![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
নিজেদের সবগুলো ছাতা হারায়েছি; তারপর, প্রতিবেশীদের দেয়া ছাতাও হারিয়েছি, এটার শেষ নেই; তাই দীর্ঘদিন ছাতা কিনছি না; হালকা, বা মাঝারি ধরণের বৃষ্টি হলে, আমি দৌড়ািয়ে চলে যাই, অনেকে মনে করেন যে, আমি জগিং করছি। সমস্যা হলো স্ত্রীকে নিয়ে, ছাতা ব্যতিত বের হবেন না; গতকাল সারাদিন বৃষ্টি হচ্ছিল; আমাদের বের হওয়ার দরকার; ছাতা না কিনে উপায় নেই; বৃষ্টির মাঝে দৌড়ে নিটবর্তী দোকানে গেলাম; যেসব ছাতা ৩/৪ ডলারে বিক্রয় হতো, সবগুলো ৬/৭ ডলার হয়ে গেছে বৃষ্টির সৌজন্যে!
মানুষজন কেহ নেই, ক্যাশের মেয়েকে বললাম,
-বাহিরে কেমন বৃষ্টি হচ্ছে, দেখছ?
-সুন্দর, সে বললো!
-তুমি ছাতার দাম বাড়িয়ে দিয়েছ?
-চাহিদা ও কোয়ালিটির উপর নির্ভর করে দাম বাড়ে কমে।
-তোমাদের রিফান্ড পলিসি কি রকম? আমি প্রশ্ন করলাম।
-ছাতার বেলায় কোন রিফান্ড নেই, মেয়েটি বললো!
-এই দেশে সবকিছুতে বদলানো, কিংবা রিফান্ড পলিসি আছে!
-আমি মালিক নই, আমি কাজ করি; আমাদের দোকানে কোন রিফান্ড পলিসি নেই।
আমি দেখছি, বৃষ্টির কারণে দাম দ্বিগুণ করে দিয়েছে, একটা গন্ডগোল করার দরকার; আমি উপায় নিয়ে ভাবছি। একটা স্কুলের বাচ্চা অসময়ে ভিজে ভিজে স্কুলের দিকে যাচ্ছিল; বৃষ্টি বেড়ে যাওয়াতে সে দোকানের দরজায় দাঁড়ালো।
-তোমার ছাতা নেই? বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম!
-না, ছাতা নেই, ছেলেটি মাথা নেড়ে বললো।
আমি ১ ডলার দামের ১টি সস্তা ছাতা ছেলেটিকে দিয়ে বললাম,
-নাও, এবার স্কুলে চলে যাও!
-ফ্রি? সে খুবই খুশী হলো! সে ছাতা নিয়ে ঝমঝম বৃষ্টির মাঝে চলে গেলো।
ক্যাশিয়ার মেয়ে বললো,
-ছাতার দাম দাও!
-কোন ছাতার দাম?
-যেটা তুমি বাচ্চাটাকে দিলে, সেটার দাম!
-আমি কি বাচ্চা থেকে পয়সা নিয়েছি নাকি? ওটা তো দান করা হয়েছে!
-তুমি কার ছাতা দান করছে?
-তোমাদের ছাতা!
-আমাদের ছাতা তুমি দান করছো? দাঁড়াও, আমি মালিককে ডাকছি!
-মালিক কোথায়?
-সে বেইসমেন্টে, মালপত্র গুচাচ্ছে!
মেয়ে দোকানের বাইরে গিয়ে, মালিককে ডেকে গজগজ করতে করতে ফিরে এলো; একটু পরে এক বয়স্ক মরাধরা কোরিয়ান বেইসমেন্ট থেকে বেরিয়ে এলো; মেয়ে কোরিয়ানকে ছাতার ঘটনা বললো; আমি ধৈয্য ধরে শুনলাম; কোরিয়ান আমাকে বললো,
-আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কিভাবে আমাদের ছাতা কোন এক বাচ্চাকে দান করেছ?
-এটা খুবই সহজ, বাচ্চা ভিজে ভিজে স্কুলে যাচ্ছে; ওর ছাতা দরকার, এটা তো বুঝ?
-আমি তোমার কথার আগামাথা বুঝতে পারছি না, ছাতা আমাদের, তুনি বাচ্চাকে দিয়ে দিয়েছ; এখন তোমাকে দাম দিতে হবে!
-আমি কেন দাম দেবো? বাচ্চা কি আমাকে পয়সা দিয়েছে? তাকে দান করা হয়েছে, ফ্রি, এবার বুঝেছ?
-তোমার মাথা খারাপ আছে, আমার দোকান থেকে বের হও! সে রেগে মেগে হতাশ হয়ে গেলো।
-এই বৃষ্টির মাঝে আমি কোথায়ও যাচ্ছি না।
-আমি পুলিশ ডাকছি এখনি!
-ঠিক আছে, ডাকো!
এবার মেয়ে বললো,
-আমি জীবনে এই ধরণের কান্ড কখনো দেখিনি!
-তোমার জীবন সবে মাত্র শুরু হয়েছে, দেখার সুযোগ পাবে; ব্যাপারটা নিয়ে আমি মালিকের সাথে কথা বলছি, তুমি চুপ থাকলে ভালো হবে, তুমি চাকুরী কর মাত্র। দান একটি বড় বিষয়, এটা তোমার মাথায় ঢুকবে না।
কোরিয়ান বুঝতে পারছিলো না কি করবে! সে মনে হয় ভাবছিল, আমি আসলেই গন্ডগোল টাইপের লোক, কিংবা মাথায় গন্ডগোল আছে! সে হতাশ হয়ে, সেলফোনে কাকে বারবার কল করছে; মনে হলো ওপাশে কেহ ফোন ধরছে না। আমি ১২ ডলারের মাঝে ২টি ছাতা নিয়ে মেয়েকে ২০ ডলারের একটা নোট দিয়ে বললাম,
-বাচ্চার ছাতার দামও রাখ এই টাকা থেকে!
-তুমি যদি মুল্য দিবে, এতক্ষণ গন্ডগোল করেছ কেন?
-আমি ছাতা কিনলে, ছাতা হারিয়ে যায়; তাই, ছাতা কিনতে আসলে আমার টাকাগুলোর জন্য মন খারাপ হয়ে যায়, এখন বুঝেছ!
কোরিয়ান চুপ করে তাকিয়ে আছে! মেয়ে বললো,
-অকারণে গন্ডগোল কম করিও!
-শোন, তোমরা ছাতার দাম বাড়ায়ে দিয়েছে; তদুপরি, তুমি কয়টা ছাতা হারায়েছ?
-আমি ছাতা হারাই না কখনো!
-সেই কারণেই তুমি আমাকে বুঝতেছ না।
-বৃষ্টি সময় তুমি বাসায় থেকো, বের হয়ো না; তোমার সমস্যা কমে আসবে, মেয়ে বললো।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
ছাতাগুলো সব হারিয়ে যায়, বৃষ্টির সময় দেখি ছাতা নেই!
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভিজবে তবু সাথে ছাতা রাখবে না।
Umbrella
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
বৃষ্টি হলে দৌড়ানোর সুযোগ হয় আমার; ভালোই জগিং হয়
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে হলে সেলস ওম্যান আপনাকে দিয়ে আগে 'হাত সুখ' করতো!
আমি অনেক ছাতা হারিয়েছি। সেদিন মেয়েকে ক্যান্টনমেন্ট কলেজে রেখে আসার সময় ছাতা গাড়ীতে রেখে চলে এসেছি। পরিচিত জনদের সাথে আলাপ হলে সকলেই বলে তারাও 'হারিয়েছে' । সবাই ছাতা হারায় এই ছাতাগুলি পায় কে ?
আমি জীবনে একটাও পাইলাম না!
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা আক্রমণ করলে সমস্যা হওয়ার কথা; সুবিধা হলো, বাহিরের মেয়েরা তেমন গন্ডগোল করে না।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সনেট কবি বলেছেন: বেশ
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
মাঝে মধ্যে গন্ডগোল না করলে ভালো লাগে না
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
ঢাবিয়ান বলেছেন: লেখা ভাল হয়েছে। রিটায়ার্ড মানুষ এসব নিয়েই লিখুন। এই বয়সে শুধু শুধু এক স্বৈরাচারী সরকারের পক্ষে সাফাই গেয়ে মানুষের অসম্মান কুড়ানো কাজের কথা নয়।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
দেশের রাজনীতি বুঝার চেষ্টা করি; একই সাথে ২ খারাপ দলের পক্ষে লিখলে, ব্লগারেরা বিভ্রান্ত হয়ে যাবেন; ২ জন খারাপ দলের থেকে ১ খারাপ দল অনেক ভালো।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি মাঝে মাঝে গন্ডগোল টন্ডগোল করেন?
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গন্ডগোল পাকানো খারাপ না।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
আমি সহনশীলতার মাঝে এটা ওটা করে দেখি মাঝে মাঝে
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড পোস্ট।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
এটাও গুড পোষ্ট? এটা আওয়ামী লীগের ভোটের ভাঁইতাবাজীর ইশতেহারের উপর নয় কিন্তু!
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: সামান্য একটা ছাতা নিয়ে সেলসম্যান আর মালিকের মাথা খারাপ করে দিয়েছেন।
তারা তো জানে না আপনি বাঙ্গালী। বাঙ্গালী কি জিনিস তারা জীবনেও বুঝতে পারবে না।
যাই হোক, আমি লেখার শুরুতেই বুঝতে পেরেছিলাম- শেষে আপনি হাসি মুখে ছাতার দাম দিয়ে দিবেন।
গত নয় বছর আপনাকে অনেকখানি চিনে ফেলেছি- বুঝে ফেলেছি।
এখন অন্য কথায় আসি- অনেকদিন আমার কোনো পোষ্টে যান না!! মন্তব্যও করেন না!!! ঘটনা কি??
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
চোখের অবস্হা আরেকটু খারাপ হয়েছে; ১ম পাতায়, ২/৪টা পোষ্ট পড়ছি আজকাল; আপনার লেখা মিস করছি।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: ও আরেকটা কথা বলতে ভুলে গেছি- আমার জীবনে এমন কোনো দিন আসে নাই-
আমি বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছি আর বাসায় ছাতা নিয়ে ফিরতে পেরেছি।
এখন আর ছাতা ব্যবহার করি না। বৃষ্টিতে ভিজি। গত দুই দিন ধরে ঢাকার গুরু গুরু বৃষ্টি হচ্ছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
ছাতাগুলো যারা পায়, তারা ফেরত দেয় না, মানুষজন এখনো বেকুব রয়ে গেলো।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪
তার ছিড়া আমি বলেছেন: পুরা পোষ্টটি মনযোগ সহকারে পড়লাম আর হাসলাম। এরকম পোষ্টই আপনার কাছ থেকে কাম্য। কিছু কিছু গন্ডগোলের শেষে মজা আছে। ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১১
চাঁদগাজী বলেছেন:
আমি ছোটখাট গন্ডগোল লাগিয়ে দিতে পারি সব সময়; এজন্য, আমার বন্ধুবান্ধবেরা মাঝে মাঝে আমাকে ভয় পায়।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: আবার আসসাম- জিরুরী একটা কথা বলতে।
আর কয়েকদিন পর ব্লগারদের মিলন মেলা। খুব আণন্দময় একটা ব্যাপার হবে।
আপনি কি আসবেন? আমি জানি আপনি আসবেন না। তাই আমিও আসবো না।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
আমার চোখের চিকিৎসা চলছে, প্রায় সপ্তাহে হাসপাতালে যেতে হয়; আমার খুবই ইচ্ছে ছিলো; কিন্তু সম্ভব হবে না এই মহুর্তে দেশে যাওয়া।
ব্লগারেরা যদি একত্রিত হন, আপনার যাওয়াটা খুবই দরকারী।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: আর একটা কথা-
নির্বাচন কি সুষ্ঠ ভাবে হবে?
শেষ পর্যন্ত বিএনপি কি নির্বাচনে থাকবে?
এই যে কর্মী এবং প্রার্থীদের উপর হামলা হচ্ছে- এই হামলা গুলো কারা করছে?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
নির্বাচন সুষ্ঠু হবে না; বিএনপি'র উপর আক্রমণের একাংশ করছে আওয়ামী লীগ, আরেক অংশের জন্য দায়ী হয়তো জামাত। বিএনপি ভোটে থাকবে।
বিএনপি-জামাত চাচ্ছে, মিলিটারী ক্ষমতা দখল করুক
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
হাবিব বলেছেন: বৃষ্টি না থাকলে আমিও ছাতা হারিয়ে ফেলি
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
এত ছাতা যারা পায়, তাদের বড় অংশ চোর; ছাতা ফেরত দিতে দেখিনি
১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশে এমন ঘটলে ইভটিজিং এর মামলায় পড়ে যাওয়ার চান্স ছিল।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের বেশীরভাগ মানুষের মানসিক অবস্হা অনেকটা গুহা মানবের কাছাকাছি; বাংগালীদের মেজাজ ভীমরুলের মতো
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
ইকবালসইনফো বলেছেন: এ ঘটনার পর যদি ছাতা হারানোর ঝুকি কিছুটা হলেও কমে।
২০ ডলার যখন ছিলই তখন বাচ্চাটাকে অন্তত ২ ডলার দামের ছাতা দেয়া উচিত ছিল। দানটা খুব বেশি সস্তা হয়ে গেলো।
এজন্যইতো বার বার ছাতা হারায়।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২০
চাঁদগাজী বলেছেন:
বাচ্চারা ছাতা হারানোর চেয়ে ভেংগে ফেলে বেশী, এবং আমার থেকে বেশী হারায় মনে হয়।
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭
মাহমুদুর রহমান বলেছেন: পোষ্টে ভালো লাগা রেখে গেলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
আমার রাজনৈতিক পোষ্ট থেকে আমার নিজস্ব অভিজ্ঞতার পোষ্টগুলো অনেকেই পছন্দ করছেন; ব্যাপারটা কি?
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার মতো আমিও ছাতা হারাই বলে সহজে ছাতা ব্যবহার করতে চাইনা, কিন্তু গিন্নি ছাতা ছাড়া সামান্য পথটুকুও হাটতে চাননা |
আপনার ছত্রপতি লেখাটি পড়ে খুব মজা পেলাম |
১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০২
চাঁদগাজী বলেছেন:
আমি কিন্তু এটা সেটা নিয়ে গন্ডগোল লাগিয়ে দিতে ভালোবাসি
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
কাব্যিক শৈলীতে রচিত গল্পটি বেশ সুন্দর হয়েছে ।
আমার সাথে খাপে খাপে মিলে গেছে । ছাতা হারিয়ে যায় বলে
ছাতা নিয়ে সচরাচর বের হ্ইনা , তাই বৃষ্টিতে মাঝে মধ্যেই ভিজতে হয় ।
তবে গিন্নীর ভুল হয়না , তার ব্যগে একটা না একটা ছাতা সব সময় থাকেই ।
যাক, আজো বৃষ্টিতে ভিজেছি । ভিজতে ভিজতে রাস্তার পাশে একটি চেরিটি শপে
ডুকে অনেক খুঁজাখুজী করেও কোন ছাতা পায়নি । অথচ চেরিটি শপের
দরজার কাছেই সস্তা দামের ছাতা পরে থাকে সবসময়ই, আজ
একটিও নেই , প্রচন্ড বৃষ্টি থাকার কারণে তাদের মজুদ শেষ ।
ভাবলাম রাস্তার পাশের টিএসবি ব্যাংকে একটি ডু মেরে দেখি
সেখানে কোন ছাতা পাওয়া যায় কিনা, কারণ বৃষ্টির সময়ে এই
ব্যাংকটি কাষ্টমারদেরকে স্বল্প সময়ের জন্য ছাতা ধার দেয় ।
ধার দেয়ার জন্য কিছু ছাতা মেইনডোরের কাছাকাছি রাখা
থাকে , ধার নেয়ার জন্য কারো কোন পারমিশনের দরকার
পরেনা । তবে ছাতা নেয়া ও ফেরত দানের বিষয়টি তাদের
সিসি টিভিতে ধারণ করা হয়ে যায় বিধায় যারা ধার নেয়
তারা তাদের নীজের চারিত্রিক সুনাম ব্যংকের কাছে ঠিক
রাখার জন্য ঐদিনের মত প্রয়োজন ফুরালে ফেরত দিয়ে
যায় । যাহোক, কপাল মন্দ, সেখানেও আজ কোন
ছাতা পাওয়া গেলনা । ছাতার জন্য আমাদের চেয়েও
বেশী মাথা খারাপ লোকের সংখ্যাটাও কম না
তা বেশ ভাল করেই বুঝা গেল।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
চাঁদগাজী বলেছেন:
বৃষ্টিনের দিনে ছাতার দাম বাড়ায়ে দেয় সবাই, সমস্যা। আমি টাকা হারাতে গেলে, কিছুক্ষণ গন্ডগোল করার পথ বের করি।
২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
নজসু বলেছেন:
আপনার পোস্ট এলেই মনে হয় গম্ভীর মেজাজের কারো সামনে দাঁড়িয়ে আছি।
কি বলি না বলি ভেবে, একটা ভয় ভয় কাজ করে।
এর আগে আপনার বাথরুম বিষয়ক পোষ্টটা পড়ে অনেকটা ভয় কমে গেছে।
মনে হয়েছে পৃথিবীতে কোন মানুষই নীরস নন।
আজকের পোষ্টটা পড়লাম মজা পেয়েছি, কিন্তু হাসিনি।
কারণ, আপনার সাহসিকতা থেকে রসিকতার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশে সময়ের সাথে তাল মিলে, কায়দা বুঝে জিনিসপত্রের দাম বাড়ে।
এজন্য মনক্ষুণ্ণ লাগতো। ভাবতাম আমাদের দেশটা এরকম কেন?
বাংলাদেশের বাহিরে অন্য দেশে সময়ের সাথে পণ্য সামগ্রীর দাম বেড়ে যায় জেনে অবাক হলাম।
শুধু শুধু মন খারাপ করতাম। আপনার এই পোষ্টের কারণে সেটার অবসান হলো।
একেবারেই হাসিনি তা ঠিক নয়। আপনার যুক্তির কাছে ওদের মুখের অবস্থা কেমন হয়েছিলো সেটা কল্পনা করে মুচকি মুচকি হেসেছি।
লিখতে লিখতে শেষের দিকে খুব তাড়াহুড়ো করে ফেলেছেন। এটার কারণেও আপনার প্রতি আমার সংকুচিত ভাবটা আরও কমে গেছে।
আপনি বাঘ ভাল্লুক কিছু নন। পৃথিবীর সব মানুষের মতো মানুষ। আপনার পোষ্টে কি লিখবো সেটা টাইপ করার আগে দশবার ভাবতাম।
আজকে দেখেই বুঝতে পারছেন, আপনার এই পোষ্ট আমাকে আপনার কত কাছে নিয়ে গেছে।
শেষের অংশটার কথা বলি? রাগ হবেন না তো?
শোন, তোমরা ছাতার দাম বাড়ায়ে দিয়েছে; তদুপরি, তুমি কয়টা ছাতা হারায়েছে?
এখানে তুমি কয়টা ছাতা হারায়েছো? অথবা তোমার কয়টা ছাতা হারায়েছে? হলে কেমন হয়?
শেষের লাইন টা বৃষ্টি সময় তুমি বাসায় থেকো, বের হ্য়ো না এর স্থলে বৃষ্টির সময় তুমি বাসায় থেকো, বের হয়ো না। হলে ভালো হতো না?
শেষের দিকে শেষ করার অস্থিরতায় এমন হয়েছে জানি। আপনি আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয়। আমি চাই আপনি সর্বদা নিখুঁত থাকেন।
শ্রদ্ধার, ভালো লাগার, ভালোবাসার মানুষের সবসময় সবার শীর্ষে দেখতে ভালো লাগে।
আপনিও তাদের মধ্যে আমার একজন।
ভালো থাকবেন শ্রদ্ধেয়। আর হ্যাঁ, আমি কিন্তু সবার মতো অকারণে গন্ডগোল করিনা।
আমি এই চশমা চোখে দাঁত বের করা ইমোটার মতো নিষ্পাপ পাগল
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
লেখার শেষের দিকে বেশ ভুল ছিলো; আজকাল, নিজের পোষ্ট খুব একটা পড়া হচ্ছে না; আপনাকে ধন্যবাদ! চোখের সমস্যার কারণে, পোষ্ট পড়া ও কমেন্ট করা কমে আসছে।
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
নূর আলম হিরণ বলেছেন: ইনশাআল্লাহ আজকে ৮বছর ছাতা কিনি না, এর ওরটা দিয়ে চালিয়ে নিচ্ছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
চাঁদগাজী বলেছেন:
আমার সাথে স্ত্রী না'থাকলে, আমি ছাতা, মাথা নিয়ে ব্যস্ত হই না।
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হা হা হা .। পড়ে বেশ মজা পেলাম। ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
অকারণে মানুষ দাম বাড়িয়ে আমাদের টাকাগুলো নিয়ে যায়; করার তেমন কিছু থাকে না, গনডগোল হলেও বাধানো দরকার মাঝে মাঝে।
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হয় হিমুর কাহিনি পড়লাম? আপনি কি হুমায়ূন পড়েন?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
স্যরি, হুমানুন আহমেদ সাহেবের কোন লেখা পড়া সম্ভব হয়নি; আমার চোখের সমস্যা থাকায় টেক্সট বইয়ের বাইরে বেশী পড়ার সুযোগ হয়নি
২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
হাসান রাজু বলেছেন: বাহ ! আজকের গল্পে একজন পুরুষের আগমন ঘটেছে । যদিও তাকে পুলিশ ডাকতে পাঠিয়ে গল্প শেষ করেছেন। তা ও ভাল। অন্তত, গল্পে পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেল ।
সত্যি সত্যি এতটা গল্প কখনো করতে পেরেছেন কি ? আমার মনে হয়, বাস্তবে আপনি এতটা স্মার্ট নন । কিন্তু কল্পনার রাজ্যে আপনি একজন কোরিয়ানকেও কথার মারপ্যাচে আটকে দিচ্ছেন। হা হা হা..... সুন্দর গল্প।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমি কখনো স্মার্ট ছিলাম না; আমি গ্রামে বড় হয়েছি, চাষবাস করেছি, গ্রামের সাধারণ মানুষদের একজন।
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
সাাজ্জাাদ বলেছেন: তাহলে এক ডলার ছাতার দাম কয় ডলার পরল।
সওয়াব কি এক ডলারের পাবেন নাকি বকশিস সহ পাবেন বিস্তারিত জানাবেন।
এবারের ছাতা আশা করি সারাজীবন থাকবে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
নতুন ছাতাটা এখনো আছে!
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
রানার ব্লগ বলেছেন: আমি ছাতা নিয়ে বের হলে আম্মা আমাকে ৫০ বার ফোন করে জানাবে ছাতা জেন সাথে নিয়ে আসি এবং আমি যথারিতি ছাতা হারাবো। ছাতা একটি হারাবার জিনিস।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
হারানো ছাতাগুলো যায় কোথায়?
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমার সব ক'টি মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
ভালো থাকুন। দোয়া করি চোখ দ্রুত সুস্থ হয়ে যাক। অবশ্য দোয়ায় কাজ হয় কিনা আমার জানা নেই।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
দোয়া মনে হয়, শুভকামনার ইসলামী প্রতিশব্দ
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: আবারো মেয়ে
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
বিদেশে ক্যাশিয়ার মেশিয়ার তো মেয়েরাই
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: জাতির জন্য একটা বিরাট ছাতা দরকার।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমাদের দরকার ছাতা, আমরা পেয়েছি কাল বৈশাখীর মেঘ
৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
রানার ব্লগ বলেছেন: হারান ছাতা গুল অন্য একজন নিয়ে যায় এই বলে যে সে আজ ছাতা হারায় নাই। এবং পরের দিন যথারিতি কুড়িয়ে পাওয়া ছাতা খানা হারিয়ে মুখ কালো করে বসে থাকে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
জঘন্য চক্র
৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
গরল বলেছেন: জাপানে ছাতা ফ্রী পাওয়া যেত, ওরা ১ ডলারের (১৩০ ইয়েন) ছাতা কিনে আবার ষ্টেশনে বা অফিসে ঢুকে গেলে নির্দিষ্ট স্থানে ছাতা রেখে যায়। আমার কোনদিন ছাতা কিনতে হয় নাই, বাস ষ্টপে, দোকানের সামনে, রেষ্টুরেন্টের সামনে কোথাও না কোথাও পেয়ে যেতাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
এখন আপনি কোথায়?
৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দ্রুত আপনার চোখের সুস্থ হয়ে যাক, এই কামনা করি। আপনি সুস্থ থাকলে অনুরোধ করলাম, বর্তমান সময়ে ব্লগের কার্যকারিতা নিয়ে একটি লেখা লিখুন। কিন্তু এই মুহুর্তে তা করছি না।
আপনার লেখা কিছুটা একটা 'গন্ডগোল' করা দরকার - এটা শুনতে দারুন লাগে। মি জীবনে কতবার ছাতা হারিয়েছি তা গুনে শেষ করতে পারব না। আমার মা আমাকে একটা পর্যায়ে আর ছাতা দিতেন না অথবা নগদ টাকা জমা দিয়ে ছাতা নিতে হতো।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যাবাদ, আশাকরি চোখের উন্নতি হবে; এই সমস্যা বরাবরই ছিলো, এখন একটু কন্ট্রোলের বাহিরে চলে গেছে।
ছোটখাট 'গন্ডগোল' করার প্রবণতাটা আমার মাঝে মনে হয় সব সময় ছিলো।
যাঁরা ছাতা হারান, তাঁদের কোথয়াও একটা মিল আছে, যথাসম্ভব; কিন্তু ইহার সমাধান নেই।
৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
জাহিদ হাসান বলেছেন: ছাতার মাথা খুবই ভেজালের জিনিস। রোদ-বৃষ্টি যাই হোক না কেন হাতে ছাতা ঝুলাতে হয়।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
ভাগ্যিস, রোদে আমি ছাতা ব্যবহার করি না; তা'হলে, দ্বিগুণের বেশী ছাতা হারানো যেতো।
৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
করুণাধারা বলেছেন: আপনি দেখছি চমৎকার কবিতা লিখতে পারেন!!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
কবিতা হতে হয়, ঝর্ণার মতো উৎসারিত, নদীর মত বহমান, সাগরের মত গভীর, আকাশের মত উদার, রংধনূর মতো রংগীন।
৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
নীলপরি বলেছেন: বাহ! দারুণ
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি গন্ডগোল করতে ভালোবাসেন?
৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
গরল বলেছেন: আমি এখন বাংলাদেশে থাকি, জাপানের ভাষা আমার কাছে সবচেয়ে দূর্বোধ্য জিনিষ ছিল তাই চলে এসেছি।
২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি তো ইংরেজীতে কাজ করতেন নিশ্চয়ই! দেশে কি রকম করছেন?
৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৪
নজসু বলেছেন:
শুভ বাংলাদেশি সকাল।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
চাঁদগাজী বলেছেন:
হ্যালো!
ভোটের কি অবস্হা?
৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
গরল বলেছেন: হ্যা আমি ইংরাজীতেই কাজ করতাম, তবে হায়ার পজিশনে যেতে হলে জাপানীজ বীজনেস ডক্যুমেন্ট পড়তে ও যোগাযোগ করতে জানতে হয় তাই আর থাকা হয় নাই। বাংলাদেশে এসে ইউএস এইড, ইউএনডিপির কনসালট্যান্সি করতাম, এখন একটা অন্যতম বড় গ্রুপের চীফ প্রগ্রাম অফিসার (আইটি) হিসাবে কাজ করি।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
চাঁদগাজী বলেছেন:
ভালো করেছেন।
৩৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
টিয়া রহমান বলেছেন: ভাইয়া আমিও অনেক ছাতা হারাই, এবারেরটা ৫ মাসের বেশি হয়ে গেছে এখনও হাতছাড়া হয় নি, তবে ভেঙ্গে গেছে! কোনরকমে সারিয়ে নিয়ে সেটাই চালাচ্ছি। হারিয়ে তো যাবেই ভাঙ্গাটাই হারাক।
আপনার লিখা আর সবার কমেন্ট সবগুলোই মজার ছিলো আর সেই সাথে নিজের ছাতা হারানোর কষ্টটাও কমলো।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
ছাতা হারালে সামান্য সমস্যা; মাথা যাতে না হারায়, সেইদিকে খেয়াল রাখবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট। সুন্দরতর।