![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
১৯৭১ সালে আপনার মতো লোকজন পাকী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছেন, একেবারে সাধারণ বাংগালীরা আক্রমনের মুখে ৯ মাস অস্ত্র হাতে যুদ্ধ করেছেন জাতির পক্ষে; এতে আপনি যদি গর্ব অনুভব করেন, নিজ জাতির বিজয় যদি আপনাকে উৎফুল্ল করে থাকে, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা।
পাকিস্তান সেনাবাহিনী অনেক প্ল্যান করে, অনেক প্রস্তুতি নিয়ে ২৫ শে মার্চ রাতে বাংগালীদের আক্রমণ করেছিলো; আক্রমনের প্ল্যানের মাঝে ছিলো শেখ মুজিবকে জনতা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, রাস্তায় আন্দোলনরত প্রচুর মানুষকে হত্যা করে ত্রাসের সৃষ্টি করবে, ঢাকা ইউনিভার্সিটির হলগুলো আক্রমণ করে ছাত্র হত্যা করা হবে; ইপিআর, বেংগল রেজিমেন্ট, পুলিশ ও আনসার বানিনীকে নিরস্ত্র করে নিস্ক্রিয় করে দেবে; পুরোদেশ মিলিটারীর অধীনে চলে আসবে, নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ পালিয়ে যাবে; মানুষ ভয়ে থেমে যাবে; প্রথম ঝটিকা আক্রমনে অসহযোগ আন্দোলন থেমে গেলে, পরে চিহ্নিতদের পাকড়াও করা হবে, এটা পাকিস্তান সেনাবাহিনীর বিজয়ের প্ল্যান ছিলো।
শুরুতে, প্ল্যানটা আংশিকভাবে কাজ করেছে: শেখ সাহেবকে ধরে নিয়ে গেছে; কিন্তু তাজুদ্দিন সাহেবসহ বেশীর ভাগ আওয়ামী লীগ নেতা পালিয়ে যান। পাকী বাহিনী ঢাকার সব অংশ দখল করে নিয়েছিল সহজে , যাঁকে পেয়েছে, তাঁকে হত্যা করেছে; কিন্তু পুলিশ লাইন ৫/৬ ঘন্টা যুদ্ধ করেছে, বেংগল রেজিমেন্টের অনেক সৈন্য প্রাণ হারালেও, একাংশ হালকা অস্ত্র নিয়ে পালিয়ে গেছে; ইপিআর'গণ উল্টো অনেক পাকিস্তানী সহকর্মীকে আটকায়ে নিজেরা মোটামুটি বিজয়ী হয়েছে; চট্রগ্রাম শহরে, সাধারণ মানুষ পাকিস্তানী বাহিনীকে ক্যান্টনমেন্ট ও বন্দরে অবরুদ্ধ করে ফেলেছিলেন।
প্রথমে, ইপিআর ও বেংগল রেজিমেন্ট চট্টগ্রামের পাহাড়তলীতে পাকী বাহিননীর সাথে সন্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়; এই যুদ্ধ সংগঘঠিত হয় ১৯৭১ সালের ২৭ শে মার্চ; সেদিন পাকী বাহিনী বুঝতে পেরেছিল যে, তাদের সাময়িক বিজয়ের অবসান হয়ে গেছে; ইহা যু্দ্ধের শুরু মাত্র, এবং এতে বাংগালীরা জয়ী হবে।
তাজুদ্দিন সাহেব এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশের পক্ষে সরকার গঠন করেন, ও ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে কলিকাতায় অস্হায়ী কার্যালয় থেকে বাংলাদেশকে শত্রুমুক্ত করার কাজ শুরু করেন।
বাংলাদেশ সরকার পুরো বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ শুরু করেন; ৯ মাসে ১ লাখের বেশী সাধারণ মানুষ গড়ে ১ মাসের ট্রেনিং নিয়ে গেরিলা ও সন্মুখ যুদ্ধে অংশ নেন; যোদ্ধারা মুক্তিযোদ্ধা নামে পরিচিত হন। পুরো যুদ্ধে ২২ হাজার যোদ্ধা প্রাণ দেন জাতির জন্য; '৭১ সালের ১৬ই মার্চ পাকী বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধের শেষ হয়; বাংগালী জাতির সাধারণ মানুষ যুদ্ধ করে বিজয়ী হলেন; এতে আপনি কি গর্ব অনুভব করেন, এই বিজয় কি আপনাকে উৎফুল্ল করে?
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
জানজুয়াকে হত্যা করা হয়নি, মনে হয়; মেজর জিয়া সম্পর্কে যা শুনেছেন, পুরোটা বললে বুঝতে পারতাম; আমরা ধারণা আপনি রূপকথা শুনেছেন!
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১
বাকপ্রবাস বলেছেন: সকল শহীদ এর প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও প্রাণ ঢাল ভালবাসা এবং বিরোধীতাকারীদের প্রতি রইল তৎসম ঘৃণা
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
খুবই সাধারণ মানুষেরা যুদ্ধ করে আমাদের জন্য বিজয় এনেছেন
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২
হাবিব বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা.......
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা...
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
জাতির সাধারণ মানুষের পক্ষে থাকুন।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
হাবিব ইমরান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। তবে তা বিজয়ের কিনা সঠিক বলতে পারবোনা। বিজয় সেই একবার ই হয়েছিলো ৭১ এ। এরপর আমরা আবারও শাসক শ্রেণীর হাতে পরাজিত, যা এখনও চলমান। এ জাতি কখনো শান্তি পাবে কিনা তা স্পষ্ট করে বলা মুশকিল।
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
ম্যাঁওপ্যাঁও ছেড়ে মানুষ হোন; আপনার মতো লোকেরা যুদ্ধে যাননি, আপনার থেকে ভালোরা যুদ্ধে গেছেন। যাঁরা যুদ্ধ করেছেন তাঁদের নিয়ে উৎফুল্ল হয়েছেন কোনদিন?
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকুন
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানজুয়াকে নিয়ে অবশ্য বিভ্রান্তি আছে। তবে বিদ্রোহ করা নিয়ে বিভ্রান্তি নেই। আপনি ভাল জানার কথা। বিজয় দিবসের শুভেচ্ছা...
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০০
সনেট কবি বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, জাতির শিক্ষিত অংশকে সবার দায়িত্ব নিতে হবে, আজ হোক, আর কাল হোক
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
বিজয় বিবস আপনাকে উৎফুল্ল করে?
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
নীলপরি বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা রলো আপনার জন্য
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩০
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা; বিজয়ের কথা ভাবলে ভালো লাগে?
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৬
নতুন বলেছেন: স্বাধীনতা ৯ মাসে পেয়েছি বলেই হয়তো অনেকেই বত`মানে খুশী না। তাদের পরাধিনতার কস্ট সম্পকে ধারনা নাই।
এখন আমাদের নিজেদের দেশ আছে... নিজেদের পরিচয় আছে।
দেশের মানুষেরাই নিজেদের ক্ষমতার লোভেই বিভিন্ন দলের লেজুরবৃত্তি করে দেশের সম্পদ লুটেপুটে খাবার ধান্দায় থাকে.... তারাই বাইরের দেশের সাথে হাত মেলায় তাদের সুবিধা দেয় নিজেদের সুবিধার জন্য।
কিন্তুই সব অবশ্যই পরাধিনতার থেকে বেশি কস্টকর না।
৭১ মুক্তিযোদ্ধারা যদি দেশ স্বাধীন না করতো তবে আজ এই ভাবে আমরা বাচতে পারতাম না। তাদের ত্যাগ অবশ্যই কৃতঙ্গতার সাথে স্বরন করতে হবে।
সবাইকে বিজয় দিবশের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের ভুলগুলোকে ক্যাপিটেল করে, মিলিটারীকে ক্ষমতায় নিয়ে এসেছিল সিআইএ; সাধারণ মানুষ কোনভাবে লাভবান হয়নি এই স্বাধীনতা থেকে; মিলিটারী, বিএনপি-জামাত ও আওয়ামী লীগ লাভবান হয়েছে।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৭
চাঙ্কু বলেছেন: সকল শহীদ এর প্রতি গভীর শ্রদ্ধা।
জা-শি ছাড়া সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
জা-শি নিপাত যাক!!
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
জাসি আবার কোন ধরণের পায়খানা?
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা.......
আর ৭১ মুক্তিযোদ্ধারা যারা এখনও কষ্টে আছে
তাদের প্রতি ক্ষমা প্রার্থনা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষ একটা দিবস পেয়েছেন, বজয় দিবস; বাকী দিবসগুলো বেগম জিয়া-ফালু, কর্ণেল ফারুকদের
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সকল শহীদ ও গাজীদের প্রতি নির্মল পবিত্র শ্রদ্ধা
আহমদ ছফা বলছিলেন, যুদ্ধকালীন সময়ে কিছু লোক কলকাতায় বসে তাস খেলা শিখেছে বা তাস খেলায় পারদর্শীতায় অর্জন করেছে।
আপনার শরীরের বর্তমান অবস্থা কেমন ভাই?
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি ভালো আছি; আহমেদ ছফা সম্পর্কে অনেকে ভালো কথা বলেছেন; আমি তেমন উনার সম্পর্কে তেমন কিছু জানি না
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪
রাফা বলেছেন: আজকের দিন পর্যন্ত বাংলাদেশ ও বাঙালীদের সবচাইতে গৌরবজ্জল অর্জণ আমাদের মুক্তিযুদ্ধ।সেই যুদ্ধের অংশিদার হিসেবে আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা।এই অর্জন যেনো ব্যার্থ না হ.। সেই জন্য যত ক্ষুদ্রই হোক অবদান রাখতে চাই দেশের জন্য।আমার বিশ্বাস বাংলাদেশ পৃথিবির বুকে মাথা উচু করেই থাকবে।
ধন্যবাদ,চাঁগাজী।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
দরিদ্র সাধারণ জনতা বলতে ারবেন যে, তাঁদের পরিবারের লোকজন যুদ্ধ করেছিলেন।
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
ডার্ক ম্যান বলেছেন: ২৬ থেকে ৩০শে মার্চ হালিশহর ইপিআর ক্যাম্প মেজর রফিকের নেতৃত্বে বাঙালি ইপিআরে সৈনিকদের দখলে ছিল । যদি আমার ভুল না হয়ে থাকে ।
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
চাঁদগাজী বলেছেন:
মেজর রফিক তখন ইপিআর'এ ডেপুটেশনে ছিলেন। উনি আরো কয়েকজন অফিসার মিলে এপ্রিলের ৩ তারিখ অবধি চট্টগ্রাম মুক্ত রেখেছিলেন।
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১
রানার ব্লগ বলেছেন: আজ এই দিনে আপনাকেও শুভেচ্ছা। আপনাদের জীবন মরন সংগ্রামের ফসল আজকের এই দিবস। ধন্যবাদ আপনাকে ও সেই সব বীর যোদ্ধা কে।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
সকল মুক্তিযো্দ্ধাদের জন্য শ্রদ্ধা রলো
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আমার ব্যক্তিগত অভিমত- দুইটা দিবস না বানিয়ে ১৬ ডিসেম্বরকেই স্বাধীনতা দিবস করা যেত। এতে করে বেশী বেশী দিবস পালন করার প্রবণতা কমত। রাষ্ট্রীয় খরচও কমতো। প্রকৃতপক্ষে দেশ তো স্বাধীন হয় ১৬ই ডিসেম্বর।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
দুটো আলাদা সময়ে ২টি বড় ঘটনা ঘটেছে; এই ২ দিনের আলাদা তারপর্য আছে।
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
স্যার কয়েকটা প্রশ্ন । আমি দুঃখিত বিজয়ের দিনে প্রশ্ন করছি,
১। তাজউদ্দিন সাহেব অনেক দুঃখ করে নাকি বলেছিলেন শেখ সাহেব কখনো তার কাছে জানতে চান কি কিভাবে মুক্তিযুদ্ধ হলো দেশ কিভাবে পরিচালনা হলো । এটা কি সত্য?
২। শেখ মুজিব হত্যার পর তাকে যারা পছন্দ করতো বা মানতো তারা কোন প্রতিরোধ গড়েনি বা চেষ্টা করেনি কেন ?
৩। পুরো মুক্তিযুদ্ধের সময় নিজ নিজ জায়গা থেকে সবাই করে গিয়েছে । কিন্তু স্বাধীনতার সাথে সাথে সব পালটে গিয়েছে । একদম উলটো । এটা কে কিভাবে দেখেন ?
বিজয়ের শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
চাঁদগাজী বলেছেন:
১) তাজুষ্ষিন সাহেবও শেখ সাহেবের মতো অদক্ষ ছিলেন; ফলে, তেমন ২ জন কি নিয়ে আলাপ করেছেন, অনুমান করা মুশকিল। তবে, স্বাধীনতার জন্য সাধারণ মানুষের ত্যাগ, অবদান, কষ্ট কোনটাই শেখ সঝেব ও তাজুদ্দিন সাহেব সম্যকভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন।
২) শেখ মুজিবের জন্য, দেশের জন্য যুদ্ধ করেছিলেন সাধারণ মানুষ; এই যোদ্ধাদের অকারণে খালি হাতে পোড়া বাড়ী পাঠিয়ে দিয়েছিলেন তাজজুদ্দিন সাহেব; যোদ্ধারা বাড়ী চলে যাবার পর, শেখ সাহেবের চারিপাশে ছিল শিয়াল কুকুর, সেই কারণে প্রতিরোধ গড়ে উঠেনি
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
৩) যুদ্ধের নিজস্ব ডেফিনেশন আছে; যুদ্ধ করেছেন সৈনিকেরা; বাকীরা করেছেন স্বাদঃীনতার সংগ্রাম। সব উলট পালট করেছেন শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব, ২ জনই অদক্ষ ছিলেন।
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
নতুন বলেছেন: লেখক বলেছেন:শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের ভুলগুলোকে ক্যাপিটেল করে, মিলিটারীকে ক্ষমতায় নিয়ে এসেছিল সিআইএ; সাধারণ মানুষ কোনভাবে লাভবান হয়নি এই স্বাধীনতা থেকে; মিলিটারী, বিএনপি-জামাত ও আওয়ামী লীগ লাভবান হয়েছে।
সাধারন মানুষের যতটুকু লাভ হবার কথা ছিলো সেটা হয়নাই কারন আমাদের জাতিগত চরিত্রের কারনে।
যে যায় লংকায় সে হয় রাবন। রাজনিতিকরা দেশপ্রেম নিয়ে কাজ করলে দরিদ্রের জন্য কাজ করতো...তারা কাজ করে ধনীদের জন্য্।
আমার বলেছি স্বাধীনতাকে অনেকেই হালকা ভাবে দেখে...তারা বত`মানের অরাজকতাকে দেখে বলে যে আগেই ভালো ছিলো...তারা বোঝেনা পরাধিনতা কতকস্টকর।
আমি বিশ্বাসী আলো আসবেই... দেশেও দূনিতি কমবে... সন্ত্রাস কমবে.... তখন অবশ্যই দেশের মানুষ আরো ভালো থাকবে...
দেশ যেহেতু স্বাধীন এখন আমাদের দেশপ্রেম নিয়ে একসাথে কাজ করলেই দেশের মানুষ আরো ভালো জীবন জাপন করবে।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সুপার ধনী জন্ম দিচ্ছে শতকরা ১৭.৪ ভাগ হারে; এটা কিভাবে সম্ভব হচ্ছে, সেটা ব্যাখ্যা করুন
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া...
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২
চাঁদগাজী বলেছেন:
অনেক ধন্যবাদ; আপনার জন্যও শুভেচ্ছা রলো।
আপনি অনেক সুন্দর করে আঁকছেন; আরো সফলতা কামনা করছি।
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
শায়মা বলেছেন: ভাইয়া রলো কি?
লিখতে হবে রইলো নয়তো র'লো.....
নাইলে কেমন কেমন লাগছে ......
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
স্যরি, চট্টগ্রামের মানুষ, বাংলা হলো বিদেশী ভাষা
২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ স্যার ।
তবে অদক্ষ কথাটা কেমন জানি শোনাচ্ছে । আমার মনে হয় তারা সাধারনের কাছে পৌছাতে ব্যর্থ । অর্গানাইজিং এর ক্ষেত্রে তারা ভাল করতে পারেনি বলেই এটা হয়েছে ।
আবারও বিজয়ের শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমার ধারনা, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব অদক্ষ হওয়ায়, জাতির সাধারণ মানুষেরা উনাদের হাতেই বন্চনার শিকার হয়েছেন
২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
নূর আলম হিরণ বলেছেন: আমি ৭১এ ছিলাম না, তারপরেও নিজের চিন্তাকে কাজে লাগিয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বুজতে পারি তখনকার সাধারণ মানুষ কতটা কষ্টের ভিতর দিয়ে গিয়েছে। এবং যুদ্ধ পরবর্তীতে তারা তেমন কিছুই পায়নি। রাজাকাররা পাকিদের সাহায্য না করলে দেশ কত মাসের ভিতর মুক্ত হতো বলে আপনি মনে করেন? আমার ধারণা তারা পাকিদের সাহায্য না করলেও মোটামুটি এমন সময়ই লাগতো আমাদের স্বাধীন হতে।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
স্বাধীন হতে সময় হ্য়তো এ'রকমই লাগতো; তবে, ওরা শহর ও বড় রাস্তাগুলো থেকে নেমে গ্রাম আক্রমণ করতে পারতো না; এত বিপুল পরিমাণ মানুষ মারতে পারতো না; এত বেশী মহিলার উপর পাশবিক আক্রমণ হতো না।
২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
প্রোলার্ড বলেছেন: এখন যারা মুক্তিযুদ্ধ নিয়ে বড় বড় কথা বলছেন , বিশাল চেতনাবাজ সেজে আছেন তারা সে সময়ে কি করেছেন ? সরকারী দলের বড় বড় ডাক সাইটে কোন কোন নেতা তখন কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? তাদের মধ্যে থেকেই তো বীরশ্রেষ্ঠ থাকার কথা - নেই কেন?
আর আপনিও শুনেছি মুক্তিযুদ্ধ করেছেন আর এখন মুক্তুযিদ্ধের নেতৃত্বদানকারী দলটিই সরকারে । তাহলে দেশের বাইরে কেন? এ সময়ে দেশের বাইরে তো থাকার কথা জামায়াতিদের।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধের খেতাবগুলো, সেক্টর কমান্ডারেরা মিলিটারী ও ইপিআর'দের দিয়েছেন মোটামুটি। আওয়ামী লীগের অনেক নেতা যুদ্ধ এলাকায় 'অগেনাইজার' হিসেবে ছিলো; যুদ্ধ সবাই করতে পারে না।
২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যারা তাদের রক্তের বিনীময়ে আমাদের দিয়ে গেলেন স্বাধীনতা। সে সকল শহীদ ও গাজী তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
শহীদ পরিবারগুলোর প্রতি সন্মান রলো
২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে সুপার ধনী জন্ম দিচ্ছে শতকরা ১৭.৪ ভাগ হারে; এটা কিভাবে সম্ভব হচ্ছে, সেটা ব্যাখ্যা করুন
আমার কথা মনে হচ্ছে আমি ঠিক বোঝাতে পারিনাই।
আমি বলেছি স্বাধীনতার পরে আমাদের সোনার বাংলা আমরা গড়তো পারিনাই। কিন্তু তার পেছনে আমাদের নিজেদের দোষ বেশি।
এই কারনে অনেকেই বলে আগেই ভালো ছিলাম/পাকিস্তানের সাথে থাকলেও খারাপ হতো না।
তাদের কথা বলেছি যারা মনে করে স্বাধিনতা পেয়ে আমাদের কোন লাভ হয়নাই।
আমাদের দেশের সরকার প্রধান যদি দেশটাকে সত্যিকারের সোনার বাংলা করে গড়ে তুলতে চায়... তবে সেটা ৫ বছরের চেস্টাতেই শুরুটা করে পারে.... যদিও আগে আমাদের নিজেদের মনের ধান্দাবাজী বন্ধ করতে হবে।
কারন এই সরকারের আমলে শতকরা ১৭.৪ ভাগ সুপার ধনী হলে... মধ্যম ধনী হয়েছে আরো ৩৫%... তাই প্রায় অধে`কের বেশিমানুষ ধান্দাবাজী করে ভালোই কামিয়েছে তাই তারা চায় তাদের এই ব্যাবসা চালু থাকুক।
কিন্তু একেবারে দরিদ্রদের জন্য কেউই কিছু করছেনা। এটাই কস্টকর। তাদের জন্য সরকারের করার কথা... কিন্তু তাদের জন্য বরাদ্যকৃত টাকা পয়সা ধনীরা লুটপাট করে খায়.... সেটাই বন্ধ করতে হবে।
যার যার স্হানে থেকে মানবিক বোধ থেকে নিজের দায়িত্তে দেশের জন্য কাজ করলেই দেশে উন্নত হয়।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান আমলে, বাংলার ৭০% মানুষ দরিদ্র ছিলো; কিন্তু বাকী ৩০% সুপার ধনী ছিলো না; আজকে ৫০% দরিদ্র, কিন্তু ১০% সুপার ধনী; অর্থনৈতিক বৈষম্যের কারণেই মুক্তিযু্দ্ধ হয়েছিলো।
২৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
মহসিন ৩১ বলেছেন: অ্যাকশান প্ল্যান তৈরি ছিল বলেই হয়ত বাঙ্গালী মুক্তিযুদ্ধ বুঝতে পেরেছিল; পাকিস্তানীরাও সেই অনুযায়ী-ই তাদের সামরিক রোল প্লে করে গেছে। কিন্তু কেউ কি আসলেই আগে থেকেই জানতো যে, ২৫ মার্চ পরবর্তী যে রিফুজি সঙ্কট তৈরি হয়েছে; (প্রায় দুই কোটি রিফুজি)--- তাতে বুঝা যায় যে এই বাঙ্গালিরাই পারবে মুক্তি ছিনিয়ে আনতে। বিজয়ের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা
৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষয়টা অতীব আনন্দের যে, একজন মুক্তিযোদ্ধাকে আমরা ব্লগ থেকেই সরাসরি বিজয়ের শুভেচ্ছা জানাতে পারছি।
সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গাজী সাহেবের জন্য বিজয়ের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
আপনাকে বিজয়ের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
ব্লগার ড: আলী সাহেব একজন মুক্তিযোদ্ধা; উনার জন্য শুভেচ্ছা র'লো
৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই গৌরবান্বিত করে আমাকে আমার জাতির পূর্বপুরুষদের বীরত্ব গাঁথা ইতিহাস ভেবে, উঁচু হয়ে ওঠে শীর, হাউমাউ করে কেঁদে উঠে অন্তর মন বাংলার সূর্য সন্তানদের বিয়োগ ব্যাথায়, রক্ত কণিকায় প্রবাহিত হতে থাকে আগ্নেয়গিরির লাভা।
বিজয়ের এইদিনে বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি জানাই বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি।
সুন্দর উপস্থাপন করেছেন, প্রশ্নটিও রেখেছেন উপযুক্ত। ভালো লাগা জানবেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা পানার প্রাপ্য হয়ে আছে
৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
বাংলার মুক্তিকামী সকল শ্রেনী-পেশার মানুষকে এই বিজয় দিনটির স্মরণে শুভেচ্ছা।
আর শুভেচ্ছার সাথে হৃদয় নিংড়ানো ভালোবাসা, চাঁদগাজীর মতো সন্মুখ সমরে ঝাঁপিয়ে পড়া অকুতভয় সকল মুক্তিযোদ্ধাদের।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
অনেক ধন্যবাদ, আপনার জন্য বিজয় দিবসের শুভেচ্ছা র'লো।
৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: ''শ্যামল ছায়া'' ও ''জলযাত্রা'' মুভি দু'টা কি দেখেছেন?
মুক্তি যুদ্ধের উপর।
ইউটিউব এ আছে সময় পেলে দেখে নিবেন।
মহান বিজয় দিবসে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য বিজয় দিবসের শুভেচ্ছা
৩৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯
মোঃ ইকবাল ২৭ বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।আগামী বছরের শুরুটা বাংলাদেশের জন্য কেমন হবে বলে আপনি মনে করেন?বর্তমান পরিস্থিতির আলোকে আপনার ধারণাটা জানতে চাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
অবস্হা এর থেকে ভালো হবে।
৩৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০
শাহরিয়ার নাজমুল বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা
৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪২
অনল চৌধুরী বলেছেন: জাতির শিক্ষিত অংশকে সবার দায়িত্ব নিতে হবে, আজ হোক, আর কাল হোক [/sbজাতির সবচেয়ে শিক্ষিত অংশটাই সবচেয়ে নীতিহীন অার দুর্নীতিবাজ।
পাকিস্তানীরা অাক্রমণ করার আগেই কি তাদের উপর অাক্রমণ করা মম্ভব ছিলো?
মন্তব্য জানতে চাই।
৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১১
এলিয়ানা সিম্পসন বলেছেন: আই কমপ্লিটেড দ্যা ফার্স্ট সেমেস্টার উইথ ফ্লায়িং কালারস!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
এভাবেই ধরে রাখুন, এইভাবে বিনা পাখায় উড়লে ভালো হবে; কোনরূপ পাখার দরকার নেই।
বিজয়ের শুভেচ্ছা
৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
নজসু বলেছেন:
তথ্যবহুল শুভেচ্ছা পোষ্ট।
আমাদের এ গর্ব কষ্টের।
আমাদের এ প্রাপ্তি অনেক হারানোর বিনিময়ে।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
খুবই সাধারণ মানুষের অবদান এই বাংলাদেশ।
৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
রানার ব্লগ বলেছেন: ''শ্যামল ছায়া'' ও ' জয়যাত্রা'' এই দুটি সিনেমা মুক্তিযুদ্ধের ধারনা মাত্র। তার উপর শ্যামল ছায়াতে মারাত্তক এক টা ভুল আছে ৭১ এ কোন শ্যাল ইঞ্জিনের নৌকা ছিল না। আর নদী পথে অমন বিকট শব্দে কোন নৌকা ওই সময় চলাচল করতে পারতো না। আমি আমার মায়ের মুখে শুনেছি এমনি এক টি নৌকা যাত্রার খবর তার বলা গল্প অনুযায়ী এটা যতটা ভায়াবহ ছিল সেই তুলনায় শ্যামল ছায়া বা জয়যাত্রা কিছুই না।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধের কাছাকাছি মোন সিনেমা তৈরি হয়নি।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইপিআর-এ আক্রমণের খবর শোনার পর সোয়াত জাহাজের অস্ত্র খালাসের জন্য যাত্রাকারী মেজর জিয়া যে নিজের কমান্ডিং অফিসার জানজুয়াকে গ্রেফতার ও পরে হত্যা করে চট্টগ্রামে বিদ্রোহ সূচনা করেন তাও উল্লেখ করা যেতে পারে...