নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

যে মেয়েটির সাথে জ্বীন ছিলো

২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১২



*** কেহ ১ জন আমার পোষ্টটিকে রিফ্রেশ করছেন; নিজকে সন্মান করুন, অপ্রয়োজনীয় কাজ করবেন না ***

তখন আমি ১০ম শ্রেণীতে; এক সকালে যখন স্কুলের দিকে পা বাড়াবো, সেই সময় মা বললেন, ঘরে সরিষার তেল নেই; দৌড়ে গ্রামের শেষ প্রান্তে অবস্হিত আমু ভাইয়ের দোকানে গেলাম; আমু ভাইয়ের দোকানের একাংশ মুদি দোকান, অন্যাংশ চা দোকান। দোকানের সামনে পশ্চিম পাড়ার ১১/১২ বছরের মেয়ে, বেছু দাঁড়ায়ে মালামল দেখছে। আমি তেলের অর্ডার দেয়ার আগেই বেছু আমাকে বলে,
-কাকু, তোমার কাছে পয়সা থাকলে, আমাকে একটা লজেন্চ কিনে দিও।
আমু ভাইকে বললাম,
-আমু ভাই, বেছুকে ৪টা লজেন্চ দেন।
আমু ভাই বললো,
-ছোট ভাই, তোমার মাথায় গন্ডগোল শুরু হচ্ছে, মনে হয়! এই মেয়ের উপর এমনিতে জ্বীনের আছর আছে, এখন তুমিও উহাতে যোগ দিচ্ছ?
-আমু ভাই, আপনি দুনিয়ার আজগুবি সব খবর রাখেন। বেছুকে এককাপ চা ও একটা বেলা-বিস্কুটও দেন; আমি বিকেলে এসে পয়সা দিয়ে যাবো।
বেছু চা দোকানের সামনের বেন্চে বসে গেলো; আমার দিকে তাকিয়ে হাসলো; ওর দু'চোখ খুশীতে নাচছে।
বেছু এর আগে কখনো কিছু চাহেনি কোনদিন।
আমুভাই এবার বললেন,
-ছোটভাই, খবর কিন্তু চাচীর (আমার আম্মা) কাছে চলে যাবে এক সময়।
-আম্মা এতে অখুশী হবেন না।

বেছুর আসল নাম রিজিয়া বেগম; গ্রাম্য ভাই সম্পর্কের দরিদ্র দিনমুজুরের মেয়ে। বেছুর মা আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা; দারিদ্রতা ও অপুষ্টি বেছুর সৌন্দয্য কমাতে পারেনি, মায়ের থেকেও সুন্দরী। আমাদের পুর্ব দিকের ২য় বাড়ীটি বেছুর ফুফুর বাড়ী; সকাল বিকেল বেছু আসে যায়, আসতে যেতে দেখা হয়, হাসে।

বেছু হয়তো খেয়াল রাখতো, প্রতি সপ্তাহে বেছুর সাথে দোকানের আশেপাশে দেখা হতো; সে আর কোনদিন লজেন্চ চায়নি, আমি নিজেই কিনে দিতাম; লোকজন না থাকলে সে বেন্চে বসতো, আমি ওর জন্য চায়ের অর্ডার দিয়ে চলে যেতাম। আমু ভাই সব সময় বেছুকে চা দিতো, কিন্ত প্রতিবারই আমার জন্য আফসোাস করতেন, আমার মাথায় ভুত চেপেছে।

সেই বছর, শীতের পড়ন্ত এক বিকেলে আমি স্কুল থেকে এসে, খেয়ে খামারের দিকে যাচ্ছি, দুর থেকেই দেখছি বেছু খামার বাড়ীতে প্রবেশ করছে, কোলে একটা বাচ্চা, ওর ফুফাতো বোন; সে কলাগাছের আড়ালে চলে গেলো; আমি খামারে প্রবেশ করে এদিক ওদিক তাকিয়ে দেখি সে কোথায়ও নেই; আমি ডাকলাম, কোন সাড়া নেই! আমার সন্দেহ হলো, এই মেয়ের আসলেই কিছুটা মানসিক সমস্যা আছে , সবাই বলে, ওর সাথে জ্বীন আছে!

আমি গরুগুলোকে দেখতে গরু ঘরের ভেতর গেলাম, দেখি বেছু গরুঘরের পেছনে; আমি বললাম,
-বেছু, তুই ওখানে কেন, ঘরের সামনে আয়।
-তুমি আমাকে দেখছ? আমার সাথে জ্বীন আছে, আমি চাইলে তুমি কিন্তু আমাকে দেখতে পাবে না।
-জ্বীন মীন থাক, এইদিকে চলে আয়, ঐদিকে গুইসাপ আছে।
সে একদৌড়ে চলে এলো।

বেছু বললো,
-কাকু, আমাকে পুকুর থেকে সিংগারা ( কাঁটাযুক্ত এক ধরণের জলজ লতার ফল) তুলে দাও!
-এই শীতকালে, বেলা ঢুবার আগে তুই আমাকে পানিতে নামাতে চাস?
-তোমার শীত লাগলে কোন অসুবিধা নেই, আমি নামবো, তুমি ফুফাতো বোনটাকে কোলে রাখ; ঘাটের দিকে আসিও না।
-পানি ঠান্ডা, তুই মারা যাবি।
-তুমি তো নামতে চাচ্ছ না।

আমি নেমে কয়েকটা সিংগারা ফল নিয়ে আসলাম; কাঁটার জন্য বেশী নেয়া সম্ভব হয়নি, পানিও অনেক ঠান্ডা। বেছু খুশীতে টগবগ, দৌড়ে গিয়ে খামার ঘর থেকে আমার লুংগি নিয়ে এসেছে। বাচ্চাটাকে আমাকে দিয়ে ষে সিংগারা খেতে লাগলো। আমি বললাম,
-বেছু, সবাই তোকে নিয়ে জ্বীনের ক্থা বলে, ব্যাপারটা কি?

কাকু, তোমাকে বলি, জ্বীন টিন কিছু না; তোমাকে তো সব কথা বলতে পারবো: গতবার জামের দিনে, দুপুরবেলা আমি ফুফুর ছাগলটাকে মাঠে দিয়ে, বড় পুকুরের কবরস্হানের জংগলের জামগাছটা থেকে জাম পাড়তে গেলাম; জাম পেকে কালো হয়ে আছে! আমি জংগলে ঢুকে, গাছের নীচে গিয়ে দেখি, উত্তর বাড়ীর আকবর ভাই গাছের ডালে বসে জাম খাচ্ছে! সে আমাকে দেখে কয়েকটা ডাল নেড়ে দিলো; জাম পড়ে গাছতলা ভরে গেছে, আমি খেয়ে কুল পাচ্ছি না। আকবর ভাই গাছ থেকে নেমে, আদর করে আমার গায়ে হাত বুলিয়ে দিলো; একটু পরে, আমাকে জড়িয়ে ধরলো; ভয়ে আমার নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম! আমি জোরে জোরে ফুফু ফুফু করে ডাক দিলাম; আকবর ভাই ভয়ে জংগলের ভেতর দিয়ে দৌড়ে উত্তর দিকে চলে গেলো; আমার হাত-পাগুলো কেমন অবশ হয়ে গেলো, আমি কোন প্রকারে জংগল থেকে বের হয়ে পুকুরে পাড় থেকে জমিতে নামার পর, আর হাঁটতে পারছিলাম না, পড়ে গেছি! দক্ষিণ বাড়ীর হাদী কাকু গরু নিয়ে ফিরছিলেন, উনি দৌড়ে এলেন; আমাকে ধরে বসালেন; তারপর কোলে করে ফুফুর ঘরে নিয়ে গেলেন। সবাই আমার থেকে জানতে চেয়েছে, কি হয়েছিলো! আমি বললাম, আমি জাম কুড়াতে জামগাছের নীচে গিয়ে ছিলাম, কালো এক লোক গাছে বসেছিলো, সে লম্বা হাত দিয়ে টেনে আমাকে গাছের ডালে তুলে ফেলে, আমি চীৎকার দেয়ার পর, সে আমাকে নীচে রেখে দেয়।

-তুই আকবরের কথা কাউকে বলিসনি?
-কাকু তোমার মাথা খারাপ! এই কথা বললে কি হবে, তুমি বুঝ না?
-এখন আমাকে যে বললি!
-তোমাকে আমি সব সময় বিশ্বাস করি।

মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১

কথার ফুলঝুরি! বলেছেন: খুবই সাহসী আর চালাক মেয়ে । ঘটনা কি সত্যি নাকি গল্প ?

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


সামুতে আমি এখনো গল্প লিখিনি!

২| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

মুক্তা নীল বলেছেন: রিজিয়া ( বেছু) মেয়েটা শিক্ষিত নয় তবে জ্ঞানী ও বুদ্ধিমতী। আপনার লেখায় কেমন যেন মায়াভরা গ্রামের নিঃশ্বাস পাই। আমার দাদা বাড়ির মতো উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি ,,,,,
ভালো লাগলো।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি গ্রামের মমতার মাঝে বড় হয়েছি।

৩| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




সুন্দরী এই মহিলাটি যিনি বেছুর মা, তিনিই কি আপনার কৈশোরে দেখা সবচেয়ে সুন্দরী মহিলা, যার কথা আগের পোস্টে লিখেছেন? সম্ভবত!

হুম.... "বিশ্বাস" হলো সবচেয়ে মহার্ঘ্য জিনিষ! সবাই-ই এই বিশ্বাসের সুবাস গায়ে মাখতে পারেনা, কেউ কেউ পারে!

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:



বেছুর মা খুবই খুবই সুন্দরী মহিলা ছিলেন; উনাকে আমি দুর থেকে দেখতাম।

যেই সুন্দরী মহিলার কথা আগে লিখেছি, উনি তাজুর মা।

আমি আমাদের গ্রামে যত সুন্দরী নারী দেখেছি, আর কোথায়ও এত সুন্দরী নারী দেখিনি।

৪| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১১

আরোগ্য বলেছেন: আকবরের নাম বললে কি হত?

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা কখনো চাহে না, কেহ সামান্য ভুলের জন্য বড় ধরণের বিপদে পড়ুক; এজন্যই মেয়েরা বিশ্বকে লালন করতে পারছেন।

৫| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: বেছুর জ্বীন-ভূতকাহিনির নেপথ্যে আকবরের অতিমানবিক কাহিনি ভালো লাগল। লোকলজ্জার ভয়ে আমাদের সমাজের বহু বেছুকে এভাবে কোনও না কোন অদৃশ্য জ্বীন-ভূতের কাহিনির সঙ্গে আপোষ করতে হয়। তবে দরিদ্র ক্লিষ্ট বেছুর সদ্যযৌবনমদ যে আপনার সমস্তরকম লোভ লালসা থেকে মুক্ত রেখে মানবিক গুণাবলিকে তুলে ধরেছে পাঠক হিসাবে এজন্য ভীষণ আমোদিত হলাম। স্মৃতিকথা মূলক গল্পে লেখকের বার্তা আমাদের মানবিক সত্তাকে জাগিয়ে তুলুক।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


বয়সের সাথে মুল্যবোধ বাড়ে, এটাই প্রকৃতির নিয়ম। বেছু সঠিক কাজ করেছিলো; আকবরের শাস্তি হলে, বেছু নিজেও শেষে মনোকষ্ট পেতো, হয়তো!

৬| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: আপনার এরকম পোষ্ট গুলো আমার খুব ভালো লাগে।
একদম সহজ সরল পোষ্ট। কোনো ভনিতা নেই, ভান নেই।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্যতিত অন্যেরা এগুলো পড়বেন, মনে হয়?

৭| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:১১

রাকিব আর পি এম সি বলেছেন: জ্বীন টিন থাকুক অার নাই থাকুক, অাকবরের মত এরকম বিকৃত মানসিকতার জন্তু সমাজে অনেক অাছে। ঘটনাটি যতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


আকবর এই ধরণের কিছু না করলে অনেক ভালো হতো; তবে, মানুষ মাঝে মাঝে ইমোশানেল হয়ে যায়।

৮| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:০০

জুন বলেছেন: চার নম্বর পোস্টের উত্তরে আপনি যা বলেছেন তার উপর আর কথা থাকে না । আসলেই মেয়েরা অল্প চেনা কাউকে বাচাতেও অনেক সময় মিথ্যে বলে থাকে । আপনার ঘটনাটি মনে রেখাপাত করে গেল চাঁদগাজী । বেছুর জন্য অনেক মমতা রইলো । আরেকজনকে বাচাতে গিয়ে ওর নিজের ভবিষ্যতটাই হয়তো জলাজঞ্জলি দিতে হয়েছে ।
আর তার খবর রেখেছেন ?
+

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


বেছুর আকেক ফুফুর ছেলের সাথে বিয়ে হয়েছে বেছুর, ছেলে দেখতে শুনতে খুবই মানসই ছিলো; কিন্তু কাজকর্ম করতে চাইতো না; আমি কলেজে পড়ার সময় বেছু আমাকে এই ঘটনা বলেছিল; সমাজের অনেকে মিলে ছেলেকে চাপ দিয়ে লাইনে এনেছিলাম। ছেলে বেছুর নালিশের কারণে একবার বেছুর গায়ে সামান্য হাত তুলেছিলো; বেছুর স্বামীকে এজন্য বেশ বেগ পেতে হয়েছে, বেছুর কাছে মাফ চেতে হয়েছিলো। আছে কোন প্রকার, চলছে।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


৪ নং এর উত্তরে আমি অনেক বড় কথা লিখেছি, আমি নিজের অজান্তেই লিখে ফেলেছি; এটাই নারীদের নিয়ে আমার অন্তরে আছে, মনে হয়!

৯| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪২

মাহমুদুর রহমান বলেছেন: মেয়েটা যদিও বুদ্ধিমান তবুও আকবরের মানুষ সমাজের জন্য ক্ষতিকর।
এদের মত লোকদের শাস্তির প্রয়োজন আছে।আল্লাহ এদের বিচার করুক।
বেছুর মত মেয়েদের আল্লাহ হেফাজত করুক।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনি কমেন্ট করলে আমার পোষ্টের মানহানী হয়।

১০| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগের বাহিরের লোকজন এই ধরণের অভিজ্ঞতাকে কিভাবে দেখ্তে পারেন?

১১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

‌পোস্ট রি‌ফ্রেস করার ব্যাপার‌টি কি আ‌মি বুঝ‌তে পারলাম না। আমার বু‌দ্ধি কম।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


পোষ্টটা প্রকাশিত হওয়ার পর, ২০ মিনিটের মাঝে প্রায় ৪০০ বার পঠিত হয়ে যায়; ইহা অস্ভাবাবিক; কেহ কোনভাবে ইহাকে রিফ্রেশ করছিলো, তাতে মনে হচ্ছে যেন অনেকে পড়েছেন; আসলে, এত অল্প সময়ে, এত লোক আমার পোষ্ট পড়ার কথা নয়।

১২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৪

নতুন বলেছেন: আমাদের সমাজে নারীদের এই রকমের অনেক কিছুই চেপে যেতে হয়। :(

আরেকটা বিষয় থাকে মানুষিক রোগীর ক্ষেত্রেও.... অনেকেই মানুষিক রোগীকে জীনে ধরা/ ভুতে ধরা বলে কবিরাজ/ওঝার চিকিতসা করায়.... তাদের উপরে অত্যাচার করে।

কবে সমাজ কুসংস্কার মুক্ত হবে !!!

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


গ্রামে এখন অবস্হার উন্নতি হয়েছে; নতুন সমস্যা সেলফোন, মেয়েদের পটায়ে মটায়ে জিংজিং করে দিচ্ছে অনেকে

১৩| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১২:১৫

নতুন বলেছেন: এক হাতে তালি বাজেনা... আর আমাদের দেশের পুরুষেরা নারীরা শারিরিক চাহিদার কথা ভুলে যায়...

ছেলেরা শুধু পটালেই মেয়েরা পটেনা.... তাদেরও কিছুটা জিংজিং খেলতে ইচ্ছা করে... তাই পুরো দোষ শুধুই মাবাইল আর ছেলেদের দেওয়া কি ঠিক??? ;)

অবশ্য মেয়েরা অনেক সময় মিথ্যা প্রলোভনে বিশ্বাস করে হৃদয় ভঙ্গহয়...

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ছেলেরা কম দায়িত্বশীল; ছেলেদের তৎপরতা আমার চোখে পড়েছে বেশী।

১৪| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১:৫৮

নতুন বলেছেন: ছেলেদের দায়িত্ব একটু কমই.... কিন্তু বাইরের দেশে আইনকড়া তাই সাজার ভয় বেশি... সেখানে মেয়েরা লজ্জায় চুপ থাকেনা...তাই ঝামেলায় পড়তে চায় না....

আমাদের দেশে মেয়েরা সমাজের লজ্জায় অনেক সময় ধষনও চেপে যায়....সেটা আমেরিকায় খুবই কম হবে...

তাই আমাদের দেশে ছেলেরা একটু বেশি দুর এগিয়ে যেতে সাহস পায়.... কিন্তু একটা মেয়ে বিছানায় যায় তার নিজের ইচ্ছায়.... ইচ্ছা না থাকলে ঐ মেয়ে অবস্য়ই ছেলেকে এড়াতে পারে... আগে মেয়েরা ভয় বেশি পেত...তাই কম রাজি হইতো... এখন মেয়েরা সাহসী হচ্ছে....তাই জিং জিং খেলা বেড়েছে... ;)

বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে... :)

২৪ শে মার্চ, ২০১৯ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


অনেক মেয়ে, ১ম বারের জিংজিং'কে এক প্রতীক্ষিত অভিজ্ঞতা হিসেবে নেয়; সেটাও একটা বিরাট ফ্যাক্টর।

১৫| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ২:২৬

শাহিন-৯৯ বলেছেন:



গল্প জমে খির হয়ে গেছে।
অনেক দিন পর কম্পিউটার দিয়ে সামুতে ঢুকতে পারলাম।
খালেদা জিয়ার চোদ্দগোষ্টি উদ্ধার না করে আপনি পোস্ট করলে কেমন যেন হালকা হালকা মনে হয়।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


কি নিয়ে ব্যস্ত আছেন? ঈদ কাছে আসছে নাকি?

১৬| ২৪ শে মার্চ, ২০১৯ ভোর ৪:৩৮

বলেছেন: গল্পের সার্থকতা বুঝি এখানেই -- মেয়েরা সহজে কাউকে বিপদে ফেলতে চায় না যদি সে হয় গ্রামীণ খাঁটি সোনা মেয়ে।


গল্পের মেসেজটা ভালো লাগলো +++

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


গ্রামের মেয়েরা বটগাছের মত ছায়া দেয়।

১৭| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্রাট আকবরও কি এমন ছিলেন ?

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১১

চাঁদগাজী বলেছেন:


সম্রাটেরা সম্রাট ছিলেন।

১৮| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫২

আলাপচারী প্রহর বলেছেন: মেয়েরা সহজে কাউকে বিপদে ফেলতে চায় না। যদি না পুরুষ বাড়াবাড়ি করে।

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:



মেয়েরা হাসি মুখে অনেক বেদনা হজম করে ফেলে।

১৯| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেছুর মত ঘটনা আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে অহরহ ঘটছে। পরিবার থেকে কন্যাশিশুদের এসব বিষয়ে সচেতন করতে হবে...

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


দরিদ্রদের কন্যা অন্যদের চাকরাণী

২০| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কলঙ্ক সবাই ভয় পায়।
+++++

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


নারীরা অনেক ক্সকিছু সয়ে যায়।

২১| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৭

কানিজ রিনা বলেছেন: আপনার গল্পগুল বেশ ভাল হয়।
আমাদের দেশে তনু,রিজিয়ারা এলিয়েন
জ্বীন দ্বারা ধর্ষীত হয়, পরিবারেই ছোট
থেকে নানান আত্বীয় কোনও না কোনও
ভাবে দৈহিক নির্যাতন সয্য করেও মুখ
ফুটে বলার সাহস থাকেনা। কারন সে
নারী, তার উপর যতই অন্যায় হোক
ঘুরে ফিরে নারীর কাঁধেই দোষ চাপবে।
এসমাজ পুরুষ শাসীত,তনুর ধর্ষন মৃত্যুর
পর তদন্তে বাবা মায়ের উপর চাপ প্রয়োগ
করা হোল তনুর কারো সাথে এফেয়ার ছিল।
এবং এলিয়ান ভাল্লুক তনুকে ধর্ষন করে
মেরেছে। ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


পরিবার প্রধান যদি ভালো না হয়, পরিবার ভালো করে না।
দেশের সরকার ভালো না হলে জাতি শান্তি পায় না; আমাদের সরকারগুলোতে, প্রশাসনে যত খারাপ লোক আছে, কোন নারী শান্তিতে থাকার কথা নয়।

২২| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর উপস্থাপন।
আপনি আপনার কৈশোর থেকে শুরু করে... দেশ স্বাধীন হওয়া পর্যন্ত একটা বই লিখলে ভালো হয়।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।
আমি লিখবো, আপনি পড়বেন তো?

২৩| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

সমূদ্র সফেন বলেছেন: কয়েক টা সিংগারা ফল

২৪| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

সমূদ্র সফেন বলেছেন:

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, সিংগারার ছবির জন্য।

আমাদের পুকুরেরগুলো এতো এবড়ো থেবড়ো ছিলো না; তবে, ৩ কাঁটাযুক্ত ছিলো; গ্রামের মেয়েরা পছন্দ করতো!

২৫| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন:

ধন্যবাদ।
আমি লিখবো, আপনি পড়বেন তো?

- অবশ্যই পড়বো। এবং সাথে আরো দু'চারজনকে পড়াবো। আপনি লিখুন।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি লেখার চেষ্টা করবো।

২৬| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১২

নীলপরি বলেছেন: বাস্তবতা মানুষকে শিক্ষিত করে তোলে । না বলাটা এখানে একটা ওয়ারনিং হিসাবে ধরা যায় । যেহেতু পরে আর কোনো ক্ষতি করার চেষ্টা করেনি আকবর । আর আপনাকে পুরোটা জানানোটা বিশ্বাসের সাথে সাথে বিচক্ষণতারও বটে । কারণ আপনি গ্রামে মান্যগন্য পরিবার থেকে ছিলেন । মেয়েটির সাথে কোনো খারাপ হলে আপনি অবশ্যই স্টেপ নিতেন । ওনার বিচার-বুদ্ধি তারিফযোগ্য ।

ভালো লাগলো লেখা

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



আকবর ক্রিমিনাল ছিলো না, ঘা ঘটেছিল, সেটা একটা ইমোশানেল ব্যাপার ছিলো।

আমাদের পুরোগ্রামে তখন ৮ জন পড়ালেখা করতাম; আমি সমাজের এটাসেটায় কিছুটা যুক্ত ছিলাম।

২৭| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১১:২২

ঢাকার লোক বলেছেন: নিউ ইয়র্কের মতো কসমোপলিটান শহরে বহু বছর থেকেও ছেলেবেলার গ্রামের গরীব লোকগুলোকে এখনো প্রাণের গভীরে লালন করছেন, এবং তারই বহিঃপ্রকাশ দেখছি আপনার সাম্প্রতিক লেখায় যার প্রতিটি বাক্যে ভালোবাসা ও দরদ সুস্পষ্ট । কদিন আগে লেখা আপনার তাজুর মার্ কথাও মনে দাগ কেটে আছে । ভাবতে ভালো লাগে গ্রামের গরীব লোকগুলোর কথাও কিছু লোক ভাবে, তাদের সুখ দুঃখ কিছু লোককে ভাবায়। ভালো থাকুন অনন্তর !

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি মননশীল বাংগালী পাঠক।

২৮| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন:
পোষ্টটা প্রকাশিত হওয়ার পর, ২০ মিনিটের মাঝে প্রায় ৪০০ বার পঠিত হয়ে যায়; ইহা অস্ভাবাবিক; কেহ কোনভাবে ইহাকে রিফ্রেশ করছিলো, তাতে মনে হচ্ছে যেন অনেকে পড়েছেন; আসলে, এত অল্প সময়ে, এত লোক আমার পোষ্ট পড়ার কথা নয়।

স্যার, এই বিষয়টি আমার জানা ছিল না। আমি খুব বোকা মানুষ। বুদ্ধি যথেষ্ট ঘাটতি আছে।

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগের মান কমানো ও ব্লগারকে বিতর্কিত করার চেষ্টা করছে ২/৪ জন বানর; প্যাটার্ণ দেখে মনে হচ্ছে, একজন ব্লগারও এতে যুক্ত আছে।

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫

মিরোরডডল বলেছেন: গ্রামের সহজ সরল মানুষের জীবন নিয়ে , গ্রামের মেয়েদের নিয়ে আপনি ছাড়া এরকম আর কেউই লেখেন না ।
কিন্তু আপনি অনেকদিন এরকম আর লিখছেন না । কেন ?
পাখী , শতাব্দী , বেছু ওদের কথা আরও লিখুন ।
খুবই ভালো লাগে ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি আমার পুরানো লেখা পড়ছেন? ঠিক আছে, আরো লিখবো।

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

মিরোরডডল বলেছেন: হুম পড়ছি । ইউ মিসড সাম অফ মাই কমেন্টস ইন লাস্ট ফিউ ডেইস ইন ইউর ওল্ড পোস্ট ।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

স্যরি, তাই ঘটেছে; আমি খেয়াল রাখবো।

৩১| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানি না কেন নিজের অজান্তে আপনাকে মনে হয় "অনুভূতিহীন তত্ত্বজ্ঞ ব্যক্তি" আপনি আসলে আত্মদর্শী।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


আমি কিছুই না, গ্রামে ছিলাম, মানুষকে ভালো লাগে।

৩২| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও গ্রামে বালেগ হয়েছিলাম, হয়তো এই কারণ আপনাকে চিনতে পেরেছি।

৩৩| ২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কেমন আছেন? করোণার শুরুতে কথা হয়েছিলো আপনার সাথে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.