নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চতুর্থ শিল্প-বিপ্লব কোনটা, আপনারা জানেন টানেন নাকি? জয় এসব কি বলে?

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১০



Link to the News

এখানে কোটেশনের ভেতরের অংশ আমি বিডি-নিউজ-২৪ বাংলা থেকে নিয়েছি; আমার মাথায় তেমন কিছু ঢুকছে না, আপনাদের মাথায় ঢুকে থাকলে, আমাকে একটু বুঝানোর চেষ্টা করবেন, "তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবেশী দেশগুলো কি করছে, তাতে নজর না দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের পথে নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে তথ্যপ্রযুক্তিবিদদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।"

আমার ১ম প্রশ্ন হলো, চতুর্থ শিল্প বিপ্লব কোনটি? উহা কোথায় হচ্ছে, বাংলাদেশে? এর আগে কি বাংলাদেশে ১ম, ২য়, ৩য় শিল্প বিপ্লব হয়েছিলো কখনো? হয়ে থাকলে, কখন ও কি ঘটেছে, জানালে আমি বুঝার চেষ্টা করবো!

বাংগালীদের ১ম শিল্প হলো, মাটির হাঁড়ি-পাতিল, বাসন কোসন তৈরি, গরুর গাড়ীর চাকা বানানো, মাছ ধরার জাল বানানো; ২য় শিল্প স্তর গড়েছিলো জেনারেল আইয়ুব খান, উনি জুটমিল চালু করেছিলেন; ৩য় স্তর হলো, বেগম জিয়া ও সাইফুর রহমান মিলে জুটমিলগুলো বন্ধ করেছিলো; এগুলো কোনটাই বিপ্লবী পদক্ষেপ ছিলো না।

হঠাৎ করে চতুর্থ শিল্প-বিপ্লব কোথায় কিভাবে হচ্ছে? উহা কি সজীব ওয়াজেদের বাসায় ঘটছে?

বিপ্লব শব্দটার অর্থ আছে, বিপ্লব মানে কোন চলমান বিষয়ের আমুল পরিবর্তন! ১ম শিল্প-বিপ্লব ঘটেছিলো ইউরোপে; ২য় শিল্প বিপ্লব ঘটেছিলো আমেরিকায়, হাতের কাজের বদলে মেশিনের ব্যবহার সর্বত্র; এখন ৩য় পরিবর্তন, অটোমেশান। শিল্পে বিপ্লব আনে আবিস্কার; আবিস্কার ব্যতিত শিল্পে বিপ্লব আসে না; আসলে, আবিস্কার ব্যতিত, রাজনীতিতেও বিপ্লব আসে না।

জার্মান ও জাপানীরা ইলেকট্রোনিক্সে বিপ্লব ঘটায়েছিলো, উহা শিল্প বিপ্লবে সাহায্য করেছে; এখন ওয়ারলেস'এ বিপ্লবী ভুমিকা পালন করছে আমেরিকা, এর আগে আমেরিকা কম্প্যুটিং'এ বিপ্লব ঘটায়েছে যা এখনো ইনফরমেশন টেকনোলোজী হিসেবে চলছে! ১ম, ২য়, ৩য়, চতর্থ বা তার বেশী শিল্প-বিপ্লব ঘটে থাকলে, উহা ঘটেছে ইউরোপ, আমেরিকায় ও জাপানে! জয় কোথাকার কোন শিল্প-বিপ্লবের কথা বলছে?

জয় মুখ খুললেই ভুল কিছু বের হয়, কোন ব্যাপারেই ওর সঠিক ধারণা নেই; আওয়ামী লীগ একবার উহার মুখে ছিপি আটকায়ে দিয়েছিলো, মনে হয়; এখন কি ছিপি খুলে ফেলেছে জয়? জয় কোন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছে?


মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৭

আল ইফরান বলেছেন: এইটার মুখ বন্ধ থাকলেই ভালো। নিজেও ঠিকমত বুঝে না কি বলছে। বাংলাদেশ এখন ইনফরমেশন রেভ্যুলেশনের প্রাইমারি স্টেইজে আছে। এই দেশে শিল্প বিপ্লব মানে হচ্ছে দুই-চারটা গার্মেন্টস পুড়ে কিছু সাধারন মানুষের চলে যাওয়া আর এই ধরনের অথর্ব নেতাদের বাগাড়ম্বরতা।

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ইনফরমেশন টেকনোলোজীর প্রয়োগ হচ্ছে, ও কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে, ইহা বিপ্লব নয়; একটা স্তরে বাংগালী ছেলেমেয়েরা এতে অংশ নিচ্ছে।

জয় হলো আমাদের শিক্ষিত জোকার

২| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ছিপি মনে হয় খুলে দিয়েছে।
অবশ্য তার কাছে সব সময় তথ্য থাকে।

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:

তার পোশাকে চট্টগ্রামের সওদাগরদের মতো অনেক পকেট আছে, সেখানে সে তথ্যের বোতল রাখে।

৩| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
তার পোশাকে চট্টগ্রামের সওদাগরদের মতো অনেক পকেট আছে, সেখানে সে তথ্যের বোতল রাখে।

আমি যদি প্রধানমন্ত্রীর সন্তান হতাম, দেশের জন্য খুব ভালো ভালো কিছু কাজ করতাম।

২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


মাথায় ভাবনাশক্তি না থাকলে, প্রধানমন্ত্রীর ছেলেও দেশের জন্য দু:খ ছাড়া অন্য কিছু নয়

৪| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেতন নাকি ১ লাখ ৬৫ হাজার। মাঝে মাঝে কিছু একটা বলতে হয় তাই বলা আরকি ।

২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


জয় কত টাকা সরকার থেকে নেয়, সেটা মানুষের সামনে বলার দরকার ছিল; কারণ, সে মায়ের অধীনে পদ নিয়েছে; ১ লাখ ৬৫ হাজার পদ অনুযায়ী বেশী নয়; তবে, সে ঐ পদের জন্য কোয়ালিফাইড নয়, এডভাইজার হতে হলে, অনেক দক্ষ পিএইচডি হওয়ার দরকার।

৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২২

শাহিন-৯৯ বলেছেন:



আপনার মত একজন সর্বজ্ঞানী ব্যাক্তি জয়ের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া দরকার।
বেচারী তথ্য বাবা হিসাবে বেশ পরিচিত।
এখন দেখি বিপ্লব থিউরী বাবা হিসাবে নাম করবে।

২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:

জয় একবার আমাকে আংকেল ডেকেছিলো, সম্পর্কটা আমি ধরে রাখিনি; জয়ের পদের ক্ষমতা আছে, আমি বুদ্ধি দিলে সে ভালোই করতো।

জয় কথা বলার আগে ভেবে দেখে না, ঘুচিয়েও বলতে পারে না; চতর্থ শিল্প বিপ্লব কি, কোথায় হচ্ছে, আমরা সেই বিপ্লবে কিভাবে অংশ নেবো, সরকার কিভাবে ইহার সাথে যুক্ত, এগুলো ব্যাখ্যা করার দরকার ছিলো।

৬| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

হাবিব বলেছেন: উনি বিপ্লব শব্দটার নতুন কোন অর্থ করেছেন হয়তো........

২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


চতুর্থ শিল্প বিপ্লব বলতে সে কি বুঝতে চেয়েছে, তা পরিস্কার হয়নি; মুল বিষয় পরিস্কার না হলে, কথার কোন মুল্য থাকে না।

৭| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

তীর্থক বলেছেন: তথ্য প্রযুক্তির সাথে শিল্প বিপ্লবের কোন সম্পর্ক নাই, তথ্য প্রযুক্তি কোন শিল্প না!!!

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


তা'হলে, জয় এগুলো কি বলে বেড়াচ্ছে সভাতে? কোন চতুর্থ শিল্প বিপ্লবের কথা সে বলছে?
১) হাঁড়ি পাতিল ২) জুলমিল ৩) জুলমিল বন্ধ ৪) পদ্মাসেতু?

৮| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৭

শিখণ্ডী বলেছেন: শুনতে ভালই লাগে। এটাও তো শিল্প ;)

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


শুনে আমার গা জ্বলে গেছে; আপনার কাছে ভালো লাগলে ভালো।

৯| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০০

তীর্থক বলেছেন: জয় কি বলছে এবং কেন বলছে তা নিয়ে আমার কোন আগ্রহ নেই! আমি মনে করি জয় রাজনীতির মারপ্যাঁচ খুব একটা ভালো বোঝে না তাই যখন যা মনে আসে বলে দেয়! প্রধানমন্ত্রীর ছেলে, মাঝে মাঝে কিছু না বললে কি চলে?

আরেকটা কথা। আপনি লিখেছেন, "জার্মান ও জাপানীরা ইলেক্ট্রনিক্সে বিপ্লব ঘটিয়েছিল, উহা শিল্প বিপ্লবে সাহায্য করেছে"! আপনি কোন সময়ের আর কোন শিল্প বিপ্লবের কথা বলছেন? তথ্য প্রযুক্তি যদি কোন বিপ্লব ঘটায় তবে সেটা "তথ্য প্রযুক্তি বিপ্লব"ই হবে "শিল্প বিপ্লব" না!!!

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ইলেক্ট্রোনিকস এ বিপ্লব ঘটানোর ফলে, মিডিয়া, মনিটরিং সিস্টেম, অটোমেশানে বিপ্লব ঘটেছে

১০| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @"আমার ১ম প্রশ্ন হলো, চতুর্থ শিল্প বিপ্লব কোনটি? উহা কোথায় হচ্ছে, বাংলাদেশে? এর আগে কি বাংলাদেশে ১ম, ২য়, ৩য় শিল্প বিপ্লব হয়েছিলো কখনো? হঠাৎ করে চতুর্থ শিল্প-বিপ্লব কোথায় কিভাবে হচ্ছে? উহা কি সজীব ওয়াজেদের বাসায় ঘটছে?"

জয়কে পোস্টটা পড়ানো দরকার:D

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


পড়ে শোনায়ে, বলবেন, তোমার আংকেল লিখেছে; সে চিনবে।

১১| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: এনারা সত্যিই কি কিছু ভেবে বলেন না ?

খুব ভালো লিখেছেন ।

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



ভাবার জন্য মগজ লাগে, এটা একটা বড় সমস্যা

১২| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৩

নতুন বলেছেন: ছোট বেলায় আয়োডিনের ঘাড়তি হয়েছিলো তাই বুদ্ধি একটু কম তাই মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলে....

প্রধানমন্ত্রীর ছেলে.... তাই কিছুই বলার নাই।

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রধানমন্ত্রীর ছেলে, কথা বলে মহা সমস্যার সৃষ্টি করে; উহাকে লাইনে আনতে আওয়ামী লীগের ঘাম ছুটে

১৩| ২২ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৯

বলেছেন: চাঁদের দেশে স্যাটেলাইট উৎক্ষেপণ কি চতুর্থ শিল্প বিপ্লব নয়!!
আপনার কথাগুলো যদি তাদের কাছে পৌঁছে তবে কি হবে ভেবে দেখুন।

সমালোচনা করা যাবে না এটাই নিয়ম।।

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


জয় আমার আংকেল হয়, আমি সমালোচনা করতে পারবো।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৫

ঢাবিয়ান বলেছেন: পিএম তনয় না জানে ভাল বাংলা , না জানে ভাল ইংলিশ। ভাষার উপড় দক্ষতা না থাকায় তিনি যে কি বলেন, সে কেবল তিনিই জানেন।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


ভাষার দিক থেকে উহা কি হিজড়া?

১৫| ২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম শিল্প বিপ্লবঃ বাষ্পীয় ইঞ্জিনের আবিস্কার
দ্বিতীয় শিল্প বিপ্লবঃ বিদ্যুতের আবিস্কার
তৃতীয় শিল্প বিপ্লবঃ ইন্টারনেটের আবিস্কার
চতুর্থ শিল্প বিপ্লবঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা (যা এখনো উন্নত বিশ্বেই শতভাগ কার্যকর হয়নি)।

উপরের আবিস্কার গুলোর ওপর ভিত্তি করে শিল্প উৎপাদন ব্যবস্থা ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়েছে। এগুলো অবাস্তব কিছু নয়।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


১মটা ইউরোপে শুরু; বাকীগুলো আমেরিকায় শুরু; জয় কিছু একটা শুরু করছে, মনে হয়।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

পুলক ঢালী বলেছেন: আমরা আগে ঘটে যাওয়া শিল্পবিপ্লব গুলোর ফসল কত পার্সেন্ট ঘরে তুলতে পেরেছি ? আমাদের ট্রাফিক বাতি জ্বলে কিন্তু ট্রাফিক পুলিশ হাতের ইশারায় ট্রাফিক কন্ট্রোল করে। সব ক্ষেত্রেই মনে হয় প্রিমিটিভ পর্যায়ে আছি। এখানে ৪র্থ পর্যায়ের শিল্প বিপ্লবের কথা বলাতে আগের যোগাযোগ মন্ত্রীর (নাজমুল হুদা) বাংলাদেশে ঢাকা চট্টগাম রেল পথে ম্যাগনেটিক (ম্যাগলেভ) ট্রেন চালু করার কথা মনে পড়ছে (এমন দায়িত্ব জ্ঞান বর্জিত কথা বলার জন্য তার বিচার হওয়া উচিৎ ছিল। যে দেশের রেল লাইনে গরু চড়ে রেল ক্রসিংগুলিতে বাস ট্রাক কার ট্রেনের সাথে ধাক্কা খায় সেখানে এমন উচ্চাকাংখী কথা বলা মানে সাধারন মানুষের সাথে প্রতারনা করা) জাপানে সীমিত পর্যায়ে এটা এখন চলছে। এটা ব্যয় বহুল কারন বিশেষায়িত লাইন ছাড়া এই ট্রেন শূন্যে ভেসে উঠবেনা।
এখন বলুন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা মানে কি ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাবার মত নয় ?
এই দেশে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করলে কিছুই হয়না অন্য দেশে হয় পদত্যাগ করতে হয় ব্যর্থতা স্বীকার করে না হয় রিটের মুখোমুখী হতে হয়।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ দেশকে কলোনীর মত ব্যবহার করছে।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: কৃষি ও শিল্প যুগের ক্রম-রূপান্তরের ফলে পৃথিবী এখন জ্ঞান সমাজে প্রবেশ করেছে। এই মুহূর্তে আমরা যে সমাজে আছি তাকে একটি ‘সর্বময়ী তথ্য সমাজ’( Inclusive Information Society) হিসাবে অবহিত করা যায় ।এখান থেকে এগিয়ে যেতে সবচেয়ে বড় শক্তি হল তথ্য-প্রযুক্তি তথা Cyber Physical System যা কিনা আগামী অর্ধ শতকে একটি নতুন বিপ্লবের জন্ম দিতে যাচ্ছে যাকে চতুর্থ শিল্প বিপ্লব বলে অভিহিত করা হয়ে থাকে।

বলা হয়ে থাকে ডিজিটাল বাংলাদেশ এখন সেই বিপ্লবের জন্য কিছুটা প্রস্তুতি নিয়েছে এবং আরো প্রস্তুতি নেয়ার পথে আছে । এখন যে কাজ গুলো কথিত চতুর্থ বিপ্লবের জন্য পূর্বশর্ত হবে সেগুলোর মধ্যে অন্যতম হল নিজের বর্তমান প্রযুক্তিগত অবস্থানকে সঠিকভাবে চিহ্নিত ও মুল্যায়ন করা । আর তাই আমাদেরও প্রত্যেককে বুঝতে হবে তা কেমন করে হবে বা কোন কোন ক্ষেত্রে সেগুলোকে সুবিন্যস্ত করে বাংলাদেশের বর্তমান বিদ্যমান প্রযুক্তি ও তার আরো বিকাশ সাধন করে নেবার সুযোগ আমাদের কাছে আছে।

আইপি শিক্ষায় প্রাতিষ্ঠানিক গবেষণা ও প্রশিক্ষণে আমাদের আগ্রাধিকার দিতে হবে, এর বিকাশের জন্য প্রয়োজনীয় আর্থ-সামাজিক , অবকাঠামো ও সহায়ক গনতান্ত্রীক সৃজন করতে হবে । বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের কাছে থাকতে হবে উদ্ভাবনের সব কৌশলের অনুচিন্তা যেন সে সবের বাধাগুলো অতিক্রম করা উপযুক্ত ও সার্বজনীন পন্থা । আইপি খাতের প্রযুক্তিবিদদের পাশাপাশি আমাদের সমাজের মেধাসম্পন্ন সকল সৃজনশীল বিশেষ করে ব্লগারদের কাজ হবে সমাজের সকল স্তরের মানুষের কাছে মেধার সম্মান পৌঁছে দেয়া, তা ব্লগে লিখে হোক আর কবিতা-উপন্যাস গল্প রম্য কিংবা যুতসই কোন উন্নয়ন পরামর্শ দিয়ে। বুদ্ধির সমাজ নিশ্চিত করতে আমাদের সামাজিক যোগাযোগ ও সংবাদমাধ্যমগুলো হয়ে উঠোক সত্য প্রকাশের প্রচারপত্র । ভয়ের সংস্কৃতি কিংবা নিছক সমালোচনার সস্কৃতি থেকে বেরিয়ে এসে এ মহুর্তে বাংলাদেশে গঠনমুলক মেধার একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পারাটাও যুক্ত হোক কথিত চতুর্থ শিল্প বিপ্লবের একটি অনুসঙ্গ হিসাবে।

শুভেচ্ছা রইল ।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইরফরমেশান সায়েন্সকে অনুভব করতে হলে, ৪/৫ লাইনের হলেও প্রোগ্রাম লিখতে হয়; জয় ২ লাইনও শুদ্ধ করে লিখতে পারবে বলে মনে হয় না।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৮

নেট ইনফিনিটি বলেছেন:
"...সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক:
রাজা, তোর কাপড় কোথায়?"
ধন্যবাদ @ চাঁদগাজী

২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


এরা কি বলে নিজেই বুঝে না

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৯

টারজান০০০০৭ বলেছেন: আমরা সমালোচক জাতি, আমাদের দুই হাতের আঙ্গুলই ব্যস্ত থাকে ! সূর্য উঠিলেও দোষ দেখি, মেঘে ঢাকা পরিলেও !

চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে দেশের উচ্চশিক্ষাক্ষেত্রে কথা হচ্ছে এটা সত্যি, কনফারেন্স, সেমিনার ইত্যাদিও হচ্ছে। সুতরাং জয়ের কথা বলায় দোষতো দেখছি না। এডভাইজর হিসেবে কথাতো কিছু বলতেই হয় !

অন্য শিল্পবিপ্লবের ফসল ঘরে তুলতে পারিনি বলে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে চিন্তা করা যাবে না এমনতো নয়। চীন , ভারতেও টেকনোলজির উন্নতি সব জায়গায় পৌঁছেনি , ওরাও পুরোটা ঘরে তুলিতে পারে না ! তাই বলে তো ওরা বন্ধ করে নি। সামগ্রিকভাবে না পারিলে বিচ্ছিন্নভাবেও চলুক , ইহাতেও লাভ !

আপনার চোখের কি অবস্থা এখন ?

২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


চাঁদ তো দেখা যায়, রিক্সা নিয়ে আমেরিকার মতন একবার ঘুরে আসেন; জয়েরা টাকা রাখে নিজ পকেটে, গল্প করে মামার বাড়ীর। ছোখের অবস্হা সামান্য ভালো, চাকুরী করতে পারছি কোন মতে।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯

টারজান০০০০৭ বলেছেন: কাহু, ভিসাটা পাঠাইয়া দিয়েনতো , রিশকা লাগতোনা, গাছে ঝুলিয়া ঝুলিয়াই যাইবাম ! ট্রাম্প বাবাজির দেয়ালও ঠেকাইতে পারব না !

কোন রাবনে আর বিশ্বাস নাই, কৃত্তিবাসের উপরেও নহে ! লংকাই খ্রাফ !

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা হরদম আসছেন, কোন অসুবিধা হচ্ছে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.