নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেবের বেলায়, শুরুতে এটি সামরিক ক্যু ছিলো না, ছিলো এক ভয়ানক হত্যাকান্ড

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩২



জেনারেল জিয়াকে যখন হত্যা করা হলো, এটা ছিলো ক্যু'এর প্রচেষ্টা; এটা পুরো ক্যু'তে পরিণত হতে দেয়নি জেনারেল এরশাদ। ১৩ জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসার জেনারেল জিয়াকে চট্টগ্রাম শহরে হত্যা করে, চট্টগ্রাম কেনটনমেন্টে গিয়ে, জেনারেল মন্জুকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছিলেন; কিন্ত পুরো কেন্টনমেন্ট তাঁদের পক্ষে ছিলো না; ১৩ জন সামরিক অফিসার ঢাকা, কুমিল্লা ও বগুড়া থেকে সমর্থন পেতে চেষ্টা করেছিলেন; কিন্তু জেনারেল এরশাদ সবগুলোকে কন্ট্রোল করতে সমর্থ হয়। তারপর অনেক ঘটনা ঘটেছে, কিন্তু উহা পুর্ণ ক্যু'তে পরিণত হয়নি।

শেখ সাহেবের বেলায়, ঘটনা ছিলো পুরোপুরি একই; কিন্তু এতে সাধরণ সৈনিক ছিলো হয়তো ২/৩ শত, অফিসার ছিলো ২০/২২ জন; তারা মুল সেনাবাহিনীর অজান্তে শহরে গিয়ে বিশাল হত্যাকান্ড ঘটায়; তারপর, ঢাকা ক্যান্টনমেন্টে ফিরে এসে, সিনিয়র কমান্ডদের সমর্থন চায়, ইহাকে পুর্ন ক্যু'তে পরিণত কর‌্তে। যদি তখনকার সেনাপতি ও সিনিয়র অফিসারেরা সমর্থন না করতো, ইহা ক্যু'তে পরিণত হতো না; তখন হত্যাকারীদের অপশন থাকতো: পালিয়ে যাওয়া, আত্মসমর্পণ করা, কিংবা পুরো সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে টিকে থাকা, কিংবা পরাজিত হওয়া এবং অবশেষে জিয়া হত্যার অফিসারদের মত শাস্তির সন্মুখীন হওয়া।

এখন কারো থেকে কিছু না জেনে, শুধু মেটেরিয়েল এভিডেন্স থেকে বলা যায় যে, শেখ হত্যাকারীরা জেনারেল শফি উল্লার সাপোর্ট পায়নি; তারা কার সাপোর্ট পেয়েছিলো, কে ইহাকে পুর্ণ ক্যু'তে পরিণত করলো? যদি সেনাপতি সাপোর্ট না করে, অন্যকেহ কি কারণে সাপোর্ট করলো? যদি সিনিয়র অফিসারেরা সাপোর্ট না করতো, তা'হলে ২০/২২ জন অফিসার কি করতো? সিনিয়র কমান্ড সাপোর্ট না করলে, সেনা বাহিনীর সাধারণ সৈনিকেরা কখনো ইহাকে সাপোর্ট করতো না।



মন্তব্য ৭৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: এসব নিয়ে অনেক পড়তে এবং প্রচুর ভাবতে হবে তাহলেই ফলাফল বেরিয়ে আসবে।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


পড়েন, ভাবেন; কোন না কোন ফুল ফুটবে, কোন না কোন ফল ধরবে গাছে।

২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৭

ডার্ক ম্যান বলেছেন: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দুটো দিক একটি রাজনৈতিক অপরটা সামরিক। রাজনৈতিক ষড়যন্ত্রের কথা আমরা উল্লেখ করতে বরাবরই অনাগ্রহী। সামরিক বাহিনীর সদস্যরা সরাসরি যেহেতু হত্যার সাথে জড়িত তাই তাদের দায়ভার বেশি।
গুটিকয়েক জুনিয়র অফিসারের পাপের দায়ভার পুরো সামরিক বাহিনীর উপর বর্তায়। রেডিও স্টেশনে তিন বাহিনীর প্রধানই খুনিদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


জেনারেল শফি উল্লাহ ওদের সাথে একাত্মতা ঘোষণা করেননি।

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৬

ডার্ক ম্যান বলেছেন: গতকাল এটিএন বাংলায় দেখিয়েছে তিনি করেছিলেন। তিনি তো প্রায় দেড় ঘণ্টা সময় পেয়েছিলেন।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


এটিএন বাংলা মাংলায় যারা কাজ করে, তারা কাজের লোক; তারা অন্যদের কথা, লিখানুসারে কিছু বলে; এটিন ফেটিএন'এ কোন দক্ষ বিশ্লেষক নেই।

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৬

ডার্ক ম্যান বলেছেন: আমার ধারণা আপনি শফিউল্লাহকে পছন্দ করেন যার কারণে এটা আপনি হজম করতে পারতেছেন না।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


আপনার ধরণা সঠিক, আমি উনাকে পছন্দ করি; তবে, তিনি জুনিয়র অফিসারদের এই হত্যাকান্ডকে সাপোর্ট করেননি।

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন:

কে এম সফিউল্লাহ' (বীর উত্তম) এর সাথে আমি।
তার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম।
উনার মুখে সেই সময়ের অনেক কথা শুনেছি।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



তিনি এই হত্যাকান্ড সাপোর্ট করেছিলেন?

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

খাঁজা বাবা বলেছেন: হত্যাকান্ডের পর আরো প্রায় এক সপ্তাহ শফি উল্লাহ সেনা প্রধান ছিলেন।
ওনার সমর্থন না থাকলে এই কদিন উনি কি ব্যবস্থা নিয়েছিলেন?

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


উনাকে অস্ত্রের মুখে এটাসেটা করতে বাধ্য করেছিলো; পাকিস্তান থেকে ফেরত আসা সব অফিসার হত্যাকারীদের পক্ষে ছিলো।

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০২

রাফা বলেছেন: শফিউল্ল্যা নিজের জিবনটা উৎসর্গ করতে পারতেন।সেটাই করা উচিত ছিলো তার সুপ্রিম কমান্ডারকে রক্ষা করতে ব্যার্থ হয়েছে।জিয়ারা যখন ষড়যন্ত্র করছিলো তখন কেনো তার ইন্টিলিজেন্স তাকে জানাতে পারলোনা ! এটাও তার একটা ব্যার্থতা।তবে শফিউল্ল্যা বেচে থাকাতে জিয়ার জড়িত থাকাটা আমরা নিশ্চিত হতে পেরেছি ,এটুকুই শুধু লাভ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


যারা ক্যু'এর জিয়াকে বীর হিসেবে দেখানোর চেষ্টা করেছে, তাকে ভোট দিয়েছে, আজও তাকে নেতা বলছে, তারা জাতির কাছে অপরাধী।

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @তারা কার সাপোর্ট পেয়েছিলো, কে ইহাকে পুর্ণ ক্যু'তে পরিণত করলো?
যদি সেনাপতি সাপোর্ট না করে, অন্যকেহ কি কারণে সাপোর্ট করলো?

...আপনাদের কি হোমওয়ার্ক করে পোস্ট দিতে ইচ্ছে করে না???X( ৭৫এর ঘটনায় আপনার যদি এই হাল হয় তবে বাঁকিদের কী অবস্থা!!!!B:-)



যদি সিনিয়র অফিসারেরা সাপোর্ট না করতো, তা'হলে ২০/২২ জন অফিসার কি করতো? সিনিয়র কমান্ড সাপোর্ট না করলে, সেনা বাহিনীর সাধারণ সৈনিকেরা কখনো ইহাকে সাপোর্ট করতো না।

... এটাই আসল কথা।
জিয়া, খালেদ মোশাররফ, শাফায়েত জামিল সমর্থন দিয়েছে ফারুক-রশিদ গংকে। আর শফিউল্লাহ সমর্থন দিয়েছে(দিতে বাধ্য হয়েছে) সিনিয়র অফিসার দের। তবে সেটা কেন, বা কোন পরিস্থতিতে তার জন্য পন্ডিতি না করে পড়তে হবে....


১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


আরো পড়তে হবে, আরো খেতে হবে, বেশী বেশী পায়খানা করতে হবে; তখন ১৯৭৫'এর ক্যু পরিস্কার হবে!

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

খাঁজা বাবা বলেছেন: ওনার পক্ষের কি কোন জি ও সি ছিল না?
ওনার কমান্ড ফলো করার মত কেউ ছিল না?
তখন উপরোস্থ পদে সব পাকিস্তান ফেরত অফিসার রা ছিলেন?
উনি কেমন সেনা প্রধান? কয়েক জন মেজর ওনাকে ধরাসায়ী করে ফেলল?
শোনা যায় ওসমানী সাহেব ও নাকি খুনিদের পক্ষে ছিলেন, উনি খুনের পর ক্ষমতার কাছা কাছি চলে এসেছিলেন। ব্যাপারটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন?

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


কয়েকজন মেজর নয়, উনার সেকেন্ড-ইন-কমান্ড অনেক কমান্ডিং অফিসারকে দলে নিয়েছিল আগের থেকে; পাকিস্তান ফেরতেরা ছিল মুল বাহিনীর ৮০%।

মুক্তিযুদ্ধ করেছিলেন ৫০/৫৫ জন অফিসার; পালিয়েছিল শ'তের বেশী অফিসার; পাকিস্তান থেকে এসেছিলতিন হাজারের বেশী অফিসার।

১০| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @রাফা
সহমত।

শফিউল্লার আন্ডারে দেশের সব ক্যান্টনমেন্ট ছিল(ঢাকা বাদ দিলেও), নৌবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা ছিল। তাই তাৎক্ষনিক একটা বিমান হামলা(এয়ার স্ট্রাইক) করা যেত!!!

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


শফি উল্লাহ বুঝতে পেরেছিল যে, পাকিস্তান ফেরতরা ও জিয়া এক হয়ে গেছে; কিছু করলে, সেনা বাহিনীর মাঝে যুদ্ধ হবে, ও জিয়াদের গ্রুপ জয়ী হবে।

১১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কথা বলছেন ওস্তাদ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আপনার বুঝার সমস্যা হচ্ছে?

১২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮

ching বলেছেন: লেখাটি ভালো লাগল

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


বিষয়টি পরিস্কার করতে পেরেছি: জিয়াকে সাপোর্ট করে অনেকেই জাতির ক্ষতি করেছে।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা, শোক পালন করলে তো শোক পালনের মতই হওয়া উচিৎ ছিল। কিন্তু পনেরো আগস্টে যে সারাদেশে বিরিয়ানির মহোৎসব শুরু হয়ে যায় তা নিয়ে আপনি কিছু বলেন না কেন? বাঙ্গালির শোক আর সুখের দিনে পার্থক্য কোথায় বলবেন কি?

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



একমাত্র শেখ হাসিনা ব্যতিত, আওয়ামী লীগের লোকজন খুশী যে, শেখ সাহেব নিহত হওয়ায়, তারা আজকে এত আয় করতে পারছে, এ্ত অন্যায় করতে পারছে, এত দখল করতে পারছে।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




আপনার পোস্টের শিরোনাম প্রসঙ্গে বলি -- এটি কোনও সামরিক বা বেসামরিক ক্যু নয়, স্রেফ হত্যাকান্ড ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


এটা ছিল হত্যাকান্ড; এটাকে হাইজ্যাক করেছে জিয়া ও পাকিস্তান ফেরত অফিসারেরা।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

গরল বলেছেন: জেনারেল শফিউল্লাহ ইতিহাসের সবচেয়ে অযোগ্য ও অথর্ব সেনা প্রধান, বঙ্গবন্ধুর আর একটা ভুল ছিল উনি যোগ্য লোককে যোগ্য যায়গায় বসাতে পারেন নাই বা বসান নাই গদিচ্যুত হওয়ার ভয়ে। শেষে পঁচা শামুকে পা কাটল। ট্যাংক ভর যখন কুর্মিটোলা ক্রস করছিল তখন এক পুলিশ সার্জেন্ট ওয়াকিটকিতে খবর দিয়েছিল, পুলিশ, রক্ষীবাহিনী বা সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, পিজিআর, এসবি, সিআিইডি কেউই সেই খবরটা পেল না বা পেলেও এর গুরুত্ব বুঝল না এটা হয় কি করে। এটা একটা সরকারে টোটাল ফেইলর, সরকারে কোন সংস্থাই সেদিন কোন কাজ করে নাই। শহর, নগর বা যে কোন রাস্তা দিয়ে সেনা বহর বা সাঁযোয়া বহর যেতে হলে পুলিশ কমিশনার বা সেই জেলার এসপিকে অবহিত করতে হয়, এটা সামরিক ও বেসামরিক উভয় আইন এই আছে। এবং যে রাস্তা দিয়ে যাবে সেটা পূর্বনির্ধারিত থাকবে এবং ঐ রাস্তার সকল থানার পুলিশ ও ট্রাফিক পুলিশও সেটা আগে থেকেই জানবে। পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া কোন সামরিক বহর রাস্তায় নামার অনুমতি নাই বা প্রশ্নই উঠে না। অতএব এত বড় ব্যাত্যয় ঘটল আর কেউই জানল না বা আমলে নিল না সেটা বিশ্বাস করা কঠিন।

@ অচেনা হৃদি: আমাদের দেশে কেউ মারা গেলে তার কুলখানী বা মৃত্যু দিবসে সবাইতো ভোজের আয়োজন করে বা নিদেন পক্ষে মিষ্টি বিতরণ করে সামর্থ্য অনুযায়ী, এর মধ্যে ব্যাতিক্রম কি দেখলে তুমি বুঝলাম না? /:)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাকে দেখে, শেখ সাহেব সম্পর্কে কিছুটা অনুমান করা যায়; শেখ সাহেব সব যায়গায়, উনার পরিচিত অদক্ষদের নিয়োগ দিয়েছিলেন; সবকিছুর উপর একটা পর্যবেক্ষক গ্রুপ প্রত্যেক সরকারের থাকে; শেখ সাহেবের ছিল, ফজলুল হক মনি, তোফায়েল, নুরে আলম সিদ্দিকী ও আরো কয়েকজন ইডিয়ট।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- 1.আপনার প্রিয় জেনারেল শফিউল্লাহ্কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা coward এবং liar বলেছেন। বঙ্গবন্ধু হত্যার প্রাণদণ্ড প্রাপ্ত আসামী সুলতান শাহরিয়ার রশিদ খানের murder convict trial-এর শুনানিতে প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম 15 আগস্ট বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জেনারেল শফিউল্লাহ্ সম্পর্কে এই মন্তব্য করেন। (27
October 2017,The Daily Star)

2. আপনার পছন্দের জেনারেল শফিউল্লাহ্ খোন্দকার মোশতাক সরকারের অধীনে 1975 সালেই রাষ্ট্রদূতের চাকরি নিয়ে মালয়েশিয়া চলে যান।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেল শফিউল্লাহ্ ছিলেন মুক্তিযোদ্ধা জেনারেল, সেজন্য উনি আমার প্রিয় ব্যক্তিদের একজন; আপনার প্রিয় হওয়ার কথা নয়, গোলামে আজমের প্রিয় হওয়ার কথা নয়।

উনি পরিস্হিতি থেকে বুঝতে পেরেছিলেন যে, উনি ব্যর্থ হয়েছেন, উনার ভুলের কারণে অনেক কিছু ঘটেছে; তখন সেনা বাহিনীর সাধরণ সৈনিকদের যাতে রক্তপাত না হয়, সেটার দিকে গেছেন।

১৭| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী - sorry , ডাবল পোস্ট। correction- 27 October 2009, The Daily Star

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



27 October 2009, The Daily Star; এগুলোতে বেশীরভাগ লেখা, ইডিয়টদের লেখা।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

Mohammad Israfil বলেছেন: ভাই, তখনকার রাজনৈতিক, দেশের পরিস্থিতি বিবেচনা করে দেখবেন। তখন বুজতে পারবেন।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই বুঝতে পারবো!
আপনার কি অবস্হা, প্রশ্নফাঁস করা লাগবে?

১৯| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

ঈশ্বরকণা বলেছেন: "The sudden overthrow of a government by a usually small group of persons in or previously in positions of authority." (American Heritage Dictionary of the English Language, Fifth Edition. 2016 , Houghton Mifflin Harcourt Publishing Company.)
মিলিটারি ক্যু মানেইতো সামরিক বাহিনীর ছোট একটা গ্রূপের আইন ভেঙে সরকার অপসারণ ! ১৫ই আগস্টে ক্যুই হয়েছিল I (আপনার কথা মতো) সিনিয়র অফিসাররা যদি সমর্থনা নাও দিতেন আর সরকার অপসারণে জড়িত সব লোকজনের বিচার হতো, মৃত্যুদণ্ডও হতো তাহলেও সেটা ক্যুই হতো বই ডেফিনিশন ই প্রেসিডেন্ট জিয়ার হত্যাকান্ড ডেফিনিশন অনুযায়ী আর্মি ক্যু I দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই I আপনি এই দুই ক্যুর মধ্যে পার্থক্য করতে চাচ্ছেন কেন বুঝলাম না I

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমি পার্থক্য করতে চাচ্ছি, কারণ, আমি বুঝতে চাচ্ছি; আপনি, বইয়েরটা মুখস্হ করেন।

২০| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: শেখ মুজিব মাথামোটা ছিলেন। ইন্দিরা গান্ধী তাঁকে দু-দুবার সতর্ক করেছিলেন। "র" -প্রধান রামেশ্বর কাও কে ব্যক্তিগত ভাবে তাঁর কাছে পাঠিয়েছিলেন।

"....Rahman had dismissed the concern with a wave of his hand. Kao did not argue but said the Indian information was reliable and he would send him more details of the plot."

এটা ডিসেম্বর ১৯৭৪।কাও মার্চ ১৯৭৫ এ আরেক "র " অফিসার কে শেখ মুজিবএর কাছে পাঠান।

"....who gave Rahman exact details of the units and ranks of the serving and dismissed officers who were hatching the plot to overthrow his post-independence government.

"But again, he (Bangabandhu) was not convinced," it said.

Kao wrote in the Indian weekly Sunday (23-29 April 1989) that: "conspiracies against his life were being planned in two units of his army, namely the artillery and cavalry. Unfortunately, the Shiekh ignored all these warnings.''

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব দেশ পরিচালনায় ভালো একজন ছাত্রলীগার ছিলেন।
কিন্তু যারা উনাকে হত্যা করেছে, যারা হত্যাকারীদের সমর্থন দিয়ে দেশ দখল করেছে, তারা জাতির কি হওয়া উচিত?

২১| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জেলহত্যার পিছনে সেনাবাহিনীর মোটিভটা কি ছিলো?

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা চেয়েছিলো, বাংলাদেশ দেশ সোস্যালিষ্ট ব্লকে না যায়! আপনি নিজেও তো সোষয়ালিজম বিরোধী, সঠিক?

২২| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শফিউল্লাহ যদি বিএনপি-তে যোগ দিত তাহলে আপনার স্ট্যান্ড এটাই থাকত?

শফিউল্লাহকে এত মহান বানানোর তো কিছু দেখি না। শাফায়েত জামিল নাকি চেষ্টা করেছিলেন একটু প্রতিরোধ করতে। কিন্তু তিনিও মাঝপথে সৈনিকদের বাধায় ফেরত আসতে বাধ্য হন কারণ ততক্ষণে মুজিব হত্যা শেষ। শফিউল্লাহ বলেছে, শাফায়েতকে নির্দেশ দেয়া হয়েছিল ট্রুপ নিয়ে যেতে, কিন্তু শাফায়েত নাকি নির্দেশ মানেনি। অন্যদিকে শাফায়েত জামিল বলেছে, তিনি কোন নির্দেশ পাননি। তাহলে দেখা যাচ্ছে যে কোন একজন মিথ্যা কথা বলছে...
view this link

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


শফিুল্লাহ যখন কমান্ড দিতে চেয়েছেন, তখন উনার কমান্ড ঠিক মতো নীচের দিকে যেতে পারেনি; মাঝ পথে কিছু সিনিয়র অফিসার ওগুলোকে আটকে দিয়েছে।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমেরিকা চেয়েছিলো, বাংলাদেশ দেশ সোস্যালিষ্ট ব্লকে না যায়! আপনি নিজেও তো সোষয়ালিজম বিরোধী, সঠিক?

আমি রাজনীতি এখনো ভালো বুঝি না। সোষয়ালিজম সম্পর্কে কখনো পড়া-লেখা করিনি।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনার আপাতত পড়ালেখা কোন বিষয়ে, কোন স্তরে?

২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

বিদেশে কামলা খাটি বলেছেন:
ক্যু কি কোন বৈধ কাজ?
ক্যু, ফু এই সব কোন বৈধ কাজ নয়।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


একটা জাতির অর্ধেক মানুষ "ক্যু"কে ও ক্যু'এর নায়ককে সমর্থন করেছে; দেশের অর্ধেক লোক দেশের ক্ষতি করেছে

২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজকের ব্রেকিং নিউজ -

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার কাছে এখন অনেককিছু সম্পর্কে তথ্য আছে; শেখ সাহেবকে হত্যার আগে পরে, অনেক আলাপ আলোচনা হয়েছে।

২৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

আরণ্যক রাখাল বলেছেন:
খুব কম দেশের সামরিক বাহিনীর পক্ষেই স্বদেশ রক্ষা করা কঠিন, কিন্তু প্রতিটি দেশের সামরিক বাহিনীই ইচ্ছে করলে দখল করে ফেলতে পারে নিজের দেশ

কথাগুলো হুমায়ুন আজাদ বলেছিলেন, 'জলপাই রঙের অন্ধকার' নামের বইয়ে। আমাদের আসলে সেনাবাহিনীর দরকার নেই। আমাদের মুক্তিযুদ্ধেও সেনাবাহিনীর অবদান খুব একটা নেই। সত্যি বলতেয ভারত সাহায্য না করলে আমরা নব্বই বছর যুদ্ধ করলেও স্বাধীন হতে পারতাম না। আর আজও, পাশের কোন দেশ আমাদের আক্রমণ করলে, আমাদের সেনাবাহিনী হয়ত ২ ঘণ্টা টিকবে না। তারপরও তাদের সাদা হাতিত মত পালন করা হচ্ছে।
বাংলাদেশের সেনাবাহিনী গত কয়েকবছরে কয়েকবার ক্ষমতা দখল ছাড়া আর কিছুই করেনি উল্লেখ করার মত। মনে করি না দেশে সামরিক কোন বাহিনীর দরকার আছে

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



যেকোন ধরণের ইমারজ্ন্সীর জন্য আমাদের দরকার ২০ হাজারের মত সৈনিক ও দরকারী অফিসার; দেশের প্রতিটি নাগরিক ২ মাস সামরিক ট্রেনিং দিয়ে রিসার্ভে থাকবে; সামরিক ট্রেনিং নিলে, জাতির চরিত্র ও স্বাস্হ্য ভালো হয়ে যাবে

২৭| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৮

রাকু হাসান বলেছেন: আচ্ছা তাহলে এরশাদ নিয়ে বিম্পির উচ্চ বাচ্য করতে দেখি কেন ? কি কারণ হতে পারে স্যার ?

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


যার বিএনপি করে, ওরা জাতির ইডিয়ট অংশ; বিএনপি'র লোকেরা বলে, এরশাদ ক্ষমতা দখল করেছিলো, জিয়া করেনি

২৮| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

কাউয়ার জাত বলেছেন:

জনাব গাজী মিয়া। এখানে আপনি কি বুঘাতে চেয়েছেন? "বেশী বেশী পায়খানা করলে ১৯৭৫'এর ক্যু পরিস্কার হবে? না কি গু পরিষ্কার হবে?

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


এক ব্লগার তাঁর মন্তব্যে আমাকে আরো পড়তে উপদেশ দিয়েছিলেন; ব্লগে কাউকে পড়তে উপদেশ দেয় ইডিয়টরা; সেই কারণ, এই ধরণের প্রতিউত্তর।

২৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২৯

মামুন ইসলাম বলেছেন: শফিউল্লাহ কে ?
এই সব কচু মার্কা গেছু টাইপের লেখা থেকে বিরত থাকুন । পারলে নাটক কবিতা লেখা শুরু করেন । দেশের বাহিরে থাইক্কা
অনেক বড় বড় লেকচার দেয়া যায় আসল কামের কিছুই হয়না। আপনিও আজকাল লিলিপুতিয়ান প্রোপাগাণ্ডা লেখক হয়ে যাচ্ছেন।

১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে হত্যাকান্ড ঘটায়, আজকে শেখ হাসিনা দেশ চালাচ্ছেন, বেগম জিয়া জেলে আছেন।

৩০| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনার আপাতত পড়ালেখা কোন বিষয়ে, কোন স্তরে?

আমি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ে পড়া-শোনা করা শুরু করেছি। একদম প্রাথমিক পর্যায়ে আছি। জিজ্ঞাসা করার জন্যে ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



শুভকামনা রলো।
চীন ও রাশিয়া আজকে যেই অবস্হানে আছে, সেটা সোস্যালিজমের গুণে।

৩১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: রাজনীতি ব্যাপারটা ভালো বুঝি না। প্রথমত, স্মরণশক্তি কম মনে হয় আমার। দ্বিতীয় কথা, কে যে ঠিক আর কে ভুল, উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করেছে বুঝা মুশকিল লাগে।

শাহাদুজ্জামানের " ক্রাচের কর্ণেল" নামের একটা বই পড়লাম কয়েক বছর আগে ( হয়ত দু বা তিন বছর) । এই লেখককে পছন্দ করি তার লেখার কারণে। প্রথমবার যখন তার এই বইটা পড়লাম, খুব আবেগতাড়িত হয়েছিলাম। পড়া শেষ হবার পর আবেগ কমলে বুঝেছিলেম বইয়ের লেখকও আবেগতাড়িত হয়েই লিখেছিলেন। কারণ কর্ণেল তাহেরের সম্পর্কে নানা ধরণের মত পেলাম। এই বইয়ের ছিল জিয়ার ক্ষমতায় আসার ধাপ, তাহেরের বিচারকাজ ইত্যাদি এবং তাহেরের শৈশব থেকে শেষ পর্যন্ত!

কোন অথেনটিক বই গুলি পড়লে ইতিহাসের এইসব ক্যু ফ্যু সম্পর্কে ধারণা পাবো, জানাবেন। আমার একটা বই পড়ার চিন্তা আছে, বইটা এখনও হাতে আসেনি । সুহান রিজওয়ানের " সাক্ষী ছিল শিরস্ত্রাণ" বইটা, তাজউদ্দিন আহমেদকে নিয়ে লেখা আর আরেকটা " কারাগারের রোজনামচা" বঙ্গবন্ধুকে নিয়ে লেখা।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমার চোখে সমস্যা আছে, আমি কারো বই পড়তে চাইলেও পড়তে পারি না, ২/৪ পাতা পড়ার পর, আর পড়া হয় না; ফলে, আপনাকে কোন বই'এর কথা বলতে পারবো না; তবে, বাংগালী লেখকদের রাজনীতি বই মোটামুটি গার্বেজ

৩২| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: গার্বেজ থেকে যতটা নেয়ার মত ততটাই নেবো। বই পড়ার ধৈর্য দিন দিন কমে যাচ্ছে এটা এলার্মিং একজন পাঠক হিসেবে, আমার কাছে!

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


বিমেলার বইগুলো কারা লিখছে, কেন লিখছে বুঝা মুশকিল!

৩৩| ২০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:


চাচাজি নতুন পোস্ট পাচ্ছি না যে। অসুস্থ নাকি।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


না, অসুস্থ নই, ধন্যবাদ; লিখবো শীঘ্রই

৩৪| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬

রানার ব্লগ বলেছেন: আন্ধকারতম অধ্যায় ৭৫ থেকে শুরু , ভাবতে ভাবতে ভাবনাই ছেরে দিয়েছি !!!

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


'৭৫ সালের হত্যাকান্ড বাংগালীকে কক্ষচ্যুত করেছে, আমরা কোনভাবেই স্বাভাবিক অবস্হায় ফিরতে পারছি না।

৩৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: আশা করি আপনি ভালো আছেন। নিয়মিত লিখছেন এ জিনিসটাও ইতিবাচক। ভালো থাকুন।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনাকে কিছুদিন দেখিনি,সবকইছু ভালো তো?

৩৬| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুনি ডালিমের লিখা একটা বই পড়েছিলাম। শফিউল্লাহ'র কিছু ডিসিশনস নেওয়ার কাহিনী পড়ে মনে হলো, উনার উপস্থিত বুদ্ধি কম ছিলো। তৎক্ষণাৎ সঠিক ডিসিশন নিতে পারতেন না।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ডালিম হলো ২ পয়সায় বিক্রয় হয়ে যাওয়া জল্লাদ; তারও আবার বই?

শফিউল্লাহ সাহেব সেনাপ্রধান হিসেবে অদক্ষ ছিলেন, না হয়, ১৯৭৫ সালেই জেনারেল জিয়ার ফাঁসি হতো।

৩৭| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সম্পদহীনদের শিক্ষাই সম্পদ
কলেজে যাই, কোচিং করি, প্রচুর চাপ। তাই ব্লগ থেকে ইস্তফা নিয়েছি। ঈদের ছুটিতে লিখছি। এখন থেকে ছুটিছাটায় লিখবো। তবে পড়া কিন্তু বন্ধ করিনি। আপনি কবে কোথায় কি মন্তব্য করেছেন সব মুখস্ত আছে। হাহাহা

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আজকের বাংলাদেশে, ৪০% শিশু জন্ম নিচ্ছে "ভুমিহীন" পরিবারে; আামদের দেশের মতো দেশে, ভুমি না থাকলে, ভয়ানক সমস্যা! যাক, পড়ালেখা এদের ও সবার জন্য একমাত্র ভরসা।

পড়ালেখা ঠিক রাখুন, বাকী সবই সেকেন্ডারী; আপনার সফলতা কামনা করছি।

৩৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্য অনেকে সহ্য করতে পারেনা, হয়তো এড়িয়ে চলে নয়তো অন্যকিছু প্রসঙ্গে নিতে মিথ্যাচার করতে থাকে।
ভালো লাগলো আলোচনা।
একমত

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:


যারা জাতী ঘটনাসমুহকে সঠিভাবে বুঝে না, তারা জাতির জন্য বোঝা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.