![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
দ: আফ্রিকার নেলসন ম্যান্ডেলার (১৯১৮-২০১৩) জীবনটাকে বুঝার চেষ্টা করেন; উহা বুঝলে, আপনি হয়তো উনার মতো শান্তিতে নোবেল পুরস্কার পাবেন না; কিন্তু সামুতে আপনার পোষ্টগুলো সুখপাঠ্য হবে, অনেকে পড়বেন, কমেন্ট করবেন, পাঠকেরা উপকৃত হবেন, আপনি উৎসাহিত হবেন, সনেট কবি আপনাকে নিয়ে সনেট লিখবেন।
নেলসন ম্যান্ডেলার জন্ম হওয়ার সময়, দ: আফ্রিকা ছিল সাদা প্রশাসিত দেশ, ইউরোপের সাদারা ছিল সবকিছুর মালিক, সরকারও তাদর ছিলো, তারা ছিলো বর্ণবাদী; স্হানীয় কালোরা সাদাদের কলকারখানা, খনি, ঘরবাড়ীতে কাজ করতো। কালোরা নিজ দেশে জমিজমা ক্রয়-বিক্রয় করতে পারতো না; তারা মুল শহরে বাস করতে পারতো না; তাদের জন্য উপশহরে বস্তি বানায়ে দিয়েছিল সাদারা। কালোদের জন্য পড়ালেখা করা অসম্ভব ছিলো।
ভয়ংকর প্রতিকুল পরিবেশে ম্যানডেলা পড়ালেখা করেছিলেন, ও নিজদেশে নিজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় সাদা দখলকারীদের বিপক্ষে সংগ্রাম শুরু করেন তরুণ বয়সেই; প্রথমে ও প্রায় পুরো জীবন তিনি শান্তিপুর্ণ প্রতিবাদ করলেও, একবার তিনি সামান্য উগ্রতায় অংশ নেন, একটা গেরিলা গ্রুপ গঠন করেন, জাসদের মতো, এটা ছিল ভুল; সেটাকে কাজে লাগিয়ে সাদারা উনাকে ১৯৬৪ সালে জেলে ভরে দেয় আজীবনের জন্য; তিনি সেখানে ২৭ বছর ছিলেন। কিন্তু উনার আদর্শ, জন্মভুমে আফ্রিকানদের অধিকার প্রতি্ষ্ঠার আন্দোলন ক্রমাগতভাবে শক্তি সন্চয় করে; উনার দল, ন্যাশনাল কংগ্রেস ক্রমেই সাদাদের বর্ণবাদী নিয়মকে কোণঠাঁসা করে ফেলে; সারা বিশ্ব সাদাদের বিপক্ষে চলে যায়।
১৮৭৯ সাল অবধি দ: আফ্রিকায় 'জুলু'দের রাজতন্ত্র ছিলো; সম্পদের অভাব ছিলো না, ছিলো মগজের অভাব; তরা খেয়েদেয়ে, নেচেগেয়ে ভালোই ছিলো। দেশে সোনা ও হীরক ছিল, সেটা লন্ডনের লোকজন টের পায়; তারা ১৮৭৯ সালে দেশটি দখল করে নেয়; তারা সেখানে 'কলোনী' করেনি, বরং নিজেদের জন্য একটি দেশ গঠন করে, অনেকটা ইসরায়েলের মতো।
ম্যান্ডেলার দল আফ্রিকান কংগ্রেস, অবশেষ অসহযোগ আন্দোলন শুরু করে; তারা ক্রমেই খনিতে কাজ করা বন্ধ করে দেয়, কলাবাগানে পানি দেয়া বন্ধ করে, সাদাদের বাড়ীতেও কাজ করা বন্ধ করে দেয়; তারা নিজেরা অভাবে মরছিলো, কিন্তু বিপ্লব করতে বদ্ধপরিকার ছিলেন। সাদাদের সংখ্যা ছিল শতকরা ১০/১২ ভাগ; কালোদের ব্যতিত দেশ চালানো অসম্ভব হয়ে পড়ে। ম্যান্ডেলার এক বড় শিষ্য ছিলো ডেসমন্ড টুটু, তিনি একদিকে ধর্মীয় নেতা, অন্যদিকে ম্যান্ডেলার শিষ্য ও বিশ্বে পরিচিত শান্তবাদী; তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। কংগ্রেস ও টুটুর চাপে সাদা সরকার অবশেষে ম্যান্ডেলার সাথে শান্তি চুক্তি করে, তাকে জেল থেকে বের হতে দেয় ১৯৯০ সালে।
ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে, সাদাদের তাড়িয়ে দেয়নি; অবশ্য সামান্য পরিমাণ সাদা নিজের থেকে ধনসম্পদ নিয়ে চলে যায়। ১৯৯৪ সালে ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। জীবনে মাত্র ১ বার প্রেসিডেন্ট পদে থেকে, তিনি সাধারণ জীবনে ফিরে যান।
এখন অনেক বাংগালী দ: আফ্রিকায় কাজ করছেন, মারটারও খাচ্ছেন, টাকাটুকা পাঠাচ্ছেন দেশে; আরো নতুন করে অনেক বাংগালী সেই দেশে যাচ্ছেন আজকাল।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
এক ইহুদী বুড়ি নবী (স: )'এর চলার পথে কাঁটা দিয়ে রাখতো; তাই, বাংলাদেশ পার্লামেন্ট এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৯
সনেট কবি বলেছেন: দারুণ লিখেছেন।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
সামুতে সবাই নিজের কথা লিখেন, বই পড়তেন, এই করতেন, সেই করতেন; এখন দেখুক, ম্যান্ডেলা পড়ালেখা করে কি করেছেন।
৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫
ঢাকার লোক বলেছেন: ইহুদি বুড়ির গল্পটা আলেমদের মতে একটা বানোয়াট গপ্পো যা আমাদের দেশে চালু আছে !
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
বুড়ির গল্প বানোয়াট? আমি তো কাঁটার ভয়ে ইহুদী এলাকায় যাই না; যেয়ে দেখবো নাকি?
৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বিচিত্র কারণে আমার কাছে “ব্রুনাই, মালয়েশিয়া, মরিশাস, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড - দেশ ও পরিবেশ রাস্তা প্রায় একরকম মনে হয় - চীন বা জাপান গিয়ে কখনো মনে হয়নি এই দেশটির মতো অন্য কোনো দেশ আছে - যদিও সমস্ত বিশ্ব আমার পক্ষে দেখা সম্ভব না - তারপর ও ধারণা করা আর কি ।
আমার সাধারণ ধারণায় “নেলসন ম্যান্ডেলা মানুষ না” !!!
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
ম্যান্ডেলা গাণ্ধীকে অনুসরণ করেছেন, জাতিকে সাহায্য করেছেন, দাস থেকে নাগরিকে পরিণত করেছেন; এখন বাংগালীরা তাদের সেবা করছে।
৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ম্যান্ডেলা ১৯৯৭ এ বাংলাদেশে এসেছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেলসন মেন্ডেলা সহ আমন্ত্রণ জানানো হয়েছিল
ফিলিস্তিনি প্রধান নেতা ও নবনির্বাচিত প্রেসিডিন্ট ইয়াসির আরাফাত, আর তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল।
এনারা ২৬শে মার্চ ১৯৯৭ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন ও স্বাধীনতার স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া বক্তব্যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকান মানুষের সংগ্রামের বর্ণনা তুলে ধরে বাংলাদেশ ও তাদের রাজনৈতিক, বাণিজ্য আর সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির কথা তুলে ধরেন।
হাজার হাজার মানুষের সেই সমাবেশে লিখিত বক্তব্যে তিনি বলেন, ''স্বাধীনতা আর অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের মানুষের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মানুষের অনেক মিল রয়েছে। আজ আমরা যেসব সমস্যার মুখোমুখি হয়েছি, বাংলাদেশের মানুষকেও একসময় এরকম সমস্যার মোকাবেলা করতে হয়েছে। একটি দূরের দেশ হওয়ার সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার মানুষের মুক্তি সংগ্রামে আপনারা যে সমর্থন দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমি তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।''
মঞ্চে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে গান বেধেছিলেন বাংলাদেশের গায়ক ফকির আলমগীর।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
ভালো, আমার মনে আছে!
শেখ হাসিনা নিমন্ত্রণ করলে নিশ্চয় আবারো আসবেন, হয়তো; আমাদের দেশ থেকে লোকজন নেবেন।
৬| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
আসলেই? দেখছেন, ইউকিতে উনার জীবনী পড়ার পর আমার পোষ্টের কি অবস্হা!
৭| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫
রাকু হাসান বলেছেন: কিছু নিতে চেষ্টা করেছি
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
পারলে, পোষ্টটাকে কপি-পেষ্ট করে নিয়ে যান, আমার পক্ষ থেকে কোন বাধা-বিপত্তি নেই।
৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫
স্রাঞ্জি সে বলেছেন: নেলসনের মত ব্যক্তি দেশে পাবেন, তা খুব কমই। আজকাল দেশের সোনার সন্তানগুলো নেলসন ম্যানডেলা আদর্শ খুঁজার সময় নাই। সানি লিউনের কিংবা তাদের লেবেলের ব্যক্তিরর জীবন খুঁজার ব্যস্ত।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগে ২/১ জন ম্যান্ডেলা থাকলেই হলো; বেশী ম্যান্ডেলা দিয়ে কি করবো আমরা?
৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবরেষু,
আপনার ম্যান্ডেলা পর্বটি বেশ ভালো লাগলো। দঃ আফ্রিকার গান্ধিজী জেলথেকে মুক্তি পেয়ে রাষ্ট্রপতি হয়ে প্রথমে ভারতে আসেন। কারাগারে থাকাকলীন দীর্ঘ সাতাশ বছর যে স্ত্রী অপেক্ষা করেছিলেন, মুক্তিলাভের পর উইনি ম্যান্ডেলা কিন্তু ডিভোর্স নিয়েছিলেন। সুতরাং বৈবাহিক জীবনেও মানুষটি চূড়ান্ত কষ্টে কাটিয়েছেন। আপনার পোষ্ট মাধ্যমে এহেন দেশনায়ক সম্পর্কে যেটুকু জেনেছি বাকিটা জানিয়েছেন শ্রদ্ধেয় হাসানভাই ওনার সুন্দর মন্তব্যটির দ্বারা। ধন্যবাদ হাসানভাইকে। ওনার মন্তব্যে লাইক দিয়েছি।
ভালোলাগা ও শ্রদ্ধা আপনাকে।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
উনি জেলে থাকার সময়, উনার স্ত্রী অন্য পুরুষের সাথে টুংটাং করেছে; ফলে, যা ঘটার তাই ঘটেছে; এটা আফ্রিকার জন্য সাধারণ ব্যাপার!
১০| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ তথ্যসমৃদ্ধ গুরুত্বপূর্ণ পোষ্ট।
পড়ে উপকৃত হলাম।
আমার প্রীতি নিন।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
দেখবেন, এখন থেকে ছড়ার পাঠক বাড়বে; অবশ্য আপানর চুল ম্যানডেলার মতো সাদা হয়ে যেতে পারে।
১১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শ্রীলঙ্কায় থাকার সময় আমি দেখেছি , দলে দলে বাংলাদেশের মানুষ কলম্বো যেত সাউথ আফ্রিকার ভিসার জন্য দরখাস্ত জমা দিতে । কলম্বো -৭ এর ওয়ার্ড প্লেসের শেষ মাথায় খান এর হোটেলে এই রকম অনেক বাংলাদেশীর সাথে আমার আলাপ হয়েছিল।
তারা প্রিটোরিয়া গিয়ে মুদির দোকান বা এই জাতীয় কোন ব্যবসা করতে চায়। সেখানে ব্যবসা করলে নাকি অনেক টাকা পাওয়া যায়। তবে আমি খুব কম মানুষকেই দেখতাম যে তারা ভিসা পেত।
মাঝখান থেকে খান সাহেবের হোটেলটি চলত খুব।
বাংলাদেশেীদেরকে কেউ ( কেন জানি না ) বিশ্বাস করতে চায় না।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া যেই দেশ চালায়েন ১০ বছর, শেখ হাসিনা যেই দেশ চালায়েচ্ছেন ১৪ বছর, সেই দেশের মানুষকে কে বিশ্বাস করবে?
বাকী আছে তারেকের চালানোর!
এখন বাংগালীরা দ: আফ্রিকায় আর সুবিধা করতে পারছে না; সামনের দিনগুলোতে আর যাবে না।
১২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ম্যান্ডেলাকে নিয়ে ফকির আলমগীরের গানটা এক সময় আমার মুখস্থ ছিল। আমার অবাক লাগে ২৭ বছর জেলে থেকেও কীভাবে আবার স্বাভাবিক রাজনীতি ও দেশ চালিয়েছেন তিনি। আমাদের দেশের কেউ ২৭ বছর জেলে থেকে ক্ষমতায় গেলে কী যে করতে ভাবাই যায় না। উনি কোন প্রতিশোধও নেননি। তবে উনি যে মুগাবের মত লোভী ছিলেন না তা তেনার এক টার্ম পরই ক্ষমতা ছেড়ে দেয়াতেই বোঝা যায়...
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
মুগাবে ছিল পাগল; আফ্রিকার বেশীর ভাগ লোকের মগজ ঠিকভাবে কাজ করে না। ম্যান্ডেলা গান্ধীর দেশের লোক ছিলেন।
১৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭
অচেনা হৃদি বলেছেন: আমি নেলসন ম্যান্ডেলাকে ভালোবাসি তাঁর বর্ণবাদ বিরোধী ভুমিকার কারণে । কিন্তু কিছুদিন আগে দুঃখজনক একটা কথা শুনেছি । দঃ আফ্রিকাতে নাকি এখনো বর্ণবাদী আচরণ রয়ে গেছে । আগে সাদারা বর্ণবাদী আচরন করত, এখন কালোরা নাকি উল্টো সাদাদের সাথে বর্ণবাদী আচরন করে থাকে । কতটুকু সত্য জানি না ।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন:
কয়েকজন বাংগালীকে মেরে ফেলেছে; সমস্যা হলো, ম্যান্ডেলা নেই, কালো মানিকেরা মগজ হারায়ে ফেলেছে।
১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১৮
চঞ্চল হরিণী বলেছেন: আপনার এই পোস্ট এখন পড়লাম। ঠাকুরমাহমুদ ভাইয়ের পোস্টে একটা কমেন্ট করেছিলাম আপনার মন্তব্য পড়ে। পড়ার অনুরোধ রইলো। জীবনের প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইডিতে আমার হিরোর জায়গায় লেখা ছিল নেলসন ম্যান্ডেলার নাম।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
তিনি ইতিহাসে, সবচেয়ে বিচক্ষণ আফ্রিকান; ফলে, তিনি অনেকেরই অনুসরণীয়; আপনারও, খুবই সম্ভব।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগার ঠাকুরমাহমুদের পোষ্টে আপনার কমেন্ট পড়লাম, আপনি আমার সাথে ১ বিষয়ে 'একমত' হননি; সেটা ওকে!
১৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: -
১। আমি বুঝি না ইসরাইলের সাথে আমাদের শত্রুতাটা আসলে কিসের?ইসলাইল কি কখনো বাংলাদেশ আক্রমণ করেছিল ?
২। বাংলাদেশেীদেরকে কেউ ( কেন জানি না ) বিশ্বাস করতে চায় না।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই আমরা বাংলাদেশীদের মাঝে হীন মন্যতা আমাদের ডিএনএ তে সাজানো । ছোট্ট একটা গল্প বলি চাঁদগাজী ভাই, বাংলাদেশে প্রায় লঞ্চডুবি হয় এবং আশ্চর্য্য বিষয় হচ্ছে বাংলাদেশে যারা লঞ্চে যাতায়াত করেন তারা সবাই মোটামোটি ভালোই সাতার জানেন !!! তারপর ও অধিকাংম মানুষ মারা পরেন - কারণ একজন বার হতে চাইলে আরেকজন টেনে ধরে রাখেন !!! !!! আমরা জাতিগত ভাবে উম্মাদ এবং পাড় মাতাল ।।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের শিক্ষিতদের মাঝেও ইসরায়েল সম্পর্কে সঠিক ধারণা নেই
১৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আন্দোলন সবসময় দেশ ও জনকল্যাণকর হতে হয়, তাতে বিজয় আসবেই।
লেখাপড়া লক্ষ্যে নিয়ে যায় যদি লক্ষ্যটিতে সততা থাকে।
আমার দেশের মেধাবীরা তো 'রাজাকার' হাতে লিখে গর্ববোধ করে; এখানে কাদের হাতে দেশ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে সংসার সাজাতে চাইবেন?
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সব সুযোগ, সব সম্পদ ডাকাতী করেছে "ব্যুরোক্রেটরা"; আমাদের তথাকথিত মেধাবীরা ওখান থেকে মধু খেতে চায়।
১৭| ১৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২৭
সিগন্যাস বলেছেন: চাঁদগাজী সাব,
১ নং মন্তব্যের সাথে সহমত । আজকের যুগে ইহুদিরা সব দিক থেকে উন্নত । তাদের সাথে বন্ধুত্ব করা ছাড়া গতি নাই । নেলসন মিয়া কি শেখ সাহেবের মতো স্বল্পবুদ্ধিমান ছিলেন?
১৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
ম্যান্ডেলা শেখ সাহেব থেকে অনেক বেশী চিন্তাশীল লোক ছিলেন।
ইহুদীরা নিজেদের থেকে মুসলমানদের, বিশেষ করে বাংগালীদের কোন ক্ষতি করেনি; বিদেশে অনেক বাংগালী ইহুদীদের ব্যবসায় চাকুরী করেন।
১৮| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪০
নীলপরি বলেছেন: খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ম্যান্ডেলার জীবন ।
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, ব্লগারদের সামান্য হলেও সাহায্য করেছে।
১৯| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: মেন্ডেলা গ্রেট লিডার।
আপনি গ্রেট ব্লগার।
সামু গ্রেট ব্লগ।
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি খুবই সাধরণ ব্লগার; ব্লগিং ভালোবাসি
২০| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৫
গরল বলেছেন: নেলসন মান্ডেলার সবচেয়ে বড় গুন উনি নির্লোভ ছিলেন যার কারণে ক্ষমতা থেকে সরে যেয়ে নেতা হয়েই রয়ে গেছেন যা বঙ্গবন্ধু পারেন নি। সেই সময়কার তিন নেতা মান্ডেলা, ক্যাষ্ট্রো ও ইয়াসির আরাফাত যদিও বাকি দুজন তার সমতুল্য আমি মনে করি না। কারণ বাকি দুজনের মধ্যে ভন্ডামি ছিল যা উনার মধ্যে ছিল না। বাকি দুজনের লোভও ছিল, উগ্রতা ছিল, স্বৈরাচারী মনোভাব ছিল, ভোগ বিলাসিতা ছিল।
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ভুল পদে সরকারে প্রবেশ করেছিলেন; উনার জন্য প্রেসিডেন্ট পদ, বা এডভাইজারী পদে যাওয়ার দরকার ছিলো। সর্বোপরি, তিনি ৯ মাস জেলে থাকার পর, কমপক্ষে ১ বছর অবসরে থাকার দরকার ছিলো, দেশকে বুঝার দরকার ছিলো; তিনি ক্ষমতালোভী ছিলেন।
২১| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২
সিগন্যাস বলেছেন: নেলসন মিয়া যে সাদাদের বের করে দিয়েছে সেই সাদারাই আবার তার গুনগান করছে । ব্যাপারটা অদ্ভুত না?
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণা সঠিক নয়, নেলসন সাদাদের বা অন্যদের বের করে দেননি।
২২| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১
রক বেনন বলেছেন: উনি একবার প্রেসিডেন্ট থেকেই সরে গিয়েছিলেন। এর পিছনে যুক্তিপূর্ণ কারণ ও ছিল। আর আমাদের দেশে চেয়ার একবার দখল করতে পারলে হয়!!!
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনাকে থাকতে হচ্ছে, বেগম জিয়া ও জামাতকে থামানোর জন্য; বেগম জিয়া ও জামাত আমাদেরকে ২য় পাকিস্তানে নিয়ে গিয়েছিল; কিন্তু শেখ হাসিনা আসল কাজই ভুলে গেছেন, জাতির উন্নয়ন, সুখ শান্তি
২৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬
নূর আলম হিরণ বলেছেন: উনি রাষ্ট্রপতি হওয়ার পর সাদা চামড়ার ডি. ক্লার্ককে তার ডিপুটি রেখেছিলেন। সাদা চামড়াদের দিয়েই উনি দেশ চালিয়েছে। তাদের মেধাকে কাজে লাগিয়েছেন। আমদের দেশে বিরোধীমতের কেউ যত মেধাবী হোক তাকে কোনঠাসা করে রাখে।
২০ শে জুলাই, ২০১৮ রাত ২:২৯
চাঁদগাজী বলেছেন:
এটা ঠিক যে, আমাদের দেশে বিরোধীরা ও সরকারের লোকেরা অভিজ্ঞ একই বিষয়ে, চুরিতে
২৪| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৪
অক্পটে বলেছেন: পোস্টটি দারুণ লাগল।
আমরা যদি এমন দারুণ কাউকে পেতাম। আহা বাংলাদেশ!
২০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
হঠাৎ কেহ উদয় হবে না, তবে আপনি ও অনেকে মিলে একজন নেলসন'এর সমান হওয়া সম্ভব।
২৫| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! খুব সুন্দর করে লিখেছেন। যেখানে যেখানে হিউমার দেয়ার দরকার ছিল সেটাও দিয়েছেন।
এখন দেখা যাক এই লেখা ব্লগারদের কোন কাজে আসে কিনা। তবেই না সনেট কবি উহাদের নিয়ে লিখতে পারবেন।
১নং প্রতিমন্তব্যও বেশ হয়েছে
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
চিন্তাশীল মহামানবদের জীবন মানুষকে পথ দেখায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় বাংলাদেশের পাসপোর্টের পাতায় লেখা থাকতো- দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান ও ইসরাইল ভ্রমণ করতে এই্ পাসপোর্ট ব্যবহার করা যাবে না। এখন কেবল ইসরাইল রয়েছে। বাকি দুটি দেশের নাম আমাদের পাসপোর্ট থেকে মুছে দেয়া হয়েছে।
আমি বুঝি না ইসরাইলের সাথে আমাদের শত্রুতাটা আসলে কিসের?ইসলাইল কি কখনো বাংলাদেশ আক্রমণ করেছিল?