নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীদের একটি \'পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউট\' দরকার।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪৬



বাংলাদেশের জন্মের রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের গত ৪৭ বছরের রাজনৈতিক ইতিহাসের এনালাইসিস, আজকের রাজনৈতিক অবস্হা ও ঘটনাপ্রবাহ এনালাইসিস করা, ও আগামীদিনের রাজনৈতিক প্রেডিকশনের জন্য একটি নিরপেক্ষ গবেষণা সংস্হার দরকার। সরকারীভাবে এটাকে একটা রিসার্চ ইনষ্টিটিউট হিসেবে শুরু করা সম্ভব; এর ব্যয়ভার সরকার বহন করবে; কিন্তু প্রাথমিকভাবে এটাকে নিরপেক্ষ রাখার জন্য কমপক্ষে ১০ বছর বিদেশী ডিরেক্টটরদের অধীনে পরিচালনা করতে হবে।

অথবা বেসরকারীভাবে এই ধরণের গবেষনা ইনষ্টিটিউ চালু করা সম্ভব, যার ব্যয়ভার চলবে সাধরণ মানুষের 'ক্ষুদ্র অনুদানের' থেকে; এই ধরণের ইনষ্টিটিউট দেশের কর্পোরেশন, ধনী ব্যক্তিত্ব, বা রাজনৈতিক দলের অনুদান, কিংবা বিদেশী অনুদান নিতে পারবে না; এদের রিসার্চ রিপোর্ট দেশের সাধারণ মানুষের জন্য তৈরি করা হবে।

বাংলাদেশের বর্তমান পরিস্হিতিতে দ্বিতীয় ধরণের রিসার্চ ইনষ্টিটিউট করাই সঠিক হবে; কারণ, বাংলাদেশের সরকারগুলো সব ধরণের সরকারী ও আধা-সরকারী প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেলে সহজেই।

বাংলাদেশের সাধরণ মানুষ খুবই উৎসাহের সাথে রাজনীতিতে অংশ গ্রহন করেন, ভোট দেন ও রাজনৈতিক আলোচনায় অংশ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন; অত্যন্ত দু:খের বিষয় হলো যে, তাদের ভাবনার সাথে দেশের প্রকৃত রাজনীতির সাথে কোন মিল থাকে না। বেশীরভাগ মানুষ মিডিয়া ও নিজের অনুমানের উপর ভর করেই নিজের মনগড়া একটি রাজনৈতিক ধারণা পোষণ করেন, যা অন্যদের সাথে তেমন মিলে না; এবং রাজনৈতিক দলগুলোর পদক্ষেপের সাথে মোটেই মিলে না। আবার সরকারের সাথে সাধারণ মানুষের রাজনৈতিক ধারণা কোন দিনও মিলে না; কারণ, সরকার কি করে, কোনদিনও সাধরণ মানুষকে জানতে দেয় না।

সাধারণ মানুষের রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আদর্শ ও কৌশল, এবং সরকারের রাজনৈতিক পদক্ষেপের মাঝে একটা বিস্তর ফারাক থাকে। এই ফারাকটাকে সঠিকভাবে কেহ তুলে ধরে না জনসাধরণের কাছে। এখানেই পলিটিক্যাল ইনষ্টিটিউটের জন্য একটা বড় ভুমিকা থাকবে।

মানুষ যদি পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউটের ভাবনার সাথে নিজেদের, সরকারের ও রাজননৈতিক দলগুলোর ভাবনাচিন্তা মিলিয়ে দেখার সুযোগ পায়, তারা সহজেই দেশের রাজনৈতিক অবস্হা অনুধাবন করতে পারবে।


মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: রাজনীতির মৌলিক চাহিদা গণতন্ত্র । এটাই যখন হুমকিতে, তখন আপনি ভাবছেন আলাদা করে পলিটিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের কথা!
আমাদের দেশে পাবলিক ও বেসরকারি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিয়ে পড়াশুনা ও গবেষণার যে সুযোগ রয়েছে, তারপর আলাদা করে বাইরে থেকে লোক এনে এসব করাটা কি খুবই যুক্তি সংগত প্রিয় চাঁদগাজী ভাই?
জনগণের মৌলিক চাহিদার মধ্যে পলিটিক্যাল রিসার্চ ইন্সটিটিউট আবশ্যক নয়। ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখাটাই জরুরী।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের রাজনীতিবিদ, পলিটোক্যাল সায়েন্সের শিক্ষক, ও সরকারের উঁচু পদের লোকেরাও সঠিকভাবে রাজনীতির থিওরীও বুঝেন না; রাজনীতি একটি কমপ্লেক্স সায়েন্স, যা সভ্যতাকে এতটুকু এনেছে; এজন্য পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউট দরকার।

২| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৪

সনেট কবি বলেছেন: বাংলাদেশের মানুষের মাথায় সুবুদ্ধি সহজে ঢুকেনা।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


'বুুদ্ধি' হলো কমপ্লেক্স ভাবনার ফল; বাংলাদেশের সব মানুষ এখনো নামই লিখতে পারে না; তাঁরা কি করে কমপ্লেক্স কিছু ভাববেন?

৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৭

স্রাঞ্জি সে বলেছেন: পারবে। দেশে সবকিছু পারবে।

কিন্তু তাহা এরকম প্রথম বছর বাজেট, দ্বিতীয় বছরে অনুদান তারপর কাজ হলেও হবে না হলেও কি আসা যায়।

বাংলাদেশে সহজেই কাজ ফুরাই না। যারফলে দুর্নীতিতে পরিণত হই।

আপনার আইডিয়াটাও হইত সেই ধাপে যাবে। বুঝা যায় না কোন থলেতে কোন বিড়াল ঢুকে পড়ে।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষের রাজনৈতিক কর্মকান্ড, রাজনৈ্তিক ধারনা, দলগুলোর কার্যকলাপ, সরকারের পদক্ষেপকে বুঝে, সেটাকে তুলে ধরার দরকার।আমাদের জাতীয় সার্ভে গ্রুপও নেই; ইউষ্টিটিউট সেটাও করবে।

৪| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০

লাবণ্য ২ বলেছেন: সরকারের কার্যকলাপ সম্পর্কে সাধারণ মানুষ তেমন কিছু জানে না,সঠিক কথা।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারগুলো কোন বিষয়ে কি করছে, মানুষকে একদম জানায় না

৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

কল্পদ্রুম বলেছেন: এমনিতেই এ ধরণের প্রতিষ্ঠান হলে যে সরকারই ক্ষমতায় থাকুক সে দুশ্চিন্তায় থাকবে।তার উপর যদি বেসরকারি এবং বিদেশী ডিরেক্টর হয়!

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



বেসরকারী হলে, বিদেশীর দরকার হবে না।

৬| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

টারজান০০০০৭ বলেছেন: কি যে কন না কাহু ! আমাদের হাজার হাজার পলিটিকাল রিসার্চ ইনস্টিটিউট থাকিতে নতুন করিয়া কেন ?

প্রত্যেক চায়ের দোকান , আড্ডাখানাই তো পলিটিকাল ইনস্টিটিউট ! :P

অধিক সন্যাসীতে গাজন এমনিতেই নষ্ট হইতেছে , চোর , ডাকাত , বাটপার এখন সন্যাসী হইয়া যাইতেছে , আপনি আবার সন্যাসী তৈরির কারখানা খুলিতে কইতেছেন !! তাহা হইলে তো দেশে ভক্তই পাওয়া যাইবে না। বামাতীগো মতন সব সন্যাসী হইয়া একে অন্যের ইয়ে মারিয়া বেড়াইবে !!

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



জাতিকে সুস্হ রাজনৈতিক পথ দেখানোর প্রয়োজনীয়ে কোন প্রতিষ্ঠান নেই; জাতি, রাজনৈতিক দলগুলো ও সরকারের রাজনৈতিক কর্মকান্ডকে কেহ অনুসরণ করে, সেটাকে বেন্চ-মার্ক করার জন্য এই ধরণের প্রতিষ্টান দরকার।

৭| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে বেশির ভাগ পরিবারই হলো মধ্যবিত্ত।

মধ্যবিত্তের মধ্যে সবচেয়ে খারাপ প্রজাতি হচ্ছে সচ্ছল মধ্যবিত্ত। এদের ছোটলোকির সীমা নাই।
এরা 'পলিটিক্যাল রিসার্চ দিয়ে করবে কি?

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


এখানে আপনার ডাটা ঠিক নয়, বাংলাদেশের বেশীরভাগ পরিবার "নিম্ন মধ্যবিত্ত" ( বাংলাদেশের মাপে, আসলে বিশ্বের মাপে বেশীরভাগ পরিবার দরিদ্র); এদের দরকারী পরিমাণ দক্ষতা কিছুতেই নেই; এরা যখন অর্থনীতিতে ভুল করে, এদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়; এরা যখন রাজনৈতিক ভুল করে, জাতি ক্ষতিগ্রস্ত হয়; রাজনৈতিক ভুলের কথা বলার জন্য একটা ইনষ্টিটিউটের দরকার।

৮| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- জনাব, "নিরপেক্ষ" জিনিসটা কি ? কোথায় পাওয়া যায় ?

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


নিরপেক্ষতা হলো মানুষের ভাবনাশক্তির একটা গুণ; আপনার মাঝে আছে, কিংবা নেই; সেটা আপনার চারিপাশের মানুষ অনুধাবন করতে পারবেন।

৯| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

রক বেনন বলেছেন: সাধারণ মানুষের রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আদর্শ ও কৌশল, এবং সরকারের রাজনৈতিক পদক্ষেপের মাঝে একটা বিস্তর ফারাক থাকে। এই ফারাকটাকে সঠিকভাবে কেহ তুলে ধরে না জনসাধরণের কাছে। - আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত।

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ, রাজনৈতিক দলসমুহ ও সরকারের রাজনৈতিক পদক্ষেপগুলো বেমিলগুলো জাতির সামনে তুলে ধরার দরকার।

১০| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই হবে মনে হয়

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


মওলানা ভাসানীকে কেহ এই আইডিয়াটা দিলে, তিনি হয়তো সন্তোষে ইহা গড়ে তোলার চেষ্টা করতেন; উনার একাডেমিক পড়ালেখা না থাকাতে, উনি এসব দিক নিয়ে ভাবেননি।

১১| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতিটি বাঙ্গালীর মানবিক গুণাবলী অর্জন করা জরুরি। তাদের মধ্যে মানবিক গুণাবলী কমে যাচ্ছে।

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


মানবিক গুণাবলীর জন্য একাডেমিক শিক্ষা হলো ১ম ধাপ, এরপর সামাজিক পরিবেশ; আমাদের ২টিই অস্বাস্হ্যকর ও ৫০ ভাগ লোকের শিক্ষা একেবারেই নেই।

১২| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে ১৭ কোটি জনতা বিশেষ ভাবে বিজ্ঞ যেই বিষয়ে তার অবস্যই রিসার্চ ইন্সটিটিউট করা উচিত নয়তো বাংলার জ্ঞান পানিতে যাবে !!! যথা

১। পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউট
২। রিলিজিয়ন রিসার্চ ইনষ্টিটিউট
৩। স্পোর্টস রিসার্চ ইনষ্টিটিউট
৪। এ্যাডাল্ট ১৮্+ রিসার্চ ইনষ্টিটিউট

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


কিশোর, তরুণ ছাত্রছাত্রী ও গ্রাজুয়েটদের রোডম্যাপ তৈরির জন্য একটা ইনস্টিটিউট দরকার।

পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউট হলে, ড: এমাজুদ্দিন সাহেব, মাহমুদুর রহমান মান্না, সিরাজুল আলম খানেরা নিজেদের বেকুবীগুলো বুঝার সুযোগ পেতেন।

১৩| ১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানিপপ, সুজন, ডেমোক্রেসি ওয়াচ, সিপিডি - এনারা কী করছেন? কোন সরকারই এনাদের মতামতকে প্রাধান্য দেয় না। কারণ, সব আসে নিজের আখের গুছাতে...

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


এরা এজনিও, বিদেশী টাকায় বেতন পায়; এনজিওর কোটী কোটী টাকা আত্মসাৎ সকরে এরা। সুজনের ড: বদিউল আলমের সাথে পরিচয় আছে; জর্জ ওয়াশিনটন ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলেন, মাসে ৪ হাজার ডলার হাতে পেতেন; এখ ন বাংলাদেশে উনি মাসে গড় ৫০ লাখের বেশী বেতনে ও সুযোগে আয় করেন।

উনার একটা লেখা সামুতে আসুক, ১ টার বেশী কমেন্ট পাবার সম্ভাবনা নেই।

আমি বলছি রিসার্চের কথা, উনারা এনজিও।

১৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ২:৩২

অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালদের শুধূ একটা জিনিসই দরকার,তা হলো ভন্ডামি ছাড়া।
ধর্ম,রাজনীতি,পারস্পরিক সম্পর্ক,ব্যবসা,বাণিজ্য,শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সবটাতেই তাদের ভন্ডামি।
একারণেই দেশে ধ্বংস হংয়েছে।
অার একমাত্র চাবুকপেটা করে ভন্ডামি ছাড়ানো যাবে,অন্য কোনভাবে না।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



জনতা খুঁজছে জ্ঞানী, দক্ষ, প্রফেশানেল বাংগালীদের।

১৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

সূচরিতা সেন বলেছেন: আপনার কথা গুলো বরাবরই খুব ভালো লাগে।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি চেষ্টা করছি দরকারী কিছু বিষয় ব্লগারদের নজরে আনতে

১৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

রানা আমান বলেছেন: আপনার কথা গুলো শুনতে ভালো লাগছে কিন্তু বেসরকারী খাতে পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউট গড়ে তোলা বেশ ব্যায়সাপেক্ষ বিষয় যা সাধারন মানুষের ক্ষুদ্র অনুদানে নির্বাহ হওয়া অকুলান । আর সরকার বা কর্পোরেট বডি বা বিদেশী অনুদান ও তো চলবে না । সর্বোপরি রিসার্চের ফলাফল ক্ষমতাসীন সরকারের (তা সে যে দলেরই হোক না কেন ) পক্ষে না গেলে উক্ত প্রতিষ্ঠান অথবা এখানে নিয়োজিত গবেষকদের চরিত্রহনন করতে চেষ্টার ত্রুটি হবে না । ফলাফল মুরগী আর ডিম দেবেনা ।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি যা যা বলেছেন, সেটা ঘটবেই ঘটবে; কিন্তু মানুষ যদি একবার সঠিক তথ্য ও রাজনীতির আসল রূপ দেখার সুযোগ পায়, মানুষ নিজের ভুলগুলো বুঝার সুযোগ পাবে।

১৭| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৩

অনল চৌধুরী বলেছেন: এখানে আপনার ডাটা ঠিক নয়, বাংলাদেশের বেশীরভাগ পরিবার "নিম্ন মধ্যবিত্ত" ( বাংলাদেশের মাপে, আসলে বিশ্বের মাপে বেশীরভাগ পরিবার দরিদ্রবাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার তুলনা চলে শুেধু এদেশের মানুষদের সাথেই।বিদেশের কথা বলেন কেন?কার্লোস স্লিম,বিল গেটস,অনিল অাম্বানি,জুকারবার্গের অর্থ-সম্পদের তুলনায় চুন্নি খালেদা,তারেক,ফালু,সাদেক,অাব্বাস,অামান এমনকি শেয়ার লুটেকারী সালমানও তুচ্ছ।কিন্ত এজন্য তারা কি হাজার হাজার কোটি টাকার মালিক না?
দেশ-বিদেশে তাদের কি বাড়ি-গাড়ি নাই?
যুক্তি দিয়ে অালোচনা করতে শেখেন।

১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের অর্থনীতিতে হিসেব করলেও, বেশীর ভাগ মানুষ নিম্ম-মধ্যবিত্ত কিংবা দরিদ্র।

১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ৩ সদস্যের পরিবারে যদি দৈনিক গড়ে ৬ ডলারের সমান আয় হয়, ওরা দরিদ্র

১৮| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৭

অনল চৌধুরী বলেছেন: জনতা খুঁজছে জ্ঞানী, দক্ষ, প্রফেশানেল বাংগালীদের সম্পূর্ণ ভুল।জনতা খোজে চোর-চুন্নিদের,তাই তাদেরই বারবার ক্ষমতায় বসায়।

১৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


ভালো দল হোক, ভালো কেন্ডিডেট আসুক, দেখবেন!

১৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: ভালো দল , ভালো কেন্ডিডেট এদেশের লোক চায় না।এটা এ্যামেরিকা-কানাডা না,নষ্টদের দেশ,যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না।
জাতীয় স্বার্থচিন্তা এদের মগজের বাইরে।

১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:


এমপি ভোটে নির্বাচিতদের কাজ কি, ১০ কোটী ভোটার জানে না।

২০| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: আপনার আইডিয়াটা মন্দ নয়, তবে সাধারণ মানুষের ক্ষুদ্র অনুদানে এরকম একটা ইনস্টিটিউট চালানো বোধ হয় সম্ভব নয়। আবার সম্পদশালী কারো কাছ থেকে অনুদান নিলে তাদের স্বার্থ রক্ষায় ইনস্টিটিউট ব্যস্ত হয়ে পড়বে। তবে সবার আগে প্রয়োজন একটা গণতান্ত্রিক পরিবেশ, যেখানে দেশের মানুষ মন খুলে কথা বলতে পারবে। কথা বলার জন্য কাউকে জেল জুলুম বা পুলিশি/গোয়েন্দা?আইনী নির্যাতন তো দূরের কথা, সম্মানটুকুও হারাতে হবেনা।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষ অশিকষিত হওয়ায়, তাদের চরিত্রে গণতন্ত্রের উপস্হিতি কম; তারা অন্যের কথা শুনে, সেটাকে সন্মান করতে জানে না। এটি বেশ জটিল সমস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.