নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসলাম মানুষকে কিছুটা হিংসুক করে দেয়, মনে হয়!

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪



আমি বরাবরই চাকুরীজীবি ছিলাম, দেশে ও বিদেশে চাকুরী করেছি; দেশের চাকুরী সম্পর্কে এটুকু বলতে পারবো, বাংলাদেশে চাকুরী করার পর, বেশীর ভাগ মানুষ মানসিক রোগীতে পরিণত হওয়ার কথা; মানসিক রোগীদের জন্য ভালো সংবাদ হলো, তাঁরা নিজের মাসিক রোগ সম্পর্কে জানেন না।

গত ২ বছর আমি চোখের রোগে ভুগেছি, চাকুরী করিনি; চোখের অবস্হা ভালোর দিকে যায়নি; বাংলাদেশের গরম ও বাতাস দুষণে উহা আরও বেড়ে যায়; বেশ ভালো সমস্যায় আছি। গত মাসে একটা চাকরী ধরেছি; বয়স বেড়ে যাওয়ায় যথেষ্ট ম্যাঁওপ্যাঁওয়ের মাঝ দিয়ে যেতে হয়েছে। চোখের কারণে, আমার দক্ষতার চেয়ে একটু সহজ চাকুরী নিয়েছি, দায়িত্ব কম, বেতনও কম, চাকুরী পেতেও সহজ হয়েছে।

আমার চাকরীটা সামান্য বেতনের, কিন্তু মালটি বিলিয়ন ডলারের ব্রোকারেজ কোম্পানীতে; কাজটা হলো, সব ব্রোকারেজ কোম্পানীগুলো নেটওয়ার্ক ও সফটওয়ারের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে; কেহ কিছু বদলালে, তখন ওরা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারলেও ব্যবসায়িক দিক থেকে সমস্যা হয়; এগুলোকে ঠিক রাখার জন্য লোকজন আছে! আমার কাজ হলো, কোন পক্ষ থেকে কোন রদ বদল হলে, সেটা বিজনেস লোকদের জানানো ও অন্য ব্লোকারদের লোকদের সাথে কথা বলে, কানেকশান করে দেখা।

আমি চাকুরী পাবার পর, আমাদের গ্রুপ আমাকে ৪টি ব্রোকারের কানেকশান নিয়ে কাজ করতে দেয়; আমি কাজ শুরু করি; সবকিছু আশাতীত ভালোভাবে চলছিলো। একটাতে সামান্য সমস্যা হচ্ছিল, সেটা ঠিক করার পর, কোম্পানীর ভারতীয় অফিস থেকে সেটা পরীক্ষা করেছে সীমিত আকারে। এবার আমাকে বড় আকারে পরীক্ষার দায়িত্ব দেয়া হলো; অন্য পক্ষের ব্রোকার, 'কেনটর'; ওদের কর্মচারী, ফরাসী একটা মেয়ে আমার সাথে এই কাজটা করছে কয়েকদিন, সব ভালো; গত পরশু, হঠাৎ মেয়ের ম্যানেজার আমাকে ইমেইল করলো, বললো, আমরা ঐ মেয়েকে বেশী কাজ দিচ্ছি; আমি উহাকে বললাম যে, তুমিসহ আমরা সবাই ওয়ার্কার, এই কোম্পানীগুলো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, ওরা জানে কি করছে, তোমার মাথা ব্যথা কেন? সে বললো, উনি ঐ মেয়ের ম্যানেজার, ঐ মেয়ের অনেক কাজ আছে, অন্যদের সাহায্য করা ঐ মেয়ের কাজ নয়; এই ম্যানেজারের নাম আসিফ খলীফা, আমেরিকায় বড় হওয়া মুসলমান বেরাদার।

আরেকটা ব্রোকারেজের সাথে আগের থেকে এই কোম্পানীর সমস্যা ছিল; সেখানে কাজ করে আরেক বেরাদার, নাম সুলাইমান আসগর; আমি যেই কোম্পানীতে কাজ করি, এরা আসগরকে টেলিফোন করতেও ভয় পায়; কাজটা আমাকে দিয়েছে। উহা আমার নাম জিজ্ঞাসা করার পর, কিছু না বলে কাজ করে দিয়েছে; ৩/৪ দিন, সবই ভালো। গতকাল শুক্রবার, দিনের ১২টার একটু পরে একটা সমস্যা হয়েছে, আমি কল করলাম, উহা নেই; ম্যাসেজ রাখলাম। দিনের ৩টার দিকে সে আমাকে কল করে বলে যে, শুক্রবার ১২টার পর তাকে আমার কল করাই ঠিক হয়নি; এই বলে সে ফোন রাখে দেয় বাংলাদেশ ষ্টাইলে। আমি আবার ফোন করলাম সমস্যার ব্যাপারে, উহা আর ফোন ধরেনি।





মন্তব্য ৯২ টি রেটিং +১/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

মাহমুদুর রহমান বলেছেন: পবিত্র হৃদয়ে নাপাক কখনো স্থান পায় না।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


তা'হলে আপনার জন্য তো কোন স্হানই নেই!

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ম্যাঁওপ্যাও পোস্ট....
মাসিক রোগ :D

FT ;)

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



নিজকে পরীক্ষা করে দেখেন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: পুরোটাই পড়লাম। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


ইসলাম যেই এলাকায় বিস্তার লাভ করেছে, সেসব এলাকা এমনিতেই সমস্যায় ছিলো ও আছে! এরপর, ইসলাম কি আরেক ডোজ হিংসা যোগ করেছে?

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: একজন অসুস্থ মানুষের মানসিক বৈকল্যের, ব্যক্তিগত বিষোদগারের পোস্টে কী উপকার হয় ব্লগের। চাঁদগাজী খোলা স্থানে নিরন্তর মলত্যাগ করলেও কি নাকে কাপড় দিয়ে চলতে হবে সবাইকে?

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনার সৌভাগ্য যে, একজন মানুষের লেখা পোষ্ট পড়ার সুযোগ পাচ্ছেন; না হয়, নিজের পোষ্ট পড়েই আপনার সময় চলে যেতো!

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইহাতে আপনি ইসলামের দোষ
দেখলেন কোথায়? নিজেকে খুব
পন্ডিত ভাবেন? কোথাক্র কোন
নদু ছদু কি করলো, দোষ চাপালেন
ইসলামের উপর! ভালো হয়ে যান।
ইসলাম শান্তির ধর্ম অসান্তি করার
চেস্টা করবেন না।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের উপর সময়, স্হান, ধর্ম, সংক্কৃতি, শিক্ষা, সবকিছুর প্রভাব আছে।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: করলাম ;)

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


নেগেটিভ, পজেটিভ?

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: নিউট্রাল B-))

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভালো

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: দয়া করে ইসলাম কেন,
কোন ধর্মকে কটাক্ষ করে কোন পোস্ট দিবেন না।ইসলাম প্রিয় বাংলাদেশে ইসলাম নিয়ে তো নয়ই।নুর মোহাম্মদ ভাইয়ের সাথে সহমত।এটা ব্যক্তির দোষ,ইসলামের নয়।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষের উপর শিক্ষা, ধর্ম, প্রকৃতি,পরিবেশের প্রভাব আছে; সেগুলো নিয়ে আলোচনার দরকার আছে।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

বাকপ্রবাস বলেছেন: শিরোনাম ছিল ব্যাপক বা সমষ্টিক কিন্তু বর্ণনা হল ব্যাস্টিক বা ব্যাক্তি কেন্দ্রিক। ইসলাম মানুষকে কিছুটা হিংসুটে করে ফেলে সেটা আমি মানি, যদি সেই ইসলামে রাজনীতি ঢুকে যায়, বাংলাদেশের জামাত ইসলাম আর ছাত্রী সংস্থা বিচারে এটা সত্য বলা যায়, রাজনীতি না ঢুকলে এটা ঢুকেনা। আবার মধ্যপ্রাচ্যের মুসলামরাও তাদের নিজেদের ছাড়া অন্যদের ব্যাপারে নাক ছিটকায়, সেটা গরীব দেশ হলে এবং মুসলমান হলেও, ইউরোপ আমেরিকান বা অষ্ট্রেলিয়ান হলে খুব সমাদর করে সেটা ইসলাম এর সমস্যা নয়, জাতীয়তাবাদ সমস্যা এবং কালচারগত সমস্যা

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



এখানে বিশ্বের সর ধর্মের লোকজন আছেন; সমস্যাটা মুসলমানদের ও অষ্ট্রেলিয়ান খৃষ্টানদের মাঝে বেশী

১০| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
জীবন ও জীবিকার প্রয়োজনে শহর থেকে গেছি শহরান্তে, দেশ থেকে বিদেশে সত্যি লজ্জাজনক ও কষ্টকর বিষয় হচ্ছে এই “বিশেষ ধর্ম” পুরোটাই হিংসাত্বক ধর্ম এখানে ইত্যকার বিষয় লিখতে হলে ২০০ রিম এ ফোর প্যাপার প্রয়োজন !!!

ছোট্ট উদাহরণ দিচ্ছি “আপনি বলছেন আপনি বা আপনার প্রডাক্ট বেষ্ট অফ দ্যা ওয়ার্ল্ড বাকি সব মিথ্যা - যা আছে সব মিথ্যা সব। এক মাত্র আপনি সঠিক !!! - তাহলে আপনি বা আপনার প্রডাক্ট যে বেষ্ট তার প্রমাণ কি ? যা দেখছি তাইতো নাকি যা দেখছি তা না ??? অন্য কিছু, তাহলে সেই অন্য কিছুটা কি ?

কর্মে/ব্যাবসায় যেখানে গেছি এই বিশেষ ধর্মের লোকজন অপ্রয়োজনে তাদের ধর্ম সামনে নিয়ে এসেছে, কারণ বিহীন একদম অকারণ । যেখানে যাবে ধর্ম প্রচার শুরু হয়ে যাবে, আর সিমাহীন অহংকার নিয়ে তিব্রবাণ ছোড়ে “এই জীবনে যারা আনন্দ করছে সবাই কাফের মোনাফেক” - এটি কেমন কথা !!!

মানব সভ্যতা কতো বছরের ??? আর এই বিশেষ ধর্মের আবির্ভাব কতো বছর ??? পৃথিবীতে মানব সভ্যতার সাথে এই বিশেষ ধর্মের অবদান কি ? সুদ নিয়ে তাদের গল্প, কাহিনি, নোংরা ইশারা অনেক-অনেক-অনেক - প্রশ্ন হচ্ছে তারা কি সুদ মুক্ত ??? সবশেষে বলতে চাই সবচেয়ে বড় ধর্ম “ন্যায়”। “ন্যায় হচ্ছে ধর্ম আর অন্যায় হচ্ছে অধর্ম”। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



এমনিতেই আরব, আফ্রিকা ও এশিয়ার মানুষেরা স্বভাবের দিক থেকে হিংসুক; তার মাঝে জাপানীজ, থাই, কোরিয়ান এরা মোটামুটি ভালো; তবে, ইসলামিক এলাকায় সবার আচরণে সমস্যা আছে! এরা যখন ইুরোপ ও আমেরিকা যাচ্ছে, সাথে নিজের আচরণটাও নিয়ে যাচ্ছে।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: চাকুরী জীবনের ট্রেইনিং থেকে চাকুরী জীবন ও ব্যাবসা জীবনে কাটলারি (চামচ, কাাঁটা চামচ, ছুরি) দিয়ে খেতে গিয়ে অনেক “বানী” শুনতে হয়েছে আজো শুনি গ্রামে-শহরে-ভিন্ন জনপদে-ভিন্ন দেশে, কোথায় না !!!

চাঁদগাজী ভাই একটি মজার কথা বলে প্রসঙ্গ হালকা করতে চাচ্ছি ১৯৭১ এ “পাকিস্তান পাক, বাকী সব নাপাক” এই কথাটি কি আপনার মনে আছে ? সম্ভবত পৃথিবীতে এখন যেই কয়টা নাপাক দেশ আছে তার মধ্যে পাকিস্তান অন্যতম ! কারণ ***পাসপোর্টে যদি পাকিস্তানের ভিসা একবার ষ্টাম্পিং হয় তাহলে রেষ্ট অব দ্যা ওয়ার্ল্ড সেই পাসপোর্টধারীর জন্য হারাম হয়ে যাবে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, পাকী বাহিনীর সৈনিকদের বলা হয়েছিলো যে, বাংগালীরা আসলে সাংস্কৃতিক দিক থেকে অনেকটা হিন্দু; হিন্দু শব্দ শুলে পাকীরা জল্লাদে পরিণত হতো।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: আমেরিকান পাসপোর্ট আমেরিকান ভিসা খুবই হিংসার বিষয়, - নাবালক ব্লগার নতুন গজানো শিং নিয়ে আপনার দিকে প্রায়ই তেড়ে আসে - ইগনোর করুন, মন্তব্য, প্রতিউত্তর থেকে বিরত থাকুন। ভিক্ষুকের মতো তাদের মাপ করুন, তারা মাপতে থাকুক !!!

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:




আমি বাংলাদেশী, আমাদের ব্লগারদের মাঝে ৪/৫ জন আছেন আমেরিকায়; আমার সাথে অনেকেই অনেক ধরণের কথা বলে আসছেন শুরু থেকেই, ইহা তেমন সমস্যা নয়।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১০

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
ধর্ম মানুষকে অনেক ভোগায় । সামনে আরো ভোগাবে।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


ইসলাম ধর্মটা প্রচার হয়েছে সমস্যাপুর্ণ এলাকায়

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ধর্মের চেয়ে যে মানব ধর্ম বড়, এটাই তথাকথিত ধর্ম গুলো বুঝতে দেয় না।

আপনার চাকরি করার দরকার কি? আপনি বিশ্রামে থাকুন।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমি দেশ ও বিদেশ করতে গিয়ে চাকুরী কমই করা হয়েছে; ফলে, হাত খালি।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

খাঁজা বাবা বলেছেন: কোন ব্যক্তির আচরনের সাথে তার ধর্মকে জড়ানো কি ঠিক?
আপনি কি মুসলিম? আপনি কি হিংসুটে?

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা, ধর্ম, পরিবেশ, সংস্কৃতি, স্হান ও সময়ের ফসল হলো একজন মানুষ।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্যার আপনি ভালো থাকুন এটাই চাই ।

আর আমার কাছে ধর্ম কোন ব্যাপার নয় । তবে মানুশ ধর্ম টাকে নিজের স্বার্থে কুলষিত করেছে ।

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


অন্য ধর্মের লোকেরাও এক সময় ভয়ংকর হিংস্র ছিলো, আরাকানের বৌদ্ধরা বাংলার মুসলমানদের থেকে বেশী হিংসুক; তবে, সময়ের সাথে তুলনামুলকভাবে, বিশেষ করে পশ্চিমে অন্য ধর্মের লোকদের মাঝে হিংসার পরিমাণ কমে এসেছে, মুসলমানদের মাঝে হয়তো বাড়ছে!

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

আল ইফরান বলেছেন: আপনি বা আপনারা যারা এইধরনের খুব জেনারালাইজড কথা বলেন তাদের জন্য আল্লাহ বলেনঃ

১। ‘আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন, সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে?’ (সূরা নিসা, আয়াত: ৫৪)
২। ‘আর হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চাই, যখন সে হিংসা করে।’ (সূরা ফালাক, আয়াত: ৫)

হাদীসে বর্নিত আছে "হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে ধ্বংস করে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়।" (আবু দাউদ)
ইমাম সাদিক (আ.) বলেছেন :'একে অপরের সঙ্গে হিংসা করা থেকে বিরত থাকো। কেননা, হিংসা হলো কুফরের ভিত্তিস্বরূপ।

একজন প্রকৃত মুসলমান কখনোই অন্যকে হিংসে করবে না। আর হিংসুক মুসলমানদের জন্য আপনি একটা ধর্মব্যবস্থাকে দায়ী করতে পারেন না। আমাদের শিক্ষা ও উপলব্ধির অভাবে অন্যের প্রতি অহেতুক হিংসা-বিদ্বেষ পোষণ করি।
আর এভাবে অনাকাংখিত বিদ্বেষ-প্রসূত লেখা ব্লগে লিখে নিজের জ্ঞানের সীমাবদ্ধতার পরিচয় দেয়াটা নিশ্চয়ই খুব বুদ্ধিমানের কাজ নয়।

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ যা যা বলেছেন, সেটা উনি সবাইকে বললে, আজকে ১৬০ কোটী নবী থাকতেন বিশ্বে।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজী ভাই,
উহার আচরন সত্যি দু:খজনক! আপনি যাহা বলিয়াছেন, উহা যদি আপনার ফোন কাটিয়া দিয়া থাকে, দ্বিতীয়বার ফোন করার পরেও না ধরিয়া থাকে, 'উহা' উহারই দোষ। ইসলাম ধর্মের নহে!

কারন, ইসলাম ধর্ম 'উহাকে' 'উহা' শিক্ষা দেয় নাই! তাই 'উহা'র দোষ 'উহা' পর্যন্ত সীমিত রাখিয়া শিরোনাম ঠিক করিয়া দিলে 'উহা' আপনার জন্য অধিকতর প্রজ্ঞার পরিচায়ক হইতো বলিয়া মনে করি।

আপনার মঙ্গল কামনা করিতেছি।

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


কোন ধর্ম মানজুষকে শুধু সালাম দিতে ও ফোন ধরার আদব কা্যদা শিখায় না, মানুষের উপর ধর্মের প্রভাব আছে, শিক্ষার প্রভাব আছে, পরিবেশ, স্হান ও সময়ের প্রভাব আছে।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

জাহিদ অনিক বলেছেন:
আমি জানি না, হয়ত আপনার কাছে মনে হয়েছে যে মুসলিম ব্রাদার'রা কোনও ক্ষেত্রে একটু বেশী কনজারভেটিভ অথবা একটু গোড়া। হয়ত সঠিক। তবুও এভাবে বলা মনে হয় একটা গোষ্ঠিকে আক্রমণ করাই বুঝায়।
সব ধর্মেই এমন কিছু আছে যা নিয়ে কথা বলা যায়, আলোচনা করার সুযোগ থাকে।

তবে অহিংসাই পরম ধর্ম।

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি এটম বোমা ও মেশিনগান নিয়ে আক্রমণ করিনি, আলোচনা করছি; যাতে আপনি নিজে একজন ইুরোপিয়া, আমেরিকানদের সাথে নিজকে তুনা করার কথা ভাবেন।

পুরো কোরিয়ান জাতির সাথে পুরো পাকিস্তানী, পুরো বাংলাদেশের মানুষের আচরণ তুলনা করেন, তখন টের পাবেন ১ জন নাকি ১৬০ কোটীর কথা আমি বলছি।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

তারেক ফাহিম বলেছেন: গাজী ভাই,
একজনের জন্য গোটা গুষ্ঠিকে দায়ি করা কি ঠিক?

ম্যাঁও প্যাঁও পোষ্ট :>

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:




এটা ২ জনের উদাহরণ, ১৬০ কোটী মুসলমানের অবস্হা ঐ ২ জনের প্রায় কাছাকাছি। পুরো জাপানী জাতির সাথে পুরো পাকিস্তানী, পুরো বাংলাদেশের মানুষের আচরণ তুলনা করেন, তখন টের পাবেন ১ জন নাকি ১৬০ কোটীর কথা আমি বলছি।

২১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

Rezuan বলেছেন: -মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়। আর যে কেউ এরূপ করবে, আল্লাহর সাথে তার কোন সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোন ভয়ের আশঙ্কা থাকে। আর আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন।
কোরআন ৩-২৮
-সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট, যারা অস্বীকারকারী হয়েছে অতঃপর আর ঈমান আনেনি।
কোরআন ৮:৫৫ ------ এমন শতশত ঘৃনা সমৃদ্ধ কথাই হলো কোরান।আমি মনে করিনা ইহা কোন ধর্মগ্রন্থ।ইহা কোন মাফিয়া গ্রুপ পরিচালনার নিয়মাবলি।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


এক ধর্মের লোকজন অন্য ধর্মের লোকদের হেয় চোখে দেখেন, এটা চলেই আসছে। তবে, ইসলামে এটা অন্যদের চেয়ে প্রকট

২২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

Rezuan বলেছেন: ব্লগে ধর্ম নিয়ে লিখার অনুরোধ করছি।বাংলাদেশের রাজনীতিতে ধর্মের প্রভাব দিনদিন বেড়েই চলেছে

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিতে যারা ধর্মকে যোগ করার চেষ্টা করছে, তারা অপরাধ করছে; তারা জাতিকে বিপদের মাঝে টেনে নিচ্ছে: সিরিয়া ও আফগানিস্তানের মত হবে দেশের অবস্হা।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

ঢাবিয়ান বলেছেন: কিছুটা দ্বিমত থাকলেও কিছু কিছু ক্ষেত্রে একমত।এটা অস্বীকার করার উপায় নাই যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মধ্যে প্রফেশনালিজম নাই। মুসলিম প্রধান প্রায় সব কটি দেশই দুর্নীতির আখরা এবং বিদেশে গিয়েও এরা সেই একই কালচার বজায় রাখে। এগুলো নিয়ে আসলেও আলোচনার প্রয়োজন আছে। মুসলিমদের নামে যেসব বদনাম আছে তা দূর করার দ্বায়িত্ব মুসলিমদেরই।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ মুসলমান ভালো থাকার জন্য পচিমে পালাচ্ছে; কিন্তু পশ্চিমের ভালো সংস্কৃতিকে এড়িয়ে চলে অনেক সময়।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশে এতো আসা যাওয়া কিসের B:-)

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


মাটি ও মানুষের টান।

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন কি করা আছে বলেন ?

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


মুসলিমদের শিক্ষিত হতে হবে, ও অন্য সভ্য জাতিগুলোকে অনুসরণ করতে হবে, যারা সবার ভালো যায়।

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আল্লাহ সেইসব অরবাচিনদের আল্লাহর বানী বুজবার
তৌফিক দান করুন জারা মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরানকে নিয়া
বিদ্রুপ করে.।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


কোরান বা যেকোন ধর্মগ্রন্হ নিয়ে কেহ কোন প্রশ্ন তুলবে না, যদি সেটা সেই মানুষটার উপর অবতীর্ণ হয়

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

প্রশ্নবোধক (?) বলেছেন: সামুর সেফুদা।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমাকে আরো কয়েকজন এই কথা বলেছেন, সেফুদা সম্পর্কে আমার ধারণা খারাপ

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

অস্বাধীন নাগরিক বলেছেন: মাসিক রোগ সম্পর্কে আপনার ধারনা কি ? আপনি কি জানেন, আপনার মায়ের এই মাসিক রোগ না থাকলে আপনি এই পৃথিবীর
মুখ দেখতেন না।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমি জানতাম না, ভালো যে, আপনি জানেন! দেশে আগাছার সংখ্যা বাড়ছে

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

অস্বাধীন নাগরিক বলেছেন: বিদেশে কামলা দিয়া কি লাভ,আসেন স্যার সবাই মিলে দেশের আগাছা পরিস্কার করি তাতে দেশের উন্নয়ন হবে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশে যখন কাজ ছিলো না, তখন বিদেশ গিয়েছিলাম, আরও কারণ ছিলো।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

ঠ্যঠা মফিজ বলেছেন: মিয়া বয়স হইতেছে আর দিনে দিনে আপনেরে পেতনী আছর করতেছে। ;)

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


ভুলকে ধরে রাখা ঠিক নয়, ভুল পরিহার করাই সভ্যতার চালিকা শক্তি

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কোরান বা যেকোন ধর্মগ্রন্হ নিয়ে কেহ কোন প্রশ্ন তুলবে না, যদি সেটা সেই মানুষটার উপর অবতীর্ণ হয়


আপনার চোখ খারাপ মনে নিয়েছি/রাম
কিন্তু মাথা খারাপ হলে উত্তম মধ্যম আবশ্যক।
মিয়া সবার উপর কোরান অবতীর্ণ হবে তার পরে
আপনি বিশ্বাস করবেন? পাগলামীর সীমা থাকা উচিত।
নিজেকে পুরুষ তছলিমা জাহির করতে চান ?

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


সৃষ্টিকর্তার কাছে সবাই সমান; সেটাই সব ধর্মে বলা হয়েছে।

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

অগ্নিবেশ বলেছেন: নুরু সাহেবের দাঁত নখ বাইর হবে।

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


নুরু সাহেব যা বুঝেছেন, সেটা নিয়ে আছেন, নতুন বিশ্বের নতুন ভাবনাগুলো আয়ত্ব করতে পারছেন না

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

বাকুম বলেছেন: ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪ ০

লেখক বেশ কয়েকটা কমেন্টের উত্তরে বলেছেন:
মানুষের উপর শিক্ষা, ধর্ম, প্রকৃতি,পরিবেশের প্রভাব আছে।

তো, বেচারার এমন আচরণে শুধু ধর্মটাই আপনার চোখে পড়ল কেনো?
বাকিগুলো কি অসুস্থ চোখে ধরা পড়েনি?

২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


একজন আমেরিকান খৃষ্টান ও ১ জন আমেরিকার মুসলমানের মাকে তুলনা করলে, কমন হচ্ছে: শিক্ষা, প্রকৃতি, পরিবেশ ও সংকৃতি; গরমিল হচ্ছে ধর্মে! এখন আপনার মগজে ঢুকবে, নাকি প্রশ্নফাঁস করতে হবে?

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

আরোগ্য বলেছেন: কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি।

২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


যাদের মাথায় পান্তাভাত আছে, তাদের মাথায় ঘি'এর যায়গা থাকার কথা নয়।

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

মোঃআনারুল ইসলাম বলেছেন: ব্যক্তি, বর্ণ, জাতি, ধর্ম সবই একই শুধুমাত্র স্থান কাল আলাদা। ব্যক্তি বিশেষের জন্য যেমন জাতি বা ধর্ম দায়ী নয়। তেমনি ধর্মের জন্য ব্যক্তিও দায়ী নয়। তবে নিজ কর্মের জন্য ব্যক্তিকে দায়ী করা যায় সেক্ষেত্রে কোন ধর্মকে খাটো করার কিছুই নাই।

বর্তমানে যে অবস্থার মাঝ দিয়ে মুসলিম সংস্কৃতি বা ইসলাম ধর্ম যাচ্ছে তাতে ব্যক্তির আচরণের জন্য পুরা ধর্মকে ভিন্নভাবে উপস্থাপন করা যেটাও অমানবিক কিনা তাও ভাবা উচিৎ।

২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


মানসিকতা সম্পর্কে আপনার ধারণা সঠিক নয়, মানসিকতা হচ্ছে অনেক কিছুর ফসল।

৩৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভারতবর্ষ কিংবা ইউরোপ-আমেরিকায় কোন নবী রাসুল এলো না কেন?
সব নবী রাসুল কেন আরব এলাকায় দেখা দিল?

এর কি কোন কারণ আছে?

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


গ্রীক ও মিসরের ফেরাউনরা লেখাপড়া জানতো; তারা নিজেদের মতো করে ধর্ম আবিস্কার করেছিলো; তবে, বেশ রূপকথার আকারে; গ্রীকদের সাথে মিশর ও জেরুসালেমের যোগযোগ ছিলো; জেরুসালেমের লোকজন পড়ালেখা জানতো, তারা গ্রীকদের অনুকরণে ধর্ম আবিস্কারে মনযোগ দিয়েছিলো, মনে হয়। এদিকে একই সময়ে, ভারতেও ধর্মকে রূপকথা থেকে মানুষের জীবনে নিয়ে আসে। ভারতে 'নবীর' আইডিয়াটা আসেনি সামাজিক কারণে।

৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সে ইসলামকে আত্মস্থ্য করতে পারেনি এটা তার অপারগতা, এর দায় ইসলামের নয়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


সিরিয়া, ইয়েমেন, ইরান, পাকিস্তান ইরাক ও সৌদী আরবে শিয়া, সুন্নী, ওহাহাবী ও আহমেদিয়াদের মাঝে ভয়ংকর হিংসা বিরাজ করছে; তারা আশাকরি, ইসলামকে গ্রহন করেছেন পুরোপুরিভাবে।

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল-মন্দ সবার মাঝেই আছে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

চাঁদগাজী বলেছেন:


বিদেশে কাজ করার ফলে, সবার সাথে কাজ করতে হচ্ছে, মুসলমানেরা অন্যদের তুলনায় হিংসুক।

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো মন্দ মানুষ সব ধর্মেই আছে তবে মানুষের সমস্যার জন্য ধর্ম দায়ী নয়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


মানুষের সমস্যার জন্য ধর্ম দায়ী নয়, ইহা ঘোষণা করা খুব সহজ, মগজ কম থাকলে ভাবতে হয় না!

৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

কানিজ রিনা বলেছেন: কোনও ধর্ম কাউকে খারাপ শিখায় না,
ধর্ম গুল বুঝে দেখতে হবে আসলে ধর্ম
কেন প্রয়োজন। আপনি তৃচোকখু ব্যবহার
জানেন? আর তা জানলে আপনার চোখ
অন্ধ হলেও সমস্যা থাকবে না। পিটুইটারী
গ্লান্ডে ঢুকতে শিখুন। বয়স তো অনেক হলো
আস্তে আস্তে আল্লাহর দেওয়া অঙ্গপ্রতঙ্গ
দুর্বল হবে এখানেই মানুষের অক্ষমতা।
একজনে একটি হাত অকেজ হোলে সে
যদি না বুঝে হাতটা আমার কে দিয়েছিল,
সে আপনার মতই কমনিজম।
অবস্য সবার মস্তিস্ক সমান ভাবে সৃস্টি না।
আপনাকে কে বলেছে মুসলিম বলেই
হিংসুক। ভারতের অবস্থা জানেন?
তারা খাবে কিন্তু খাওয়াবে না। জাপানের
কথাই ধরুন তারা ইংলিশ ভাষা শিখেনা
মনের দুঃখে হীরোশিমার ঘটনা কেন্দ্র করে।
সেটা নিশ্চয় কোনও হিংসা হতে পারেনা।
মুসলিমরা মাইর খেতে খেতে হিংসা শিখেছে।
যদিও কোরআনের জ্ঞানী কোথাও কখনও
হিংসা রাখতে পারে না।
আপনি বলুন শুধু নামের মুসলমান হলেত
হবেনা জ্ঞান অর্জন প্রয়োজন।
ধর্ম কখন মানুষ আবিস্কার শুরু করেছে
আমি যদি বলি জন্ম শুরু থেকে?
বন্যমানুষ ক্ষুদার্ত অবস্থায় কোনও গাছের
তলে বসে ধরুন আম গাছ টুপটাপ আম
পরলো সে আম খেয়ে ক্ষদা মিটাল আর
ভাবল কেন পরলো। ঠিক তখন থেকেই
মানুষ সৃষ্টি কর্তার উদ্দেশ্যে করোজড় করেছে।
আর যে করোজড় করতে শিখলো সেই
জ্ঞানী। যে ভাবে এমনি আমটা পড়েছে
সে অজ্ঞানী। তাইতো বললাম সবার জ্ঞান
সমান ভাবে সৃষ্টি না। কোনও অজ্ঞান
মুসলিমের কারনে গোটা মুসলিম জাতী
হিংশুক হয় না। জাপানীরা মনের দুঃখে
ইংলিশ শিখেনা তাই বলে বৃটিশ আমেরিকা
হিংশুক বলতে পারেনা।

২৪ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


কোন ধর্মই অন্য ধর্মের লোকদের হত্যা করতে বলেনি, কিন্তু সব ধর্মের লোকেরাই অন্য ধর্মের লোকদের সুযোগ মতো হত্যা করেছে

৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: ইহা ইসলামের দোষ নহে, ইহা উহারই দোষ। হিংসা বিদ্বেষ পরিত্যাগের ব্যাপারে ইসলামে বিস্তর নির্দেশ আছে। কোন নবী রাসুলদের ব্যক্তিগত জীবনেই হিংসা বিদ্বেষ্মূলক কোন আচরণ দেখা যায়নি, বরং এর উল্টোটাই দেখা গেছে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


নবী রসুলদের আসল জীবনী হয়তো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়নি; তাঁরা সমসাময়িক মানুষের তুলনায় হয়তো আলাদা ছিলেন; তবে, তাঁরা জীবনে ঠিক কি করে গেছেন, বলা মুশকিল।

৪২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮

ডঃ এম এ আলী বলেছেন: ইসলাম কখনো হিংসা বিদ্ধেসকে প্রশ্রয় দেয় না বরং এর থেকে দুরে খাকতেই বলেছে । তবে ইসলামের সুকুমার ও সুকোমল দিক গুলিকে পুরাপুরিভাবে না বুঝে যারা ইসলামের কিছু কিছু কঠোর দিককেই ( সমাজের সুশাসনের জন্য যার প্রয়োজনীয়তা রয়েছে) বেশী করে আকরে ধরে তাদের মধ্যে কিছুটা হিংসা থাকলেও থাকতে পারে , তবে সেটা তার বা তাদের ব্যক্তিগত ও কায়েমী কোন স্বার্থ হাছিলের প্রকাশভঙ্গি হতে পারে , এর জন্য সামগ্রিকভাবে ইসলাম ধর্ম দায়ী নয় ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি পশ্চিমে আছেন, তুলনা করার সুযোগ পাচ্ছেন, আশাকরি।

৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

হাসান রাজু বলেছেন: জনাব আপনার আজকের লেখা আমার বিশেষ পছন্দ হয়েছে।
মানসিক রোগীদের জন্য ভালো সংবাদ হলো, তাঁরা নিজের মানসিক রোগ সম্পর্কে জানেন না। চরম একটা সত্যি কথা লিখেছেন।


উহা আমার নাম জিজ্ঞাসা করার পর, কিছু না বলে কাজ করে দিয়েছে; ৩/৪ দিন, সবই ভালো। গতকাল শুক্রবার, দিনের ১২টার একটু পরে একটা সমস্যা হয়েছে, আমি কল করলাম, উহা নেই; ম্যাসেজ রাখলাম। দিনের ৩টার দিকে সে আমাকে কল করে বলে যে, শুক্রবার ১২টার পর তাকে আমার কল করাই ঠিক হয়নি; এই বলে সে ফোন রাখে দেয় বাংলাদেশ ষ্টাইলে।

ধরি উহা ইহুদি কিংবা খ্রিষ্টান ছিল। সেই ক্ষেত্রে আপনার লেখা হত অনেকটা এরকম - উহারা কাজের সময় কাজ আর ধর্ম-কর্মের সময় ধর্ম-কর্ম করে । কিন্তু যখন যা করে নিষ্ঠার সাথে করে। উহারা উপাসনার কালে ফোন খানা বন্ধ রাখে এবং ওই সময় যারা ফোন দেয় তাদের খুব বিনয়ের সাথে জানিয়ে দেয় একেবারে আমেরিকান স্টাইলে যে, ওই সময়টায় তাকে ফোনে পাওয়া যাবে না। আমি এর পর থেকে সবসময় তাদের সামাজিক এবং ধর্মীয় ব্যাপারগুলোতে সর্বোচ্চ আদব লেহাজ মেনে চলার চেষ্টা করি। আসলে অন্যের কৃষ্টি, কালচার, বিশ্বাস কে সম্মান করা উচিৎ । আমি হয়ত তাদের বিশ্বাসে বিশ্বাসী নই তাই বলে জেনেশুনে অন্যের বিশ্বাসে আঘাত করার মত মানসিক বিকারগ্রস্ত অন্তত আমি নই।

আমি আবার ফোন করলাম সমস্যার ব্যাপারে, উহা আর ফোন ধরেনি।


ও হ্যাঁ যা বলছিলাম,
মানসিক রোগীদের জন্য ভালো সংবাদ হলো, তাঁরা নিজের মানসিক রোগ সম্পর্কে জানেন না। কথাটা সত্য। অন্যরা যখন বুঝতে পারে তখন দেখবেন ফোনটা ও ধরবে না।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনার মন্তব্যটা আবার পড়ুন, তারপর মন্তব্য করুন; দেখবেন, আপনার মন্তব্য বাচ্চা প্রসব করছে।

৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

হাসান রাজু বলেছেন: হা হা হা ....... যাক, বুঝতে পারছেন তা হলে।
স্বাভাবিক আচরন করেন।
একজন মানুষ ভেবে নিয়েছিল একজন মুসলমান নামধারী হিসেবে এই জ্ঞানটুকু রাখেন যে শুক্রবার জুম্মার সময়ে ফোন না দেয়াটাই ভাল। আপনি হয়ত খেয়াল করেন নাই। হতেই পারে। আপনাকে স্মরণ করিয়ে দেয়ার পর ও তাকে ফোন দিয়ে বিব্রত করেছেন । এটা আপনার স্বাভাবিক আচরন হতে পারে না। আপনি অস্বাভাবিক আচরন করায় উনি সাড়া দেননি। এখন এমন ভাবে পোস্ট দিলেন যেন উনি কোন পাপ করে ফেলেছেন আপনার বিটলামো আচরনে পতিক্রিয়া না দেখানোয়। উনি খুবই মার্জিত আচরণ করেছেন। মানসিক বিকার কাটিয়ে উঠে আপনাকেও আরও সুন্দর আচরন করা শিখতে হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


এসব মার্জিত আচরণের দেশ হচ্ছে সিরিয়া, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ।

৪৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫২

অনল চৌধুরী বলেছেন: কামাল পাশার ছবি কেনো?

২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


তুর্কিয়া মোটামুটি হিংসুক ছিলো; কামাল পাশা অহিংসার প্রতীক

৪৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: তুর্কিরা যদি হিংসুট হয় তাহলে তাদের প্রতিদ্বন্দী ইউরোপীয় দেশগুলি অার অারবরা কি ?
কামাল পাশা অহিংস হলেন কিভাবে?
তিনি যুদ্ধ করেই তুরস্কককে গ্রীকমুক্ত করেছেন অার বহুযুদ্ধে লড়েছেন।

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


তুর্কি সাম্রাজ্যে মানুষ নিজ বাসভুমে অত্যাচারিত হয়েছিলো; তুর্কিদের নিজ বাসভুমের পতন ঠেকায়েছে কামাল পাশা; এবং তিনি তুর্কিদেরকে রাজতন্ত্রের মানসিকতা থেকে মুক্ত করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.