![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
চে গুয়েভারা দেখেছিলেন দক্ষিণ আমােরিকার অবারিত মাঠ, নীল আকাশ, সুউচ্চ-পর্বতমালা, সবুজ কলাবাগান, আবোকাদো বৃক্ষ, পাহাড়ী চন্চল নদী, আমাজানের সীমাহীন জংগলে প্রাণের সমারোহ, আকাশে ১০ ফুট বিস্তৃত পাখার এল কন্দর, এন্ডিজে অভুক্ত রেড-ইন্ডিয়ান শিশু, আর মেক্সিকোর বারে নৃত্যরতা ভুমিহীন চাষীর মেয়ে, হাভানায় ইউরোপীয় নাবিকদের যৌনদাসীদের অমানুষিক জীবন
চে দেখেছিলেন মাঠের পর মাঠ কলাবাগান, আংগুরের বাগান, আবোকাদোর বাগান, আনারসের বাগান, মদ তৈরির কারখানা, টিন ও তামার খনি; সবগুলোর মালিক আমেরিকানরা, সবগুলোতে ল্যাটিনরা ক্রীতদাসের মত খাটছে, সারাদিন কাজ করে পরিবার নিয়ে একবেলা খেতে পায় না, তাই মদ-গাঁজা খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে। এন্ডিজের রেড-ইন্ডিয়ান মহিলা লামার লোম থেকে হাতমোজা, সোয়েটার বানায়ে ১০০ মাইল দুরে আমেরিকানদের কাছে বিক্রয় করে; আর নিজের বাচ্চা শীতের মাঝেও থাকে উলংগ।
চে দেখেছিলেন ইয়াংকিরা নিজ বিমানে করে মেক্সিকো থেকে চিলির আকশে ঘুরে পাখীর মতো, মাটিতে নেমে সমুদ্র স্নান করে; কোন মেক্সিকান চাইলেও আমেরিকার ভিসা পায় না; ভিসা অফিসে ঢুকতে দেয় না; ভিসার ফরম পুরণ করতে পারে না ল্যাটিনরা, তাদের কাছে ভিসার ফি'ও নেই, কোনদিন স্কুলে যায়নি; স্কুল নেই কোথায়ও আছে মদের কারখানা; ভিসা দেয়ার আগে জানতে চায়, কত ডলার নগদ আছে।
চে দেখেছিলেন ল্যাটিনরা নিজদেশে ক্রীতদাস, নিজদেশে প্রবাসী; মেক্সিকো থেকে চিলি অবধি যত ইমারত আছে, সবগুলোতে ইয়াংকি কিংবা ইউরোপের কুলীন স্পেনিশরা বাস করে; তাদের ছেলেমেয়ারা কালিফোর্নিয়া কিংবা মাদ্রিদে পড়ালেখা করে; আর ল্যাটিনের বাচ্চারা ইয়াংকিদের কলা বাগানে কাজ করে, কিংবা গরুর রাখাল।
চে জানতেন যে, ল্যাটিন আমেরিকার এই বিশাল সম্পদ এখানকার মানুষের হওয়ার কথা; এখানে স্কুল থাকার কথা, এন্ডিজের মায়ের সন্তান শীতে উলংগ থাকার কথা নয়, সেখানকার লামার লোমে সবার জন্য দরকারী কম্বল বানানো সম্ভব, মেক্সিকোর চাষীর মেয়ের বারে নাচার কথা নয়, চিলির টিনে সবার ঘর হওয়া সম্ভব, কলা বাগানের মালিক হবে ল্যাটিনের সাধারণ মানুষ, কিউবার মেয়েদের নিজের পরিবার থাকার দরকার, হাভানার পোর্ট তাদের শেষ ঠিকানা নয়।
মেনন, মতিয়া, সেলিমরা ঢাকার রাস্তায় প্রতিদিন গাড়ীতে যাবার সময় দেখেন টোকাই ও গার্মেন্টস'এর মেয়েদের ঢল, নিজেরা ঘুমান শহরের এলিট এলাকায়, পান করেন মিনারেল ওয়াটার; তারপর একদিন বংগবন্ধু কনভেনশন হলে সভা করে, ঢাকার বস্তির মানুষের কষ্টের গল্প করেন, বাড়ীতে গিয়ে কিশোরী চাকরাণীর রান্না খেয়ে ভারতীয় সিরিয়াল দেখেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
ওরা নিজেদের অধিকার নিয়ে লড়ছেন
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আবু তালেব শেখ বলেছেন: চে গুয়েভারা র সাথে এদের তুলনা হয় না বা করা যাবেনা,
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
একই তত্ব, কেহ বুঝতে পারেন, কেহ না বুঝেও যায়গা দখলের ষুযোগ পেয়ে গেছেন
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
বাকপ্রবাস বলেছেন: মতিয়ারা আওয়ামী ছাতায় ভালই আছে আপনি শুধু শুধু চে গুতা মেরে ওদের নিদ্রা ভংগ করবেননা
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
উনারা একটা বড় ভাবনাকে ক্ষুদ্র চিন্তায় পরিণত করেছেন এই বাংলায়
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
প্রশ্নবোধক (?) বলেছেন: চে একটি প্রতিবাদের নাম। সাম্রাজ্যবাদের কু শক্তিকে খর্ব করার দৃঢ় হাতিয়ার। কিন্তু সমাজতন্ত্র পূর্ণ কোন মতবাদ নয়।
চে বেচে থাকলে কি হত জানিনা। তবে খারাপের বিরোধিতা করা আর সত্য কে প্রতিষ্ঠিত করা এক নয়।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
এই মহুর্তে্ 'পুর্ণ মতবাদ' কোনটা?
৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
আবু হাসান লাবলু বলেছেন: মেনন,মতিয়া,সেলিম এরাতো সুখেই আছেন। খামাখা কেন চে কে অনুসরণ করে বনবাসে যাবেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
উনারা চে মে'কে অনুসরণ করার দরকার নেই, কিন্তু উনাদের প্রোফাইল চে মে'র ভাবনাকে বাংলাদেশে অপ্রিয় করে তুলেছেন, সেটাই সমস্যা
৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
নজসু বলেছেন: আমি আগের একটা পোষ্টে সুনীলের কবিতার লাইন তুলে ধরেছিলাম।
এখানেও বলবো-
চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়
আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা
আত্মায় অভিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ
শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস
চে, তোমার মৃত্যু আমাকে অপরধী করে দেয়-
...............................................................
শেষের আড়াই লাইন সম্পর্কে আমি কিছু জানিনা।
তাই বলার সাহস রাখিনা।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনার যদি ভালো লেগে থাকে, ভালো; আমি এসব ছন্দ মন্দের দ্বন্দে ভুগতে থাকি
৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: ওস্তাদ ভয়াবহ খারাপ সময় যাচ্ছে।
আমার জন্য একটু দোয়া করবেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য শুভ কামনা রলো; আপনি ঢাকার ছেলে, ভয় পাবার কিছু নেই
৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেনন, মতিয়া, সেলিমরা সুবিধাবাদী শ্রেণীর...
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
ওদের প্রোফাইল, জীবনযাত্রা মানুষকে সোস্যালিজম সম্পর্কে ভুল ধারণা দিয়েছে
৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
নজসু বলেছেন: স্যার, আমি আসলে রাজনীতি বুঝিনা। (বিশেষকরে আমাদের দেশের)
অথবা, রাজনীতিবিদদের কথার মারপ্যাচ, কার্যকলাপ বুঝতে পারিনা।
তাই, রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ সম্পর্কে আমার কিছু বলার থাকে না।
কিন্তু আপনার পোষ্টে কমেন্ট করার লোভ সামলাতে পারিনা।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে রাজনীতিবিদরা অপরাজনীতি করেন; যেমন, ড: কামাল ও ডা: বদরুদ্দোজা বিপরিতমুখী রাজনীতিতে বিশ্বাসী: ড: কামাল ছিলেন শেখ সাহেবের পথের লোক, ডা: বদরুদ্দোজা সাহেব হলেন মিলিটারী শাসনের পক্ষের শাসক; এখন ২ জন মিলে কোয়ালিশন করে, নাম দিয়েছেন "জাতীয় ঐক্য", এগুলো অপরাজনীতির উদাহরণ।
কমেন্ট করুন, লিখুন
১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০
আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: আমার সন্দেহ হয়- উনারা আসলে দেখেন কিনা।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
উনারা কানা হওয়ার সম্ভাবনাই বেশী, উনারা যা দেখেন, সেটা হলো ভারতীয় সিরিয়াল
১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়,
সবকিছুতে বিদেশিরা শ্রেষ্ঠ । যেকারনে চে গোটা ল্যাটিন আমেরিকার নেতা। আর আমাদের বাঙালীরা ভীষণ লোকালাইজড নেতা। চে বিলাসিতা করার সময় পাননি, কিন্তু বাঙালী নেতারা বিলাসিতা করতে গিয়ে পথে নামারই সময় পাননা।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
মতিয়া চৌধুরী, মেনন, সেলিমরা ভুল সোস্যালিজম বুঝে ভুল দল গঠন করেছেন
১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪
লায়নহার্ট বলেছেন: {শুধুমাত্র একটি লাইক দেওয়ার জন্য ও প্রিয়তে নেওয়ার জন্য বহুদিন পর লগইন করলাম...চমৎকার লিখেছেন। উপভোগ করেছি}
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনি লেখার শুরু করেন
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
জ্ঞান পাগল বলেছেন: এদের সাথে তুলনা করলে চে সাহেব মাইন্ড খাবে
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
চে নিজের ভাবনাকে সফল করার চেষ্টা করেছেন; মতিয়া, মেনন, সেলিমরাও সফল হয়েছে; আমি চেষ্টা করছি, ব্লগাররা যেন সোস্যালিজম সম্পর্কে কিছুটা ধরনা পেতে পারেন।
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চে, তোমার মৃত্যু আমাদেরকে অপরাধী করে দিয়েছে।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
চে সিআইএ'র বিপরীতে সংগ্রাম করছিলো, মৃত্যুর সম্ভাবনা ছিলো ৯৯%
১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল বলেছে ভাই
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন:
সোস্যালিষ্ট মনোভাবের লোকদের ব্যাপারে আপনার ধারণা কি রকম?
১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের সাধারণ জনগণ একশ্রেণীর সামন্তবাদী রাজনৈতিকদের দ্বারা সম্পূর্ণ বশীভূত | এই সকল রাজনৈতিক ফড়িয়ারা হয় জাতীয়বাদী অথবা ধর্মীয় ভেক ধরে আজীবন দেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করে যাবে | এই প্রেক্ষাপটে এই দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের সম্ভাবনা খুবই ক্ষীণ | এমতাবস্থায় যে সকল রাজনৈতিকরা সমাজতান্ত্রিক দলগুলোর নেতৃত্ব প্রদান করছেন এদের পরিণতি দুই ধরণের হতে পারে | যারা কিছুটা নির্লোভ এবং ডেডিকেটেড তাদের নির্মল সেন, মতিনদের মতো শেষ জীবনে অনাহারে-অর্ধাহারে অথবা মোফাখ্খার চৌধুরীদের মতন আইনশৃঙ্খলা রক্ষাকারীদের হাতে মৃত্যুবরণ করতে হবে | আর এদের সংখ্যাগরিষ্ট অর্থ ও ক্ষমতালোভী অংশটি ক্ষমতাসীনদের পদলেহন করে শেষ জীবনে টু পাইস কামানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে |
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যা বলেছেন, এ যাবত তাই ঘটে আসছে! আমাদের সাধারণ মানুষ আধুনিক যুগের পিগমী
১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: কোথায় রাজরানী, আর কোথায় চাকরানী!
ওরা দেশের খেয়ে দেশের বদনাম করার জন্যই বামাতি!!
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
মতিয়ারা আসলে মানুষকে সমাজতন্ত্র বিমুখ করেছে।
১৮| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫৪
জোবাইর বলেছেন:
একই পোস্ট কপি-পেস্ট করে আর কয়বার দিবেন ? কোনো পোস্ট পুনরায় প্রকাশ করলে "রিপোস্ট" উল্লেখ করা উচিত।
চে গুয়েভারা অন্যদের চেয়ে কি বেশী দেখেছিলেন, বুঝেছিলেন? - ১৪ ই জুন, ২০১৭
চে গুয়েভারা মানব সমাজের জন্য কি ভালো, নাকি খারাপ উদাহরণ? - ০৫ ই জুলাই, ২০১৮
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
মোঃ হোসাইন খাঁন বলেছেন: আমরা সব ম্যাওপ্যাও, আর ওরা .....?