নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে, আপনার অধিকার প্রতিষ্ঠা করার মতো কেহ কি এমপি হবেন?

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮



আগামী ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচন হবে, সেই নির্বাচনে, আপনার নির্বাচনী এলাকা থেকে কেহ একজন এমপি নির্বাচিত হবেন; আপনি কি তাকে এখন থেকে মোটামুটিভাবে চেনেন? যদি তিনি, অথবা অন্য কেহ একজন এমপি নির্বাচিত হন, নতুন এমপি কি আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্টে কোন ধরণের নতুন বিল আনবেন?

কি ধরণের বিল আপনাকে সাহায্য করতে পারে: চাকুরী সৃষ্টি, চাকুরী না থাকলে ৬ মাসের বেকার ভাতা, ফ্রি পড়ালেখা, ষ্টুডেন্ট-লোন, হেলথ-ইনসিউরেন্স, ব্যবসার জন্য ঋণ, ঘরভাড়া নিয়ন্ত্রন, নিরাপদ যান-বাহন, চাকুরীর জন্য ট্রেনিং, সরকারের সাথে জয়েন্ট-ভেন্চার ব্যবসা,সব নাগরিকের ব্যাচেলর বা সমমানের পড়ালেখা কম্পলসারি, বা অন্য কোন ধরণের বিল! আপনি আপনার এলাকার, যেসব রাজনীতিবিদদের চেনেন, তাদের একজন নির্বাচিত হলে কি আপনার চাওয়া বিলগুলোর মাঝে এক, কিংবা একাধিক বিল আনবে বলে, আপনি মনে করেন?

শেখ হাসিনার গত ২ বারের সরকারে থাকা, আপনার এলাকার এমপি নির্বাচনের আগে, বা পরে কোন ধরণের বিলের কথা, কোন ধরণের আইন প্রনয়নের প্রস্তাব করেছেন, বা আশ্বাস দিয়েছিলেন? আপনি কি আপনার এলাকা, বা বাংলাদেশের নাগরিকদের জন্য কোন বিল, কোন আইন প্রনয়নের কথা কোনদিন ভেবেছিলেন? আপনার এলাকার এমপি কখনো এলাকার লোকদের সাথে 'টাউন-হল' ধরণের মিটিং করেছিলেন, কোনদিন মানুষের সাথে মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছিলেন? আপনার মনে কোনদিন কি এমপি'র সাথে আলোচনা করার ইচ্ছা অনুভব করেছেন?

এবারের ভোটে আপনার এলাকা থেকে কে এমপি হওয়ার সম্ভাবান আছে? ড: কামাল সাহেব ও ডা: বদরুদ্দোজা 'যুক্তফ্রন্ট' গঠনের পর, দেশের চলমান রাজনীতির প্রচলিত প্যটার্ণে কোন ধরণের পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? যুক্তফ্রন্টের মুল নেতা ২ জন আগে সম্পুর্ণ বিপরিতমুখী রাজনীতি করতেন, এখন তাঁরা ৫ দফা কার্যক্রমের অধীনে একসাথে ভোটের রাজনীতি করার জন্য কোয়ালিশন করেছেন; উনারা বলছেন যে, উনারা জাতিকে ঐক্যবদ্ধ করবেন; উনাদের পেছনে জাতি কি আসলে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে?

গত শনিবার বিএনপি ঢাকাতে জনসভা করেছেন, উপস্হিতি তেমন বিশাল ছিলো না; তারা কি মানুষের আস্হা অর্জন করতে পারবে? বেগম জিয়া জেলে থাকা অবস্হায় তারা কি আদৌ নির্বাচনে যাবেন? গেলে কি রকম করার সম্ভাবনা?

অবস্হাদৃষ্ঠে মনে হচ্ছে যে, আওয়ামী লীগ ভীষণ চাপের মাঝে আছে; আওয়ামী লীগ সেক্রেটারী ও উনার আশেপাশের লোকেরা প্রতিদিনই নতুন কিছু একটা বলছেন; তাদের কথাবার্তা কি ভোটে তাদের হার-জিত সম্পর্কে কোন রূপ ইংগিত দিচ্ছে? আপনার মতে, কোন দলটি মানুষের জন্য কাজ করতে পারবে বলে মনে হয়?

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
যুক্তফ্রন্টের বেশিরভাগ ওয়ানম্যান পার্টি।
একজন নেতা, দলের সদস্যসংখাও ১ জন।

বিম্পি ঢিলা পার্টি। এদের দিয়ে কোন আশা নেই।
আওয়ামী লীগের সমপর্যায়ের ডায়নামিক দল এদেশে এখনো গড়ে উঠেনি।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


যুক্তফ্রন্ট ভোটের রাজনীতি করার জন্য কোয়ালিশন করেছেন, মাত্র ৩ মাসের মাঝে নাগরিক ঐক্য গড়া সম্ভব নয়, কমপক্ষে ৫ নছর আগে শুরু করলে, হয়তো কিছু একটা আশা করা যেতো; কোয়ালিশন হিসেবে কি করতে পারেন সেটা দেখার বিষয়।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

তারেক ফাহিম বলেছেন: সকাল সকাল আসতে না আসতে এত প্রশ্নের সম্মুখিন :(

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


এমপি নির্বাচনের প্রভাব বিশাল, পুরো জাতি কোন পথে অগ্রসর হবে, সেটা এই ভোটে নির্ধারিত হয়; এই নির্বাচন সম্পর্কে ব্লগারদের সঠিক আইডিয়া থাকার দরকার।

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

খাঁজা বাবা বলেছেন: আপনার বাসার কাজের লোক যোখন পাশের বাসার ভাবির কাছ থেকে ১০ টাকা ২০ টাকা টিপস পাওয়া শুরু করে তখন তার আপনার বাসার কাজের থেকে পাশের বাসার কাজ করতে আগ্রহ বেশী থাকে।
আপনাদের এবার নির্বাচনে কারা এমপি হবে, মন্ত্রী হবে তার লিস্ট হাসিনা করছে না বরং দাদাদের গোয়েন্দা সংস্থা এনেক আগেই করে রেখেছে।
সূতরাং কি কি বিল আনলে তাহাদের মঙ্গল হবে সে লিস্ট রেডি আছে। আপনাদের নিয়ে কেউ চিন্তা করছে না।
অহেতুক টেনশান নিবেন না।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


ভারত বাংলাদেশের প্রতিবেশী, ও শক্তিশালী প্রতিবেশী, কিছুটা পাকিস্তান ও আফগানিস্তানের মত প্রতিবেশী; তবে, পাকিস্তানী মানুষ ও আফগানিস্তানের মানুষের মাঝে মিল আছে ধর্মীয় উগ্রতার দিক থেকে; বাংলাদেশ ও ভারতের সাথে একমাত্র মিল ক্রিকেট খেলা।

বাংলাদেশ ভারতের বাজার ও প্রতিবেশী; বাজার ঠিক রাখা ও পুর্বাংশে আরেকটা পাকিস্তান যাতে না হয়, সেদিক থেকে ভারত বাংলাদেশ নিয়ে ভাবে, সন্দেহ নেই।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

সৈয়দ ইসলাম বলেছেন: ভাই আজকে কিছু বলবো না!



খুব নিকটে থাকা জন-নির্বাচিত জনপ্রতিনিধির থেকে এভাবেই আমাদের দেশের পরিশ্রমী মানুষেরা সেবা পেয়ে আসছেন। এই রাস্তা দিয়ে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা কিভাবে স্কুলে যাবে বলেন?



দেশে গেলে আমরা গ্রামে যেতে চাই না, কারণ আমাদের দেশের বাড়িতে যাওয়ার টান নেই? এটাই কী কারণ, নাকি আমাদের এমপি মন্ত্রিদের নিজ স্বার্থে বলি হওয়া জনগনের দুর্ভিক্ষ এর কারণ!?



এই গাড়িতে কি কোন রুগী থাকতে পারে বলে মনে হয় না? যদি কোন রুগী থাকে তবে তার কী হবে বলেন? জাঁকুননিতে তার আরাম মিলবে নাকি?



এটা একটা গ্রামের ব্রিজ। আচ্ছা আপনি কিংবা প্রধানমন্ত্রী কেই কি এই পথে স্কুলে যাওয়ার জন্য আপনার মেয়েটিকে একা ছেড়ে দিবেন?



ছেলেটা এই পথে অভ্যস্ত, আপনি কী পারবেন? কিংবা প্রধানমন্ত্রী কি পারবে?
হ্যা, এই রাস্তাদিয়ে কোন মহিলা যেতে ভয় পায়, এই সাঁকো কোন শখের সাঁকো নয়! এখানে ব্লগাররা আনন্দের জন্য যায় না।



এই রাস্তাগুলোর খবর কি স্থানীয় জনপ্রতিনিধি জানেন না?
আমার গ্রামের একটা বৃহৎ ব্রিজ আছে, যেখান দিয়ে আরো বিশ পচিশ গ্রাম যাতায়াত করে, এমনকি এ রাস্তা দিয়ে ঢাকা পর্যন্ত আসা যেত। কিন্তু খবর নিয়ে জানতে পারলাম, এক বছর হয়ে গেলো এখনো ব্রিজের মুখটায় মাটি দিয়ে ঠিক করা হয়নি! এটাই আমাদের সাধারণ জনগণের প্রাপ্তি ছিল?



চলুন এবার শহর দেখি, এটা ঢাকার বসুন্ধরা না, কিন্তু এখানেও মানুষ বাস করে!



এমন লাখ গার্জিয়ানরা রাজধানী, বিভাগীয় শহর, জেলা শহর ও থানা শহরে সন্তানসন্ততি নিয়ে সবসময় সুখময় জীবনযাপন করছেন!

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


সম্পদ ও জনসংখ্যার তুলনায় আমাদের সরকারী বাযজেট খুবই ছোট; এই ছোট বাজেটের বিরাট অংশ সরকার, প্রশাসন ও দলের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে। এতে "সুপার ধনীর" সংখ্যা বাড়ছে, বিশ্বে সুপার ধনী বাড়ার হারে বাংলাদেশ ১ম।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: পদ্মা সেতু নিজের নামে চান না প্রধানমন্ত্রী

কিন্তু যারা বললেন, প্রধানমন্ত্রীর নামে হচ্ছে পদ্মা সেতু তারা কোথা থেকে পেয়েছিলেন এই তথ্য?


০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা হয়তো সামু পড়ছেন।

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: একবার খালেদা জিয়াকে আজীবনের জন্য দলের চেয়ারপারসন নির্বাচনের প্রস্তাব তুলেছিলেন স্থায়ী কমিটির একজন সদস্য। তিনি এখন আর দলে নেই। তবে সেই প্রস্তাব নাকচ করেছিলেন খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতু হবে এমনটা ঘোষণা এলো হঠাৎ করে। দেশে ফিরে প্রধানমন্ত্রী এই ‘চামচামি’ প্রস্তাব নাকচ করলেন। এক প্রভাবশালী নেতাকে ‘ধমকও’ দিলেন। আমাদের সব নেতানেত্রীর পাশেই এ ধরনের ‘চাটুকার’ থাকে। তাদেরকে এড়িয়ে চলতে পারলেই মঙ্গল।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া আজীবন দলের সভাপতি থাকতে চাননি; কিন্তু ১৯৮৩ সাল থেকে শুরু করে আজও আছেন, আজও দলে নতুন সভাপতি হয়নি, হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি; এটা বাংগালী জাতির রাজনীতিতে একটা কলংক।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

সনেট কবি বলেছেন: আপাতত সরকারের ভীত নাড়িয়ে দেয়ার মত কিছু দেখছিনা। সুতরাং নির্বাচন এখনো কোন ফ্যাক্ট নয়।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশের সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ কিংবা বাড়াতে জন্য পার্লামেন্ট কোন আইন প্রনয়ন করেনি এবারের সরকারে; ফলে, সাধারণ মানুষ সরকার থেকে কোনভাবে উপকৃত হচ্ছেন না; সময় যাচ্ছে, সামান্য মানুষ সরকার থেকে উপকৃত হচ্ছে।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২

কানিজ রিনা বলেছেন: আগে গনতন্ত্র মতাবেক ভোটের অধিকার
নিশ্চিত করতে হবে। তার পড়েই কোন লোক
এমপি মন্ত্রী হোলে এলাকার শুসাশন প্রতিষ্টা
করতে পারবে এলাকার জনগনই মননয়ন
করবে। তবে দলের দুর্নীতিবাজদের বাদ দেওয়া
সম্পুর্ন সরকারের দায়ীত্ব। আওয়ামী যদি জোর
পুর্বক বিনা ভোট বা অগনতান্ত্রীক মতাবেক
ভোট নীতিতে ক্ষমতায় আসে তাহলে এলাকার
ক্ষমতাবান লাঠেলবাজদের দিয়ে ক্ষমতা টিকাতে
হবে কারন এলাকায় যেসব মন্ত্রী এমপি
বর্তমান আছে তাদের পরিবর্তন চায়
নব্বই ভাগ জনগন। কারন আওয়ামী দুগ্রুপের
মধ্যে ক্ষমতার লড়াই লেগেই থাকে। খালেদাকে
জেলে রেখে একদলিয় ভোট হোলেও আওয়ামী
মন্ত্রী এমপিদের আমুল পরিবর্তন করা প্রয়োজন। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে
আনা সকল রাজনৈতিক দলের একান্ত
কর্তব্য। ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত'এর ভুমিকা শেখ হাসিনা ও জাতির জন্য ভয়ংকর; শেখ হাসিনা কোনভাবে চাইবে না যে, বিএনপি-জামাত ক্ষমতায় আসুক। নতুন রাজনৈতিক দল না হওয়া অবধি দেশে সঠিক রাজনীতি কিংবা সঠিক ভোট হবে না, মনে হচ্ছে

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

ব্লু হোয়েল বলেছেন:
০১। বাংলাদেশের কোন এমপি মন্ত্রী জনগণের অধিকার প্রতিষ্ঠায় কখনো এমপি হননি তবে হাতে গণা ক’জন ছাড়া ।
০২। আমার ভোটাধিকার থাকলেই তো ভোট দেব ।
০৩। ৪ নং ক্রমিকের ছবিগুলো শুধুমাত্র কোন সুনির্দিষ্ট এলাকার না । এগুলো সারা দেশের ছবির প্রতিনিধিত্ব বহন করে ।
০৪। উগান্ডায়ও আমাদের চেয়ে ভাল গণতন্ত্র আছে বলে মনে হয় ।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


উগান্ডা, ইথিওপিয়া ক্রমেই ভালো দিকে যাচ্ছে!

শেখ হাসিনা নিজকে বিএনপি-জামাতের সময় নিরাপদ ভাবেন না, উনার এই ভাবনা ও উনার হাতে বড় দল থাকাতে জাতি ভয়ংকর সমস্যায় আছে।

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩

নূর আলম হিরণ বলেছেন: তোফায়েল আহমেদ বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে এক মাসে লক্ষাধিক মানুষ খুন হবে!

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


আজকের আওয়ামী লীগ স্বাধীনতার সময়ের দলের ভুমিকায় নেই

১১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

শাহাদাত নিরব বলেছেন: আমার গণতন্ত্র কেড়ে নিয়ে, আমার ভোটাধিকার কেড়ে নিয়ে যদি আমাকে এসব বিল পরিধান করিয়ে দেয় তবে সেটা হবে অভিশাপ।
কথা এমন হলো আমার মাথা কেটে ফেলে আমার পায়ে addidas এর জুতা পরিয়ে দিলো ।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভোটাধিকার থাকলেও, ভোট পাবার মতো যোগ্য কেন্ডিডেট এই মহুর্তে কোন দলে নেই; ফলে, ভোটাধিকার নিয়ে মানুষ খুব একটা উৎসাহী মনে হচ্ছে না।

১২| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: সত্যি কথা বলতে তারা এমপি হচ্ছেন আমাদের জন্য না। তাদের নিজেদের জন্য।
অনেক সুযোগ সুবিধা। গাড়িতে পতাকা থাকবে, আগে পিছে পুলিশ থাকবে। দুর্নীতি অবাধ সুযোগ।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


দুর্নীতি করার প্ল্যান করেই লোকজন এমপি হচ্ছে, সন্দেহ নেই

১৩| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

ব্লু হোয়েল বলেছেন: এমপি’র মূল ভাবনা আর বাংলাদেশ ভাবনার পার্থক্য হচ্ছেঃ
মূল ভাবনাঃ মেম্বার অব পার্লামেন্ট ।
বাংলাদেশ ভাবনাঃ মানি প্ল্যান্ট ।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


এমপি হওয়ার মতো লোক রাজনৈতিক দলগুলোতে নেই

১৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

রক বেনন বলেছেন: সবাই নিজ নিজ ধান্দায় ব্যস্ত। আমাদের কথা কে ভাবে।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে রাজনীঘতিবিদ নন, সেটাই জাতির জন্য সমস্যা হয়ে আছে; এটার থেকে বের হওয়ার প্রচেষ্টা শুরু হয়নি এখনো।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনার আসনের প্রার্থী কে

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


বর্তমান ভুমিমন্ত্রী

১৬| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গত দুই টার্ম পাবলিককে ভোট কেন্দ্রে ঘেঁষতে দেয়া হয়নি। আগামীবারও তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা ্নিঃসন্দেহ নয়।
মানুষ ভোট দিতে পারবে কিনা সেটারই ঠিক নাই, কাকে নির্বাচিত করবে সেই চিন্তা পরে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


এটাই বাংলাদেশের গণতন্ত্রের একটি ডাইলেমা, তারা "গণতান্ত্রিক অধিকারের ভোটকে অগণতান্ত্রিক কেন্ডিডেটকে দিয়ে আসছে"; গণতন্ত্র বলা যাবে না, আমার ভোট যাকে ইচ্ছে, তাকে দেবো।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনামের উত্তর - না
শেষ লাইনের উত্তর - সেনাবাহিনী...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.