![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** কোন ১ ইডিয়ট পোষ্টটাকে রিফ্রেশ করছে; সামুকে হ্য়তো এর সমাধান বের করতে হবে। ***
আমার একটা পোষ্টে ব্লগার 'ডার্কম্যান' মন্তব্য করেছেন যে, শ্রীলংকায় যা ঘটেছে, উহা 'চীনাদের প্রতিহত' করার জন্য বড় ধরণের ষড়যন্ত্র হতে পারে! ব্যাপারটা ভাবার দরকার আছে; চীনারা পুরো আফ্রিকার সম্পদ কিনে ফেলেছে বলতে হয়; অনেকটা বাংলাদেশের ধনীদের ইলিশ মাছ কেনার মতো, টাকা কোন সমস্যা নয়। শ্রীলংকায়, 'চীনা টেইকওভার' নিয়ে সরকার, প্রশাসন ও জনতা কয়েকভাগে বিভক্ত।
শ্রীলনকার মতো আরেকটা দ্বীপ আছে, উহার নাম মরিসাস; লোকজন ভীষন শিক্ষিত; প্রায়ই সবাই ইংরেজী, ফ্রেন্চ ও মরিসাসের ভাষায় সমানভাবে পারদর্শী; কিন্তু ছোট একটা সমস্যা আছে, উহাদের মাঝে হয়তো কিছু বাংগালী ঢুকে গেছে, উহারা কোনভাবে, কিছুতেই ঐক্যবদ্ধ নয়; দেশটাকে চীন পুরোপুরি কিনে ফেলেছে; উহাদের এখন কাজ করতে হয় চীনাদের কলকারখানায়; শীঘ্রই উহারা চীনা ভাষায়ও পন্ডিত হয়ে যাবে; অনেকটা বাংগালীদের মতো, বাংলায় নাম লিখতে পারে না, হিন্দীতে প্রেমের ডায়ালগ বলে।
তামিলদের শোচনীয় পরাজয় ভারতের অনেক মানুষ লজিক্যালী নেয়নি, তারা নিজেরা রামের যুগে ফিরে যাচ্ছে, এবং চাচ্ছে যে, শ্রীলংকা আবারও হনুমানের লেজের আগুনে পুড়ুক। তবে, ভারত চাহে না, চীন সিংহলে ঢুকে যাক বাংলাদেশ বা মরিসাসের মতো।
চীনারা বাংলাদেশে পদ্মাসেতু, হাইওয়ে তৈরি, ড্রেজিং ইত্যাদি করে বড় টাকা আয় করছে; চীনাদের জগতে 'সততা' ও 'ভালোবাসা' নামে কোন শব্দ নেই; বাংলাদেশ সরকার ও প্রশাসন এজন্য তাদেরকে ভালোবাসে; আফ্রিকান সরকারগুলো ওদেরকে নিজের বউ থেকে বেশী ভালোবাসার কথা; একইভাবে মরিসাসের সরকারও খুশী; কিন্তু শ্রীলংকায় উহা নিয়ে লংকাকান্ড চলছে।
এবারের হত্যাকন্ডের ফলে চীনবিরোধীরা কিভাবে লাভবান হবেন, সেটা নিয়ে ভাবতে হবে; তবে, প্রেসিডেন্ট রাজাপাসকা নাকি মাজাপাসকা নামে একজন আছে, উহা বিনাপ্রয়োজনে এই ছোট দ্বীপে এক বিরাট পো্র্ট বানাচ্ছে চীনের টাকায়, এবং বিরাট টাকায়, ভয়ংকর ঋণ। বাংগালীরা সৌদী ও আমেরিকা যাওয়ার পর থেকে ডাবের চাহিদা বেড়ে্ গেছে মনে হয়, শ্রীলংকার দরকার বড় পোর্ট!
শ্রীলংকার বর্তমান বড় রপ্তানী হচ্ছে চা; একবার গার্মেন্ট বড় হচ্ছিল, গৃহযুদ্ধ উহাকে থামিয়ে দিয়েছে; ফলে বড় পো্র্ট দিয়ে কি হবে? উহারা ভাবছে চীনারা আফ্রিকা ও ইউরোপ যাবার সময়, ওখানে থেমে ডাবের পানি খাবে ও গরীবদের মেয়েদের সাথে জিং জিং করবে; চীনারা চীনের পানি সাথে নিয়ে যায়, এবং জিং জিং ইত্যাদি নিয়ে বেশী উৎসাহী নয়, চীনে ধর্ষন নেই বললেই চলে; উহারা বরং উৎসাহী জুয়া খেলায়; পো্র্ট না করে যদি ক্যাসিনো খুলতো, তা'হলে চীনাদের সাথে ব্যবসা কিছুটা জমতো।
যাকগে, আপনারা ভেবে দেখেন, গাধা কুরবাণী দিয়ে চীনা ঠেকানোর কোন কিছু হচ্ছে নাকি; গাধার দাম ইলিশ মাছের থেকেও কম; উহা দিয়ে কুরবাণী হয় নাকি?
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের ভুলের কারণে, তাদের অবস্হা ভয়ংকর হয়ে গেছে; অস্ত্র হাতে নিয়ে ওরা বার্মার নাগরিকদের শত্রু হয়ে গেছে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ কেমনে কি ? কয়েক মিনিটেই পোস্ট হিট !
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে বানরের উপদ্রব ঘটেছে!
৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
ডার্ক ম্যান বলেছেন: তামিল টাইগারদের যতদিন প্রয়োজন ছিল ততদিন বাঁচিয়ে রাখা হয়েছিল । জাফনা ভারত আর চীনের জন্য সমান গুরুত্বপূর্ণ ছিল । ভারত চেয়েছিল তামিলদের সমর্থন দিয়ে নিজেদের বাঁচাতে অন্যদিকে চীন এগোচ্ছিল কয়েক দশকের পরিকল্পনা নিয়ে ।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
ভারতের উপকুলে চীনাদের আসতে দেয়া ঠিক হবে না, চীনারা অর্ধমানব; ভারতের উচিত শ্রীলংকাকে সাহায্য করা।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
ডার্ক ম্যান বলেছেন: চীনারা তো ভারতের উপকূলে ঢুকে পড়েছে লংকান বন্দর 99 বছরের জন্য হাতে নিয়ে । বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর তৈরির চেষ্টা করছে ভারতে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করার জন্য ।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
শ্রীলংকার পোর্টে গরীবের মেয়েরা জাহাজের আশায় বসে থাকবে, জাহাজ থেকে নামবে চীনারা, যারা মাটির দিকে তাকিয়ে হাঁটে, কয়েন টয়েন পড়ে আছে কিনা দেখে!
৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রীলংকার মানুষ গুলো খুবই শিক্ষিত খুবই আন্তরিক খুবই কর্মঠ ও হৃদয়বান।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
শ্রীলংকার সরকার পোর্টের নামে বিপুল চীনা টাকা নিয়েছে; পোর্টে ছাগল চরবে ও ডাব রপ্তানী বাড়বে।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: আইনস্টাইন-কে প্রশ্ন করা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হতে পারে?
তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্ব যুদ্ধ কেমন হবে তা বলতে পারি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি দিয়ে হবে!
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
তিনি নবীদের চেয়ে খোদার কাছে প্রিয় ব্যক্তি হওয়ার কথা
৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আন্তর্জাতিক সেমিনারে আমার একবার একজন শ্রীলংকান স্কলারের সঙ্গে কথা হয়েছিল। ক্যান্ডিতে বাড়ি কিন্তু ভদ্রলোক কলম্বো ইউনিভার্সিটি পড়াতেন। উনার কথা অনুযায়ী কল্পনার চেয়েও শ্রীলঙ্কানরা অনেক অনেক বেশি দরিদ্র। ঠিক না দেখলে নাকি বিশ্বাস করা যাবে না সার্বিক দারিদ্রতার লেবেলটি। অবশ্য ব্লগে সাজ্জাদ ভাই দীর্ঘদিন ওখানে থাকায় বিষয়টি আরো ভালো করেই জানবেন। আপনার পোস্টে কিছু বিষয় উঠে এসেছে।
শুভকামনা জানবেন।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
ওদের শিক্ষার হার ও মান এই এলাকার সবার চেয়ে বেশী; শিক্ষার লেভেল ভাবলে, ওদেরকে বেকুব দরিদ্রই বলা সম্ভব।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পদাতিক চৌধুরি বলেছেন: বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আন্তর্জাতিক সেমিনারে আমার একবার একজন শ্রীলংকান স্কলারের সঙ্গে কথা হয়েছিল। ক্যান্ডিতে বাড়ি কিন্তু ভদ্রলোক কলম্বো ইউনিভার্সিটি পড়াতেন। উনার কথা অনুযায়ী কল্পনার চেয়েও শ্রীলঙ্কানরা অনেক অনেক বেশি দরিদ্র। ঠিক না দেখলে নাকি বিশ্বাস করা যাবে না সার্বিক দারিদ্রতার লেবেলটি। অবশ্য ব্লগে সাজ্জাদ ভাই দীর্ঘদিন ওখানে থাকায় বিষয়টি আরো ভালো করেই জানবেন। আপনার পোস্টে কিছু বিষয় উঠে এসেছে।
শুভকামনা জানবেন।
তিন দশকের গৃহযুদ্ধ না থাকলে শ্রীলঙ্কা এই অঞ্চলের সিঙ্গাপুর হতে পারতো। তাদের মধ্যে যে সম্ভাবনা আমি দেখেছি তার কোন তুলনা হয় না। তাদের শিক্ষার মান ভালো। মানুষ হিসাবও তারা অসাধারণ।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমি শ্রীলংকা সম্পর্কে কম জানি; তবে, ওখানকার মেয়েরা বাংগালী ছেলেদের পছন্দ করে; মেয়েরা নিজেদের মাঝে আলাপ করার সময়, প্রায়ই বলে,"আন্ডুপান্ডু বাংলাদেশ"।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই উপমহাদেশের ছোট দেশগুলোর চরম দুর্ভাগ্য হচ্ছে ভারত ও চীনের মতো দুটি মহা বদমাশ ও ধড়িবাজ দেশকে প্রতিবেশী হিসেবে পাওয়া । এই দুটোই প্রতিবেশী দেশে তাদের প্রভাব এবং ব্যবসা বৃদ্ধিতে রীতিমতো মরিয়া হয়ে প্রতিদ্বন্ধিতা করে কোনো রকম লজ্জা বা ভদ্রতার রাখঢাক না করেই । শ্রীলংকা এক সময় মাথাপিছু আয় ও শিক্ষার দিক থেকে উপমহাদেশের শীর্ষ দেশ ছিল | তখন ভারতীয় দাদাবাবুরা এই দেশের পিছনে ঘিরিঙ্গি পাকিয়ে দেশটাকে রণাঙ্গনে পরিণত করে ফেলে | এখন চীনের গুটির চালে শ্রীলংকাবাসি আরো জটিল সমীকরনের আবর্তে চলে গেছে । ভারত-চীনের ট্যাগ অফ ওয়ারে এর অবস্থা দিন দিন আরো জটিল হবে বলেই মনে হচ্ছে | ঠিক একই অবস্থা নেপালের | চীন-ভারতের লোলুপ দৃষ্টিতে পড়েছে এই দেশটি এবং দুই শয়তানের ট্যাগ অফ ওয়ারে এদেরও অবস্থা কেরোসিন ! ভালো নেই মালদ্বীপও ।
আসলেই মনে হয়ে গাধা দিয়ে কুরবানী দেয়া হলো শ্রীলংকায় । এরকম আরো গাধা কুরবানী দেয়া হতে পারে আশেপাশের পুতুল সরকার পরিচালিত দেশগুলিতেও ।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়দের বাজার সম্প্রসারণ ও চীনাদের জাতীয়বাদী ক্যাপিটেলিজম এশিয়া ও আফ্রিকাকে আবার কলোনীতে পরিণত করছে ক্রমাগতভাবে।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহরের চেয়ে আমি বেশী চিনতাম কলম্বো, ক্যান্ডি, গল, নুরায়েলিয়া। অসাধারণ একটি দ্বীপ।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
এখনো ওখানকার মানুষ পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে শান্তিতে আছে।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেই সময়ে দেয়া আমার একটি পুরাতন পোস্ট। শ্রীলঙ্কাকে নিয়ে আমার একটি পুরাতন পোস্ট
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
পড়লাম, সুন্দর করে লিখেছিলেন ৯ বছর আগে।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
বিষয়টি নিয়ে ভাবতে হবে। চমৎকার যুক্তি আর বিশ্ব পলিটিক্স আছে এই হামলায়।
২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, বোকা আরবদের কুরবাণী করেছে কেহ; ভারত চীনকে ঐ এলাকায় আসতে বাধা দেয়ার কথা।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৭
টারজান০০০০৭ বলেছেন: হুম. পাটায় -পুতায় ঘষাঘষি, মসলার জান যায় !
শ্রীলংকা, হলি আর্টিজান, রোহিঙ্গা সহ বিভিন্ন স্থানে হামলার বেনিফিশিয়ারিদের দিকে নজর ফোকাস করিলে কিছু পাওয়া যায় বোধহয় ! প্রমান নাই বিধায় কেহ বলে না !
জোটনিরপেক্ষ আন্দোলনের মতন এশিয়া , আফ্রিকার দেশগুলোর এখন একত্রিত হইয়া ভারত আর চীন এই দুই কুত্তার পশ্চাৎদেশে লাথি মাইরা বাইর কইরা দেওয়া উচিত ! যা, সাগরে যাইয়া মারামারি কর !
৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
চীন ও ভারত অশিশক্ষিত জাতিগুলোকে অসম বাজারে পরিণত করছে; চীনারা দরিদ্র জাতিগুলোর প্রশাসনকে ঘুষ দিয়ে দেশগুলোর মুল ইনফ্রাষ্ট্রাকচারে হাত দিয়েছে।
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৮
অজ্ঞ বালক বলেছেন: ইয়ে মানে চীনাদের সাথে আপনার কি দুশমনি সেইটা ঠিক বুঝলাম না!
৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনাকে সবকিছু বুঝতে হবে কেন? না বুঝলে, আরো হালকা কিছু বুঝার চেষ্টা করেন।
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৯
গরল বলেছেন: রাশিয়ার উথান বিশ্বকে একটা আকষ্মিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে না তো? রাশিয়া তো তাদের অস্ত্র বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছে।
৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
রাশিয়ানদের অধপতন, বা পুটিনের দৈত্যে পরিণত হওয়া, মানবতার জন্য ভয়ংকর সিগন্যাল।
১৬| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: ব্লগিং এর সমাধান কি হবে না?
আমার একটুরো বিনোদন মানেই এই সামু। এখন ব্লগিংটা পর্যন্ত করতে পারছি না।
ভয়াবহ অবস্থা। মন প্রচন্ড খারাপ।
০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সবকিছু এভাবেই চলছে, এটা নতুন কিছু নয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
ডার্ক ম্যান বলেছেন: কুরবানি হয় মহৎ উদ্দেশ্য। চীন পুরো পৃথিবী জুড়ে আধিপত্য বিস্তার করছে টাকার জোরে আর পশ্চিমারা চেষ্টা করে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে । বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকেছে একই গেমপ্ল্যানের অংশ হিসেবে ।