নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নুরু সাহেবের অভিশাপ লেগেছে নিশ্চয়ই

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৮

চাকুরী পেয়েছি বাসা থেকে ৮০ মাইল দুরে; বাস মাস, ট্রেন ম্রেন কোনকিছুই কাছাকাছি যায় না; ড্রাইভিংই যাওয়া আসার একমাত্র উপায়। চোখের সমস্যার কারণে, ডাক্তার আড়াই বছর আগেই ড্রাইভ করতে না করে দিয়েছে: সন্ধ্যার পর, আমি সামনের গাড়ীগুলোর পেছনের লাল লাইট ২টি ব্যতিত গাড়ীর বাকী অংশ দেখি না; আসল সমস্যা কিন্তু এর থেকে সামান্য বড়, আমি গাড়ীগুলোকে ডবল দেখি, কোনটা কোনলাইনে চলছে কে জানে! তদুপরি, আমার চোখ সামনের গাড়ীর দুরত্বও মাপতে পারে না, উহা কি কাছে, নাকি দুরে, আমি সহজে বুঝতে পারি না।

শীতের সময় কাজ থেকে বের হলে, অন্ধকার দেখে মনে হয় মাঝরাতে রাস্তায় বের হয়েছি; আমি আমার গাড়ীর হাযার্ড লাইট (ব্লিংকিং লাইট) জ্বালিয়ে ৬৫ মাইল স্পীডের যায়গায় ৩৫ মাইলে চালিয়ে আমি নিজকে বিপদমুক্ত রেখে চালিয়ে যাচ্ছিলাম ভালোই; আমার পেছনের ড্রাইবারেরা আমার হাযার্ড লাইট দেখে পাশ কেটে চলে যায়। কিন্তু ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে সমস্যায় পড়লাম; সেদিন একজন প্রায় ১০ মিনিট আমার গাড়ীর পেছনে গাড়ী চালাচ্ছিল; আমার সন্দেহ শুরু হলো, কিছু একটা সমস্যা আছে; শেষমেষ আমার সন্দেহই সত্য হলো, পুলিশ; উহা আমাকে সিগন্যাল দিলো থামার জন্য। আমি গাড়ী থামালাম, সাথে সাথে হ্যান্ড ব্রেকটা সামান্য টেনে দিলাম

-স্যার, ড্রাইবার লাইসেন্স ও গাড়ীর রেজিষ্ট্রেশন বের করেন। আপনি হাযার্ড লাইট দিয়ে কেন গাড়ী চালচ্ছেন, গাড়ীর সমস্যা কি?
-সমস্যা বুঝতে পারছি না, গাড়ীর স্পীড বাড়ছে না; গাড়ীর ঠান্ডা লেগেছে মনে হয়!
-এটা জোকের ব্যাপার নয়, হাইওয়েতে সমস্যাপুর্ণ গাড়ী চালানো বেশ যুঁকির ব্যাপার; এজন্য টিকিট দেয়া হয়।

আমি চোখের সমস্যার কথা বলতে পারি না; বললে, যদি আমাকে গাড়ী চালাতে না দেয়, সেটা হবে বিশাল সমস্যা; আমাকে টিকেট দিয়ে ডাক্তারের কাছেও পাঠিয়ে দিতে পারে; তা'হলে আমার বোরোটা বেজে যাবে। পুলিশ অফিসার গাড়ীর চারিপাশ ঘুরে দেখে বললো,
-গাড়ী তো পুরাতন নয়, ইহার স্পীড কেন কম?
-শীতের কারণে হতে পারে নাকি?
-না, শীতে ইন্জিন ঠান্ডা থাকে, সেটা গাড়ীর জন্য ভালো।

পুলিশ অফিসার দরজার কাছে দাঁড়ি্যে গাড়ীর ভেতরে দেখলো কিছুক্ষণ; হঠাৎ বললো,
-গাড়ীর ডেশবোর্ডে "ব্রেক" সাইন কেন?
-আমি ব্রেকে পা দিয়ে রেখেছি।
-তাতে কি "ব্রেক" সাইন দেখায়? গাড়ীর গিয়ার পার্কিং'এ দেন।

আমি তাই করলাম, ব্রেক সাইন জ্বলছে ডেসবোর্ডে। অফিসার বললো,
-আপনি গাড়ীটাকে ধ্বংস করছেন! গাড়ীর হ্যান্ডব্রেক রিলিজ না করেই গাড়ী চালাচ্ছেন, সেজন্য গাড়ীর স্পীড নেই; উহা রিলিজ করে, চলে যান।

অফিসার চলে গেলো। নিজের উপর ভয়ানক খুশী হয়ে পথে থামলাম, একটু হাঁফ ছাড়ার দরকার। সার্ভিস ষ্টেশনটা মোটামুটি খালি; একটা খাবার দোকানে ঢুকে প্লেটে এক টুকরো সেমনমাছ ও সামান্য শাক নিয়ে পয়সা দিতে ক্যাশে গেলাম। ক্যাশিয়ার ৩ জন, মাঝের ক্যাশিয়ার ও ১ জন তরুণী ক্রেতা কি নিয়ে তর্ক করছে, বাকী ২ জন শুনছে, আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, আমি লাইনের মাথায় দাঁড়িয়ে আছি; ২ বার হাত দেখালাম, খবর নেই। শেষে বিনা অনুমতিতেই, নিজেই ১ম ক্যাশিয়ারের সামনে গেলাম। মেয়েটা একটু বিরক্ত হলো; খাবারটা ওজন করে ক্যাশের কি-বোর্ড পান্চ করছে, এমন সময় তর্করত তরুণী (ভিয়েতনামী হতে পারে) ক্রেতা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বললো,
-অন্ধ নাকি, আমার কুকুরকে পায়ের নীচে মাড়াচ্ছ কেন?
-কোথায় কুকুর?
-নীচের দিকে দেখ!

দেখলাম, খুবই ছোটাকারের একটা কুকুর মেয়েটার পায়ের কাছে দাঁড়ায়ে আমার দিকে ভীত চোখে তাকিয়ে আছে; আমার পায়ে কি একটা যেন সামান্য লেগেছিলো বলে মনে হয়।

-স্যরি, আমি দেখিনি।
-স্যরি মরি কম বলিও, চোখ খুলে হাঁটিও, তাতে সমস্যা কমবে, ঠিক আছে? নাকি তুমি অন্ধ?

মেজাজটা খারাপ হয়ে গেলো, স্যরি বললাম, তারপরও এসব ম্যাঁওপ্যাঁও! তরুণীকে বললাম,
-কুকুর আর মালিকের আকার তো সামানুপাতিক; সেইজন্যই আমার চোখে পড়েনি হয়তো!
-কি বললে, আমার আকার নিয়ে তুমি কথা বলছ? দেখ, তোমাকে আমি কি করি!

কি জঘন্য অবস্হা! স্যরি বলে আমি চুপ হয়ে গেলাম। আমি বিনা আহবানে ক্যাশে আসায় ক্যাশের মেয়েটা আমার উপর খুশী ছিলো না; সে একটু ঘি ঢেলে দিলো:
-তুমি মানুষের আকার নিয়ে কেন কথা বলছ?
-আমি চুপ হয়ে গেছি, দেখছ না?
-চুপ হয়ে গেলে কি অপরাধ মাফ হয়ে যায়?
-ঠিক আছে, আমি চলে যাচ্ছি! আমি দরজার দিকে যেতে মেয়েটা বললো, তোমার খাবারের পয়সা?
-আমি তোমার থেকে খাবার কিনে খাবো না।
-তোমাকে খেতে বলছি না, পয়সা দিতে বলছি।
-আমি যা খাইনা, সেটার জন্য পয়সাও দিইনা।
-মালিককে ডাকবো?
-ডাকো।

মেয়েটা কোন এক মার্ককে ডাক দিলো; ক্যাশের পেছনের পেছনর দরজা হয়ে একটা লোক বেরিয়ে আসলো, আমার বয়সী হবে। মেয়েটা আমার নামে নালিশ করলো; লোকটা বললো,
-মিষ্টার, আপনি খাবার নিচ্ছেন না কেন?
আমি বাংলায় বললাম, "আমার কাছে পয়সা নেই"।
-কি বললেন?
-আমার কাছে পয়সা নেই।

লোকটা মেয়ের দিকে তাকিয়ে বললো,
-এই লোক ইংরেজীই জানে না, সে আবার কিসের খাবার কিনবে? সে হয়তো দরিদ্র, খাবারটা ওকে দিয়ে দাও।
-সে এতক্ষণ ইংরেজী বলছিলো।
-বলুকগে, খাবারটা এদিকে দাও।

লোকটা খাবারটা নিয়ে আমাকে দিয়ে বললো,
-মন খারাপ করবেন না, ইয়ং মেয়েরা আজকাল কাজের থেকে অকাজ বেশী করে।
আমি বাংলায় বললাম, "ধন্যবাদ"।

ভিয়েতনামী (হয়তো) মেয়াটা বললো,
-এই লোক ইংরেজী জানে।
মালিক বললো, "ইংরেজী জানলেও ক্ষুধা লাগে"।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:০০

খায়রুল আহসান বলেছেন: আপনার এসব ঝামেলায় পড়া পোস্টগুলো পড়তে ভাল লাগে। এর কারণ, আপনি খুব দক্ষতার সাথে ঝামেলাগুলো উৎরে আসতে পারেন। জীবনের অভিজ্ঞতা বলে কথা!
"ইংরেজী জানলেও ক্ষুধা লাগে" -- হাহাহাহ, :D
ভিয়েতনামীদের প্রতি কোন কারণে আক্রোশ আছে নাকি? :)
তবে আপনার চোখের যা অবস্থা, ড্রাইভিং পারতপক্ষে পরিহার করাই উচিত।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৪

চাঁদগাজী বলেছেন:


ড্রাইভিং কমানোর চেষ্টা করছি, প্রায়ই হোটেলে থাকছি; আব-হাওয়া ভালোর সময় পুরোপথ ড্রাইভ করছি; গত রবিবার থেকে সময় বদলে গেছে, এখন সন্ধ্যার অবেক আগে কাজ থেকে বের হয়ে যাচ্ছি।

ভিয়েতনামী মেয়েরা কোরিয়ানদের মতো হাসিখুশী নয়।

২| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ লেখ‌া। প‌ড়ে বড়ই আরাম বোধ করলাম।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৬

চাঁদগাজী বলেছেন:


তাই? মানুষের জীবনে প্রতিদিনই কিছু না কিছু ঘটে, সেটাকে কম কথায় বলতে পারলে, ভালোই শোনায়।

৩| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর গল্পো

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ যা দেখেন, যা কিছুর সাথে জড়িত থাকেন, সেটাই বড় গল্প।

৪| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: দারুণ । যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা । শেখার মতো ।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:


গন্ডগোল লেগে গেলে, উহার সাথে তাল মিলানোই ভালো, এতে ব্যস্ত থাকা যায়।

৫| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: :) :D :-B

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ২ বার পড়লেন নাকি?

৬| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০২

আমি মুক্তা বলেছেন: রিয়েল লাইফ জোকস। ব্যাপক মজা পেলাম, তবে আপনি জটিল পরিস্থিতি যে সুন্দর মজার মাধ্যমে উৎরে যান এই গুণটা সত্যিই প্রসংসনীয়। ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১১

চাঁদগাজী বলেছেন:


পুলিশেরটা কঠিন ছিলো, অবস্হা কোনদিকে যাচ্ছে, বুঝা মুশকিল ছিলো; এরা সুযোগ পেলে অনেকভাবে ধরতে চায়।

৭| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা =p~ আমারও তাই মনে হচ্ছে চাঁদগাজী সাহেব :P তবে আমি কথার ফুলঝুরি দোয়া করে দিলাম নুরু সাহেবের অভিশাপ কেটে যাক 8-|

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:


সামনে রোজা আসছে, আমি নুরু সাহেবের ভয়ে আছি; কোন এক রোজার পরে, আমাকে সোজা করার প্ল্যান নেয়ার কথা বলেছিলেন। উনাকে একটু বুঝাবেন, আমি লোকটা আসলে খারাপ নই; দোয়া খায়ের করেন, নুরু সাহেবের অভিশাপ যেন কেটে যায়।

৮| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১১

এলিয়ানা সিম্পসন বলেছেন: You have to stop driving.

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৭

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, আপনার সবকিছু ঠিক আছে! মাঝে মাঝে খবর টবর দেবেন! পার্টি মার্টি চলছে নাতো? আপনাকে অনেক শক্ত হয়ে চলতে হবে! শুভ-কামনা রলো।

বেশীর ভাগই হোটেলে থাকছি; সামারের শেষের দিকে চাকুরী ছেড়ে দেবো।

৯| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৪

টারজান০০০০৭ বলেছেন: আপনার দেহি খালি মাইয়াগো লগে ক্যাচাল লাগে !! ঘটনা কি ? :P

তয় ব্যাফক মজা পাইলাম ! একটা সময় আমেরিকানদের মধ্যে মূল্যবোধ ছিল। আপনার সমবয়সী দোকান মালিক তাহার উদাহরণ। এখন বুঝি ওখানেও সবকিছু নষ্টদের অধিকারে !! :(

নুরু সাহেবের অভিশাপ আরও কিছুকাল বাকি থাকুক , আরও ক্যাচাল লাগুক ! আমরা মজা হারাইতে চাই না ! :D

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


ছেলেদের সাথে ক্যাচাল ভালো লাগে না; ক্যাশে ম্যাশে ছেলেরা নেই।

নুরু সাহেব জন্ম-মৃত্যুর হিসেবে রাখতে পারেন না, খালি ফুলেল শুভেচ্ছা দিতে থাকেন; আমি কিছু বললেই, বলতে থাকে যে, আমি চোখে দেখি না, ওটাই আসল সমস্যা

১০| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি কোনো এক বিশেষ কারনে আমেরিকানদের পছন্দ করেন না।
প্রায়ই তাদের সাথে দুষ্টমি করেন। ওরা আপনাকে বুঝে না।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি তো আমেরিকান নই, বাংলার গ্রামের মানুষ! আসলে, ঢাকা শহরও আমি কম পছন্দ করি।

১১| ১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৮

নতুন নকিব বলেছেন:



ভান তো ভালোই ধরেছিলেন! খাবারটা কি শেষমেশ ফ্রিতেই পেয়ে গেলেন?

কি জানি কি যায় ঘটে যায়,
নূরু সাহেবের অভিশাপে।
শাপ তিনি দেন বা না দেন,
আপনার তবু বুকটা কাঁপে?

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেবকে আমি ভয় পাই, কোনদিন উনার পোষ্টে আবার আমার নাম এসে যায়!

১২| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৪

এলিয়ানা সিম্পসন বলেছেন: I don't party.

About one month left till the end of first year.

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য অনেক শুভকামনা রলো।

বাড়ীর আশপাশ দিয়ে হাঁটার সময় কলাবাগান চোখে পড়ে?

১৩| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,



দারুন.............
আপনার এমন ধরনের লেখা পড়ে মনে হয় আসলেই আপনি 'চাঁদ' এর মতোই রহস্যময় আবার নিজের পাঁকানো সমস্যাগুলো থেকে 'গাজী'র মতোই বীরদর্পে জিতে আসায়ও ওস্তাদ একজন। আর রসিকও বটে।

তবে জীবনটাকে যতোই উপভোগ করুন না কেন, বয়স ও শারীরিক সমস্যা নিয়ে কিছুটা হলেও সাবধানে থাকুন।
শুভেচ্ছান্তে।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমার সবকিছু ভালো আছে, আমার ডাক্তারেরা আমার খাবারের অভ্যাস নিয়ে চিন্তিত; আমি বিবিধ অজুহাতে মিষ্টি খেয়ে ফেলি, এটা একটা সমস্যা।

১৪| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:১১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: চরম বিনোদিত হলাম। কিন্তু নিজের যত্ন নেবেন। শতায়ু কামনা করি।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আশাকরি পৃথীটাকে বেশীদিন দেখার সুযোগ পাবো; নুরু সাহেবের ডাটাবেজে নাম যাবে না সহজে।

১৫| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাইয়া মানুষ দেখলে ৭২য়ে ও কম যান না দেখছি!!
কবে যে কোমল হাতের কানমলা খাবেন সেই
চিন্তায় আছি। সামলে চলেন, বাঙালীদের একটা
ইজ্জত আছে, দিলেন তো মেরে। ভীখারির তকমা
এটে নিলেন চাদবদনে!!

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


হযরত আদম যখন বেহেশতে শান্তি পাচ্ছিলেন না, আল্লাহ চিন্তিত ছিলেন, শেষে একটা সমাধান বের করেছিলেন, সেটাই ছিল সবচেয়ে মুল্যবান সমাধান।

১৬| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
যে প্রতিদিন ৮০ মাইল দূরে নিজের জানের রিক্স নিয়ে কাজে যায় সে একজন পাগল।
কাছের কোন কাজ নেন।
নইলে মসজিদে মুয়াজ্জিনের কাজ নেন।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমি মুয়াজ্জিন হলে, বিশ্ব মুসলমানদের করতলে এসে যাবে।

১৭| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটা মেয়েঘটিত লেখা :D

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



শ্রেষ্ঠদের নিয়ে লেখাই আমার ইচ্ছা

১৮| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৪

বলেছেন: "ইংরেজী জানলেও ক্ষুধা লাগে" -- ,দারুন

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনার বইগুলো কেমন করলো?

১৯| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৯

সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... আপনি দেখি পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে পছন্দ করেন। নিজে ঝামেলা ডেকে আনেন। তবে সলিউশানগুলো ভালো ছিল বিশেষ করে ড্রাইভিং এ।

কিন্তু কিভাবে আপনি এ অবস্থায় ড্রাইভিং করেন? কাল রাতে বেশ বৃষ্টি ছিল বাসা থেকে ৫ মিনিট ড্রাইভ করার পর মনে হলো সামনের ভিশন ক্লিয়ার না, সাথে সাথে আমি গাড়ি ঘুরায়ে বাসায়। কোন রিস্ক এর সাথে নেই। হাইওয়েতে তো অরো অনেক বেশী সাবধান হতে হয় কারন সেখানে মিনিমাম ১০০ স্পীড। ইউএস এর ট্রাফিক পুলিশ দেখি অনেক ভদ্র আর এখানে হলে খবর ছিল। কোন মার্সি নেই ড্রাইভিং এ।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


সময় মতো গন্ডগোল না করলে ভালো লাগে না।

আমেরিকার শহরগুলো পুলিশরা মাথাহীন; গ্রামের পুলিশেরা ভালো। আপনি বাসায় ফিরে গেছেন, কারণ চাকুরীতে যাচ্ছিলেন না।

২০| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: হাহা... শিরোনাম আকর্ষণ করেছে।

লেখা পড়িনি। তবে সব মন্তব্য পড়লাম।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


ফল দেখে গাছের নাম বের করার মতো অবস্হা

২১| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৭

হাসান রাজু বলেছেন: সেই পুরনো কথাই বলব । মেয়ে কিংবা মহিলা কাছে পেলে আপনি অধিক স্মার্ট হয়ে যান B-) । কিন্তু বড় ব্যাপার হল, পড়ে ভালো লাগে এমন অনেক মজাদার ও সুন্দর একটা পোস্ট এটা।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ নিজের সৃষ্ট সমস্যার সমাধান করার জন্য মেয়ে জাতিকে বানায়েছেন, এবার বুঝেন, আমি আর আপনি কি হতে পারি!

২২| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবসর নেয়ার কোন সুযোগ নেই? এই বয়সে চোখে সমস্যা নিয়ে কাজ করতেই হবে?

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি ২ বছর কাজ করতে পারিনি চোখের সমস্যায়; এতে আমার অনেক অসুবিধা হয়ে গেছে; আমি অবসরে বিশ্বাস করি না

২৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২১

জাহিদ অনিক বলেছেন: নুরু সাহেব দেখি আপনাকে ভালোই অভিশাপ দেয়!

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, নুরু সাহেবের অভিশাপ কাজ করছে, চারিদিক থেকে চাপ আসছে; টুংটাং ভিয়েতনামী মেয়েও ভয় লাগাচ্ছে!

২৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আপনি নিজেই ম্যাও প্যাও মাস্টার;
কার সাধ্যি আপনার সাথে ম্যাওপ্যাও এ টিকে !!

১৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমি মেয়েদের উপর কথা বলি না তেমন, ২/১ শব্দ বললেও সেটার জন্য অনুতপ্ত হই, কিংবা অফ হয়ে যাই! তবে, ছোটখাট গন্ডগোল করতে ভালোই লাগে।

২৫| ২০ শে মার্চ, ২০১৯ ভোর ৫:২৩

ঢাকার লোক বলেছেন: বেশ দেরীতে আসলাম আপনার এ লেখায়, পুলিশকে বেশ ভালই বোকা বানিয়ে পার পেয়ে গেছেন। বার বার এমন পার পেয়ে যাবেন সে নাও হতে পারে। যাই হোক আপনার চোখের অবস্হা ভালোই খারাপ মনে হলো। আমেরিকার ফার্মেসিতে Ocuvite নামে Lutin সম্বৃদ্ধ একটা ঔষধ পাওয়া যায়, প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়, দামও খুব বেশি না, ১২০ টা ট্যাবলেটের বোতল ১১-১২ ডলার,দিনে দুইটা করে কিছুদিন খেয়ে দেখতে পারেন (আপনার ডাক্তারকে জিজ্ঞেস করে নিতে পারেন)। বয়স জনিত ম্যাকুলার ডিজেনারেশনে এ ঔষধ কিছুটা উপকার করে।

২০ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


Ocuvite এর তথ্যের জন্য ধন্যবাদ, আমি ডাক্তারের সাথে আলাপ করে দেখবো।

২৬| ২০ শে মার্চ, ২০১৯ ভোর ৬:২৯

ঢাকার লোক বলেছেন: আরো একটা কথা, নিউইয়র্কে লক্ষ লক্ষ লোক কাজ করছে, আপনিও চেস্টা করতে থাকলে একটা পছন্দসই কাজ পেয়ে যাবেন, ইনশাল্লাহ। এভাবে জীবনের রিস্ক নিয়ে দৈনিক গাড়ি চালানো থেকেও বাঁচবেন। ৬৫ মাইল স্পিডের হাইওয়েতে ৩৫ মাইল স্পিডে গাড়ি চালানো সত্যি ভয়ংকর!

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করলে, আমার চাকুরী হয়তো ম্যানহাটনে হবে; কিন্তু আমি ম্যানহাটনের লোকদের পছন্দ করি না, সেখানে গোলমাল। আজকাল লোকাল দিয়ে গাড়ি চালাচ্ছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.