৩| ২৮ শে মে, ২০১৮ সকাল ৯:৪১

মিরোরডডল বলেছেন: যে মানুষটি পুরো জীবন লড়াই করেন তিনিই জানেন জীবন কি ।
কবি নজরুল তাদের একজন । তিনি অনেক সংগ্রাম করেছেন ।
কোন একাডেমিক শিক্ষাগত যোগ্যতা ছাড়া তিনি কত সুন্দর লিখেছেন ।
তার চিন্তা ছিল অনেক সমৃদ্ধ । জন্মগত প্রতিভা ছিল ।
I love his songs.

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


তিনি মানুষের ভাবনাকে ভাষা ও সুর দিয়েছেন।

৫৪| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৫১

জে আর সিকদার বলেছেন: আমি দরিদ্র হয়েও দরিদ্র কবির কবিতা পড়েছি। তবুও বাবা খাই নাই।

৩০ শে মে, ২০১৮ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি সুযোগ পেয়েছেন, খুশীর কথা; আজও এই দেশের শতকরা ৪০ জন বাংলা লিখতে ও পড়তে পারেন না।

৫৫| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:২৬

খনাই বলেছেন: আপনার লেখাটা ভালো লাগলো |

৩০ শে মে, ২০১৮ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।

আমার মনে হয়, রাজনীতি সম্পর্কে আপনার ধারণা আছে; লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.