![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পরিচিত পরিবারে দাওয়াত ছিলো; উনাদের ছোটভাই দেশ থেকে বেড়াতে এসেছেন; দেশে রাজনীতি করেন; পরিচিত বেশ কয়েকজন এসেছিলেন, অনেক গল্প হলো: রাজনী্তি, মাদক, বাজেট, ভোট! রাত ১২টর দিকে বাসার দিকে রওয়ানা দিলাম; উনারা গাড়ীতে নামিয়ে দিতে চেয়েছিলেন, আমি হাঁটতে ভালোবাসি, সামান্য পথ, ১ কিলোমিটার থেকে সামান্য বেশী।
পথের মাঝামাঝি ২টি বেশ বড় এপার্টমেন্ট বিল্ডিং পড়ে, রাস্তাটা এগুলোর সামনে দিয়ে গেছে; সেই রাস্তায় অনেক লোকজন, দোকান, গাড়ীঘোড়া; বিল্ডিংগুলোর পেছন হয়ে খুবই নিরিবিলি একটা রাস্তা আছে, সামান্য ঘুরে যেতে হয়; আমি সেই পথটা নিলাম। প্রথম বিল্ডিং পার হওয়ার সময়, দুর থেকে দেখছি, একজন মহিলা দ্বিত্বীয় বিল্ডিং'এর পেছনে ফুটপাথে দাঁড়িয়ে, বেশ আলোর মাঝে টর্চের আলো ফেলে বিল্ডিং'এর পেছনের ঝোপে কিছু দেখার চেষ্টা করছে। আমি কাছাকাছি আসতে, সে টর্চের আলো নিভিয়ে চুপ করে দাঁড়ি্যে রলো; মনে হয়, এত রাতে এদিক থেকে কাউকে সে আশা করেনি।
আমি মহিলাটির পাশ দিতে যাবার সময় বললাম,
-হ্যালো কেমন আছো? তোমার বিড়াল হারিয়ে গেছে?
-ভালো আছি, তুমি কি করে জানো আমার বিড়াল হারিয়ে গেছে?
মহিলাটি সম্ভবত: থাইল্যান্ড কিংবা ফিলিপাইনের হবে, আনুমানিক বয়স ৩২'এর কাছাকাছি। আমি বললাম,
-তোমার সিয়ামিজ বিড়াল, গলায় সোনালী রং'এর নম্বর ট্যাগ?
-হ্যাঁ, সিয়ামিজ, সোনালী ট্যাগ, কেএন-১০২০১ নম্বর।
-তুমি এলাকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছ?
-না, এখনো দিইনি; গতকাল আমার স্বামী এপার্টমেন্টের দরজা খোলার সময় বিড়ালটি বেরিয়ে যায়; আর ফেরেনি।
-তোমার বিড়াল পুরুষ লিংগের; গলায় ও পায়ে অনেক লম্বা লম্বা কেশ?
- সঠিক, তোমার বর্ণনা সঠিক, তুমি আমার বিড়াল কোথায় দেখেছ?
-আমি তোমার বিড়াল দেখিনি, অনুমান করছি। তুমি কিছু পুরস্কার ঘোষনা করে এলাকায় বিজ্ঞপ্তি লাগিয়ে দাও; তখন মানুষ উৎসাহিত হয়ে তোমার বিড়াল ফেরত দেবে। সিয়ামিজ দামী বিড়াল তো, অনেকে রেখে দেয়ার কথাও ভাবতে পারে।
-তুমি কি কখনো পুরস্কার নিয়ে বিড়াল ফেরত দিয়েছ?
-না, আমি বিড়াল নিয়ে তেমন উৎসাহী নই।
আমি আমার পথে চলে যাচ্ছিলাম, মহিলা বললো,
-শোন, আমার সন্দেহ হচ্ছে, তুমি আমার বিড়াল সম্পর্কে জানো; তুমি কোথায় থাক?
-আমি আমার রাস্তার নাম বললাম। সে বলে,
-তুমি এত রাতে এই নির্জন পথ দিয়ে কেন যাচ্ছ? তোমার রাস্তায় যাওয়ার পথ তো এইদিক দিয়ে নয়; এদিক দিয়ে কেহ যাওয়া আসা করে না, বিশেষ করে রাতে কেহ এদিক দিয়ে হাঁটে না।
-সেটা আমার ব্যাপার, তা নিয়ে তুমি চিন্তিত হচ্ছ কেন?
-তুমি আমার বিড়ালের যেই বর্ণনা দিয়েছ, তাতে আমার মনে হচ্ছে যে, তুমি জানো আমার বিড়াল কোথায়!
মনে মনে ভাবলাম, এই পাগলী মহিলার সাথে কথা বলাটাই বেকুবী হয়েছে; যাক, এই অপ্রয়োজনীয় বিষয়ের সমাধান দরকার। ভাবছি কি করা দরকার; দেখলাম বিল্ডিং'এর এক পাশে অনেকগুলো বড় বড় গাছ; আমি বললাম,
-তোমার বিড়াল পাখী শিকার করে?
-হ্যাঁ, মাস তিনেক আগে ঘর থেকে বেরিয়ে গিয়ে সে ছোট একটা পাখী ধরে, মুখে করে ঘরে ফিরেছিলো; আমি শাস্তি দিয়েছিলাম বিড়ালকে।
-তোমার বিড়াল এখন কোথায় আছে, আনুমানিক আমি জানি; শতকরা ৯৫ ভাগ সম্ভাবনা, তোমার বিড়াল বিল্ডিং'এর পাশের কোন একটা বড় গাছে পাখী ধরতে উঠেছিল; সে গাছে আটকা পড়ে গেছে, নামতে পারছে না। সে গাছের ডালেই আছে; এখানে, ঝোপের মাঝে থাকলে তোমাকে দেখে বেরিয়ে আসতো।
-তা ঠিক, ঝোপের মাঝে থাকলে, আমার ডাক শুনে সে বেরিয়ে আসতো। আমার মনে হয়, তোমার অনুমান ঠিক, সে আগে একবার গাছে উঠে আটকা পড়েছিলো, আমার স্বামী গাছে উঠে নামিয়ে এনেছিল।
সে অনেকটা তাড়াহুড়ো করে গাছের দিকে চলে গেলো। আমি বললাম,
-গুড লাক।
০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
হিমুকে দেখিনি, এবং জানিও না; আপনার কথায় মনে হয়, সে সামুতে আমার পোষ্ট পড়ে, হয়তো!
২| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
একদম_ঠোঁটকাটা বলেছেন: সেকি! আমি জানতাম আপনার মত Intellectual রা খুব বই পড়েন এবং খবর নিয়ে সমসময় আপডেট থাকেন।
০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমি আর যাই করি, বই পড়া হয় না।
৩| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
মিথী_মারজান বলেছেন: আহারে!
আশাকরি এতদিনে মহিলাটি তার বিড়াল খুঁজে পেয়েছে।
০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
পেলে ভালো, আমি আর ঐ পথ দিয়ে রাতে যাচ্ছি না।
৪| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবসময় বিড়ালওয়ালীর পাল্লায় পড়েন ঠিক আছে
কিন্তু কুত্তাওয়ালীর পাল্লায় পড়লে জান মাল সবই যাবে
সাবধান, এত রাতে নির্জন রাস্তায় ঘোরা ঘুরি!! কেন ?
চোখের দৃষ্টি লোপ পেয়েছে বেড়ে গেছে লোভ,
লোলুপ দৃষ্টি গোপীর প্রতি খুঁজে কোথায় ঝোঁপ!!
০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
অভিজ্ঞতা বাড়ছে
৫| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লিখেছেন বিড়াল নিয়ে, ছবি দিয়েছেন প্যাঁচার?
এক কুমিরের ছাও আর কত???
আপনি আসলেই একটা ম্যাওপ্যাও!
শেষ শব্দটা দৃষ্টিকটু
০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, টাইপো ঠিক করে দিয়েছি।
নুরু সাহেবের মত পেঁচার ভয়ে আছেন?
৬| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লিখেছেন শেষ শব্দটা দৃষ্টিকটু
শব্দটা দৃষ্টিকটু নয়, শ্রুতিকটু !!
অবশ্য সাদা চামড়ার লোকেদের উচ্চারণেএমনটাই হয়,
গাজীসাব অনেক দিন সাদা চামড়ার দেশে থাকেতে থাকতে
নিজেকে তাদের গোত্রের ভাবতে শুরু করছেন!! কাকের ময়ুরের পুচ্ছ ধারণ !
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
আমি সব মানুষের মাঝে আছি।
৭| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হেহ্, ভয়? আমি হনু হিরো!!
আমার পছন্দ ঈগল...
এই বয়সেও আপনি মেয়েদের সাথে এত কাইজা করেন ক্যান??
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
এগুললো সাধারণ ব্যাপার; অনেক কিছু নিজের উপর নির্ভর করে না।
৮| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্যাঁচায় ইদুর খায় ঈগলে সাপ,
দু'জনে দুজনার মিল্লা গেছে খাপে খাপ,
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
পেঁচা গ্রাম বাংলার রাতের পাখী; শৈশবে আমি আমি এদের দেখেছি শান্তভাবে গাছে ডালে বসে থাকতে, এখন অনেক কমে গেছে।
৯| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:৩৮
জাহিদ অনিক বলেছেন: আরেহ বাহ ! আপনি ফেলু মিত্তির না ব্যোমকেশ বক্সী !
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
এরা কারা?
১০| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:৪৬
জাহিদ অনিক বলেছেন: এরা বাংলার শার্লক হোমস, যাহারা অনুমানের উপর ভিত্তি করে অনেক কিছু বলতে পারে। সত্যান্বেষী।
এখন আবার বলবেন না যেন, শার্লক হোমস কে !
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
শার্লক হোমস অবধি পড়েছি; বেশ কিছু বছর থেকে আমার চোখে সমস্যা, এখন আমি ব্লগের পোষ্ট ব্যতিত কিছুই পড়ি না।
১১| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: -তুমি কি কখনো পুরস্কার নিয়ে বিড়াল ফেরত দিয়েছ?
-না, আমি বিড়াল নিয়ে তেমন উৎসাহী নই।
এর চেয়ে ভাল হত আপনি ভারতীয় জ্যোতিষ এটা বললে।
০৯ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
তখন মাথায় আসেনি; বিশ্বাস না করলে, সেটা কি আর মাথায় আসে!
১২| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রসবোধ অসাধারন।
রম্য লিখুন, আমরা পড়ি।
০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
আমি রম্য বুঝি, ডেফিনেশন জানি; কিন্তু লিখতে পারি না।
১৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
ছোট্ট ঘটনা
১৪| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৩৮
কাওসার চৌধুরী বলেছেন: অন্যান্য লেখাগুলো থেকে আপনার এই লেখাটি ব্যতিক্রম। আপনি রাজনীতি নিয়ে না লেখে জীবন থেকে নেওয়া, বিশ্ব থেকে জানা বিষয় আর অভিজ্ঞতা নিয়ে লেখুন। এতে আমরা অনেক কিছু জানতে পারতাম, শিখতে পারতাম। আমার মনে হয় আপনি খুব ভাল রম্য লেখতে পারবেন। চাইলে ফিচার ও প্রবন্ধ।
শুভ কামনা, স্যার।
০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
প্ল্যান করে লেখা হয়তো আমার দ্বারা হবে না; কিছু ঘটলে তা বলার চেষ্টা করবো।
১৫| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৫৮
মনিরা সুলতানা বলেছেন: আপনি অনেক ভাগ্যবান সব সময় ঝগড়া করার জন্য চমৎকার সহযোদ্ধা পেয়ে যান
তা সে ব্লগ হোক ট্রেনহোক বা মাঝে রাতের জংগল।
০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, মানুষ প্রতিদিনই কিছু না কিছুর সন্মুখীন হন; আমি মানুষজনের সাথে কথা বলতে ভালোবাসি; কখনো কখনো উহা ছোটখাট সমস্যাও জন্ম দেয়।
১৬| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: আপনি তো হিমু হয়ে গেছেন।
আচ্ছা, আপনি কি হিমুর কোনো বই পড়েছেন?
হুমায়ূন আহমেদ হিমুকে নিয়ে মোট ২১ বই লিখেছেন।
০৯ ই জুন, ২০১৮ রাত ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
মন খারাপ করবেন না প্লীজ; আমি উনার কোন বই পড়িনি; স্ত্রীর অনুরোধে ১ টা নাটক দেখেছিলাম, "শ্রাবন মেঘের দিনে"; উপন্যস "দেয়াল" থেকে ৩/৪ পাতা দেখেছিলাম।
১৭| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:২৫
মিরোরডডল বলেছেন: Man... you are Rock :-)
want more this kinda writing
০৯ ই জুন, ২০১৮ রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
মানুষের সংগে মিশুন, এগুলো কিছুই না।
১৮| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:২৮
ওমেরা বলেছেন: বিড়াল নিয়ে বিড়ম্বনা বেশ ভাল লাগল।
০৯ ই জুন, ২০১৮ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
বিড়ালওয়ালীরা বেশ ইমোশানেল হয়, মনে হয়।
১৯| ০৯ ই জুন, ২০১৮ রাত ১০:৪৩
অচেনা হৃদি বলেছেন: ব্লগে আসার পর প্রথম দেখলাম গাজী সাহেব একটা গল্প লিখলেন । আমি তো মনে করেছিলাম উনি সোসালিজম এক্সপার্ট, এখন দেখছি গল্পেও এক্সপার্ট । গল্পের মাঝে আলো আঁধারের রহস্য আছে । পরে মজা পেলাম !
০৯ ই জুন, ২০১৮ রাত ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
এটা আসলে গল্প নয়, ছোটখাট ঘটনা।
আমি আসলেই সোস্যালিজমে বিশ্বাসী
২০| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:০২
অচেনা হৃদি বলেছেন: ভালো, মাঝে মাঝে আমার বাবাও বলেন উনি নাকি সোশ্যালিজমে বিশ্বাসী !
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনার বাবার জন্য শ্রদ্ধা রলো, আমি মনে করি উনি জ্ঞানী লোক।
২১| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগাররা যাতে দেশ নিয়ে চিন্তা ভাবনা করে সেজন্য দেশীয় সব সমস্যা নিয়ে বেশি পোস্ট দিতে গিয়ে এরকম ছোট খাট জীবন ঘনিষ্ঠ লেখা দেন না বললেই চলে। যদিও আপনার দেশ নিয়ে চিন্তামূলক পোস্ট সমর্থন করি তবুও প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা নিয়ে পোস্ট একেবারেই কম দেয়াটা সমর্থনযোগ্য নয়।
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
সবার জীবনেই এটা সেটা ঘটে প্রতিদিন, সেটাকে তুলে ধরলে বেশীর ভাগই ভালো লাগে!
২২| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৩৫
শামচুল হক বলেছেন: আপনি দেখি ভালো বিড়াল বিশেষজ্ঞ, মহিলার বিড়াল সম্পর্কে মুখস্থ সব বলে দিলেন।
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
এগুলো সামান্য পর্যবেক্ষণ: বার্মা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার লোকজন সিয়ামিজ বিড়াল পোষেন; এরা সোনা ও সোনালী রং পছন্দ করে; পুরুষ বিড়াল ঘর থেকে বেশী পালায়; মালিকের গলা শুনলে বা গন্ধ পেলে এরা দৌড়ায়ে মালিকের কাছে আছে; এরা উৎসায়ী হয়ে গাছে উঠে, অনেক সময় নামতে পারে না।
২৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৩৬
চঞ্চল হরিণী বলেছেন: আপনার এমন ধরণের লেখা এই প্রথম পড়লাম। সত্যি আপনার অনুমানের প্রশংসা করতে হয়। ভালো লাগলো।
০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
এগুলো সাধরণ পর্যবেক্ষণ, খেয়াল করলে আপনি আরও ভালো পারবেন।
২৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: সারাদিন নেট ছিলনা। এখন আবার অনেক রাত হয়ে গেল। আগামীকাল পড়ে কমেন্ট করবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
১০ ই জুন, ২০১৮ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
ভালো থাকুন
২৫| ১০ ই জুন, ২০১৮ রাত ১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি অনেক হয়েছে। আপনি রম্যই লিখে যান। আপনার প্রতিটা অভিজ্ঞতা দারুণ। যদিও পশ্চিমা জোকস গুলো সবাই বোঝে না...
১০ ই জুন, ২০১৮ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
ওকে, আমার জীবনের কিছু ঘটনা তা'হলে শেয়ার করতে হচ্ছে!
২৬| ১০ ই জুন, ২০১৮ রাত ১:৩৩
সমূদ্র সফেন বলেছেন: যাদুবাস্তবতার বিড়াল ।
আপনি এমন টি করেন নি ।
করতে পারেন না ,
আলো আধারী নির্জন রাতে ,চা এবং প্রেস্তি
ভরা পেটে ,
আপনার মনে হয়েছে,
এমন টি করতে পারলে, আপনার শান্তি লাগত ।Game of subconscious mind. -
পুরোটাই আপনার অবচেতন মনের খেলা । মিসির আলীর পক্ষ থেকে বললাম । দয়া করে প্রস্ন করবেন না , কে এই মিসির আলী ।
১০ ই জুন, ২০১৮ রাত ১:৪২
চাঁদগাজী বলেছেন:
মিসির আলীর নাম শুনেছি; আমার মনে হয়, সময় করে মিসির আলী ও হিমুকে পড়তে হবে।
২৭| ১০ ই জুন, ২০১৮ ভোর ৬:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, বিড়াল নিয়ে আপনার লেখাটি বেশ মজা করে পড়লাম। সৈয়দ মুজতবা আলীর লেখার চেয়ে কম মজার নয়। তবে বিড়াল প্রাণী হিসাবে খুব একটা সু্বিধার নয়। এটার গা ঝাড়া দিলেই লোম খসে পড়ে । অজস্র লোম। সেই নাক দিয়ে ঢুকে পড়ে। নিয়মিত গোসল করালেও এটা হয়। হয়তো কম পড়ে।
মালয়েশিয়ার মানুষ বিড়াল পাগল। এটার কারণ মালয়রা খুব ধার্মিক । তারা শুনেছে নবীজী বিড়াল পছন্দ করতেন। নবী যা করেন সেটা করাটাকে কেউ কেউ প্রায় সুন্নতের পর্যায়ে ধরেন।
আপনার লেখায় অনেক অনেক ভালোলাগা।
১০ ই জুন, ২০১৮ সকাল ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনি জানেন কিনা, ইহুদীরা বিড়াল বা কুকুর পোষে না।
২৮| ১০ ই জুন, ২০১৮ সকাল ৮:২২
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কোথায় যেন শুনেছিলাম বিড়াল বিপদে না পড়লে গাছে উঠে না।আমার মনে হচ্ছে এতে আপনার কোন কারসাজি আছে!
১০ ই জুন, ২০১৮ সকাল ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
বিড়াল গাছে না কোথায়, কে জানে! আমি কোনভাবে পাগলী মহিলা থেকে কেটে পড়েছি; সে সন্দেহ করা শুরু করেছিলো আমাকে।
২৯| ১০ ই জুন, ২০১৮ সকাল ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়। বিড়ালটি বেশ ভালো ছিল। যে কারনে আপনিও মনের অজান্তে ঐ বিড়ালের প্রেমে পড়লেন এবং ভদ্রমহিলাকে প্রাথমিক আশ্বস্ত করলেন। হোকনা সে বিড়াল , রাত বারোটাতে অচেনা মহিলার সঙ্গে এহেন আলোচনা বেশ উপভোগ্য বা রঙিন মনের প্রতিচ্ছবি।
অনেক শুভেচ্ছা আপনাকে।
১০ ই জুন, ২০১৮ সকাল ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি লোকজনের সাথে কথা বলি; ২/১ যায়গায় উল্টাপাল্টা হয়, সেগুলো থেকে বের হওয়ার পথ খুঁজে নিতে হয়।
৩০| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: মন খারাপ করবেন না প্লীজ; আমি উনার কোন বই পড়িনি; স্ত্রীর অনুরোধে ১ টা নাটক দেখেছিলাম, "শ্রাবন মেঘের দিনে"; উপন্যস "দেয়াল" থেকে ৩/৪ পাতা দেখেছিলাম।
আপনার মন্তব্য পড়ে খুব কষ্ট পেলাম।
আমি অনুরোধ করবো আপনি তার বই পড়ুন। সব বই না পড়লে অল্প কিছু বই পড়ুন। পড়তেই হবে। কি কি বই পড়বেন আমি জানিয়ে দিব।
শ্রাবন মেঘের দিন নাটক না, সিনেমা।
মুক্তিযুদ্ধের উপন্যাস 'জোছনা ও জননীর গল্প' এটাও পড়েন নি?
১০ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
স্যরি, উনার কোন বই পড়া হয়নি; চোখের কারনে, আমি শুধু পাঠ্য বই পড়েছি ১৯৭২ সালের পর থেকে, অন্য কিছুই তেমন পড়া হয়নি
৩১| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: আপনার প্রচন্ড মেজাজ খারাপ থাকলে হিমুর যে কোনো বই পড়বেন মন ভালো হয়ে যাবে।
১০ ই জুন, ২০১৮ সকাল ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
ওকে, আমার মনে হয়, আমি বেশ কিছু মিস করেছি; অনশ্য আমার চোখের অবস্হা তেমন ভালো নয়।
৩২| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:২৭
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি বেশ ভাল লাগল গাজী ভাই।
১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, আপনারা কোথায় কি করছেন, লেখে টেখেন!
৩৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি বৃদ্ধ হয়েছে আর অনেক আলামত আপনার লেখাতেও ফুটে উঠেছে।
১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
তাই? এটা তো ভয়ংকর ব্যাপার।
৩৪| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:১০
ching বলেছেন: বিড়ারতো ইদুঁরের প্রতি দূর্বলতা বেশী ।
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
দোকান ইত্যাদিতে সেই ধরণের বিড়াল পোষে, ঘরে যেগুলো পোষে, সেগুলো ইঁদুর নিয়ে মাথা ঘামায় না
৩৫| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৯
টারজান০০০০৭ বলেছেন: শিরোনাম দেখিয়া বিভ্রান্ত হইয়া গিয়াছিলাম , এই বয়সে মাঝরাতে কাকু আবার বিড়াল মারিতে গেল নাকি !!
ইহাতেই বিড়ম্বনা !
পুরো পড়িয়া ভুল ভাঙিল !
দেশে আসছেন কবে ?
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
সবকিছু অনিশ্চিত হয়ে গেছে, চোখে সমস্যা
৩৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১
ধ্রুবক আলো বলেছেন: দারুণ লাগলো গল্প, গোয়েন্দা টাইপ। একদম ব্যাতিক্রমধর্মী লেখা।
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
তাই, আমার কাছে ফানি মনে হয়েছে; মহিলা আমাকে সন্দেহ করার শুরু করেছিলো
৩৭| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৪
সিগন্যাস বলেছেন: ব্যতিক্রমী পোষ্ট।আপনিতো সচরাচর রাজনীতি নিয়ে লিখেন?আজ হিমু টাইপ লেখা????আপনার জীবনে রেনেসাঁ ঘটলো নাকি?
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
এই পোষ্টে অনেক হিমু ও মিসির আলীর প্রসংগ এনেছেন; আমি তাদের মিস করেছি, আমাকে পড়তে হবে।
৩৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:০০
আফরোজ ন্যান্সি বলেছেন: মিসির আলী
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
মিসির আলীর নাম শুনেছি, জানতে হবে, চেষ্টা করবো!
৩৯| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:০২
নীল মনি বলেছেন: সব সময় এত গম্ভীর পোস্ট থাকে কিছু লিখতে পারি না। আজকে আপনার লেখাটা পড়ে বেশ অবাক হলাম।এত নিখুঁত করে বর্ণনা দিলেন কেমন করে ! ভালো লেগেছে।
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমি লেখক নই, আমি পোষ্ট লিখতে চেষ্টা করি, অন্যগুলো আমি চেষ্টা করিনি এখনো।
৪০| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট্ট ঘটনা।
কিন্তু গল্পের মত করে লিখাতে ভাল হয়েছে।
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
গল্প, কবিতা আমার দ্বারা লেখা হবে না; তবে, অন্যদের লেখার ঘাটতিগুলো কিছুটা চোখে পড়ে।
৪১| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লেগেছে।
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
নিজের ঘটনা টটনা লিখেন, অন্যের কথা তো অনেক লিখা হয়েছে!
৪২| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬
আখেনাটেন বলেছেন: আপনার তৃতীয় নয়নটা মারাত্মক শার্প বুঝতে পারছি।
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
আসলে, সবার জীবনে প্রতিদিন কিছু ঘটে, মানুষ সেগুলো বলতে চাহে না; সেগুলো আসলেই শোনার মতো।
৪৩| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬
হাসান রাজু বলেছেন: অনেকে এই লেখাকে সত্যি সত্যি এক ঠুকরো ঘটনা মনে করছেন ।
১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
আসলেই ঘটনা
৪৪| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫১
জুন বলেছেন:
দেখেনতো এই বিড়ালটি নাকি
১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
এটিই হবে!
এই ধারনাটা আমাকে পাগলী মহিলা থেকে বাঁচায়েছে, না হয়, সে কি গন্ডগোল বাধাতো কে জানে!
৪৫| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
ধ্রুবক আলো বলেছেন: মহিলা নিশ্চিত বাঙালি ছিলো!
১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
না, থাই বা ফিলিপিনো হওয়ার সম্ভাবনা
৪৬| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সিগন্যাস বলেছেন: বলতে বলে গিয়েছিলাম আপনি কিন্তু লেখক হিসেবে প্রথম সারির।আপনার চোখের অবস্থা কিরকম?
১০ ই জুন, ২০১৮ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, চোখের অবস্হা একটু ভালোর দিকে গিয়েছিল, গরম আসায় আবার সমস্যা হচ্ছে। আমার লেখার আগাগোড়া নেই
৪৭| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা সাবলীল।
আপনি কীভাবে কুত্তাওয়ালীর বিড়ালের বর্ণনা দিলেন তা ক্লিয়ার করা দরকার ছিল। বিড়ালের পোস্টে পেঁচার ছবি দেয়ার পেছনে আপনার কোন বেকুবিটা কাজ করেছে তা খুঁজতে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি হইয়া গেলাম।
১০ ই জুন, ২০১৮ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
ব্লগার নুরু সাহেব পেঁচাকে ভয় পায়; আমি উনাকে চাপের মাঝে রাখতে চাই!
পুর্ব এশিয়ার মেয়েরা ও মহিলারা বিরাল-পাগল: বার্মা, থাইল্যান্ড, ফিলিপাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মেয়েরা সিয়ামিজ বিড়াল পোষেন; এরা সোনা ও সোনালী রং পছন্দ করেন; পুরুষ বিড়াল ঘর থেকে বেশী পালায়, সিয়ামিজ মেয়ে বিড়াল পালায় না; এরা মালিকের গলা শুনলে বা গন্ধ পেলে এরা দৌড়ায়ে মালিকের কাছে আছে; পাখী ধরতে এরা উৎসায়ী হয়ে গাছে উঠে, অনেক সময় নামতে পারে না।
৪৮| ১০ ই জুন, ২০১৮ রাত ৮:১৮
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
এককথায় অনবদ্য । ঠান্ডা মেজাজের লেখা ।
মনিরা সুলতানার মন্তব্যে হা....হা...হা.....
১০ ই জুন, ২০১৮ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমি ছোটখাট সমস্যায় হিউমারাস থাকার চেষ্টা করি; সুযোগ মতো কেটে পড়ি; বিশেষ করে কোন মেয়ে বা মহিলাকে পরাজিত করার মনোভাব নেই; মহিলারা পরাজিত হলে অনেক হতাশ হয়ে যান।
মনিরা সুলতানা মনে হয়, আমাকে বুঝেন
৪৯| ১১ ই জুন, ২০১৮ রাত ২:২১
ঠ্যঠা মফিজ বলেছেন: কিমনে লিখমু ভাই আমার কপালের সাথে আইজো কোনো মহিলা মানুষের কপালে ধাক্কা লাগেনী
১১ ই জুন, ২০১৮ রাত ২:৩৬
চাঁদগাজী বলেছেন:
কেহ আপনার পর্দা ভাংগার ভয়ে হয়তো কথা বলে না; আপনাকে নিজের থেকে বলতে হবে!
৫০| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি কিছুতেই অংক মেলাতে পারছিনা, আমাদের চাঁদগাজী ভাই এই গভীর রাতে একাকী কেনো বত্রিশ বছর বয়সী ভদ্রমহিলার সাথে বেড়াল নিয়ে মেতে উঠলেন। কেন তিনি বেড়ালের কাল্পনিক বর্ণনা দিয়ে মহিলার দৃষ্টি আকর্ষণ করে ফেললেন অতঃপর বড় গাছে বেড়াল আটকে আছে বলে নিজেই নিজেকে ছাড়িয়ে আনলেন!
তারপরের ঘটনা তিনি কবে জানাবেন বলে স্থির করেছেন, তা আমি জানি না। তবে যত তাড়াতাড়ি জানান ততই মঙ্গল।
বড় গাছেও বেড়ালটি না পেয়ে মহিলাটি ক্ষিপ্ত হয়ে যখন মামলা ঠুকে দিল তখন সেখানে চাঁদগাজীর নামও ছিল সন্দেহের তালিকায়।
মামলায় কামলা করার পরিবর্তে তারা অবশ্য বেশ সুখে-শান্তিতেই বসবাস করতে লাগল। এমন সব ঘটনার বয়ান করে ছাড় পাবেন না চাঁদগাজী ভাই। সত্যটা বলে ফেলুন।
সরললেখায় মুগ্ধতা রেখে গেলাম।
১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
সাধরণত: অনেক মানুষ এশিয়ান ও আফ্রিকানদের এড়িয়ে চলেন, অনেকে মনে করেন যে, এশিয়ান ও আফ্রিকানদের সাথে কথা বললে অকারণ সমস্যা হতে পারে, এরা হিউমার কম বুঝে।
আমি যখন বুঝলাম, মহিলা অকারণে আমাকে সন্দেহ করেছে, আমার দরকার ছিলো, নিজের নিজের সৃষ্ট সমস্যা থেকে বের হওয়ার একটা পথ।
৫১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:০৭
হাসান রাজু বলেছেন: "আমি মহিলাটির পাশ দিতে যাবার সময় বললাম,
-হ্যালো কেমন ছো? তোমার বিড়াল হারিয়ে গেছে?"
অনেকেই ভাবছে লেখাটা মিসির আলি, হিমু টাইপ ।
আপনি বলছেন ঘটনা সত্য ।
মরুতে হাতি এলো কোত্থেকে ? টাইপের প্রশ্ন করেন কারন আপনি যুক্তি খুঁজেন । সেই আপনি কোন যুক্তির ধারধারি না গিয়ে সোজা বলে দিলেন, "হ্যালো কেমন ছো? তোমার বিড়াল হারিয়ে গেছে?" !!!
নাহ ! ঘটনা সত্য না এমনি এমনি একটা লেখা । আমার মনে হয়।
১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ যেটিকে যুক্তি সংগত মনে করেন, সেটাই উনার জন্য সত্য।
৫২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: উন্নত দেশে থাকেন, ভালো ডাক্তার দেখিয়ে চোখ সারিয়ে নিচ্ছেন না কেন?
এযুগে কেউ রোগে দীর্ঘদিন ভোগে না। সব রোগের চিকিৎসা আছে।
২০ শে জুন, ২০১৮ দুপুর ১:২০
চাঁদগাজী বলেছেন:
আমি কিছু চিকিৎসা পদ্ধতি পছন্দ করি না; এক হাসপাতাল বলেছে যে, আমার চোখে নাকি ইনজেকশন দিতে হবে; আমি ঐ হাসপাতালের কাছ দিয়ে ট্রেনেও যাই না এখন।
৫৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২৩
খায়রুল আহসান বলেছেন: বেশ এক প্রস্থ সরস লেখা। পোস্ট এবং কিছু মন্তব্য/প্রতিমন্তব্য পড়ে মুচকি হাসি ঠেকাতে পারলাম না।
১৫ নং মন্তব্য ও প্রতিমন্তব্য, দুটোই ভাল লেগেছে। ২২ নং মন্তব্যে আপনার পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়।
এক টুকরো 'গুড হিউমার'। পোস্টে ভাল লাগা + +
০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
১৫ ও ২২ নং কমেন্টগুলো ও উত্তরগুলো পড়লাম, আমার কাছে ভালো লেগেছে!
আপনি পড়ার সময় মনোযোগ দিয়ে পড়েন! সামনে ব্লগিং উপর পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন না্তো?
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২১
একদম_ঠোঁটকাটা বলেছেন: একটু হিমু হিমু ভাব নিলেন পড়ে মনে হল।