![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ সাহেবকে হত্যা করা না হলে, বিএনপি কি গঠিত হতো? এই ব্যাপারে আপনার একটা লজিক্যাল বক্তব্য থাকার দরকার আছে! শেখ সাহেবকে হত্যা করার পর, তৃণমুল আওয়ামী লীগের লোকজন ভয়ে ও হতাশায় চুপ করে ছিলো; তারা কিন্তু শেখ সাহেবের হত্যাকারীদের দলে চলে যাননি; তারপরও, জেনারেল জিয়া এত ভোটে জিতলেন কি করে? এতে প্রমাণিত হয়েছে যে, যারা পাকিস্তান থেকে স্বাধীনতা চায়নি, তাদের সংখ্যাটি ছোট ছিলো না। যারা পাকিস্তান থেকে স্বাধীনতা চায়নি, সেগুলো জাতীয় আগাছা।
শেখ সাহেব বেঁচে থাকাকালীন নতুন দল হয়েছিল "জাসদ"; ব্লগে যারা ১৯৭১'এর জেনারেশন আছেন, তারা বলতে পারবেন যে, জাসদ এত বেশী জনপ্রিয় হয়েছিলেন যে, শেখ মুজিবকে একটি দ্বীপের মতো দেখা যাচ্ছিল। জাসদে এত লোক কোথা থেকে এসেছিলো? যেহেতু জাসদ হয়েছিলো ছাত্রলীগ থেকে, এখানে কিছু ছিলো আওয়ামী লীগের লোকজন; বাকীরা কাহারা? বাকীরা পুরো মুসলীম লীগ ও জামাত!
জেনারেল জিয়া বিএনপি গঠন করার পর, আওয়ামী লীগের তৃণমুল এতে এসেছিল? মোটাই না, এসেছিল পুরো জাসদের লোকজন, একদিনেই জাসদ খালি।
শেখ সাহেবের ক্রমাগত ভুল পদক্ষেপের কারণে তৃণমুল বাংগালীরা ক্ষিপ্ত হয়েছিল, হতাশ হয়েছিল, কিন্তু তাঁরা কোনদিন জাসদে যাননি, বিএনপি'তে যাননি। বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাসীরা কিছু রাজনীতি বুঝতেন; মুসলীম লীগ, জামাত ও বিভিন্ন ধর্মীয় দলগুলোর লোকেরা আধুনিক রাজনীতি বুঝতেন না; তারা নিজে কিছু না পেয়েও, মনে করতেন যে, আইয়ুব খানেরই দেশ চালানো উচিত; ফজলুল হক-মওলানা ভাসানীরা বাংগালী, এরা দেশ চালনোর উপযুক্ত নন।
আজকে সেই বিএনপি আছে, সেই আওয়ামী লীগ আছে, জামাত আছে, বিএনপি'র ছোট ভাই জাপা আছে, জাসদ আছে! সবার জন্মের ইতিহাস আছে! শেখ সাহেবকে হত্যা না করেও জাসদ হয়েছে; কিন্তু শেখ সাহেবকে হত্যা করতে না পারলে, বিএনপি হওয়ার কোন সম্ভাবনা ছিলো না, জাপা হওয়ার কোন সম্ভাবনা ছিলো না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
আমার ধারণা, এতে আপনারও লালনীল সুতা বের হচ্ছে, কিন্তু আপনি তাতেই খুশী
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
রাকু হাসান বলেছেন: যথার্থ বলেছেন স্যার সহমত আমি ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
তাজুদ্দিন সাহেবকে এই দলের সারে পরিণত হতে হয়েছে।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: জিয়া তখনকার রাজনীতিবিদদের ভুলের সুযোগ নিয়েছেন। আমাদের সাধারণ মানুষগুলো আগেও রাজনীতি বুঝতো না। এখনো বুঝে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
তখনকার লোকজন ২ ভাগে বিভক্ত ছিলো, বাংগালী জাতীয়তাবাদী ও বৃহত্তর পাকিস্ত্যানে বিশ্বাসী; জিয়া ২য় ভাগকে টেনে নিয়ে শ্রমিক মৌমাছিতে পরিণত করেছে।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, ভালো আলোচনা, কখনও সম্ভব হতোনা মনে হয়, শেখ সাহেব না থাকলে খালেদা জিয়ার নামের শেষের অংশও কাটা যেত।
ভুল কিছুই করেননি শেখ সাহেব, ভুল ছিল তাঁর কঠোর হতে না পারা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ও স্বাধীনতাকামীদের স্বপ্ন, বিশ্বাস, আশার মাাঝে মিল ছিলো না; শেখ সাহেব পশ্চিম পাকিস্তানে বনদী থাকায়, মানুষের ত্যাগ, কষ্ট, স্বজন হারানোর বেদনা অনুধাবন করতে ব্যর্থ হন; যার ফলে, তিনি বড় বড় পদক্ষেপ নেননি, গা লাগায়ে বসেছিলেন।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
সনেট কবি বলেছেন: সহমত
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
জাতি এইভাবে বিভক্ত হতো না; জেনারেল জিয়া মুক্তিযোদ্ধা হিসেবে সন্মানের সাথে বেঁচে থাকতেন, বেগম জিয়া লালঘরের ভাত খেতেন না; জিয়া এক জাহান্মামের সৃষ্টি করে গেছেন।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কলাবাগান১ বলেছেন: বিএনপি এর জন্মই স্বাধীনতার চেতনা হত্যার উপর ভিত্তি করেই...
কিছু জামাতি আমলের মেজর যাদের নীল নক্সার নির্বাচন করার অভিজ্ঞতা আছে, যারা পাকি সেনাবাহিনী তে থেকে পাকিস্হান ফেরত (স্বাধীনতার পর), তারা এখন শংকা প্রকাশ করে আবার নীল নক্সার নির্বাচন হবে....
তেলাপোকার এক্সরে এর ছবি যে বুঝে না, সে ও এখন শুশীল সেজে জামাতি-বিনপি এর প্রপাগন্ডায় নেমেছে...
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
জাতির কমবুদ্ধিমান অংশকে জিয়া কাজে লাগায়েছে; গণতন্ত্রের দিক থেকে তাদের ওজন আছে।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়,
এইভাবে ব্যাখ্যাতে আমার একটু আপত্তি আছে। যে কোনও দেশে বিদেশী শক্তির বিরুদ্ধে লড়াই করার সময় দেশীয় জনগন নিজেদের মত ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে অথবা সমান্তরাল লড়ায়ে সামিল হয়। শ্রদ্ধেয় জাতিরজনকের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেটাইতো একটি মত। যদি ওনাকে হত্যা না করা হত তবওু বি এন পির জন্ম কেউ আটকাতে পারতোনা ।
আমি রেফারেন্স হিসাবে ভারতের জাতীয় কংগ্রেসের কথা বলবো। জন্মের প্রথম চল্লিশ বছর কং ইতিহাস বারে বারে চেঞ্জ হয়েছে। একটি সাম্প্রদায়িক ট্টেন্ড সূচনা লগ্নেই ছিল। যেটা পরে অনুকুলে কাজ না হওয়ায় জনসংঘ নামে বিকাশ লাভ করে। যারা পরে আরও নবকলেবর ধারন করে বিজেপি নামে পরিচিত হয়ে এখন দিল্লীতে ক্ষমতাসীন।
সুতরাং মতবিরোধ থেকেই পৃথক গোষ্ঠী বা পৃথক দল ইতিহাসে বারে বারে ঘটেছে। তবে ওনার মৃত্যু এভাবে না হলে হয়তো আরও সময় লাগলো এহেন দলের জন্মলাভে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
ভারতীয় কোন দলটি ভারতীয় সেনাবাহিনীর কোন জেনারেল ক্ষমতায় থাকার সময় সৃষ্টি করেছেন?
শেখ সাহেব থাকা অবস্হায় জাসদ হয়েছিল, আরো দল হতো; আওয়ামী লীগ থেকে ভালো দল হতো; তবে, শেখকে জীবিত রেখে কোন মিলিটারী জেনারেল কোন দল করতে পারতো না।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি একটা ফাউল লেখক। রাজনৈতিক সমালোচনার করার মত ঘিলু আপনার নেই।...
@ শেখ সাহেবকে হত্যা করা না হলে, বিএনপি কি গঠিত হতো?
না।
@ জেনারেল জিয়া এত ভোটে জিতলেন কি করে? এতে প্রমাণিত হয়েছে যে, যারা পাকিস্তান থেকে স্বাধীনতা চায়নি, তাদের সংখ্যাটি ছোট ছিলো না।
১৯৭০এর নির্বাচনে ১৬৯টি জাতীয় আসন আর ৩০০টি প্রাদেশিক আসন কি শেখ সাহেব চুরি করে জিতেছিল???
কথায় কথায় পাকি পাকি করা আপনাদের একটা মুদ্রা দোষ। থাকেন তো দেশান্তরী হয়ে, দেশের মানুষের মন বোঝার মত মগজ আছে??
@ কলাবাগান১
ব্লগে একটা লোক দেখান হে,
যে নিজেকে রাজাকার বলে দাবী করে, দেশ পাকিস্তানের সাথে থাকুক এটা চায়।
ওর নাক আমি ফাটামু.....
পুনশ্চঃ
স্বাধীনতার এতদিন পরে এসেও কামড়া কামড়ি করলে, এ দেশ আগাবে কীভাবে???
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
রিজভী, বেগম জিয়া, ড: খোন্দকার, আমান উল্লাহ আমান, খায়েরুল কবীর খোকন, মওদুদের সাহায্যে দেশ আগাবে না, এগুলো আগাছা; জেনারল জিয়া গাছ কেটে আগাছার চাষ করে গেছে, জমি খালি নেই, আগাছায় ভরে আছে।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
প্রশ্নবোধক (?) বলেছেন: নিজেদের সূর্য সন্তানদের হত্যা করে জাতি কোন দিকে এগুতে চায়। জাতীয় চার নেতা, সেক্টর কমান্ডার সহ যারা পূর্ণ স্বাধীনতা যুদ্ধের পটভুমি জানতেন, তাদের হত্যা না করলে আমরা আজ বিশ্বের প্রথম কাতারে থাকতাম।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
দেশের বড় একটা অংশ নিজের পায়ে ও জাতির পায়ে কুড়াল মেরে চলেছে; তারা নাকি 'বহুদলীয় গণতন্ত্র' কায়েম করেছে, যার বলি হলো: শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, ৩ জন মুক্তিযোদ্ধা জেনারেল, হাজারের বেশূ মুক্তিযোদ্ধা সৈনিক, ১০০জনের বেশী মুক্তিযোদ্ধা অফিসার; এই অজগরেরা নাকি রাজনীতি করছে! এইটা নাকি একটা দল!
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই বিএনপি গঠিত হত না। শেখ সাহেবের বিকল্পও ছিল না স্বাধীনতার পর পর। কিন্তু দেশ চালানোতে ব্যর্থতার জন্য জাসদ দাঁড়িয়ে যায়। তারপর উনার মৃত্যুতে শূন্যতা পূরণ করতে একটা দল বা ব্যক্তিকে আসতেই হত...
খালেদ মোশাররফ যদি জিতে যেত তাহলে কি আওয়ামী লীগ টিকে যেত ঐ সময়?
তাহের যদি ধরা না খেত তাহলে কি জাসদ ক্ষমতায় চলে আসত ঐ সময়?
আপনার কী মতামত?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
জাসদ ছিল মুসলীম লীগ, জামা্ত ও কিছু ছাত্রলীগের ক্রিমিনালের দল, ওরা ক্ষমতায় আসতে পারতো না; ওদেরকে পুঁজি করে জিয়া ও কিছু আইয়ুবের পোষ্যপুত্ররা বাংলাকে পাকী ট্রেকে নিয়ে গেছে।
পাকিস্তানী মিলিটারীর ইচ্ছা পুর্ণ হয়েছিল, বাংলাদেশেও তাদের মতো মিলিটারীর বুটের নীচে চলে গিয়েছিলো।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪
লায়নহার্ট বলেছেন: {শেখ সাহেব বেঁচে থাকলে, বিএনপি সৃষ্টি হতো না, শেখ হাসিনাও ক্ষমতায় আসতো না। তবে তিনি নিজে এত বছর দেশ পরিচালনা করতে পারতেন কি?}
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা, রওশন, বেগম জিয়া, এসব সাধরণ গৃহবধুরা নিজের পরিবার চালানোর মতোও দক্ষ নন; জিয়া শেখকে মেরে জাতিকে আগাছার মাঝে ছুঁড়ে ফেলে গেছে; নিজে মরেছে; াজুদ্দিন সাহেবর মত লোককে মেরেছে।
শেখ সাহেব থাকলে, রাজনীতি ভালো দিকে যেতো, যেই আসতো ভালো কিছু করার চেষ্টা করতো; উনি ক্ষমতায় না থাকলেও রাজনীতিজানা লোকেরা দেশ চালাতো; পিন্টু, আমান উল্লাহ আমান, শামীম ওসমান জাতির হাল ধরতো না।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: আপনি বলেছেন- ''শেখ মুজিব ক্রমাগত ভুল পদক্ষেপ----''
কি ভুল পদক্ষেপ?
তিনি তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে সারিয়ে তুলতে চেস্টা চালিয়েছেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
ফাইন্যানসিয়েলী হিসেব করলে, দেশ যুদ্ধে বিধ্বস্ত হয়নি; মানুষ মারা গেছে, ঘর পুড়েছে, ছোটখাট ব্রীজ ভেংগেছে; সেগুলো মানুষই আবার গড়ে তোলার কথা। মানুষ বাড়ীতে বেকার বসেছিলো, শেখ সাহেব তাদেরকে ঘর তুলতে, ব্রীজ বানাতে, চাষ করতে হুকুম দেননি।
উনার ভুলের জন্য ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে; জাপান, ভারত, কানাডা, জার্মানী পাশে থাকার পর, খাবারের অভাব হতো না, উনি সময় মত টের পাননি।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
অনল চৌধুরী বলেছেন: এর উত্তর এক কথায় না।
এজন্যই প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তানের নির্দেশে ১৯৯১ সাল থেকে চুন্নি খালেদার ৩ নম্বর জন্মদিন ১৫ই আগষ্ট।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান তার পরাজয়ের প্রতিশোধ নিয়েছে জিয়া পরিবারকে ব্যবহার করে; এটা পরিবার নয়, মগজহীন, লোভী, চোর-ডাকাতের সমষ্টি।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গাজী ভাই, আপনার সমালোচনা দেখলে হাসি পায়। যুক্তির বদলে নিজের ধ্যান, ধারণা আর উক্তি ঝাড়লে হবে??
নতুন প্রজন্ম ভালো-মন্দ বোঝে।
তারা তো কানাবগীর ছা নয়. ।
(মুছে ফেলা প্রতিউত্তর প্রসঙ্গেঃ)
আমার কোন দলের ট্যাগ লাগাতে হয় না। দলের চেয়ে দেশকে বেশী ভালোবাসি, যারাই আকাম করে তাদেরই ঝাড়ি। মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে আমি, দলকানা নই। কারো গোলামি করি নি, করবও না।।
জয় বাংলা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
নতুন প্রজন্ম, প্রশ্নফাঁস প্রজন্ম; এর বাইরে আরো কিছু আছে?
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
গিলগামেশের দরবার বলেছেন: রাজনৈতিক ঘটনা প্রবাহের নিয়ন্ত্রন আমার-আপনার কাছে নাই। তবে একথা সত্য যে শেখ সাহেব মারা না গেলে আওয়ামীলীগের অস্তিত্ব নতুন করে রিবার্থ নিতে পারত না। তার নবগঠিত বাকশালের কাছে আওয়ামীলীগ ম্লান হয়ে পড়ত। শুধু বিএনপির জন্ম নিয়ে আর্টিকেল লিখলে অনেক অনেক প্রশ্ন সন্দেহাতীত ভাবে ব্যখ্যা করা যায় না। পারিপার্শিক সকল বিষয় গুলাও ক্লিয়ার করার দরকার ছিল। এখন আপনি যদি এন্টাইটেলড "শেখ সাহেব ও বিএনপি জন্ম" নিয়ে লেখেন তাইলে কিছু বলার নাই।
আমি আপনার সাথে এই ব্যাপারটাতে একমত নই কারন বাংলাদেশের ইতিহাসের এই কার্যকরনটা হলো, একে অপরের পরিপূরক। যেমন, আপনি এই পোস্টটা না লিখলে এই কমেন্ট করতাম না।
আশা করি করি বুঝাতে পেরেছি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২
চাঁদগাজী বলেছেন:
সঠিক রাজনৈতিক দল গঠন এক বিশাল প্রক্রিয়া: ড: কামাল, ডা: বদরুদ্দোজা, কর্ণেল অলি, ব্যরিষ্টার হুদা দল গঠন করেছেন, কিন্তু এগুলো কোন রাজনৈতিক দলে পরিণত হয়নি; কারণ, মানুষের জন্য কিছু নেই সেখানে। বিএনপি'তে কি ছিল মানুষের জন্য?
বিএনপি'তে ছিলো, বৃহত্তর পাকিস্তান ভাংগার প্রতিবাদীদের ঐক্য; যারা পাকিস্তান "না ভাংগার" পক্ষে ছিলো, তারা পরাজিত হয়েছিল; পরাজিতদের মনে ক্ষোভ ছিলো; জেনারেল জিয়া এদেরকে কিছু দেয়নি, তাদের পরাজয়ের গ্লানি ঢাকার পথ করে দিয়েছিল, যা বেঠিক।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৯
অনল চৌধুরী বলেছেন: সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বেশীরভাগ গোমূর্খ জনগণএই ২০১৮ সালে এসে এখন পর্যন্ত মানুষ চেনে না,মার্কা চেনে।
তাই মূলমার্কার বাইরে গয়ে দল ভেঙ্গেও কেউ সুবিধা করতে পারেনি আর পারবেও না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
১৯৭১ সালের পরে, বেশীর সাধরণ মানুষ রাজনীতিবিদদের উপর আস্হা হারায়ে, নিজেরা মুর্খে পরিণত হয়েছে।
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪০
চঞ্চল হরিণী বলেছেন: এই পুরো পোস্ট এবং সকল মন্তব্য ও প্রতিমন্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল,
'জাতির কমবুদ্ধিমান অংশকে জিয়া কাজে লাগায়েছে; গণতন্ত্রের দিক থেকে তাদের ওজন আছে'।
জাতির কম বুদ্ধিমান অংশ এবং গণতন্ত্রের দিক থেকে তাদের ওজন, এইটাই হল গণতন্ত্রের সবচেয়ে বড় ফাঁক এবং সমস্যা। আর এই সমস্যা সবসময়ের,সব কালের জন্য। কারণ, প্রচলিত গণতন্ত্রে কোয়ালিটি নয় কোয়ানটিটি দেখা হয়, অথচ দরকার ছিল কোয়ালিটিসমূহের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই কোয়ালিটি বুঝতে পারা আবার আরেক ফাঁক। যদিও এই ফাঁক বন্ধ করা কোন কঠিন ব্যাপার না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
তৃতীয় বিশ্বে "শিক্ষাহীনদের সংখ্যা" গণতন্ত্রের জন্য সমস্যা; রাষ্ট্রের ১ম দায়িত্ব হলো, নাগরিককে শিক্ষিত করে তোলা; শেখ হাসিনা সেটা না করায়, নিজেই এখন সমস্যায় আছে।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৭
শূন্যনীড় বলেছেন: একমত আপনার সাথে,
তবে শেখ সাহেব সম্পর্কে বলা কথাটুকুতে একমত হতে পারলাম না, কারণ, তাঁকে তো সুযোগই দেননি, যেটুকু সময় দিয়েছেন সেটুকু সময়ে পুড়া বাড়িই ঠিকঠাক করা হয়ে উঠে না, আর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়া সহজ ছিল না, তারউপর নানা ধরনের প্রতিবন্ধকতা তো লেগেই ছিল।
হ্যা ভুল তাঁর ছিল, তিনি কঠোর হতে পারেননি, অতিরিক্ত ভালোবাসা আসলেই ভালো না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব যেভাবে শুরু করেছিলেন, সেদিক থেকে দেখতে গেলে, দেশ যুদ্ধে বিধ্বস্ত হয়নি; মানুষ মারা গেছে, ঘর পুড়েছে, ছোটখাট ব্রীজ ভেংগেছে; সেগুলো মানুষই আবার গড়ে তোলার কথা। মানুষ বাড়ীতে বেকার বসেছিলো, শেখ সাহেব তাদেরকে ঘর তুলতে, ব্রীজ বানাতে, চাষ করতে হুকুম দেননি।
উনার ভুলের জন্য ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে; জাপান, ভারত, কানাডা, জার্মানী পাশে থাকার পর, খাবারের অভাব হতো না, উনি সময় মত টের পাননি।
উনার দরকার ছিলো জাতিকে একটা তত্বানুসারে একটা রোডম্যাপ দেয়ার।
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: '৭৩ এর নির্বাচনে জাসদ কয়টা আসন পেয়েছিলো?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
কোন আসন পায়নি।
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ফাইন্যানসিয়েলী হিসেব করলে, দেশ যুদ্ধে বিধ্বস্ত হয়নি; মানুষ মারা গেছে, ঘর পুড়েছে, ছোটখাট ব্রীজ ভেংগেছে; সেগুলো মানুষই আবার গড়ে তোলার কথা। মানুষ বাড়ীতে বেকার বসেছিলো, শেখ সাহেব তাদেরকে ঘর তুলতে, ব্রীজ বানাতে, চাষ করতে হুকুম দেননি।
উনার ভুলের জন্য ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে; জাপান, ভারত, কানাডা, জার্মানী পাশে থাকার পর, খাবারের অভাব হতো না, উনি সময় মত টের পাননি।
সব দোষ তো তাকে একা দেওয়া যাবে না। সাত কোটি মানূষের কোনো দোষ নেই?
একটা পরিবার ঠিকভাবে সামলে রাখা যায় না সেখানে কোটি কোটি নানান পদের মানূষ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
কতগুলো কাজ শুধু মাত্র রাষ্ট্র ও নেতাদের শুরু করতে হয়; যেমন মানুষকে ভোট দেয়ার সুযোগ দেয়া।
শেখ সাহেব বললে সবাই নেমে যেতো, তিনি কাজে ডাকেননি; মানে কাউকে চাকুরী দেননি
২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
শামচুল হক বলেছেন: শেখ সাহেবকে হত্যা না করলে শুধু বিএনপি নয় জাতীয় পার্টিসহ বট গাছ (হাফেজী হুজুরের দল), খেজুর গাছ (এক কবিরাজ মশাই ইরশাদের সাথে প্রেসিডেন্ট ইলেকশন করেছিলেন) কেউ দল গঠন করতে পারতো না। আপনি সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, লজিক্যাল ভাবনা!
২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১
সোনালী ঈগল২৭৪ বলেছেন: আমার মনে হয় , এসবের আবাসন হবার দরকার । স্বাধীনতার এতো বছর পর নিত্যদিনের নানান সমস্যায় জর্জরিত মানুষ এখন আর এসব নিয়ে ভাবে না , এবং শুনতে আশ্চর্য শোনালেও অনেক মানুষকেই মুক্তিযুদ্ধ এখন আর তেমনভাবে আন্দোলিত করে না ।কারণ বাংলাদশের বর্তমান নিয়ে সবাই হতাশ । আমি এই পর্যন্ত বিভিন্ন শ্রেণী , পেশার অনেক মানুষের সাথেই মিশেছি তাতে আমার ধারণা হল , বাংলাদেশের অনেক মানুষ , অনেক নয় বলতে গেলে বড় সংখ্যায় একটা মানুষ পাকিস্তানী মন মানসিকতার । এদের মধ্যে সব শ্রেণী , পেশার লোকজন রয়েছে , এবং মানতেই হবে তারা দেশের অর্ধেক জনগণ । জিয়াউর রহমান যে কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করেছিলেন তা হচ্ছে সমাজের শিক্ষিত , এবং এলিট একটা জনগণকে তার পক্ষে নিয়ে আসা । এজন্যই বিএনপিতে ব্যাবসায়ী ও পেশাজীবীর সংখ্যা অনেক বেশি এবং তারা সমাজের উল্লেখযোগ্য অংশ ।
বিএনপি এদেরই প্রতিনিধিত্ব করে , বিএনপিকে নিষিদ্ধ করলে আরেকটা বিএনপি হবে , এই লোকগুলোই আরেকটা ছাতার নিচে জোর হবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
বিএনপি নামের দলটি বন্ধ করে দিলে, একটি ভয়ংকর ইতিহাসের চলমান প্রক্রিয়া থেমে যেতো; এরপর নতুন দল হলে, ওখানে বেগম জিয়া, তারেক, রিজভী, ড: খোন্দকার, মওদুদেরা স্হান পাবে না; তখন হয়তো মানুষ দেশ নিয়ে ভাববে।
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর বিশ্লেষণ। এটার দরকার ছিল।
এভাবে কেউ আগে ভাবেনি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা লজিক্যালী ভাবতে জানলে, বউ ফেলে সৌদীতে উট চরাতো না, ও নিজের বউ, মেয়েকে সৌদী কাজ করতে পাঠাতো না।
২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০
এটম২০০০ বলেছেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৫ শতাংশের মতো। প্রতিটি আসনে গড়ে এই বয়সী ভোটারের সংখ্যা ৫০ হাজারের কম-বেশি। এঁদের বেশির ভাগই শিক্ষার্থী।
আওয়ামী লীগের একাধিক নেতার মতে, ৫০ হাজারের কম-বেশি ভোটার যেকোনো আসনের জয়-পরাজয় নির্ধারণের জন্য যথেষ্ট। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বিষয়টি তাঁরা দলীয় প্রধান শেখ হাসিনাকে জানাবেন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, এসব নিয়ে দলগুলো প্ল্যান করছে।
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: কমেন্ট পড়ি আর হাসি।
একটা কথা লিখতে গিয়াও ব্যাক স্পেস দিলাম ভাই
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের ব্লগিং আপনার পছন্দ হচ্ছে, মনে হয়; লেখায় আপনার হাত আছে, আপনি লিখুন। বর্তমানে, যারা নিয়মিত লিখছেন, তাদের লেখা পড়ুন, মন্তব্য করুন, লিখুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
মাহমুদুর রহমান বলেছেন: এতে কি আপনার জেলাস হয়?