নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সামু আটকে গেলে নতুন ব্লগার সৃষ্টি হবে না বেশ কিছু সময়

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:১১



ব্লগারেরা একটি নতুন জেনারেশনের বাংগালী; ভাবনাশক্তির দিক থেকে এঁরা মুক্তমনা মানুষ: জীবন, সমাজ, জাতি, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে এঁদের ভাবনা আধুনিক; এরা রক্ষণশীল বাংগালী হিসেবেই ব্লগে আসেন, সময়ের সাথে ব্লগ এঁদের বদলায়ে দেয়, ২/৩ বছরের মাঝে প্রায়ই ব্লগারের মাঝে বিশাল পরিবর্তন আসে, অনেক ব্লগার হয়তো নিজের বিবর্তনকে লক্ষ্য করেন না; কিন্তু সব ব্লগারের মাঝেই পরিবর্তন আসে। অনেক ব্লগার অন্য ব্লগারকে মুক্তমনা বলে পরিহাস করেন, কারণ, তাঁরা নিজকে রক্ষণশীল হিসেবে ভাবেন; কিন্তু নিজেই যে, মুক্তমনায় পরিণত হয়েছেন, সেটা হয়তো নিজের কাছে ধরা পড়ে না।

মুক্তমনা নিয়ে অনেক ডেফিনেশন আছে: সময়, স্হান ও জাতি বেদে উহার ডোমেইন ছোট, বড় হয়ে থাকে; কোন বিষয়ের উপর প্রতিষ্টিত বিশ্বাস, ধারণা ইত্যাদি লজিক্যাল কারণে বদলায়ে গেলে, নতুন ধারণাকে ধারণ করাই মুক্তমনার একটি গুণ। এক সময়, মানুষের ধারণা ছিলো যে, বজ্রপাত হয় শয়তানকে শারীরিক শাস্তি দেয়ার জন্য, এখন মানুষ জানে ব্যাপারটা কি! মানুষ এখন ঠিকভাবে বুঝে যে, বজ্রপাত মানুষকে হত্যা করতে পারে, বজ্রপাত শয়তানের গায়ে লাগে না; কারণ, মানুষ দেখেছে যে, মানুষের মৃত্যু হলেও শয়তানের মৃত্যু হয় না, সে মানুষের মনের মাঝে, কথায়, সাহিত্যে, ধর্মের মাঝে বেঁচে থাকে!

বাংলাদেশের মানুষ বিশাল বিশাল ভুল ধারণার লালনকারী রক্ষণশীল জাতি; এদের একটা বড় রক্ষণশীলতা হলো, সন্তানের শিক্ষা পরিবারের দায়িত্ব! ভারতে আধুনিক শিক্ষা এনেছিলো ইংরেজ জাতি; কিন্তু কলোনিয়েল শক্তি হিসেবে তারা শিক্ষাকে নিয়ন্ত্রণ করেছে, তারা শুধু ধনী পরিবারগুলো যাতে শিক্ষার সুযোগ পায়, সেই ব্যবস্হা নিয়েছিলো। আজ ২০০ বছর পরেও বাংগালীরা বিশ্বাস করে যে, শিক্ষা পরিবারের ব্যাপার, এই ভুল ধারণা বাংগালীকে ২০০ বছর পেছনের কলোনিয়েল সিষ্টেমে আটকায়ে রেখেছে। আমি ব্লগে আগে প্রায়ই দেখতাম, প্রায়ই ব্লগার অন্য ব্লগারের সাথে লেগে গেলে, শিক্ষাদীক্ষা, স্বভাব ইতয়াদি নিয়ে পরিবারকে টানতো; এটা ক্রমেই কমে আসছে ব্লগে; কিন্তু জীবিত আছে! ব্লগের বাহিরে, সারা বাংলায়, পরিবারকে টানা অনেকটা হাদিসে সমান বাণী।

ইউরোপ, আমেরিকা, মানে পশ্চিম খুবই দ্রুত পরিবর্তনশীল; শিক্ষাই তাদেরকে এতো গতিশীল করেছে; আজকের পশ্চিমে রক্ষণশীল শব্দটাও নতুন অর্থ বহন করছে; রক্ষণশীল শব্দটা আজকে পশ্চিমে বেশী ব্যবহৃত হচ্ছে রাজনীতিতে; যারা জাতির চলমান ট্রেডিশনকে ধরে রাখার পক্ষপাতি, তারাই পশ্চিমে রক্ষণশীল। পশ্চিমের অর্থনীতি ক্যাপিটেলিজম, রাষ্ট্রীয় ব্যবস্হা গণতান্ত্রিক; ইহাকে প্রচলিত ট্রেডিশন হিসেবে ধরে রাখতে চাইলে সমাজের খুব একটা ক্ষতি হওয়ার সম্ভবনা নেই; কিন্তু পশ্চিম মনে করে, মুক্তমনারাই সমাজকে ভালোর দিকে টানছেন।

বাংলাদেশে মুক্তমনাদের এখনো পরিহাস করা হচ্ছে, রক্ষণশীলতাকে উৎসাহিত করছে সমাজ; কিন্তু বাংলাদেশের রক্ষণশীলতা পুরাতন ভুল ধারণার উপরেই প্রতিষ্ঠিত: বজ্রপাত মানে শয়তানকে শাস্তি দেয়া, বা শিক্ষার ভার পরিবারের উপর, এসব ভুল ধারণা পোষণ করাটা রক্ষণশীলতা নয়, বেকূবীকে ধারণ করা মাত্র।

বাংলাদেশের শিক্ষাংগন মুক্তমনা তৈরির চেয়ে রক্ষণশীল শিক্ষিত প্রস্তুত করছে; ব্লগে এদের দেখা মিলে; কিন্তু ব্লগের বিশাল প্রভাব হলো, বাংগালীকে তাদের ভুল রক্ষণশীলতা থেকে মুক্ত করছে।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৯

মাহমুদুর রহমান বলেছেন: আর এজন্যই হয়তো দুষ্টু লোকের ব্লগের পেছনে লেগেছে।

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের শিক্ষা ব্যবস্হা রক্ষণশীলতার বাইরে আসার পথ দেখাতে পারেনি; ভুল ধারণাকে যারা পোষণ করে, তারা ব্লগারদের ভয় করে।

২| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে যে ব্লগিং বা ব্লগার যত বাড়বে মুক্ত চিন্তার প্রসার ততোই বাড়বে । । বাড়বে সংহতি সহিষ্ণুতা ও এক মানবিক মূল্যবোধও । শুভ বুদ্ধির উদয় হোক।

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


একটা ভালো কাজ হয়েছে, দুষ্টজন মোস্তফা জাব্বার নিজ পায়ে কুড়াল মেরেছে

৩| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চৌধুরী ভাই হাসালেন গাজী সাবের সাথে ব্লুগিংয় বাড়বে
সংহতি সহিষ্ণুতা ও এক মানবিক মূল্যবোধ (!!!)
সকলের শুভ বুদ্ধির উদয় হোক !!
অবশ্য তা সুদুর পরাহত।
তবে দোয় করি তার চোখ দুটির
উন্নতি হোক।

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং সবাইকে বদলায়ে দেয়; আপনিও বদলে গেছেন।

৪| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ব্লগিং সবাইকে বদলায়ে দেয়; আপনিও বদলে গেছেন।
আমি বদলেতে চাইনা, আমি আমার রুট জানি, চিনি!
অন্য রুটে হাটতে চাইনা। গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে চাইনা

০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংগালী রক্ষণশীল, আপনি নিজকে বদলাতে চান না: খোদা শয়তানকে শাস্তি দেয়ার জন্য বজ্রপাত ছাড়ে? শিক্ষার দায়িত্ব পরিবারের?

৫| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: সামু আটকে গেলে নতুন ব্লগার সৃষ্টি হবে না বেশ কিছু সময় <<<< কথা অতি সত্য! সৃষ্টি হবেনা যেমনই অনেক ব্লগার তেমনই অনেক সৃষ্টিশীল প্রতিভাও বিকশিত হবে না! :(

০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি ও রাজনৈতিক ধারণার ভয়ংকর ক্ষতি হবে; তবে, সামুতে হস্তক্ষেপ করে মোস্তাফা জাব্বার নিজ পায়ে কুড়াল মেরেছে, লোকটা এবার আসল শাস্তি পাবে।

৬| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

নূর আলম হিরণ বলেছেন: যে কারণ দেখিয়ে সামু বন্ধ করা হয়েছে সেটা হাস্যকর। মস্তফা জব্বার সাহেবের শুভবুদ্ধির উদয় হোক।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


সেটা মোটেই হাস্যকর নয়, সেটাই সরকারের জন্য সত্য, জনস্বার্থ নিয়ে প্রশাসন ও সরকারের সেটাই ধারণা; জনস্বার্থেই দেশের সব মানুষকে পড়ালেখা করতে দেয়া হচ্ছে না।

৭| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:০৫

হাবিব বলেছেন: ওনারা কি শিশুবান্ধব ইন্টারনেট চান? ওনারা চান, একদিন সকলের মস্তিষ্ক শিশুদের মতো হবে। তাহারা যা বুঝাবে তাই বুঝবো। মাথার উপর কাঁঠাল রেখে ইচ্ছা মতো খাবে, আমরা দেখারও সুযোগ পাবো না!

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


বাংগালী প্রতি পরিবার চায়, অন্য পরিবারের লোকজন কম পড়ালেখা করুক, কম জানুক!

৮| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: ওস্তাদ, সব ক্ষমতা চলে গেছে দুষ্টলোকদের হাতে। এখন তারা যা ইচ্ছা তাই করছে।

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ভালো কিছু করার কথা ভাবছেন না, বদি'র বউ'কে এমপি করে উনি সেটা প্রমাণ করেছেন।

৯| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:২৮

হাবিব বলেছেন:



আমার পোস্টে ব্লগার জগতারন বলেছেন:
ব্লগার চাঁদগাজী সম্প্রতি মন্তব্যের পরে যতীঃ (। , ;ঃ ' ".।।" ) চিহ্ন ব্যাবহার করেন না কেন ?
কেউ কি জনেন ?

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


বাক্য আরো বড় করার ইচ্ছা থাকে।

১০| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগার সৃষ্টি হলে ক্ষমতাসীনদের সমস্যা। তারা চায় প্রভুভক্ত বুদ্ধিপ্রবন্ধী প্রজন্ম।

ইংরেজ, পাকি এটা আজীবন করেছে।
স্বাধীন বাংলার কোন সরকারই এর থেকে বের হয়ে আসতে পারে নি। লজ্জা

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান সরকার যা যা করেছিলো, আওয়ামী লীগ সেটাই অনুসরণ করছে; মাঝখানে ৩০ লাখ মানুষ অকারণে প্রাণ দিয়েছেন।

১১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

চাঁদগাজী ভাই, পোস্টের সব কথার সাথে দারুণভাবে আমি একমত। কিন্তু পোস্টের শিরোনামটি বড্ড রক্ষণশীল রয়ে গেছে! সামু বাংলা ভাষার প্রথম ব্লগসাইট এবং অনেক ব্লগার ও লেখকের সূতিকাগার। কিন্তু সময় বদলেছে। ব্লগ যেমন আর ব্লগসাইটের মধ্যে সীমিত নেই, তেমনই বাংলা ভাষার ব্লগারও আর সামুতে আটকে নেই। এরকম একটি ধারণা সামু কর্তৃপক্ষও পোষণ করছে বলে তারা বারবার ভিমড়ি খায়।

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



আমি অন্য ব্লগেও ছিলাম, এখনো পড়ি, ওগুলোতে শেখার কিছু নেই।

১২| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:৪৫

আলাপচারী প্রহর বলেছেন: তোমারে বধিবে যে, গোকূলে বাড়িছে সে ৷

দেশ হারা, নাড়ী ছেড়া, হৃদয় হারা, ধন হারা, নূন্যতম মর্যাদা হারা মানুষেরা - সকল হারার জন্য ধর্মকে সনাক্ত করবে এবং ত্যাগ করবে ৷ অচিরেই ৷

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


জাতিকে ভেঁড়া বানায়ে বিক্রয় করাই প্রশাসনের বড় ব্যবসা

১৩| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৫

আফসানা মারিয়া বলেছেন: এটা সত্যি আমরা নিজেদের রক্ষণশীলতার কথা বলে আসলে সমাজের তৈরি করে দেয়া কিছু মান্ধাতা আমলের চিন্তা-ভাবনাকে সমর্থন করে যাই। মুক্ত চিন্তাকে আঘাত করবার জন্য সরাসরি পরিবারের শিক্ষা, মূল্যবোধকে টেনে আনি। যেটা কিনা আসলেই অপ্রাসঙ্গিক। একজনের মুক্তমনকে হেয় করার জন্য পরিবারকে টেনে আনা সুস্থ মানসিকতার পরিচয় দেয় না।

০৬ ই মার্চ, ২০১৯ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


মানুষকে মাপতে হয়, সমাজের প্রতি তার সন্মানের লেভেল দিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.