নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৫ই আগষ্টে জেনারেল জিয়া, সিআইএ ও আইএসআই মিলে বাংলাকে কক্ষচ্যুত করেছে

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫



শেখ সাহেব নিশ্চয়ই জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা থেকে অনেক বেশী দরদী রাজনীতিবিদ ছিলেন, উনার রাজনৈতিক প্রজ্ঞা, সাধারণ জ্ঞান এদের ৪ জনের চেয়ে অনেক অনেক বেশী ছিলো; উনাকে নিয়ে যারা কটুক্তি করে থাকে, তাদের সামাজিক অবস্হান, তাদের প্রজ্ঞা দেখুন, এরা কেহ নয়, রাজনৈতিক লজিকবিহীন গড্ডালিকা মাত্র। ১৯৭২ সালের পর, শেখ সাহেব বেশ বড় বড় কতগুলো ভুল করেছিলেন, দেশবাসী এতে আশাহত হয়েছিলেন; এসব ভুল তিনি টের পেয়েছিলেন, তিনি সেগুলোকে শোধরাতে পারতেন।

উনার ভুলগুলোর ফলে, জাতি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিলো, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার সবচেয়ে বড় অবদানগুলো জাতিকে তার চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত করেছে; এরা সবাই জাতিকে বিভক্ত করেছে; একমাত্র শেখ সাহেব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, তিনি আবাররো করতে পারতেন।

পরিবারের অবোধ-শিশুরা যেভাবে পরিবার-প্রধানের তিরোধানের মর্ম বুঝতে পারে না, অশিক্ষিত বাংগালী জাতি উনার তিরোধানের মর্ম বুঝেনি; ফলে, তাদের জীবন সহজ ছিলো ১৯৭৫ সালে, কিন্তু আজকে তা সহজ নয়।

উনার মৃত্যুর পর, বাংগালীরা বিভক্ত হয়ে গেছে, এরপর কোন নেতা, কোন ব্যক্তিত্ব জাতিকে কোন ব্যাপারে আর ঐক্যবদ্ধ করতে পারেনি; আজকে জাতির মৌলিক অধিকার নিয়ে, সমাজ, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি নিয়ে জাতি পুরোপুরি বিভক্ত; প্রতিটি রাজনৈতিক দলের কর্মকান্ডে জাতি সন্দেহপ্রবন; কোন নেতানেত্রীর কর্মকান্ডে কেহ শ্রদ্ধাশীল নন, তাদের প্রতিটি কর্মকান্ড বিতর্কিত; কোন নেতানেত্রীর উপর কারো আস্হা নেই, ভরসা নেই।

সিআইএ, পাকিস্তানী আইএসআই ও জেনাারেল জিয়া ৩ দিক থেকে অগ্রসর হয়: রাজনৈতিকভাবে তারা মোস্তাক ও তার কিছু সহযোগীকে ব্যবহার করে, মিলিটারীকে হাতে রাখে জেনারেল জিয়া, শেখ সাহেবকে ও উনার পরিবারকে হত্যা করার জন্য কিছু বুদ্ধিহীন জুনিয়র অফিসারকে ব্যবহার করে।

দেশবাসী সেই সময়ে তাদের ক্ষতির পরিমাণ বুঝতে সক্ষম হননি; সেটার মুল্য আজও দিয়ে যাচ্ছে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা!!!

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


ওসব ম্যাঁওপ্যাঁও কবিতা নিয়ে আমার আগ্রহ ছিলো না কোন কালে।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

আখেনাটেন বলেছেন: তাদের (অশিক্ষিত জনগণের) জীবন সহজ ছিলো ১৯৭৫ সালে কিন্তু আজকে সহজ নয়। --এটা একটু ব্যাখ্যা করবেন। যতদূর জানি সেসময়ও ভীষণ নৈরাজ্যকর পরিস্থিত বিরাজ করছিল সমাজে। বহুধাবিভক্ত হয়ে পড়েছিল জাতি কিছু কুলাঙ্গারের কর্মকাণ্ডে।

এটা ঠিক মানুষ হিসেবে শেখ মুজিবের সাথে কোনো তুলনাই চলে না জিয়া-এরশাদ বা বর্তমান বেগমদের। এখানে তিনি এক ও অদ্বিতীয়। কিন্তু প্রশাসক হিসেবে, দেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও কি উপরের লাইনটি দৃঢ়ভাবে বলা যায়।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


তিনি ছাত্রনেতা থেকে নেতা হয়েছিলেন; জাতির অর্থনীতি সম্পর্কে উনার ধারণা পরিস্কার ছিলো না; সাড়ে ৭ কোটী লোকের আয় ব্যয় সম্পর্কে উনার পরিস্কার ধরণা ছিলো না; বাংগালী ব্যুরোক্রেট ও প্রশাসন সম্পর্কে উনার ধারণা ছিলো না; উনার ভুলের জন্য উনার ছাত্রলীগ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল দেশে ভয়ংকর নৈরাজ্যের সৃষ্টি করেছিলো।

পাকিস্তানের রেখে যাওয়া ব্যুরোক্রেটরা ও প্রশাসন উনাকে পছন্দ করতো না; এই বি্ষয়গুলো তিনি বুঝতে পারেননি; দেশে প্রায় ২ কোটী লোক উনার ও দেশের স্বাধীনতার বিপক্ষে ছিলো; এগুলো পরিস্কার ছিলো না উনার কাছে। তবে, তিনি সেগুলো ঠিক করে নিতে পারতেন।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্ল্যান করল বুদ্ধিহীন মেজরেরা। আলোচনা এগিয়ে নিল মোশতাকের সাথে। জিয়াকে বলার পর জিয়া বলিল, সিনিয়র হিসেবে আমি এসবে থাকতে পারি না। তাহলে জিয়া কীভাবে জাতিকে কক্ষচ্যূত করল?

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


একটা বিশাল আশা ও স্বপ্ন নিয়ে মানুষ ৬ দফার সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন; সেটাই ছিল বাংগালর মানুষের কক্ষপথ; ২০/২২ জন অফিসার ও ৩০০ সৈনিক শেখ সাহেবকেহত্যা করার পর, দেশ কক্ষচ্যুত হয়; দেশকে আবার স্বীয় কক্ষে আনার দায়িত্ব ছিল সেনাবাহিনীর; পুরো সেনাবাহিনী এই ক্যু'তে যুক্ত ছিলো না; ৭ হাজার অফিসার ও ৭৫ হাজার সৈনিকেরা এটা চাহেনি।

জিয়া সেনাবাহিনীকে ভুল পথে নিয়ে গিয়ে নিজেই দেশের ক্ষমতা দখল করে নেয়; উনার কক্ষপথ সিআইএ ও পাকীদের কক্ষপথ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- 16 আগস্ট 1975 সালে আপনি কোথায় ছিলেন ? সপরিবারে বঙ্গবন্ধু হত্যার খবর শুনে আপনার ব্যক্তিগত কি প্রতিক্রিয়া হয়েছিল ? আপনি কি কোন প্রতিবাদ/বিক্ষোভ করেছিলেন ? বঙ্গবন্ধু হত্যার সাথে যে জেনারেল জিয়া জড়িত ছিল তা কি তখন থেকেই জানতেন ?

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি বিদেশে পড়ালেখা করছিলাম; আমি তেমন কিছু করিনি; চেষ্টা করেছিলাম, তাজুদ্দিন সাহেবকে হুশিয়ার করে দিতে, তিনি যেন পালিয়ে যান; কিন্তু উনার সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি, উনি আমাকে চিনতেনও না; আমার শ্রদ্ধেয় কবি আলাউদ্দিন আল আজাদ উনার সাথে এই নিয়ে আলাপ করেছিলেন।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই।

১। বঙ্গবন্ধুকে নিয়ে একটা উপন্যাস লিখব।
২। লাখো মানুষ পানি বন্দি।
দেশের বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা নিয়ে আমাদের মিডিয়ার উদাসীনতায় আমি চরম হতাশ, বিরক্ত ও ক্ষুদ্ধ। আশা করি, ত্রান মন্ত্রণালয় সাহসিকতার সহিত এমন পরিস্থিতি মোকাবেলা করবে।
৩। এই সরকার কেন বার বার দরকার-
# হাতিরঝিল প্রকল্প, মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার, বনানী ফ্লাইওভার ও কুড়িল ফ্লাইওভার।


শেষ একটা কথা বলি- যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেদিন'ই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়েছে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


পরিবারের অবুঝ সদস্যরা অকালে পরিবার প্রধানের তিরোধানের অর্থ বুঝে না; বাংগালীরা সেই সমস্যায় ভুগেছে।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: একটা গভীর ষড়যন্ত্র যে হয়েছিল সেটা পরিষ্কার। আর তারই ফলশ্রুতিতে ওনাকে এভাবে চলে যেতে হল।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



সিআইএ ও মিলিটারী জেনারেলদের ষড়যন্ত্রগুলো সব সময় গভীরই হয়ে থাকে

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্য সবসময় সত্য, ভালো লাগলো আপনার ভেবেচিন্তে বলা সত্য গুলো। সুন্দর পোষ্ট

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদেরকে নিজের রাজনৈতিক ঘটনাপ্রবাহ সঠিকভাবে বুঝতে হবে; না হয়, আজীবন আরবদের উট চরাতে হবে।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাঙ্গালীদেরকে বিশ্বাস করলে তার চরম মূল্য দিতে হয়। এটা শেখ সাহেব বুঝতে পারেননি।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের মাঝে একাংশ আছে, এরা নিজ জাতীর ক্ষতি করে আসছে বরাবরই; জেনারেল জিয়া, জেনারেল এরশাদ ঐ প্রজাতির।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ‘’---- ঔপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ করে জনগণের কাছ থেকে তাকে ক্রমাগত বিচ্ছিন্ন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগই সরকার গঠন করে। ৩২ নম্বর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর লাশ রেখে আওয়ামী লীগ নেতারাই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয় এবং সেই সরকারই দেশে প্রথম সামরিক শাসন জারি করে। এসব সত্য এবং ভুল রাজনীতি আওয়ামী লীগের স্বীকার না করাই হবে অতিমাত্রায় ভণ্ডামী''
--আ স ম আবদুর রব

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগের একাংশ "জাসদ" গঠন করেছে; ওরা নিশ্চয় আর আওয়ামী লীগের ছিলো না; আওয়ামী লীগ থেকে সিআইএ কিছু লোককে বেচে নিয়ে লোভ দেখায়ে হত্যাকান্ড ঘটায়েছে; শেখের অবর্তমানে, মোস্তাক তো আওয়ামী লীগের কেহ নন, তাজুদ্দীন সাহেব সেইস্হানে আসার কথা; ফলে, মোস্তাকসহ ১৫/২০ জন যারা সিআইএর সাথে ও জেনারেল জিয়ার সাথে যোগ দিয়েছে, তাদেরকে আওয়ামী লীগ বললে, হত্যাকান্ড কি তাজুদ্দিন সাহেব, শেখ হাসিনা, কামাল হোসেনের ভাগে চলে আসবে? এগুলো বেকুবদের এনালাইসিস।

আওয়ামী লীগে বিশ্বাসঘাতক ছিলো, মানে পুরো আওয়ামী লীগ বিশ্বাসঘাতক নয়।

রবেরা না হয়ে নেতা, না হয়েছে চাষী; রব নৌমন্ত্রী থাকাকালীন, তার বউ ও শালারা মিলে চুরি করেছে, এইতো ইতিহাস

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার লজিক্যালি রিফাইন সব সময় সঠিক মাত্রায় পবিশোধিত হয়না। বঙ্গবন্ধু কে যারা হত্যা করেছে তাদের বঙ্গবন্ধুর উপর ক্ষোভ ছিলো। সে ক্ষোভ মিটানোর জন্য খুনিরা জাতির শ্রেষ্ঠ সন্তান কে খুন করে। বঙ্গবন্ধু নিহত হওয়ার ফলে এদেশে বিশাল একটা শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণ করার জন্য পরবর্রতীতে বিভিন্ন শক্তি ক্রিয়াশীল হয়।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


আমার ভাষ্য যদি লজিক্যালী পরিশোধিত না হয়, আপনারটা দেন; আপনার পোষ্টের শেষাংশে আমারটা যোগ করেন; ব্লগারেরা মিলায়ে দেখুক!

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি বাংলাদেশে বসে ব্লগিং করি। আপনি কি আমার মা-বাবাকে গুজবের খবর শুনাতে চান!

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের সময়,উনার বিপক্ষে বলতে কেহ ভয় পেতো না; জিয়ার সময়, জিয়ার নামও অনেকে নিতো না ভয়ে; আজকেও সরকারের নামে কথা বলতে মানুষ ভয় পায়; শেখের আমলের নিয়ম নেই।

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- বঙ্গবন্ধু হত্যার পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আপনার কিছু মতামত শুনতে চাই।

1. 1972-75 সাল পর্যন্ত সিরাজ সিকদারের সর্বহারা পার্টি , জাসদ,জাসদের সামরিক শাখা গণবাহিনীর সাথে আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর মধ্যে অব্যাহত সংঘর্ষ কি মুজিব হত্যার ক্ষেত্র তৈরী করেছিল ?

2.মুজিব হত্যার পরের দিন থেকেই শক্তিশালী আওয়ামী লীগ/বাকশাল, ছাত্র লীগ নিষ্ক্রিয় , নিশ্চুপ হয়ে গেলো কেন ?

3.আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত 16,000 সদস্যের প্যারা মিলিটারি জাতীয় রক্ষীবাহিনী কোন action-এ গেলো না কেন ?

4.আওয়ামী লীগের মিত্র তৎকালীন ভারতীয় ইন্দিরা গান্ধী সরকার কোন ধরণের সাহায্যে এগিয়ে এলো না কেন ?

5.আওয়ামী লীগের বাঘা বাঘা ,ঝানু নেতারা প্রতিবাদ/প্রতিরোধ করেন নি কেন ?

6.তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ্ কি দায়িত্ব পালনে ব্যর্থ ছিলেন না ?

7.তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থার কি দায়িত্বে ব্যর্থতা ছিল না ?

8.মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ভূমিকা কি ছিল ?

9.মাওলানা ভাসানী কি মুজিব হত্যার প্রতিবাদ করেছিলেন ?

10. তৎকালীন বুদ্ধিজীবিদের ভূমিকা কি ছিল ?


১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:

১) সিরাজ শিকদার একটা সমস্যা ছিল; মানুষ ওকে খুঁজছিলো হত্যা করার জন্য। শেখ সাহেবের ক্ষতি করেছে গণবাহিনী; কারণ, ওরা ছাত্রলীগের লোক হওয়াতে, দোষটা শেখ সাহেবের উপরই পড়ছিলো।

২) বাকশাল প্রশ্নের আওয়ামী লীগের ভেতরে বিভাগ ছিলো; আও্য়ামী লীগ ছিলো ব্যবসায়ীদের দল, বাকশালে মিনিমাম সমাজতন্ত্র ছিলো; তাই, আওয়ামী লীগের নেতারা মনে করেছিলো যে, খারাপ হয়নি

৩) রক্ষী বাহিনী ছিল তঅফায়েল আহমেদ ও কাদের সিদ্দিকীর "ভুয়া মুক্তিযোদ্ধারা", ওরা মুল মিলিটারীর ভয়ে পালিয়ে গেছে
৪) তাজুদ্দিন, বা আওয়ামী লীগের কেহ সাহায্য চাহেনি
৫) শেখ সাহেবর আওয়ামী লীগে শক্ত নেতা তেমন ছিলো না; কামাল হোসেন, মামাল হোসেন, তোফায়েল মোফায়েল ছিলেন হাউকাউ
৬) হত্যাকারীদের ও পাকিস্তান থেকে আগত বাহিনীর সাথে মিলে জিয়া শফি উল্লাহ'কে সরায়ে দিয়েছিল।
৭) সামরিক গোয়েন্দাদের কিনেছিল আমেরিকা
৮) ওসমানী বাকশাল বিরোধী ছিল জিয়ার মতো
৯) খুব একটা না; উনি মুজিবকে আগে বলেছিলেন অনেক ব্যাপারে সঠিক হতে; শেখ সাহেব শোনেনি; মওলানা তখন বেশ বয়স্ক।
১০) বাংলাদেশে বুদ্ধিজীবি তখনো ছিলো না, এখনো নেই, আছে "বুদ্ধিহীনজীব"



১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

প্রশ্নবোধক (?) বলেছেন: দেশের একগ্রুপ চিন্তা করে পাকিস্থান বন্ধূ ভারত শত্রু, আরেক গ্রুপভাবে ভারত বন্ধু পাকিস্থান চিরশত্রু।
এদের হাত থেকে দেশ মুক্ত না হওয়া পর্যন্ত স্বাধীন-সার্বভৌমত্বের স্বাদ আমরা পাব না।

জিয়া কোনভাবেই ইনোসেন্ট ছিলেন না। নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সীমাহীন ক্ষমতার লোভই দেশের জন্য কাল হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


মানুষ পাকিস্তান ও ভারতের কথা বাদ দিয়ে, নিজের জাতির ভালোর জন্য ভাবছে না; সেটা সমস্যা।

জিয়া মানুষকে "গলাকাটা ক্যাপিটেলিজমের" মাঝে নিয়ে এসেছে; এখানে ভালো করছে বসুন্ধরা, খুলনা পাওয়ার, ওরিয়ন, বসুন্ধরা, আলম ব্রাদার্স; কিন্তু বেকারত্ব জাতিকে গ্রাস করে ফেলেছে।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: খন্দকার মোস্তাক সম্পর্কে একটু বিস্তারিত বলেন তো দয়া করে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



উনার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না; তবে, আওয়ামী লীগের সাথে আমেরিকান লিয়াজোঁ তিনি হ্যান্ডলিং করতেন; মনে হয়, ইডিয়ট ছিলো।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৯

মুর্শিদ বলেছেন: বঙ্গবন্ধুুর কোন ব্যাপারে তর্কে যাওয়াটা বোকামি!! মানুষ মাত্রই ভুল আর তিনিও একজন মানুষ ছিলেন

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি উনার কোন ব্যাপারে তর্কে যেতে চান না? ভালো

১৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: না, খন্দকার মোস্তাক ছিলো একজন মীরজাফর।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমরা কেহ জানি না, সেকি মিলিটারীর হাতে পুতুল ছিল, নাকি আসলে ইডিয়ট ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.