নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ক্যু\' করে, ক্ষমতা দখল করে, রাজনৈতিক দল গঠন সম্পর্কে আপনার কি মনোভাব?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১



পাকিস্তানের শুরুতেই জেনারেল আইয়ুব খান রক্তপাতহীন ক্যু' করে ক্ষমতায় (১৯৫৮-১৯৬৯) আসেন , দীর্ঘ সময় তিনি 'মার্শাল ল এ্যডমিনিষ্ট্রেটর' ছিলেন; অবশেষ তিনি ততকালীন মুসলিম লীগ দখল করেন; এতে তিনি গণতান্ত্রিক হয়ে যান? মুসলিম লীগের লোকজন ভীত হয়ে মুসলিম লীগের আরেকটি শাখার পত্তন করেন।

আমাদের সবচেয়ে পরিচিত জেনারেল ছিলেন, জেনারেল ইয়াহিয়া খান (১৯৬৯-১৯৭২); তার জীবনের বড় ঘটনা হলো, পাকিস্তান ও বাংলাদেশের মাঝে যুদ্ধ, ও বাংলাদেশের বিজয়; এই যুদ্ধ কমপক্ষে দেড় কোটী বাংগালী উনাকে সাপোর্ট করেছে, ৫৫ হাজার বাংগালী উনার সেনাদলে ভর্তি হয়ে যু্দ্ধ করেছে বাংগালীদের বিপক্ষে; এই যুদ্ধে ৩০ লাখ বাংগালী প্রাণ হারায়েছেন। তিনি মুসলিম লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করেছিলেন।

পাকিস্তানে সবচেয়ে বিতর্কিত জেনারেল ছিলেন জেনারেল জিয়াউল হক(১৯৭৭-১৯৮৮); তিনি পাকিস্তানের শক্তিশালী রাজনৈতিক নেতা, ভুট্টোকে ফাঁসী দেন ও নিজেও এক ষড়যন্ত্রে নিহত হন; ১৯৭৭ সালে ক্ষমতা দখল করার পর, ১৯৮৮ সালে তিনি গণতান্ত্রিক হয়ে যান; তিনিও মুসলিম দখল করেন।

পারভেজ মোশারফকে (১৯৯-২০০৭) আপনারা চেনেন; তিনি সারা বিশ্বে আফগান আমেরিকা, ও ইরাক-আমেরিকান যুদ্ধের জন্য পরিচিত; তিনি আমেরিকার পক্ষে ছিলেন; তিনি মুসলিম লীগ দখল করে, পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

জেনারেল জিয়াউর রহমান(১৯৭৫-১৯৮১) সাহেবের ছবি, পোষ্টার আপনার রুমে থাকার সম্ভাবনা আছে; উনি আইয়ুব, ইয়াহিয়া, পারভেজ মোশারফের মত রক্তপাতহীন ক্যু' করে ক্ষমতায় আসেননি; তিনি ক্ষমতায় এসেছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে ভয়ংকর ভয়ংকর হত্যাকান্ডের পর; তিনি মার্শাল ল এ্যাডমিনিষ্ট্রেটর থাকাকালীন একটা দলের বীজ বপন করেন, উহার নাম ছিল "জাগো দল"; পরে উহা বিএনপি নাম ধারণ করে; তিনি বাংলাদেশে "বহুদলীয় গণতন্ত্র" কায়েম করেন। উনাকে ধরাশায়ী করতে ১৯টি কাউন্টার ক্যু' হয়েছে; একজন "বহুদলীয় গণতান্ত্রিক" মানুষের বিপক্ষে ১৯টি কাউন্টার ক্যু'? তিনি রক্তের হোলিখেলার দিনে ক্ষমতায় এসেছিলেন, আরেক হোলিখেলায় নিহত হয়েছেন।

জেনারেল এরশাদ(১৯৮২-১৯৯০), বাংলাদেশের জীবিত জেনারেলদের মাঝে আজও সবচেয়ে জনপ্রিয় জেনারেল; হয়তো আপনারই প্রিয় রাজনীতিবিদ উনি। উনি ১৯৮২ সালে ক্যু' করে বিচারপত বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন, উনি "জাপা"র পত্তন করেন; উনাদের স্বামী স্ত্রীর ২ ধরণের ২টি জাপা আছে, একটা শেখ হাসিনার কেবিনেটে আছে, আরেকটা বিরোধীদলে আছে!

পাকিস্তান ও বাংলাদেশের প্রতিবেশী হচ্ছে ভারত; এই ৩ দেশের মাঝে কারা বেশী উন্নত? কারা রাজনীতিতে বেশী গনতান্ত্রিক, কাহাদের দেশে কয়টি ক্যু হয়েছে? আমার মনে হয়, বাংলাদেশ সবার থেকে ভালো অবস্হানে আছে; কারণ, ইহাই আমার দেশ!

মন্তব্য ১২১ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

ভীতু সিংহ বলেছেন: বাংলাদেশ মোটেই ভালো অবস্থানে নেই যদিও ইহা আমার দেশ। :( /:)

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি জাতিকে মানসিকভাবে হতাশ করছেন কিন্তু; এসব জেনারেলদের দল গঠন নিয়ে আপনার কি মনোভাব?

২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:




গিট্টু দিয়ে ঝুলিয়ে দেওয়া হোক!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনি এসব জেনারেলদের দল গঠনকে কিভাবে দেখেন?

৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

ভ্রমরের ডানা বলেছেন: আইয়ুব ছিল এরেন্ডোহপি দ্রুমায়তে, ইয়াহিয়া শকুনিমামা। পারভেজ মোশাররফ ছিলেন মিছরিরছুরি! অন্তরে জ্বলে কিন্তু কহিতে পারি না। বাংলাদেশের গুলো ঘরভেদী বিভীষন! নিজেদের ঠুকাঠুকিতেতে কাইত হয়েছেন বারবার!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া চলে গেছেন, স্ত্রীকে রেখে গেছেন, শেখ সাহেব যাওয়ার সময় স্ত্রীকে সাথে নিয়েছেন; এই হলো দলের মহিমা

৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

ভীতু সিংহ বলেছেন: জেনারেল থাকবেন ব্যারাকে। কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে অনেক কিছু করতে বাধ্য করে যা আমরা ২০০৭-০৮ এ দেখেছি।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



সবই পরিস্হিতি; ভারতে পান্জাব আলাদা হয়ে যাচ্ছিল যুদ্ধ হয়েছে, আসাম আলাদা হয়ে যাচ্ছিল, যুদ্ধ হয়েছে কিন্তু পরিস্হিতি বদলায়নি

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সকল দেশের সেরা সে যে আমার জন্ম ভূমি।
সে যে আমার জন্ম ভূমি।
আমার জন্ম ভূমি।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


এবং সকলের সেরা আমাদের ২ জেনারেল।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

বিষাদ সময় বলেছেন: "রাজনৈতিক দলে গঠন সম্পর্কে"
না
"রাজনৈতিক দল গঠন সম্পর্কে"?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ঠক করে দেবো।
এসব জেনারেল ও তাদের দল নিয়ে কোন ভাবনা চিন্তা?

৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

এসব জেনারেলরা দল গঠন করেছেন কিন্তু রক্তের বীজে সেগুলো আবার পারিবারিক বাগানে পরিনত করেছেন! এতেই জেনারেশন ঝড়ে গেছে। জেনারেলের ছেলে মিস্ত্রী হলে দৃষ্টান্ত হত কিন্তু জেনারেলরা উদাহরণ করতে চেয়েছেন। আর উদাহরণরা মামুন উপহার দিয়েছে! জাতি খুশিতে ডগমগ!!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



সামরিক শাসনকর্তা থাকাকালীন জেনারেলদের দল গঠন কি আইনী?

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

শাহারিয়ার ইমন বলেছেন: জেনারেল জিয়াউর রহমান ব্যর্থ হয়েছেন দেশ গড়তে যদিও তিনি কিছু ভাল কাজ করেছিলেন ,কিন্তু প্রচুর সেনা ফাঁসি দিয়ে মেরেছেন । পাকিস্তানের রাজনীতির চেয়ে আমাদের দেশের রাজনীতিকে এগিয়ে রাখব , ভারতের দাঙ্গা বাদ দিলে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার রাজনৈতিক দল গঠন, আইনী, নাকি বেআইনী?

৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২

ভ্রমরের ডানা বলেছেন:

বন্দুকই আইন!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


বন্দুক যদি আইন হয়, উহাকে থামাতে হবে, সেই চেষ্টা চলছে।

১০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: তিনি তো নিজের পিঠ ঠেকাতে রাজনৈতিক দল করেছিলেন ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


উনার পিঠও রক্ষা হয়নি; সেই দল থাকেব কেন?

১১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি মনে হয় সংবিধানের ১৫তম সংশোধনী পড়েননি!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


সংবিধানের ১৫তম সংশোধনী'তে কি মিলিটারী ব্যক্তিত্ব ও সরকারী প্রশাসনের লোকদের জন্য রাজনৈতিক দল গঠনের অনুমতি দেয়া হয়েছে?

১২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

রাকু হাসান বলেছেন:




মজা লেগেছে দু ধরনের জাপা আছে ,একটি কেবিনেট আরেকটি বিরোধী দলে B-) । তবে আপনার শেষ লাইনে দেশপ্রেম দেখ মুগ্ধ হয়েছি । জিয়াউর রহমান কে সাহেব বলে সম্মোধন করেছেন ,বিষয় টা ভাল লাগছে ,পরস্পর শ্রদ্ধাবোধ জিনিস টা দেখতে পেলাম ।

ভাল থাকুন স্যার ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


জিয়া এরশাদ, ইয়াহিয়া, জিয়াউল হকদের প্রতি আমার কোন শ্রদ্ধা নেই।

১৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

বিপ্লব০০৭ বলেছেন: নির্মোহ দৃষ্টিকোন থেকে আমার জিয়াকে ধূর্ত, শঠ মনে হয়। জিয়া সম্পর্কে তার এক সহকারীর বক্তব্য : তিনি এমন এক মানুষ ছিলেন যিনি একহাতে আহার সারতেন ও অন্য হাতে মানুষ মারতে পারতেন। সবসময় নিজের চশমা পরে-থাকা সম্বন্ধে জিয়ার উক্তি হল, তিনি কালো চশমার আড়ালে থাকেন কারণ এতে মানুষ তার চোখের ভাষা পড়তে পারে না! ফারুক-রশীদ গঙ-এর ক্যু সম্পর্কে আগে-ভাগে জানার পরও জিয়ার নিস্ক্রিয় ভূমিকা প্রমাণ করে নিজের চারপাশের পরিবেশ সম্পর্কে তিনি ধুরন্ধর বুদ্ধিমান ছিলেন। তবে জিয়া নিজেও ধরা খেতেন মঞ্চে তাহেরের আবির্ভাব না হলে। চারিত্রিকভাবেই অসৎ শঠ জিয়ার ক্ষমতালোভও পরিষ্কার হয় যখন সে ত্রাতা তাহেরকেই ফাঁসিতে ঝোলায়!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের দল গঠন আইনী, নাকি বেআইনী?

১৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ওস্তাদ কি মন্তব্য করবো বুঝতে পারছি না। আপনার পোষ্টে তো উরাধুরা মন্তব্য করলে হবে না। অনেক হিসান নিকাশ আছে।

পোষ্টটি পরে আরেকবার পড়বো। তারপর মন্তব্য করবো।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


তা পড়েন; তবে, ইহা 'মেঘনাদবধ কাব্য' নয়!

১৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

বিষাদ সময় বলেছেন: জেনারেল জিয়া সব কিছু সানগ্লাস পরে রঙিন দেখতে শিখিয়েছিলেন। বছর ১০-১২ আগেও সানগ্লাস দিয়ে তাদের রঙিন দেখতাম। কিন্তু ২০০৮ সালের কিছু ঘটনার মধ্যে দিয়ে চোখের সে সানগ্লাস খুলে গেছে।
এখন তাদের দল এবং তাদের কেমন দেখি তা বললে সামুতে জেনারেল পদে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে। :(

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


সামরিক পদে চাকুরীরত অবস্হায়, সরকারী প্রশাসনে রাকুরীরত অবস্ঃায় কেহ রাজনৈতিক দল গঠন করলে সেটা বেআইনী।

১৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: লেখার দুই জায়গায় মুসলিম দখল করেছেন লেখা হয়েছে। মনে হয় ব্যাপারটা হবে মুসলিম লীগ দখল করেছে। আশাকরি সংশোধনী হবে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


সেটা বাংলার গঠন নিয়ে কথা; বাক্যের অর্থ কি পরিস্কার, নাকি অর্থ বদলে গেছে?

১৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

সেখানে অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা গ্রহণ করার চেষ্টা করলে সর্বোচ্চ শাস্তির বিধান আছে! এভাবেই উৎসাহিত করা হয়েছে! বাকিটা ভাগ্যবানদের মর্জি!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


দেশের ক্ষমতা দখল করার জন্য জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের বিচার হবে।

১৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজনীতিবিদরা ঠিক মত দেশ চালালে, জেনারেলদের ক্ষমতায় আসার দরকার ছিলনা।
জিয়ার ক্ষমতারোহন অনিবার্য পরিনতি ছিল। অনেকে মনে করেন শেখ সাহেবকে হত্যা করে জিয়া ক্ষমতায় এসেছেন। এরা মাঝখানের ঘটনা প্রবাহ সম্পর্কে অজ্ঞ। খালেদ মোশাররফের অভ্যুত্থানে জিয়া নিহতও হতে পারতেন।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


জিয়া ক্ষমতায় আসা নিয়ে অনেকেই অজ্ঞ; কারণ, বাংলাদেশের ৮০% মানুষ এসব ব্যাপারে অজ্ঞ। তবে, জেনারেল জিয়া কি মিলিটারী থেকে বিএনপি গঠন করেছিলেন, নাকি বিএনপি দল থেকে মিলিটারীতে যোগদান করেছেিন?

জেনারেল খালেদ মোশারফ কি প্রথম ক্যু করেছিলেন, নাকি কাউন্টার ক্যু করেছিলেন?

১৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

ডার্ক ম্যান বলেছেন: সামরিক শাসকদের ক্ষমতা দখল বরাবরই অবৈধ । বাংলাদেশে সামরিক শাসকদের সাহায্য করেছে এক শ্রেণীর নষ্টা রাজনীতিবিদ ।
উপমহাদেশে সবচেয়ে ভাল অবস্থানে আছে ভারত। আমরা আছি আমাদের মত করে ভাল। কারণ আমরা সবকিছু মানিয়ে নিতে পারি।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


সামরিক ক্যু করা ও সামরিক ব্যক্তিদের দল গঠন অবৈধ

২০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

ভবিষ্যত বলেছেন: আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা অতীত নিয়া রাজনীতি করি...বর্তমান চুলয় যাক...অতীত নিয়া মারামারি করতে হবে......
আসলে বুইরা বুইরা গুলো ধইরা...আন্দামান দিপ পুঞ্জ এ পাঠানো দরকার

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি হলে অনেকগুলো সায়েন্সের সমষ্টি; তার মাঝে একটি হলো, দেশের রাজনৈতিক ইতিহাস ও ঘটনাপ্রবাহ; আমরা অতীতকে ভুলে যাওয়ায় নিজামী ও মুজাহিদ কেবিনেটে এসেছিলো।

২১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিলিটারী থেকে দল গঠনের নজির পৃথিবীতে প্রথম জিয়া স্থাপন করেন নি।
খালেদ কাউন্টার ক্লু করেছিল, এসময় কি জিয়া নিহত হতে পারতেন না? নাকি খালেদ মোশাররফও জিয়ার নীল নকশার অংশ ছিল?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া কাউন্টার ক্যু'তে নিহত হয়েছে; জাগো দল গঠন প্রক্রিয়া শুরু হয়েছিলো যখন উনি সামরিক এ্যাডমিনিষ্ট্রেটর; উহা অবৈধ ছিল

২২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

নিমচাঁদ বলেছেন: বরফ পানি আর কালিজিরা মিশিয়ে মাথায় ঢালেন , বর্ত্মান বাংলাদেশে আপনি গণতন্ত্র কৈ খুইজা পাইলেন !!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



আমি প্রশ্ন করছি, ক্যু করে, দল গঠন নিয়ে আপনার মনোভাব কি?

২৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

বিষাদ সময় বলেছেন: সামরিক পদে চাকুরীরত অবস্হায়, সরকারী প্রশাসনে রাকুরীরত অবস্ঃায় কেহ রাজনৈতিক দল গঠন করলে সেটা বেআইনী।

একজন রাজনীতি সচেতন ব্যাক্তি এবং আইনের সাবেক ছাত্র হিসাবে এটুকু জানা আছে। তবে আমার মনে হয় জিয়া আত কাঁচা লোক ছিলেন না। তিনি ১৯৭৮ সালের ২৮ এপ্রিল সামরিক বাহিনী থেকে অবসর গ্রহন করেন এবং ১ মে ১৯৭৮ প্রত্যক্ষ ভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠনের মাধ্যমে পর্দার অন্তরাল থেকে বের হয়ে আসেন। পরবর্তিতে তিনি যথেষ্ট কৌশলের সাথেই বিএনপি গঠন করেন। কাজেই আপনি যত সহজে এ সিদ্ধান্তে আসছেন বিষয়টি অত সহজ হলে সরকার আদালতের আশ্রয় নিয়ে বিএনপি কে বেআইনি দল হিসাবে চিহ্নিত করতো।

আসলে আইনের কাঠামো ঠিক রেখেও অনেক অনৈতিক কাজ করা যায়, আবার আইনের ফাঁক ফোকর থাকলেও অনেক মহৎ কাজ অনৈতিক হয়না। এসব ক্ষেত্রে মোটিভটাই মুখ্য ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া "জাগো দল" গঠনের প্রক্রিয়া কখন শুরু করেন?

২৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তানে জেনারেলরা বর্তমানে অনেক মর্ডান। .. রিমোটে চালায়।
নিজেরা ক্ষমতা দখল করা লাগে না।

রোবট বিচারক বসায়। 'নির্বাচিত' সরকার বসায়।
কথা না শুনলে, বেয়াদবি করলে রিমোট চালিত বিচারক সরকার প্রধানকে অবৈধ বলে রুল দিয়ে দেয়।
আবার আরেকটা 'নির্বাচিত' সরকার বসায়। সব রিমোটেই ..

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


ক্যু করার পর, জেনারেলদের দল গঠন বৈধ কিনা?

২৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

ডার্ক ম্যান বলেছেন: ক্যু করার পর জেনারেলদের দল গঠন বৈধ না

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:

খুবই অল্প বাংগালীর "কমনসেন্স" আছে; আমার মনে হয়, আপনার কমনসেন্স আছে।

২৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মেজর জিয়ার শাষক হিসেবে কিছু সফলতা আছে(কৃষিতে, চোর ডাকাত ও দুর্নীতি দমনে)।

তবে তিনি ক্ষমতায় গিয়েছেন অবৈধভাবে। টিকে থাকতে হাজার হাজার লোক হত্যা করেছেন। উনি গণতন্ত্রের নামে বিষবৃক্ষ রোপন করেছেন(যার ফল বেগম জিয়া, এরশাদ বা শেখ হাসিনার মত মাথা মোটা নেতা), দেশের সাথে বেইমানি করেছেন(রাজাকাদের রাজনীতিতে এনে)। X( উনাকে আমি নেতা মানি না। X(

গরীব দেশে এত সেনাসদস্য রাখার কী দরকার আমার মাথায় ঢোকে না। কাউকে বসে খাওয়ানোর মত টাকা আমার দেশের নেই। এদের হয় ছোঁটাই করতে হবে নয় তো শান্তিরক্ষী মিশনে পাঠাতে হবে।

পুনশ্চঃ পাকিদের নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। ওরা দুরে গিয়ে মরুক।X(

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া উনার শপথ ভংগ করে, মিলিটারী এ্যাডমিনিষ্ট্রেটর হয়েছিলেন, ও অবৈধভাবে জাগো দলের গঠন প্রক্রিয়া শুরু করেন; উনার বিচার হওয়ার দরকার; মিলিটারী থেকে উনার পেশশন কেড়ে নেয়ার দরকার, টাইটেল বিলুপ্ত করার দরকার।

২৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১০

বিষাদ সময় বলেছেন: ২২ ফেব্রুয়ারী ১৯৭৮ সালে জাগোদল গঠিত হয় (উইকি অনুযায়ী)। পর্দার অন্তরালে জিয়া থাকলেও সামনে ছিলেন না। সামনে থেকে এ দল গঠন করেন জাস্টিস সাত্তার............

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


পর্দার অন্তরাল থেকেই শেখ মুজি ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছে; পর্দার অন্তরালে ্থাকলে কোন কিছু বৈধ হয়ে যায় না।

২৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ পাকিস্তান ও বাংলাদেশের প্রতিবেশী হচ্ছে ভারত; এই ৩ দেশের মাঝে কারা বেশী উন্নত?
কারা রাজনীতিতে বেশী গনতান্ত্রিক?

ভারত।
ভারত।

@আমার মনে হয়, বাংলাদেশ সবার থেকে ভালো অবস্হানে আছে;
আপনি বসে বসে তারা গুনুন।


@ গিয়াস উদ্দিন লিটনবলেছেন: মিলিটারী থেকে দল গঠনের নজির পৃথিবীতে প্রথম জিয়া স্থাপন করেন নি।খালেদ কাউন্টার ক্লু করেছিল, এসময় কি জিয়া নিহত হতে পারতেন না? নাকি খালেদ মোশাররফও জিয়ার নীল নকশার অংশ ছিল?
... তখন মেজর সেচ্ছায় গৃহবন্দী ছিল। তা না হলে অমন জামাই আদর তিনি পেতেন না। আপনাদের মেজর যে কতবড় ধূর্ত, সেটা আপনি নিজেও জানেন না। (খালেদ মোশাররফও জিয়ার নীল নকশার অংশ /পরিস্থিতির স্বীকার।)

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


ক্যু ও কাউন্টার ক্যু, সবই ক্রাইম। তবে, ক্যু হলে কাউন্টার ক্যু তার অনঢ হয়ে যায়।

২৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

ডার্ক ম্যান বলেছেন: জিয়া সফল হয়েছিলেন জাসদের ভুল কৌশলের কারণে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমার চোখে, সামরিক ক্যু হয়েছিল শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবদের অদক্ষতার কারনে; উনারা জনতাকে সাথে রাখতে ব্যর্থ হয়েছিেলন। এতে কিন্তু জেনারেল জিয়ার কার্যকলাপ বৈধ হয়ে যায়নি।

৩০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

ঈশ্বরকণা বলেছেন: উপমহাদেশের বর্তমান রাজনীতি নিয়েতো আপনি খুব সিরিয়াস না মনে হয় I আপনার এই লেখাটাও অসমাপ্ত মনে হলো কারণ আমাদের বর্তমান জেনারেলইসিমো (Generalissimo) প্রধানমন্ত্রীর কথা বললেননা ! এতো শখত বেয়াদবি I

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারীতে চাকুরী করেননি, নতুন দলও গঠন করেননি; ফলে, তিনি এই পোষ্টে নেই।

৩১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

পাকাচুল বলেছেন: উপমহাদেশে যেসব জেনারেল ক্ষমতা দখল করেছিলেন, এর মাঝে সবচেয়ে সৌভাগ্যবান কে?

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


আইয়ুব খান

৩২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

বিষাদ সময় বলেছেন: পর্দার অন্তরালে ্থাকলে কোন কিছু বৈধ হয়ে যায় না।

বৈধ হয়ে যায় এ কথা একবারও বলিনি। তবে পর্দার অন্তরালে যে থাকে কোন বিষয়ে তার সংশ্লিষ্টতা প্রমাণ করা কঠিন হয়ে যায়.............

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া উল হক, পারভেজ মোশারফ, জেনারেল জিয়া, এরশাদ এরা সবাই পাকিস্তান ও বাংলাদেশকে পংগু করে দিয়েছে; ভারতের বর্তমান অবস্হা তারই সাক্ষী

৩৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেউ আপনার কল্লা নিতে এলে, আলগোছে ভদ্রভাবে মাথা নীচু করে কল্লাটা আগাইয়া দিয়েন।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



সেটা কোনদিন ঘটেনি, ঘটবেও না। জাতির উন্নয়নে দলের বিশাল ভুমিকা থাকতে হয়; অবৈধ দলের কারণে জাতি পংগু হয় মাত্র।

৩৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ না থাকলে আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে জিয়ার ছবি রাখতাম আমি।

শিরোনামের উত্তর - দল গঠন করা ঠিক নয়। এই অঞ্চলের মানুষ কিন্তু সাদরে গ্রহণও করে তাদের! এটাকে কিভাবে দেখেন আপনি? তবে রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়ে যায় তখন কিছু ক্ষেত্রে অনিবার্য হয়ে ওঠে। জিয়া ও পারভেজ মোশাররফের ক্ষেত্রে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিল। এরশাদ শুধুমাত্র জিয়াকে ফলো করেছে ক্ষমতার লোভে। বলা যায় জিয়ার চেয়েও বেশী উচ্চভিলাসী হলেন এরশাদ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের ব্যর্থতা একমাত্র তিনি নিজেই সারতে পারতেন; শেখ সাহেবের সাথে তুলনা করার মতো কোন বাংগালী রাজনীতিবিদ নেই।

জিয়া মিলিটারীকে নষ্ট করে দিয়ে গেছে; সেখানে থেকেই মিলিটারীর অত্যাচারের শুরু।

৩৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

অনল চৌধুরী বলেছেন: জয়ার পরণতি সম্পর্কে বাইবেলে যিশুখ্রীষ্টের "Live by the sword, die by the sword.
(Gospel of Matthew, chapter 26, verse 52)-মন্তব্যটা প্রযোজ্য। জিয়া বাংলাদেশের ‘৭১ পরবর্তী নষ্ট রাজনীতি,জনগণের নীতিহীনতা,চুরি,দুর্নীতি,জাসদের খুনাখুনী নীতির অনিবার্য পরিণতি ছিলো।
সে সারাজীবন সেনাই থাকতো যদিনা মোশতাক চক্র ১৫ই আগষ্ট ঘটানোর পরিকল্পনা নিয়ে অগ্রসর হতো।
এজন্যই চুন্নি খালেদার জন্মদিন ১৫ই আগষ্ট!!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংগালী মেয়ে কত নীচু মানের হতে পারে, সেটার পরিমাপ বেগম জিয়া।
জেনারেল জিয়ার অধপতনের একটা ফ্যাক্টর হতে পারেন বেগম জিয়া

৩৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৩

অনল চৌধুরী বলেছেন: পাকিস্তান থেকে ফেরার পর খালেদাকে যার নির্দেশে জিয়া ঘরে তুলে নিয়েছিলো,তার প্রতিই খালেদার কোন সন্মানবোধ নাই।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া খুবই নীচু প্রকৃতির মানুষ; উনি ক্যান্টনমেন্টে থাকাকালিন পাকি অফিসােরা উনাকে বুঝাতে সক্ষম হয় যে, মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধা, স্বয়নফ ভারতীয় মিলিটারী পাকিদের ভয়ে পেন্টে পেসাব করে; এই ভুল ধারণা অনেক পাকি ও বাংগালী সিভিলিয়ানদের মাঝে ছিল।

বেগম জিয়া সেটাতে বিশ্বাসী ছিলেন; সেই কারণে, যুদ্ধের ভেতর ভারতে যাননি। পাকিদের পরাজয়ে, তিনি আশাহত হয়েছেন।

৩৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৪

জাহিদ অনিক বলেছেন:

পোষ্ট পড়লাম- মন্তব্য প্রতিমন্তব্য সব পড়লাম---
শুনেছি আজকাল নাকি একটা টার্ম এসছে, ডেমোক্রটিক ক্যু।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের ভেতরে একটা ক্যু'এর দরকার: ছাত্রলীগ, আবুল, শাহজাহান, শামীম ওসমান, হানিফ, ইনু, বেগম রওশন, ড: হাছানদের দেশ ছাড়া করার দরকার।

৩৮| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৯

অনল চৌধুরী বলেছেন: ভাগ্য ভালো যে আপনি বিদেশে !!!!

১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



এর থেকে দুর্ভাগ্যের কিছুই নেই; আমার চোখের সমস্যা এমন অবস্হায়, আমি দেশে ফিরতে পারছি না।

৩৯| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের মিলিটারী ক্যু - আফ্রিকার মিলিটারী ক্যু ও শাসন ব্যাবস্থার এপিট ‍ওপিঠ, সে এক বিশাল ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশে মাত্র ৪৭ বছরে !!!

বাংলাদেশের এমনি ভাগ্য যে এই দেশে ক্যু একটি সাধারণ গল্পের বইয়ের পাতা উল্টানোর মতো সরকারের পতন, যা আমাদের দেশের বিজ্ঞ জনগন দ্বারা স্বিকৃত !!! তাই বাংলাদেশের বাস ট্রাকের পেছনে লেখা থাকে “পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক” আমি মনে করি বাস ট্রাকের পেছনে “চাচা ঢাকা কতো দুর” লেখাটি যেমন এক ধরনের মাতলামী ঠিক তেমনি এটি হচ্ছে বাস ট্রাকে লেখা সবচেয়ে বড় মাতলামী হচ্ছে - “পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক” !!!

বাংলাদেশে ইদানিং ছাত্রছাত্রী ক্যু স্বপ্ন দেখে - তারা সরকারের পতন চাহে, রাস্তায় ফুটপাতের চা এর দোকানের পাঁচ টাকা দামের চা - চাইলেই পাওয়া যায় !!!

ছত্রাক ও ছত্রকী স্কুল কলেজ হতে বহিস্কার করা হোক, এটি এখন সময়ের দাবী রাখে ।।




১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


১৯৫৮ সাল থেকে শুরু করে, ১৮৬৬ সাল অবধি আইয়ুব খান বাংগালীদের মাঝে ভয়ংকর পপুলার ছিলেন; মওলানা ভাসানী ক্রমেই মানুষর বোধশক্তির উন্মেষ ঘটান; জিয়ার সময়ে মওলানার বয়স বেশী হয়েগিয়েছিল, সর্বোপরি উনার সাগরেদ দেলোয়ার হোসেন ভুঁইয়া, মান্নান ভুঁইয়া, মুক্তিযো্দ্ধা ওবায়েদ বলী, প্রভৃতি উনাকে চুপ রাখেন।

৪০| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি যতদূর শুনেছি পরিস্থি এমন একটা পর্যায়ে ছিল যে হয়ত জিয়া নয়ত বঙ্গবন্ধু যে কোনো একজনকে মরতেই হবে।
আর ভালো লাগেনা।
ওস্তাদ আমার শেষ পোস্টটা পড়ার আমন্ত্রণ থাকল।আশা করি আপনার ভালো লাগবে । B-)

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:


বেকুবদের কাছে বেকুবী কথা শুনেছেন; বাংলাদেশের ৮ কোটীর মাঝে হয়তো ৪০ হাজার মানুষ জিয়ার নাম শুনেছিল মুক্তিযুদ্ধের সময়; জিয়াকে চিনতো মিলিটারী অফিসারেরা, শেখ সাহেবকে চিন্তো সারা বিশ্বের মানুষ।

৪১| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



শব্দটা কি সম্প্রতি শিখেছেন?

৪২| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০২

বিজন রয় বলেছেন: সব বলে দিলেন তো!!
এখন কি হপে!!

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা ভাবুক।

৪৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আমরা এখন দোজখে বাস করছি। আমাদের চারপাশেই দোজখের ছড়াছড়ি।

বহুদিন আগে দু'জন খোদা প্রদত্ত প্রতিভাধর জ্ঞানী সাধক দুই সময়ে এই উপমহাদেশে জন্মেছিলেন আবার মৃত্যুর সময় দুই দেশের বাসিন্দা হয়ে মরেছিলেন।

একজন আসাদুল্লাহ মুহাম্মদ গালিব ওরফে মির্জা গালিব।
আরেকজন সাদাত হুসেন মান্টো।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


সব সময়ই, সব জাতিতে জ্ঞানী মানুষ থাাকেন, তাদের জ্ঞানকে মানুষের কাজে লাগানো হয়; শেখ হাসিনা তা করেননি, তিনি আবুল, শাহজাহান, ইনু, পিনুদের সুযোগ করে দিয়েছেন।

৪৪| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

রাফা বলেছেন: প্রজাতন্ত্রের একজন বেতনভুক্ত কর্মচারির দল করার অধিকার যদি থাকে তাহোলে সকল বাহিনির প্রধানরাই ১টি করিয়া দল করার ক্ষমতা রাখেন।কাজেই শৃংখলা রক্ষার স্বার্থেই সেই অধিকার দেওয়া হয় নাই।শতভাগ বেআইনি কাজ করার জন্য জনতার আদালতে প্রতিকি হলেও মরণোত্তর বিচার করা জায়েজ।আর জিবিত জনেরটা'তো করতেই হবে।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


ক্যু'এর জন্য জিয়া ও এরশাদের বিচার হওয়া দরকার।

৪৫| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

সাদাফ কামরুল হাসান বলেছেন: দল হোক যার যার এই বাংলাদেশ কিন্তু আমাদের সবার। :) :) :)

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


জামাত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে; যারা পাকিস্তান ভাংগার বিপক্ষে ছিলো, তাদের নিয়ে বিএনপি যাত্রা শুরু করেছিলো।

৪৬| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

রক বেনন বলেছেন: এদেশের অবস্থা এখন যে কোন সময়ের থেকে খারাপ। বিশেষ করে চাকরির ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে একেবারে পিছিয়ে আছে আমাদের চট্টগ্রাম। সরকার মনে হয় শুধুমাত্র বাজেট করার সময় চট্টগ্রামের কথা ভাবে কারন এই স্থান থেকে রাজস্বের একটি বড় অংশ আসে। বাণিজ্যিক রাজধানী শুধু নামেই। বাস্তবে এটি দিনে দিনে প্যারিস নগরে রূপ নিচ্ছে জলাবদ্ধতার কারণে। খোদ বাণিজ্যিক এলাকা গুলো দিনে দুপুরে খাঁ খাঁ রোদের মাঝেই জোয়ারের পানিতে ডুবে যায়। রাস্তাঘাটের অবস্থা দেখলে পথেই চোখে জল আসে। বড় বড় গর্ত আর খানা খন্দে ভরা রাস্তাগুলো সব যেন মরনফাদ। কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা তিন বছর আগের আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আজ অবধি দখল মুক্ত করা যায়নি। পর্যটন স্থানগুলোর অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। এইসব দেখার কেউ নেই।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


জলাবদ্ধতার সমাধানের টাকা ডাকাতী হচ্ছে; চাকুরী সৃষ্টি শব্দটার সাথে সরকার পরিচিত নহে। তবে, এই পথে আমাদের এনেছেন জেনারেল জিয়া, যার মুল সমর্থকেরা হচ্ছে আমাদের স্বাধীনতা-বিরোধীরা

৪৭| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

ভাইয়ু বলেছেন: বাংলাদেশ সবচেয়ে ভাল অবস্থানে এসব ক্যু ফুর দিক দিয়ে থাকতে পারে, তবে গনতান্ত্রিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ এই তিন দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বলে আমি মনে করি ৷

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:

আপনি সঠিক, বাংলাদেশের অবস্হা ভয়ানক পাকিস্তানে বাংলাদেশের চেয়ে বেশী ক্যু হলেও, পাকিস্তান আমাদের চেয়ে ভুমির দিক থেকে ৫.৩ গুণ বড় হওয়ায় এই অত্যাচার আমাদের মতো প্রকট হয়নি

৪৮| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের আগে একটা গল্প বলে নেই।

আঙুর ফল টক। ব্যার্থ শেয়ালের সাতকাহন।
গল্প শেষ ;)

আপনি জেড ফোর্সের একজন মুক্তি যোদ্ধা। আপনার পূর্বতন আইডিতে বিবৃত।
অথচ জিয়াউর রহমান সম্পর্কে আপনার বিষোদগার জঘণ্য পর্যায়ের। হয়তো ব্যক্তিগত কোণ হিংসা থেকে।
যাকগে।
ক্যু হয় কি কারণে?

উইিকর ভাষায়-
অভ্যুত্থান (ইংরেজি: Coup d'état, Coup, Putsch, Overthrow) (ইংরেজি: /ˌkuːdeɪˈtɑː/, ফরাসি : [ku deta]) হচ্ছে আকস্মিক ও অবৈধভাবে নির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে দলগতভাবে কোন গোষ্ঠীর অবস্থান ব্যক্ত করে ক্ষমতাচ্যুত করা কিংবা জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা।সাধারণতঃ ছোট্ট একটি দলের সদস্য হিসেবে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান কর্ম পরিচালনা করে থাকে। এরপর সরকার পরিবর্তনে অন্য কোন পরিচালনা কমিটি, বেসামরিক অথবা সামরিক বাহিনী ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হয়।

বিপ্লবাত্মক কর্মকাণ্ডে বৃহৎসংখ্যক জনগোষ্ঠী অংশ নেয়; কিন্তু, অভ্যুত্থানে স্বল্পসংখ্যক ব্যক্তি অংশ নিয়ে থাকে। এমনকি একজন ব্যক্তি হিসেবে সংশ্লিষ্ট দেশের সেনাবাহিনী প্রধানের মাধ্যমেও অভ্যুত্থান কার্য পরিচালনা হতে পারে। এছাড়াও, অন্য দেশের মাধ্যমেও অভ্যুত্থান কর্ম হতে পারে। এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে রয়েছে ১৯৫৩ সালের ইরানের অভ্যুত্থান। জার্মানির বাভারিয়া প্রদেশের সরকার উৎখাতের লক্ষ্যে এডলফ হিটলার বিয়ার হল পুটস ভবন অবরোধ করে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন।

অভ্যুত্থান শব্দটি ফরাসী ভাষা থেকে এসেছে যার অর্থ হচ্ছে আকস্মিকভাবে সরকারের বিরুদ্ধে অবরোধ করা। অনানুষ্ঠানিকভাবে অভ্যুত্থান বা ক্যু শব্দটি প্রতিষ্ঠান বা সংস্থার ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। দায়িত্বভার গ্রহণ, বিজয় কিংবা স্থান পরিবর্তনের ক্ষেত্রে ক্যু শব্দ ব্যবহার হয়ে থাকে।

যখন প্রচলিত সরকার সার্বিক পরিচালনা ব্যার্থতার পরিচয় দেয়, দেশে অরাজকতার সৃষ্টি হয়, যখন স্বাভাবিক
সরকার পরিবর্তনের সম্ভাবনা নস্যাৎ হয়ে যায় -তখনই ক্যু হয়।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:




আপনি মিশরে "ব্রাদারহুডের বিপক্ষে ক্যু" সাপোর্ট করেন?

৪৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কানিজ রিনা বলেছেন: আপনি আছেন পিছনের ক্যু উদঘান করতে।
শুকন ঘু ভিজিয়ে গন্ধ ছড়াতে। দেশের
পরিস্থিতি অতীতের থেকে বর্তমান কেমন
অবস্থা। এসব বাদ দিয়ে শুধু পিছনের কথা
বলে বলে যেন আরও পিছিয়ে যাওয়া।
আরে বাবা জাতির পিতা তার নিজের মত
দেশ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। জিয়া
জিয়ার মত করে। আর সুযোগে চাঞ্চ
পেলেই খালেদা জিয়া জেনারল জিয়ার
যা ইচ্ছা গীবদ করেন একটা বিশ্রি অভ্যাস।
আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা ভোট
রাজনীতি অপরাজনীতিতে চলে গেছে। সেটা
সম্পর্কে তো লিখতে পারেন। দুইনেত্রীর দলের
লোক সব দুর্নীতিবাজ নেত্রী দুইজন বললে
দলের ক্ষতি কলংক। আমাদের পুরুষ শাসীত
দেশে নেত্রীর মুখ বন্ধ করতে দলের দুর্নীতিবাজ
রাই যথেষ্ট। তানা হলে কোটা আন্দলন থাকবে
না কথা দিয়েও কেন মত ঘুরিয়ে ফেললেন।
নৌমন্ত্রীকে কেন পদত্যাগে বাধ্য করতে পারলেনা সে বিষয়ে কি চিন্তা ভাবনা করেছেন।
জাতির পিতার আসে পাশের মানুষ তাকে
খুন করেছিলেন। এবং জিয়ার সেই পরিনতি
হয়েছিল। দলের লোকের বিরুদ্ধে কথা বললে
খালেদা হাসীনা দুইজনই আস্তাকুরে নিক্ষেপ
হবে একথা সত্য। আপনি নেতা হলে কি
করতেন আমাদের দেশের মানুষের চরিত্র
ঠিক না হলে দেশ ভাল হবে কবে।
পিছনের দিকে না তাকিয়ে সামনে দেশ
কিভাবে আগাবে সে কথা বলুন।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



আপনারা বুঝেন না, কিন্তু ভালো আছেন। আপনার মেয়ের সুন্দর ও সফল ভবিষ্যত কামনা করছি, মেয়েটা ঠিক মতো পিএইচডি শেষ করুক ও আপনার পাশে থাকুক।

আপনার মেয়ের সম-বয়স্ক ২ লাখ মেয়ে বস্তিতে বাস করে, প্রতিদিন কঠিন জীবন যাপান করে; শেখ থাকলে, আপনার মেয়ে ভালো করতো, এই ২ লাখ মেয়েও ভালো করতো।

৫০| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: রাজনীতিতে সেনাবাহিনী'র অংশগ্রহণ ভুল একটি সিদ্ধান্ত। এটা স্থায়ী কোন সমাধান এনে দেয় না। সেনাবাহিনীকে এক সময় না এক সময় বেরাকে ফিরে যেতেই হয়। ইতিহাস ঘেটে দেখা গেছে, তখন দেশের অবস্থা আরো ভায়াবহ হয়েছে। তখন, আবারো সেনাবাহিনী ফিরে এসেছে।

এভাবে কয়বার নিজেদের আসল কাজ বাদ রেখে সেনাবাহিনীকে ফিরে আসতে হবে? সেনাবাহিনী'র সৃষ্টি তো দেশ শাসন করার জন্যে নয়!

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



সঠিক

৫১| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এখানে মনে রাখা জরুরী যে, সেনাবাহিনী'র ক্যাডেট এবং জোয়ানদের একটি বিশেষ স্ট্র্যাটেজি সামনে রেখে ট্রেইনিং দেওয়া হয়। হ্যাঁ, লিডারশিপ তার প্রধান একটি অঙ্গ। কিন্তু, কিসের জন্যে সেই লিডারশীপ ট্রেইংনিং?

লিডারশীপ ট্রেইনিং অনেক ধরণের হয়ে থাকে। সেনাবাহিনীরটা হয়ে থাকে এসোসিয়েটিভ।

সেনাবাহিনী'র ট্রেইংনিং-এও ক্রিটিকাল থিংকিং লাগে, মাস কমিউনিকেশন দরকার হয়। কিন্তু, রাজনীতি'র মতো কি? সেই জন্যে উনাদের জনগণের প্রতি এপ্রোচটা সাধারণ জনগণ থেকে একটু অন্য রকম।

এগুলো মনে রাখতে হবে।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশসহ গরীব দেশগুলোর মিলিটারী অফিসারদের ট্রেনিং দেয় আমেরিকা, ইউরোপ; ওরা ওখান থেকে দেশে ফিরে গিয়ে দেশের প্রেসিডেন্টকে হত্যা করে।

৫২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: একদিন এক ফুলের বাগানে একটা তরুন কাপল ডেটিং করতে গেছে। গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ চোখ বুজে বসে আছে। তরুনটি তরুনীকে বললো, দেখো কেমন স্বভাব বুড়োর। এত সুন্দর জায়গায় বুড়ো চোখ বুজে বসে আছে।‘
বৃদ্ধের নাম ছিল হযরত জালালউদ্দিন রুমী। বিখ্যাত পারসী সুফিবাদী কবি। উনি চোখ খুলে উত্তর করলেন। কেউ কেউ চোখ বুজেও অনেক বেশী সৌন্দর্যের সন্ধান পান।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



চোখ বন্ধ করে দেখাটা একটা ভালো অভ্যাস

৫৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আরেকটা মিলিটারি ক্যু নাকি আসন্ন ? আরেকজন মুরসির আবির্ভাব হতে পারে

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


না, আর ক্যু হবে না; সরকার জরুরী অবস্হায় যেতে পারে ভোটের পর।

৫৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২

লেখোয়াড়. বলেছেন:
হাপনের প্রপিকটা চেঞ্জ করতে কইছিলাম ২০১৪ সালে, করেন নাই।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


ভালো লাগলো আপনাকে দেখে; থাকেন, লিখেন।

৫৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার মেয়ের সম-বয়স্ক ২ লাখ মেয়ে বস্তিতে বাস করে, প্রতিদিন কঠিন জীবন যাপান করে; শেখ থাকলে, আপনার মেয়ে ভালো করতো, এই ২ লাখ মেয়েও ভালো করতো।

সত্য বচন ও বেদ বাক্য বলে মনে করি

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা শুধুমাত্র নিজের ভালোটা দেখেন, বাকীদের অবস্হা জানার চেষ্টা করেন না।

৫৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একটা ক্যু এর উৎপত্তি কিভাবে শুরু হয়?

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী অফিসারদের মাঝে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের ফলে; আমেরিকা বেশীর ভাগ ক্ষেত্রে সাহায্য করেছিলো।

৫৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

প্রবাসী দেশী বলেছেন: " আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দিব"
এই কথার মানে কি কোনো দিন বুঝতে পেরেছেন ?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই বুঝেছি, সে জাতিকে ধ্বংস করতে চেয়েছিলো

৫৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২১

প্রবাসী দেশী বলেছেন: Domestic and foreign policies
On taking power, Rahman was "hailed as the strict leader that the struggling nation needed".[26] Bangladesh suffered from illiteracy, severe poverty, chronic unemployment, shortages and economic stagnation. Rahman reversed course from his predecessor Mujib's secular, democratic socialist, pro-Indian policies. Rahman announced a "19-point programme" of economic emancipation which emphasised self-reliance, rural development, decentralisation, free markets and population control. Rahman spent much of his time travelling throughout the country, preaching the "politics of hope" and urging Bangladeshis to work harder and to produce more. He held cabinet meetings all across Bangladesh.[32] Rahman focused on boosting agricultural and industrial production, especially in food and grains, and to integrate rural development through a variety of programmes, of which population planning was the most important. He introduced and opened the Bangladesh Jute and Rice research institutes. He launched an ambitious rural development program in 1977, which included a highly visible and popular food-for-work program.[32] He promoted private sector development, exports growth and the reversing of the collectivisation of farms. His government reduced quotas and restrictions on agriculture and industrial activities.[citation needed] Rahman launched major projects to construct irrigation canals, power stations, dams, roads and other public works. Directing his campaign to mobilise rural support and development, Rahman established Gram Sarkar (Village Councils) system of self-government and the "Village Defence Party" system of security and crime prevention. Programmes to promote primary and adult education on a mass scale were initiated and focused mainly across rural Bangladesh. During this period, Bangladesh's economy achieved fast economic and industrial growth.[16]

Rahman began reorienting Bangladesh's foreign policy, addressing the concerns of the mostly staunch rightists coupled with some renegade leftist who believed that Bangladesh was reliant on Indian economic and military aid. Rahman moved away from India and the Soviet bloc, his predecessors' had worked with, developing closer relations with the United States and Western Europe, Africa and the Middle East.[32] Rahman also moved to harmonise ties with Saudi Arabia and the People's Republic of China, Pakistan's ally who had opposed Bangladesh's creation and had not recognised it until 1975. Rahman moved to normalise relations with Pakistan. While distancing Bangladesh from India, Rahman sought to improve ties with other Islamic nations. Zia's move towards Islamic state policies improved the nation's standing in the Middle East.[16] Rahman also proposed an organisation of the nations of South Asia to bolster economic and political co-operation at a regional level.[16] This proposal materialised in 1985 under the Presidency of Hussain Muhammad Ershad with the first meeting of the South Asia Association for Regional Cooperation in Dhaka. Zia's vision has earned him a posthumous award from the organisation.[33][34]


উইকি কিন্তু অন্য কথা বলছে :
জানি পড়বেন না ! ডাইরেক্ট কপি করে দিলাম। অন্তত এটা পরে কিন্তু আপনার সাথে একমত হতে পারছিনা।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:

জেনারেল জিয়ার ভয়ে চুরিটা কমেছিল প্রথম দিকে।

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


উইকি'তে কারা লিখেন?

৫৯| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর পোস্ট, অনেক জঘন্য ইতিহাস জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে এমন পোস্ট করার জন্য

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালী জাতিকে ভুল পথে নিয়ে গেছে মিলিটারী

৬০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

প্রবাসী দেশী বলেছেন: ই সি র উচিত ব্যালট পেপার এ "না" ভোট এবং "সামরিক শাসন" এর অপসন তৈরী করা ।
কারণ আপনাকে মনে রাখতে হবে জনগণ গণতন্ত্রের মূল নীতি নির্ধারক রাজনীতিবিদ রা নন। ৪৭ বসরে অনেক কেই দেখেছি শুনেছি এবং বুঝেছি !!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:


শতকরা ২০ ভাগের বেশী বাংগালী নিজেদের ভোট বিক্রয় করে; ওরা কি "না" ভোট ইতয়াদি দেয়ার মত বুদ্ধিমান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.