![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ব্লগে লিখতে গেলে, ব্লগ নিয়ে সরকারী লোকদের টানাটানি; ভোট দিতে গেলে, ভোট দেয়া হয়ে গেছে; এমপি কেন্ডিডেট হচ্ছে, বদির বউ; মেয়ে মাদ্রাসায় পড়তে গেলে স্বয়ং মোল্লামিয়া জিং জিং করে দিচ্ছে; জিং জিং খেলতে না দিলে, কেরোসিন ঢেলে পুড়ে মেরে ফেলছে; গার্মেন্টস'এ চাকুরী দেয়ার দেয়ার আগে মেয়েদের সাথে জিং জিং খেলতে চায়; জাহাংগীর নগর ইউনিভার্সিটিতে পড়তে গেলে, ভালো গ্রেড দেয়ার কথা বলে শিক্ষক বাসায় নিয়ে যেতে চায়; জাতির মেরুদন্ড, কিংবা রেমিটেন্স দুত বানায়ে মেয়েদের সোদী পাঠায়ে দিচ্ছে; জমির ভুয়া কাগজ জমা দিয়ে সোনালী ব্যাংকের সোনা নিয়ে যাচ্ছে; লাঠি দিয়ে পিটায়ে বসুন্ধরা জমি কিনে নিচ্ছে মালিক থেকে; পদ্মাসেতু সরকার বানাচ্ছে, নাকি সরকার জনতার কাজের কন্ট্রাকটর, বুঝা মুশকিল; সৌদীতে বসে বউ'এর সাথে টেলিফোনে কথা বলে সংসার চালাচ্ছেন অনেকেই; কিন্তু বউ'এর সাথে একসাথে থাকতে পারছে না; সব মিলে আপনাদের কাছে বাংলার ক্যাপিটেলিজম কেমন লাগছে?
বাংলাদেশের গলাকাটা ক্যাপিটেলিজমের বড় মুলা হলো, আপনিও একদিন সালামান রহামান, কর্ণেল ফারুক, ফালু কিংবা এমপি বদি হয়ে যেতে পারেন। আসলে, আপনার সালমান রহমান হওয়ার, কিংবা শিকদার মেডিক্যাল ও হাসপাতাল ব্যবসা করার সম্ভাবনা কতটুকু? আপনার হার্ট এটাক হলে, সিংগাপুর থেকে এয়ার-এমবুল্যান্স আসার সম্ভাবনা, নাকি ব্লগে সবার কাছে ১০ হাজার টাকা ঋণ চাওয়ার সম্ভাবনা আছে? ৪০ বছর বয়সী ১ ব্লগার হার্ট এ্যাটাকে প্রাণ হারায়েছেন, জীবনে হার্টের ডাক্তারের কাছে যাবার সুযোগ পাননি।
ক্যাপিটেলিজমে সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে ভালো আছে; বাংলাদেশ তো বাংলাদেশ, স্বয়ং আমেরিকানরা ক্যাপিটেলিজমের জাঁতাকলে পিষে অমানুষিক জীবন যাপন করছে; যাঁরা কম বেতনে জীবনে চাকুরী করেছিলেন, বৃদ্ধ বয়সে তাঁদের কষ্টের সীমা নেই, এঁদের সংখ্যা অনেক। বাংলাদেশের যেই ৫ লাখ আমেরিকায় আছেন, তাঁদের মাঝে ৪ লাখই আমেরিকার শ্রমের দাস, এদের কোন জীবন নেই বললেই চলে; ছেলেমেয়েরা হয়তো ভালো করবে, এটাই আশা।
বাংলাদেশে বছরে, শতকরা ১৭.৩ ভাগ হারে বড় ধনী বাড়ছে (ইহা জন জনখ্যার শতকরা হার নয়, ধনীদের মাঝে বড় ধনীর শতকরা হার); আপনি ইহার মাঝে পড়ার সম্ভাবনা কতটুকু? আপনার হার যদি শতকরা ৬০ ভাগের নীচে হয়, আপনি ইহার মাঝে নেই! এই সিস্টেমে, বেকাররা কেমন আছে, সেই প্রশ্ন করে লাভ নেই, যাদের চাকুরী আছে, তাদের পক্ষে মানুষের মতো মানানসই জীবন যাপন করাটাই প্রায় অসম্ভব।
ব্লগার রাজিব নুরের বাড়ী আছে ঢাকায়, চাকুরী না থাকলেও চলছে কোন মতে: কোন মেয়ে কোক খাওয়াচ্ছে, কোন মেয়ে আখের রস কিনে দিচ্ছে, কোন মেয়ে স্যান্ডউইচ খাওয়াচ্ছে, কোন মেয়ে হয়তো উনার বাসায় বেড়াতে আসবে! কিন্তু ৪০ লাখ গার্মেন্টস'এর মেয়েদের মাঝে কতজন একটা এপার্টমেন্ট কিনতে পারবে এই জীবনে? সব মিলে আপনার কেমন লাগছে?
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
বানানে ভুল শুদ্ধ মিলে, বর্তমান বিশ্বের ৩ টি অর্থনীতিই প্রধান: ১) ক্যাপিটেলিজম ২) সোস্যালিষ্ট অর্থনীতি ৩) মি্ক্সড
২| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
শাহিন-৯৯ বলেছেন:
পোস্ট পড়া ছাড়া মন্তব্য
সব দোষ ব্যাটা জিয়াউর রহমানের।
কেন যে গনতন্ত্র আনতে গেল, বাকশাল নামক রাজতন্ত্রে আমরা বসবাস করতাম আর সোদীর মত বিদেশ থেকে কাজের লোক এনে ------- চালু করতাম।
পোস্ট পড়ে মন্তব্য
আসলে এদেশের দরিদ্র মানুষগুলো একদম ভাল নেই, বাহির থেকে মনে হয় চলছে তো বেশ কিন্তু যখন একটু বেকায়দায় পড়ে মানে অসুস্থ বা আর্থিক কোন ক্ষতি তখন বোঝা যায় কি অবস্থায় আছে মানুষ। বেশিভাগ ক্ষেত্রে স্থাবর সম্মতি বিক্রি করে সমস্যা সমাধান করতে হয়। আর যার সম্পদ নেই তাকে শেষ অবধি হাত পাততে হয়।
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যেই গণতন্ত্রে আছেন, উহা জিয়ার; বাসায় চাকরাণী আছে তো?
৩| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ থেকে বেরিয়ে আসার উপায় সম্পর্কেও বলুন।
নাকি জিয়ার কারনে জাতীর এ থেকে উত্তরণের আর কোন সম্ভাবনাই নাই?
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
জিয়া ও শেখ হাসিনার কারণে, এর থেকে উত্তরণ কঠিন হয়ে গেছে: বাংলার অর্ধেক লোকজন জিয়ার ভুলকে ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছে, বাকী অর্ধেক শেখ হাসিনার বেকুবী ও চালাকীকে টিকিয়ে রাখার জন্য বদ্ধ-পরিকর।
আপনি আজকের পোষ্টে চীনাদের কথা বলেছেন, উহার মুলে কি কাজ করেছিলো?
৪| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আমরিকা কেমন
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ধনী সাদা ক্যাপিটেলিষ্টদের ও ইহুদীদের স্বর্গ, বাকীরা তাদের শ্রমিক; তবে, এসব শ্রমিকেরা খেয়েপরে মোটামুটি ভালো আছে।
৫| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুজনের তুলনা সঠিক হয়নি। জিয়া দেশ গঠনে দ্বিতীয়জনের মত এত সময় পাননি।
জিয়া ১৯ দফা বাস্তবায়নের সুযোগ পেলে এদেশ হত সত্যিকার সোনার বাংলা।
২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
এই শতাব্দীতে যারা দফার রাজনীতি করেন, তারা ইতর প্রাণী; এই শতাব্দী হলো তত্বের, অর্থনৈতিক তত্বের।
৬| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৭
আমিনভাই বলেছেন: মনটা খারাপ করে দিলেন।
২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
জাতির কষ্ট বুঝলে মন খারাপ হওয়ার ক্থা।
৭| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগার রাজিব নুর সুখেই আছেন। উনি মাঝে মাঝে দুঃখ বিলাস করবেন।
২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
একজন মানুষ কখনো বেকার থাকতে চান না।
৮| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়তে পড়তে নিচের দিকে এসে ধাক্কা খেলাম।
ওস্তাদ কেমন লজ্জা লজ্জা লাগছে।
বাড়িটা আমার মায়ের। মা আমাকে একটা ফ্লাট ছেড়ে দিয়েছে। মাস শেষে বাড়ি ভাড়া দেওয়ার চিন্তা আমার নেই। এতটুকুই সুবিধা। কিন্তু আমার সংসার তো আমাকেই চালাতে হয়।
মা রেগে গেলেই বলেন, ভেবো না এই বাড়ি তোমরা পাবে? আমার মৃত্যুর আগে আমি এই বাড়ি বিক্রি করে দিব। সব টাকা ট্রাক ভাড়া করে বুড়িগঙ্গায় ফেলে দিব। তোমরা কিছুই পাবে না।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:০০
চাঁদগাজী বলেছেন:
আপনার মাতা আপনাকে সাহায্য করছেন, আপনি সৌভাগ্যবান; কত লাখ মায়ের সন্তান এই ঢাকায় টোকাই!
৯| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাংগালদেশী ক্যাপিটেলিজম কেমন লাগছে আপনাদের কাছে?
- বর্তমান অবস্থা খুব বাজে, সেটা নেতাদের কারণে। নেতারা আন্তরিক ও সৎ হলে যে কোন টাই ভালো।
আপনি বাস্তবতা বুঝেন কম, বকেন বেশী। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো(রেল, চিনি, পাটকল) সব সময় লস কায়। এই চোরদের নিয়ে সোসালিজকের চিন্তাকরা বেকুবি।
এখন সবার আগে দরকার সুস্থ রাজনীতি, আরেকটা বিপ্লব। এই কমেন্ট পড়লে তো দুই রাজপরিবার আর তাদের চ্যালাদের মাথা গরম হয়ে যাবে। দেসের মূল শত্রু কিন্তু ওরাই
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
সোস্যালিজম এলে, ৫/১০ লাখ দুষ্ট বাংগালী ১ দিনেই পালিয়ে; দেশ নিশ্বাস নেয়ার শুরু করবে।
১০| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ছোটবেলাকার পোস্টগুলো পড়ে ব্লগার রাজীব নূরের ফুটনোটে উল্লেখিত কার্যকলাপের মধ্যে একটা যোগসূত্র লক্ষনীয়। আশাকরি প্রিয় ভাইও অবসরের পর ক্যাপিতালিস্ট আমেরিকায় গিয়ে বহাল তবিয়তে ব্লগিং করতে পারবে । সে ক্ষেত্রে দেশের ক্যাপিটালিস্ট মানসিকতাকে কিন্তু তারিফ না করে পারা যাবে না।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের যে স্বভাব, উহাকে বদলাতে পারবে একমাত্র সোস্যালিজম
১১| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮
কালো যাদুকর বলেছেন: সবাইতো স্টেট জানে, ইকনমিস্ট রা বাংলাদেশ কে বলছে মধ্যম আয়ের দিকে যাওয়া একটি দেশ। কিন্তু পাবলিক তা বলছে না।
এখন শুধু একটু পলিটিক্যাল সমাধান দরকার।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
পলিটিক্স হলো একজন মানুষের সর্বাধিক জ্ঞানের প্রয়োগ; রাজনৈতিক দলগুলো গাধা ও খচ্চরে রে গেছে।
১২| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গাজী ভাই, আপনি বোধ হয় ভুলে গেছেন এক সময়ে বঙ্গদেশে লেজেহোমো এরশাদ নামক একজন জিংজিং বিশেষজ্ঞ রাষ্ট্রপতি ছিলেন | এখনো বঙ্গদেশের অনেক প্রজা উক্ত ব্যক্তিটিকে অজ্ঞাত কারণে প্রচন্ড ভক্তি করে থাকে (এখনো তিনি বিরোধী দলীয় প্রধান ) | সমাজের বিভিন্ন স্তরে এইরূপ জিং জিং পীরের মুরিদদের সংখ্যাও কম নহে | তাহাদের মধ্যে হইতে কেহ কেহ ক্যাপিটালিজোমের সুযোগ নিয়ে প্রজাদের সঙ্গে জিং জিং করিতে চাহিলে আপনি তাহাদের কিভাবে নিবৃত করিবেন |
২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
জিং জিং এর বেলায়, বাংগালীরা দারিদ্রতার সুযোগ নেয়; কিশোরী চাকরাণী ও ঝিগুলোর জীবনটা ভয়ানক কষ্টের সাক্ষী
১৩| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৭
মাহমুদুর রহমান বলেছেন: এদেশে ধনীরা ধনী থেকে ধনী হচ্ছে আর গরীবরা পিষে মরছে।অর্থাৎ ধনীরা গরীবদের পিষে মারছে বলেই তারা ধনী থেকে ধনী হচ্ছে।
২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
এটাই সব ধরণের ক্যাপিটেলিজমের মুল কাজ।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, সহজ সরল ভাষায় আপনি অনেক কথাই বলে দিয়েছেন। এটা আমারও মনের কথা।
তবে আমার মন্তেব্যে ব্লগার রাজিব নুর রাগ করে থাকলে আমি ক্ষমা চাইছি।
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
রাজিব সবকিছু সহজ ভাবেই নেন, উনি কমবয়সেই অনেক কিছু বুঝতে শিখেছেন।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও এদেশ বিশ্ব অর্থনীতির অন্যতম প্রবৃদ্ধিশীল দেশ।
সমস্যা থাকবে। সমাধানও হবে।
++++++++++
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাগে কাঁঠাল পাতা একটু বেশী পড়ছে মনে হয়।
১৬| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৪
দেশী পোলা বলেছেন: দেশের প্রত্যেকটি কন্যা সন্তানের জন্য বিনামূল্যে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা শেষ করার ব্যবস্থা করে দেন, দেশ পাল্টে যাবে। এইসব মেয়েগুলো শিক্ষিত হয়ে নিজেদের ছেলেমেয়েদের শিক্ষা দেবে, ওদের কারো আর কখনো আরব দেশে কামলা খাটতে যেতে হবে না। হুজুর হলেও শিক্ষিত হুজুর হবে, পলিটিক্স করলে শিক্ষিত মানুষের মতোই পলিটিক্স করবে, কারন ওরা হবে শিক্ষিত মা দের হাতে গড়া জেনারেশন!
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
সেটা করার জন্য চেষ্টা করবো।
১৭| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গাজী সাহেব সবসময় সমস্যার কথা বলে বেড়াচ্ছেন। তা থেকে উত্তরনের জন্য কি করছেন দেশে? যারা মূখে দাবড়িয়ে যায় কাজের বেলায় ঠুস। সৌদি থেকে আর বাংলাদেশে গার্মেন্সে শ্রম দিয়ে দুই-চার আনা রাষ্টকে দিচ্ছে বলেই দেশের মানুষ দু'বেলা খেয়ে পরে আছে। কেনো গরীব মানুষদের নিয়ে বাঝে বকেন?
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
আমি শুরুতে কিছু করেছি; আপনি হয়তো কিছু করেননি।
আমাদের মেয়েরা গার্মেন্টস এ চাকুরী, ঘরের চাকরাণী বা ঝি হওয়ার কথা ছিলো না; আমাদের মানুষ বাংলাদেশে জাতির জন্য চাকুরী করার কথা ছিল, ষৌদী ঘড়ার কথা ছিলো না। আমি যে, ধারণা দিচ্ছি, ইহা আপনার পোষ্ট থেকে পাওয়ার সম্ভাবনা নেই।
১৮| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার মাতা আপনাকে সাহায্য করছেন, আপনি সৌভাগ্যবান; কত লাখ মায়ের সন্তান এই ঢাকায় টোকাই!
আমার মা বলেন, আমার যদি এই জায়গাটা না থাকতো তাহলে তোমাদের জায়গা হতো কমলাপুর রেলস্টেশন অথবা সদরঘাট টার্মিনাল।
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনার মা দেশের অন্য মায়েদের কষ্টটুকু অনুধাবন করেছেন; উনি বুঝেন, দরিদ্র মাতাদের সন্তানেরা কমলাপুরে ও সদরঘাটে ঘুমায়
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭
নীলপরি বলেছেন: ক্যাপিটালিজম অনেকটা নেশার মতন । মানুষ অধীন হয়ে যায় ।
২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
এতে বেশীর ভাগ মানুষ নিজের উচ্চাশার কারণে দাসে পরিণত হয়।
২০| ২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৯
টারজান০০০০৭ বলেছেন: সোসালিষ্ট অর্থনীতি বহু জায়গায় পরীক্ষা করা হইয়াছে ! ফলাফল, উহার গিনিপিগগুলো মারা গিয়াছে, নাহয় খাঁচা ভাঙিয়া পলাইয়াছে ! ক্যাপিটালিজমের গিনিপিগগুলোও মারা যাইতেছে !
মিক্সড অর্থনীতিই মন্দের ভালো ! আমাদের দেশে সোসালিজম আসিলে লালনের সংখ্যা বাড়িয়া যাইবে !
অর্থনীতি যাহাই হউক, শাসনব্যবস্থা কার্যকর না হইলে কুবেরের ধনেও ভিক্ষাবৃত্তি দূর হইবে না !
২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫১
চাঁদগাজী বলেছেন:
সোস্যালিজম পরিবর্তনশীল, ও অবস্হার সাথে তাল মিলাতে সক্ষম হওয়ার কথা।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
পবিত্র হোসাইন বলেছেন: সোসয়ালিষ্ট অর্থনীতি? নাকি সোসালিষ্ট অর্থনীতি?
যাইহোক, বোঝার চেষ্টা করব।