![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে বাংগালীরা, ভারতীয়রা, পাকিস্তানীরা পছন্দ করে না; ট্রাম্প অকারণে পাকিস্তানে ডলার ঢালা বন্ধ করেছে; ওবামার সময়, পাকিস্তান তার পুরাতন সব ঋণ মওকুফ পেয়েছে, সেটার পরিমাণ ৪০ বিলয়ন ডলারের মতো, ১০/১২টা পদ্মাসেতু। ভারত তার আইটি ব্যবসায় বছরে ৫০/৬০ হাজার আইটি এইচ-১ ভিসা হারায়েছে সরাসরি পথে; তবে, তারা বিকল্প পথ বের করেছে! বাংগালদেশীরা ক্ষেপেছে, কারণ পারিবারিক ইমিগ্রেশনে যেতে বেশী সময় লাগছে; এর বাহিরে বাংগালীরা অন্য কোনভাবে জাতীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি; তাদের আরেক ক্ষতি আপেক্ষিক: হিলারী ক্লিনটন জিতে গেলে, বেগম জিয়াকে ক্ষমতায় বসিয়ে দেয়ার সম্ভাবনা ছিলো বলে অনেক বাংগালী বিশ্বাস করেন।
গত আমেরিকান নির্বাচনে, রাশিয়া বিভিন্নভাবে প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ উঠে; ট্রাম্পের নির্বাচন কমিটির বড় বড় কর্মকর্তারা, ট্রাম্পের ছেলে, ও মেয়ের জামাই রাশিয়ান দুত ও অন্যান্য কুটনীতিবিদদের সাথে বিভিন্ন যায়গায় মিটিং করেছিলো; এসব মিটিং কোনভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে কিনা সেটা বের করার জন্য ডেমোক্রেটরা সরকারী তদন্ত দাবী করে। ট্রাম্পের নিযুক্ত ডেপুটি এটর্নি জেনারেল ট্রাম্পের পুরোপুরি বিরোধিতার মুখেই এক স্বাধীন তদন্ত কমিটি গঠন করে; উহা "স্পেশাল কাউন্সেল ইনভেষ্টিগেশন" নামে পরিচিতি পায়; এই তদন্ত যিনি পরিচালনা করেন, উনার নাম রবার্ট মুলার, তিনি সারা আমেরিকায় পরিচিত এক আইন বিশেষজ্ঞ।
২০১৭ সালের মে মাসে মুলার তদন্ত শুরু হয়, ২ বছরে তদন্ত শেষে এই বছর মার্চ মাসে তদন্ত রিপোর্ট বিচার বিভাগকে দিয়ে মুলার তদন্ত শেষ করেন। এই তদন্ত বন্ধ করানোর পরোক্ষ চেষ্টা করতে গিয়ে, ট্রাম্প এফবিআই প্রধান, এটর্নি জেনারেল থেকে অনেক বড় পদের লোকদের বরখাস্ত করেন। এসব লোকদের বরখাস্ত ও তদন্তের ফলে ট্রাম্পের ৪/৫ জন ঘনিষ্ট লোকদের জেল হওয়ায়, অনেকেই ভাবছিলেন যে, ট্রাম্পকে হয়তো ইমপিচ করা সম্ভব হবে(পদ থেকে বাদ দেয়া)। ২০১৮ সালে,আমেরিকার নির্বাচনে বিরোধীদল, ডেমোক্রেটিক দল কংগ্রেসে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে; এতে ট্রাম্পের বাদ পড়ার সম্ভাবনা বেড়ে চলছিলো।
কিন্তু সবকিছুর পর, যেভাবে তদন্ত শেষ হয়েছে; এতে, মনে হচ্ছে, ট্রাম্প আগের থেকে অনেক বেশী শক্ত হয়ে বসেছে। রিপোর্টে কি আছে, সেটা এখনো বের হয়নি; শীঘ্রই বের হবে; রিপোর্টে কি আছে, কংগ্রেস হয়তো পুরোপুরি জানতে পারবে; কিন্তু মানুষকে পুরোপুরিভাবে তা জানতে দেয়া হবে না; যথাসম্ভব জাতীয় স্বার্থের কারণেই সেটা করা হবে।
যাক, ট্রাম্প বাদ পড়েনি; বরং উল্টো ব্যাপার ঘটেছে, ট্রাম্প আরো শক্ত হয়ে বসেছে, এবং আগামী ভোটে তার জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা। এখন ট্রাম্পের যেই অবস্হা, ট্রাম্পের বিপরিতে নিজের দল বা বিরোধীদল থেকে তেমন কোন শক্তিশালী প্রার্থী নেই। ডেমোক্রেটিকদের থেকে হয়তো প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বাইডেন দাঁড়ালে, ট্রাম্পের সাথে শক্ত প্রতিযোগীতা হবে।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২০
চাঁদগাজী বলেছেন:
হিলারী এবার দাঁড়ালে প্রাইমারী পাশ করবে না; ফলে, দাঁড়ানো মানে বেকুবী হবে। বাইডেন চাইলে, দলের সবচেয়ে বেশী সাপোর্ট পাবে।
গতবারের প্রাইমারীতে ট্রাম্প রিপাবলিকান দলের অনেক শক্ত প্রার্থীকে পরাজিত করেছিলো।
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অশ্লিল প্রো-পিক সহ নিকটি এখনো আছে। দুঃখজনক।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
আমি ঘুমায়ে ছিলাম, দেখিনি! এডমিন সরায়ে ফেলেছেন।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২২
ডার্ক ম্যান বলেছেন: গাজী ভাই আজ কার অভিশাপ লেগেছে? ????
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
ইডিয়টরা ব্লগ অবধি পৌঁছে গেছে; দেশে ভয়ংকর পরিমাণে ইডিয়ট জন্ম নিয়ে ফেলেছে!
৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১
সাহিনুর বলেছেন: আরে মডারেটার রা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ছি ছি এটা মেনে নেওয়া যাচ্ছে না ।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
আমি ঘুযমে ছিলাম, এখন ব্লগে এসে বুঝলাম, কোন ইডিয়ট খারাপ ছবি দিয়েছিলো। এডমিনকে ধন্যবাদ।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২
অজ্ঞ বালক বলেছেন: ট্রাম্প আসলে একটা মজার চীজ। হের কিছু কাজকারবার শুনলে হাসি আহে, কিছু এত সুন্দর প্ল্যান করা আর নিঁখুত যে অবাক হওন লাগে। একই সাথে পাগল আর চাল্লু এমন লোক কম আছে, ট্রাম্প একজন।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকান মানুষ রাজনীতিবিদদের উপর আস্হা হারায়েছে, সেটার প্রমাণ হচ্ছে ট্রাম্প।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: ওস্তাদ আন্তজার্তিক বিষয়ে আমি খুব কম জানি।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
আমরা আমেরিকা, সুইডেন, নরওয়ে, বা জাপানীদের মতো উন্নত হতে চাই; তাই, তাদের রাজনীতি বুঝতে হবে।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৭
অজ্ঞ বালক বলেছেন: আস্থা হারানোর কিছু নাই। সারা দুইন্যাতেই ব্যবসায়ীরা ছিল শ্যাডো গভমেন্ট। তারা এখন শ্যাডো থেইকা লাইটে আইতাসে। এই আর কি। ট্রাম্প সেইটার সেরা উদাহরন।
১৮ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
ক্যাপিটেলিজমে সরকার ব্যবসায়ীরা চালায়, কিংবা কিনে নেয়।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
এডমিনকে ধন্যবাদ। আমি কাজে ছিলাম; এসে এখন দেখছি, কোন এক ইডিয়ট পোষ্টে আক্রমণ চালায়েছিলো।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার আগের পোস্টটি মনে হয় মুসাবিদা করেছেন।
পোস্টটি ভালো ছিল।
মানুষের চিন্তাভাবনা জানার অবকাশ ছিল।
২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
ভাবানাচিন্তার বিষয় ছিলো কিছুটা, সেজন্য সরায়ে ফেলেছি; ব্লগারদের মগজের ব্যবহার যাতে কমে আসে, সেদিকে নজর রাখছি।
১০| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৭
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এ ঘটনার পর ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ার মোটেই কোনো সম্ভাবনা নেই। তার শত শত কুকর্মের মধ্যে এই একটা জিনিস প্রমাণিত হওয়া আর না হওয়ার মধ্যে পার্থক্য নেই। আর উভয় দলেই শক্তিশালী প্রার্থী রয়েছে । রিপাবলিকানদের শুধুমাত্র সার্থটা একটু ভুলতে হবে কারণ বেশিরভাগই ট্রাম্পের ঘোর বিরোধী, কিন্তু ক্ষমতার আশায় কিছু বলে না। বাইডেন খুব জোরালো ভাবে ক্যাম্পেইন শুরু করলেও অর পলিসি অনেকটাই গড়মেলে, তার উপর অর যৌন হয়রানিমূলক কর্মকাণ্ড সবার চোখের সামনেই রয়েছে। আগামী নির্বাচনে ট্রাম্পের জয়ের আশা নেই বললেই চলে, কিন্তু তবুও যদি জিতে যায় তাহলে বাকরুদ্ধ হওয়া ছাড়া উপায় নেই।
২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
বাইডেনের যৌন-হয়রাণীমুলক আচরণ আছে? আপনি কি মংগলে গ্রহে থাকেন?
১১| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪৩
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: বরংচ এখন মানুষের সন্দেহ আরো প্রবল হয়ে পড়েছে। এখন মানুষের প্রশ্ন, রাশিয়ার সঙ্গে যোগসাজশ না থাকলে তাহলে কেনো ট্রাম্প আদাজল খেয়ে মুলারের তদন্তকে মিথ্যা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছিলো? মূল ৪০০ পৃষ্ঠার রিপোর্টটি স্বল্প পরিসরে পড়ার পর ট্রাম্প কতৃক তদন্তে বাধার প্রচেষ্টার অসংখ্য উদাহরণ দেখতে পাই। কথায় আছে না চোরের মনে পুলিশ পুলিশ। তাই বাকি সময়টা ট্রাম্পের জন্য বেশ কঠিন হয়ে উঠবে।
২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প চাপের মুখে আছ; তবে, এই তদন্ত ট্রাম্পের পক্ষে গেছে।
১২| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:
LOL
মঙ্গলে থাকলেই বা কি?? সত্যি তথ্যটা জানাটাই আসল। দেখে নিন
২৫ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনার মতে যেটা আসল, আমার মতে সেটা পানি
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্পের সবচেয়ে বড় সুবিধা ওটাই। অর্থাৎ তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকা। হিলারী নাকি আর প্রার্থী হবেন না শুনছি। বাইডেন কী তার দলের মনোনয়ন পাবেন?