নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হিসেবে জাতীয় বাজেট সম্পর্কে সবার কিছুটা ধারণা থাকতে হবে!

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭



জাতীয় বাজেট হলো: মুলত: ১ বছরের (শর্ট-টার্ম) জন্য, ও সাথে সাথে ৫/১০ বছরের (দীর্ঘমেয়াদী) জন্য জাতীর যাবতীয় উন্নয়ন প্ল্যান করা, প্ল্যান কার্যকরী করার জন্য প্রয়োজনীয় অর্থ যোগান দেয়া, সুচারুরুপে অর্থ ব্যয় করার জন্য পদ্ধতি বের করা, প্ল্যানকে কার্যকরী করার জন্য রিসোর্স বরাদ্দ করা।

বাজেট রিপোর্ট: বাজেট বছরের শেষে, প্ল্যনের কতটুকু কার্যরকরী করা হয়েছে, কি পরিমাণ অর্থ যোগান দেয়া হয়েছিল, কি পরিমাণ ব্যয় হয়েছে, বাজট আইটেমগুলোর পুর্ণ-বিবরণ, জাতীয় জীবনযাত্রার মানউন্নয়নের সুচকের মাপ, ইত্যাদি সম্বলিত রিপোর্ট।

বাংলাদেশের এবারের বাজেটের পরিমাণ: ৪ লাখ ৬৮০০০ কোটী টাকা; ডলারে: সোয়া ৫৫ বিলিয়ন ডলার।
গতবারের বাজেট ছিল: ৪ লাখ ২৬৬ কোটী টাকা; কত খরচ হয়েছে, মুহিত তো দুরের কথা, লোটাস কামালও জানে না।

আনুমানিক খরচ:

সামরিক বাজেট: (২০%): ১১/১২ বিলিয়ন ডলার
সরকারী চাকুরেদের বেতন, ভাতা, পেনশন, বয়স্ক ভাতা (আনুমানিক ৩০%): সাড়ে ১৬ থেকে ১৭ বিলিয়ন ডলার।
রিপেয়ার: রাস্তা, বাঁধ, সরকারী ভবন, স্কুল, কলেজ ইত্যাদি ২/৩ বিলিয়ন ডলার

নতুন বছরের উন্নয়নের জন্য: ২৫ বিলিয়ন ডলার; শিক্ষা, শিল্প, ও নতুন বিনিয়োগ, ১৭ কোটী মানুষের জন্য

আয়:
৩৬ লাখ করদাতা, সরকারী আয়(পো্র্ট, রেলোয়ে, টোল, খাজনা), বিদেশী দান ও ঋণ। মনে হয় না, সরকার ৪৫ বিলিয়ন ডলারের বেশী যোগান দিতে পারবে। সরকারের কাছে গত বাজেটের কি পরিমাণ টাকা পড়ে আছে উহা জানার উপায় নেই।

খরচের মুল পরিকল্পনাকারী: পরিকল্পনা মন্ত্রনালয়; লোটাস কামাল না কি একজন, যিনি ক্রিকেট মিকেট নিয়ে হাউকাউ করতো, তিনি নাকি ৫৫ বিলিয়ন ডলার খরচ করবেন ১ বছরে? আসলে ঐ লোক সারা জীবনে ৫ বিলিয়ন ডলার খরচের হিসেবও মিলাতে পারবে না।

বাজেট থেকে সরকার জাতীয় ঋণের মুল ও সুদ পরিশোধ করে; মনে হয় না, ওরা ঋণের প্রজেক্ট থেকে কিছু আয় করে; জাতীয় ঋণ হয়তো ৩৭/৩৮ বিলিয়ন ডলার হবে; বার্ষিক সুদ হয়তো ৯০০ মিলিয়নের উপরে।

জাতির বাজেট সুসম নয়: অর্থাৎ সব নাগরিকের জন্য সরকার সমানভাবে ব্যয় করে না; যেমন, যারা ঢাকা মেডিক্যালে পড়ছে, বা সরকারী বাড়ী, গাড়ী পাচ্ছে, তাদের পেছনে যেই পরিমাণ খরচ, একজন বুয়া, চাকরাণী, টোকাই, দিন মুজুরের জন্য সেই পরিমাণ বরাদ্দ নেই।

সরকার আয় অনুসারে ব্যয় করলে, জাতির ঋণ বাড়ানোর দরকার হতো না; মানুষ ঋণ করে দরকারে: যেমন ঋণ করে চাউল কেনা দরকার, সিগারেট কেনার জন্য ঋণ করা ক্ষতিকর।

এগুলো খুবই সামান্য সাধারণ ধারণা, এর থেকে কম জানলে ব্লগিং-সমাজের জন্য অসুবিধা হবে।




মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

তারেক_মাহমুদ বলেছেন: যাক কিছুটা ধারণা পাওয়া গেল।

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


আসলে, বাজেট সম্পর্কে সব তরুণ ও সব শিক্ষিতদের পরিস্কার ধারণা থাকার দরকার।

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: সরকার আয় অনুসারে ব্যয় করলে, জাতির ঋণ বাড়ানোর দরকার হতো না; মানুষ ঋণ করে দরকারে: যেমন ঋণ করে চাউল কেনা দরকার, সিগারেট কেনার জন্য ঋণ করা ক্ষতিকর।

সুন্দর কথাই বলেছেন, ধন্যবাদ চাঁদগাজী ভাই।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


মুহিত সাহেব কিসের জন্য ঋণ নিচ্ছে নিজেও জানে না; তদুপরি, উনার কোন ব্যবসায়িক আইডিয়া নেই, উনি খয়রাতি মনের লোক।

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
লোটাস লোকটা খারাপ হইতে পারে, কিন্তু অযোগ্য না,
সে পাকিস্তানি আমলের CA, সেই আমলে CA হওয়া এত সহজ ছিল না।
একজন ক্রীড়া সংগঠক হিসাবে আবাহনি, ভিক্টোরিয়া, ধানমন্ডি, মুক্তিযদ্ধা প্রভৃতি ক্লাবে অবদান রেখেছে অনেক আগে থেকেই। ।২০১০ বিশ্বকাপ উদ্বোধনি অনুষ্ঠান ভারতে হওয়ার কথা ছিল সেটা বাংলাদেশে নিয়ে আসায় তার অবদান ছিল।
ক্রিকেটে সর্বচ্চ সাফল্য গুলো তার আমলেই হয়েছিল।

৯ বছরে বাজেট ৩০ হাজার কোটি থেকে দফায় দয়া বেড়ে ৪ লাখ ৬৮ হাজার কোটি তে উন্নিত!
ওই ব্যাটা বেকুব হলে বছর বছর ভলিউম বাড়তোনা কমতো।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্লগারদের বদনাম করে ফেলবেন; ঋণের টাকা বাজেট থেকে দিলে, ব্যাংকের খেলাপী ঋণের টাকা বাজেট থেকে দিলে, অকারণে "বড়" বাজেট ঘোষণা দিয়ে, টাকা যোগাড় করতে না পারলে, ও খরচ করতে না পারলে, দেশের অবস্হা এই রকম হয়। প্রতি বছর বাজেট বাড়লে, উহা কাজ করলে, বেকারত্ব কিভাবে বাড়ছে?

জিডিপি ও বাজেটের অনুপাতে মুহিতের বাজেট বড়; এগুলো চাকর ছেলের বাজার করার মতো কথা।

লোটাস কামাল ১ বছরে ২০/২৫ বিলিয়ন ডলার খরচ কোনভাবেই করতে পারবে না; ওদের লোকবলও নেই; টাকা খরচ করতে বিরাট ফাইন্যান্স জানা লোকের দরকার হয়; বাজেট মানে রিয়েল-ষ্টেট কেনা নয়, দরকারী খরচ।

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৫৪

পবন সরকার বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

০৫ ই জুন, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


আসলে, এর থেকে অনেক বেশী জানতে হবে; উন্নয়ন বাজেটের ৬০% খরচ করার মত ইনফ্রাষ্ট্রাকচার বাংলাদেশ সরকারের নেই।

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:১২

হাসান কালবৈশাখী বলেছেন:

লোটাস কামাল একজন CA হয়েও ১ বছরে ২০/২৫ বিলিয়ন ডলার হিসেবই বুঝবে না, ফাইন্যান্স জানে না।

রিজভি বা ফকরুল বা তারেক সাহেব ফাইনান্স ভাল বুঝবেন।

০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


রিজভীরা ভালো করেনি বলে, শেখ হাসিনাকেও ভালো করতে হবে না? আপনার লজিক খুবই ফাজি! আমি ক্রিকেট খেলা নিয়ে উনার বক্তব্য ও আচরণ দেখেছি, এসব লোকজন ব্যাংকের কেরানী হওয়ার যোগ্য মাত্র।

সে কোন অবস্হায় ৬০% খরচ করতে পারবে না; আপনি খবর নিয়ে দেখুন।

৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫৯

আলআমিন১২৩ বলেছেন: গাজী সাহেবের সবক থেকে কি জানলাম আর কি বুঝলাম তাই বুঝলামনা।যতটা জানি দেশের বাৎসরিক বাজেট করেন মুহিত সাহেবের অর্থ মন্এণালয়।লোটাস কামাল সাহেবের পরিকল্পনা মন্এনালয়ের কাজ হলো বিভিন্ন মন্এাণয়ের উ্ন্নয়ন প্রকল্প পরীক্ষান্তে অনুমোদন ও রিসোর্স এলোকেসন করা। মাষ্টারই যদি উল্টাপাল্টা সবক দেয় তবে ছাএ ব্লগারের গতি কি?

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


মুহিত উন্নয়ন বাজেট করেন না, উনি কোনভাবে বাজার খরচ করে পরিবার চালায়ে যাবার বাজেট করেন।

ঐদিকে বাজেট যা হয়, উহাকে প্ল্যান অনুসারের খরচ করতে হলে ফাইন্যান্সে দক্ষ জনবল দরকার হয়, যা পরিকল্পনা মন্ত্রীর অধীনে; ঐ মন্ত্রী কোনভাবে ৬০% খরচ করতে পারবে না; আমি তা বলছি।

৭| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:০০

আলআমিন১২৩ বলেছেন: পূনঃ পেচার ছবির মাজেজা কি?

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


পেঁচা একটি সুন্দর ও শক্তিশালী পাখী

৮| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:

টাকাটা কামাই করতে পারছে, খরচ করতে পারবে না?
একটা পাউরুটি কিনতে ৩টাকা ভ্যাট, এই দুইতিন টাকা জমা করেইতো ৪ লাখ ৬৮ হাজার কোটি।
রাজীব নুর ভাইয়া ৪৮০ দিয়ে নাস্তাকরে ৩৮.৪০টাকা ভ্যাট দেয়।
আয় বেড়েছে নইলে এত টাকা কোথায় পেল?
দেশে উৎপাদন বাড়ানোর সুযোগ দেয়া হয়েছে, হরতাল নেই বেড়েছে, ট্যাক্সপ্রপ্তিও বেড়েছে। ১২ লাখ রহিঙ্গাকে মুরুগিগোস্ত-ভাত খাওয়াচ্ছে। বড় বড় সেতু, বিদ্যুতকেন্দ্র, স্যাটেলাইট এসব এখন হাতের ময়লা।

হাসিনার টিমের অন্যন্য সদস্যদের মত লোটাসও পারবে।

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


অনেক কিছু পারছে, অনেক কিছু সম্ভব হচ্ছে, কারণ ১ কোটী ১০ লাখ নিজের বউ ফেলে, ঘরের ভিটা বিক্রয় করে, বিদেশে পড়ে আছে, সেজন্য চলছে; এগুলোকে চলা বলে না।

৯| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৩০

আলআমিন১২৩ বলেছেন: এবারেও সঠিক জ্ঞ্যান দান করতে পারেন নি। অবশ্য পেচার গুনগান শুনে এর বেশি আর আশাও করছিনা।

০৬ ই জুন, ২০১৮ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


বাজেট আমাদের ড: এমাজুদ্দিন সাহেবও বুঝেন না; ফলে, বাজেট কঠিন ব্যাপার; আমি সামান্য ডেফিনেশন ও পরিকল্পিত টাকার পরিমাণটা লিখলাম, যেন আপনি মনে রাখতে পারেন।

১০| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪২

অর্থনীতিবিদ বলেছেন: আরেকটা বাজেট আসছে। তার সাথে আসছে আরো কিছু দীর্ঘশ্বাস।

০৬ ই জুন, ২০১৮ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


দেশের শিক্ষিতদের ৯০% বাজেট বুঝে না; ফলে, পাগলা মিয়া মিনিষ্ট্রিতে বসে পাগলামী করছে; কারো মাথা ব্যথা নেই

১১| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:৫১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অযথা মুহিত ও কামাল এর সমালোচনা করতে গিয়ে পোস্টের ২৪ টা বাজিয়ে দিয়েছেন। পোস্টটা এই ব্লগের বর্তমান কোয়ালিটির মতই হয়ে গেলো। পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় চালাচ্ছে, আর ফিন্যান্সের নর্মাল টার্ম বুঝবে না, এরকম আজব কথা আপনার কাছথেকে আশা করিনি। আপনার লেখার মান এভাবে পড়ে যাচেছ কেনো ?

আপকামিং বাজেটের সমালোচনারও যথেষ্ট জায়গা অাছে, এমনকি ওদের সমালোচনার যথেষ্ট যায়গা অাছে, তা না করে ওরা বিলিয়ন এর ফিগার বুঝেনা, এরকম হাউকাউ পোস্ট দিলেন ক্যান তাই বুঝলাম না।

০৬ ই জুন, ২০১৮ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:



কোন কিছু না বুজে যে দেশ চালানো যায়, সেটা কি বেগম জিয়া প্রমাণ করেননি?

ষ্টক মার্কেট না বুঝে মুহিত সাহেব এই দেশের অর্থমন্ত্রী হননি? বাজেট মুলত, ফাইন্যানসিয়াল দক্ষতা; দক্ষতা যাদের নেই, তারাও আয় করেন, ব্যয় করেন; কিন্তু বাকীরা বেকার থাকেন; বউকে পরতিবেশীর কাছে রেখে সৌদী যান।

১২| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে এত ডিটেইলস বোঝার মত অবস্থানে জাতি নেই। তবে আইনের শাসন থাকলে সব কিছুরই একাউন্টেবিলিটি থাকত। তখন দায়িত্বে লোটাস কামাল থাকুক আর ওসমান ফারুক থাকুক। এখানে কারো মন্ত্রীত্ব যায় না, কাউকে জেলে যেতে হয় না। ব্যাংক লুটপাট হলেও কারো শাস্তি হয় না...

০৬ ই জুন, ২০১৮ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:



বাজেট একটি জাতির গতিপথ নির্ধারণ করে; বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন জাতির সাধরণ মানুষের জীবনের কক্ষপথ বের করে; মুহিত মানসিকভাবে অস্হিতিশীল, লোটাস কামাল হলো বোগাস মানুষ; এদের হাতে জাতির উন্নয়ন অর্পিত।

১৩| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৫:৪৭

খনাই বলেছেন: লেখাটা পড়লাম।ঈশ্বরের কাছে হাত তুলে দোয়া করা ছাড়া দেশের জন্য আর কি আছে ঠিক বুঝতে পারছি না (আজকে না অনেক দিন ধরেই) । আমাদের সচিব সাহেবদের কাজের মানুষ প্রতি ত্রিশ বা বত্রিশ হাজার টাকা দেবার অঙ্কটা কোন খাতে বাজেটে বলা হলো ?

০৬ ই জুন, ২০১৮ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


মুহিত নিজেই সামান্য ব্যুরোক্রেট ছিলো; বাজেট ইত্যাদির জন্য পন্ডিত লোকের দরকার; শেখ হাসিনা সেই কাজ পাগল দিয়ে করায়ে নিচ্ছেন।

১৪| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার , বাজেট নিয়ে আমার কিছু কথা আছে। এখন কাজে যাচ্ছি। এসে পোস্ট দিব। যদি সময় করে উঠতে পারি।

০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


ভালো, বাজেট নিয়ে প্রত্যেক শিক্ষিত মানুষের সঠিক ধারণা থাকা উচিত।

১৫| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: 'মানুষ খুব দুঃখে অাছে' না বলে যেদিন থেকে অামরা বুঝব 'প্রাণসম্প্রদায় খুব কষ্টে অাছে' সেদিন থেকে অামাদের জীর্ণতা কিছুটা লাঘব হলেও হতে পারে।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের জীর্ণতার লাঘব করতে পারে, সেই রকম কেহ আজও দেশ চালনার ভার নেয়নি

১৬| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সব নাগরিকের জন্য সমান ব্যয় সম্ভব নয়। শ্রেণীভেদে এর পার্থক্য হবে। তবে দুর্নীতি করা চলবে না। এটা ঘুরলে সামনের বাজেট নিয়ে চিন্তা করতে হবে।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


বানরের কলা ভাগ নামে ঈশপের একটা গল্প আছে; আপনি সেই বানরের মগজের অধিকারী।

১৭| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

টারজান০০০০৭ বলেছেন: ঋনং কৃত্বা ঘৃতং পিবেৎ !!!!!

মন্ত্রীরা কেহ অযোগ্য নহেন ! তাহাদের বিশেষ যোগ্যতা আছে বলিয়া তাহারা ওই পদে আছেন। বুয়েটের প্রফেসর ড. ইনামুল হকও নাটকে চাকরের ভূমিকায় অভিনয় করেন ! মন্ত্রীদেরও অভিনয় করিতে হয় !

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রীদের মাঝে শিক্ষা, চাকুরী, অর্থ ও পরিকল্পনা'ই সবচেয়ে দরকারী মন্ত্রী; শেখ হাসিনা ৩টি পোষ্টেই (শিক্ষা, অর্থ ও পরিকল্পনা) পিগমীদের নিযুক্ত করেছে; চাকুরীর জন্য কোন মিনিষ্টার নেই মনে হয়।

১৮| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় য়ে ডাটা গুলি দিলেন, যদি সোর্সটা দিতেন আমার মতে পোষ্টটি আরও পূর্ণতা পেত। যদিও এহেন পোষ্ট অনেক বেশি সমাদৃত । সমৃদ্ধ হলাম পোষ্ট পাঠ করে।

অনন্ত শুভেচ্চা আপনাকে।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



ডাটাগুলো আমার নিজের; সেজন্য কোন সোর্স নেই

১৯| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০২

ভোরের সূর্য বলেছেন: ‘বঙ্গবন্ধু-২’-এর প্রস্তুতি নিচ্ছে সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা জানান। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত আমরা বাংলাদেশের মর্যাদাকে উন্নত করেছি। অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১-এর ৪০টি ট্রান্সপন্ডার আছে। এর মধ্যে বাংলাদেশের প্রয়োজন হবে ২০টি। বাকি ২০টি সার্কভুক্ত দেশসহ আশপাশের বিভিন্ন দেশের কাছে ভাড়া দেওয়া যাবে।

কোন মন্তব্য নয়। শুধু প্রথম আলো থেকে হুবহু কোট করে দিলাম।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা হয়তো ছোটকালে ঘুড়ি উড়াতে ভালোবাসতেন।

২০| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আগামী কাল পেশ হবে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট।
গতানুগতিক ভাবেই সরকারী দল ও সরকার দলীয় সমর্থকরা একে গণমুখী বাজেট বললেও বিরোধী দল ও তাদের সমর্থকরা একে উচ্চাভিলাষী বাজেট বলে আখ্যায়িত করবেন। হয়তো ইতি মধ্যে এই পরস্পর বিরোধী বক্তব্য সম্বলিত হাতে লেখা ও ডিজিটাল ব্যানার তৈরীর ধুম লেগেছে রংতুলির আকিঁয়ে এবং ডিজিটাল ব্যানার প্রস্তুতকারীদের দোকানে দোকানে। মুহিত সাহেবের বাজেট ঘোষণার পরপরই পরস্পর বিরোধী এই ব্যানার নিয়ে রাজপথ গরম করবে দু্ই দলের নেতা কর্মী ও সমর্থকরা।

সরকারের বাজেট পেশের পর বিরোধী দল হয়তে একে উচ্চাভিলাষী ও দেশের দরিদ্র জনগোষ্ঠীকে আরও দরিদ্র করবে বলে আশঙ্কা প্রকাশ করে বিক্ষোপ মিছিল এমনকি এক খানা হরতাল উপহার দেবেন(!) যদিও হরতাল দেবার মতো কোমরের জোর হয়তো নাই।

দেশ চলে তার নিজ স্টাইলে,
কারো কিচ্ছুটি বলার নাই।



০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


ড: এমাজুদ্দিনও বাজেট বুঝেন না; কিন্তু ব্লগারদের কিছুটা হলেও বুঝতে হবে।

২১| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন:


অনেক কিছু পারছে, অনেক কিছু সম্ভব হচ্ছে, কারণ ১ কোটী ১০ লাখ নিজের বউ ফেলে, ঘরের ভিটা বিক্রয় করে, বিদেশে পড়ে আছে, সেজন্য চলছে; এগুলোকে চলা বলে না

মাল‌য়ে‌শিয়া আর মধ্যপ্রা‌চ্যে গি‌য়ে দেখুন রে‌মিট্যান্স যোদ্ধারা কেমন আ‌ছে। তা‌দের দে‌খে শিখুন ভাত খে‌তে তা‌দের কেন এ‌তো স্বাদ লা‌গে। কোর্ট টাই প‌রে বা‌জেট দি‌য়ে পাস করা‌লেন , মানুষ পেল কচু।

০৭ ই জুন, ২০১৮ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


মুহিত আসলে কেরাণী হওয়ারও যোগ্য নয়; শেখ হাসিনা লিলিপুটিয়ান লালন-পালন করছেন।

২২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রথমেই সালাম ও মাহে রমজানের শুভেচ্ছা সাথে ধন্যবাদ আপনার সময়োচিত ব্লগ পোস্টের জন্য। এই যে অতিকায় প্রশান্ত মহাসাগরীয় বাজেটে যা ব্যয় ধরা হয়েছে তা যে আয় করতে পারবে না এতে কোন সন্দেহ নেই। আয় না থাকলে ব্যয় করবো কীভাবে? যাহোক, ওইটা মনে হয় আমাদের সরকার মহোদয় বুঝবেন। শুধু ঋণ আর বায়বীয় আয় থেকে কাল্পনিক ভিত্তির উপর দাঁড়ানো জনাব মুহিতিয় অর্থমন্ত্রণালীয় ভাবনা কতটুকু সুফল আনবে সেটা নিষ্কন্টক নয়।
সাধারণ নাগরিক হিসেবে আমাদের এসব ভাবতে নেই। ভাবলে উনারা আমাদের মারবেন। সুতরাং ভাববো না। কিন্তু, একটা ভাবনা রয়েছে অনেকটা স্বার্থপরীয় ভাবনা। প্রশ্নটা আপনার কাছে-
যদি মাইন্ড না করেন তবে, জবাব দিবেন। দেশে বিদ্যমান বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসবের মধ্যে ৮৭% এর ও বেশী বেসরকারী স্কুল, কলেজ, মাদরাসা; এগুলোর জন্য বাজেট ভাবনা সরকারের কাছে প্রতিবছরই অবহেলার হয় কেন? শিক্ষার জন্য বাজেট বলতে শুধু ইনফ্রাস্টাকচার ডেভেলপম্যান্ট এর জন্য বেশী ব্যয় করা হয়। কিন্তু শিক্ষক ও প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রসঙ্গ যেকোন কারণেই হোক সরকার নিশ্চুপ! আপনার কাছে এর কোন ধারনা আছে কী? জানা থাকলে শেয়ার করবেন।
ধন্যবাদ ভালো থাকুন।

০৭ ই জুন, ২০১৮ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


শিক্ষার বাজেট বেশ বড়; পরিকল্পনা মন্ত্রনালয়ে এক ক্রিকেটের লোক আছে, উনি সব ধরণের "কন্ট্রাক্টটরদের" মাফিয়া বস; উনি বিল্ডিং ইত্যাদি করছেন; সেখানে টাকা খরচ করা সহজ।

শিক্ষার প্রোগ্রাম, শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেনেফিট ইত্যাদি নিয়ে কাজ করার কথা নাহিদ সাহেবের; উনি এগুলো কোনদিন সঠিকভাবে করতে পারেননি; উনি সামান্য প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি।

শিক্ষা বিষয়ক পার্লামেন্টারী কমিটি থাকার কথা; সেখানে কোন কলাগাছ আছে, কেহ নামও শুনেনি।

২৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩৪

বিজন রয় বলেছেন: বাজেট করার দরকার কি?

বাজেটের আবিস্কার করছে কারা, কেন?

০৭ ই জুন, ২০১৮ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ করেছেন মানুষের জন্য।
আমাদের পাগল মিয়া করছেন পাগলামী করার জন্য

২৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর পোষ্ট, ভালো হলো জেনে।

০৭ ই জুন, ২০১৮ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


ষামনের বছর প্রশ্ন করবো আপনাকে

২৫| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৪:১০

অক্পটে বলেছেন: শোনা যাচ্ছে এই বাজেটেই নাকি সাধারণ মানুষের পকেট কেটে সরকার চুরি হয়ে যাওয়া এবং আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত ব্যাংক গুলোকে মূলধন ঘাটতি যোগাবে। এ অবস্থায় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বারবার ব্যাংকগুলোকে মূলধন সরবরাহের সরকারি নীতি নিঃসন্দেহে লুটপাটকে নির্লজ্জ ভাবে সমর্থন দেয়া। হায় খোদা! একদল ডাকাত বসিয়ে দেয়া হয়েছে দেশ শাসন করতে!

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


মুহিত মানুষকে "বাজেটের টাকার পরিমাণটা" জানায়; এর বাহিরে উনি মুল আইটেমগুলো কখনো জানান না; টাকা কি যোগাড় হলো, টাকা কি খরচ হলো কেহ কিছুই জানে না। আবার, সরকার কখনো ৬০% এর বেশী খরচও করতে পারে না, জনবল নেই।

২৬| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: ইয়াবা হুজুর: আটটি প্রশ্নের জবাব চাই Click This Link

০৯ ই জুন, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


আমি ক্লিক ফ্লিকে নেই।

২৭| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

রাকু হাসান বলেছেন: ট্রাম্প প্রসাশন বাজেটে সবচেয়ে গুরুত্ব দেয় মধ্যবিত্তদের নিয়ে ,তাদের এটা অমার ভাল লাগে অথচ আমাদের দেশে এ বাজেটে মধ্যবিত্তরাই অবহেলিত । তথ্যবহুল পোস্ট... েকোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনার লেখা প্রত্যাশা করছি ।

আর একটি নিমন্ত্রণ প্রথমবারের মত ব্লগে কথা ছিল কবিতা দিলাম,যা মনে আসলো তাই ...আপনার মন্তব্য আশা করছি । কেননা আপনার মন্তব্য গঠনমূলক ..যা খুব দরকার ।

ভাল থাকুন ,সুস্থ থাকুন আরও দর্ঘিদিন লিখুন অামাদের মাঝে ।

২৮| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বাজেটের সঠিক কোন তত্ব অনুসরণ করা হয় না; চাকর ছেলের বাজার করার মতো অবস্হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.