![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সুপার মার্কেটে বাজার করছি, পাস্তা-সস দরকার; দেখি পাস্তা-সস তাকের পুরো এলাকা দখল করে রেখেছে ১১/১২ বছরের একটি কিশোরী: উনি এমনভাবে দাঁড়ায়েছেন, ও নিজের শপিংকার্টকে এমন পজিশনে রেখেছেন, অন্য কেহ তাকের কাছেও ভিড়তে পারবে না। আমি পেটটাকে সংকুচিত করে, এঁকেবেঁকে উনার শপিংকার্টের ফাঁক দিয়ে তাকের কাছাকাছি চলে গেলাম। কিশোরী আমাকে বললো:
-মিষ্টার, তাকের উপরে ষ্টোরেজ এলাকায় লিদিয়া ব্রান্ডের যে পাস্তা-সসটা দেখছেন, উহা আমাকে নামিয়ে দিতে পারবেন, প্লীজ?
-অবশ্যই।
আমি হাত উপরে তুলে বুঝতে পারলাম, উহা আমার নাগালের ১ ফুট উপরে আছে, লাফ দিয়ে নিতে হবে। পাস্তা-সসের তাকের পাশে, দোকানের কর্মচারী এক মেয়ে কাজ করছিলো; সে অলিভের জারগুলো সাজিয়ে রাখছে। আমি উপর থেকে পাস্তা-সস নেয়ার চেষ্টা করছি দেখে, সে আমার কাছে এসে, আমাকে বলতে লাগলো:
-উপর থেকে কিছু নিওনা, ওগুলোতে দামের ট্যাগ লাগানো হয়নি।
আমি তার বাক্যের জন্য প্রস্তত ছিলাম না, সে তার বাক্য শেষ করার আগেই আমি লাফ দিয়েছি; সস নিয়ে মাটিতে পা লাগার সাথে সাথে কাঁচের একটা জার ভাংগার আওয়াজ পেলাম; মনে হয়, লাফ দেয়াতে, আমার হাতে লেগে তাক থেকে সসের জার পড়ে ভেংগেছে। কিন্তু মেঝেতে দেখি অলিভের বোতল ভেংগে মেংগে ছড়ায়ে আছে। দোকানের মেয়ে বললো:
-দেখেছ, আমার কথা না শুনে তুমি কি সমস্যর সৃষ্টি করেছ? বয়স্ক লোকদের নিয়ে অনেক সমস্যা, এরা চোখেও দেখে না, কানেও শোনে না।
-অলিভের বোতল কোথা থেকে পড়লো? আমি জানতে চাইলাম।
-আমার হাত থেকে পড়েছে; তুমি যেভাবে লাফ দিয়েছ, আমি মনে করেছি, তুমি শেষমেষ আমার গায়ে পড়বে; আমি সরতে গিয়ে হাত থেকে জার পড়ে গেছে; দেখেছ, কি অবস্হা হয়েছে? এখন আমাকে সবকিছু পরিস্কার করতে হবে।
-আমি পরিস্কার করে দেবো; আমাকে ঝাড়ু এনে দাও!
-তোমাকে পরিস্কার করতে হবে না, শুধু মনে রেখো, ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স নেই!
একটু দুরে যেতে হবে, সেজন্য একটু শক্তশালী গাড়ী দরকার; সন্ধ্যার একটু আগে, একটা পিকআপ ট্রাক ভাড়া করে নিয়ে এলাম, ভোরে রওয়ানা দেবো। পিকআপটা বেশ লম্বা, আধা ঘন্টা ঘুরেও বাসার আশেপাশে কোন পার্কিং পেলাম না। একটা পার্কিং আছে, আমাদের রাস্তাটা যেখানে পার্কওয়ের (বড় রাস্তা) সাথে মিলেছে সেখানে, একটা বড় গাছের নীচে। এলাকার লোকজন এই গাছের নীচে গাড়ী রাখে না, গাছে রাতে চড়ুই পাখীর মত কিছু পাখী রাত কাটায়, গাড়ীর উপর পায়খানা করে ভরায়ে ফেলে; না ধুয়ে গাড়ীচালানো যায় না। যারা জানেন, তারা সেখানে পার্কিং করেন না।
উপায় নেই, পিকআপ'এর দৈঘ্যের কারণে এটাই একমাত্র পার্কিং বাকী আছে; রাখলাম; পাখীরা এখনো আসেনি, আমি কিছুক্ষণ অপেক্ষা করে বাসায় গেলাম; চা খেয়ে গাড়ীর দেখার জন্য জন্য বের হলাম; রাস্তা থেকে ২ টুকরা পাথর নিলাম হাতে, পাখীদের তাড়িয়ে দেবো।
মোটামুটি অন্ধাকার হয়ে গেছে, পাখীরা ফিরেছে; ভীষনভাবে কিচিরমিচির করছে। আমি রাস্তার উল্টো পাশে গিয়ে কোণাকুনি অবস্হান নিলাম, যাতে পাথর ছুঁড়লে উহা পার্কওয়ের উপর পড়ে; এখনো গাড়ী চলছে, একটু পরেই রেড-সিগন্যাল পড়লেই এদিকে গাড়ী থাকবে না; পার্কওয়ের ফুটপাথে লোকজন নেই, আমার আশেপাশেও কেহ নেই। গাড়ী চলাচল বন্ধ হয়েছে, দুরে রেড লাইট।
আমি গাছের আগডাল বরাবর পাথর ছুড়লাম, ডালে না লাগলে পাথরটি পার্কওয়ের উপর পড়বে। কাজ হয়েছে, পাখায় ভীষণ আওয়াজ তুলে, বিপুল পরিমাণ পাখী কিচির মিচির করে একসাথে উড়ে গেলে। আমি হাসলাম, যাও অন্য যায়গায় আজ রাতে থাকগে। এমন সময়, আমার পাশেই পার্ককরা একটা জীপের দরজা খুলে গেলো, একটা ২২/২৩ বছরের মেয়ে বেরিয়ে এলো; আমি অন্ধকারে খেয়াল করিনি যে, জীপের ভেতর মানুষ আছে।
-হ্যালো, আমি বললাম।
সে হ্যালোর উত্তর দিয়ে, আমাকে প্রশ্ন করলো,
-তুমি কি পাখীদের লক্ষ্য করে পাথর ছুড়েছ?
-না, আমি গাছে পাথর ছুড়েছি। তুমি আমাকে এই ধরণের প্রশ্ন করছো কেন?
-কারণ আমি দেখেছি যে, তুমি পাখীদের প্রতি পাথর মেরেছে! গাছে নীচের গাড়ী কি তোমার?
-তোমার অনুমান সঠিক।
-আমার জীবনে তোমার মত বয়স্ক লোককে রাতে পাখীর দিকে পাথর ছুড়তে দেখিনি!
-তোমার জীবন সামনে পড়ে আছে, দেখার সময় হবে; তবে,এখন থেকে তোমার জীপে পাখি পায়খানা করবে না।
-সেটা দেখার বিষয়; মানুষের বয়স বাড়লে সব মানুষই কি এসব ফানি কাজ করে বেড়ায়?
-অভিজ্ঞতা!
-আমার মনে হয়, পাখীদের জন্য এটা ছিলো এক নতুন খারাপ অভিজ্ঞতা।
-যদি কোনদিন তোমাকেও পাথর ছুড়তে হয়, আমাকে ধন্যবাদ দিতে ভুলিও না।
৩১ শে মে, ২০১৮ রাত ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
ম্যাঁওপ্যাঁও ভালোবাসি না।
২| ৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০১
কাওসার চৌধুরী বলেছেন: সুপার মার্কেটের অভিজ্ঞতার সাথে পাখি তাড়ানোর বিষয়টির অসম্ভব মিল আছে। ছোট মেয়েটির অনুরোধে পাস্তা সস আনতে লাফ দেওয়া ও কর্মচারী মেয়েটির হাতের অলিভ অয়েলের বোতল হাত থেকে পড়ে ভেঙ্গে যাওয়া ফানি লাগলো। অথচ মেয়েটি আপনাকে দোষী বানালো ও জ্ঞান দিল।
শেষের ২২-২৩ বছরের জীপের মেয়েটির পাখি তাড়াতে দেখে একই রিএ্যাকশন দেখাল সুপারমার্কেটের মেয়েটির মতো। আবার জ্ঞানও দিল।
।
জার্মান ইয়াং মেয়েরা কী এমন?
(আমার আজকের লেখাটি আপনাকে উৎসর্গ করেছি)
৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট উৎসর্গের জন্য ধন্যবাদ; তবে, এতে দায়িত্ব বেড়ে যায়, মনোযোগ দিয়ে পড়তে হয়।
৩| ৩১ শে মে, ২০১৮ ভোর ৪:১২
কাওসার চৌধুরী বলেছেন: আপনি আমার অভিবাবক সমতুল্য ও শ্রদ্ধেয়। আপনাদের অভিজ্ঞতা ও জ্ঞানের সংস্পর্শে আছি বলেই নিজেকে পরিবর্তন, পরিমার্জন করার সুযোগ পাচ্ছি। এটা আমার লেখালেখিতে অনেক উপকারে আসবে। আপনাদের আশীর্বাদ ছাড়া ভাল লেখক হতে পারবো না।
৩১ শে মে, ২০১৮ ভোর ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা ভালো হচ্ছে, সময়ের সাথে সবকিছু আরো রিফাইন হবে।
৪| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:০৭
এলিয়ানা সিম্পসন বলেছেন:
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
লোকজন সুযোগ নিচ্ছে, মনে হয়!
সেপ্টেম্বরের জন্য প্রস্তত?
৫| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:১৯
এলিয়ানা সিম্পসন বলেছেন: নট সেপ্টেম্বার। ওয়ান মোর মান্থ।
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, অনেক সাফল্য কামনা করছি!
৬| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সভ্য দেশের মানুষ জন আসলেই খুব ভদ্র। আমাদের ঠিক উল্টা। তাই বাংলাদেশে থাকতে মন চায় না।
৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে, সবকিছু দেয়ালে ঠেঁকে গেছে! আশাকরি, মানুষ নিজেদের জাতিকে সন্মান করার শুরু করবেন।
৭| ৩১ শে মে, ২০১৮ ভোর ৬:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়। গত দুদিনে অনেক চেষ্টা করেও নেট সংযোগ পায়নি। আজ অবশ্য পেলাম। শুরুতেই আপনার ভিন্ন ধরনের পোষ্ট। শপিং মলের অভিজ্ঞতা বেশ ভাল লাগলো। ভাঙা অলিভের দামটি কাউকে দিতে হয়নি? আর পাখি তাড়ানোটা আপনার বয়সে ম্যাচিং করেনি,আমার মতে। কারন হাতে লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। মোটের উপর আপনার বিচিত্র মানসিকতার প্রমান পেলাম। আপনি একজন রসিক মানুষও বটে।
অনেক শ্রদ্ধা আপনাকে।
৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
মর্নিং, এগুলো আমার স্বাভাবিক জীবনের অংশ; বয়স হলে, মানুষ একটু ভিন্ন চোখে দেখে, দেখছি!
৮| ৩১ শে মে, ২০১৮ ভোর ৬:৫৩
ঢাকার লোক বলেছেন: আপনার এ লেখাটা বেশ হয়েছে, বিম্পি- আম্লিগ নেই, নেই হাসিনা বেগম জিয়া। তবে একটা বিষয়, ডাক্তারের কাছে যেতে, পথে ঘাটে, দোকান পাটে শুধু মেয়েদের সাথেই আপনার কথা হয়? পুরুষরা নিউইয়র্কে পথে ঘাটে বের হয় না? ওদের সাথেও এক আধটু কথা বলিয়েন মাঝে মধ্যে!
৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
চলাফেরার সময় পুরুষদের সাথেও কথা বলি। সেদিন এক কোরিয়ান রাস্তার কোনায় দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, একটা শেষ হওয়ার পর, সেটার আগুনে আরেকটা ধরালো; আমি এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম, আমি তাকে বললাম,
"তোমার কারণে সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে দোকানী"। সে অনেকক্ষণ হাসলো।
৯| ৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৪১
তারেক_মাহমুদ বলেছেন: তোমাকে পরিস্কার করতে হবে না,শুধু মনে রেখো, ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স নেই! হা হা হা লাফালাফিটা একটু বেশিই হয়ে গিয়েছিল। ভিন্নধর্মী মজার লেখা।
৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
লোকজন আমাকে নিজেদের থেকে আলাদা করার চেষ্টা করছে, মনে হয়!
১০| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:২৯
শায়মা বলেছেন: হাহা ভাইয়া হাসতে হাসতে মরলাম!!!!!
ব্লগের মত তুমি দেখছি তোমার রিয়েল দুনিয়াতেও হেনস্তা হও!!!!!!!!! হা হা হা হা হা হা
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
সুযোগ পেলে কিছু মানুষ এটা সেটা শুনিয়ে দিচ্ছে; ওরাও হয়তো ব্লগিং করে!
১১| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: আপনার রসবোধে আমি মুগ্ধ!
ব্লগেও আপনি অনেক মজা করে মন্তব্য করেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন। বয়স নিয়ে মাথা ঘামাবেন না। আপনি চিন্তা ভাবনা মন মানসিকতায় অত্যন্ত আধুনিক।
আমেরিকানদের সাথে আপনার মিলবে না। আপনি একজন খাটি বাঙ্গালী। যুদ্ধ করেছেন, কৃষি কাজ করেছেন।
অল্প বয়সী মেয়েরা এসবের মর্ম বুঝবে না ।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
আমি ভেবেছিলাম, আমি আগের মতই স্বাভাবিকভাবে সবকিছু করে যাচ্ছি' কিন্তু লোকজন আমাকে ঠেলে ক্লাসিফাই করতে চেষ্টা করছে; এরা অবশেষে হতাশ হবে।
১২| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮
গরল বলেছেন: আমি হলে নিজে লাফ না দিয়ে মেয়েটাকেই উঁচু করে ধরতাম যাতে নিজেই জারটা নিয়ে নিতে পারে আর পাখিদের ঢিল মারাটা আমিও সমর্থন করতে পারলাম না। গাড়িটা কভার বা একটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারতেন।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
পাখীকে পাথর মারা একটু বেকুবী হয়েছিল; তাই ভাবছি, বয়সের কারণে ফানি বুদ্ধি মাথায় আসলো কিনা! ভাগ্য যে, কোন জাপানী দেখনি।
এটা ভাড়াকরা পিক-আপ; এখানে কেহ গাড়ীকে ঢেকে রাখে না।
১৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০০
টারজান০০০০৭ বলেছেন: শরীরের সাথে মনের বয়স না বাড়িলে বিরাট সমস্যা ! আশেপাশের মানুষজন হজম করিতে পারেনা ! একারণেই বুঝি "বুড়ো বয়সে ভীমরতি " বাগধারার উৎপত্তি !
আপনার ভালো হোক ! দেশে চলে আসেন।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
দেশে আসার দরকার, চোখে একটা সমস্যা হয়েছে, চিকিৎসা চলছে! ২/১ জনের কথায় আমি মাইন্ড করিনি; কিন্তু খেয়াল রাখছি!
১৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০৪
শামচুল হক বলেছেন: হা হা চাঁদগাজী ভাই, একেবারে ম্যাঁওপ্যাও মুক্ত লেখা। অনেক দিন পর আপনার কাছে এরকম একটা লেখা পেলাম। ধন্যবাদ
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
মাঝে মাঝে 'নিজের অভিজ্ঞতার' সাথে অন্যদের মনোভাবকে মিলিয়ে দেখার দরকার।
১৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৭
ঢাবিয়ান বলেছেন: সুপার মার্কেটের ঘটনাতা আমাদের দেশে ঘটলে বিড়াট একটা ঝগড়া ঝাটি লেগে যেত।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে বিবিধ কারণে মানুষের মেজাজ খারাপ থাকে, সমস্যা; এখানে মানুষ এই ধরণের ব্যাপার স্যাপারকে হজভাবে নেয়।
১৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: আপনার এই ধরনের লেখাগুলোই আমার সবচেয়ে ভাল লাগে। একেবারে খাঁটি জীবন থেকে নেয়া। আগেও লিখেছিলেন, কয়েকটা পড়েছি, ভীষণ ভাল লেগেছিলো।
আমার মতে বয়স কোনই সমস্যার কারণ নয়, আবার এটাকে ঠিক বৈষম্যও বলতে চাইনা। বয়স হলে সবাই বুঝবে। তবে শিরোনামটা খুবই প্রাসঙ্গিক হয়েছে।
"বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে, সবকিছু দেয়ালে ঠেঁকে গেছে! আশাকরি, মানুষ নিজেদের জাতিকে সন্মান করার শুরু করবেন" (৬ নং প্রতিমন্তব্য)- আপনার এ আশাবাদ সত্য হোক!
"এগুলো আমার স্বাভাবিক জীবনের অংশ; বয়স হলে, মানুষ একটু ভিন্ন চোখে দেখে, দেখছি!" (৭ নং প্রতিমন্তব্য)- আপনি আপনার স্বাভাবিক দেখাই দেখে যান, স্বাভাবিক লেখাই লিখে যান, অভিজ্ঞ চোখের দৃষ্টির একটা আলাদা মূল্য আছে।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
আমি খেয়াল করেছি, আপনি অনেক কিছু খেয়াল করেন। আমার জন্য এগুলো একটু নতুন অভিজ্ঞতা; আশাকরি, আমি খেয়াল রেখে, মানিয়ে চলতে পারবো।
আমাদের মানুষকে একটু সুখ ও শান্তি দেখতে চাই আমরা সবাই।
১৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৪
শায়মা বলেছেন: ১৩. ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০০ ০
টারজান০০০০৭ বলেছেন: শরীরের সাথে মনের বয়স না বাড়িলে বিরাট সমস্যা ! আশেপাশের মানুষজন হজম করিতে পারেনা ! একারণেই বুঝি "বুড়ো বয়সে ভীমরতি " বাগধারার উৎপত্তি !
আপনার ভালো হোক ! দেশে চলে আসেন।
হা হা হা ভাইয়া লেখাটা পড়ে আমারও রবিঠাকুরের ইচ্ছাপূরন গল্পটার কথা মনে হয়েছিলো!
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
রবিঠাকুরের ইচ্ছাপূরন গল্পটা পড়া হয়নি; পড়তে হবে, দেখতে হবে বাবুও কি লাফ দিয়েছিলেন!
১৮| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২০
লাবণ্য ২ বলেছেন: সুপার মার্কটের ঘটনাটি ভীষণই ফানি লাগল। আপনার এই ধরনের লেখাগুলো বেশি ভালো লাগে।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবনের উপর নজর রাখতে হবে, ভাবছি; মানুষের জীবনের প্রতিটি ছোটখাট ব্যাপার বেশ ইন্টারেষ্টিং
১৯| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৭
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার অভিজ্ঞতার গল্প শুনতে ভালোই লাগে।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
নতুন অভিজ্ঞতাই বলতে হয়।
২০| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। চমৎকার লিখেছেন।
ধন্যবাদ ভাই চাঁদগাজী।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
ছোটখাট ঘটনায় মানুষের মনোভাব জানা যাচ্ছে, চিন্তিত হওয়ার কারণ আছে।
২১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩
হাঙ্গামা বলেছেন: শুধু মনে রেখো, ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স নেই!
দারুন..........
৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
ডিসক্রিমিনেশন শুরু হয়েছে, আমাকে হয়তো সমবয়স্কদের অধিকার নিয়ে ভাবতে হবে এখন থেকে।
২২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১
জোকস বলেছেন: বয়সের কারন,ওখানে আমি থাকলে কথা গুলো অন্য রকম হতে পারতো।
৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
অবশ্য, প্রত্যেকেই একই ব্যাপারকে বিবিধভাবে হ্যান্ডলিং করেন; মেয়েদের বেলায় আমি জোর দিয়ে কিছু বলি না, মেয়েরা আসলে মনের থেকে খুবই ভালো।
৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
১ম পাতায় লেখার সুযোগ পাওয়া নিয়ে আপনার পোষ্টটা আরেকটু অন্য রকম হলে ভালো হতো। সামুর নিজস্ব কিছু পলিসি আছে, সেগুলোর কারণেই অনেক সময় বেশী সময় লাগে।
সামুকে ধন্যবাদ দিয়ে, এডমিনদের ধন্যবাদ দিয়ে, ব্লগারদের শুভেচ্ছা জানিয়ে, আপনার ব্লগিং নিয়ে একটা পোষ্ট দিলে ভালো হয়।
২৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বরাবরের মতই রম্য হয়েছে। ছোট সুন্দরী দেখে লাফ দিওনা, তোমার সেই বয়স নেই! অসাধারণ
৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
যা মুখে আসছে, লোকজন তাই বলে যাচ্ছে! এটা হয়তো তেমন সমস্যা নয়, সাধরণ ব্যাপার হতে পারে।
২৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
মনিরা সুলতানা বলেছেন: সব ঠিক আছে -
সেই ছোট্ট সুন্দরী আপনাকে ধন্যবাদ দিয়েছিলো তো !!!
৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
এরা এই ব্যাপারে খুবই সচেতন। আসলে, সে দোকানের মেয়েটাকে আমার হয়ে, কিছু বলেছিলো, আমি সেটাতে যাইনি।
২৫| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: লেখাটি পড়ে ভালো লাগল।
৩১ শে মে, ২০১৮ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, কিছু সময়ের জন্য, সবাই ক্যাচাল থেকে অবসর চাচ্ছেন
২৬| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
-তোমাকে পরিস্কার করতে হবে না, শুধু মনে রেখো, ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স নেই!
এই কথাটা আমি এতবার বুঝাতে চেয়েছি আপনি বুঝলেন না, যে কথাটি একটি পুচকে মেয় বুঝলো অথচ ডেড হর্স বুঝতেই চায়না, শুধুই লাফালাফি!! লাফালাফি করার জন্য শক্তশালী গাড়ী দরকার; এর পর থেকে সাবধানে লাফাবেন,
৩১ শে মে, ২০১৮ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা ডিপ্লোমেট, ওরা যা বলে, অনেক সময় আসল ব্যাপার সেটা নয়।
২৭| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: চমৎকার একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
৩১ শে মে, ২০১৮ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
কিছু লোক, বয়স্কদের আলাদা করার চেষ্টা করে।
২৮| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:২৬
লায়নহার্ট বলেছেন: ২য় প্রশ্ন
৩১ শে মে, ২০১৮ রাত ১০:২১
চাঁদগাজী বলেছেন:
খাওয়া দাওয়া ঠিক রাখেন,বাংলাদেশের লায়ন তো; মানুষ যেন আবার বিড়াল টিড়াল মনে না করেন।
২৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০১
ধ্রুবক আলো বলেছেন: ঐ ২২/২৩ বছরের তরুণী একদিন ঠিকই বুঝতে পারবে, আর মনে মনে আপনাকে ধন্যবাদ জানাবে।
০১ লা জুন, ২০১৮ রাত ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
পশুপাখীদের প্রতি আমারও টান আছে; এই পাখীগুলির বাসা নেই গাছে, এরা যেখানে ইচ্ছা সেখানেই থাকে। পিকআপ জাতীয় গাড়ী সব যায়গায় ধো্যা যায় না।
৩০| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০১
তারেক ফাহিম বলেছেন: লেখায় ভিন্নতা দেখলাম গাজী ভাই’র।
বর্ণনায় যা প্রকাশ পায়, মনে হয় আংকেল বলতে হবে
০১ লা জুন, ২০১৮ রাত ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
নতুন এলাকায় প্রবেশ করছি, মনে হয়।
৩১| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৩৪
নাজমুল ০৭ বলেছেন: সুপার মার্কেটে বাজার করেছেন,দূরে জার্নি করেছেন তাহলে সুস্থ আছেন,ভাল আছেন।অনেক দিন আপনার পোস্টে মন্তব্য করিনি তবে আপনার নতুন পোস্ট পড়ার জন্য প্রতিদিন একবার সামুতে আসি।
বাঙালি,বাংলাদেশ,বাংলাদেশের রাজনীতি,উপমহাদেশের ইতিহাস বিশেষ করে ব্রিটিশ শাসনের সময়কাল,বিশ্ব রাজনীতি ও দর্শনের উপর আপনার ভাল লেগেছে এরকম বইয়ের একটা তালিকা দিলে উপকৃত হব।
০১ লা জুন, ২০১৮ রাত ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমাকে দেখতে হবে, কোন বই ভালো হবে; আমি সাধারণত আগে লাইব্রেরীটে যেতাম; সম্প্রতি অনেক বছর যাওয়া হয় না।
৩২| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪১
জাহিদ অনিক বলেছেন:
আহা ! বেশ হিউমার।
০১ লা জুন, ২০১৮ রাত ৩:৩৫
চাঁদগাজী বলেছেন:
মানুষ হয়তো সবকিছুকে গুরুত্ব দেয় না; তবে, জীবনের বেশীরভাগ ঘটনাই গুরুত্ব বহন করে।
৩৩| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪৫
মিথী_মারজান বলেছেন: আপনার ইউনিক স্টাইল!
লেখাটা না পড়লে মিস্ করতাম।
হা হা।
খুব মজা করে লিখতে পারেন আপনি।
০১ লা জুন, ২০১৮ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
একটু খেয়াল করে চললে জীবনটাকে একটু হিউমারাস করা সম্ভব।
৩৪| ০১ লা জুন, ২০১৮ রাত ১:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল ওস্তাদ।
০১ লা জুন, ২০১৮ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
বয়স টয়স বাড়ছে নাকি?
৩৫| ০১ লা জুন, ২০১৮ রাত ২:১৮
ইব্রাহীম আই কে বলেছেন: লেখাটা পড়েই অনেক কিছু ভাবতে শুরু করলাম। দিনশেষে কোন ফলাফল মাথায় আসেনি। হয়তো ছোট বলে!
লেখার প্রথম অংশটা অনেক ভালো লেগেছে।
ব্লগে আমি নতুন। আমার ব্লগবাড়িতে ঘুরে আসার দাওয়াত রইলো।
০১ লা জুন, ২০১৮ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
আমার পোষ্ট পরে দেখবো; তবে, এটা সম্প্রতি চালু হয়েছে, পোষ্ট দেখার অনুরোধ।
৩৬| ০১ লা জুন, ২০১৮ রাত ২:২১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আপনার লেখার স্টাইল খুব চমৎকার।
আগেও আপনার আরেকটা গল্প পরে এই মন্তব্য করেছিলাম।
সেই সাথে আশা করেছিলাম এই ধরণের ছোট ছোট গল্প নিয়মিত লিখবেন। এবারও একই আশা করছি।
অথবা যদি এটাকে গল্প বলতে না চান, বলতে চান বাস্তব অভিজ্ঞতা, তাতেও অসুবিধা নাই।
আপনার অভিজ্ঞতার কথা আমাদেরকে শুনান আমরা গল্পের মত শুনি।
এবার আসা যাক বিষয় প্রসঙ্গে। বয়স সম্পর্কে মানুষের কিছু সামাজিক ধারণা আছে। যেমন, এই বয়সের মানুষ এইটা করবে, ওই বয়সের মানুষ ঐটা করবে। অথবা এই বয়সের মানুষ এইটা পারবে বা পারবে না ইত্যাদি। এটা সব দেশে সব সমাজেই আছে। অধিকাংশ মানুষ আবার এই ধারণাগুলোকে মেনেও চলে। যেমন আমার বয়স বা আপনার বয়স এখন ৫০ হয়ে গেছে বা ৬০ হয়ে গেছে বা ৭০ হয়ে গেছে, এখন এটা করা যাবে না, বা এটা খাওয়া যাবে না বা এটা পরা যাবে না ইত্যাদি।
০১ লা জুন, ২০১৮ রাত ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
এগুলো আমার জন্য নতুন অভিজ্ঞতা; তবে, আমি বড় কোন অসুবিধার সন্মুখীন হইনি।
৩৭| ০১ লা জুন, ২০১৮ সকাল ১০:০১
মিরোরডডল বলেছেন: আপনার এই ধরনের লেখা আমার খুব ভালো লাগে ।
মজার । you have a good sense of humor যা অনেক যুবকেরও নেই ।
আপনি চির তরুণ । আরো অনেক মজার পোস্ট চাই ।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
আপনাকে ধন্যবাদ; আমি কি লিখি সেটা থেকে বড় হলো আপনার কাছে আমার লেখার গ্রহনযোগ্যতা, ধন্যবাদ।
৩৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:১৯
শায়মা বলেছেন: ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০ ০
লেখক বলেছেন:
রবিঠাকুরের ইচ্ছাপূরন গল্পটা পড়া হয়নি; পড়তে হবে, দেখতে হবে বাবুও কি লাফ দিয়েছিলেন!
হ্যাঁ ভাইয়া!!!!!!!!!!!!
বুড়ো বাবা তো ছুড়ো হয়ে মানে ইচ্ছাদেবীর কৃপায় তার ছেলে হয়ে গিয়ে অকান্ড ঘটাচ্ছিলো আর ছুড়ো ছেলে মানে তার বাচ্চাটা বুড়ো বাবা হয়ে গেলো। তো শরীরে বুড়ো হলেও মনের দিন থেকে তো ছুড়োই ছিলো তো এক দুপুরে তার বুড়ো শরীরের কথা ভুলে গিয়ে পাড়ার এক বুড়ির পানি ভর্তি কলসীতে ঢিল ছুড়ে মারলো। তুমি যেমন পাখিদের গাছে ঢিল ছুড়েছিলে আর কি। হা হা হা হা
তবে তুমি ছোট্ট সুন্দরীদের হাত থেকে অতি সহজেই রেহাই পেলেও সেই বুড়ো বাবা শরীরে ছুড়ো বাবা অনেক কষ্টেই পাড়ার লোকের মাইরের হাত থেকে রেহাই পেয়েছিলো।
হা হা হা তারপরও মন্তব্যে দেখলাম তুমি বলেছো মেয়েরা মনের দিক থেকে আসলেই অনেক ভালো!
এই কথাটাই অনেক অনেক খুশি হলাম আর অনেক অনেক শুভকামনা থাকলো যেন কম কম হেনস্থা হও সেই জন্য।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
নারী জাতি হলো স্বয়ং প্রকৃতির প্রাণ, মানব সভ্যতার সৃষ্টিকারী।
তবে, মেয়ারা ভদ্র-মানুয়ের সাথে যেমনি ভালো, তেমনি মাঝে মাঝে তাদের নিজের মনে সন্চিত হয়ে থাকা রাগকে ঝেড়ে ফেলে নিজকে হালকা করে নেয়; দোকানের মেয়ে, জীপের মেয়ে আমার সাথে একটু কড়া হয়ে, নিজেদের হালকা করেছে মাত্র; আমার স্হানে কোন অভদ্র মানুষ হলে, ওরা কিছুই বলতো না, মেয়েরা অভদ্রদের অভদ্র হয়েই থাকতে দেয়।
৩৯| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: হা হা তার মানে তুমি বলতে চাচ্ছো তুমি আসলেও একজন ভদ্রলোক! হা হা হা ভাইয়ামনি!!!!!!!
ভদ্রলোক হতে পারো তবে তোমার গুণাবলীতে আমি দেখি তুমি তোমার বিরুদ্ধাচারণকারীদেরকে না পাত্তা লোক ....
ইহা এক অন্যন্য বৈশিষ্ঠ সকলের থাকে না, আমার আছে অবশ্য, তবে তোমার তার থেকেও অনেক অনেক বেশি.....
০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমি লক্ষ্য করেছি, আপনি অকারণ প্যানপ্যানকারীদের নিজের পথে চলে যেতে দেন; কি হবে অকারণে অপ্রয়োজনীয় অভিজ্ঞতা সন্চয় করে? ম্যাঁওপ্যাঁও লোকেরা অন্য কোথায়ও কাজ খুঁজে পাবে!
আমি আপনার নীতি মেনে চলি, কেহ অকারণ ম্যাঁওপ্যাঁও করলে তাতে অংশ নেয়া হয় না প্রায়ই।
৪০| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
তার মানে যোগ্য ভ্রাতা তুমি !!!
যাইহোক এবার তোমার নিজস্ব প্রথা ভেঙ্গে আমার মত একখানা ইফতারী রেসিপি পোস্ট দিও ভাইয়ামনি.....
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ইফতারী রেসিপি পোস্ট দেয়া আমার জন্য মোটামুটি অসম্ভব কাজ; আপনি আধুনিক বাংলার লোকজনের খাবারের মেন্যুর প্রতি লক্ষ্য রেখে আসছেন সব সময়!
৪১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সেলিম আনোয়ার বলেছেন:
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
সময়ও শেষে সমসা হয়ে যাচ্ছে?
৪২| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
অলিভিয়া আভা বলেছেন: দোকানের মেয়ে বললো:
-দেখেছ, আমার কথা না শুনে তুমি কি সমস্যর সৃষ্টি করেছ? বয়স্ক লোকদের নিয়ে অনেক সমস্যা, এরা চোখেও দেখে না, কানেও শোনে না। হা হা হা, ঠিকই তো বলেছে মেয়েটা। আপনি ঐভাবে লাফ না দিলে সে ভয়ও পেত না আর তার হাত থেকে কিছু পড়েও যেত না।
লেখাটা গুনে মানে অনন্য।
০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট লিখুন।
বেচারী জানে না যে, আমি আজো ফুটবল খেলি মাঝেমাঝে, মাঝেমাজে পড়ে যাই।
৪৩| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
অলিভিয়া আভা বলেছেন: হা হা, আপনি মনের দিক থেকে যেমন ইয়াং তেমনি শারীরিক দিকেও মনে হচ্ছে ইয়াং।
আমি কি পোষ্ট লিখব তাই তো ভেবে পাচ্ছি না
০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
শুরুতে ব্লগারদের শুভেচ্ছা জানিয়ে আপনার পছন্দের বিষয় নিয়ে, গদ্যে লিখুন। নারীদের সৌন্দয্য, আপনার কিশোরী জীবনের সুন্দর অভিজ্ঞতা, স্কুলের ক্লাশমেটদের নিয়ে লিখতে পারেন।
০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
মন্তব্য করতে সঠিক মন্তব্য করবেন; ভুল ইত্যাদিকে "ভাল লিখেছেন" বলতে যাবেন না কখনো।
৪৪| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৯
শিখণ্ডী বলেছেন: গাজি সাহেব কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে যেভাবে হত্যা করা হয় সেটি নিয়ে একটি পোস্ট আসা করছি।
০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
একরামুল হকের ব্যাপারে আমি কোন তথ্য সংগ্রহ করতে পারিনি; তবে, অবস্হা দেখে মনে হচ্ছে, আওয়ামী লীগের লোকেরা, বা র্যাবের লোকেরা তাকে টার্গেট করেছিলো।
৪৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৫০
শিখণ্ডী বলেছেন: ভাল কথা কপি করতে মন্তব্য কেটে গিয়েছিল। দৈননদিনকার ছোট্ট ঘটনা নিখুঁতভাবে এত রসময় করে লিখেছেন !
৪৬| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৫৪
শিখণ্ডী বলেছেন: আপনাকে সেজন্য লিঙ্ক দিয়েছি। একটু দেখুন। বিকেলের খবর, ডেইলি স্টার চারটি অডিও ক্লিপ প্রকাশ করেছে। শুনতে পারবেন। আমার পোস্টেও লিঙ্ক আছে।
০১ লা জুন, ২০১৮ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
আমি লিংকে গিয়েছি, পড়েছি। আমার মনে হয়, ঔদিকের মানুষ ভয়ানক, আওয়ামী লীগের লোকজনও ভয়ানক; এই লোককে র্যাব নিজেও টার্গেট করেছে, মনে হচ্ছে!
৪৭| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
প্রত্যয় তাওিহদ বলেছেন: আপনার সর্ম্পকে ধারনাটা পরিবর্তন হচ্ছে। অনুসুচনায় ভুগছি।
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
তাই?
৪৮| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৪৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দুটি ক্ষেত্রেই নিজেেকে রিপ্লেস করে উত্তর পেলাম, প্রথম কাজটা আমিও হয়তো করতাম, তবে পরেরটা করতাম না। তবে মন মানষিকতার দিক দিয়ে আপনি অাসলেই ২৫ এই থেমে অাছেন, যা খুবই আনন্দের। কিপ ইট আপ ভাইজান...........
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
একটা সময়ে মানুষরা নিজে বয়স্কদের আলাদা করার চেষ্টা করেন।
৪৯| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৫০
নতুন বাঙ্গাল বলেছেন: দেখুন বয়স একটা সংখ্যা মাত্র, আপনি আমাদের চেয়েও তরুন চিন্তা, ভাবনায় ও কর্মে।দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট ঘটনার, দারুন নাটকীয় উপস্থাপন ! ভাল থাকবেন।
০৫ ই জুন, ২০১৮ রাত ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
চেষ্টা করছি, দেখা যাক, সময়ের সাথে কি অবস্হা হয়; আপনিও ভালো থাকুন।
৫০| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:২৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখন বুঝতে পারছি আপনার কোন জ্ঞান বুদ্ধি নেই সেই জন্য ব্লগে ম্যাঁও প্যাঁও করেন। হা হা হা
১০ ই জুন, ২০১৮ সকাল ১০:০০
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার পোষ্ট পড়ে, যা জ্ঞান অর্জন করি, সেটা দিয়ে কোনভাবে চালিয়ে যাচ্ছি! আপনার লেখা বন্ধ হলে, আমি শেষ, কাপুত, ফিনিতো, লা ফিনি
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ৩:৫২
অক্পটে বলেছেন: লেখাটি ভালো লাগল। একটা অন্যরকম লেখা তাও আপনার কাছে থেকে! একটা বিষয় লক্ষ্য করলাম অল্প কথায় ছোট্ট একটা ব্যপারকে কত দারুণ করে উপস্থাপন করা যায়। একেবারেই ম্যাওপ্যাও মুক্ত লেখা।